Bengal CM to leave for Germany today

Bengal Chief Minister Mamata Banerjee, who is on a visit to Italy and Germany will be leaving for Germany tonight. The Chief Minister will be accompanied by State Finance and Industries Minister Dr Amit Mitra and a 29-member business delegation.

State Finance Minister Dr Amit Mitra said, “Two leading German chambers of commerce — BVMW and the Association of German Chamber of Commerce and Industry (IHK) — have invited her”.

The business delegation with the CM will include Harshvardhan Neotia, chairman of Ambuja-Neotia Group; Sanjiv Goenka, chairman of R P-Sanjiv Goenka Group; Chandra Kumar Dhanuka, executive chairman of Dhunseri Group of Industries and several other captains of industry.

This will be the first business trip of Mamata Banerjee in her second term as the Bengal Chief Minister.

 

আজ মিউনিখ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

আজ রাতে ইতালি থেকে জার্মানির মিউনিখ সফরে যাচ্ছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র সহ ২৯ জন শিল্প প্রতিনিধিদের একটি দল আজ মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী।

রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, “জার্মান চেম্বার অফ কমার্সের – BVMW এবং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জার্মান এসোসিয়েশনের (IHK) – তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে.”

অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া, আর পি সঞ্জীব গোয়েনকা গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েনকা এবং চন্দ্র কুমার ধানুকা সহ বিভিন্ন শিল্পপতিরাও আজ মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী।

দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর হওয়ার পর এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম বাণিজ্য সফর।

Bengal Govt to introduce mobile app for ‘Sufal Bangla’

The State Agriculture Marketing department will be introducing a cell phone app to ensure home delivery of vegetables from all outlets of Sufal Bangla which would come up by the end of March 2017. The department has set a target of setting up around 80 outlets across the state by this fiscal.

The outlet at New Alipore, which was inaugurated in July, is the only one in the state where order could be placed for home delivery of vegetables either over the phone or by logging into the website of Sufal Bangla.

At present there are 8 outlets of Sufal Bangla including 6 in Kolkata and its outskirts. One is in Singur and other one in is Bolpur. The department has urged all District Magistrates to identify locations for 5 Sufal Bangla stalls in each district.

Earlier meat and milk products were available in the outlets. But Sufal Bangla has gone for collaboration with the State Fisheries Development Corporation to make fishes available in the outlets. Vegetables, fruits, milk-products, fishes and meat are available at reasonable prices here.

 

‘সুফল বাংলা’ মোবাইল অ্যাপ চালু করতে চলেছে রাজ্য সরকার

‘সুফল বাংলা’ থেকে শাক সবজি ইত্যাদি বাড়িতে পৌঁছানোর জন্য একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করছে রাজ্য কৃষি বিপণন দপ্তর। ২০১৭ সালের মার্চ মাসের মধ্যে চালু হবে এই অ্যাপটি। সারা রাজ্যে প্রায় ৮০টি দোকান চালু করার সিদ্ধান্ত নিয়েছে এই দপ্তর।

নিউ আলিপুরে ইতিমধ্যেই চালু হয়ে গেছে ‘‌সুফল বাংলা’‌র স্টল। গত জুলাই মাসে এই স্টলটির উদ্বোধন করা হয়। সুফল বাংলার ওয়েবসাইটে দেওয়া নম্বরে ফোন করে অর্ডার করলেই তা আপনার বাড়িতে পৌঁছে যাবে। ৫০০ টাকার কেনাকাটা করলেই হোম ডেলিভারি পুরোপুরি ফ্রি।

বর্তমানে সারা রাজ্য মিলিয়ে মোট ৮টি ‘‌সুফল বাংলা’‌র স্টল তৈরি হয়েছে । কলকাতায় ৬টি এবং বাকি ২টি স্টল সিঙ্গুর ও বোলপুরে অবস্থিত। জেলা শাসকদের প্রতিটি জেলায় ৫টি করে ‘‌সুফল বাংলা’‌র স্টল তৈরির স্থান চিহ্নিত করার নির্দেশ দিয়েছে কৃষি বিপণন দপ্তর।

