Bengal Govt urging farmers to cultivate forgotten but nutrition-rich varieties of rice

The Bengal Agriculture Department is encouraging farmers to cultivate varieties of rice that have become nearly extinct and is also devising ways to create awareness among the people about these varieties in order to create a market for them. The department is also helping farmers to adopt organic farming methods.

These indigenous varieties, also known as folk rice varieties, have properties which make them suitable for particular regions and are also highly nutritious. For example, there is a variety, once almost lost and now being revived, grows well in the saline soil of the Sunderbans, where the popular rice varieties would fail to grow.

The Agriculture Department is also working in collaboration with organisations some to further its aims. For the past few months, they have been trying to revive forgotten varieties of aromatic rice like Radha Tilak, Kala Bhat, Dudheshwar, Hamai, Jhumpuri, Khara and Balam, to name a few, with technical support from the State Government’s Agricultural Training Centre in Phulia in Nadia.

This initiative was launched to bring back traditional aromatic varieties of rice by using natural methods. The use of chemicals to enhance production is discouraged because, in the long run, it will badly affect the environment, including the quality of the soil.

 

কৃষকদের লুপ্তপ্রায় প্রজাতির ধানের চাষ করার আর্জি জানালেন কৃষিমন্ত্রী

রাজ্য কৃষি মন্ত্রী চাষিদের আর্জি জানান যে সব ধরনের চাল আজ প্রায় অবলুপ্তির পথে, সেগুলি চাষ করার। তিনি কৃষকদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি নির্দেশ দেন কৃষি দপ্তরের সকল আধিকারিককে এই ধরনের চালের বিষয়ে সচেতনতা বাড়াতে। পাশাপাশি তিনি চাষিদের অরগ্যানিক ফারমিং পদ্ধতি শেখানোর কথাও বলেন।  তিনি আশা করেন আরও কৃষক এই অরগ্যানিক ফারমিং পদ্ধতিতে আগ্রহী হবেন সময়ের সঙ্গে সঙ্গে।

গত বেশ কয়েক মাস ধরে  প্রায় অবলুপ্তির পথে যেসকল সুগন্ধী চাল যেতে বসেছে, সেগুলি ফিরিয়ে আনার চেষ্টা চলছে। যেমন, রাধা তিলক, কালা ভাত, দুধেস্বর, হামাই, ঝুম্পুরি, খারা এবং বলম। এদের কারিগরি সহায়তা করে ফুলিয়ার এগ্রিকালচারাল ট্রেনিং সেন্টার।

এই বিভিন্ন ধরনের চাল পরীক্ষা করে কৃষি বিজ্ঞানীরা জানিয়েছেন আবহাওয়া ও মাটি এই ধরনের চাল চাষের জন্য উপযোগী। এই চাসে কোনও রাসায়নিক ব্যবহার হয় না তাই স্বাস্থ্যের কোনও ক্ষতির সম্ভাবনা নেই।

Source: Millennium Post

New attraction at Marine Aquarium & Research Centre in Digha

The Marine Aquarium and Research Centre (MARC) in Digha will have an added attraction in the form of a walkthrough diorama for the visitors. The entire mangrove ecosystem of the Sundarbans along with its flora and fauna is being recreated at MARC by the Zoological Survey of India (ZSI).

The six-month-old project is in its final lap. According to the director of MARC, the mangrove ecosystem museum will feature life-sized models of animals like royal Bengal tigers, crocodiles, and several varieties of crabs and birds that are found in the Sunderbans.

Though flora and fauna of the region would be displayed, the main aim is to portray the life of the people in the villages of the Sundarbans region, particularly the fishermen and their boat life. They spend uncomfortable nights in boats so that they can catch fish to eke out a living.

Among the attractions will also be the coloured skeleton of a gigantic sei whale, an endangered species, one of which was excavated from the shore near Digha a year back. The carcass had been buried there after the dead whale was found on the shore in December 2012. The skeleton has been on display at the MARC campus for some time now.

MARC will also be of immense help to researchers studying any aspect of the Sundarbans. A museum hall with study material will be set up, with equipment pertaining to marine science on display as well.

“The carcass of the gigantic sei whale has been a huge crowd-puller. We are now colouring the skeleton to give it a fresh look,” a ZSI scientist said.

দীঘায় খুব শীঘ্র ম্যানগ্রোভ অরণ্যের প্রতিকৃতি ও মেরিন অ্যাকোরিয়াম ও গবেষণা কেন্দ্রে

দীঘার মেরিন অ্যাকোরিয়াম ও গবেষণা কেন্দ্র খুব শীঘ্রই আরেকটি কারনে আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে পর্যটকদের কাছে। সুন্দরবনের পুরো ম্যানগ্রোভ অরণ্য এবার দেখা যাবে দীঘায়।

এটির উদ্বোধন হওয়ার কথা পুজোর আগেই। এখানে তৈরি হবে একটি ম্যানগ্রোভ অরণ্যের মিউজিয়াম, যেখানে আসল আয়তনের বাঘ, কুমির, বিভিন্ন প্রজাতির কাঁকড়া, ও পাখি থাকবে যা সুন্দরবনে পাওয়া যায়।

এখানে মূলত তুলে ধরা হবে সুন্দরবনের মৎস্যজীবীদের ও নৌকায় তাঁদের জীবনযাপন। যারা জীবিকার জন্য রাতের পর রাত জেগে থাকেন নৌকাতে। এর ফলে উপকৃত হবে সুন্দরবন নিয়ে কাজ করা গবেষকরা। মিউজিয়াম হলে থাকবে বইপত্র ও মেরিন বিজ্ঞানের প্রয়োজনীয় নানা যন্ত্রপাতির প্রদর্শনী।

কিছুদিন আগে দীঘার সমুদ্রতটে বিশালাকার নিলতিমি’র দেহ পাওয়া যায়। এটিও আছে মেরিন অ্যাকোরিয়াম ও গবেষণা কেন্দ্রে, যা পর্যটকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। আপাতাত এই দেহে রঙ করা চলছে এই দেহকে সজীব রুপ দেওয়ার লক্ষ্যে।

Source: Millennium Post

Nine projects from Bengal win SKOCH awards

Chief Minister Mamata Banerjee announced through a Facebook message on September 9 that nine “innovative and people-friendly projects” of the Bengal Government have been awarded the SKOCH Order of Merit.

Among the nine projects, six have won the top awards in their categories.

SKOCH Platinum Awards have been won by three projects:

  • Project on Ease of Doing Business
  • Project on Inspection Reforms
  • Project on Quality Early Childhood Care and Education for the scheme, Sishu Aloy

Another three projects won SKOCH Gold Awards:

  • Project on Skill Development and Enhancing Employability of Youth for the scheme, Yubashree
  • Project on Social Security for Workers for the scheme, Samajik Suraksha Yojana
  • e-District project on online services to citizens

The full text of the Facebook post is given below:

I am happy to share with you what good governance in Bengal is achieving.

