A new Biswa Bangla store opens at Park Street, Kolkata

Bringing under one roof the whole gamut of the creative genius of Bengal – ranging from handloom-handicrafts to literature – a new “Biswa Bangla” store was thrown open to the public today at Park Street, Kolkata.

Traditional sarees, beautiful handloom products and hand-crafted marvels of Bengal, and Darjeeling tea as well as Bangla books, CDs of Bengali music and classic films will be available at the Biswa Bangla store.

It is expected to be the one-stop shop for everything Bengali – an initiative that is aimed at catering to domestic consumers as also building brand Bengal in the international market.

This is the eighth showroom of ‘Biswa Bangla’. Other showrooms are located at Dumdum Airport (domestic and international), Dakshinapan Shopping Complex, Bagdogra Airport, Rajarhat, Darjeeling and New Delhi.

 

 

পার্ক স্ট্রিটে যাত্রা শুরু নতুন বিশ্ব বাংলা শোরুমের

পুজোর আগে পশ্চিমবঙ্গবাসীদের জন্য সুখবর। কলকাতার প্রাণকেন্দ্র পার্কস্ট্রিটে খুলে গেল বিশ্ব বাংলার নতুন শোরুম। এবার  এক ছাদের তলায় পেয়ে যাবেন বাংলার হস্তশিল্প থেকে শুরু করে তাঁত, বই এমনকি আকর্ষণীয় খাদ্যসামগ্রীও।

বাংলার ঐতিহ্যবাহী শাড়ি, সুতির বস্ত্র, হস্তশিল্প থেকে দার্জিলিংয়ের চা, বাংলা বই, গানের সিডি, পুরোনো দিনের সিনেমার ডিভিডি সবই পাওয়া যাবে এখানে।

আশা করা যায় পর্যটকদের অন্যতম গন্তব্য হয়ে উঠবে বিশ্ব বাংলার এই শোরুম। দমদম বিমানবন্দর (আন্তঃদেশীয় ও আন্তর্জাতিক), দক্ষিণাপন শপিং কমপ্লেক্স, বাগডোগরা বিমানবন্দর, রাজারহাট, দার্জিলিং এবং দিল্লির পর বিশ্ব বাংলার অষ্টম শোরুম এটি।

 

State to set up green corridor in Jalpaiguri to create employment

The state government is planning to set up green corridor at Mal sub-division of Jalpaiguri district adjacent to Garumara sanctuary which will not only present pollution free environment but will also create employment in the area.
The district administration has a plan to start the work of setting up green corridor in various blocks of Jalpaiguri after Pujas.

Around 5 lakh people from across the state and abroad visit Dooars every year. The proposed green corridor would come up in the area like Lataguri, Moulani under Mal block and Batabari, Baradighi and Chalsa and other adjoining areas of Metli block.

Local families, hotels, resorts, schools would be included in the project. Various bio-degradable elements, kitchen produces collected from the hotels and resorts could be utilised for preparing organic manure.

জলপাইগুড়ি জেলায় সবুজ করিডোর বানানোর উদ্যোগ রাজ্যের

পশ্চিমবঙ্গ সরকার পরিকল্পনা নিয়েছে জলপাইগুড়ি জেলার মাল মাহকুমায় গরুমারা অভয়ারণ্য লাগোয়া অঞ্চলে একটি সবুজ করিডোর তৈরী করার। এর ফলে পরিবেশ দূষণ যেমন কমবে, তেমনি কর্মসংস্থানও তৈরী হবে।

দূর্গাপুজোর ঠিক পরেই এই সবুজ করিডোর তৈরীর কাজ শুরু করবে জেলা প্রশাসন। মাল ব্লকের লাটাগুড়ি, মৌলানি, মেটলী ব্লকের বাটাবাড়ি, বড়দিঘি, চালসা অঞ্চলে সবুজ করিডোর তৈরী হওয়ার কথা।