আগে মাংস ও দুগ্ধ জাতীয় সামগ্রী পাওয়া যেত। কিন্তু সুফল বাংলা স্টলে এখন মাছও পাওয়া যাবে।  ন্যায্যমূল্যে চাল, ডাল, সবজি, মাংস, দুধ, আইসক্রিম সহ প্যাকেটজাত জিনিসও পাওয়া যাবে এই স্টলে।

 

Bengal Govt to give away Siksha Ratna awards today

With the inspiration of Mamata Banerjee, the Hon. Chief Minister of Bengal, on the occasion of Teachers’ Day, successful teachers will be conferred with Siksha Ratna awards.

The top school will be honoured with the ‘Best School 2016’ award.

Education Minister Partha Chatterjee will be present at the event to be held at Nazrul Mancha at 1 PM.

After coming to power in 2011, Mamata Banerjee started the tradition of honouring teachers on the occasion of Teachers’ Day.

It may be mentioned that in the last five years, 46 new colleges, 15 new universities have been set up by the Bengal government. Around 3 lakh seats have been created in higher education. 2500 primary and 3500 middle schools have been set up and 1815 high schools have been developed.

 

আজ ‘শিক্ষা রত্ন’ সম্মাননা দিল রাজ্য সরকার

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শিক্ষক দিবস উপলক্ষে আজ কৃতি শিক্ষক শিক্ষিকাদের ‘শিক্ষা রত্ন’ সম্মাননা দেওয়া হল।

শীর্ষস্থানে থাকা স্কুলগুলিকে ‘সেরা বিদ্যালয় ২০১৬’ সম্মাননা দেওয়া হল।

আজ নজরুল মঞ্চে দুপুর ১টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষক দিবসে শিক্ষকদের পুরস্কৃত করার প্রক্রিয়া চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

উল্লেখ্য, গত পাঁচ বছরে রাজ্য সরকার ৪৬ টি নতুন কলেজ, ১৫টি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি করেছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে ৩ লক্ষ আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া, ২৫০০টি প্রাইমারি, ৩৫০০টি মিডিয়াম স্কুল স্থাপন করা হয়েছে এবং ১৮১৫টি উচ্চমাধ্যমিক স্কুল উন্নীত করা হয়েছে।

 

Mamata Banerjee arrives in Rome to attend Mother Teresa’s canonisation

Chief Minister Mamata Banerjee reached Rome on Friday night; she is on an eight-day tour of Italy and Germany.

Nuns of The Missionaries of Charity and representatives of Archbishop of Kolkata greeted her at Rome airport.

She will stay in Italy from September 2 to 5. She will attend the canonisation ceremony of Mother Teresa at Vatican City. The mayor of Rome, Virginia Raggi will host a special reception for her either on September 4 or 5.

From Italy, she will fly to Munich to meet some German industrialists leading major manufacturing businesses.

 

রোম পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শুক্রবার রাতে রোম পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আট দিনের ইতালি ও জার্মানি সফর করবেন তিনি।

রোম এয়ারপোর্টে তাকে অভ্যর্থনা জানানমিশনারিজ অফ চ্যারিটির সন্ন্যাসীনীরা এবং কলকাতার আর্চবিশপের প্রতিনিধিরা।

আগামী ২ থেকে ৫ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ইতালিতে থাকবেন। সেখানে ভ্যাটিকান সিটিতে মাদার টেরেসাকে ‘সন্ত ঘোষণা’ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রোমের মেয়র ভার্জিনিয়া রাজ্ঞী তাঁকে আগামী ৪ অথবা ৫ সেপ্টেম্বর সম্বর্ধনা জানাবেন।

ইতালি থেকে তিনি যাবেন মিউনিখে, সেখানে তিনি জার্মান শিল্পপতিদের সঙ্গে দেখা করবেন।

 

 

Bengal CM thanks people for putting a bandh to bandhs

Bengal Chief Minister Mamata Banerjee today thanked the people of the State for putting a bandh to bandhs. She briefed mediapersons at Dubai airport on her way to Rome.

