Bengal Govt setting up eastern India’s first organ bank

The Bengal Government is soon going to launch the first organ bank in the eastern region.

A seven-storey purpose-built building is almost complete inside the SSKM Hospital campus. The Health Department is spending a total of Rs 142 lakh.

The organ bank at SSKM would function as both the Regional Organ and Tissue Transplant Organisation (ROTTO) and the State Organ and Tissue Transplant Organisation (SOTTO).

This bank would play a major role in the coming days in preserving organs, including of brain-dead persons.

 

অঙ্গ সংরক্ষণ ব্যাঙ্ক চালু হতে চলেছে রাজ্যে

পূর্ব ভারতের প্রথম অঙ্গ সংরক্ষণ ব্যাঙ্ক চালু হতে চলেছে এ রাজ্যে। এসএসকেএম হাসপাতালে এই অঙ্গ সংরক্ষণ ব্যাঙ্ক তৈরীর জন্য সাততলা ভবনের কাজ প্রায় শেষের পথে। এই ব্যাঙ্কটি পুরোদমে চালু হলে আগামী দিনে কোনও ব্রেন ডেড ব্যাক্তির অঙ্গ সংরক্ষণ করে রাখা যাবে অনেকদিন।

বৃহস্পতিবার স্বাস্থ্যভবনে অঙ্গদান ও প্রতিস্থাপন নিয়ে এক সচেতনতামূলক অনুষ্ঠানে একথা জানিয়েছেন রাজ্যের অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা। এসএসকেএমে অঙ্গ সংরক্ষণ ব্যাঙ্ক চালু হলে হার্ট থেকে শুরু করে অন্যান্য সমস্ত অঙ্গই সংরক্ষণ করা যাবে.

এর পাশাপাশি এসএসকেএমে তৈরী হবে রিজিওনাল এবং স্টেট অর্গ্যান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশন (রোটো এবং সোটো)।

We should work with all, forsaking violence and differences: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today spoke at a programme organised by the Jain community at Netaji Indoor Stadium, to commemorate the arrival here of Acharya Shri Mahashraman, the eleventh Acharya of the Terapanth Dharma Sangha.

The Acharya would be here for four months, which, Mamata Banerjee said, would also give her an opportunity to meet him. She wished a long life for him, and for him “to continue to show the path of non-violence”.

During her speech, she stressed on the importance of working with everyone, forsaking violence and differences, and said that only such a person can be called a true human being.

She said, “I am happy to see that in this function people from every religion are present”.

“A universal religious system is one that shows the true path to everyone”, she continued. “Following a religion implies understanding the difference between the good, the bad and the fact. Religion also implies belief, dependability, dedication, determination and devotion”.

Referring to her habit of walking long distances, she said, “Like the Jain monks, I too like to walk long distances – and that requires a lot of determination”.

She also said, “Bengal has an important position in terms of geographical location, history, religion and politics”.

She ended by wishing the best for everyone.

 

 

Bengal CM pays tribute to noted journalists

Bengal Chief Minister Mamata Banerjee paid tributes to the memories of esteemed journalists today near Bartaman Bhawan on EM Bypass at 5 PM. The programme was a joint initiative of Kolkata Municipal Corporation and the State Housing and North Bengal Development Departments.

She paid tribute to noted journalists Suhas Chandra Talukdar, Gour Kishore Ghosh, Barun Sengupta, Amitabha Chowdhury and Manturam Chowdhury.

The Chief Minister laid the foundation stones of the projects to build a community hall and build or rename a road each after the four journalists.

 

The salient points of the Chief Minister’s speech:

