Trinamool MPs conclude visit to Una and Rajkot

A Trinamool Congress parliamentary delegation today visited the village of Mota Samadhiyala, about 10 km from the town of Una, in Gir-Somnath district, Gujarat, to meet the victims of the incident of July 11. On that day, in Una, a group of four Dalit men were mercilessly beaten up for skinning a dead cow.

The delegation, led by Leader, Parliamentary Party, Rajya Sabha, Derek O’Brien, expressed solidarity with the families of the Dalit victims. They also met the villagers, including the village elders, and encouraged the community to continue their fight against the injustice meted out to them.

Earlier during the day, the delegation had visited Rajkot Civil Hospital, listening to the heart-wrenching stories first-hand from the four Dalit men who were beaten up. Derek O’Brien pointed out, “Speaking about it in Parliament is one thing, as we did earlier in the week, but hearing the stories directly from these hapless victims of organised crime is another.”

He also said, “They were simply doing their work – skinning a carcass. Our view is that whatever is happening in the name of ‘gau raksha’ is wrong. We want unity in diversity. We came here to show our solidarity.”

Earlier in the week West Bengal Chief Minister Mamata Banerjee had called the incident “organised crime.”

 

Korean trade agency to set up office in Kolkata

Keeping in mind the sustainable growth in the economy of the state in the past five years, Korean Trade-Investment Promotion Agency (KOTRA) has decided to set up its office in Kolkata.

This is the first office of KOTRA, which is an organisation of South Korean government to look into the promotion of trade, in eastern India and it will open a door for more investment in the state.

Amit Mitra, the state Finance Minister, said at Nabanna on Friday that Dong Seok Choi, Chief Director General of KOTRA on Friday held a meeting with senior officials of the West Bengal Industrial Development Corporation (WBIDC). “He has shown interest in setting up their office in Kolkata. It is a matter of pride for the state as the organisation has chosen the city to set up their office which is the first and only one in eastern India,” he said.

The state government has assured all support to KOTRA in setting up of their office in Kolkata.

 

The image is representative (source)

 

কলকাতায় অফিস খুলতে চলেছে কোরিয়ার বাণিজ্যসংস্থা

গত পাঁচ বছরে রাজ্যের অর্থনীতির সাফল্য ও বৃদ্ধির কথা মাথায় রেখে, কোরিয়ান ট্রেড-ইনভেস্টমেন্ট প্রোমোশন এজেন্সি (KOTRA) কলকাতায় তাদের কার্যালয় স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে।

পূর্ব ভারতে দক্ষিণ কোরিয়ার এই বাণিজ্যসংস্থার এটি প্রথম কার্যালয় যা রাজ্যের সামনে বিপুল বিনিয়োগের দরজা খুলে দেবে।

শুক্রবার নবান্নে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র KOTRA-র চিফ ডিরেক্টর জেনারেল এবং পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন কর্পোরেশন (WBIDC) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেন। বৈঠকের পর অর্থমন্ত্রী জানান, KOTRA কলকাতায় তাদের কার্যালয়ে স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে,  এটা রাজ্যের  জন্য একটা গর্বের ব্যাপার যে এই সংস্থা তাদের অফিস স্থাপনের জন্য আমাদের শহরকে বেছে নিয়েছে”।

কলকাতায় তাদের কার্যালয় স্থাপনের জন্য KOTRA-কে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।

WB CM receives invitation from German chambers of commerce

To attract investment in the State, West Bengal Chief Minister Mamata Banerjee will go on a four-day visit to Italy and Germany in September.

Two apex chambers of commerce and industry from Germany have invited WB CM to go with a business delegation, while the Mayor of Rome has invited her for a special reception, state finance minister Amit Mitra said.

The Chief Minister is already scheduled to attend the canonisation ceremony of Mother Teresa in Vatican City where the late Nobel laureate will be declared a saint on September 4.

Rome’s first woman Mayor, Virginia Raggi, has invited Mamata Banerjee for a special reception during her visit to Vatican City where many top businessmen will be present, Dr Mitra said, adding, “It is a matter of pride for us.”

BVMW, the German Association for Small and Medium sized Businesses, has written to WB CM praising her government.

It said under her leadership the state has made tremendous strides on the lines of global benchmarks to catalyse growth, Dr Mitra said.

Another organisation IHK, Association of German Chambers of Commerce and Industry, have also invited the Chief Minister to visit them, he said.