দেশি ও বিদেশি মিলিয়ে আনুমানিক পাঁচ লক্ষ পর্যটক প্রতি বছর জলপাইগুড়ি আসেন। এর ফলে তারাও উপকৃত হবে।

এই অঞ্চলের বিভিন্ন পরিবার, স্কুল, হোটেলগুলিকে এই সবুজ করিডোরে যুক্ত করা হবে। হোটেল বা বাড়িগুলি থেকে বিভিন্ন বায়ো-ডিগ্রেডেবল আবর্জনা সংগ্রহ করে জৈবিক সার উৎপাদন করা হবে।

No shutdown in Hills: Mamata Banerjee

In a bid to foil the bandh called by the Gorkha Janmukti Morcha (GJM) in Darjeeling Hills, West Bengal Chief Minister Mamata Banerjee on Tuesday said there will be no shut down in the hills.

“Bengal’s economy was affected by bandhs. There was enough bandh politics. There should be no more bandhs and blockades,” she said at a gathering in Murshidabad.

Three ministers of the West Bengal Cabinet, Goutam Deb, Rabindranath Ghosh and James Kujur are in the Hills to monitor the situation. The Bengal Government has also decided to enforce a three-day pay cut for it’s employees in Darjeeling who will not attend their offices during the bandh in the Hills.

Trinamool Congress organised a rally yesterday requesting people to maintain normalcy of life during the bandh.

 

পাহাড়ে বনধ বরদাস্ত নয়: মমতা

গোর্খা জনমুক্তি মোর্চার ডাকা বনধকে নস্যা९ করে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বলেন পাহাড়ে বনধ বরদাস্ত করব না।

মুর্শিদাবাদের জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “বনধের কারণে বাংলার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। এতদিন অনেক বনধের রাজনীতি হয়েছে। আর কোন বনধ নয়”।

পশ্চিমবঙ্গ মন্ত্রীসভার তিনজন মন্ত্রী গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ এবং জেমস কুজুরকে পাহাড়ের পরিস্থিতির ওপর নজর রাখার দায়িত্ব দেওয়া হয়েছে। বনধের কারণে দার্জিলিঙে যেসকল রাজ্য সরকারী কর্মচারী অনুপস্থিত থাকবে তাদের তিন দিনের বেতন কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

বনধের সময় জনজীবন স্বাভাবিক রাখার আবেদন জানিয়ে গতকাল একটি মিছিলের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস।

Huge boost to water transport, thanks to Bengal CM

On a visit to Baharampur, Murshidabad, Bengal Chief Minister Mamata Banerjee will inaugurate today a number of projects related to water transport.

The Chief Minister will flag off four 100-seater vessels (MV Sundarini, MV Madhurini, MV Ushante and MV Sabuj Sathi) and a LTC vessel (MV Sokal) which has the same capacity as four fully-loaded six-wheeler trucks. She will also launch five 250-seater steel vessels (MV Meghma, MV Meghbrishti, MV Adina, MV Motijheel, MV Shalpeeyal) and a 400-seater two-tired vessel (MV Roudro-Chhaya).

Today, 26 new jetties in different parts of the south Bengal will be inaugurated by the Chief Minister. She will also lay foundation stones for nine jetties and three updated jetties in Kolkata.

 

নদীপথে অগ্রগতির নতুন দিশা

দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম বার মুর্শিদাবাদে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এই সভামঞ্চ থেকে ১২টি নতুন জলযান উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

১০০ টি আসনের ৪ টি কাঠের জলযান, এগুলি হল – এম ভি সুন্দরিণী, এম ভি মধুরিণী, এম ভি ঊষান্তে, এম ভি সবুজসাথী। এছাড়া ৪ টি সম্পূর্ণ ভর্তি ৬ চাকার ট্রাক/বাসের ভার বহনে সক্ষম একটি এল সি টি ভেসেলেরও উদ্বোধন করবেন যার নাম এম ভি সকাল। ২৫০ টি আসনের ৫টি ইস্পাতের জলযান এবং ১০০টি আসনের ১টি ইস্পাতের দ্বিতল জলযানেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

