Bengal CM inaugurates the third edition of Jangalmahal Utsav

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated the third edition of Jangalmahal Utsav from the Medinipur College Ground in Paschim Medinipur district today. She also distributed prizes for the Jangalmahal Cup. The festival will be held from January 3 to 10.

The festival will showcase the region’s rich traditional cultural forms including dance forms like Chung, Rono-pa, Pata, Jhumur, Chhou, Bhadu-Tusu, Raibeshe and many others. Bengal’s folk music will add to the attractions. Dhamsa and madol, two popular folk percussion instruments of the State, were distributed among 480 cultural groups from 24 blocks.

Around 40 stalls and 4 pavillions will showcase and promote handicrafts from the Jangalmahal region.

The Jangalmahal Cup, organised by the State Youth Welfare Department in association with West Bengal Police, the  has been a tremendous success during the last few years. It was held in the districts of Paschim Medinipur, Bankura, Purulia and Birbhum, with competitions in sports like football, kabaddi and archery. The cultural competition included Chhou and other tribal dance forms.

 

Following are some of the key points from the Chief Minister’s speech:

  • The Jangalmahal Utsav starts today; it will showcase different forms of tribal culture.
  • I am happy that 45000 young sportspersons are participating in the Jangalmahal Cup.
  • We have allocated Rs 1 lakh per police station to organise sporting events in their areas.
  • I welcome the ruling of the Hon’ble Supreme Court banning politics of religion.
  • Life is about celebration and togetherness, not about politics and slander.
  • We do not support riots and disturbing the communal harmony. The Government will take strong action against this.
  • True religion is about respecting and loving all religions and standing by one another.
  • Bengal does not support anyone who incites violence among religions communities.
  • The Bengal Government will crack down heavily on anyone who tries to spread communal violence and disrupt peace.
  • Our Government provides benefits through Kanyashree, Sikhshashree, Yubashree, Sabuj Shree, Sabuj Sathi and many other schemes.
  • All the 553 people who received prizes today will be given jobs by the Government.
  • Kalimpong, Asansol and Jhargram will become new districts by Poila Boishakh.

 

 

তৃতীয় জঙ্গলমহল উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

আজ পশ্চিম মেদিনীপুরের কলেজ মাঠে তৃতীয় জঙ্গলমহল উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহল কাপ-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানও হল আজ। বিজয়ীদের হাতে জঙ্গলমহল কাপ তুলে দেন মুখ্যমন্ত্রী। জঙ্গলমহল উৎসব চলবে ৩-১০ জানুয়ারি পর্যন্ত।

পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর আয়োজিত এই অনুষ্ঠান থেকে মানুষের হাতে বিভিন্ন সরকারি পরিষেবাও তুলে দেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে জঙ্গলমহল অন্তর্ভুক্ত ২৪ টি ব্লকের ৪৮০ টি সাংস্কৃতিক গোষ্ঠীকে ধামসা-মাদল প্রদান করা হয়।

এই উৎসবে জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার আদিবাসী সাংস্কৃতিক গোষ্ঠীর নৃত্য গীত পরিবেশিত হবে – চাং নৃত্য, রণপা নৃত্য, পাতা নাচ, ঝুমুর গান, ছাপল নৃত্য, ভাদু-টুসু, ঘোড়া নাচ, নাটুয়া নাচ, ছৌ নাচ, সারপা নৃত্য, করম নৃত্য, বাহা নৃত্য, ভুয়াং নৃত্য, লোকসঙ্গীত, পাইক-ঢালি-রায়বেঁশে নৃত্য এবং অন্যান্য লোকসঙ্গীত ও নৃত্য, অন্যান্য লোকসঙ্গীত এবং ত্রিপুরা, মণিপুর ও ওড়িশার প্রাদেশিক লোকনৃত্য।

মেলা প্রাঙ্গনে রয়েছে বিভিন্ন দপ্তরের ৪০ টি স্টল, সঙ্গে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ, পুরুলিয়া বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার ৪ টি সুদৃশ্য প্যাভিলিয়ন ও জঙ্গলমহলের ৬০ টি হস্তশিল্প বিক্রয় কেন্দ্র।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

