I want the Hills to prosper: Mamata Banerjee in Kurseong

Chief Minister Mamata Banerjee today inaugurated the sixth edition of Uttar Banga Utsab. The inaugural ceremony was held at Kurseong.

The CM inaugurated the 100-bedded ESI Hospital at Siliguri, HDU at Kurseong sub-divisional hospital, SNCU at Darjeeling hospital, and the newly-renovated blood bank at Siliguri District Hospital. The CM also launched the tiger safari at Bengal Safari Park in north Bengal.

Speaking on the occasion, she said: “We want Hills to prosper. We want peace. Violence will bear no fruit. GTA Board and local municipalities are not run by us or else we could have done much more work for the people.”

She added, “We have already formed 12 development boards in the Hills. Three more (Gurung, Khas and Hill Minority) will be set up. We have allotted Rs 264.78 crore to the various boards for carrying out developmental work. I will come back to the Hills again. I want my brothers and sisters in the Hills to be happy.”

She will also be holding the administrative review meeting for the district on January 24 where she will take a stock of the progress of the development works undertaken by the state government. She will return to Kolkata on January 25.

 

আমি পাহাড়ের উন্নতি চাইঃ কার্শিয়াঙে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ উত্তরবঙ্গে ষষ্ঠতম উত্তরবঙ্গ উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠান হয় কার্শিয়াঙে।

অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বলেন, “আমি পাহাড়ের উন্নতি চাই, পাহাড়ে শান্তি বজায় থাকুক। জিটিএ এবং স্থানীয় পুরসভা আমাদের হাতে থাকলে আমরা মানুষের জন্য আরও কাজ করতে পারতাম”।

তিনি আরও জানান, ইতিমধ্যেই তিনি বিভিন্ন জনজাতির জন্য ১২টি উন্নয়ন বোর্ড গঠন করে দিয়েছেন। আজ আরও ৩টি উন্নয়ন বোর্ডের ঘোষণা করলেন। সেগুলি হল – গুরুং ডেভেলপমেন্ট বোর্ড, খস হিতকারি ফাউণ্ডেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড ও পাহাড়িয়া মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ড। তিনি বলেন, আমি আবারও পাহাড়ে আসব। আমি চাই আমার পাহাড়ের ভাই-বোন খুশি থাকুক।

রবিবার সন্ধ্যেবেলায় তিনি দার্জিলিং পৌঁছবেন। প্রতি বছরের মত এবারও ২৩ জানুয়ারি দার্জিলিং ম্যালে নেতাজীর জন্মজয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী। হাজার হাজার মানুষের জনসমাগম হবে এই অনুষ্ঠানে।

পাহাড়ের জাতীয় এবং রাজ্য সড়ক সংস্কারের জন্য ২২০ কোটি টাকা বরাদ্দের ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। জঙ্গল মহলের মতোই পুলিশের হিমাল, তরাই ডুয়ার্স স্পোর্টসের বিভিন্ন খেলায় জয়ীদের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

আগামী ২৪ জানুয়ারি একটি প্রশাসনিক বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী সেখানে জেলার উন্নয়নমূলক কাজের পর্যালোচনা হবে। আগামী ২৫ জানুয়ারি তিনি কলকাতা ফিরবেন।

Rs 2.35 lakh crore investment proposals received at Bengal Global Business Summit 2017: Bengal CM

Speaking at the Plenary Session of the Day 2 of Bengal Global Business Summit, Bengal Chief Minister Mamata Banerjee announced that the Summit has received an investment proposal to the tune of Rs 2 lakh 35,200 crore (US$ 36 billion).

 

 

The Chief Minister announced that the investments in the major sectors as follows:

  •         Manufacturing sector: Rs 61,765 crore
  •         MSME sector: Rs 50,710 crore
  •         Urban Development sector: Rs 46,600 crore
  •         Transport sector: Rs 36,801 crore

The Chief Minister said that China will invest Rs 27,200 crore in the State while South Korea will be investing in Green City project and MoU has been signed with HIDCO in this regard

The Bengal Chief Minister said that this was the first time 29 countries participated in the Bengal Global Business Summit. In the previous two years Bengal received investment proposals worth Rs 4.93 lakh crore, she informed.

For detailed sector-wise report click here.

