My life has been one of struggle. I’m not afraid of them: Mamata Banerjee, throwing down the gauntlet to the BJP

A day before the 50-day deadline for depositing demonetised Rs 500 and Rs 1,000 currency notes is due, Bengal Chief Minister Mamata Banerjee hit out strongly at this anti-poor policy of the Prime Minister.

She said that the “country went through a tumultuous situation” as a result of demonetisation yet the Prime Minister “has not been able to” “bring back black money” that he had promised.

“Poor people are suffering because the Centre wanted to help 50 families”, she said, referring to certain high-profile people who are alleged to have put their black money in foreign accounts. “This is an anti-poor Government”.

Mamata Banerjee thanked the President “for his comments on intolerance” as a “regime of fear has been created in the country”.

She also castigated the BJP’s using the state broadcaster for its own ends, saying “Doordarshan has become Modidarshan”.

Mamata Banerjee said that because of the wrong polices and wrong decisions of the BJP-led Central Government, “the country is not safe under this Government”.

She outlined in brief the widespread ill-effect that demonetisation has had on the economy of the country: “Recession has set in. Farmers are suffering. The unorganised sector is in crisis. The revenues of States have shrunk by 25%”.

She reiterated that she and her party “will fight for the people”. She prophesied the victory of people power: “Ultimately this Government will lose and the people will win”.

The Chief Minister also criticised the Reserve Bank of India (RBI) for “not disclosing how much money it has released to which State”.

She lambasted the BJP for conducting a politics of vendetta by “targeting everyone who are speaking against them”. As an example, she said: “They have raided Arvind Kejriwal’s officer. Even today they carried out raids in Delhi”.

She also reminded the people about the BJP patriarch Atal Bihari Vajpayee asking “Modi to follow Raj Dharma after the Gujarat riots”.

Mamata Banerjee further pointed out the complete lack of sympathy that the Central Government has had for the sufferings it has brought on to the people: “111 people have lost their lives. How many BJP leaders have visited their houses?”

Further, the BJP’s “political vindictiveness can boomerang on them“ as “they are in power today but tomorrow they will not be”.

She exhorted the people of the country to teach the BJP a lesson by “defeating them in UP, Punjab, Uttarakhand and wherever else elections are going to be held”.

Mamata Banerjee also questioned the Centre’s asking “a State (Bengal) to foot the bill” for its sending the CRPF to the State.

Mamata Banerjee though said that she is “not afraid of them” as her “life has been one of struggle”; she does not mind to put up a further struggle.

The Chief Minister ender her press conference by making an announcement that is sure to bring a smile to the faces of State Government employees: “The West Bengal Government will give 10% DA (dearness allowance) to employees in January”.

 

আমি জীবনে অনেক লড়াই করেছি, লড়াইকে আমি ভয় পাই নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

নোট বাতিলের পঞ্চাশ দিন পূর্তিতে মোদি সরকারকে গরীব বিরোধী সরকার বলে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

তিনি বলেন প্রধানমন্ত্রীর ঘোষণার যে উদ্দেশ্য ছিল, তা ব্যর্থ হয়েছে। উনি বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনতে পারেননি।

তিনি ৫০ জন ধনীর জন্য ১১০ কোটি ভারতবাসীর দুর্দশার কারণ হয়েছেন। দেশের নিরাপত্তা বিক্রি করে দেওয়া হয়েছে। হাই প্রোফাইল লোকেরা যারা নিজেদের কালো টাকা বিদেশে রেখেছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন ‘এই সরকার গরীব মানুষের বিরোধী”।

দেশের মানুষকে আজ ভয় দেখানো হচ্ছে, অসহিষ্ণুতার প্রতি রাষ্ট্রপতির মন্তব্যের জন্য তাঁকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।

বিজেপির সমালোচনা করে তিনি বলেন, “দূরদর্শন এখন মোদীদর্শন হয়ে গেছে”।

তিনি আরও বলেন বিজেপি পরিচালিত সরকাররের ভুল নীতি ও সিদ্ধান্তের কথা  ফলে দেশ আজ চরম বিপদের সম্মুখীন। এই সরকারের অধীনে দেশ সুরক্ষিত নয়।