“Both of them have expressed interest and asked us to go with a delegation. We will go with a business and official delegation. Munich is a hub of auto ancillary products and our Chief Minister always wanted to go to a place where there is a big manufacturing centre,” Dr Mitra said.

In September, Mamata Banerjee and her delegation will spend two days in Rome and another two days in Germany.

“There are 500 companies from the state which export to Germany while there are 200 companies from Germany are present in the state,” the finance minister said.

 

জার্মান বণিকসংস্থার আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে

রাজ্যে বিনিয়োগ আনতে সেপ্টেম্বরে চার দিনের সফরে ইতালি ও জার্মানি যাচ্ছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোমের পরই আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর মিউনিখ ও ডুসেলডর্ফে যাবেন তিনি৷

শিল্পমন্ত্রীও জানিয়েছেন, জার্মানির বণিকসভাগুলির সেরা দুই সংগঠন বিভিএমডব্লু ও এআইএইচকে মুখ্যমন্ত্রীকে সেখানে আমন্ত্রণ জানিয়েছেন৷ রোমের মেয়রও আমন্ত্রণ জানিয়েছেন৷

আগামী ৪ সেপ্টেম্বর মাদার টেরিজার ‘ক্যানোনাইজেশন সেরিমনি’তে অংশ নিতে মুখ্যমন্ত্রী রোমের ভ্যাটিক্যান সিটি যাবেন৷

রোমের প্রথম নারী মেয়র মমতা বন্দ্যোপাধ্যায়কে অভ্যর্থনা জানাবেন, সেখানে অনেক বিশিষ্ট ব্যবসায়ীরাও উপস্থিত থাকবেন।

অমিত মিত্র এদিন বলেন, “রাজ্যের ক্ষেত্রে তো বটেই, দেশের ক্ষেত্রেও বিষয়টি গর্বের৷

সেপ্টেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার প্রতিনিধি দল ২ দিন রোমে এবং ২ দিন জার্মানিতে থাকবেন।

অর্থমন্ত্রী বলেন, “রাজ্যের ৫০০ টি কোম্পানিকে এক্সপোর্ট করা হয়েছে জার্মানিকে, ইতিমধ্যেই জার্মানির ২০০টি কোম্পানি রাজ্যে রয়েছে”।

Youth turn out in large numbers for Martyrs’ Day rally

There was a huge youth turnout at the Martyrs’ Day rally on Thursday. The youth, mostly college and university students and some others, who are new in the job sectors, attended the rally along with their friends and family. Most of them came in the meeting venue riding their bikes, driving cars or bicycles.

Many of the youth supporters were seen coming in the meeting venue via matadors and lorries. The ladies came in groups, by trains or buses from in and outside the city.

Youth Trinamool Congress members and supporters started flooding the heart of the city where arrangements had been made for their entry.

Over 30,000 youth Trinamool Congress supporters reached early Monday, mostly from North Bengal districts. The Trinamool Congress leader based in the city had given the responsibility to bring the supporters outside of Kolkata. Those supporters are likely to stay in the city on Thursday. The youth hit the streets on their way to the meeting at Esplanade.

Soon after the completion of the rally, some youth, most of them coming from well to do backgrounds, took the brooms and started to clean up roads

On Thursday, Chief Minister Mamata Banerjee was not only present on the stage but her presence was seen all over the city, among the masses. Didi’s poster, life-size cut-outs, framed pictures, paper-made masks were most sought after things in the rally. The big screens and the loud speakers were neatly installed in the roads and youth Trinamool Congress party workers were present for every help. The people, who could not reach to the stage, stood there to hear Chief Minister’s speech.

Many people, dressed in amazingly colourful clothes and hat has turned the Esplanade area in a virtual fair ground. “I love to wear fancy-dresses. I am regular in football ground dressed with East Bengal clubs jersey with red and gold colour paint in face. Today, I have come for didi,” a man said dressed in fancy shirt, hat and a mask.

The giant screens set up at various places in the city were of immense help to the Trinamool Congress supporters who could not reach to the venue where the Martyrs’ Day was observed on Thursday.

Keeping in mind the problems of the people, around 7 giant screens were set up at various points. People who started pouring into the city from early Thursday morning managed to secure a place close to the stage which was set up in front of the Victoria House. There was a competition among the supporters to reach to the venue to secure a place in the closest proximity to the stage.