  • Amitabha Chowdhury has worked for various newspapers like Aajkal, and has also written poems.
  • I have inaugurated Amitabha Chowdhury Community Hall, named after him.
  • The road from Moore Avenue to Madhuban Cinema has been re-named Amitabha Chowdhury Sarani.
  • Suhas Chandra Talukdar is the founder of the well-known Uttar Banga Sangbad, published from Siliguri.
  • We are building a community to be named after him, in Jalpaiguri.
  • We are naming the road being built from Champasari More to Gulmar Railway Station after Suhas Talukdar.
  • Manturam Chowdhury is the founder of the Hindi newspaper, Bharat Darpan and the Nepali newspaper, Himalaya Darpan.
  • Two projects are being named after him – Matigala Community Hall in Siliguri & part of the Canal Road in Jalpaiguri.
  • On June 19, I am leaving for the UN programme, so we are commemorating Barun Sengupta’s death anniversary today.
  • I am grateful that everyone from the world of journalists is attending this programme.
  • Journalists risk their lives for their work, to set the highest standards for their profession.
  • A single piece of news can make a Government fall.
  • News items broadcast what all is happening all over the world.
  • I respected Barun da like my elder brother.
  • We could never do without reading reading Barun da’s columns every Thursday.
  • He loved and respected our struggle.
  • I had appointed people’s poet Subhash Mukherjee, chairman & Pradyut Dutta, secretary of 21st July Benevolent Committee.
  • I had learnt from Barun da about helping people.
  • Without Barun da, Mamata Banerjee wouldn’t have reached this level.
  • We have had untimely losses of such valuable people.
  • Amitabha da was the only one I could honour with Banga Bibhushan.
  • I consider journalists like my own people.
  • Like the police are getting beaten up in order to maintain peace, the journalists are too.
  • I had information at 9 am that journalists had been kidnapped.
  • Kidnapped journalists are being used to blackmail channels into showing whatever that want.
  • If someone tries to scare me with a gun, the person may not realise that I have it in me to snatch away the gun.
  • Some people in the Hills are trying to break up Bengal.
  • It is a deep-rooted conspiracy, else so much arms would not have been accumulated.
  • Keep in mind, despite all this, we will bring back peace in the Hills.
  • We will take all actions necessary to be taken against hooligans.
  • I am ready to give my life won’t allow Bengal to be broken up.
  • I will never do politics by reneging on the belief people have placed on me.
  • We are honoured to have been able to show respect to to all.
  • Keep coming back to Bengal, we will welcome you with open arms.

 

 

বিশিষ্ট সাংবাদিকদের স্মরণে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা পৌরসংস্থা, পশ্চিমবঙ্গ সরকারের আবাসন দপ্তর ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মিলিত উদ্যোগে আজ এক বর্ণাঢ্য স্মরণ সভা আয়োজিত হল বর্তমান ভবনের সন্নিকটে। উক্ত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মরণোত্তর শ্রদ্ধা জ্ঞাপন করলেন বাংলার কিছু প্রবাদপ্রতিম সাংবাদিকদের।

এই বিশিষ্ট সাংবাদিকরা হলেন, বরুণ সেনগুপ্ত, অমিতাভ চৌধুরী, গৌরকিশোর ঘোষ, মন্টুরাম চৌধুরী ও সুহাস চন্দ্র তালুকদার। অনুষ্ঠান শুরু হয় বিকেল ৫টায়।

মুখ্যমন্ত্রীর পাশাপাশি শ্রদ্ধা জ্ঞাপন করেন সাংবাদিক শুভা দত্ত এবং কলকাতার মহানাগরিক শোভন চ্যাটার্জী।

এই অনুষ্ঠান থেকে সূচনা করা হয় বরুণ সেনগুপ্ত মিউজিয়াম ও সরণির, গৌরকিশোর ঘোষ স্কোয়ার, অমিতাভ চৌধুরী কমিউনিটি হল ও সরণি, সুহাস চন্দ্র তালুকদার কমিউনিটি হল ও সরণি ও মন্টুরাম চৌধুরী কমিউনিটি হল ও সরণি।

 