নোট বদলের জন্য দেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এদিন  জাতীয় সরকার গড়ার ডাক দেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, নোট বাতিল দেশের অর্থনীতির ওপর গভীর প্রভাব ফেলেছে। অর্থনৈতিক মন্দা তৈরি হয়েছে। কৃষকরা ভুগছে। অসংগঠিত সংস্থাগুলো সংকটে। রাজ্যের অ্যায় ২৫ শতাংশ কমে গেছে। দেশে একটা সমান্তরাল অর্থীনীতি চালানোর চেষ্টা চলছে। সেই অর্থনীতিতে জনতার সর্বনাশ হবে। আগে ব্যাঙ্ক ছিল ন্যাশনালাইজড, এখন হয়েছে ডিমরালাইজড।

তিনি মানুষের জন্য লড়াই চালিয়ে যাবেন এবং শেষ পর্যন্ত সরকার হারবে আর সাধারণ মানুষের জয় হবে। যারা ওদের বিরোধিতা করছে ওরা তাদের পেছনে এজেন্সি লাগিয়ে দিচ্ছে। উদাহরণস্বরূপ তিনি বলেন,  কয়েকদিন আগেই কেজরিওয়ালের অফিসে রেড করেছে ওরা।

মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের এই ড্রাকোনিয়ান সিদ্ধান্তের ফলে ১১১ জন মানুষ প্রাণ হারিয়েছেন। তাদের কত জনের বাড়িতে গেছেন বিজেপি নেতারা এই প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্রী।

বিজেপির এই প্রতিহিংসামূলক রাজনীতি বুমেরাং হয়ে তাদের কাছে ফিরে যেতে পারে কোনদিন। আজ তারা ক্ষমতায় আছে কিন্তু আগামীকাল নাও থাকতে পারে। জনসাধারণের কাছে আসন্ন উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও উত্তরাখণ্ডের নির্বাচনে বিজেপিকে পরাজিত করে তাদের উচিত শিক্ষা দেওয়ার আবেদন জানান তিনি।

তিনি বলেন লড়াই করতে তিনি ভয় পান না এর আগেও তিনি অনেক সংগ্রাম করেছেন। নতুন সংগ্রামের জন্যও তিনি প্রস্তুত।

সাংবাদিক বৈঠকের শেষে তিনি জানান, আগামী ১ জানুয়ারি থেকে রাজ্য সরকারী কর্মীদের ১০ শতাংশ মহার্ঘ্য ভাতা (ডি এ) দেওয়া হবে।

 

 

 

 

 

 

Won’t be deterred by Modi’s vendetta politics: Mamata Banerjee

Reacting sharply to the CBI issuing summons to two TMC MPs, Trinamool Chairperson Mamata Banerjee on Wednesday alleged that the Narendra Modi government at the Centre was resorting to “politics of vendetta”, but asserted that Trinamool Congress could not be stopped in this manner.
“This is politics of vendetta. Trinamool Congress cannot be stopped in this way,” she said.
Mamata Banerjee had stated in Delhi on Tuesday that the country was witnessing a “super emergency” under Modi’s rule without its formal declaration. All sections of the society are being frightened by “Gabbar is coming, Gabbar is coming”, she had said and added that the country could not be run through such threats. She had also accused the Prime Minister of taking away the people’s rights.

মোদীর প্রতিহিংসাপূর্ণ রাজনীতিতে আমরা পিছুপা হব নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

তৃনমূল কংগ্রেসের দুই সাংসদকে সিবিআই-এর ডাকের পরিপ্রেক্ষিতে তৃনমূলের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, নরেন্দ্র মোদী পরিচালিত কেন্দ্রীয় সরকার প্রতিহিংসাপরায়ন রাজনীতি করছেন, তবে এইসব করে যে তৃনমূলকে দমিয়ে রাখা যাবে না, এও তিনি জানিয়ে দেন।

মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দিল্লিতে বলেন, মোদীর শাসনে দেশ এই মুহূর্তে এক অঘোষিত “চরম জরুরি অবস্থার” মধ্যে দিয়ে যাচ্ছে। সারা দেশবাসীকে “গব্বর আসছে, গব্বর আসছে” বলে ভয় দেখানো হচ্ছে। কোন দেশ এইভাবে চলতে পারে না। সাধারন মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীকেই দায়ী করেন।

Centre suppressing states under financial burden: Bengal Transport Minister

Stating that the Centre is suppressing the state governments under financial burden, the state Transport Minister Suvendu Adhikari on Tuesday once again slammed the draft policy of the Ministry of Railways that recommends investment by the state governments for projects related to suburban rail service.

