Saugata Roy opposes the introduction of Specified Bank Notes (Cessation of Liabilities) Bill, 2017

Let me first respond to the Point of Order by Hon’ble Finance Minister. He, not having been ever a Member of this House, is not aware of the Rules of Procedure of this House. Madam, please allow me.

“If a leave to introduce a Bill is opposed, the Speaker, if he thinks fit, after permitting brief statements from the Member who opposes the motion and the Member who moved the motion, may without further debate put the question.”

The rule is up to this. The Finance Minister, the clever lawyer that he is, read the proviso. The proviso is not connected with this. Any member can say ‘I oppose the introduction of this Bill’. Whether I am questioning the legislative competence or not comes later, that is part of the provision. Just read the first paragraph of section 72(1), any member may oppose the introduction of the Bill. I am not raising question on the legislative competence, so let me now be allowed to raise my objection.

Madam, this Bill is actually illegal because the basic statement by the Prime Minister, without any notification, on the November 8, 2016, announcing demonetisation was illegal. No reference was made to the Parliament.

And again Madam, you see Sub-Section 1 of Section 34 of the Reserve Bank of India Act, 1934, on the liabilities of the Reserve Bank. The RBI writes on the note ‘I promise to pay the bearer the sum of rupees 1000 or 500’.

The notification of demonetisation should not have been given by the government, rather than the RBI. What happened in this case is that the government wrote to the RBI to hold a meeting because the Prime Minister wanted to announce a demonetisation, a disruptive step overnight, that’s why the RBI wrote back to the government.

The notification should have been issued under Sec 34(1) of the Reserve Bank of India Act, 1934 and Sec 26(1) of the Reserve Bank of India Act, 1934. That’s why I think that this is outside of the minister’s competence and legislative competence to bring this rule.

This notification should have come from the RBI because according to the Act, RBI is the ultimate authority which will guarantee the safety of the legal tender. It is the RBI that should be saying that they are notifying. That is why this ordinance is illegal and the government has imposed a disruptive step on the whole economy and the whole country, disrupting rights of millions and crores of people, they have put everybody to shame. This is totally illegal and unparliamentary and I oppose the introduction of this Bill.

 

 

Bengal Govt launches e-Vahan service for online registration of vehicles

Bengal Government launches ‘e-Vahan’ service for online payment of taxes and registration of vehicles for the Kolkata Metropolitan Area (KMA) on Thursday. The service will be extended to the rest of the State by March 31, Transport Minister said.

The objective behind taking this step is to bring more transparency to the entire process of tax collection and, secondly, to create a smart system so that people can pay taxes online without having to visiting the motor vehicles office – where they often face inconvenience.

To make payments through the e-vahan service, a citizen needs to go to the e-vahan website and register themselves by filling up all necessary details.

 

গাড়ি বাইকের অনলাইন রেজিস্ট্রেশনের জন্য রাজ্য সরকার চালু করল ই-বাহন পরিষেবা

নতুন বাইক কিংবা গাড়ি কেনার পর অনলাইনে রেজিস্ট্রেশন ও করদানের জন্য রাজ্য সরকার চালু করল ই-বাহন পরিষেবা। প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র কলকাতা পুরসভা অঞ্চলে এই পরিষেবা শুরু করা হলেও আগামি ৩১সে মার্চের মধ্যে এই পরিষেবা সারা রাজ্যে পাওয়া যাবে, এমনটাই জানালেন পরিবহণ মন্ত্রী।

এই পরিষেবার ফলে পুরসভার কর আদায়ের ক্ষেত্রে আরও বেশি স্বচ্ছতা আসবে এবং মানুষের হয়রানিও অনেকটাই কমবে।

এই পরিষেবার মাধ্যমে গ্রাহককে ই-বাহন এর ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করলেই এই পরিষেবা পেতে পারবেন।

 

 

Trinamool MPs not to attend first two days of Budget Session

Statement by All India Trinamool Congress Parliamentary Party:

Trinamool MPs will not be present in Parliament on the first two days of the Budget Session in protest against demonetisation which was implemented without taking Parliament into confidence, and restrictions on withdrawal limits from bank accounts which are still in force.