আজ এখান থেকে শুরু জঙ্গলমহল উৎসবের; বিভিন্ন উপজাতির নাচ, লোকসঙ্গীত হবে এই উৎসবে

জঙ্গলমহলের ৪৫০০০ ছেলেমেয়েরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, এরাই ভারতবর্ষ গড়বে

আমরা প্রত্যেকটি থানাকে নিজেদের এলাকায় ক্রীড়া প্রতিযোগিতা করার জন্য ১ লক্ষ টাকা দিচ্ছি

ধর্মের নাম ভোট চাওয়ার রাজনীতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি

আমাদের সরকার সাধারণ মানুষের জন্য কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী, সবুজশ্রী ও সবুজ সাথী সহ বিভিন্ন পরিষেবা চালু করেছে

যে ৫৫৩ জন আজ পুরস্কৃত হয়েছেন তাদের সরকারি চাকরি দেওয়া হবে

পয়লা বৈশাখ থেকে কালিম্পং, আসানসোল ও ঝাড়গ্রাম নতুন জেলা হবে

 

Bengal gets its longest free Wi-Fi-enabled road

Bengal’s longest free WiFi-enabled road was inaugurated today. Free WiFi will be available over the entire stretch on Biswa Bangla Sarani, between its intersection with Eastern Metropolitan bypass on one side and VIP Road on the other via New Town covering a distance of 13.5km.

The inaugural programme was held at Nabadiganta Industrial Township Authority (NTIA) where the State Urban Development Minister did the honours. The step has been taken to facilitate IT professionals.

Free WiFi will also be available on Ring road. So long this facility was available from VIP Road — Biswa Bangla Sarani intersection till Technopolis more.

The facility will be extended till EM bypass on Tuesday. WiFi for the first half an hour will be free of cost and subsequently, the service will require one to pay. Free WiFi connection will help Airport-bound professionals taking Biswa Bangla Sarani.

The thoroughfare is used by hundreds of IT professionals from their homes to their working place. The facility will help them along with students going to different educational institutions in New Town.

 

বাংলার দীর্ঘতম WiFi যুক্ত সড়ক হল বিশ্ব বাংলা সরণি

আজ উদ্বোধন করা হল বাংলার দীর্ঘতম WiFi যুক্ত সড়কের। এই পরিষেবা পাওয়া যাবে পুরো বিশ্ববঙ্গ সরণি জুড়ে। একদিকে ই এম বাইপাসের সংযোগস্থল থেকে অন্যদিকে নিউ টাউন হয়ে ভিআইপি রোডের সংযোগস্থল পর্যন্ত মোট ১৩.৫ কিঃ মিঃ রাস্তাজুড়েই মিলবে এই পরিষেবা।

আজ নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ আধিকারিক ভবনে এই পরিষেবার উদ্বোধন করলেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী।

রিং রোডেও এই পরিষেবা পাওয়া যাবে। এতদিন পর্যন্ত এই WiFi পরিষেবা শুধুমাত্র ভিআইপি রোড ও বিশ্ববঙ্গ সরণির সংযোগস্থল থেকে টেকনোপলিস পর্যন্ত পাওয়া যেত। আজ থেকে ই এম বাইপাস পর্যন্ত বাড়ানো হল।

প্রথম আধ ঘণ্টা এই পরিষেবা বিনামুল্যে পাওয়া যাবে WiFi। এই পরিষেবার মাধ্যমে বিশ্ববঙ্গ সরণি থেকে বিমানবন্দরগামী রাস্তায় যে তথ্যপ্রযুক্তি কোম্পানি গুলি আছে সেখানে কর্মরত পেশাদারদের সাহায্য হবে। এছাড়াও নিউটাউনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদেরও সাহায্য হবে।

Bengal Safari Park to roll out Tiger Safari soon

Bengal Safari Park in north Bengal will soon roll out the much-awaited Royal Bengal Tiger safari by the end of January. Two Royal Bengal tigers brought from Odisha have already arrived at the park.

Two tigers – a male and a female – are being kept in isolation for at least three weeks before being put inside the enclosure and put up for public viewing. Park authorities have already constructed a tiger enclosure over 20 hectares.