তাঁর বক্তব্যের বিশেষ কিছু অংশঃ-

  • দিকপাল অমিতাভ চৌধুরী কখনও আজকাল কখনও যুগান্তর কখনও ছড়ায় কখনও কবিতায় কখনও ভালবাসায় নিজেকে সমৃদ্ধ করেছেন
  • ওনার স্মৃতিতে তৈরি করব অমিতাভ চৌধুরী কমিউনিটি হল, এর শিলন্যাস হল আজকে
  • মধুবন সিনেমা হল থেকে মুর অ্যাভিনিউ পর্যন্ত রাস্তার নাম হল অমিতাভ চৌধুরী সরণি
  • শিলিগুড়ি থেকে প্রকাশিত বিখ্যাত উত্তরবঙ্গ সংবাদের প্রতিষ্ঠাতা সুহাস চন্দ্র তালুকদার
  • তাঁর নামে জলপাইগুড়িতে একটি কমিউনিটি হল তৈরি করছি
  • চম্পাসারি মোড় থেকে গুল্মার রেলওয়ে স্টেশন পর্যন্ত নির্মীয়মাণ রাস্তাটি সুহাস তালুকদার সরণি হিসেবে করছি
  • হিন্দি দৈনিক সংবাদপত্র ভারত দর্পণ ও নেপালি দৈনিক সংবাদপত্র হিমালয় দর্পণের প্রতিষ্ঠাতা মন্টুরাম চৌধুরী
  • তাঁর স্মৃতির উদ্দেশ্যে শিলিগুড়ির মাতিগালাতে কমিউনিটি হল ও ক্যানাল রোডের একটি অংশ নামাঙ্কিত করা হল
  • ১৯তারিখ বরুণ সেনগুপ্তর মৃত্যুদিন ও ওইদিন রাষ্ট্রসঙ্ঘ আমাদের আমন্ত্রণ জানিয়েছে, তাই আজকের দিনটা বেছে নিয়েছি অনুষ্ঠানের জন্য
  • আমি কৃতজ্ঞ সাংবাদিক জগতের সকলে এখানে attend করেছেন
  • সাংবাদিকরা জীবনের ঝুকি নিয়ে কাজ করেন, তাদের সংবাদ, সংবাদ জগতকে আলোড়িত বিকশিত পুলকিত সঞ্জীবিত করে
  • একটা সংবাদে একটা সরকারের পতন হয়ে যায়
  • একটা সংবাদে বিশ্বের অনেক কিছু ধরা পড়ে বিশ্বের আয়নায়
  • বরুণদাকে আমই নিজের বড় ভাইয়ের মতো সম্মান করতাম, শ্রদ্ধা জানাতাম
  • বৃহস্পতিবার বরুণদার লেখা না পড়লে আমাদের সপ্তাহটা ভালো যেত না
  • আমাদের সংগ্রামকে ভালবাসতেন, স্নেহ করতেন
  • পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়কে ২১সে জুলাই বেনেভলেন্ট কমিটির চেয়ারম্যান ও প্রদ্যুত দত্তকে সেক্রেটারি করেছিলাম
  • বরুণদার থেকে জেনেছিলাম মানুষকে কিভাবে সাহায্য করতে হয়
  • বরুণদা না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ও এই জায়গাটায় আসতেন না
  • এই ধরনের মানুষগুলোকে আমরা অসময়ে হারিয়েছি
  • অমিতাভদা একমাত্র যাকে বঙ্গবিভূষণ দিয়ে সম্মানিত করতে পেরেছি
  • আমি সাংবাদিকদের নিজের ঘরের লোকের মতো মনে করি
  • রাজ্যে শান্তির স্বার্থে পুলিশরা যেমন পাহাড়ে মার খাচ্ছে, সাংবাদিকরাও খাচ্ছে
  • সকাল ৯টা থেকে ইনফরমেশন পেয়েছি সাংবাদিকদের কিডন্যাপ করা হয়েছে, আটকে রেখে দেওয়া হয়েছে
  • সাংবাদিকদের ব্ল্যাকমেলিং করে বলা হচ্ছে আটকে রেখেছি, যা বলব, তাই দেখা
  • আমায় যদি কেউ বলে তোমাকে বন্দুক দিয়ে চমকাচ্ছি, ওরা জানে না বন্দুকটা কেড়ে নেওয়ার ক্ষমতা আমি রাখি
  • পাহাড়েও কেউ কেউ চাইছে বাংলাটাকে ভাগ করবার
  • It is a deep-rooted conspiracy, conspiracy ছাড়া কিছুতেই এত arms জোগাড় করতে পারে না
  • মনে রাখবেন, তা সত্ত্বেও পাহাড়ের শান্তি আমরা ফিরিয়ে আনব
  • Hooligans দের বিরুদ্ধে যা যা action নেওয়ার প্রত্যেকটা আমরা নেব
  • আমি নিজের জীবন দিতে রাজি আছি, বাংলাকে ভাগ হতে দেব না
  • মানুষের সঙ্গে বিস্বাসঘাতকতা, প্রতারনা করে কোনোদিন রাজনীতি করব না
  • সবাইকে এইটুকু সম্মান জানাতে পেরে আমরা কৃতজ্ঞ
  • বারবার করে ফিরে আসুন এই বাংলায়, বাংলা আপনাদের জন্য অপেক্ষা করবে