The Minister said that he would take up the matter with the Chief Minister Mamata Banerjee once she returns from Delhi and sent a reply to the Ministry as they have asked the state governments to comment on the guidelines in the draft policy.

Meanwhile, in connection with better transport facility for people the Transport minister also announced that 50 buses will be plying to Takht Sri Patna Sahib to take pilgrims to the place free of cost on December 31 and January 1. The special arrangement has been made to take the pilgrims to the place on the eve of 350th birth anniversary of Guru Govind Singh. The buses will be plying from Kolkata, Karunamoyee and Dankuni.

The Minister further said that two launches will be operating from Halisahar to Dankuni via Barrackpore and Bansberia to ensure better transport facility to people of the area as they are facing inconvenience as Iswar Gupta Setu was closed to carry out repairing.

 

যাত্রী পরিবহনের দায় রাজ্য সরকারের ওপর চাপানোর চেষ্টা করছে রেল মন্ত্রকঃ শুভেন্দু অধিকারী

শহর-শহরতলিতে নতুন রেল-প্রকল্পের দায় থেকে মুক্ত হতে চায় রেল। সম্প্রতি চিঠি নিয়ে রাজ্য সরকারকে বিষয়টি জানিয়ে মতামতও জানতে চাওয়া হয়েছে। মঙ্গলবার সেই প্রসঙ্গেই কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনিবলেন, “রেল রাজ্য থেকে হাজার হাজার কোটি টাকা আদায় করে। রেল এখন তার দায় এড়িয়ে যেতে চাইছে। যাত্রী পরিবহণের বিষয়টা আমাদের ঘাড়ে চাপাতে চাইছে। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে রেলকে উত্তর দেব। বিষয়টা নেতিবাচক হিসাবেই দেখছি।“

মন্ত্রী আরও বলেন, “ফ্রেইট থেকে হলদিয়াতেই প্রতিদিন দেড় কোটি টাকা পায় রেল। মাসিক হিসাবে ৪৫ কোটি । অথচ এখন যাত্রী পরিবহণের দায় রাজ্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে”।

সম্প্রতি রেলের তরফে সমস্ত রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানানো হয়েছে, ভবিষ্যতে যে কোনও সাবার্বান প্রকল্পের দায় রাজ্য সরকারকে নিতে হবে। জমি অধিগ্রহন থেকে প্রকল্পের খরচ কোনও ক্ষেত্রে রেল সাহায্য করবে না।

অন্যদিকে পরিবহণমন্ত্রী ঘোষণা করেন, ডিসেম্বরের ৩১তারিখ ও জানুয়ারী মাসের ১তারিক তীর্থ যাত্রীদের পাটনা সাহিবে সম্পূর্ণ বিনামুল্যে নিয়ে যাবে পরিবহণ দপ্তরের ৫০টি বাস। এই স্পেশ্যাল বন্দোবস্ত করা হয়েছে গুরু গোবিন্দ সিংহর ৩৫০তম জন্মবার্ষিকীতে শিখ সম্প্রদায়ের তীর্থযাত্রীদের সুবিধার্থে। এই বাসগুলি ছাড়বে কলকাতা, করুণাময়ী ও ডানকুনি থেকে।

তিনি আরও ঘোষণা করেন, মেরামতির কাজের জন্য ঈশ্বর গুপ্ত সেতু বন্ধ আছে। তাই দুটি লঞ্চ হালিশহর থেকে বারাকপুর ও বাঁশবেরিয়া হয়ে ডানকুনি যাতায়াত করবে।

 

From darkness to light, through Swabalamban Special & Muktir Aalo

Chief Minister Mamata Banerjee, since coming to power, has strived hard to bring about a significant change in Bengal; and she has succeeded to a large extent, though efforts and new ideas are ever-flowing.

Among the many innovative schemes introduced by the Trinamool Congress-led State Government, two schemes have tried to bring about a major change to the lives of a group of people who have hitherto been mostly neglected – prostitutes.