The park is the biggest jungle safari in the state and is fast emerging as a major tourist attraction. The park is spread over 297 hectares of natural forest land consisting of sal and other trees. The park will have four large safaris like mixed herbivore safari (91 ha) and tiger safari (20 ha).

The mixed herbivore safari is already doing brisk business while the tiger safari would add to the attraction. Visitors are taken to these safaris in specially designed vehicles.

Lesser cats, fresh water crocodile and gharial and representative birds of North Bengal are displayed in large enclosures in the park here.

Night shelters, pavilions and gardens will be created for the tigers. Artificial hills and streams will also be created to give the park a completely natural look. Visitors would be able to watch tigers from a separate enclosure. A hospital for injured tigers is almost ready too.

 

উত্তরবঙ্গের ‘বেঙ্গল সাফারি পার্কে’ চালু হতে চলেছে ‘টাইগার সাফারি’

উত্তরবঙ্গের ‘বেঙ্গল সাফারি পার্কে’ খুব শিগগিরি চালু হতে চলেছে ‘টাইগার সাফারি’; জানুয়ারী মাসের শেষেই এর উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উড়িষ্যা থেকে দুটি রয়াল বেঙ্গল টাইগার হয়েছে এই সাফারি পার্কে।

লোকসমক্ষে আনার আগে বাঘ দুটিকে তিন সপ্তাহ ‘আইসোলেশনে’ রাখা হবে। এর জন্য একটি ২০ হেক্টরের ‘টাইগার এনক্লোজার’ বানানো হয়েছে।

এই পার্কটি রাজ্যের সবচেয়ে বড় জঙ্গল সাফারি পার্ক। পর্যটন কেন্দ্র হিসেবে খ্যাতিও অর্জন করেছে বেঙ্গল সাফারি পার্ক। ২৯৭ হেক্টরের এই পার্কটি তৈরী হয়েছে প্রাকৃতিক জঙ্গলেই। টাইগার সাফারি ছাড়াও এই পার্কে থাকছে তৃণভোজী প্রাণীর সাফারি। বিশেষ গাড়ি করে এই সাফারিতে নিয়ে যাওয়া হয় পর্যটকদের।

বাঘ ছাড়াও এখানে রয়েছে অন্যান্য বিড়াল প্রজাতির পশু, কুমির, ঘড়িয়াল ও নানা প্রজাতির পাখি। তৈরী হচ্ছে বাঘেদের জন্য নাইট শেল্টার। কৃত্তিম পাহাড় ও ঝর্ণা তৈরী করার পরিকল্পনাও রয়েছে। বিশেষ ‘এনক্লোজার’ থেকে বাঘ দেখতে পারবেন পর্যটকরা।

Mamata Banerjee completes two years on Twitter

On the occasion of the Foundation Day of the All India Trinamool Congress, on January 1, 2015, West Bengal Chief Minister and Trinamool Chairperson Mamata Banerjee joined micro blogging website Twitter, calling it a new beginning. She greeted people on the New Year 2015 in her first ever tweet.

Within two years, @Mamataofficial has around 7.05 lakh followers and has posted 2162 tweets.

Mamata Banerjee has been tweeting on varied issues, ranging from making political statements, to greeting people, paying homage to icons on their birth/death anniversaries or congratulating sporting personalities for achieving success and sharing new about development in Bengal.

Here are some of top her tweets:

 

 

My life has been one of struggle. I’m not afraid of them: Mamata Banerjee, throwing down the gauntlet to the BJP

A day before the 50-day deadline for depositing demonetised Rs 500 and Rs 1,000 currency notes is due, Bengal Chief Minister Mamata Banerjee hit out strongly at this anti-poor policy of the Prime Minister.

She said that the “country went through a tumultuous situation” as a result of demonetisation yet the Prime Minister “has not been able to” “bring back black money” that he had promised.

“Poor people are suffering because the Centre wanted to help 50 families”, she said, referring to certain high-profile people who are alleged to have put their black money in foreign accounts. “This is an anti-poor Government”.

Mamata Banerjee thanked the President “for his comments on intolerance” as a “regime of fear has been created in the country”.

She also castigated the BJP’s using the state broadcaster for its own ends, saying “Doordarshan has become Modidarshan”.