 

 

GJM bandh illegal, HC orders ignored: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee tore into the Gorkha Janmukti Morcha (GJM) supporters, stating that they aren’t listening to the court, even after it had passed an order citing the bandh was “illegal”.

“The board members of the State have formed a committee assuring that peace will prevail in the Hills as it will be their first priority to work on. The GJM supporters aren’t listening to the court, even after it had passed an order citing the bandh as illegal. I don’t know where they are getting the support from”.

She also sad that the “police did not fire”, but it was the protesters who fired.

Mamata Banerjee alleged that this violence was a “conspiracy” and that it had to stop, and that “the whole country is getting a bad name” because of the mindless violence by the protesters. However, she said, “the law will take its own course; we do not support vandalism and hooliganism”.

She added, “When the elections are nearing, why are they indulging in violence? Is it because they have lost all their credentials? I am ready to talk to them on this matter as we cannot support violation of the Constitution. The duty of a political party is to protect democracy”.

“We want peace and development in the Hills” while the protesters “have closed everything down”. She said that maintaining law and order was the responsibility of her Government. “We are the protectors of the Constitution; we will work courageously”.

She stressed the fact that the Government “always was and would always will be with the people of the Hills”.

Mamata Banerjee firmly hoped, “Let the bandh in the Hills come to an end; let peace return”.

She also announced that there will be an all-party meeting in Siliguri on June 22.

 

 

গতকাল হাই কোর্ট বলেছে এই বনধ বেআইনি, কিন্তু ওরা মানছে নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

পাহাড়ের বিষয় নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “পাহাড়ের শান্তি ও উন্নয়নের জন্য যেসব উন্নয়ন পর্ষদ আছে তাদের সঙ্গে আজ বৈঠক হয়েছে, ওনারা একটি কমিটি গঠন করেছেন পাহাড়ের শান্তির জন্য এটা গর্বের কথা। যা যা হচ্ছে এটা ষড়যন্ত্র। এসব অস্ত্র একদিনে আসছে না, অনেক দিন ধরে এসব জমা হয়েছে। পাহাড়কে এতদিন পিছিয়ে নিয়ে গেছে, এত টাকা অস্ত্র কোথা থেকে এল?”

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “আমাদের জওয়ান কিরণ তামাং কে ওরা মেরেছে, উনিও পাহাড়ের বাসিন্দা, আমরা shocked। গতকাল হাই কোর্ট বলেছে এই বনধ বেআইনি, কিন্তু ওরা মানছে না। আমাদের অনেক মিডিয়া বন্ধুদের কিডন্যাপ করেছে, ওরাও বিপদের মধ্যে রয়েছে। ওরা এখন জাতীয় পতাকা ব্যবহার করছে গুণ্ডামির জন্য। জাতীয় পতাকা আমাদের গর্ব, ওরা তাতে বোম ছুড়তে পারে না। পুলিশের গাড়ি, হাসপাতাল, পঞ্চায়েত অফিস জ্বালিয়ে দিয়েছে, জল সরবরাহ বন্ধ করে দিয়েছে। মিডিয়াদের ব্ল্যাকমেল করছে, ওরা কোথা থেকে এত strength পাচ্ছে?”