Through ‘Swabalamban Special’ and ‘Muktir Aalo’, the Government has tried to bring back into the mainstream prostitutes and girls who had been trafficked and rescued, but have not been accepted back into society (many of whom live in Government-maintained homes).

A hundred women, many of whom are illiterate, have been trained in three things – acting, block printing and spice-making. After undergoing a four-month training, divided into two sets of workshops, conducted by the Department of Women & Child Development and Social Welfare, these women received their certificates from the concerned Minister, Dr Sashi Panja.

It is hoped that this training would help these women to reconstruct their lives in a meaningful manner. These courses have proved to be a boon for many women.

 

রাজ্য সরকারের ‘স্ববলম্বন স্পেশ্যাল’ ও ‘মুক্তির আলো’ প্রকল্পে ঘুরে দাঁড়াচ্ছে অবহেলিতা নারীরা

ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় এক যুগান্তকারী পরিবর্তন আনায় সচেষ্ট হয়েছেন। নিত্যনতুন চিন্তা ভাবনা ও কর্ম প্রয়াসের মাধ্যমে তিনি অনেক ক্ষেত্রে সফলও হয়েছেন।

তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের প্রচুর অভূতপূর্ব প্রকল্পের মধ্যে দু’টি প্রকল্প সমাজের একটি অবহেলিত অংশকে আশার আলো দেখাতে খুব সাহায্য করছে।

বিভিন্ন সরকারি হোমে থাকা পাচার হওয়া থেকে উদ্ধার হওয়া মেয়েদের সমাজের মুলস্রোতে ফিরিয়ে আনতে সরকারের দুটি প্রকল্প স্ববলম্বন স্পেশ্যাল ও মুক্তির আলো।

একশো জন মহিলাকে যাদের বেশিভাগই নিরক্ষর, তিনটি কাজে হাতেখড়ি দেওয়া হচ্ছে – অভিনয়, ব্লক পেন্টিং এবং মশলা তৈরি। নারী-শিশু ও সমাজ কল্যান বিষয়ক দপ্তরের তত্ত্বাবধানে দু’টি কর্মশালায় ভাগ করে চার মাসের প্রশিক্ষণ দেওয়ার পর তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

আশা করা যায়, এই প্রশিক্ষণের মাধ্যমে এই সকল মহিলারা আবার তাদের জীবন নতুনভাবে শুরু করতে পারবে। ইতিমধ্যেই এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে অনেক মহিলাকে উপকৃত হয়েছেন।

Bengal Govt to set up Biswa Bangla mall on EM Bypass, Kolkata

The Bengal  government has decided to construct a Biswa Bangla Mall on EM Bypass exhibiting wide varieties of handicrafts, Taant Sarees, and other products made by the artisans under various micro and small scale industries.

It was Chief Minister Mamata Banerjee whose effort has brought an international acclaim to Biswa Bangla which has become a brand already.  Great emphasis has been given on MSME sector so that artists and the people involved in various micro and small scale industries can get a platform to promote their goods.

Biswa Bangla, the Chief Minister’s brainchild has become a brand, not only in the national arena but also abroad. Various handicrafts prepared by Bengal artisans have created a market in various countries.

Department of Micro, Small and Medium Enterprises (MSME) and Textiles has promoted Biswa Bangla Marketing Corporation for the improvement of quality of life of Bengal’s handloom weavers, craftsmen. Biswa Bangla has successfully revived the Bengal’s traditional arts and craft and promoted them at a global level. It may be mentioned that for the first time, Bengal government is preparing an export policy in the MSME sector.

The Biswa Bangla mall would have world class facilities and infrastructure. The architectural engineers will make its design.

 

কলকাতার ই এম বাইপাসে তৈরি হচ্ছে বিশ্ব বাংলা মল

ই এম বাইপাসে একটি বিশ্ব বাংলা মল তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বিভিন্ন হস্তশিল্প, তাঁতের শাড়ি সহ বিভিন্ন শিল্পীর হাতের তৈরি বিভিন্ন জিনিস প্রদর্শিত হবে এখানে।ক্ষুদ্র ও অতিক্ষুদ্র শিল্পীরা যাতে তাদের জিনিসপত্র বিক্রি করতে পারেন সেইজন্যই এই প্ল্যাটফর্মের ব্যবস্থা।