Mamata Banerjee said that because of the wrong polices and wrong decisions of the BJP-led Central Government, “the country is not safe under this Government”.

She outlined in brief the widespread ill-effect that demonetisation has had on the economy of the country: “Recession has set in. Farmers are suffering. The unorganised sector is in crisis. The revenues of States have shrunk by 25%”.

She reiterated that she and her party “will fight for the people”. She prophesied the victory of people power: “Ultimately this Government will lose and the people will win”.

The Chief Minister also criticised the Reserve Bank of India (RBI) for “not disclosing how much money it has released to which State”.

She lambasted the BJP for conducting a politics of vendetta by “targeting everyone who are speaking against them”. As an example, she said: “They have raided Arvind Kejriwal’s officer. Even today they carried out raids in Delhi”.

She also reminded the people about the BJP patriarch Atal Bihari Vajpayee asking “Modi to follow Raj Dharma after the Gujarat riots”.

Mamata Banerjee further pointed out the complete lack of sympathy that the Central Government has had for the sufferings it has brought on to the people: “111 people have lost their lives. How many BJP leaders have visited their houses?”

Further, the BJP’s “political vindictiveness can boomerang on them“ as “they are in power today but tomorrow they will not be”.

She exhorted the people of the country to teach the BJP a lesson by “defeating them in UP, Punjab, Uttarakhand and wherever else elections are going to be held”.

Mamata Banerjee also questioned the Centre’s asking “a State (Bengal) to foot the bill” for its sending the CRPF to the State.

Mamata Banerjee though said that she is “not afraid of them” as her “life has been one of struggle”; she does not mind to put up a further struggle.

The Chief Minister ender her press conference by making an announcement that is sure to bring a smile to the faces of State Government employees: “The West Bengal Government will give 10% DA (dearness allowance) to employees in January”.

 

আমি জীবনে অনেক লড়াই করেছি, লড়াইকে আমি ভয় পাই নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

নোট বাতিলের পঞ্চাশ দিন পূর্তিতে মোদি সরকারকে গরীব বিরোধী সরকার বলে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

তিনি বলেন প্রধানমন্ত্রীর ঘোষণার যে উদ্দেশ্য ছিল, তা ব্যর্থ হয়েছে। উনি বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনতে পারেননি।

তিনি ৫০ জন ধনীর জন্য ১১০ কোটি ভারতবাসীর দুর্দশার কারণ হয়েছেন। দেশের নিরাপত্তা বিক্রি করে দেওয়া হয়েছে। হাই প্রোফাইল লোকেরা যারা নিজেদের কালো টাকা বিদেশে রেখেছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন ‘এই সরকার গরীব মানুষের বিরোধী”।

দেশের মানুষকে আজ ভয় দেখানো হচ্ছে, অসহিষ্ণুতার প্রতি রাষ্ট্রপতির মন্তব্যের জন্য তাঁকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।

বিজেপির সমালোচনা করে তিনি বলেন, “দূরদর্শন এখন মোদীদর্শন হয়ে গেছে”।

তিনি আরও বলেন বিজেপি পরিচালিত সরকাররের ভুল নীতি ও সিদ্ধান্তের কথা  ফলে দেশ আজ চরম বিপদের সম্মুখীন। এই সরকারের অধীনে দেশ সুরক্ষিত নয়।

নোট বদলের জন্য দেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এদিন  জাতীয় সরকার গড়ার ডাক দেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, নোট বাতিল দেশের অর্থনীতির ওপর গভীর প্রভাব ফেলেছে। অর্থনৈতিক মন্দা তৈরি হয়েছে। কৃষকরা ভুগছে। অসংগঠিত সংস্থাগুলো সংকটে। রাজ্যের অ্যায় ২৫ শতাংশ কমে গেছে। দেশে একটা সমান্তরাল অর্থীনীতি চালানোর চেষ্টা চলছে। সেই অর্থনীতিতে জনতার সর্বনাশ হবে। আগে ব্যাঙ্ক ছিল ন্যাশনালাইজড, এখন হয়েছে ডিমরালাইজড।