পর্যটকদের দুরবস্থার ব্যাপারে তিনি বলেন, “বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটক এখন বিপদে রয়েছেন। জোর করে ওরা বিদেশী পর্যটকদের বের করে দিচ্ছে, এটা ওরা করতে পারে না। ওদের সাহায্য করা আমাদের কর্তব্য।”

পাহাড়ের বাসিন্দাদের ব্যাপারে তিনি বলেন, “স্কুল-কলেজ, পরিবহন, দোকানপাট সব বন্ধ, রেশন না পেলে খাবার কি করে পাবে মানুষ? আমরা সমগ্র রাজ্যের মানুষকে খাবার দিই।”

বিচ্ছিন্নতাবাদীদের উদ্দেশ্যে তিনি বলেন, “৫ বছরে কি কাজ করেছে ওরা? যখন নির্বাচন আসছে তখন ওরা violence করছে, কারণ ওরা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। রাজনৈতিক দলের কাজ গণতন্ত্রকে রক্ষা করা, কারো ওপর গুলি চালানো ওদের কাজ নয়। আইন আইনের পথে চলবে, আমরা vandalism, hooliganism সমর্থন করি না। আমরাও আন্দোলন করেছি, কিন্তু এভাবে নয়। Terrorist দের সঙ্গে এর যোগাযোগ রয়েছে, আমরা গোয়েন্দা সূত্রে জানতে পেরেছি। যারা গুণ্ডামি করছে তাদের পাহাড়ের লোক চায় না।”

সবাইকে সতর্ক করে তিনি বলেন, “এই সব ব্যাপারে আমাদের দেশের বদনাম হচ্ছে, এই ষড়যন্ত্রের শেষ হওয়া দরকার। মিথ্যে বলছে, ওদের কথা শুনবেন না। পাহাড় আপনার অধিকার, পাহাড়ের শান্তি, আইন শৃঙ্খলা বজায় রাখুন। ওরা পাহাড়কে ধ্বংস করছে, বিক্রি করে দিচ্ছে। আমরা পাহাড়ের শান্তি, উন্নয়ন চাই, আজ ওরা সব বন্ধ করে দিয়েছে। এটা খুব serious বিষয়, আমরা এটা প্রতিরোধ করছি। ৮ তারিখ আমাদের ওপর আক্রমণের পরিকল্পনা করেছিল।”

তিনি সকলকে আশ্বস্ত করে বলেন, “২২ তারিখ শিলিগুড়িতে পাহাড়ে সর্ব দলীয় বৈঠক হবে। GJM রাজনৈতিক দল হলে আমরা ওদের সাথে আলোচনা করতাম। কিন্তু ওরা সংবিধান মেনে চলে না। আমরা সংবিধানের রক্ষক এবং আমরা সংবিধানের পথে চলি। আমরা পাহাড়ের সাথে ছিলাম, আছি, থাকব। পাহাড়কে সাহায্য করার জন্য, শান্তি রক্ষার জন্য যা যা দরকার আমরা করব। পাহাড়ের বনধ বন্ধ হোক, শান্তি ফিরে আসুক। আমরা সংবিধানের রক্ষক, আমরা সাহসিকতার সঙ্গে সব কাজ করব।”

যে গুজব ছড়ান হচ্ছে, সে ব্যাপারে সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন, “পুলিশ গুলি চালায়নি, ওরা নিজেরা গুলি চালিয়েছে।”

মুখ্যমন্ত্রী জানান ২২ তারিখ শিলিগুড়িতে সর্ব দলীয় বৈঠক হবে।

 

 

 

 

Mamata Banerjee completes five years on Facebook

Mamata Banerjee has completed five years on Facbook. On June 15, 2012, the Didi of the masses took to social media to connect with common people. Ever since her Faceboook page has been a reflection of her politics as well as personal self.

Didi’s first post on Facebook, which started with Tagore’s lines, reflected her political views as well on the then Presidential Election.

Mamata Banerjee has been using her Facebook page to reflect her views on different issues, ranging from the success of the Bengal Government under Trinamool, offering pictorial glimpses of different programmes under the State government that she initiated, live videos, social campaigns like Safe Drive Save Live and a Facebook Live Chat.

The huge Brigade rally held on January 30, 2014, some of the Ekushe July rallies and the Oath-taking ceremony of the Trinamool Government for the second term in 2016 – all were cast live from her FB page.

Mamata Banerjee did her first Facebook Live Chat on April 13, 2016, which took place for more than an hour. She answered to almost all the questions that were asked, ranging from politics to her favourite food.