২.৩৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৭য়: মমতা বন্দ্যোপাধ্যায়

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৭র দ্বিতীয় দিনে প্লেনারি সেশনে বক্তব্য রাখতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এবারের সম্মেলনে ২ লক্ষ ৩৫ হাজার ২০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে।

প্রধান খাতে বিনিয়োগ:

নির্মাণ শিল্প: ৬১,৭৬৫ কোটি

ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প: ৫০,৭১০ কোটি

নগর উন্নয়ন: ৪৬,৬০০ কোটি

পরিবহণ: ৩৬,৮০১ কোটি

রাজ্যে চিন ২৭,২০০ কোটি টাকা বিনিয়োগ করবে, দক্ষিণ কোরিয়া বিনিয়োগ করবে গ্রীন সিটি প্রকল্পে। এই বিষয়ে হিডকো’র সঙ্গে মৌ সাক্ষরিত হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, এই প্রথম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ২৯টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগের দু’টি বাণিজ্য সম্মেলনে মোট ৪.৯৩ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছিল বাংলা।

 

 

 

Day 1 Highlights: Bengal Global Business Summit 2017

The first day of the Bengal Global Business Summit 2017 received accolades from the President of India on Bengal emerging as an investment destination.

11 AM: The day started with former Indian cricket team captain Sourav Ganguly making an impassioned appeal to investors to tap into the potential of Bengal. It was followed by an AV presentation on the investment opportunities in the State.

11:30 AM: Various captains of industries (YP Modi, Sanjeev Goenka, Kishore Biyani, Rakesh Bharti Mittal, Pankaj Munjal) shared their experience of running businesses in Bengal.

Sanjeev Goenka announced investment worth Rs 10000 crore in Bengal over the next few years in FMCG sector. Rakesh Bharti Mittal announced investment worth Rs 3-4000 crore more in Bengal in the next three years. YK Modi announced investments close to one billion rupees in coal bed methane project in Bengal in the next 6 years. TCG Chairman Purnendu Chatterjee announced investments close to Rs 1000 crore for HPL expansion. Hero Motors Group Chairman & MD Pankaj Munjal announced announced investments close to Rs 450 crore for cycle manufacturing.

GAIL has also decided invest Rs 6000 Crore in Bengal in the next 2-3 years including gas pipeline project.

12:00 PM: This was followed by the address by Chief Minister Mamata Banerjee. Read her full speech here.

12:30 PM: During the plenary session, the Hon’ble President of India, Pranab Mukherjee, congratulated the Chief Minister for moving ahead despite legacies of the past. He hoped when the delegates will be go back, they will be taking a part of Bengal back with them. Bengal has truly emerged as an investment destination; the presence of so many delegates is a proof of it, he said.

He later tweeted:

“Bengal Global Business Summit showcases investment opportunities in West Bengal. Growth in State GDP and revenue buoyancy of West Bengal has been impressive. Large participation in the forum, including from 29 countries shows level of interest in West Bengal amongst investors.”

1:00 PM: Delegates from partner countries and other foreign delegates graced the stage and shared their views on the opportunities for business ties with Bengal.

3 PM: The second half of the first day witnessed a Plenary Session on Start Ups and Entrepreneurship. Startups that were present in the session included big names like Naukri and Foodpanda. The session was moderated by Mohandas Pai. Five home-grown startups of Bengal were showcased in the session.

During the session, Bengal Chief Minister Mamata Banerjee said that the Government wants to encourage startups but we must ensure the money does not reach only a select few. There must be privacy in data bank, she said. Whatever business people are doing, it must be fully protected, she said. The Government wants young entrepreneurs to come up and work for the betterment of the people, she said.

Bengal Finance and Industry Minister, while speaking at the session stressed on critical thinking and innovation that is bankable. “Be a startup, be disruptive, but how do you engage common people, how do you include them into mainstream,” he asked the entrepreneurs present in the hall. He asked the people not take a job, but be an entrepreneur and create jobs. “This is the Bengal everybody wants to see,” he said.

5 PM: The last session of the day was an ‘International Multi-Country Session’ which saw representatives from Italy, Romania, Netherlands, Poland, Norway, Canada, Russia, China, Japan, Bahrain, Bangladesh, Australia, Belgium and other countries.

The Ambassador of Italy to India praised the economic and infrastructure growth in Bengal.

The delegate from Belgium focused on three sectors where Bengal and Belgium can cooperate: trading hubs, agriculture, river tourism.

The delegate from Russian Foreign Ministry announced a Russian company is planning to invest in Bengal, in chemical sector.

The delegate from the Silesia province of Poland discussed opportunities for partnership between Bengal and Silesia

The delegate from Bahrain pitched for closer business ties with Bengal.

The delegation from South Korea invited to visit the Bengal Chief Minister to visit their country.