তিনি মানুষের জন্য লড়াই চালিয়ে যাবেন এবং শেষ পর্যন্ত সরকার হারবে আর সাধারণ মানুষের জয় হবে। যারা ওদের বিরোধিতা করছে ওরা তাদের পেছনে এজেন্সি লাগিয়ে দিচ্ছে। উদাহরণস্বরূপ তিনি বলেন,  কয়েকদিন আগেই কেজরিওয়ালের অফিসে রেড করেছে ওরা।

মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের এই ড্রাকোনিয়ান সিদ্ধান্তের ফলে ১১১ জন মানুষ প্রাণ হারিয়েছেন। তাদের কত জনের বাড়িতে গেছেন বিজেপি নেতারা এই প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্রী।

বিজেপির এই প্রতিহিংসামূলক রাজনীতি বুমেরাং হয়ে তাদের কাছে ফিরে যেতে পারে কোনদিন। আজ তারা ক্ষমতায় আছে কিন্তু আগামীকাল নাও থাকতে পারে। জনসাধারণের কাছে আসন্ন উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও উত্তরাখণ্ডের নির্বাচনে বিজেপিকে পরাজিত করে তাদের উচিত শিক্ষা দেওয়ার আবেদন জানান তিনি।

তিনি বলেন লড়াই করতে তিনি ভয় পান না এর আগেও তিনি অনেক সংগ্রাম করেছেন। নতুন সংগ্রামের জন্যও তিনি প্রস্তুত।

সাংবাদিক বৈঠকের শেষে তিনি জানান, আগামী ১ জানুয়ারি থেকে রাজ্য সরকারী কর্মীদের ১০ শতাংশ মহার্ঘ্য ভাতা (ডি এ) দেওয়া হবে।

 

 

 

 

 

 

From darkness to light, through Swabalamban Special & Muktir Aalo

Chief Minister Mamata Banerjee, since coming to power, has strived hard to bring about a significant change in Bengal; and she has succeeded to a large extent, though efforts and new ideas are ever-flowing.

Among the many innovative schemes introduced by the Trinamool Congress-led State Government, two schemes have tried to bring about a major change to the lives of a group of people who have hitherto been mostly neglected – prostitutes.

Through ‘Swabalamban Special’ and ‘Muktir Aalo’, the Government has tried to bring back into the mainstream prostitutes and girls who had been trafficked and rescued, but have not been accepted back into society (many of whom live in Government-maintained homes).

A hundred women, many of whom are illiterate, have been trained in three things – acting, block printing and spice-making. After undergoing a four-month training, divided into two sets of workshops, conducted by the Department of Women & Child Development and Social Welfare, these women received their certificates from the concerned Minister, Dr Sashi Panja.

It is hoped that this training would help these women to reconstruct their lives in a meaningful manner. These courses have proved to be a boon for many women.

 

রাজ্য সরকারের ‘স্ববলম্বন স্পেশ্যাল’ ও ‘মুক্তির আলো’ প্রকল্পে ঘুরে দাঁড়াচ্ছে অবহেলিতা নারীরা

ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় এক যুগান্তকারী পরিবর্তন আনায় সচেষ্ট হয়েছেন। নিত্যনতুন চিন্তা ভাবনা ও কর্ম প্রয়াসের মাধ্যমে তিনি অনেক ক্ষেত্রে সফলও হয়েছেন।

তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের প্রচুর অভূতপূর্ব প্রকল্পের মধ্যে দু’টি প্রকল্প সমাজের একটি অবহেলিত অংশকে আশার আলো দেখাতে খুব সাহায্য করছে।

বিভিন্ন সরকারি হোমে থাকা পাচার হওয়া থেকে উদ্ধার হওয়া মেয়েদের সমাজের মুলস্রোতে ফিরিয়ে আনতে সরকারের দুটি প্রকল্প স্ববলম্বন স্পেশ্যাল ও মুক্তির আলো।

একশো জন মহিলাকে যাদের বেশিভাগই নিরক্ষর, তিনটি কাজে হাতেখড়ি দেওয়া হচ্ছে – অভিনয়, ব্লক পেন্টিং এবং মশলা তৈরি। নারী-শিশু ও সমাজ কল্যান বিষয়ক দপ্তরের তত্ত্বাবধানে দু’টি কর্মশালায় ভাগ করে চার মাসের প্রশিক্ষণ দেওয়ার পর তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