ফেসবুকে পাঁচ বছর সম্পন্ন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

গত বৃহস্পতিবার ফেসবুকে পাঁচ বছর সম্পন্ন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১২ সালের ১৫ই জুন জনগণের দিদি জনসাধারণের সঙ্গে আরও যোগাযোগ বাড়ানোর উদ্দেশ্যে ফেসবুকে আসেন। সেই থেকে তাঁর ফেসবুক পেজ তাঁর রাজনৈতিক ও পাশাপাশি ব্যাক্তিগত জীবনের প্রতিচ্ছবি।

দিদির ফেসবুকের প্রথম পোস্ট ছিল কবিগুরুর লাইন তুলে, যার মধ্যে দিয়ে উঠে এসেছিল তৎকালীন রাশ্ত্রপতি নির্বাচন নিয়ে তাঁর রাজনৈতিক দৃষ্টিভঙ্গির।

মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকের মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে তাঁর বক্তব্য তুলে ধরেছেন জনসাধারণের সামনে। যেমন তৃণমূল সরকারের বিভিন্ন সময়ে বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেছেন, তেমনই ফটোর মাধ্যমে তুলে ধরেছেন রাজ্য সরকারের বিভিন্ন অনুষ্ঠানের কথা। লাইভ ভিডিওও করেছেন তিনি, সমাজ সচেতনতার বার্তা যেমন সেফ ড্রাইভ সেভ লাইফ ও তুলে ধরেছেন তাঁর ফেসবুক পেজে। লাইভ চ্যাটও করেছেন তিনি জনগণের সঙ্গে।

২০১৪ সালের ৩০শে জানুয়ারির ব্রিগেড মিছিল বা একুশে জুলাইয়ের মিছিল বা তৃণমূল সরকারের দ্বিতীয় শপথ গ্রহণ অনুষ্ঠান সব তুলে ধরা হয় ফেসবুক লাইভের মাধ্যমে তাঁর পেজে।

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রথম লাইভ চ্যাট করেন ২০১৬ সালের ১৩ই এপ্রিল, যা চলেছিল এক ঘণ্টারও বেশী। যেখানে তিনি প্রায় সব প্রশ্নের উত্তর দিয়েছিলেন সে রাজনীতির হোক বা প্রিয় খাবারের।

Here is her first FB post:

Here are some of her posts:

Here is her first FB post:

Here are some of her posts:

 

State Govt organises mango festival at Milan Mela

Mango is often called the ‘king of fruits’, and is arguably the favourite fruit of Bengal. To add a soothing touch to the hot summer, the Food Processing Industries and Horticulture Department of Bengal, under the inspiration of Chief Minister Mamata Banerjee, is organising a festival of mangoes at the Milan Mela ground in Kolkata.

The Bengal Mango Utsav 2017, as it is called, started on June 15 and would continue till June 18. The timings are 11 am to 8 pm. A cooking competition is also going to be held on June 17, that is, today at 3 pm.

Not only mangoes, but mango-derived edibles are also being sold at the festival. It is easier on the pockets too as the mango cultivators are directly selling the fruits, plucked from their orchards.

 

রাজ্য সরকারের উদ্যোগে মিলনমেলায় হচ্ছে আম উৎসব

“ফলের রাজা আম” আবার অনেকে বলে “অমৃত ফল”, এরম আরও অনেক কথা শোনা যায় বাঙালির প্রিয় ফল আমের ব্যাপারে। তবে সারা রাজ্যে বহু প্রজাতির আম পাওয়া গেলেও এই শহরে কিছু বিশেষ প্রজাতির আমই পাওয়া যেত এতদিন পর্যন্ত। এই নিয়ে রাজ্যবাসীর দুঃখ অনেক দিনের।

রাজ্যবাসীর এই দুঃখে সাড়া দিতে উদ্যোগী হলেন রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের উদ্যোগে এক ছাতার তলায় সব ধরনের আম এবার রাজ্যবাসী করতে পারবে আস্বাদন। মিলন মেলায় তাই রাজ্য সরকার আয়োজন করছে আম উৎসবের।

এই উৎসবে সারা রাজ্যের প্রায় সব ধরনের আমের পসরা নিয়ে আসবেন চাষিরা। তাই খুব ন্যায্য মুল্যেই রাজ্যবাসী পেতে পারবেন তাদের প্রিয় ফলের স্বাদ। শুধু আম নয় পাশাপাশি পাওয়া যাবে সকল ধরনের আমজাত খাদ্যদ্রব্য।
এই মেলার উদ্বোধন হবে ১৫ই জুন মিলন মেলা প্রাঙ্গনে ও চলবে ১৮ই জুন পর্যন্ত। মেলা খোলা থাকবে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত।