9 innovative and people-friendly projects from Bengal have got the SKOCH Order of Merit out which 6 have got the top awards.

SKOCH Platinum Awards have been won by our projects on Ease of Doing Business, Inspection Reforms and “Sishu Aloy” on quality early childhood care and education.

SKOCH Gold Awards have been won by “Yubashree” project on skill development and enhancing employability of youth, “Samajik Suraksha Yojana” project on social security for workers and e-District project on online services to citizens.

My best wishes to all.

Click here to read the post on Mamata Banerjee’s Facebook page

 

মমতার কাজে ভারত শ্রেষ্ঠ বাংলা

মা মাটি মানুষ সরকারের ফের একবার জয়জয়কার। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে জানালেন, তৃণমূল সরকারের নয়টি প্রকল্প স্কচ গ্রুপের মেরিট লিস্টে নির্বাচিত হয়েছে। সমাজকল্যাণ মূলক প্রকল্পে পুরস্কার প্রদান করে স্কচ গোষ্ঠী। মমতার ৯টির মধ্যে ৬টি সমাজকল্যাণ মূলক প্রকল্পই শীর্ষ পুরস্কার পেয়েছে। তাঁর প্রকল্পগুলি যে সত্যি সাধারণ মানুষের কল্যাণে লেগেছে তার প্রমাণ স্বরূপ এই পুরস্কারগুলি পেয়ে স্বাভাবিক ভাবেই উচ্ছসিত মমতা।

তাঁর ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায় 1লেখেন, তাঁর প্রকল্প ‘শিশু আলয়’ সদ্য জাতদের যত্ন এবং শিশু সুরক্ষার জন্য পুরস্কার পেয়েছে। এছাড়া ‘যুবশ্রী’ দক্ষতা উন্নয়ন এবং যুবকদের কর্মসংস্থান বৃদ্ধির পিছনে বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। সেটিকেও পুরস্কৃত করেছে স্কচ। এছাড়াও মুখ্যমন্ত্রীর আরেক প্রকল্প ‘সামাজিক সুরক্ষা যোজনা’, শ্রমিকদের সামাজিক নিরাপত্তা এবং নাগরিকদের অনলাইন পরিষেবা পেতে বিশেষ সাহায্য করে।৯টির মধ্যে ৬টি সমাজকল্যাণ মূলক প্রকল্পই শীর্ষ পুরস্কার পেয়েছে। তাঁর প্রকল্পগুলি যে সত্যি সাধারণ মানুষের কল্যাণে লেগেছে তার প্রমাণ স্বরূপ এই পুরস্কারগুলি পেয়ে স্বাভাবিক ভাবেই উচ্ছসিত মুখ্যমন্ত্রী।

তাঁর ফেসবুকে মুখ্যমন্ত্রী লেখেন, তাঁর প্রকল্প ‘শিশু আলয়’ সদ্য জাতদের যত্ন এবং শিশু সুরক্ষার জন্য পুরস্কার পেয়েছে। এছাড়া ‘যুবশ্রী’ দক্ষতা উন্নয়ন এবং যুবকদের কর্মসংস্থান বৃদ্ধির পিছনে বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। সেটিকেও পুরস্কৃত করেছে স্কচ । এছাড়াও মুখ্যমন্ত্রীর আরেক প্রকল্প ‘সামাজিক সুরক্ষা যোজনা’, শ্রমিকদের সামাজিক নিরাপত্তা এবং নাগরিকদের অনলাইন পরিষেবা পেতে বিশেষ সাহায্য করেছে।

Trinamool Govt spreading the light of education in Bengal

The Bengal Government under Chief Minister Mamata Banerjee has taken numerous initiatives over the last six years, since it came to power in 2011, to improve the state of primary education, and education in general, in the state.From various schemes to scholarships to free textbooks, books, etc., and special provisions for the upliftment of minority students, the schemes and incentives are meant to enable students to grow an interest towards education and lead to the

From various schemes to scholarships to free textbooks, books, etc., and special provisions for the upliftment of minority students, the schemes and incentives are meant to enable students to grow an interest towards education and lead to the fulfilment of dreams.Free accessories to incentivise education

Free accessories to incentivise education

Textbooks are given for free – all books for students from classes I to VIII, four for classes IX and X and two for classes XI and XII. Almost 9.5 crore of 296 textbooks are printed for distribution.

Textbooks in Braille are supplied to visually impaired students.

From last year, all government school students from classes I to IV get school shoes for free; 50.32 lakh pairs have been distributed till now.

School uniforms are supplied for free to all students from classes I t VIII in all government-run and government-aided schools.

Under the Anandadhara Scheme, the government has supplied 990 primary schools with recreational infrastructure like swings, toys and other playthings.

A decision has already been made to supply for free school bags to students till class VIII, at a cost of Rs 300 crore.

From this year, the government will supply free notebooks to all students from classes VI to XII – numbering three to five per year – studying in State Government schools. The scheme was inaugurated by Mamata Banerjee on September 5. The cover of these notebooks would have the Biswa Bangla logo. The last few pages of each notebook would contain information about some of the most successful schemes like Kanyashree, Sabuj Sathi, Shikshashree, Yuvashree and others.

Mid-Day Meals

All students till class VIII have been included in the Mid-Day Meal Scheme, through which 1.2 crore elementary level students are provided nutritious meals on a daily basis involving self help groups.

Schemes and scholarships

The Kanyashree Scheme, a scheme of monetary incentives for school and higher education for girls, is enabling the girl child to stand on her feet and successfully pursue her dreams. The Chief Minister recently announced that Kanyashree has helped in reducing the school dropout rate among girls by 16.5 per cent, which is a big achievement. More than Rs 1,000 crore is budgeted annually for the scheme.

With regard to scholarships, for scheduled caste (SC) and scheduled tribe (ST) students below the poverty line (BPL), the government has instituted the Shikshashree Scheme. From 2014 to 2017, 38 lakh students have been brought under the scheme.

Another highly successful scheme for school students – for all students – is Sabuj Sathi, which provides bicycles to students to enable them to commute to school and thus ensures that distance never becomes a hindrance to pursuing their dreams of education. Forty lakh bicycles have already been distributed; 30 lakh more will be distributed this year. Earlier for government school students from classes IX to XII, from next year it might include class VIII as well.

For professional education, there is the Swami Vivekananda Merit-cum-Means Scholarship. For 2016-17, Rs 200 crore was budgeted for the scheme.