আশা করা যায়, এই প্রশিক্ষণের মাধ্যমে এই সকল মহিলারা আবার তাদের জীবন নতুনভাবে শুরু করতে পারবে। ইতিমধ্যেই এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে অনেক মহিলাকে উপকৃত হয়েছেন।

‘Modi hatao, Desh bachao’ is our slogan: Mamata Banerjee

Trinamool Chairperson today came down heavily on the Narendra Modi government at Centre over the issue of demonetisation and said that a man who does not even trust his own countrymen, is not fit to lead the nation. She announced that Trinamool will launch statewide protests across 1 January and 8 January, 2017 with the slogan ‘Modi hatao, Desh bachao’.

Addressing the media after a meeting of the party’s core committee at Trinamool Bhavan, Mamata Banerjee said the Nadrendra Modi government has lost credibility and had no moral right to remain in office. “A person who started his career with riots, cannot govern the country,” she added.

Calling demonetisation the biggest scam since independence, Mamata Banerjee said it was a matter of concern that people were losing their trust on the banks. India is on the brink of an economic disaster, she added.

Upping the ante against the Centre, the Chairperson said, “They have modified their decision from dawn to dusk. Who is running the country? Alibaba and his four associates are bulldozing their opinion on the country.”

“We understood the dangerous effects of demonetisation and reacted in 40 minutes. Good others have joined. More will. Better late than never,” Mamata Banerjee said.

 

মোদি হাটাও দেশ বাঁচাও আমাদের স্লোগানঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ আবারও নোট বাতিল ইস্যুতে কেন্দ্রীয় সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এমন একজন মানুষ সরকার চালাচ্ছেন যে নিজের দেশের মানুষকেই বিশ্বাস করে না। তিনি ঘোষণা করেন যে আগামী ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে নোট বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করবে, স্লোগান হবে মোদি হাটাও দেশ বাঁচাও।

তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করার সময় তিনি বলেন, মোদি সরকার মোদী সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে। তাদের বিশ্বাসযোগ্যতা শেষ হয়ে গেছে। তিনি আরও বলেন, “যিনি দাঙ্গার মাধ্যমে নিজের রাজনৈতিক জীবন শুরু করেছে তিনি দেশ চালাতে পারে না”।

স্বাধীনতার পর থেকে নোট বাতিল সবচেয়ে বড় কেলেঙ্কারি একথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন “মানুষ ব্যাঙ্কের প্রতি বিশ্বাস হারাচ্ছে। এটা খুব চিন্তার বিষয়। অর্থনৈতিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে দেশ।সূর্যোদয় থেকে সূর্যাস্ত দিনরাত ওরা নিয়ম বদল করছে, দেশটা চালাচ্ছে কে? আলিবাবা ও তাঁর চার সাঙ্গপাঙ্গ জোর করে নিজেদের মতামত দেশের ওপর চাপিয়ে দিচ্ছে”।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নোট বাতিলের বিপজ্জনক প্রভাবের কথা বুঝতে পেরে আমরা শুরু থেকেই এর বিরোধিতা করছি।এখন আরও অনেকে বিরোধিতা শুরু করেছেন। বেটার লেট দ্যান নেভার”।

 

Sabujshree Scheme initiated in Singur

The Sabujshree Scheme, which is a brainchild of Chief Minister Mamata Banerjee, was initiated in Singur last Wednesday by State Education Minister, Partha Chatterjee by handing over saplings of mahogany and sandalwood to new mothers.

Sabujshree is an innovative scheme which connects two noble causes – protecting the environment and promoting girl children.

Under the scheme, the mother of a new-born girl child is handed over saplings for free to plant in some place where she or her family can take care of it – so the tree grows up under her care just like her girl child.

After the ceremony for Sabujshree, the Minister participated in an administrative meeting on agriculture.

At the press conference following the meeting, the Education Minister said that, after the Supreme Court had restored the land in Singur to the farmers who originally owned them, Mamata Banerjee had re-started cultivation there by planting mustard and potato seeds. Next, the Government is looking into ways to help the farmers to start planting crops for the boro season.