এছাড়া নদীপথে ২৬টি জেটিরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ৯টি জেটি ও কলকাতার ৩ টি জেটি নির্মাণ কাজের শুভ সূচনাও করেন তিনি।

 

 

Help us revive Murshidabad’s lost glory: Mamata Banerjee in Baharampur

Bengal Chief Minister Mamata Banerjee inaugurated and laid the foundations stones for a bouquet of development projects for Murshidabad district today from a Government programme at Baharampur Stadium. This was her first visit to the district after taking oath as chief minister for a second term.

The projects included, among others, Krishak Bazaars, Karma Tirthas, power sub-stations, police stations, road projects, girls’ hostels, new government buildings and water supply projects, including solar-powered ones. The Chief Minister also distributed several benefits like cycles under Sabuj Sathi, agricultural machinery, land pattas, and financial grants under Kanyashree, Yuvashree and Sikshashree.

Trafficking of women

During her speech after the inaugurations, the Chief Minister made a strong pitch for stopping the trafficking of women, which is a major social issue in the region. As she proudly proclaimed, “Girls are our assets, our pride”.

She said, “Girls are our future. They are our pride. Do not belittle them. Let them stand on their feet”.

Development of Murshidabad

Mamata Banerjee stressed on the aspect of development all through her speech, something that has been the hallmark of her governance – development that has led to a social and industrial revival of Bengal.

She mentioned the numerous successes of this successful approach to governance.

She said that institutional delivery has gone up to 92% in the State as a whole. Fair-price medicine shops, multi super-speciality hospitals, critical care units (CCUs) and sick newborn stabilisation units (SNSUs) have been set up; beds and medicines in all State government hospitals are free now.

Another innovative scheme that she mentioned is the one where the State Government “gives a sapling to parents whenever a baby is born”.

One crore 10 lakh minority students have received scholarships in Murshidabad district. Twenty-five Karma Tirthas are being set up in the district.

Eighty thousand people were distributed benefits from the stage. In Murshidabad district, 28,000 students have received cycles under the Sabuj Sathi scheme; the Kanyashree and Shikshashree schemes have benefitted thousands of girl students and SC/ST students, respectively.

Unemployed youth have availed of the Gatidhara scheme, wherein they have bought buses, autorickshaws and cars for public transport with the help of loans with easy-to-repay interest schemes. The Chief Minister mentioned that several vessels for water transport were launched today.

Another aspect of social responsibility that the State Government performs that found mention in her speech is that of giving “financial aid to the poor to perform the last rites of their deceased relatives”.

Rs 375 crore has been allocated for the Kandi Master Plan for flood management. Rs 479 crore has been allotted for other flood prevention measures in the district. She also said that her government is working with the Central Government, since the matter is under the jurisdiction of the Centre, to find a lasting solution the problem of river bank erosion of the Ganga.

She said that the State Government has decided to increase the number of cold storages and procurement centres in the district.

Chief Minister Mamata Banerjee also did not forget to touch on the aspect of the generous help her government has been giving to enable the traditional textile workers of the district to earn a respectable living through their work. “We are committed to help the various self-help groups and artisans”.

She also touched on another major issue in the district – cattle smuggling. She said that her government is making its best efforts and working with all concerned to stop this menace.

No politics in development

She said that Murshidabad, with its glorious history, definitely deserves better and so her government towards bringing back the glory, and that, importantly, “we must keep politics aside and work for development”.

She asked, “Why is Murshidabad district underdeveloped even after 69 years of independence?” She gave the answer herself when she said that “instead of hurling abuses at me, the Opposition should rather do even at least 1 per cent of the work that I have done in five years”.

She asked the people to work along with the government to “revive the glory of Murshidabad district”.