In the ensuing session, Trinamool will, among other issues, raise the issue of the illegal arrest of its Lok Sabha leader and another MP which is a clear case of political vendetta by the ruling party at the Centre by misusing CBI and abusing its power.

 

Issued on behalf of AITC Parliamentary Party,

Derek O’Brien,
Kalyan Banerjee,
Sukhendu Sekhar Roy,
Saugata Roy,
Dinesh Trivedi.

 

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পরিষদীয় দলের পক্ষ থেকে বিবৃতিঃ 

সংসদকে না জানিয়ে কেন্দ্রীয় সরকার নোট বাতিলের সিদ্ধান্ত নেয়। ব্যাঙ্ক থেকে টাকা তোলার বিধি নিষেধও এখনোও তোলা হয়নি। এর প্রতিবাদে বাজেট অধিবেশনের প্রথম দু’দিন সংসদে উপস্থিত থাকবে না তৃণমূলের কোনও সাংসদ।
কেন্দ্রীয় সরকার সিবিআইকে নিজেদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ব্যাবহার করছে এবং লোকসভায় তৃণমূলের দলনেতা ও অন্য একজন সাংসদকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে। আসন্ন অধিবেশনে অন্যান্য বিষয়ের পাশাপাশি এই বিষয়গুলিও সংসদে তুলবে তৃণমূল।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পরিষদীয় দলের পক্ষ থেকে
ডেরেক ও’ব্রায়েন,
কল্যাণ বন্দ্যোপাধ্যায়,
সুখেন্দু শেখর রায়,
সৌগত রায়,
দীনেশ ত্রিবেদী।

अखिल भारतीय तृणमूल कांग्रेस परिषदीय दल के तरफ से बयान:

नोटबंदी के मुद्दे पे संसद को विश्वास में नहीं लेने के कारण और cash withdrawal की सीमा नहीं हटाने के विरोध में , बजट सत्र के पहले दो दिनों में तृणमूल के कोई भी सांसद Parliament में मौजूद नहीं रहेंगे।
आने वाले सत्र में, दूसरे मामलों के साथ, तृणमूल अपने लोक सभा के नेता और दूसरे एक सांसद के अवैध गिरफ़्तारी का मुद्दा उठायेगा। उनकी गिरफ़्तारी राजनैतिक प्रतिशोध का एक नमूना है और जिसे केंद्र के ruling पार्टी ने CBI का ग़लत इस्तेमाल कर और अपनी क्षमता का दुरुपयोग कर सिद्ध किया है।
अखिल भारतीय तृणमूल कांग्रेस परिषदीय दल के तरफ से
डेरेक ओ’ब्रायन,
कल्याण बंद्योपाध्याय,
सुखेंदुशेखर राय,
सौगात राय,
दिनेश त्रिवेदी।

Unique Sculpture Garden Coming Up At Eco Park In March

A unique sculpture garden which is coming up at Eco Park will be inaugurated in March. The garden will portray through murals and paintings, the history of Bengal from Sri Chaitanya to Satyajit Ray.

There will be 12 murals associated with great movements that had taken place in Bengal from Sri Chaitanya’s time. There will be a mural on the Battle of Plassey. The contribution of Raja Ram Mohan Roy and Bankim Chandra will also be displayed. There will be murals on the Santal and Indigo revolution.

Swami Vivekananda’s call to the youth will also be displayed along with the contribution of Sri Aurobindo, the revolutionary who later became a saint. The contribution of Netaji Subhas Chandra and INA will be displayed. There will be murals on the history of Bengal’s cultural evolution from Lalan Fakir to Kazi Nazrul Islam.

Life of Rabindranath Tagore and setting up of Visva Bharati will also be displayed. There will be a mural of Satyajit Roy and his world of films. Besides the murals, there will be 52 portraits of great personalities coming from different walks of life. There will be portraits of Sri Chaitanya up to Begum Rokeya.