 

শহীদ দিবস সমাবেশে যুবসমাজের উপস্থিতি ছিল লক্ষণীয়

বৃহস্পতিবার শহীদ দিবস সমাবেশ  উপলক্ষে যুবদের উৎসাহ ও উপস্থিতির হার ছিল লক্ষণীয়। বেশিরভাগ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এছাড়া যারা চাকুরিরত তাঁরা তাদের বন্ধু এবং পরিবারের সঙ্গে সমাবেশে উপস্থিত ছিলেন। তাদের অধিকাংশই এসেছে বাইক, গাড়ি ও সাইকেলে করে এসেছিলেন।

অনেককে আবার লরি, ম্যাটাডোর করে আসতেও দেখা গেছে।  বাইরে থেকে বাসে ট্রামে করে অনেক তরুণীও এসেছিলেন এই সমাবেশে যোগ দিতে।

৩০ হাজারেরও বেশি যুব তৃণমূল কংগ্রেস সমর্থক সোমবারই কলকাতায় চলে এসেছিলেন। তারা বেশিরভাগই এসেছেন উত্তরবঙ্গ থেকে। তৃণমূলের নেতাদের কলকাতার বাইরে থেকে আসা সব সমর্থকদের সবরকম সুযোগসুবিধা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল।

সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু যুবক যারা ভালো পরিবারের তারাও ঝাঁটা হাতে নিয়ে রাস্তা পরিষ্কার করতে শুরু করেন।

বৃহস্পতিবার শুধুমাত্র মঞ্চে নয় সারা শহর জুড়ে শহরের সমস্ত প্রান্তে জনসাধারণের মাঝে তার উপস্থিতি লক্ষ করা গেছে। দিদির পোস্টার, কাট-আউটস, ফ্রেমের ছবি, পেপার কাটিং দিয়ে তৈরি মুখোশ সহ বিভিন্ন জিনিস চোখে পরেছে এই সমাবেশে। প্রতিটি রাস্তায় জায়ান্ট স্ক্রিন ও মাইক লাগানো হয়েছিল। সব জায়গায় যুব তৃণমূল কংগ্রেস দলের কর্মীরা উপস্থিত ছিলেন সাহায্যের জন্য। যারা মঞ্চের কাছাকাছি পৌঁছতে পারেননি তারা যাতে নেত্রীর বক্তৃতা যাতে শুনতে পান তার জন্য সবরকম ব্যবস্থাই করা হয়েছিল।

সমর্থকরা রঙিন কাপড় ও টুপি পরে বিভিন্ন রকম সেজেছিলেন। একজন শার্ট ও মাস্ক পরা ভদ্রলোক বললেন, “আমি অভিনব-পোষাক পরতে ভালবাসি। আজ আমি দিদির জন্য এসেছি”।

সব সমর্থকরা যাতে শহিদ দিবসের সমস্ত অনুস্থানটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ দেখতে পান সেজন্য শহরের বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছিল।

মানুষের সমস্যার কথা মাথায় রেখে মোট ৭টি জায়ান্ট স্ক্রিন শহরের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছিল। ভিক্টোরিয়া হাউসের সামনেও সমর্থকদের জন্য একটি নিরাপদ জায়গা তৈরি করা হয়েছিল’ । মঞ্চের কাছাকাছি একটি নিরাপদ স্থানে পৌঁছান সমর্থকদের কাছে ছিল একটি প্রতিযোগিতার মত।

KMC start cleanup process after Martyrs’ Day rally

Soon after the completion of Martyrs’ day rally at Esplanade on Thursday, the Kolkata Municipal Corporation under Trinamool Congress board, started disposing the garbage from the streets.

The city witnessed lakhs and lakhs people assembled for the July 21 Martyrs’ Day rally, and the main roads, by-lanes and stretches alongside the main stage were filled up with waste papers, food bags and newspapers. The civic body, without wasting any time employed around 250 people to finish the work of garbage disposal and bring back the roads to their normal condition.

Many sophisticated vehicles were used by the Kolkata Municipal Corporation for the speedy disposal of the garbage from the roads. “We have engaged around 250 men and women to clean the road with brooms and collect the waste from there to dump in the bins. The Trinamool Congress party workers along with the KMC staff joined hands to clean the road as quick as possible,” said Debabrata Majumder, a member of Mayor in Council who is responsible for garbage disposal and solid waste management programmes.