একটি বিশেষ রন্ধন প্রতিযোগিতার আয়োজন করা হবে ১৭ই জুন বিকেল ৩টেয়।

 

 

 

Making Aadhaar mandatory would make the poor, the marginalised the worst sufferers: Mamata Banerjee

Chief Minister Mamata has come down heavily on the Centre’s decision to make Aadhaar mandatory for opening bank accounts and carrying out financial transactions above Rs. 50,000.

In a message on Twitter, she said the gravest consequence of this decision would be the fact that the “poorest of the poor, the marginalised people will be the worst sufferers”.

She further said that since Aadhaar has serious issues about privacy, the Central Government must not make it mandatory for access to any service unless 100 per cent coverage has been achieved.

 

 

 

আধার বাধ্যতামূলক করা হলে গরিব ও প্রান্তিক মানুষরা ক্ষতিগ্রস্ত হবেন: মমতা বন্দ্যোপাধ্যায়

আধার কার্ড ব্যাঙ্কিং পরিষেবার জন্য বাধ্যতামূলক করার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি আজ টুইটারে লেখেন, “আধার কার্ড বাধ্যতামূলক করার কেন্দ্রের এই হঠকারী সিদ্ধান্তের ফলে সব থেকে বেশী ক্ষতিগ্রস্ত হবেন গরীব ও প্রান্তিক মানুষরা। ১০০% মানুষ আধার কার্ড না পাওয়া পর্যন্ত বাধ্যতামূলক করতে পারে না কেন্দ্র।”

তিনি আরও বলেন আধার এর সাথে ব্যক্তি-গোপনীয়তার অনেক সমস্যার এখনো সুরাহা হয়নি।

 

 

State Govt opens helpline for admission to UG & PG courses

As promised by Chief Minister Mamata Banerjee while speaking on stage during the felicitation of secondary and higher secondary toppers of various boards on June 13, a helpline has been started by the Bengal Government for providing assistance during admission to under-graduate and post-graduate courses at institutions in Bengal.

The toll-free number is 18001028014.

One can call between 10 am and 6 pm on all days except Sundays.

The helpline opened on June 15 and would remain open as long as the admission processes to various higher education institutions are going on.

The service is being provided by the State Higher Education, Science and Technology and Biotechnology Department.

 

স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য হেল্পলাইন চালু করল রাজ্য সরকার

কথা দিলেন, কথা রাখলেন মুখ্যমন্ত্রী। গত ১৩ তারিখ উত্তীর্ণ মুক্ত মঞ্চে দশম ও দ্বাদশ শ্রেনীর কৃতি পড়ুয়াদের সম্মান প্রদান করার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন রাজ্য সরকার সর্বত ভাবে সাহায্য করবে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে বিভিন্ন কোর্সে ভর্তিতে।

সেইমত তিনি আজই উদ্বোধন করলেন ১টি হেল্পলাইন টোলফ্রি নম্বরের।

টোল ফ্রি নম্বরটি হল ১৮০০১০২৮০১৪, রবিবার বাদে যেকোনো দিন সকাল ১০টা থেকে বিকেল ৬টা অবধি সাহায্য পাওয়া যাবে এই হেল্পলাইনে।

এই হেল্পলাইন চলবে ভর্তি পর্ব শেষ না হওয়া পর্যন্ত। এই পরিষেবা প্রদান করছে রাজ্য উচ্চ শিক্ষা দপ্তর, বিজ্ঞ্যান, প্রযুক্তি ও বায়োটেকনোলজি বিভাগ।

 

 

 

 

Bengal CM to bring about programme of collaboration in football between Bengal & Holland

Football is one of the things that the people of Bengal have been identified with for many decades. Many of the best players of the country have come from Bengal. The game and its heroes are household topics in many a home.

Now things would be taken a step forward during Chief Minister Mamata Banerjee’s forthcoming trip to Holland. A treaty is going to be signed between Bengal Government and Royal Dutch Football Association (KNVB) in The Hague on June 20 to set up programmes of collaboration in football between the country and the State of Bengal.