 

ইকো পার্কে চালু হবে ভাস্কর্য উদ্যান

মার্চ মাসে ইকো পার্কে যাত্রা শুরু হবে এক অনন্য ভাস্কর্য উদ্যানের। নানা ছবির মাধ্যমে এই উদ্যানে তুলে ধরা হবে বাংলার ইতিহাস।

শ্রী চৈতন্য মহাপ্রভুর সময় থেকে শুরু করে বাংলায় নানা পর্যায়ের ইতিহাস সংক্রান্ত ১২টি ছবি থাকবে এখানে। পলাশীর যুদ্ধ, রাজা রামমোহন রায়, বঙ্কিম চন্দ্রের অবদান তুলে ধরা হবে। সাঁওতাল বিদ্রোহ থেকে শুরু করে নীল বিদ্রোহের ইতিহাসও থাকবে এখানে।

স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ বাহিনীর সাথেও স্থান পাবে লালন ফকির ও নজরুলের কথাও। রবীন্দ্রনাথের জীবনীও বিষয় হবে এখানকার একটি ছবির। সত্যজিৎ রায়ের সিনেমা নিয়েও থাকবে ছবি।

এছাড়াও ৫২জন মনীষীর প্রতিকৃতি থাকবে এই উদ্যানে।

Workers throng Shramik Mela 2017

Over 10,000 workers attended the Shramik Mela 2017 that made them aware of the facilities and schemes they are entitled to avail. An initiative by the state labour department, the Shramik Mela has been a yearly feature of the Mamata Banerjee government, creating awareness among workers.

The programme informs participants of the different labour schemes and benefits that they are entitled to avail. It also allows them to interact with industry owners and government authorities. About 30 stalls were set up in the mela this year. Issues related to labour laws and schemes, including minimum labour wages, were discussed at the mela.

The state labour department has been working to provide ‘Samajik Mukti’ card to about 1.5 crore workers of the unorganised sector in Bengal.

Safe Drive, Save Life success: Number of road accidents drops

The Kolkata Police’s Safe Drive Save Life campaign has proved to be effective as the number of deaths owing to helmetless two-wheeler ride has halved ever since the drive was launched.

The initiative is a brainchild of Chief Minister Mamata Banerjee and was launched in July, 2016. Between July 8 and December 31, 2016, 32 helmetless bikers and pillion riders died on city roads, while the figure in the corresponding period the previous year stood at 61.

During the drive, a total 184 accidents were registered in the city, in which 195 people were killed. The corresponding period in 2015 saw 216 accidents, in which 220 people died.

Thanks to the drive, the total accidental deaths recorded through 2016 dropped to the lowest figure in the past half decade to 407. In 2016, pedestrian deaths also reduced to 193 from 218 in 2015. Those injured in non-fatal accidents also came down from 3,329 in 2015 to 3,182 in 2016.

 

সাফল্য পেল ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’, কমল সড়ক দুর্ঘটনার সংখ্যা

সাফল্য পেল কলকাতা পুলিসের ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ উদ্যোগ। সড়ক দুর্ঘটনায় হেলমেটহীন বাইক আরোহীর মৃত্যুর সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গেছে প্রচার শুরুর পর থেকে।

মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত এই উদ্যোগটি শুরু হয় ২০১৬র জুলাই মাস থেকে। ২০১৬র ৮ই জুলাই থেকে ৩১সে ডিসেম্বরের মধ্যে ৩২জন হেলমেটহীন বাইক আরোহীর মৃত্যুর সংখ্যা ৩২; এই একই সময়ে ২০১৫তে সংখ্যাটা ছিল ৬১।

২০১৬ সালে সব মিলিয়ে ১৮৪ টি দুর্ঘটনা ঘটেছে যার ফলে ১৯৫ জন প্রান হারিয়েছেন; ২০১৫ সালে দুর্ঘটনার সংখ্যা ছিল ২১৬ এবং তাতে প্রাণ হারিয়েছিলেন ২২০ জন।

সরকারের এই উদ্যোগের ফলে ২০১৬ সালে সড়ক দুর্ঘটনার সংখ্যা ছিল ৪০৭, যা গত ৫বছরে সর্বনিম্ন। পথচারীদের মৃত্যুর সংখ্যাও ২০১৫ সাল (২১৮) থেকে ১৯৩ তে নেমে এসেছে। সড়ক দুর্ঘটনায় আহতের সংখ্যা ২০১৫ সালে ছিল ৩,৩২৯ যা ২০১৬ সালে কমে দাঁড়িয়েছে ৩,১৮২তে।

Six new books by Mamata Banerjee at 41st International Kolkata Book Fair

Bengal Chief Minister Mamata Banerjee’s relentless fight against demonetisation has become the theme for one of her books released at the 2017 Kolkata International Book Fair. Note-Kotha details her fight against this anti-people decision of the Central Government. This is one of the six books that Mamata Banerjee has written, that have been released at the book fair this year.