He also said that the Mamata Banerjee-led State Government is very keen that cultivation is re-started on the same scale as earlier. As an incentive, the State Government is giving Rs 10,000 as well as other benefits to the farmers who start cultivating their lands.

 

সিঙ্গুরে সূচনা হল সবুজশ্রী প্রকল্প

বুধবার সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজশ্রী প্রকল্প চালু করলেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন সিঙ্গুরের বিডিও অফিসে একটি অনুষ্ঠানে সদ্যোজাত মায়েদের হাতে মেহগনি ও চন্দন গাছের চারা তুলে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

সবুজশ্রী প্রকল্পের লক্ষ্য পরিবেশ রক্ষার পাশাপাশি কন্যা সন্তানদের ভবিষ্যৎ কিছুটা হলেও সুরক্ষিত করা এবং তাদের স্বনির্ভর করে তোলা।

এই প্রকল্পের আওতায় নবজাতকের নামে পরিবারকে একটি করে অর্থকরী গাছের চারা দেবে সরকার। শিশুটির নামেই গাছটিকে বড় করে তুলবে তার পরিবার। ২০-২৫ বছর পরে সেই গাছ বিক্রি করে যে-টাকা পাওয়া যাবে, সেটাই তখন সাবালক হয়ে ওঠা সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলার কাজে লাগবে।

অনুষ্ঠানের পর শিক্ষামন্ত্রী কৃষি সংক্রান্ত একটি প্রশাসনিক বৈঠক করেন।

বৈঠকে পর সাংবাদিকদের মন্ত্রী বলেন, সিঙ্গুরে জমি ফেরতের পর মুখ্যমন্ত্রী এখানে চাষের সূচনা করেছিলেন। এরপর এখানে সরষে ও আলু চাষ শুরু হয়েছে। এখন তাদের লক্ষ্য বোরো চাষ শুরু করা।

তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত মা-মাটি-মানুষ সরকারের একান্ত ইচ্ছা কৃষকরা চাষ করুন। যারা চাষ করবেন তাদের ১০ হাজার টাকা ও অন্যান্য আনুষঙ্গিক সাহায্য দেওয়া হবে।

 

 

Mamata Banerjee slams Centre on Tamil Nadu Chief Secretary raid

Bengal Chief Minister Mamata Banerjee today slammed the Centre after central agencies carried out raids at the residence of the Chief Secretary of Tamil Nadu.

Calling it “vindictive” and “unethical”, the Chief Minister wondered if the raid was aimed at disturbing the federal structure. She also demanded to know why raids are not conducted on Amit Shah or others who collect money.

Here is her full statement:

Earlier the Principal Secretary of Arvind Kejriwal was raided and harassed. Now I read Chief Secretary of Tamil Nadu has also been raided. Why this vindictive, unethical, technically improper action? Is it only to disturb the federal structure? Why don’t they raid Amit Shah and others who are collecting money?

While corruption needs to be condemned strongly, the raid on Chief Secretary of Tamil Nadu by Central agencies devalues the institution of head of the civil service.

The proper procedure should have been to take the State leadership into confidence and removing him from the post prior to any preemptive action, based on information.

 

তামিলনাড়ু মুখ্যসচিব এর বাসভবনে আয়কর ভবনের তল্লাশির তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী

কেন্দ্রীয় সংস্থা তামিলনাড়ু মুখ্যসচিব এর বাসভবনে অভিযান চালানোয় কেন্দ্রের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই পদক্ষেপকে “প্রতিহিংসাপরায়ণ” এবং “অনৈতিক” বলে মুখ্যমন্ত্রী জানান যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আঘাত করাই পদক্ষেপের লক্ষ্য।  কেন অমিত শাহ বা যারা টাকা সংগ্রহ করছে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে না বলেও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।

টুইটারে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়াঃ

আগে অরবিন্দ কেজরিওয়ালের প্রধান সচিবকে হেনস্থা করেছে। এখন তামিলনাড়ুর মুখ্য সচিবের কথা পড়লাম। তাঁর বাড়িতে তল্লাশি চালাচ্ছে আয়কর দপ্তর।

কেন এমন উদ্দেশ্যপ্রণোদিত, প্রতিহিংসাপরায়ণ, অনৈতিক পদক্ষেপ? যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করতেই এই পদক্ষেপ/ চক্রান্ত?