As a part of that collaboration, players and coaches from the country, and they constitute some of the legends of the game, would be coming to the State to train its players in the latest techniques and skills. Players and coaches from here would also travel to Holland to get trained.

During the signing programme, the Chief Minister would also meet the Sports Minister of Holland.

The Chief Minister would be travelling to Holland on the invitation of the United Nations to talk on Bengal’s path-breaking achievements in the social sector.

 

বাংলাকে আধুনিক ফুটবলের পাঠ দেবে হল্যান্ড

“সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল” একথা প্রায় সব বাঙালিরই জানা। বাংলা সেই স্বাধীনতার আগে থেকেই সারা দেশ দাপিয়েছে ফুটবলে। বহু মহান ফুটবল তারকা উপহার দিয়েছে দেশকে। এবার সেই বাঙালির প্রিয় খেলাকে বিশ্বের মান দিতে উদ্যোগী হলেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

আসন্ন হল্যান্ড সফরে ২০ জুন মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় এমনই একটি মৌ সাক্ষরিত হতে চলেছে হেগ-এ কেএনভিবি বা রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েসনের সঙ্গে। রাষ্ট্রসঙ্ঘের আমন্ত্রণে হল্যান্ড যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

২৩ ও ২৪ শে জুন বিশ্ব জনপরিষেবা দিবসের কর্মসূচি। সেখানেই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্পগুলি সামনে রেখে কিভাবে উন্নয়ন অভিমুখ বাংলায় বদলে দিয়েছেন, তাই তিনি তুলে ধরবেন বিশ্বের দরবারে।

২১ তারিখ হেগ-এ আয়োজিত হবে একটি শিল্প সম্মেলন। বাংলার শিল্পপতিদের সঙ্গে যোগ দেবেন হল্যান্ডের বণিক সভা ভিএনও।

 

Bengal among the best in achievements in the rural sector

Mamata Banerjee, in a Facebook post today, announced one more good news for Bengal on the developmental front. The State has emerged among the best-performing States in rural road connectivity and rural housing, and has achieved one hundred per cent of the allocated target for setting up bank accounts for Self-Help Groups (SHGs) under the Anandadhara Scheme.

Recently, the State had earned the first prize in the 100 Days’ Work Scheme, under convergence.
The full post is reproduced below:

It is again good news for Bengal.

Our state has emerged among the best performing states in rural road connectivity (Grameen Sadak Yojana), rural housing and achieving 100% of allocated target in Self Help Group-Bank linkage under “Anandadhara”, as per communication of the Government of India.

This is in addition to best performance award in convergence under 100-days work, which I shared with you a few days back.

My heartiest congratulations and best wishes to all.

 

Click here to go to the post

 

গ্রামীণ উন্নয়নের দেশের মধ্যে সেরা বাংলা

আবারও কেন্দ্রের প্রশংসা পেল রাজ্য। গ্রামীণ জনপদের সাথে সড়ক যোগাযোগ উন্নত করায় পুরস্কার পেতে চলেছে বাংলা। শুধু গ্রামীণ সড়ক যোজনা নয়, প্রধানমন্ত্রী আবাস যোজনা, আনন্দধারা, ১০০ দিনের কাজেও ভালো পারফর্মেন্সের জন্য পুরস্কার পেতে চলেছে রাজ্য সরকার। এদিন ফেসবুকে একথা জানিয়েছেম মুখ্যমন্ত্রী।

সেই পোস্টে ছিল বাংলার জন্য একটি সুখবর। গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যাবস্থা ও গ্রামীণ আবাসনের দিক থেকে বাংলা দেশের সেরা রাজ্যগুলির একটি। এছাড়া আনন্দধারা প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীর ১০০ শতাংশ সদস্যের ব্যাঙ্কের আকাউন্ট খোলা হয়ে গেছে।

এর আগে রাজ্য ১০০ দিনের কাজে ভালো পারফর্মেন্সের জন্য প্রথম পুরষ্কার পেয়েছে বাংলা।

মুখ্যমন্ত্রীর ফেসবুক পোস্টটির জন্য এখানে ক্লিক করুন