কলকাতা বন্দর, পার্ক স্ট্রিট-সহ শহরের একাধিক এলাকায় বিশ্ববাংলা স্টল আছে। স্টল রয়েছে নয়াদিল্লিতেও। এ রাজ্যের শিল্পী ও কারিগরদের প্রস্তুত করা দ্রব্য দেশবিদেশের মানুষের কাছে সুনাম কুড়িয়েছে। বাংলার তৈরি নানা জিনিসের বিক্রিও বাড়ছে। সব দিকে লক্ষ্য রেখেই এক ছাতার তলায় সব রকমের দ্রব্য রাখতে মল তৈরির ভাবনা।

মুখ্যমন্ত্রীর স্বপ্নের বিশ্ব বাংলা এখন শুধু জাতীয় ক্ষেত্রে নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও যথেষ্ট জনপ্রিয় ব্র্যান্ড । বাংলার কারিগরদের দ্বারা প্রস্তুত বিভিন্ন হস্তশিল্পের বাজার এখন বিভিন্ন দেশে রয়েছে। ক্ষুদ্র ও অতিক্ষুদ্র শিল্পীরা, তাঁত শিল্পীদের জীবন যাত্রার মান উন্নত করতে  রাজ্য সরকারের এই অভিনব পরিকল্পনা।

আন্তর্জাতিক মানের পরিকাঠামো এবং সুযোগ সুবিধা থাকবে এই বিশ্ব বাংলা মলে। স্থপতিরা এই মলের নকশা তৈরি করবেন।

 

 

West Bengal Urdu Academy to host four-day National Urdu Drama Festival from Dec 26

West Bengal Urdu Academy (WBUA) has bigger plans to involve dignitaries like Mahesh Bhatt and Naseeruddin Shah in the National Urdu Drama festival next year.

This is the second year when the festival is being organised by the WBUA. The initiative was taken by Chief Minister Mamata Banerjee to host the drama festival in the city.

Works of eminent theatre personalities like Mohammad Ali Baig from Hyderabad, Sangeet Natak Akademi awardee Mustaq Kak and legendary playwright Habib Tanveer will be staged at the festival.

For the revival of Urdu culture and theatre in the city, WBUA would sponsor Urdu groups.

The academy is helping students coming from economically-challenged families, by giving meritorious students scholarships to Jamia Millia Islamia and Aligarh Muslim Universities for higher studies.

 

চার দিন ব্যাপী জাতীয় নাট্য উৎসব আয়োজন করতে চলেছে পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমি

দ্বিতীয় বছর পড়ল উর্দু অ্যাকাডেমি জাতীয় নাট্য উৎসব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই উদ্যোগ নিয়েছিলেন যাতে এই উৎসবটি এই শহরেই অনুষ্ঠিত হয়।

হায়াদরাবাদের মহম্মদ আলি বেগ, সঙ্গীত নাটক অ্যাকাডেমির পুরষ্কারপ্রাপ্ত মুস্তাক কাক, বিখ্যাত নাট্যলেখক হাবিব তানভিরের মত বিশিষ্টের কিছু অসাধারন নাটকও এই উৎসবে মঞ্চস্থ করা হবে।

পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমির আরও বড় পরিকল্পনা রয়েছে মহেশ ভাট ও নাসিরুদ্দিন সাহের মত নাট্য জগতের বিখ্যাত ব্যাক্তিদের আগামী বছরের জাতীয় নাট্য উৎসবে নিয়ে আসার।

উর্দু সংস্কৃতি ও নাটকের পুনরুজ্জীবনের জন্য পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমি উর্দু দলগুলিকে সহযোগিতা করবে। অর্থনৈতিক ভাবে অনগ্রসর পরিবার থেকে আসা ছাত্রদের উর্দু অ্যাকাডেমি সাহায্য করছে। মেধাবী পড়ুয়াদের বিভিন্ন বৃত্তিও দান করা হয়।

 

‘Modi hatao, Desh bachao’ is our slogan: Mamata Banerjee

Trinamool Chairperson today came down heavily on the Narendra Modi government at Centre over the issue of demonetisation and said that a man who does not even trust his own countrymen, is not fit to lead the nation. She announced that Trinamool will launch statewide protests across 1 January and 8 January, 2017 with the slogan ‘Modi hatao, Desh bachao’.