Festive season

At the end, the Chief Minister made a reference to the upcoming festive season – Durga Puja and Muharram, among others. She exhorted all to “maintain communal harmony during the festive season”.

She concluded her speech with “Sharod Subhechha to all”.

 

 

নারী পাচার বন্ধ করতে হবে: মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

আজ মুর্শিদাবাদের বহরমপুরে গরু ও নারী পাচারের বিরুদ্ধে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গেএকগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার তিনি মুর্শিদাবাদে সভা করেন।

কৃষক বাজার, বিদ্যুৎ সাব স্টেশন, পুলিশ স্টেশন, জল সবরাহ প্রকল্প, রাস্তা, ছাত্রীদের হোস্টেল, হিমঘর সহ আরও অন্যান্য প্রকল্পের শুভ উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সবুজ সাথী প্রকল্পে সাইকেল, কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, কৃষির যন্ত্রপাতি ও পাট্টা ইত্যাদি সরকারি পরিষেবাও প্রদান করেন মুখ্যমন্ত্রী।

নারী ক্ষমতায়ন

মুখ্যমন্ত্রী বলেন আমাদের নারী পাচার  বন্ধ করতে হবে। মেয়েদের জন্য কন্যাশ্রী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। মেয়েরাই দেশের ভবিষ্যৎ,, ওরা আমাদের গর্ব। মেয়েদের অবহেলা করবেন না, ওদের নিজেদের পায়ে দাঁড়াতে দিন”।

মুর্শিদাবাদের উন্নয়ন

এই জেলার  উন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “বর্তমানে প্রসূতি মৃত্যুর হার অনেক কমেছে। মুর্শিদাবাদে CCU, SNSU তৈরি করা হয়েছে। এই জেলায় ৩টি মাল্টি সুপার স্পেশালটি হাসপাতাল তৈরি করা হয়েছে। ১.১০ কোটি সংখ্যালঘু ছাত্র-ছাত্রী স্কলারশিপ পেয়েছে। বাংলায় মোট ১৮৩ টি কর্ম তীর্থ তৈরি হচ্ছে এর মধ্যে মুর্শিদাবাদে তৈরি হচ্ছে ২৫টি।”

আজ এই সভা মঞ্চ থেকে প্রায় ৮০০০০ মানুষকে বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করা হয়েছে। কৃষির যন্ত্রপাতি, ধামসা-মাদল দেওয়া হয়েছে। সবুজসাথী প্রকল্পের আওতায় এই জেলার আজ ৩০০০ ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছে। SC/ST ছাত্রছাত্রীদের জন্য চালু হয়েছে শিক্ষাশ্রী প্রকল্প। সরকারি স্কুলে ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে জুতো, বই দেওয়া হচ্ছে।

বর্তমানে সব সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধপত্রের ব্যবস্থা করা হয়েছে। গতিধারা প্রকল্পে বাস, গাড়ি ও অটোরিক্সা দিয়েছে সরকার।

কান্দি মাস্টার প্ল্যানের জন্য ৩৭৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং মুর্শিদাবাদ জেলায় বন্যা নিয়ন্ত্রণে ৪৭৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গঙ্গা নদীর পাড় ভাঙন নিয়ে কেন্দ্রের সাথে কথা বলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। হিমঘরের সংখ্যা ও উৎপাদন কেন্দ্র বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছে সরকার।

সন্তানের জন্মের পর তাদের বাবা মাকে একটি করে চারাগাছ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। গরীবদের আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বস্ত্রশিল্পের জন্য মুর্শিদাবাদ বিখ্যাত। রাজ্য সরকার এই শিল্পকে আরও উন্নত করবে বলে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী।