 

 

Bengal has emerged as a business destination: President of India at Bengal Global Business Summit 2017

Hon’ble President of India inaugurated the third edition of Bengal Global Business Summit today. During his speech he said complemented the current State government for moving with liberal policies for suitable investment climate despite huge debt-stress.

The Hon’ble President said that the Bengal government is focused on growth. He also praised the Sabuj Sathi scheme of the state government.

The two-day long summit is being organised at Milan Mela Grounds, Kolkata. Business delegations from 29 countries including Japan, Germany, Poland, Netherlands, Korea, Belgium, Bangladesh, United States of America, UK, Canada, Italy, Russia, China are participating in the two-day meeting.

 

 

মাননীয় রাষ্ট্রপতির উপস্থিতিতে শুরু হল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন

ভারতের মাননীয় রাষ্ট্রপতি আজ তৃতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করলেন। দুদিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে মিলন মেলা প্রাঙ্গনে। আমেরিকা, ব্রিটেন, কানাডা, ইতালি, রাশিয়া, চীন সহ নানা দেশের প্রতিনিধিরা উপস্থিত এই সম্মেলনে।

বন্দর, খনি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে। শিল্প ও বানিজ্য দপ্তর ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অন্তর্গত বস্ত্র, রত্ন, গয়না, চামড়া, পাট, কামারশিল্প, ঢালাই ও হস্তশিল্পকেও তুলে ধরবে।

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৭য় স্টার্ট-আপ হতে চলেছে ‘মধ্যমণি’। সাম্প্রতিককালের কিছু নামকরা স্টার্ট-আপের প্রতিনিধিরা রয়েছেন এই সম্মেলন।

 

Bengal has turned around under CM Mamata Banerjee

The third edition of Bengal Global Business Summit is being held at Milan Mela Grounds with participation from business delegates from around the world.

In the last five years, Bengal has witnessed unprecedented growth under the leadership of Mamata Banerjee. Power cuts are a thing of the past; the State has formulated new policies for industry, MSME, land use, textile, maritime, tourism.

There has been a large-scale growth in infrastructure and Bengal is now the fourth largest State economy in the country. The humane-government has also excelled in social-sector development.

Here are some hard figures of the unprecedented development in Bengal since 2011:

Economic Parameters

Growth Rate of Bengal is far above the Growth Rate of India at Macroeconomic level –

India
(% Growth, 2015-2016)

Bengal
(% Growth, 2015-2016)

Gross Value Added (GVA)

7.3 12.02

Industrial Sector

7.3

10.59

Agricultural Sector

1.1

5.55

Services Sector

9.2

13.99

 

1. GSDP (at current Prices)
2010-11                                 –              Rs 4,60,959 Cr

2015-16                                 –              Rs 9,39,471 Cr

2. Fiscal Deficit (as a percentage of GSDP) has been brought down
2010-11                                 –              4.24%

2015-16                                –              2.68%

3. Revenue Deficit has been brought down
2010-11                                 –              3.75%

2015-16                                 –              1.03%

4. State’s own Taxes has doubled in four years
2010-11                                 –              Rs 21,129 Cr

2015-16                                 –              Rs 49,920 Cr

5. Plan expenditure of the Government has gone up by 3 times
2010-11                                 –              Rs 14,615 Cr

2015-16                                –              Rs 54,069 Cr

Plan Expenditure in social sector has increased by 4.5 times

  • Agriculture and Agri-allied sector has grown by 7 times
  • Physical Infrastructure has grown by 4 times

Capital Expenditure has grown by 7 times
2010-11                                 –              Rs 2,226 Cr

2015-16                                –              Rs 15,947 Cr

Growth of Infrastructure and Human Capital

  • 10,663 kms of new highways constructed and upgraded in the last 5 years
  • 10,000 kms of rural roads constructed and upgraded in the last 5 years
  • 100% electrification with quality power provided – No power cuts
  • 2,510 new Primary Schools and 3,452 Junior High Schools opened in the last 5 years
  • 1,852 Secondary Schools have been enhanced to Higher Secondary stage in the last five years
  • 46 new Government Colleges have been opened in the last five years
  • 7 new State-aided Universities and 8 new Private Universities have been set up in the last five years
  • 81 new Polytechnic Colleges have been opened in the last five years compared to 65 in 2011, thus totaling to 146
  • 170 new Industrial Training Institutes (ITIs) have been opened in the last five years compared to 80 in 2011, thus totaling to 250 ITIs
  • Significant Investment Flows between 2011 and March 2016

 

Schedule of the Bengal Global Business Summit 2017

As the Bengal Government gears up for the third edition of Bengal Global Business Summit, the stage is set with a stable State Government, remarkable growth, improved governance and record social and physical infrastructure.