Addressing the media after a meeting of the party’s core committee at Trinamool Bhavan, Mamata Banerjee said the Nadrendra Modi government has lost credibility and had no moral right to remain in office. “A person who started his career with riots, cannot govern the country,” she added.

Calling demonetisation the biggest scam since independence, Mamata Banerjee said it was a matter of concern that people were losing their trust on the banks. India is on the brink of an economic disaster, she added.

Upping the ante against the Centre, the Chairperson said, “They have modified their decision from dawn to dusk. Who is running the country? Alibaba and his four associates are bulldozing their opinion on the country.”

“We understood the dangerous effects of demonetisation and reacted in 40 minutes. Good others have joined. More will. Better late than never,” Mamata Banerjee said.

 

মোদি হাটাও দেশ বাঁচাও আমাদের স্লোগানঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ আবারও নোট বাতিল ইস্যুতে কেন্দ্রীয় সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এমন একজন মানুষ সরকার চালাচ্ছেন যে নিজের দেশের মানুষকেই বিশ্বাস করে না। তিনি ঘোষণা করেন যে আগামী ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে নোট বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করবে, স্লোগান হবে মোদি হাটাও দেশ বাঁচাও।

তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করার সময় তিনি বলেন, মোদি সরকার মোদী সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে। তাদের বিশ্বাসযোগ্যতা শেষ হয়ে গেছে। তিনি আরও বলেন, “যিনি দাঙ্গার মাধ্যমে নিজের রাজনৈতিক জীবন শুরু করেছে তিনি দেশ চালাতে পারে না”।

স্বাধীনতার পর থেকে নোট বাতিল সবচেয়ে বড় কেলেঙ্কারি একথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন “মানুষ ব্যাঙ্কের প্রতি বিশ্বাস হারাচ্ছে। এটা খুব চিন্তার বিষয়। অর্থনৈতিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে দেশ।সূর্যোদয় থেকে সূর্যাস্ত দিনরাত ওরা নিয়ম বদল করছে, দেশটা চালাচ্ছে কে? আলিবাবা ও তাঁর চার সাঙ্গপাঙ্গ জোর করে নিজেদের মতামত দেশের ওপর চাপিয়ে দিচ্ছে”।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নোট বাতিলের বিপজ্জনক প্রভাবের কথা বুঝতে পেরে আমরা শুরু থেকেই এর বিরোধিতা করছি।এখন আরও অনেকে বিরোধিতা শুরু করেছেন। বেটার লেট দ্যান নেভার”।

 

Sabujshree Scheme initiated in Singur

The Sabujshree Scheme, which is a brainchild of Chief Minister Mamata Banerjee, was initiated in Singur last Wednesday by State Education Minister, Partha Chatterjee by handing over saplings of mahogany and sandalwood to new mothers.

Sabujshree is an innovative scheme which connects two noble causes – protecting the environment and promoting girl children.

Under the scheme, the mother of a new-born girl child is handed over saplings for free to plant in some place where she or her family can take care of it – so the tree grows up under her care just like her girl child.

After the ceremony for Sabujshree, the Minister participated in an administrative meeting on agriculture.

At the press conference following the meeting, the Education Minister said that, after the Supreme Court had restored the land in Singur to the farmers who originally owned them, Mamata Banerjee had re-started cultivation there by planting mustard and potato seeds. Next, the Government is looking into ways to help the farmers to start planting crops for the boro season.

He also said that the Mamata Banerjee-led State Government is very keen that cultivation is re-started on the same scale as earlier. As an incentive, the State Government is giving Rs 10,000 as well as other benefits to the farmers who start cultivating their lands.

 

সিঙ্গুরে সূচনা হল সবুজশ্রী প্রকল্প

বুধবার সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজশ্রী প্রকল্প চালু করলেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন সিঙ্গুরের বিডিও অফিসে একটি অনুষ্ঠানে সদ্যোজাত মায়েদের হাতে মেহগনি ও চন্দন গাছের চারা তুলে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

সবুজশ্রী প্রকল্পের লক্ষ্য পরিবেশ রক্ষার পাশাপাশি কন্যা সন্তানদের ভবিষ্যৎ কিছুটা হলেও সুরক্ষিত করা এবং তাদের স্বনির্ভর করে তোলা।