 

Human resource

In primary schools, 50,826 teachers have been appointed.

Comprising upper primary and secondary schools, 27,572 have been appointed.

 

Infrastructure

93,064 classrooms have been built.

During the last six years, 531 primary schools, 3,966 upper primary schools, 2,706 shishu Shiksha Kendras (SSKs), 166 Madhyamik Shiksha Kendras (MSKs) have been renovated and upgraded.

 

For minority students

Over 1 crore 24 lakh minority students have been given scholarships.

Bengal is among the very few states to provide digital literacy to students in government-aided madrasahs. Almost 2 lakh students have been trained so far.

Hostels, numbering 419, are being set up across the state at a cost of more than Rs 400 crore. Out of these, 147 have been operationalised.

 

শিক্ষার আলো ছড়িয়ে দিতে বদ্ধপরিকর মা মাটি মানুষের সরকার

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচক্ষন নেতৃত্বে গত ছ’বছরে বাংলা ফিরে পেয়েছে শিক্ষা ক্ষেত্রে হৃত গৌরব। ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক অনুপ্রেরণায় রাজ্যের শিক্ষা ব্যাবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে।
প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সমস্ত পর্যায়ে আনা হয়েছে প্রচুর প্রকল্প শিক্ষার প্রসারের জন্য।

পশ্চিমবঙ্গ সরকার প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীকে বিনামুল্যে পাঠ্যপুস্তক প্রদানের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন রকমের মোট পাঠ্যপুস্তকের সংখ্যা ২৯৬। বছরে প্রায় ৯.৫ কোটি বই মুদ্রিত এবং বিতরিত হচ্ছে। দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের জন্য বিশেষ পদ্ধতিতে ডিজাইন করা ব্রেইল পাঠ্যপুস্তক দেওয়া হয়েছে।

গত এক বছরে প্রাথমিকবিদ্যালয়ের ৫০.৩২ লক্ষ ছাত্রছাত্রীকে বিনামুল্যে জুতো দেওয়া হয়েছে। বিদ্যালয় শিক্ষা বিভাগ প্রতি বছর প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বিনামুল্যে পোশাক বিতরণেরব্যবস্থা চালু করেছে।

স্বনির্ভর গোষ্ঠীগুলির সাহায্যে প্রাত্যহিক ভিত্তিতে ১.২ কোটি প্রাথমিক পর্যায়ের ছাত্রছাত্রীর জন্যে মিড-ডে-মিলের ব্যবস্থা চালু করা হয়েছে।

প্রতিটি বিদ্যালয়েই বিশুদ্ধ পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে। ৯৯০টি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দদানের পরিকাঠামো (সি-স, সুইং ও স্লাইড) তৈরির নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ছয় বছরে শিক্ষাগত পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে ৯৩,০৬৪ টি অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ করা হয়েছে।

গত ছয় বছরে ৫৩১টি প্রাথমিক বিদ্যালয়, ৩৯৬৬টি উচ্চ প্রাথমিক বিদ্যালয়, ২৭০৬টি এসএসকে, ১৬৬টি এমএসকে-এর নবরূপায়ন হয়েছে।

গত এক বছরে ২০০০ মাধ্যমিক বিদ্যালয়ে ই-শ্রেনিকক্ষ-এর পরিকাঠামো নির্মাণের নতুনউদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয়ে কম্পিউটারের ব্যবহারকে উৎসাহিত করতে ৩৯১৫টি মাধ্যমিক বিদ্যালয়ে ৩৯,৩০০টি কম্পিউটার দেওয়া হয়েছে।
গত ছয় বছরে ৫৬৪টি জুনিয়র উচ্চ বিদ্যালয়কে উচ্চ বিদ্যালয়ে উন্নীত করা হয়েছে। গত ছয় বছরে ১৯০৯টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হয়েছে।

বিদ্যালয়ের পরিকাঠামো উন্নতকরতে ৩০১৪টি বিদ্যালয়ে গ্রন্থাগারের জন্যও ১৫.৪৬কোটি টাকার অনুদান দেওয়া হয়েছে। বিদ্যালয়ের পরিকাঠামো উন্নত করতে ৩৭১৪টি বিদ্যালয়ের ল্যাবরেটরির জন্যও ৬২.১১ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে।

২০১৪-১৫ শিক্ষাবর্ষে তফসিলি জাতির ছাত্রছাত্রীদের জন্য ‘শিক্ষাশ্রী’ ভাতা চালু করা হয়।

২০১৪-১৭ সালের মধ্যে এই প্রকল্পের আওতায় প্রায় ৩৮ লক্ষ ছাত্রছাত্রীকে আনা হয়েছে। এই ভাতার টাকা সরাসরি ছাত্রছাত্রীদের ব্যাঙ্কে যাচ্ছে। এই বছর থেকে এই প্রকল্পকে ই-গভরনেন্সের আওতায় আনা হয়েছে।

২০১৫-১৬ সালে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বিনামুল্যে সাইকেল বিতরণ করা শুরু হয়। ২০১৫-১৭ সালের মধ্যে ৩৫ লক্ষ ছাত্রছাত্রীদের এই প্রকল্পে সাইকেল দেওয়া হয়। এ বছরের শেষ পর্যন্ত আরও৩০ লক্ষ সাইকেল বিলি করা হবে। স্বচ্ছতা বজায় রাখার জন্য এই প্রকল্পটি পুরোপুরি অনলাইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়।

সাধারণ মানুষের মধ্যে আর্থিকভাবে পশ্চাৎপদ অংশের মেধাবী পড়ুয়াদের যথার্থ সহায়তা দিতে স্বামী বিবেকানন্দ মেধা তথা সংস্থান বৃত্তি প্রকল্পের জন্যও বাজেটে অর্থ বরাদ্দ ২০১৫-১৬ সালে ৪৫কোটি টাকা থেকে বাড়িয়ে ২০১৬-১৭ সালে ২০০ কোটি টাকা করা হয়েছে। এর ফলে প্রযুক্তি, ডাক্তারি, কারিগরি ও সাধারণ স্নাতক স্তরের পাঠ্যক্রমে ছাত্রবৃত্তিরপরিমাণ যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনই উপকৃতের সংখ্যাও বেড়েছে। প্রসঙ্গত ২০১৬-১৭ সালে একাদশ ও দ্বাদশ শ্রেনীতে মোট ৭৩,৭৪৪ জন পড়ুয়া এই বৃত্তির সুযোগ লাভ করেছেন।

 

Bengal is number one in healthcare: Bengal CM

Bengal Chief Minister Mamata Banerjee informed on Wednesday that Bengal is number one in the country in providing health services. She was speaking at a programme from where she inaugurated a series of health facilities including a Mother and Child Hub in Jalpaiguri, a Blood Bank at Nayagram Multi/Super-speciality Hospital and GNM Training School at five different hospitals.