The instruction have come the from dais from none other than Chief Minister Mamata Banerjee to clean up the city roads as quickly as possible. The KMC staff and the party workers, therefore, wasted no time to start their work to collect garbage from the road as the rally ended.

There are six heavy compactors were taken in the road to dump garbage instantly, from which two were pressed into the action in nearby areas of main stage of the rally. Four mechanical sweepers were also been used to clean up the roads.

“As you can see, it took only half an hour to normalise the traffic of Kolkata after the rally. We will not take very long to clean the roads too. Cleaning works are going on alongside Lenin Sarani, S N Banerjee Road, Chittaranjan Avenue, Red Road and Bentinck Street. All those roads will be as clean as before on Friday morning,” said Majumder.

Party workers said they are doing this out of passion. “We are not KMC employees. But this is our duty. This is our city. The CM is our leader. So, we have decided to provide full support to the KMC. We will work till late night. The city will look its usual shape on Friday morning,” said a south Kolkata TMC worker.

 

২১শের সভাস্থল পরিষ্কার করার কাজ শুরু পুরসভার

শহিদ দিবসের সমাবেশ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পরিষ্কার হয়ে যায় সভাস্থল ও ধর্মতলা চত্বর। তৃণমূল কংগ্রেস পরিচালিত কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে পুরসভার কর্মীরা সভা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু করে দেন।

এদিন শহর, শহরাঞ্চল ও গ্রামাঞ্চল থেকে লক্ষ লক্ষ মানুষ এসেছিলেন ২১ শে জুলাইয়ের সমাবেশে।  সমাবেশের পর ছিল তৎপর পুরসভা। ভলেন্টিয়ার সহ ২৫০ জন পুরকর্মী শহর পরিচ্ছন্ন করার কাজে নেমে পড়ে।

কলকাতা পুরসভার মেয়র পারিষদ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু করে দেন পুরসভার কর্মীরা। শহরের কোথাও যাতে কোনও নোংরা-আবর্জনা না থাকে তার জন্য পুরকর্মীদের পাশাপাশি কাজে নিযুক্ত ছিলেন আধিকারিকরাও।

পুরসভার তরফ থেকে জানানো হয়েছে, এদিন ২৫০ জন একশো দিনের কর্মী এবং ভলেন্টিয়ার ছাড়াও ৫০ জন মজদুর রাখা হয়েছিল। এছাড়া দায়িত্বে ছিলেন ৬ জন আধিকারিক।

শহর ঘুরে ঘুরে রাস্তা পরিষ্কার রাখার জন্য ৪টি মেকানিক্যাল সুইপার রাখা হয়। মুভেবল কমপ্যাক্টর গারি রাখা হয়েছিল। সাথে ময়লা তোলার জন্য ছিল ২টি পে লোডার। এছাড়া হ্যান্ডকার্ডের ব্যবস্থাও ছিল। সব মিলিয়ে এদিন সমাবেশের পর কলকাতা পুরসভা বেশ তৎপরতার পরিচয় দিয়েছে।

দলের বেশ কিছু সমর্থক-কর্মীরাও এই পরিষ্কারের কাজে হাত লাগিয়েছিলেন। তাদের কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, আমরা পুরসভার কর্মী নই, কিন্তু এটা আমাদের দায়িত্ব। তাই আমরা কলকাতা পৌরসংস্থা সবরকম সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা রাত পর্যন্ত কাজ করব যাতে শুক্রবার সকালে শহর কলকাতা আবার তার স্বাভাবিক চেহারায় ফিরে আসে”।

 

 

Derek O’Brien’s supplementary question on missionary schools

Sir, before I ask my question, I want to use this opportunity to congratulate the Minister as this is the first time he is here representing his new ministry. Now I’ll ask the question.

Sir, there are two points. This is a draft education policy, and here in the answer it is also given that these are some inputs; so I’m quite sure the Minister will seek other inputs.

The concerns are two and I want the Minister today to clarify once and for all these two concerns and set the matter to rest. It is common knowledge that education is number twenty-five on the concurrent list. So will the Minister assure this House, even though there have been 2 lakh 50 thousand meetings held, as my colleague said, that the States’ powers, at no point, will be interfered with? As I say this, Sir, there are over 12,000 Christian missionary schools in this country who are very concerned. These Christian missionary schools do not teach only Christians. They teach Hindus, Muslims, Jains, Buddhists, everyone in short. So many of us have been to missionary schools. They are not Christian missionary schools, they are secular missionary schools run by Christian missionaries.