বিরোধীদের উদ্দেশ্যে

স্বাধীনতার ৬৯ বছর পরেও মুর্শিদাবাদের কোন উন্নয়ন হয়নি কেন?আমার বিরুদ্ধে অভিযোগ না করে আমি ৫ বছরে যা কাজ করেছি তার ১ শতাংশ কাজ করে দেখান। উন্নয়নের মাধ্যমে মুর্শিদাবাদের হারিয়ে যাওয়া গৌরবকে ফরিয়ে আনতে এলাকার মানুষকে পাশে থাকার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজনীতিকে পাশে রেখেই আমাদের উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে।

শারদ শুভেচ্ছা

উৎসবের দিনগুলিতে আমাদের সম্প্রীতি বজায় রাখার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সামনেই দুর্গা পুজো, দুদিন পরেই মহালয়া, সকলকে জানাই শারদ শুভেচ্ছা”।

 

 

State government undertakes special drive for ‘Nijo Griha’ scheme

A special drive has been taken by the State Government to expedite the construction of houses for the people from economically-weaker section in urban areas under the project ‘Nijo Griha’ scheme.

The state government aims to complete construction of 70,000 residential units in the next few years.

At the same time, an initiative has been taken to incorporate earthquake resistant measures during the planning and designing of the residential structures.

The work to prepare the Annual Implementation Plan and Detailed Project Report has started, with the assistance provided by the Municipal Engineering Directorate of the state government. The work will start in full swing after the Puja.

 

‘নিজ গৃহ’ প্রকল্পে নতুন উদ্যোগ রাজ্যের

নিজ গৃহ’ প্রকল্পের মাধ্যমে শহরাঞ্চলের অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে থাকা মানুষদের পাশে দাঁড়াল রাজ্য সরকার।
এই প্রকল্পের আওতায় রাজ্য সরকার আগামী কয়েক বছরের মধ্যে ৭০,০০০ বাড়ি তৈরির সংকল্প করেছে।  বাড়িগুলিতে যাতে ভূমিকম্প প্রতিরোধ ক্ষমতাও থাকে সেটিও নিশ্চিত করা হবে।
মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট এব্যাপারে কারিগরি সহায়তা দেবে। পুজোর পরেই পুরোদমে এই কাজ শুরু হবে।

 

Bengal Transport Dept ties up with Google to help commuters

Commuters can now plan their trip within Kolkata on Google maps on phone, thanks to State Transport Department. With all data of routes under State Transport utilities available on Google, one can touch and select the public transport bus or tram services one wants to avail to reach their destination.

The map suggests the best route to reach one’s destination, giving citizens a respite from rogue taxi or auto drivers who swindle passengers by taking winding routes to take them to their destinations. Now, one needs to put the origin and destination on the map. Google map will give options to reach the destination – multiple routes under different modes of transport on real-time basis. Google will also give the approximate time to be taken by each mode of transport.

For a tourist, the system will come very handy to reach any place of interest from any point of the city. For an office-goer, it will be only a matter of few seconds to know the route he must take to reach his or her office. Eventually , one can also locate the bus he needs to catch on the map.

 

পরিবহণ ব্যবস্থাকে উন্নিত করতে গুগলের সাথে গাঁটছড়া বাঁধল রাজ্য

কলকাতার বাসিন্দাদের জন্য সুখবর। এখন থেকে সরকারি বাসের গতিবিধি চলে এলো হাতের মুঠোয়। বাড়িতে বসেই গুগল ম্যাপের সাহায্যে জানতে পারবেন যে কোনও সরকারি বাসের হদিস।
রাজ্য পরিবহণ দপ্তর গুগলের সাথে গাঁটছড়া বাঁধায় এবার আপনি ম্যাপের সাহায্যে আপনার ফোনেই জানতে পেরে যাবেন কোন সরকারি বাস কোথায় রয়েছে। এছাড়াও আপনার গন্তব্যের জন্য কোন বাসে ওঠা উচিত সেটাও বাতলে দেবে গুগল ম্যাপ। আপনার গন্তব্যে সব থেকে কম সময়ে কোন রুটে পৌঁছতে পারবেন সেটাও দেখে নিতে পারবেন।
এই  শহরে আগত পর্যটকদের খুব সুবিধা হবে। আর অসুবিধায় পড়তে হবে না তাদের। নিত্যযাত্রীদের দৈনিক যাতায়াতও হবে অনেক সহজ।

Skill development, welfare schemes elevate quality of life in the Sunderbans

In a unique move, the Bengal Government has taken up a host of new initiatives to improve the socio-economic condition of people in Sunderbans. Various skill development programmes have been initiated at various villages in Sunderbans and some parts of North and South 24 Parganas.