Referring to the recent incidents of child deaths, she said: “If children die due to lack of oxygen, don’t you think it’s a crime? A government must have a comprehensive plan to ensure better health services to people.” She further said: “More than 400 people died because of swine flu in the past four to five months in Gujarat.”

She said, “One may say that charity begins at home when these issues are raised. I would like to say in this connection that a series of steps were taken to provide better health services to the people of Bengal. During the erstwhile government, the rate of institutional delivery in the state was 63 percent and now it has gone up to 93 percent. At the same time, 16 mother and child hubs have been set up and there are special arrangements for treatment of children.” She informed that free treatment in provided to people in state-run hospitals. In addition to that, 200 fair price shops have been set up across the state.

She further said that out of 9.10 crore people, around 55.5 lakh people have been brought under the Sasthya Sathi scheme. The scheme provides health insurance to the people who are brought under it. She said that the socio-economic parameter of a place is an important indicator that shows the condition of the residents living in it. So the state government always tries to ensure proper health services, education, food and shelter to its citizen.The Chief Minister further said that people from Bangladesh, Bihar, Odisha and even from North-East come for treatment in the state-run hospitals, adding: “Pollution and

The Chief Minister further said that people from Bangladesh, Bihar, Odisha and even from North-East come for treatment in the state-run hospitals, adding: “Pollution and tension-free environment is needed for people to be healthy. So we need an environment-friendly country.” She also mentioned that the state government has paid Rs 1.79 lakh crore of the debt that was left behind by the erstwhile Left Front government and yet has been able to ensure better healthcare facilities in Bengal.

 

স্বাস্থ্যে দেশে সেরা আমরাই: মুখ্যমন্ত্রী

চিকিৎসা পরিষেবায় দেশের মধ্যে আমরাই সেরা। এই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার একগুচ্ছ সরকারি স্বাস্থ্য প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে একই সঙ্গে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ও গুজরাতে স্বাস্থ্যের বেহাল দশার জন্য কড়া ভাষায় কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, উত্তরপ্রদেশে অক্সিজেনের অভাবে শিশুদের মৃত্যু হয়েছে। এটা তো অপরাধ।একটি হোটেলে বেসরকারি সংস্থা আয়োজিত এই অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের বেশ কয়েকটি নতুন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তাঁরা ক্ষমতায় আসার পর রাজ্যে স্বাস্থ্য পরিষেবার হাল কতটা উন্নত হয়েছে, তা তথ্য পরিসংখ্যান দিয়ে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই সরকার ক্ষমতায় আসার আগে ৬৫ শতাংশ সন্তানের প্রসব হাসপাতাল-স্বাস্থ্যকেন্দ্রে হত। এটা এখন বেড়ে ৯৩ শতাংশ হয়েছে। শিশুমৃত্যর হারও অনেক কমেছে। শিশুদের চিকিৎসার জন্য এসএনসিইউ ইউনিট খোলা হয়েছে হাসপাতালে।

একটি হোটেলে বেসরকারি সংস্থা আয়োজিত এই অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের বেশ কয়েকটি নতুন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তাঁরা ক্ষমতায় আসার পর রাজ্যে স্বাস্থ্য পরিষেবার হাল কতটা উন্নত হয়েছে, তা তথ্য পরিসংখ্যান দিয়ে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই সরকার ক্ষমতায় আসার আগে ৬৫ শতাংশ সন্তানের প্রসব হাসপাতাল-স্বাস্থ্যকেন্দ্রে হত। এটা এখন বেড়ে ৯৩ শতাংশ হয়েছে। শিশুমৃত্যর হারও অনেক কমেছে। শিশুদের চিকিৎসার জন্য এসএনসিইউ ইউনিট খোলা হয়েছে হাসপাতালে। মুখ্যমন্ত্রী জানান, এ রাজ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে কোনও খরচ হয় না। এর সুযোগ নিতে প্রতিবেশী রাজ্যগুলি ছাড়া বাংলাদেশ থেকে রোগীরা আসছেন। এতে রোগীর ভিড় বেড়ে যাচ্ছে। আমাদের সমস্যা হচ্ছে। কিন্তু মানবিকতার কারণে রাজ্যের বাইরে থেকে আসা রোগীদের চিকিৎসা তো বন্ধ করা যায় না। সরকারের ‘স্বাস্থ্য সাথি’ প্রকল্পে সাড়ে ৫৫ লক্ষ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে। আর্থিক অসুবিধা থাকা সত্ত্বেও আমরা এইসব পরিষেবা দিচ্ছি। বকেয়া ঋণ মেটাতে সরকারের প্রচুর টাকা চলে যাচ্ছে। ঋণ মেটাতে বছরে চলে যাচ্ছে ৪৫ হাজার কোটি টাকা। যেখানে সরকারের নিজস্ব আয় ২০ হাজার কোটি টাকা। ভাষণ দিতে গিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্য সমস্যা তুলে ধরে টেনশন মুক্ত হওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানান, এ রাজ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে কোনও খরচ হয় না। এর সুযোগ নিতে প্রতিবেশী রাজ্যগুলি ছাড়া বাংলাদেশ থেকে রোগীরা আসছেন। এতে রোগীর ভিড় বেড়ে যাচ্ছে। আমাদের সমস্যা হচ্ছে। কিন্তু মানবিকতার কারণে রাজ্যের বাইরে থেকে আসা রোগীদের চিকিৎসা তো বন্ধ করা যায় না। সরকারের ‘স্বাস্থ্য সাথি’ প্রকল্পে সাড়ে ৫৫ লক্ষ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে। আর্থিক অসুবিধা থাকা সত্ত্বেও আমরা এইসব পরিষেবা দিচ্ছি। বকেয়া ঋণ মেটাতে সরকারের প্রচুর টাকা চলে যাচ্ছে। ঋণ মেটাতে বছরে চলে যাচ্ছে ৪৫ হাজার কোটি টাকা। যেখানে সরকারের নিজস্ব আয় ২০ হাজার কোটি টাকা। ভাষণ দিতে গিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্য সমস্যা তুলে ধরে টেনশন মুক্ত হওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

Source: Millennium Post

Bengal Transport Dept making plans for a pleasant Durga Puja

With Durga Puja almost at our doorsteps, the State Transport Department is gearing up to make the occasion a pleasant one for all concerned.

It is making plans to make it viable for people to avail bus services all without any hassle during the Puja days. During the four days, 1,100 buses would be operating in the city from 6 am to 12 midnight.