Another major release is Singur Joyee, her book on the successful fight for farmers’ rights in Singur, a fight that has become a milestone in the crusade for land rights worldwide, and of course a landmark in the Mamata Banerjee’s illustrious career in public life.

Manusher Joy 2016 is based on Mamata Banerjee’s successful campaign for the 2016 Assembly election, which resulted in the Trinamool Congress Government winning the mandate for a second successful five-year term.

The other three books written by the Chief Minister that released at the 2017 Book Fair are Byaktityo, a book of poems, Namanjoli Dwitiyo, the second part of her book of names, and Khushbu.

The Chief Minister has expressed her happiness at being able to have written six books, despite her busy schedule. With these six, Mamata Banerjee has completed 69 books.

 

বইমেলায় মুখ্যমন্ত্রীর ৬ বই

বইমেলায় পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লেখা ৬টি বই। নোট বাতিল নিয়ে তাঁর লেখা বই ‌‘‌নোট কথা’‌। নোট বাতিলের ফলে দেশ জুড়ে যে ভোগান্তি হয়েছে তারই প্রতিবাদে এই বইটি।

নোট বাতিল কাণ্ডের আগে সিঙ্গুর নিয়ে সুপ্রিম কোর্ট রায় দেয়। কৃষকদের জমি ফিরিয়ে দিতে বলে। বৃত্ত সম্পূর্ণ হয় মমতা ব্যানার্জির ১০ বছরের আন্দোলনের। জমি আন্দোলনের ইতিহাস ও গতিপ্রকৃতির কথা রয়েছে মুখ্যমন্ত্রীর ‘‌সিঙ্গুর জয়ী’‌ বইটিতে।

এ ছাড়া ‘‌নামাঞ্জলি ২’‌, ‘‌ব্যক্তিত্ব’‌, ‘‌মানুষের জয় ২০১৬’‌ এবং ‘‌‌মহাশ্বেতা দেবী ‌এক জীবনেই স্মৃতিকথা সংগ্রহ’‌। বইগুলি প্রকাশ করেছে দে’‌জ পাবলিশার্স। বইগুলি থাকবে বইমেলায় জাগো বাংলার স্টলে।

‘‌মানুষের জয় ২০১৬’‌ নামটি বলছে তৃণমূলের দ্বিতীয়বার বিধানসভা নির্বাচন জয়ের কথা। বইটি তিনি উৎসর্গ করেছেন সাধারণ মানুষকে।‌

 

 

 

Isolate those who are trying to disturb the peace in Bengal: Mamata Banerjee

Those damaging public property will have to pay compensation from now, Chief Minister Mamata Banerjee announced today.

She was speaking at the Khadya Sathi Dibas function at Red Road, Kolkata. She said a Bill regarding this will soon be placed in the State Assembly.

The CM said: “Some parties are trying to incite violence and riots. Bengal will not tolerate their motives”. She appealed to the people not to “pay heed to the misinformation and rumour-mongering of some political parties.”

She also asked people to “ignore and isolate the destructive elements who are trying to disturb the peace in the State”. She also appealed to the people not to take law into their own hands. “The government is with you,” the Chief Minister added.

 

উদ্ভ্রান্ত, উশৃঙ্খল লোকেদের প্ররোচনায় পা দেবেন নাঃ মমতা বন্দ্যোপাধ্যায় 

যারা সরকারি সম্পত্তি নষ্ট করবে তাদের ক্ষতিপূরণ দিতে হবে, আজ একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

খাদ্যসাথী দিবস উপলক্ষে রেড রোডে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি জানান, খুব শীঘ্রই রাজ্য সরকার এই সংক্রান্ত বিল আনবে।

তিনি বলেন, “কিছু কিছু রাজনৈতিক দল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। বাংলা এসব বরদাস্ত করবে না”। কোনরকম প্ররোচনায় পা না দেওয়ারও আবেদন জানান মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, “যারা বাংলার শান্তি নষ্ট করতে চাইছে তাদের ইগনোর করুন, আইসোলেট করুন। কোন রকম সমস্যায় পড়লে সরকার মানুষের পাশে আছে, কেউ নিজের হাতে আইন তুলে নেবেন  না”।

 

 

Bengal Govt to start environment-friendly CNG bus service in Asansol-Raniganj

Bengal government is committed towards prevention of pollution levels in the State. To achieve this goal, the government is taking several initiatives. The government is going to introduce environment-friendly buses in the State.