“I congratulate the people of Bengal for putting a bandh to bandhs. Thank you to all,” said the Chief Minister. She also announced that those who came to work today will get an extra holiday during Durga Puja.

At Nabanna, Education Minister Partha Chatterjee thanked the people of Bengal for defying the bandh. He said people have shown their support towards Mamata Banerjee’s agenda of development. He said Mamata Banerjee has been working hard to restore the work culture in Bengal.

“The transport service was normal today. On a normal day 1800 buses ply on the roads. Today 2300 buses were available. There were 90 trams on the roads instead of 80. There were 37 water vehicles,” he added.

 

বনধকে বন্ধ করার জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী

আজ বামফ্রন্ট ট্রেড ইউনিয়নের ডাকা বনধকে ব্যর্থ করার জন্য রাজ্যের মানুষকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাই থেকে রোমের বিমানে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, “বনধকে বন্ধ করার জন্য বাংলার মানুষকে আমার শুভেচ্ছা। সকলকে অনেক ধন্যবাদ”। যারা আজ কাজে যোগদান করেছেন তারা দুর্গা পূজার সময় একদিন অতিরিক্ত ছুটি পাবেন বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

নবান্নে সাংবাদিক বৈঠক করে স্বতঃস্ফূর্ত ভাবে এই বনধকে সমর্থন না করার জন্য মানুষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মসূচীকে মানুষ সমর্থন করছে। বাংলায় কাজের সংস্কৃতি ফিরিয়ে আনতে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক পরিশ্রম করেছেন। 

তিনি আরও জানান, “সাধারণ দিনে রাস্তায় ১৮০০ বাস চলে, আজ ২৩০০ টি বাস চলেছে। সাধারণত দিনে ৮০টি ট্রাম চলে, আজ সেই সংখ্যা ৯০। ৩৭টি জলযান চলেছে আজ”।  

 

 

Bengal plans tourism circuit on Mother Teresa

Bengal Tourism Department has drawn up a plan to promote on its website spots in Kolkata and the State with which Mother Teresa was intimately associated.

Tourists can book their visits to these spots that will include Mother House, the house where she first lived in Kolkata, a convent on Elliot Road and the church in Darjeeling she attended in the 1950s.

“After Sunday’s canonisation programme, we expect an increased flow of foreign tourists to the State. We will make arrangements so that they have a hassle-free experience,” said tourism minister Gautam Deb.

The minister said, the Government will also try to create a tourism circuit in which over 40 places of interest in Kolkata and all over Bengal, based on Mother Teresa, will be included.

 

মাদার টেরেসাকে নিয়ে পর্যটন সার্কিটের ভাবনা রাজ্যের

মাদার টেরেসা যেসকল জায়গার সঙ্গে যুক্ত ছিলেন সেখানে পর্যটন সার্কিট করার পরিকল্পনা করছে বাংলার পর্যটন বিভাগ।

পর্যটকরা আগে থেকে এই জায়গাগুলির বুকিং করতে পারবেন। কলকাতার মাদার হাউস যেখানে তিনি প্রথমে থাকতেন, এলিয়ট রোডের কনভেন্ট, দার্জিলিং-এ গির্জা যেখানে তিনি পঞ্চাশের দশকে গেছিলেন এগুলিকেও এই সার্কিটের অন্তর্ভুক্ত করা হবে।

“পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান, “রোববারের ‘সন্ত’ অনুষ্ঠানের পর, রাজ্যে বিদেশী পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাবে। পর্যটকদের যাতে কোনরকম সমস্যার সম্মুখীন হতে না হয় সেদিকেও নজর রাখা হবে”।

মন্ত্রী জানান, কলকাতা ও তার চারপাশ এবং সমগ্র বাংলায় অবস্থিত এরকম ৪০টি জায়গা নিয়ে মাদার টেরেসা ট্যুরিজম সার্কিট করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

 

Planning law to compensate for property damage during bandhs: CM

Giving a call once again to thwart Friday’s strike, Chief Minister Mamata Banerjee said that the state government is going to introduce a law to ensure that a person will be liable to pay the amount of loss he or she causes by damaging property during the bandh.