The department has also made plans for special ferry services for people to view the immersion ceremony of different Puja organisers. Two ferries have been added to the fleet run by the Water Transport Directorate, which would be made available for people to board to see the immersion of the goddess Durga.

পুজোর প্রস্তুতি শুরু পরিবহণ দপ্তরের

দুর্গা পুজোর কথা মাথায় রেখে সাজো সাজো রব পরিবহণ দপ্তরে। রাজ্যজুড়ে পুজোর দিনগুলোর কথা মাথায় রেখে কিভাবে একইসঙ্গে শহরের পরিবহণ ব্যবস্থা ঠিক রাখার পাশাপাশি প্রতিমা দর্শনেরও সুযোগ করে দেওয়া যায় নগরবাসীদের তার পরিকল্পনা চলছে।

পুজোর সময় সকাল ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত সরকারি বাস পাবেন যাত্রী ও দর্শনার্থীদের দল। পুজর কটা দিন ১১০০ সরকারি বাস চলবে।

বিসর্জন দেখার জন্য বিশেষ নৌকা বিহারেরও ব্যবস্থা করছে রাজ্য পরিবহণ দপ্তর। সম্প্রতি জল পরিবহণ বিভাগের ভাণ্ডারে যোগ হয়েছে ২টি ভেসেল। এবার পর্যটক ও দর্শনার্থীদের কলকাতার বিসর্জন দেখার কাজে ব্যবহার করা হবে এই ২টি ভেসেলও।

Source: Ei Samay

Bengal Govt to gift 51 varieties of rice to ISKCON

The Bengal Government will give the Mayapur-based ISKCON (International Society for Krishna Consciousness) 51 varieties of rice. These would be planted on the 100 acres where ISKCON cultivates paddy.

After a request from ISKCON, the State Government has come forward with providing it with 51 varieties of rice which will be grown organically. The government will also provide them with expert advice. Among the varieties to be provided are Dadshal, Radhatilak, Gobindabhog, Keralasundari and others.

Most of these are indigenous varieties, also known as folk rice varieties, and are highly nutritious; many are also aromatic. The Bengal Government, by itself and also in collaboration with some scientific organisations, is trying to revive these varieties. Gifting ISKCON these 51 varieties is part of that effort.

ইসকনকে ৫১ প্রজাতির ধানের বীজ দেবে রাজ্য

 

মায়াপুরের ইসকন মন্দির কতৃপক্ষকে ৫১ প্রজাতির ধানের বীজ দেবে রাজ্য সরকার। মায়াপুরের ইসকন কতৃপক্ষের হাতে প্রায় ১০০ একর কৃষিজমি রয়েছে। তার একটি অংশে কৃষিকাজ করেন মন্দির কতৃপক্ষ । প্রধানত জৈবিক চাষেই তাঁদের বেশি আগ্রহ। কারণ ,জৈবচাষ উৎপাদিত ফসলের চাহিদা রয়েছে বিদেশি ভক্তদের মধ্যে। তাছাড়াও ,জৈবচাষে উৎপাদিত ফসলের চাহিদা রয়েছে বিদেশি ভক্তদের মধ্যে। তাছাড়াও , জৈব চাষেবাড়তি গুরুত্ব দিচ্ছে ইসকন।

সেই সূত্রে কৃষি দফতরের কর্তা -আধিকারিকদের সঙ্গে যোগাযোগ হয়েছিল ইসকন কতৃপক্ষের। সম্প্রতি সিদ্ধান্ত হয়েছে ,প্রায় ৫১ প্রজাতির ধানের বীজ ইসকনকে দেবে রাজ্য সরকার। সঙ্গে দেওয়া হবে বিশেষজ্ঞর পরামর্শ এবং সহযোগিতা। যে প্রজাতির ধানের বীজ দেওয়া হবে সেগুলির মধ্যে দাদশাল ,রাধাতিলক ,গোবিন্দভোগ ,কেরালাসুন্দরী অন্যতম। প্রজাতিগুলির বেশিরভাগই সুগন্ধি।

প্রতিদিন ভক্তদের জন্য ভোগের ব্যবস্থা করে ইসকন।৫২ সপ্তাহে এক বছর হয়।সেই সূত্রে প্রতি সপ্তাহে পৃথক পৃথক প্রজাতির চালে ভোগ দিতে পারবেন ইসকন কতৃপক্ষ।তাতে জৈব চাষের প্রচার বাড়বে।ভোগের পাশাপাশি ,চাল বিক্রি করলে রাজ্যের লুপ্তপ্রায় কিছু প্রজাতির চালের প্রচার বাড়বে। পাশাপাশি জৈব চাষ নিয়ে রাজ্য সরকারের পদক্ষেপ প্রতিষ্ঠিত হবে।

বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখেছেন , ইসকনের জমিতে রাধাতিলক চালের ফলন সবথেকে বেশি।কারণ,গঙ্গা এবং জলঙ্গীর সংযোগস্থলের থাকা ওই জমিগুলি ওই চাষের জন্য উপযুক্ত। সেকারণে এত ধরণের চালের বীজ দিতে চাইছে রাজ্য।তবে এজন্য লভ্যাংশ দাবি করা হবে না বলে কৃষি দফতর সূত্রের খবর।
Source: Ebela

New avenues for higher education in Bengal

The Bengal Government, under the leadership of Mamata Banerjee has been committed towards creating newer avenues for higher education in the State. Accordingly, sixteen new universities have been set up. Of these, seven are State-aided and nine are private universities.

Thirty-one new Government Colleges and sixteen Government-aided colleges have been set up. All are functional. A new Government College has also been sanctioned in 2016 at Narayangarh in Paschim Medinipur.

Here are some of the achievements in higher education and technical education sector:

Polytechnics

• The Government has adopted a policy of ensuring one Polytechnic in each Sub-division

• In 2011, 26 sub-divisions of the State had 65 Polytechnics, while in 2017 total number of operational Polytechnics across the State has reached 146.

• The intake capacity in Polytechnics has gone now up to 37,315 as compared to a total of 17,185 in 2011.

• E-learning contents have already been developed for 50 subjects and being taught since 2015-16.

• 60 Polytechnics have been converted into Wi-Fi campus.

• WBSCT&VE&SD, the unified Council has completed the task of modernization of syllabus for the diploma courses to make them at par with the country.

• E-Yantra Labs have been set up at 05 Govt. Polytechnics on Robotics in collaboration with IIT, Mumbai

• Students of APC Roy Polytechnic stood first in the All India Students Robotics Competition resulting in award of internship for 06 weeks at IIT, Mumbai.

ITIs

• The Government has adopted a policy of ensuring one ITI in each block

• In 2011, only 39 blocks of the State had 80 ITIs, while in 2017 total number of operational ITIs across the State has reached 235.