The issue here is, I would like the minister to put all doubts to rest and to say that he will take everybody along in the general sense. I don’t want to get into specifics now, but this is a concern for so many of us who, from different religions, have passed out of these schools. And some of the schools are not only run by Christian missionaries; they are run by missionaries of other minority communities including the great work done by the Ramakrishna Mission.

Thank you, Sir.

Vivek Gupta’s Zero Hour Mention on potential fungal infections of rice and wheat

Through you I want to bring to the notice of the Hon’ble Minister for Agriculture today that India is facing a very serious threat of wheat blast and rice blast. Already the disease has reached Bangladesh and that is where the origin has been confirmed. Sir, since 1985, this is the first time the disease has reached South Asia; that is why, there is no knowledge about the disease.

Sir, the disease is also caused by a fungus called Magnaporthe oryzae, about which India has no knowledge. It is reportedly because of the repeated and excessive use of nitrogen in our fertilizers. Sir, it spread very fast but the Government has already gone ahead and said there is no reason for any panic, that this is a wheat fungus and we can take care of it. The disease is also known to resist chemical treatments and genetic treatments.

Sir, the damages in various countries because of this disease is enough to feed 60 million people every year. Already, 15,000 acres around West Bengal on the Bangladesh side have been damaged. Whether it is a matter of a few months or days or weeks, we don’t know, when this will reach Bengal and the other parts of India.

Sir, through you I would request the Hon’ble Minister to urgently take steps to prevent this from reaching India and to make the farmers aware on how to combat this disease because of farmers will also be affected. Also, Sir, some states of these diseases also mix with rice and wheat in such a manner that it remains undetected, and it is only detected when it is consumed by humans, and then they ultimately die.

Sir, every Indian eats about 4 kg of wheat every month. So, this is a potential danger for which the Central Government needs to take resolute action along with providing necessary financial and technical assistance to State Governments to deal with such an impending danger.

Thank you, Sir.

 

Vivek Gupta makes a Special Mention on Skill Development

Sir, twelve million people join workforce every year in India. Around 15 per cent skilled people are unemployed. Proposed new target amounts to 400 million people being skilled by 2022 to plug the Skill Gap and lead to more people getting jobs. But the current scenario of Indians already skilled in the country is in a helpless situation where unemployment rate in the existing Industrial Training Institutes or Skill Centres is about 14.5 per cent (Labour Bureau, 2014).

 In other figures published by the Labour Bureau, engineering (other than civil) is 25 per cent unemployed; textiles amount to 17 per cent; hospitality is 14 per cent; machinist / administration is 14 per cent; health 11 per cent. The urgency of the matter is that if we do not create infrastructure or jobs first, how are these formally skilled people going to feed their families and for how long will they depend on unemployed allowances given by Governments?
Hon. Chief Minister of West Bengal has taken some policy initiatives to address the issues such as Swanirbhar, Gatidhara, career guidance etc. As a result, the unemployment rate has dropped from 78 in 2011 to 52 in 2014 and reducing further. The industrial policy of Bengal is geared towards employment generation.
The Central Government should learn from such success stories and urgently come up with a plan to provide employment to already skilled people rather than wait for more people (to join the unemployment numbers) being added by Skill India Programme and the problem to become a gigantic one. Thank you.

Tantuja bags national award

Tantuja, a West Bengal Government undertaking that sells handloom and handicraft products, has won a national award from the Central Government.

The award of Rs 1.5 lakh will be given in Varanasi on the occasion of National Handloom Day on August 7, 2016.

Tantuja, the state handloom weavers society, continues to be in profit successfully for the third year, after a turnover and facelift was made on the initiative of West Bengal Chief Minister Mamata Banerjee.