The CM said that workers may have some issues. “The state government will give the compensation if there is any damage caused. At the same time vehicles should also ply and they will also be compensated if there is any damage.”

Before flying off to Rome she told reporters at airport: “The bandh will be a total failure. We are monitoring the situation. We appeal to everyone to defeat the bandh and keep Bengal running.”

 

বনধে ক্ষতিপূরণ দেওয়ার আইন প্রণয়নের পরিকল্পনা করা হচ্ছেঃ মুখ্যমন্ত্রী

শুক্রবারের ধর্মঘট ব্যর্থ হবে একথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বনধের দিনে যারা ক্ষয়-ক্ষতি করবে ক্ষতিপূরণ তাদেরকেই দিতে হবে এবং এর নিরিখে একটি আইন চালু করবে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী জানান, শ্রমিকদের কিছু সমস্যা থাকতে পারে। “যদি কোনরকম ক্ষয়-ক্ষতি হয় রাজ্য সরকার উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করবে।একইসঙ্গে পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক রাখতে হবে এবং কোনরকম ক্ষয়ক্ষতি হলে সরকার সেই ক্ষতিপূরণ দেবে”।

রোম যাওয়ার আগে আজ বিমানবন্দরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন,“বনধ পুরোপুরি ব্যর্থ হবে। আমরা মনিটরিং করছি। সকলকে আবেদন জানাবো বাংলাকে সচল রাখতে”।

 

 

 

Mamata Banerjee leaves for 8-day tour of Italy, Germany

Chief Minister Mamata Banerjee today left for an eight-day tour of Italy and Germany. This is her first foreign trip after coming to power for the second time.

Mamata Banerjee will stay in Italy from September 2 to 5. She will attend the canonisation ceremony of Mother Teresa at Vatican City. The mayor of Rome, Virginia Raggi will host a special reception for her either on September 4 or 5.

From Italy, she will fly to Munich to meet some German industrialists leading major manufacturing businesses. This is of great significance, looking ahead to the Bengal Global Business Summit scheduled on January 20, 2017.

The Chief Minister is being accompanied by a 12-member of official delegation and 29 industrialists. The official delegation includes, among others, MPs Sudip Bandopadhyay and Derek O’Brien, and the CM’s secretary Gautam Sanyal. A team of senior editors of English and vernacular dailies are also accompanying her.

 

Mamata Banerjee’s Facebook post:

 

আট দিনের ইতালি ও জার্মানি সফরে রওনা হলেন মুখ্যমন্ত্রী

আজ থেকে আট দিনের ইতালি ও জার্মানি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এটিই তাঁর প্রথম বিদেশ সফর।

আগামী ২ থেকে ৫ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ইতালিতে থাকবেন। সেখানে ভ্যাটিকান সিটিতে মাদার টেরেসাকে ‘সন্ত ঘোষণা’ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রোমের মেয়র ভার্জিনিয়া রাজ্ঞী তাঁকে আগামী ৪ অথবা ৫ সেপ্টেম্বর সম্বর্ধনা জানাবেন।

ইতালি থেকে তিনি যাবেন মিউনিখে, সেখানে তিনি জার্মান শিল্পপতিদের সঙ্গে দেখা করবেন। ২০১৭ সালের ২০ জানুয়ারির বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের আগে এই সাক্ষা९ খুবই তা९পর্যপূর্ণ।

১২ জনের একটি সরকারি প্রতিনিধি দল এবং ২৯ জন শিল্পপতি মুখ্যমন্ত্রীর এই সফরের সঙ্গী।

এই সফরে তাঁর সঙ্গে থাকছেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ ব্রায়েন। এছাড়া থাকছেন মুখ্যমন্ত্রীরসেক্রেটারি গৌতম স্যান্যাল। এছাড়া সাংবাদিকদের একটি দলও রয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে।

 

 

Bengal observes Singur Utsav

Singur Utsav was observed in every block of the State today to commemorate the Supreme Court decision quashing land acquisition in Singur (carried out by Left Front government in 2006).