Three hospitality management courses are being conducted by the State Government for the past one year to train many educated but unemployed youths in these areas so that they can start their own business. Initiatives are being taken to include the youth in various self help groups operating in the State. Three courses on plumbing and for electricians have already been started each at Kakdwip and Canning in South 24 Parganas and Hasnabad in North 24 Parganas, so that the youth can develop skills, thereby creating employment in the distant areas of Sunderbans.

Various hospitality management courses have already been started at Sunderbans, keeping in mind the boom in the retail sector. In small towns, young men are getting employment after going through the skill development programmes. The retail sectors that are coming up in small towns also have requirement for skilled workers. With various hotels coming up at different locations across the state, trained persons are needed for hospitality management. Hence, the state government tied up with several skill development partners, accredited by the National Skill Development Council.

People in Sunderbans have already started producing various handicraft items by forming self help groups. Many of the family members of victims of tiger attacks in the forest-adjoining villages, like Jhorkhali, are engaged in production of various food items and other products to earn a better livelihood. The local administration is also creating a market where these people can sell their goods and get a good amount against their products.

The State government has also been focusing on the building of infrastructure to improve connectivity, for which around Rs 400 crore would be allotted. The state government has taken up the project to improve connectivity between the islands in Sunderbans.

There are around 104 islands in Sunderbans, among which half are inhibited by people while the rest are dense forest areas. Around 50 lakh people are currently living in the Sunderbans. This is for the first time that the State Government has allotted a significant amount for development of infrastructure in the islands.

 