West Bengal recorded a 12.02% real growth in terms of GVA in 2015-16 and the Industry sector of the state observed a growth rate of 10.59% in 2015-16. The State has framed plethora of industry friendly policies.

The two-day long Bengal Global Business Summit 2017 will bring together policy makers, corporate leaders from around the globe, delegations, academia, opinion makers to explore business opportunities, forge partnerships and collaborations.

Come to Bengal, Ride the Growth!

 

তৃতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের জন্য প্রস্তুত বাংলা। বাংলা এখন উন্নয়নের পথে। সামাজিক ও অর্থনৈতিক পরিকাঠামো থেকে শুরু করে সব কিছুতেই এখন এগিয়ে পশ্চিমবাংলা।

২০১৫-১৬ সালে পশ্চিমবাংলার GVA গ্রোথ ছিল রেকর্ড পরিমান ১২.২%। ২০১৫-১৬ সালে শিল্পক্ষেত্রে বৃদ্ধির হার ১০.৫৯%।

দুদিনব্যাপী এই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে সারা বিশ্বের বিভিন্ন উদ্যগপতি ও কর্পোরেট নেতারা ও  শিল্পপতিদের প্রতিনিধি দল অংশগ্রহণ করবেন।

Come to Bengal, Ride the Growth!

 

Here is the schedule for the two-day Summit:

 

Day 1: January 20, 2017

BGBS 1

 

Day 2: January 21, 2107

BGBS 4

Country’s first financial and legal hub coming up in Newtown

The country’s first ever financial and legal services hub will soon come up on 100 acre of land in the Commercial Business District Zone of Newtown.

Twenty two financial institutions have bought plots in the hub, namely State Bank of India, Bank of India, Allahabad Bank, Bank of Baroda, Corporation Bank, Canara Bank, Punjab National Bank, Syndicate Bank, Karnataka Bank, Union Bank of India, Indian Bank, Andhra Bank, Vijaya Bank, United Bank of India, Shriram Credit, Bandhan Bank, UCO Bank, National Insurance, Directorate of Revenue Intelligence, West Bengal Industrial Development Finance Corporation, The Institute of Chartered Accountants of India and West Bengal Financial Corporation.

Participation has also been invited for strategic investors in an ‘iconic tower’ at the financial and legal services hub by means of reverse e-auctioning. A cluster of financial institutions will be involved in the project. Additional plots are also available.

In addition to the legal hub, a commercial court is also planned to come up at the location. A Bench of the National Green tribunal is already functioning and a business and arbitration centre is in operation for promoting ease of doing business.

দেশের প্রথম অর্থনৈতিক ও আইনি পরিষেবার হাবতৈরী হচ্ছে নিউটাউনে

কলকাতার নিউ টাউনে তৈরি হচ্ছে দেশের প্রথম ‘অর্থনৈতিক ও আইনি পরিষেবার হাব’। ১০০ একর জমির অপ্র তৈরি হবে এই হাবটি।

২২টি প্রতিষ্ঠান এই হাব থেকে জমি কিনেছে। সেগুলি হল – স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এলাহাবাদ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ  বরোদা, কর্পোরেশন ব্যাংক, কানাড়া ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সিন্ডিকেট ব্যাঙ্ক, কর্ণাটক ব্যাংক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাংক, বিজয়া ব্যাঙ্ক, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, শ্রীরাম ক্রেডিট, বন্ধন ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া, ও ওয়েস্ট বেঙ্গল ফাইনান্স কর্পোরেশন।

অর্থনৈতিক প্রতিষ্ঠানের একটি ক্লাস্টারও এই প্রজেক্টের অন্তর্ভুক্ত। এছাড়া  অনেক অতিরিক্ত জমিও রয়েছে।

আইন পরিষেবার হাব ছাড়াও কমার্শিয়াল কোর্ট তৈরির পরিকল্পনা চলছে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের একটি বেঞ্চ ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে।

 

Third edition of Bengal Global Business Summit to be biggest so far

This year, the third edition of Bengal Global Business Summit (BGBS) will be organised at Milan Mela, and will be the biggest summit so far. The  venue will have top-class facilities and security arrangements for delegates.