এই প্রকল্পের আওতায় নবজাতকের নামে পরিবারকে একটি করে অর্থকরী গাছের চারা দেবে সরকার। শিশুটির নামেই গাছটিকে বড় করে তুলবে তার পরিবার। ২০-২৫ বছর পরে সেই গাছ বিক্রি করে যে-টাকা পাওয়া যাবে, সেটাই তখন সাবালক হয়ে ওঠা সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলার কাজে লাগবে।

অনুষ্ঠানের পর শিক্ষামন্ত্রী কৃষি সংক্রান্ত একটি প্রশাসনিক বৈঠক করেন।

বৈঠকে পর সাংবাদিকদের মন্ত্রী বলেন, সিঙ্গুরে জমি ফেরতের পর মুখ্যমন্ত্রী এখানে চাষের সূচনা করেছিলেন। এরপর এখানে সরষে ও আলু চাষ শুরু হয়েছে। এখন তাদের লক্ষ্য বোরো চাষ শুরু করা।

তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত মা-মাটি-মানুষ সরকারের একান্ত ইচ্ছা কৃষকরা চাষ করুন। যারা চাষ করবেন তাদের ১০ হাজার টাকা ও অন্যান্য আনুষঙ্গিক সাহায্য দেওয়া হবে।

 

 

Amul set to invest Rs 200 crore in Bengal

Amul, a brand owned by Kaira District Cooperative Milk Producers’ Union is all set to invest in Bengal. The company will set up a ‘Centralised Milk Processing Plant’ at Sankrail Food Park in Howrah.

The project is worth about Rs 200 crore. Work on the plant would start in 2017 and is expected to be completed by 2018-end. The proposed plant will manufacture UHT milk, yoghurt and ghee besides normal milk.

The Kandua Food Park, at Howrah’s Sankrail, has been developed by WBIDC to cater to the needs of manufacturers and producers of food and agro products, in which dairy is an important inclusion. The Park, built on an industrial cluster concept, is an attempt to bring different agro processing units and their support facilities to a specific location where all users can benefit from shared infrastructure.

According to Food Agriculture Integrated Development Action (FAIDA) report of McKinsey, Bengal is one of the three leading states in India in the food and agro-processing sector.

 

আমুল বাংলায় বিনিয়োগ করবে ২০০ কোটি টাকা

 কাইরা ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ মিল্ক প্রোডিউসার্স এর কোম্পানি আমুল বাংলায় বিনিয়োগ করতে চলেছে। তারা হাওড়া জেলার সাঁকরাইলের ফুড পার্কে একটি দুগ্ধ প্রক্রিয়াকরন কেন্দ্র খুলতে চলেছে।
প্রকল্পটিতে আনুমানিক বিনিয়োগ হবে ২০০ কোটি টাকা। ২০১৭ সালে প্রকল্পের কাজ শুরু হয়ে ২০১৮ সালের শেষের দিকে এই প্রকল্পটি সম্পূর্ণ হওয়ার কথা। সাধারন দুধের পাশাপাশি ইউএইচটি দুধ, ঘী, দইও তৈরি হবে এখানে।
সাঁকরাইলের কেন্দুয়া ফুড পার্ক তৈরি করা হয়েছে খাদ্য ও কৃষিজাত পন্য তৈরি ও বিপণনের জন্য, যার মধ্যে ডেয়ারী শিল্প খুব গুরুত্বপূর্ণ। এই পার্কটি শিল্পাঞ্চলের আদলে তৈরি করা হয়েছে।
মাকিন্সের রিপোর্ট অনুযায়ী বাংলা এই মুহূর্তে দেশের মধ্যে কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরনে অগ্রণী রাজ্যগুলির মধ্যে একটি।

PM’s politics of coercion won’t work on Trinamool: Partha Chatterjee

Narendra Modi’s politics of coercion will have no impact on Trinamool Congress chief Mamata Banerjee and she will carry on with her demand to withdraw demonetise high value notes, Partha Chatterjee, party’s secretary general said on Wednesday.

Partha Chatterjee said Mamata Banerjee would continue with her movement against Narendra Modi who was looting the country and planning to sell it.

“Mamata Banerjee’s fight against Modi babu who is looting the country and planning to sell it will continue and she will stick to her demand to withdraw demonetisation of high value notes,” he said.