সুন্দরবন জুড়ে উন্নয়নের জোয়ার

বর্তমান রাজ্য সরকারের আমলে সুন্দরবন অঞ্চলে এসেছে উন্নয়নের এক নতুন ঢেউ। উত্তর ও দক্ষিন ২৪ পরগনার অন্তর্গত সুন্দরবন অঞ্চলের বেশ কিছু জায়গা নিয়ে তৈরী হচ্ছে নতুন জেলা। এই অঞ্চলে চালু হয়েছে নানা স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচি, দক্ষ কর্মী গড়ে তুলতে।
রাজ্য সরকার গত এক বছর ধরে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য তিনটি হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স চালিয়ে যাচ্ছে যাতে তারা স্বনির্ভর হতে পারে। বিভিন্ন স্বনিভর গোষ্ঠীর সাথে যুক্ত যুবক-যুবতীদেরও এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা আছে।
এছাড়াও প্লাম্বিং ও ইলেক্ট্রিসিয়ানদের জন্য কোর্স শুরু করা হয়েছে দক্ষিন ২৪ পরগনার কাকদ্বীপ, ক্যানিং ও উত্তর ২৪ পরগনার হাসনাবাদে যাতে তারা স্বনির্ভর হতে পারে।
ইতিমধ্যেই খুচরো ব্যবসাকে লক্ষ্য করে সুন্দরবনে অনেকগুলি প্রশিক্ষণ কর্মসূচি শুরু করা হয়েছে। ছোট শহরগুলিতে এই প্রশিক্ষণপ্রাপ্তরা খুব সহজেই কাজ পেয়ে যাচ্ছে। খুচরো বিপণনকেন্দ্র যেগুলো আস্তে আস্তে ছোট শহরগুলিতে আসছে সেখানে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর চাহিদা আছে।
সারা রাজ্যে যেখানে নিত্যনতুন হোটেল খুলছে, সেখানে হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রশিক্ষণপ্রাপ্তদের প্রয়োজন আছে। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিলের অনুমোদিত বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট সংস্থাগুলোর সঙ্গে রাজ্য সরকার চুক্তিবদ্ধ হয়েছে।
সুন্দরবনের মানুষজন ইতিমধ্যেই স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে অনেক হস্তশিল্প দ্রব্য তৈরী করছেন। জঙ্গলের লাগোয়া গ্রামগুলোর বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অনেকেই জীবিকার জন্য খাদ্যদ্রব্য ও অন্যান্য জিনিস তৈরী করছে। এই সকল দ্রব্য যাতে উচিত মূল্যে বিক্রি করা যায় তার জন্য স্থানীয় প্রশাসন একটি বাজারের ব্যবস্থা করছে।
রাজ্য সরকার যোগাযোগ ব্যবস্থার পরিকাঠামো উন্নতির উপর জোর দিচ্ছেন, যাতে করে বিভিন্ন দ্বীপগুলোর সঙ্গে সুন্দরবনের যোগাযোগ ব্যবস্থা ভালো করা যায়; এর জন্য আনুমানিক খরচ হিসেবে ৪০০ কোটি টাকা ধার্য করা হয়েছে।
সুন্দরবনে আনুমানিক ১০৪টি দ্বীপ আছে, যার অর্ধেকে মানুষের বসবাস আছে ও বাকিগুলি ঘন জঙ্গলে ঘেরা। সুন্দরবনে আনুমানিক ৫০ লক্ষ মানুষের বসবাস। এই প্রথম কোনো রাজ্য সরকার এতো টাকা ধার্য করল যাতে করে সুন্দরবনের সার্বিক পরিকাঠামোর উন্নয়ন করা যায়।

Bengal Fisheries Dept set to open ‘All Fish’ outlets

The State Fisheries department will open its food stall “All fish” before the Pujas. The West Bengal Housing and Infrastructure Development Department will handover 100 hectare of water-bodies in New Town to the State Fisheries Department Corporation.

A space in Eco Park’s Heliconia garden will also be given to SFDC to set up its stall “All Fish.” The decision to hand over the water bodies was based upon a directive of the Chief Minister Mamata Banerjee that different departments should hand over water bodies to the fisheries department for fish farming at a meeting presided over by her on June 3 in the Town Hall.

Accordingly, the water bodies at Upasanashthal (8.74 hectare), water treatment plant (30 hectare), Eco Urban village (15 hectare), SWM area (30 hectare), Diler bheri (17 hectare) were identified to be handed over to SFDC on a 50: 50 profit sharing basis after a moratorium of one year.

The SFDC would try to open the “All fish” stall in Eco Park by October 2.  HIDCO would source its fish requirements for Café Ekante from SFDC as much as possible. SFDC already runs a stall in Nalban. The All Fish stall will be a star attraction at Prakriti Tirtha as the tourists from other states and countries would love to taste the various preparations of fish, staple to Bengali cuisine.

As the “All fish” stall will be opened before the Pujas it is likely to grab attention. A similar stall is also being opened opposite Nabanna, the State Secretariat.

 

মৎস্যপ্রেমী বাঙালির রসনা তৃপ্তিতে রাজ্যের নতুন উদ্যোগ

রাজ্য মৎস্য বিভাগ পুজোর আগেই সব জায়গায় মাছের দোকান খুলবে যেখানে সব রকম মাছ পাওয়া যাবে। রাজ্যের স্বরাষ্ট্র ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট প্রায় ১০০ হেক্টর জলাশয় রাজ্য মৎস্য দপ্তরকে দিয়েছে।