• Biennial intake capacity (on account of 4 semesters) of the ITIs has now gone up to 66710 in comparison with total intake of 17636 in 2011.

• It may be further mentioned that 71 of the Govt. ITIs have been operationalised in 2016 -17 in PPP mode.

Higher Education

• As a result of the huge expansion in higher education, the State’s Gross Enrolment Ratio (GER) which was 12.6 in 2011 rose dramatically to 18 in 2016.

• The State’s enrolment in higher education institutions has risen from 14,97,019 in 2011 to 19,52,696 in April 2017. This means an addition of 4,55,677 new seats at the UG and PG levels in the State during the last six years.

• A total of 2,816 teaching and non-teaching posts have been created in the State-funded universities, Government colleges and Government-aided colleges.

• A total of 5, 931 Assistant Professors were recruited by the State’s Public Service Commission and the College Service Commission, thereby significantly improving the teaching standards in the State-funded colleges.

• Indicating the steady improvement in the State’s higher education institutions, as many as 276 institutions (May 2017) have obtained UGC-NAAC’s (National Assessment and Accreditation Council) accreditation while 95 institutions are awaiting NAAC’s visit, to be assessed and accredited shortly.

• To usher in the educational benefits of the internet, 732 virtual/ smart classrooms in the State-aided Universities, Government Colleges and Government-aided Colleges have been set up.

• An e-learning space has been created in every State-funded higher education institution where free WiFi/ internet facility has been made available for the students and teachers during work hours. Several universities and colleges have also completed full campus WiFi coverage.

• A major e-governance initiative has been taken to bring in greater transparency and fairness in admissions to all UG and PG level courses by making admissions online in all Government and Government-aided higher education institutions, from the academic session 2015-16 onwards. Each year, this bene ts more than eight lakh applicants across the State.

• To meaningfully assist the meritorious students belonging to the economically backward sections of the population, the budget for the Swami Vivekananda Merit cum Means Scholarship Scheme, which was Rs.45 crore in 2015-16 has been enhanced to Rs. 200 crore in 2016-17. This has increased the quantum of scholarships as also the number of beneficiaries in engineering, medical, technical and general degree courses besides students of classes XI and XII. During 2016-17, a total of 73,744 students have got the benefit of the scholarships.

 

উচ্চশিক্ষায় নতুন পথের দিশারি বাংলা

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মা, মাটি, মানুষের সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় গত ছ’বছরে উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন পথের দিশারি হিসেবে উঠে এসেছে বাংলা।

গত ছ’বছরে ১৬টি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে, এগুলির মধ্যে সাতটি সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়। সবকটিই চালু হয়ে গিয়েছে। একত্রিশটি নতুন সরকারি মহাবিদ্যালয় এবং ১৬টি সরকারি সাহায্যপ্রাপ্ত মহাবিদ্যালয় স্থাপিত হয়েছে। পশ্চিম মেদিনীপুরের নারায়াণগড়ে ২০১৬ সালে একটি নতুন মহাবিদ্যালয় অনুমোদন পেয়েছে।

পলিটেকনিকঃ

রাজ্য সরকার প্রত্যেক মহকুমায় একটি করে পলিটেকনিক তৈরির বিষয়টিকে নিশ্চিত করতে নীতি প্রণয়ন করেছে।

২০১১ সালে, রাজ্যের ২৬টি মহকুমায় মোট পলিটেকনিক ছিল ৬৫টি, সেখানে ২০১৭ সালে সারা রাজ্যে চালু পলিটেকনিকের সংখ্যা ১৪৬-এ পৌঁছে গিয়েছে।

পলিটেকনিকগুলিতে ছাত্রছাত্রী ভর্তির ক্ষমতা তুলনামূলকভাবে এখন বৃদ্ধি পেয়ে হয়েছে ৩৭,৩১৫ যা ২০১১ সালে ছিল ১৭,১৮৫।

৫০টি বিষয়ের জন্য ই-লার্নিং-এর বিষয়টি ইতিমধ্যে উন্নত হয়েছে এবং ২০১৫-১৬ সাল থেকে শেখানোও হচ্ছে।

৬০টি পলিটেকনিক ওয়াই-ফাই ক্যাম্পাসে পরিণত হয়েছে।

ডব্লিউবিএসসিটি অ্যান্ডভিআইঅ্যান্ডএসডি নামে একটি সংযুক্ত সংসদ সারা দেশের পাঠ্যক্রমের সঙ্গে সাযুজ্য রক্ষার জন্য এখানে পাঠ্যক্রমের আধুনিকীকরণের কাজ সম্পূর্ণ হয়েছে।

আইআইটি মুম্বই-এর সহযোগিতায় ৫টি সরকারি পলিটেকনিকে রোবোটিক্স-এর ওপরে ই-যন্ত্র ল্যাব তৈরি করা হয়েছে।

অল ইন্ডিয়া স্টুডেন্টস রোবোটিক্স প্রতিযোগিতায় এপিসি রায় পলিটেকনিক-এর ছাত্রছাত্রীরা প্রথম স্থান অধিকার করেছে এবং পুরস্কার হিসেবে আইআইটি মুম্বইতে ৬সপ্তাহের ইন্টার্নশিপের সুযোগ পেয়েছে।

আইটিআইঃ

রাজ্য সরকার প্রতিটি ব্লকে একটি করে আইটিআই স্থাপনের বিষয়টিকে সুনিচিত করতে একটি নীতি গ্রহণ করেছে।

২০১১ সালে রাজ্যের মাত্র ৩৯টি ব্লকে মোট ৮০টি আইটিআই ছিল, সেখানে ২০১৭ সালে সারা রাজ্যে চালু আইটিআই-এর সংখ্যা ২৩৫-এ পৌঁছেছে।

দু’বছরে আইটিআইগুলিতে ছাত্রভর্তির ক্ষমতা (৪তে সেমিস্টারের হিসেবে) ২০১১ সালে ছিল ১৭৬৩৬, সেই তুলনায় বর্তমানে বেড়ে হয়েছে ৬৬৭১০।

আরও উল্লেখ করা যেতে পারে যে, ৭১টি সরকারি আইটিআই ২০১৬-১৭ সালে পিপিপি মোডে চালু হয়েছে।

উচ্চশিক্ষা

উচ্চশিক্ষার বিপুল বিস্তারের কারণে রাজ্যের মোট নথিভুক্তর অনুপাত ২০১১ সালের নিরিখে ১২.৬ থেকে বিস্ময়কভাবে বৃদ্ধি পেয়ে ২০১৬ সালে ১৮ হয়েছে। ২০১১ সালে উচ্চশিক্ষায় রাজ্যের নথিভুক্তিকরন সংখ্যা ছিল ১৪,৯৭,০১৯,২০১৭ -র এপ্রিলে তা বেড়ে দাঁড়িয়েছে ১৯,৫২,৬৯৬ । এর অর্থ হল বিগত ছয় বছরে রাজ্যে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে আরো ৪,৫৫,৬৭৭ টি নতুন আসন যুক্ত হয়েছে।

সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ,সরকারি কলেজ ও সরকারি অর্থে পরিচালিত কলেজে সর্বমোট ২৮১৬টি শিক্ষক ও অ -শিক্ষক কর্মচারীর পদ সৃষ্টি করা হয়েছে।

রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের একটানা উন্নয়ন যেই ঘটেছে তার প্রমান ২৭৬ টি শিক্ষা প্রতিষ্ঠান (মে ,২০১৭ ) বিশ্ববিদ্যালয় ,মঞ্জুরি কমিশন (UGS ) ও জাতীয় মূল্যায়ন ও স্বীকৃতিদান পরিষদ (NAAC ) -এর স্বীকৃতি অৰ্জনে সমর্থ হয়েছে যেখানে ৯৫ টি প্রতিষ্ঠান ন্যাক -এর পরিদর্শনের অপেক্ষায় আছে ,যেগুলির মূল্যায়ণ শীগ্রই হবে এবং আশা করা যায় তারাও ন্যাক-এর স্বীকৃতি অর্জন করবে।

উচ্চশিক্ষায় ইন্টারনেট ব্যবস্থা সুবিধা দেওয়ার উদ্দ্যেশ্যে সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ,সরকারি কলেজ ও সরকারি সহায়তাপ্রাপ্ত কলেজগুলিতে ২২ কোটি ব্যয় ৭৩২ টি ভার্চুয়াল /অত্যাধুনিক ব্যয়বস্থাসমৃদ্ধি শ্রেণিকক্ষ গড়ে তোলা হয়েছে।

প্রতিটি সরকারি সাহায্যপ্রাপ্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ই -শিক্ষার জন্য বিশেষ পরিসর রাখা হয়েছে যেখানে কাজের নির্দিষ্ট সময়ে প্রত্যেক ছাত্র ও শিক্ষক ওয়াইফাই / ইন্টারনেট -এর সুবিধা পেতে পারেন। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ও কলেজ তাদের গোটা চত্বর জুড়ে ওয়াইফাই সংযোগ ব্যবস্থা চালু করতে পেরেছে।

২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পাঠক্রমে অনলাইন ভর্তির কেত্রেই অধিকতর স্বছতা ও ন্যায্যতা আনার লক্ষ্যে একটি ব্যাপক ই -প্রশাসন উদ্যোগে নেওয়া হয়েছে। এর ফলে প্রতিবছর রাজ্যজুড়ে আট লক্ষ্যের বেশি আবেদনকারী উপকৃত হচ্ছেন।

সাধারণ মানুষের মধ্যে আর্থিকভাবে পশ্চাৎপদ অংশের মেধাবী পড়ুয়াদের যথার্থ সহায়তা দিতে স্বামী বিবেকানন্দ মেধা তথা সংস্থান বৃত্তি প্রকল্পের জন্যও বাজেটে অর্থ বরাদ্দ ২০১৫-১৬ সালে ৪৫কোটি টাকা থেকে বাড়িয়ে ২০১৬-১৭ সালে ২০০ কোটি টাকা করা হয়েছে। এর ফলে প্রযুক্তি, ডাক্তারি, কারিগরি ও সাধারণ স্নাতক স্তরের পাঠ্যক্রমে ছাত্রবৃত্তির পরিমাণ যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনই উপকৃতের সংখ্যাও বেড়েছে। প্রসঙ্গত ২০১৬-১৭ সালে একাদশ ও দ্বাদশ শ্রেনীতে মোট ৭৩,৭৪৪ জন পড়ুয়া এই বৃত্তির সুযোগ লাভ করেছেন।

Bengal witnesses huge growth in education sector under Mamata Banerjee

During the last six years, the Bengal Government – under the able leadership of Mamata Banerjee – rejuvenated the education sector through various measures.

The Bengal Government is providing free text books to all students of Pre-Primary to class XII. Nearly 9.5 crore books are printed and distributed annually. Specially designed Braille text books are given to all visually challenged students.

50.32 lakh primary school students were provided with school shoes free of cost in last one year. School education department provided free school uniform to all Class I to VIII students each year.

Here are some of the major achievements:

School Education

Mid Day Meal to 1.2 crore elementary level students is provided on daily basis involving self-help groups.

50,426 Primary school teachers are recruited in Primary Schools

27,572 Teachers were recruited in upper primary and secondary school.

All schools are provided with safe drinking water and toilets.

As a new ‘E-class rooms’ initiative, infrastructure is provided in 2000 secondary schools in last one year.

As a new initiative recreational infrastructure (see-saw, swing and slide) was provided in 990 primary schools in last one year.

To develop academic infrastructure 93,064 additional class rooms were constructed in schools in last six years.

New Buildings of 531 new set up primary schools, 3966 new set up upper primary schools, 2706 SSK, 166 MSK were constructed in last six years. In 3915 secondary schools 39300 computers were provided to encourage the use of computers in schools.

In last six years, 564 Junior High schools were upgraded to High school, 1909 Secondary schools were upgraded to Higher Secondary schools. In 3014 schools library grant to develop library infrastructure and in 3714 schools Laboratory grant to develop school infrastructure.

Shikshashree:

‘Shikshashree’ scholarship scheme had been introduced for SC students from class V to VIII in 2014-15. During 2014-2017, almost 38 lakh students were covered under the new scheme. Scholarship is being paid directly to bank accounts of the students. The scheme will be brought under the e-governance regime from current fiscal.

Sabooj Sathi:

‘Sabooj Sathi’ scheme had been declared for distribution of bicycles to students from class IX to XII in 2015-16. During 2015-2017, about 35 lakh students received bicycles under this scheme. Distribution of another 30 lakh bicycles is likely to be completed by the end of this year. Implementation is managed through a single window portal www.wbsaboojsathi.gov.in and records are available in the public domain to ensure transparency.