Partha Chatterjee alleged that BJP with the help of central agencies tried to scare the political parties that had criticised demonetisation of high value notes and launched movement against Modi’s decision. “How many jails do you have and what are their capacities. If needed, arrest all of us but the movement against your arbitrary and dictatorial decision will continue,” he maintained.

He said people were fed up with Modi’s hypocrisy and Amit Shah’s ‘goondaism’. “Modi babu’s hypocrisy and Amit Shah’s ‘goondaism’ have ruined the country and the country has never experienced such vindictive politics,” he added.

Partha Chatterjee said all development work in the state had been stalled due to demonetisation. There is no work in agriculture sector. People are denied of treatment because of lack of cash. Workers in the unorganised sector are worst hit. Even salaried people could not withdraw their own money. “The whole country is facing economic crisis and no one knows when the situation will improve,” he said.

Partha Chatterjee said: “Since November 8 night when Modi announced demonetisation of high value notes, Reserve Bank of India has become Modi Bank of India. It is issuing an instruction and on the very next day it is being withdrawn and a fresh instruction is issued. There is no planning and the government is being run whimsically.”

He reiterated that movement of Trinamool Congress would continue and the party would fight till the end. “We will fight till the end of this arbitrary rule. Such a big decision was taken without any home work and the people are suffering because of this hasty policy,” he remarked.

 

ভয় দেখিয়ে তৃণমূলকে আটকানো যাবেনা: পার্থ চট্টোপাধ্যায়

নরেন্দ্র মোদীর এই চমকানো ধমকানোর রাজনীতি যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে তাদের নোটবাতিল সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি থেকে এক চুলও সরাতে পারবে না, সে কথাই আরও একবার স্পষ্ট করে দেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

তিনি বলেন, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন জারি থাকবে। নরেন্দ্র মোদীর জমানায় দেশে লুঠতরাজ চলছে ও দেশকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত চলছে।

“কেন্দ্রের নোটবাতিল করার সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি থেকেও তিনি সরবেন না“ তিনি বলেন।

পার্থ চট্টোপাধ্যায় বলেন, “যে সকল রাজনৈতিক দলগুলি মোদীর নোটবাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করেছে ও আন্দোলনে নেমেছে তাদেরকে কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি। আপনার কাছে কত জেল আছে আর তাতে কত লোক রাখতে পারবেন? দরকার হলে আমাদের সকলকে গ্রেফতার করুন, কিন্তু, তাতেও আপনার হঠকারী ও স্বৈরাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।”

তিনি আরও বলেন, “মোদী বাবুর ভণ্ডামি এবং আমিত শাহের গুণ্ডামি দেশকে শেষ করে দিয়েছে, এদেশে এইরকম প্রতিহিংসাপরায়ন রাজনীতি কেউ করেনি।“

পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, নোটবাতিলের ফলে এ রাজ্যে উন্নয়নের সমস্ত কাজ পুরো থমকে গেছে। কৃষিক্ষেত্রে কারোর কোনও কাজ নেই। টাকার অভাবের জন্য রোগীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। অসংগঠিত খেত্রের কর্মীরা আরও বেশি বিপর্যস্ত হয়েছেন। চাকুরীজীবী মানুষ নিজের বেতনের টাকা তুলতে পারছেন না। “পুরো দেশ অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন ও কেউ জানেন না এই পরিস্থিতির হাত থেকে কবে রেহাই পাওয়া যাবে।”

তিনি বলেন, “৮ই নভেম্বর সন্ধ্যেবেলা মোদীর নোটবাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, মোদী ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় পরিনত হয়েছে। এরা আজ একটা সিদ্ধান্ত ঘোষণা করছে, তারপরের দিন সেই সিদ্ধান্ত প্রত্যাহার করছে ও নতুন আরেকটা নতুন সিদ্ধান্ত জারি করছে। এদের কোনও পরিকল্পনা নেই আর খেয়ালখুশিমত সরকার চলছে।“

পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, “আমরা এই হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ অবধি লড়ে যাব। কোনও পরিকল্পনা ছাড়াই এতবড় একটা সিদ্ধান্ত নেওয়া হল। মানুষ এই হঠকারী সিদ্ধান্তের জন্য আজ দুর্দশার মধ্যে রয়েছে।”