The state government laid no stone unturned to strongly promote the event. The city was decked up with hoardings and billboards displaying the objectives of BGBS and the tag line ‘Come to Bengal, Ride the growth’. The hoardings were seen on most of the busiest road crossings and intersections.

Port, mining and MSME will be the main areas of focus at the 2017 edition of the summit. The state government recently framed a Maritime Policy, with the help of global analytical company CRISIL. With that, the government has also opened the ways to widen ‘port-based industrialisation’ to give an edge to Bengal’s trade scenario.

Promoting the state as the possessor of the third largest ‘mineral resource’ across India, the Bengal government will look to get investment in mining sector as well. The Commerce and Industry department will promote sectors like textile, gems and jewellery, leather, jute, forging, casting, apparel and handicraft under MSMEs.

Startups are also in focus at the Summit this year. On 20 January, 2017, there will be a ‘Plenary Session on Start Ups & Entrepreneurship’ and on the second day, a special session on startups is scheduled.

 

এবছরের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন এখনও পর্যন্ত সবথেকে বড়

আগামীকাল থেকে শুরু হচ্ছে তৃতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। দুদিনের এই সম্মেলন হবে মিলনমেলায়। চলবে শনিবার পর্যন্ত।

এই উপলক্ষে হোর্ডিং ও ব্যানারে সেজে উঠেছে গোটা কলকাতা। শহরের বিভিন্ন প্রান্তে ব্যস্ততম ক্রসিংগুলোতে লাগানো হয়েছে এইসব হোর্ডিং। যার ট্যাগ লাইন হল ‘Come to Bengal, Ride the growth’. চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

২০১৭–‌র বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রধান আকর্ষণ দুটো— এক, চীন। আর দুই, উদ্ভাবনী নতুন ব্যবসা, শিল্প জগতে এখন ‘স্টার্ট আপ’ নামে যার পরিচয়। বন্দর, খনিজ শক্তি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এই সম্মেলনে বিশেষ গুরুত্ব পাবে। এছাড়াও যে বিষয়গুলিতে নজর দেওয়া হচ্ছে সেগুলি হল – জলপথ পরিবহন, অসামরিক বিমান পরিষেবা, গাড়ি, ক্রীড়া ও পরিকাঠামো বিষয়ক শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ, স্বাস্থ্য, শিক্ষা, কর্মদক্ষতা, তথ্যপ্রযুক্তি, নগরোন্নয়ন, অরথ-আইন বিষয়ক ক্ষেত্র, পর্যটন ও বিনোদন ইত্যাদি।

সম্মেলনে উপস্থিত থাকবেন বিভিন্ন শিল্পক্ষেত্রের ২৫টি সংস্থার প্রতিনিধিরা। উদ্ভাবনী নতুন ব্যবসা স্থাপনের অনুকূল পরিবেশ তৈরি করার জন্যই বিশ্ব বঙ্গ সম্মেলনে স্টার্ট আপ–‌কে গুরুত্ব দেওয়া হচ্ছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, কলকাতার ইনোভেশন পার্ক চিহ্নিত করে দিয়েছে স্থানীয় বেশ কিছু সম্ভাবনাময় স্টার্ট আপ। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে যাতে স্টার্ট আপ কর্ণধাররা অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে পারেন।

আগামী ২০ জানুয়ারি ‘Plenary Session on Start Ups & Entrepreneurship’ এর একটি সেশন হবে এবং সম্মেলনের দ্বিতীয় দিনে স্টার্টআপের ওপর একটি বিশেষ সেশন হবে।

Bengal to focus on girl, EWS students: Partha Chatterjee

Bengal government will lay special emphasis on progress and welfare of girl students and those coming from economically weaker sections of the society, state Education Minister Partha Chatterjee said.

“We will give special focus on girl students and those coming from the economically weaker sections (EWS). The government will also look into excellence in education as well as employability of the passing out students,” he said at the 10th convocation of St Xavier’s College.

He added, “I will also request all the universities to undertake a review of their curricula and to take steps to meet today’s requirements and also to interact with industrial houses.”