 

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শিক্ষা ক্ষেত্রে ব্যপক উন্নতি বাংলার

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচক্ষন নেতৃত্বে গত ছ’বছরে বাংলা ফিরে পেয়েছে শিক্ষা ক্ষেত্রে হৃত গৌরব।

স্কুল শিক্ষায় কিছু উল্লেখযোগ্য সাফল্যঃ-

পশ্চিমবঙ্গ সরকার প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীকে বিনামুল্যে পাঠ্যপুস্তক প্রদানের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন রকমের মোট পাঠ্যপুস্তকের সংখ্যা ২৯৬। বছরে প্রায় ৯.৫ কোটি বই মুদ্রিত এবং বিতরিত হচ্ছে।

দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের জন্য বিশেষ পদ্ধতিতে ডিজাইন করা ব্রেইল পাঠ্যপুস্তক দেওয়া হয়েছে।

গত এক বছরে প্রাথমিক বিদ্যালয়ের ৫০.৩২ লক্ষ ছাত্রছাত্রীকে বিনামুল্যে জুতো দেওয়া হয়েছে।

বিদ্যালয় শিক্ষা বিভাগ প্রতি বছর প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বিনামুল্যে পোশাক বিতরণের ব্যবস্থা চালু করেছে।

স্বনির্ভর গোষ্ঠীগুলির সাহায্যে প্রাত্যহিক ভিত্তিতে ১.২ কোটি প্রাথমিক পর্যায়ের ছাত্রছাত্রীর জন্যে মিড-ডে-মিলের ব্যবস্থা চালু করা হয়েছে।

প্রাথমিক বিদ্যালয় ৫০,৮২৬ জন শিক্ষক নিয়োগ করা হয়েছে।

উচ্চ-প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে ২৭,৫৭২ জন শিক্ষক নিয়োগ করা হয়েছে।

প্রতিটি বিদ্যালয়েই বিশুদ্ধ পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে।

গত এক বছরে ২০০০ মাধ্যমিক বিদ্যালয়ে ই-শ্রেনিকক্ষ-এর পরিকাঠামো নির্মাণের নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

৯৯০টি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দদানের পরিকাঠামো (সি-ষ, সুইং ও স্লাইড) তৈরির নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ছয় বছরে শিক্ষাগত পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে ৯৩,০৬৪ টি অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ করা হয়েছে।

গত ছয় বছরে ৫৩১টি প্রাথমিক বিদ্যালয়, ৩৯৬৬টি উচ্চ প্রাথমিক বিদ্যালয়, ২৭০৬টি এসএসকে, ১৬৬টি এমএসকে-এর নবরূপায়ন হয়েছে।

বিদ্যালয়ে কম্পিউটারের ব্যবহারকে উৎসাহিত করতে ৩৯১৫টি মাধ্যমিক বিদ্যালয়ে ৩৯,৩০০টি কম্পিউটার দেওয়া হয়েছে।

গত ছয় বছরে ৫৬৪টি জুনিয়র উচ্চ বিদ্যালয়কে উচ্চ বিদ্যালয়ে উন্নীত করা হয়েছে।

গত ছয় বছরে ১৯০৯টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হয়েছে।

বিদ্যালয়ের পরিকাঠামো উন্নত করতে ৩০১৪টি বিদ্যালয়ে গ্রন্থাগারের জন্যও ১৫.৪৬কোটি টাকার অনুদান দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের পরিকাঠামো উন্নত করতে ৩৭১৪টি বিদ্যালয়ের ল্যাবরেটরির জন্যও ৬২.১১ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে।

শিক্ষাশ্রীঃ-

২০১৪-১৫ শিক্ষাবর্ষে তফসিলি জাতির ছাত্রছাত্রীদের জন্য ‘শিক্ষাশ্রী’ ভাতা চালু করা হয়। ২০১৪-১৭ সালের মধ্যে এই প্রকল্পের আওতায় প্রায় ৩৮ লক্ষ ছাত্রছাত্রীকে আনা হয়েছে। এই ভাতার টাকা সরাসরি ছাত্রছাত্রীদের ব্যাঙ্কে যাচ্ছে। এই বছর থেকে এই প্রকল্পকে ই-গভরনেন্সের আওতায় আনা হয়েছে।

সবুজ সাথীঃ-

২০১৫-১৬ সালে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বিনামুল্যে সাইকেল বিতরণ করা শুরু হয়। ২০১৫-১৭ সালের মধ্যে ৩৫ লক্ষ ছাত্রছাত্রীদের এই প্রকল্পে সাইকেল দেওয়া হয়। এ বছরের শেষ পর্যন্ত আরও ৩০ লক্ষ সাইকেল বিলি করা হবে। স্বচ্ছতা বজায় রাখার জন্য এই প্রকল্পটি পুরোপুরি অনলাইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়।

Bengal Govt’s Sneho Nir to be a perfect gift for transgender people this Puja

After forming a separate development board for the transgender people in the State, the Bengal Government is coming up with the exhibition store Sneho Nir. Dedicated to the transgender people, the store at Gokhale Road near Rabindra Sadan will exhibit and sell products made by transgender Self Help Groups (SHG) across the State.

Sneho Nir, opening this Pujas, offer various product including handicrafts, food, junk jewellery and several other handmade products.

There are plans to offer online purchase of the products once the flagship store gains popularity. Besides exhibiting and selling homemade products, Sneho Nir will also provide counselling to women who are victims of social violence.

 

রূপান্তরকামীদের জন্য মুখ্যমন্ত্রীর পুজোর উপহার “স্নেহনীড়”

আগেই রূপান্তরকামীদের জন্য পৃথক একটি উন্নয়ন বোর্ড গঠন করেছিল। এবার তাদের জন্য একটি প্রদর্শনী কেন্দ্র ‘স্নেহনীড়’ এর আয়োজন করছে রাজ্য সরকার।

রাজ্যের সকল রূপান্তরকামী স্বনির্ভরগোষ্ঠীগুলোর তৈরি জিনিসপত্রের বিপণন কেন্দ্র “স্নেহনীড়” খুলবে রবীন্দ্র সদনের কাছে গোখেল রোডে। শুধু রুপান্তরকামী নয়, সমাজে পিছিয়ে পড়া মহিলাদের তৈরি জিনিসও পাওয়া যাবে এখানে।

এই পুজোয় হস্তশিল্প, খাদ্যদ্রব্য, জাঙ্ক জুয়েলারি ও অন্যান্য হস্তশিল্পের বিপুল সম্ভার নিয়ে খুলবে “স্নেহনীড়”। সকল দ্রব্যের দাম হবে সকলের আয়ত্তের মধ্যে।

“স্নেহনীড়” জনপ্রিয়তা অর্জন করলে, এই সকল দ্রব্য থাবা বসাবে অনলাইনের বাজারেও। প্রদর্শন ও বিক্রীর পাশাপাশি এই “স্নেহনীড়” সামাজিক শোষণ ও হিংসার স্বীকার মহিলাদের কাউন্সেলিং করবে। কেউ হাতের কাজ শেখার প্রশিক্ষণ চায়, তাও প্রদান করবে “স্নেহনীড়”। এর ফলে আরও অনেক মহিলা স্বনির্ভর হতে পারবেন।

 

Source: 365 Din