কেন ওরা অমিত শাহ এবং অন্যান্যরা যারা টাকা সংগ্রহ করছে তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে না?

দুর্নীতি দমনের তীব্র নিন্দা করা উচিত কিন্তু কেন্দ্রীয় সংস্থাগুলি যেভাবে তামিলনাড়ু মুখ্যসচিবের বাড়িতে অভিযান চালালো তা সিভিল সার্ভিসেস ব্যবস্থার অবমাননা।

এমন ঘটনায় শীর্ষ আমলাদের সঙ্গে গুরুত্বের অবনমন হয়। রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনাই সঠিক পদ্ধতি।

Bengal CM inaugurates numerous projects for East Midnapore district

Bengal Chief Minister Mamata Banerjee inaugurates and lays the foundation stones for a bouquet of developmental processes for East Midnapore district at Kolaghat today. She also addresses a public meeting.

Among the projects to be inaugurated by the Chief Minister today includes a power sub-station, Kisan Bazars, a marketing hub, a fire station, solar powered irrigation projects, government offices, a host of road projects and CCTV control room for Digha.

The Bengal Chief Minister also lays foundation stones for numerous projects including a college, a power station, road projects, river-bank renovation projects, a hostel and godowns for agicultural produces.

She also distributes benefits like cuclys under Sabuj Sathi, Geetanjali, Shikshashree, equipment for fishermen, agricultural machinery and scholarships and grants.

 

Here are some excerpts of her speech: 

We conducted the last administrative review meeting of the year today

We will conduct a state-level administrative meeting in Kolkata on 6 January

A new division is coming up in Midnapore regions for better governance

A new road project has been taken up to connect south Bengal with north Bengal

We have sanctioned a 90 km long 3 lane expressway from Nandakumar to Henria

From marketing centres to polytechnics, we are taking several development initiatives for East Midnapore

We will modernise Kolaghat thermal power station in a phase wise manner

 

পূর্ব মেদিনীপুরে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও পরিষেবা প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাওয়ার সাব স্টেশন, কিষাণ বাজার, মার্কেটিং হাব, দমকল কেন্দ্র, সৌরচালিত ক্ষুদ্র সেচ প্রকল্প, সরকারি ভবন, রাস্তা সহ সিসিটিভি কন্ট্রোল রুম ইত্যাদি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।এছাড়া একটি কলেজ, একটি পাওয়ার সাব স্টেশন, রাস্তা, নদীর পাড় সংস্করণ, ছাত্রাবাস সহ বিভিন্ন সেচ প্রকল্পের শুভ শিলান্যাসও করেন তিনি।

সবুজ সাথী প্রকল্পে ছাত্র-ছাত্রীদের সাইকেল, গীতাঞ্জলি, শিক্ষাশ্রী, কৃষক বার্ধক্য ভাতা, মৎস্যজীবীদের তাদের প্রয়োজনীয় সরঞ্জাম, বিভিন্ন কৃষি যন্ত্রপাতি, স্কলারশিপ ইত্যাদি পরিষেবাও প্রদান করেন মুখ্যমন্ত্রী।

এদিন সভামঞ্চ থেকে তিনি জানান, আজকের এই বৈঠক এই বছরের শেষ প্রশাসনিক বৈঠক। কলকাতায় আগামী ৬ জানুয়ারি একটি রাজ্য স্তরের প্রশাসনিক বৈঠক হবে।

তিনি জানান পূর্ব মেদিনীপুরে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। পূর্ব মেদিনীপুর সহ ৪টি জেলা মিলে গড়া হয়েছে মেদিনীপুর ডিভিশন।উত্তর ও দক্ষিণবঙ্গকে যুক্ত করার জন্য একটি নতুন সড়ক প্রকল্পের কাজ শুরু হয়েছে।

এছাড়া, নন্দকুমার থেকে হেঁড়িয়া পর্যন্ত  ৯০ কিমি দীর্ঘ একটি রাস্তার কাজ শুরু হবে খুব শীঘ্রই। মার্কেটিং সেন্টার থেকে পলিটেকনিক কলেজ সহ অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র ফেজ অনুযায়ী আধুনিকীকরণ করা হবে।