ইকো পার্কের হেলিকনিয়া গার্ডেন SFDC -কে একটি জায়গা দেবে এই স্টল তৈরি করার জন্য। মুখ্যমন্ত্রীর নিদেশেই এই জলাশয়গুলি হস্তান্তর করা হচ্ছে। মাছ চাষ করার জন্য বিভিন্ন দপ্তরের উচিত মৎস্য বিভাগকে জলাশয় হস্তান্তর করা। এই উপলক্ষে গত ৩ জুন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে টাউন হলে একটি বৈঠক হয়।

উপাসনাস্থল (৮.৭৪ হেক্টর), ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট (৩০ হেক্টর), SWM এলাকা (৩০ হেক্টর), দিলের ভেরি (১৭ হেক্টর) এগুলি চিহ্নিত করা হয়েছে হস্তান্তর করার জন্য।

আগামী ২ অক্টোবরের মধ্যে ইকো পার্কে এই স্টল চালু করার চেষ্টা করছে SFDC। HIDCO  তার কফি হাউসের জন্য  SFDC থেকে যতটা সম্ভব মাছ সংগ্রহ করতে পারবে। ইতিমধ্যেই নলবনে একটি দোকান চালু করেছে  SFDC । রাজ্যের ও বাইরে থেকে আসা প্রকৃতি তীর্থের সব পর্যটকদের কাছে এই স্টলগুলি বেশ আকর্ষণীয় হবে। এর মাধ্যমে তারা মাছের বিভিন্ন পদের আস্বাদ গ্রহণ করতে পারবেন।

যেহেতু সব স্টল গুলিই পুজোর আগে খোলা হবে সেজন্যএর ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। একই ধরনের একটি স্টল (রাজ্য সচিবালয়) নবান্নের বিপরীতেও খোলা হবে।

New health policy on the anvil for Bengal

Chandrima Bhattacharya, chairperson of the West Bengal Medical Service Corporation (WBMSC) said on Friday that the Bengal government is mulling formulation of a new health policy.

The state government could possibly invite physicians from outside the state. The state is ready to welcome investment in health sector.

She also said the state Health department’s special focus is on the poor, mother, children and elderly, and those living in under-served areas. The department is emphasising on development and maintenance of standards of service in hospitals and health care facilities.

There are 12 medical colleges and hospitals, four homeopathic medical colleges and hospitals, three Ayurvedic colleges and hospitals and three dental colleges and hospitals in the state. Many such institutions are soon to come up.

Chandrima Bhattacharya added that as Mamata Banerjee is looking after the state Health department, people from all walks of life now feel safe in the state.

 

নতুন স্বাস্থ্য নীতি তৈরী করবে রাজ্য সরকার

ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশনের চেয়ারপার্সন চন্দ্রিমা ভট্টাচার্য শুক্রবার জানান রাজ্য সরকার নতুন স্বাস্থ্য নীতি প্রণয়ন করতে চলেছে। সম্ভবত রাজ্য সরকার ভিনরাজ্যের ডাক্তারদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাবে। রাজ্য সরকার স্বাস্থ্য ক্ষেত্রে লগ্নি আনতেও আগ্রহী।
তিনি আরো জানান, রাজ্য স্বাস্থ্য দফতর মূলত শিশু, নারী, বয়স্ক, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষদের পরিষেবা প্রদানে জোর দিচ্ছে। হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নেও জোর দিচ্ছে সরকার।
এই মুহূর্তে রাজ্যে ১২টি মেডিকেল কলেজ ও হাসপাতাল, চারটি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল, তিনটি আয়ুর্বেদিক কলেজ ও হাসপাতাল এবং তিনটি ডেন্টাল কলেজ ও হাসপাতাল রয়েছে। আরও নতুন কলেজ ও হাসপাতাল তৈরী করা হবে বলেও তিনি জানান।
তিনি আরো জানান, যেহেতু স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এই দপ্তরটির দায়িত্বে আছেন, রাজ্যের সকল শ্রেণীর মানুষ নিজেদের স্বাস্থ্য নিয়ে এখন অনেকটা নিশ্চিন্ত বোধ করেন।