Rallies were taken out by Trinamool activists and supporters in various parts of the State. Cultural programmes were held too. ‘Singur Vijay Diwas’ was observed at Vidhan Sabha, too.

West Bengal Chief Minister Mamata Banerjee had hailed the Supreme Court’s decision and announced that an administrative review meeting for Hooghly district would be held at Singur on September 14, 2016, at 2 PM. On the same day a ‘Vijay Utsav’ would be held in Singur at 4 PM.

“I would expect everyone to celebrate this Singur Utsav, it’s like an invocation of the celebration to Durga Puja,” the Chief Minister had said.

 

রাজ্যজুড়ে পালিত হল সিঙ্গুর উ९সব

আজ সারা বাংলাজুড়ে ব্লকে ব্লকে পালিত হল সিঙ্গুর উৎসব। মিছিল, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাধারণ মানুষ সিঙ্গুরে কৃষক আন্দোলনের বিরাট জয়কে পালন করলেন।

২০০৬ সালে টাটা মোটরের ন্যানো গাড়ির কারখানা স্থাপনের জন্য বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বাধীন সিপিএম সরকারের সিঙ্গুরে জমি অধিগ্রহণ অবৈধ – সুপ্রিম কোর্টের এই রায়ের প্রেক্ষিতেই এই উৎসব।

বিধানসভাতেও পালিত হো সিঙ্গুর বিজয় দিবস।

সুপ্রিম কোর্টের এই রায়ের পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী ১৪ সেপ্টেম্বর হুগলী জেলার প্রশাসনিক পর্যালোচনা সভা সিঙ্গুরে অনুষ্ঠিত হবে, সময় দুপুর ২ টো। ওই দিনই বিকেল ৪ টেয় সিঙ্গুরে ‘বিজয় উ९সব’  অনুষ্ঠিত হবে।

Bengal will not be stopped by bandhs: Chief Minister Mamata Banerjee

West Bengal Government, taking a stand to stop the menace of strikes and bandhs, is going all out to prevent the strike called by Left trade unions on September 2.

Bengal will not be stopped, announced Bengal Chief Minister Mamata Banerjee.

The Chief Minister urged everybody to join their workplaces as all educational institutions, offices, shops and establishments and factories will remain open.

She added that vehicles will ply normally and public transport will not be hindered. There will be strongest possible action against any miscreants who try to disrupt public life, she said.

The Government will arrange for due compensation for any damage caused by miscreants to any vehicle or shop or establishment, the Chief Minister said in a post on social media.

 

বাংলা সচল থাকবেঃ মুখ্যমন্ত্রী

আগামী ২ সেপ্টেম্বর বামপন্থী ট্রেড ইউনিয়ন ডাকা বনধকে ব্যর্থ করতে এবং ধর্মঘটের নামে মানুষকে ভয় দেখানোর প্রতিবাদে ব্যবস্থা নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা বাংলা সচল থাকবে।

ওই দিন সকল শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত, দোকান-বাজার এবং কারখানা খোলা রাখার এবং সকলকে তাদের কর্মস্থানে যোগ দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

তিনি আরো বলেন, পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক ও সচল রাখতে হবে যাতে জনজীবন ব্যাহত না হয়। দুষ্কৃতিরা জনজীবনে কোন বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে সরকার কঠোর ভাবে তা মোকাবিলা করবে।

যানবাহন বা দোকান-বাজারের কোনরকম ক্ষয়ক্ষতি হলে সরকার উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করবে, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেন মুখ্যমন্ত্রী।