 

জাতীয় পুরস্কার পেল তন্তুজ

তন্তুজ পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রাচীন তাঁত ও হস্তশিল্প । এবার জাতীয় পুরস্কার পাচ্ছে তন্তুজ।

২০১৫ সালের কেন্দ্রীয় সরকার থেকে জাতীয় পুরস্কার পেয়েছে এই সংস্থা। আগামী ৭ই আগস্ট জাতীয় তাঁত দিবস উপলক্ষে বারাণসীতে আয়োজিত হওয়া একটি অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হবে।

পুরস্কার বাবদ দেড় লক্ষ টাকা এবং একটি তাম্রপত্র স্মারক পাবে রাজ্য সরকার। কৃষি কর্মণ এবং নির্মল বাংলা প্রকল্পের পর বস্ত্র বিষয়ক ক্ষেত্রেও সাফল্য পেল মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত রাজ্য সরকার।

State IT Department starts construction of EMCs

The West Bengal Information Technology (IT) Department is constructing Electronics Manufacturing Clusters (EMC) in Falta and Naihati, at a cost of Rs 12,000 crore. These would lead to the generation of around 37,000 jobs, and also give a boost to the electronics sector of the State.

Chief Minister Mamata Banerjee has given a lot of emphasis on information technology, electronics and telecommunication. Accordingly, the IT Department has initiated these two EMCs.

According to an official of the IT Department, Bengal has some of the best talents for manufacturing electronic goods and ancillary parts. State-made electronic goods will hit the market in the future.

The permission for the Falta EMC, on 58 acres, has already arrived from the Department of Electronics and Information Technology, a division of the Ministry of Communication and Information Technology, and the one for the Naihati EMC, to be built on 70 acres, is expected soon. Both the EMCs are strategically located – the Falta EMC is on the shore of the river Hooghly and approximately 27 km from Haldia Port, and the Naihati EMC is located off Kalyani Expressway.

The State Government’s well-laid out IT and electronics policy has reaped rich dividends. Among the prominent achievements have been the construction of eight software parks (with seven more planned for the future), convincing NASSCOM to set up a start-up warehouse in Rajarhat, which is an incubation centre for IT-based companies, and setting up a seed fund for IT start-ups.

The IT arm of the State Government – West Bengal Electronics Industry Development Corporation – has also proposed to set up a venture capital fund.

Most of the IT firms in West Bengal, which are based in Salt Lake’s Sector V and Rajarhat, feel the State Government’s industry-friendly policy structure and supportive nature would help the industry to grow by leaps and bounds.

 

ইলেকট্রনিকস্ ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার নির্মাণ করছে রাজ্য তথ্য ও প্রযুক্তি বিভাগ

পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি (আইটি) বিভাগের ফলতা এবং নৈহাটিতে ১২০০০ কোটি টাকা ব্যয়ে ইলেকট্রনিকস্ ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার ( EMC) নির্মাণ করছে। এর ফলে প্রায় ৩৭০০০ কর্মসংস্থান হবে।

ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন উপর জোর দিয়েছেন। তদানুসারে, আইটি বিভাগ এই দুইটি EMCs চালু করেছে।

আইটি বিভাগের একজন কর্মকর্তার তথ্য অনুসারে, বাংলা ইলেকট্রনিক পণ্য ও আনুষঙ্গিক অংশ উৎপাদনের জন্য সবার ওপরে রয়েছে। ভবিষ্যতে রাজ্যের তৈরি ইলেকট্রনিকস পণ্য শীঘ্রই বাজারে আসবে।

ইতিমধ্যেই ইলেক্ট্রনিক্স বিভাগ, তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ মন্ত্রণালয় বিভাগ ফলতার EMC-এর জন্য ৫৮ একর জমি এবং নৈহাটির EMC-এর জন্য ৭০ একর জমির অনুমোদন দিয়েছে। ২টি EMC গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত – একটি ফলতায়, নদী হুগলি তীরে এবং হলদিয়া বন্দর থেকে প্রায় ২৭ কিলোমিটার  এবং অপরটি নৈহাটির  কল্যাণী এক্সপ্রেসওয়েতে অবস্থিত।

রাজ্য সরকারের তথ্য প্রযুক্তি কেন্দ্রের শাখা – পশ্চিমবঙ্গ ইলেকট্রনিক্স শিল্প উন্নয়ন কর্পোরেশন – একটি ক্যাপিটাল ফান্ড গঠনের প্রস্তাব দিয়েছে।

সরকারের শিল্প বান্ধব নীতি ও পরিকাঠামো পশ্চিমবঙ্গের বেশিরভাগ আইটি সংস্থাগুলো, যা সল্টলেকের সেক্টর ফাইভ ও রাজারহাটে তৈরি হয়েছে সেগুলিকে শিল্পবান্ধব পরিবেশ পেতে আরও সহায়তা করবে।