The Chief Minister will flag off seven CNG buses today on the sidelines of Khadya Sathi Dibas and Police investiture ceremony. The buses will start plying on the roads for public from 30 January, 2017.

Two private bus manufacturing companies have been given the contract to make 20 CNG buses, out of which 10 are ready. Seven of these will be displayed at Red Road today. The CNG bus service will be initially rolled out in Asansol-Raniganj region.

 

রাজ্যে পরিবেশ-বান্ধব সিএনজি বাস পরিষেবা চালু করছে রাজ্য সরকার

দূষণ রোধের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। সেই মতোই সারা রাজ্য জুড়ে পরিবেশ-বান্ধব বাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

সেই পরিকল্পনা অনুযায়ী আজ রেড রোডে সাতটি সিএনজি বাস উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিবেশ-বান্ধব বাসগুলি রেড রোডের প্রদর্শনীতেই প্রথম বার পথে নামবে। এর পর ৩০ তারিখ থেকে তা রাস্তায় চলবে।

রাজ্য সরকার দু’টি বাস প্রস্তুতকারী সংস্থাকে মোট ২০টি বাস তৈরির জন্য বরাত দিয়েছে। তার মধ্যে ৭টিকে রেড রোডে এ দিন বের করা হবে। এই পরিষেবা প্রথমে রানিগঞ্জ ও আসানসোলের মধ্যে চালু করা হবে ।

More initiatives towards advanced healthcare in Bengal

On the sidelines of Khadya Sathi Dibas celebrations and the police investiture ceremony at Red Road today, Bengal Chief Minister Mamata Banerjee inaugurated several healthcare initiatives that opened new frontiers in the sector in the State.

The Chief Minister inaugurated two Mother and Child Care Hubs – a 126-bedded one at Medical College and Hospital in Kolkata and a 170-bedded one at Bankura Sammilani Medical College and Hospital, the 500-bedded MR Bangur Multi Super-Specialty Hospital in Kolkata, 14 state-of-the art operation theatres and a renovated Ramrikdas Harlalka Hospital in Kolkata, with 100 beds for neurological treatment.

Under the leadership of Mamata Banerjee, healthcare in Government hospitals in Bengal has become more accessible and advanced. Beds and medicines are free at the hospitals and health centres. Infant mortality rate in the State has come down to 26 while institutional delivery has risen to 90%. There has been considerable increase in the number of medical seats in the State, and nine more medical colleges are on the anvil.

 

বাংলায় উন্নততর স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ

খাদ্য সাথী দিবস ও পুলিশ অলঙ্করণ দিবসের সূচনার পাশাপাশি আজ রেড রোডে উন্নততর স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে আরও কিছু পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার।

আজ মুখ্যমন্ত্রী বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন। সেগুলি হল – কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ১২৬ শয্যা বিশিষ্ট মাদার ও চাইল্ড হাব, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৭০ শয্যা বিশিষ্ট মাদার ও চাইল্ড হাব, কলকাতায় ৫০০ শয্যা ও ১৪টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার সমৃদ্ধ এম.আর.বাঙ্গুর সুপার স্পেশালিটি হাসপাতাল ও স্নায়ুরোগ চিকিৎসার জন্য ১০০ শয্যার নবরূপে নির্মিত রামরিকদাস হরলালকা হাসপাতাল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকারি হাসপাতালগুলির পরিষেবা আরও দ্রুত ও উন্নত হয়েছে। সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ।

রাজ্যে শিশু মৃত্যুর হার কমে হয়েছে ২৬। রাজ্যে অনেকগুলি নতুন মেডিকেল কলেজ তৈরি হয়েছে এবং বেশ কিছু মেডিকেল কলেজের পুনঃসংস্করণ করা হয়েছে।