 

অর্থনৈতিকভাবে পিছিয়ে পরা ছাত্রছাত্রীদের ওপর বিশেষ গুরুত্ব দেবে রাজ্য সরকারঃ পার্থ চট্টোপাধ্যায়

অর্থনৈতিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য শিক্ষার অগ্রগতি ও কল্যানের জন্য তাদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

সেন্ট জেভিয়ার্স কলজের সমাবর্তন অনুষ্ঠানে এসে শিক্ষামন্ত্রী বলেন, যেসকল ছাত্রীরা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে (EWS) তাদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের দিকেও নজর দেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি।

তিনি আরও বলেন আমি বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ করব তাদের পাঠক্রম নিয়ে পর্যালোচনা করার এবং বর্তমান প্রয়োজনীয়তা সম্পর্কে পদক্ষেপ গ্রহণ করার জন্য এবং শিল্প সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রাখার জন্য।

 

Shramik Mela to be organised in 36 different places in state

In a bid to help all workers from both the organised and unorganised sectors derive the benefits given by the state government, the state Labour department has taken a unique initiative of making people aware of the benefits by organising state-wide Shramik Mela.

Besides providing different benefits to workers of organised sectors, the state Labour department is targeting to provide Samajik Mukti Card to all the 1.5 crore workers in the unorganised sector. After the change of the guard in the state, the state Labour department has given Samajik Mukti Card to around 90 lakh workers. While from 2000 to 2011, the erstwhile Left Front government had brought only 23 lakh workers from unorganised sector under the scheme to provide them different benefits.

The Shramik Mela will get organised at 36 different places including Darjeeling, Kalimpong, Raiganj, Alipurduar, Cooch Behar, Malda, Berhampore, Kalyani, Bolpur, Burdwan, Katwa, Asansol, Purulia, Bankura, Khatra, Tamluk, Haldia, Baruipur, Barrackpore, Diamond Harbour, Chinsurah, Arambagh and Kolkata. In each of the places, the mela will continue for two days in January.

In Kolkata, the Shramik Mela will be organised on January 27 and 28 at Jatin Das Park. There will be discussions on different issues related to labour laws and other aspects of the lives of workers. There will be stalls in the Shramik Mela from where visitors will get aware of the labour laws.

There will also be awareness camp on minimum wages of labourers. At the same time, they could also learn what their family members should do in case they face any accident while working in their respective places of work. There will also be programmes like financial assistance distribution among workers from 61 different unorganised sectors. There will also be awareness camp in the Shramik Mela about the employment bank.

 

রাজ্যের ৩৬টি স্থানে অনুষ্ঠিত হবে শ্রমিক মেলা

সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা যাতে রাজ্য সরকারের তরফ থেকে প্রদান করা সকল সুযোগ সুবিধার ব্যাপারে অবগত হতে পারেন, তাই রাজ্যের ৩৬টি জায়গায় শ্রমিক মেলা অনুষ্ঠিত করার উদ্যোগ নিয়েছে রাজ্য শ্রমিক দপ্তর।

শ্রমিক মেলা অনুষ্ঠিত হবে দার্জিলিং, কালিম্পং, রায়গঞ্জ, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, বহরমপুর, কল্যাণী, বোলপুর, বর্ধমান, কাটোয়া, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, খাটরা, তমলুক, হলদিয়া, বারুইপুর, বারাকপুর, ডায়মন্ড হারবার, চুঁচুড়া, আরামবাগ ও কলকাতা সহ রাজ্যের ৩৬টি জায়গায়। প্রতিটি স্থানে ২দিন করে মেলা অনুষ্ঠিত হবে।

কলকাতায় শ্রমিক মেলা অনুষ্ঠিত হবে ২৭ ও ২৮শে জানুয়ারি যতীন দাস পার্কে।

এই মেলার বিভিন্ন স্টল থেকে শ্রমিক আইন সম্বন্ধে বিস্তারিত জানতে পারা যাবে। ন্যুনতম মজুরির ব্যাপারেও সচেতনতা বাড়ানো হবে। শ্রমিক পরিবারের লোকেরাও জানতে পারবেন কর্মস্থলে দুর্ঘটনা ঘটলে তাঁদের কি করনীয়। এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ব্যাপারেও সচেতনতা ক্যাম্প থাকবে শ্রমিক মেলায়।

উল্লেখ্য, সংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নানারকম সুবিধা প্রদানের পাশাপাশি, রাজ্য শ্রমিক দপ্তর অসংগঠিত ক্ষেত্রে দেড় কোটি শ্রমিককে ‘সামাজিক মুক্তি কার্ড’ প্রদান করার লক্ষ রেখেছে। সরকার বদলের পর রাজ্য শ্রমিক দপ্তর ৯০ লক্ষ সামাজিক মুক্তি কার্ড ইতিমধ্যেই প্রদান করেছে। ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত তৎকালীন বাম সরকার মাত্র ২৩ লক্ষ সামাজিক মুক্তি কার্ড প্রদান করেছিল।