primary education

WB Govt sets up Centre for Potential Upgradation

The Chief Minister Ms Mamata Banerjee-led West Bengal Government has come up with yet another project to better the already-shining education sector of the State.

The first Centre for Potential Upgradation (CPU) for primary school teachers will come up at Vidyasagar Bhavan in Suri, the headquarters of Birbhum District Primary School Council. This first-of-its-kind centre would start operations by this March.

The idea behind such centres is to upgrade the skills of teachers teaching in primary schools. They will have modern facilities for studying, reading and collecting data through the internet, and computers. Each centre will also have a library stuffed with relevant journals, magazines and research works on education.

There are orientation courses for school and college teachers, and for university-level faculty members. Now primary school teachers would also be able to upgrade their skills.

Over the course of the last almost five years, 15 universities and 46 colleges have been set up by the Trinamool Congress Government. Around 3 lakh seats have been created in higher education. Two thousand five hundred primary and 3500 middle schools have been set up, and 1815 high schools have been developed.

 

শিক্ষাক্ষেত্রে সম্ভাব্য উন্নতিকরন কেন্দ্র তৈরি করবে রাজ্য সরকার

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর আরও একটি অভিনব প্রকল্প শুরু করতে চলেছে ।

প্রাথমিক স্তরের শিক্ষক-শিক্ষিকাদের দক্ষতা উৎকর্ষের জন্য রাজ্যের প্রথম সেন্টার ফর স্কিল আপগ্রেডেশান শুরু হতে চলেছে। সিউড়ির বিদ্যাসাগর ভবনে বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা কেন্দ্রের সদর দপ্তরে শুরু হতে চলেছে। রাজ্যে প্রথম এই ধরনের কেন্দ্র তৈরি হচ্ছে। আগামী মার্চ মাসের মধ্যেই এর কাজ শুরু হবে।

এই কেন্দ্রগুলিতে পড়াশোনার জন্য যথেষ্ট সুযোগ সুবিধা থাকবে – বই, ম্যাগাজিন, জার্নাল, ইন্টারনেট সুবিধা যুক্ত কম্পিউটার ইত্যাদি।

স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পর এবার প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকাদেরও অরিয়েন্টেশন কোর্স করার সুবিধাও থাকবে সেখানে।

তৃণমূল সরকার গত পাঁচ বছরে ১৫ টি বিশ্ব বিদ্যালয় এবং ৪৬ টি কলেজ তৈরি করেছে। প্রায় ৩ লাখ আসন উচ্চশিক্ষার জন্য তৈরি করা হয়েছে। ২৫০০ প্রাথমিক ও ৩৫০০ মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে, এবং ১৮১৫টি উচ্চ বিদ্যালয় উন্নত করা হয়েছে।

Rural Craft Hubs of West Bengal help artisans double their incomes

Rural Craft Hubs, set up under the initiative of West Bengal Chief Minister Ms Mamata Banerjee, have helped artisans increase their incomes significantly.

Thanks to this State Government initiative, the average monthly incomes of artisans have almost doubled over the last year.

The average monthly income of artisans of West Medinipur, which is famous for patachitra, now stands at Rs 10,000, against Rs 4,000 in 2014. Dokra artisans of Bardhaman district took home Rs 4,140 a month on an average, against only Rs 2,300 in 2014. Dokra artisans of Bankura too doubled their income from the Rs 4,000 they drew every month in 2014.

In September 2013, the Department of Micro, Small & Medium Enterprises and Textiles and UNESCO had taken up a joint initiative of developing 10 Rural Craft Hubs at 11 locations in nine districts; they now employ 3,000 rural handicraft artists.

Rural Craft Hub of West Bengal has received international recognition as well. It was selected by UNESCO to showcase the artwork of West Bengal, at its headquarters in Paris on July 28, 2015.

Now there is more good news for artisans. Apart from the existing sitalpati, clay doll making, kantha stitching and terracotta art, five more arts are going to be added to the list. The first in the new series would be the masks of Bengal, under the Biswa Bangla initiative. There would be 15 kinds of masks from different parts of West Bengal, all with a history and story of its own, including rabankata mask, chhau dance mask of Purulia, gilded masks of Kushmundi and masks of bagpa dance.

The Rural Craft Hubs have been a significant contributor in building capacity, creating direct market linkage, creating exposure for rural artisans to national and international markets and, in the process, helping them getting rid of middlemen, making the villages cultural destinations, and strengthening grassroots entrepreneurship.

 

পশ্চিমবঙ্গের হস্তশিল্পীদের মাসিক আয় দ্বিগুন হয়েছে

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৈরি হয়েছে রুরাল ক্রাফট হাব, এর ফলে শিল্পীদের মাসিক আয় বৃদ্ধি পাচ্ছে। গত বছরের থেকে এবছর শিল্পীদের মাসিক আয় প্রায় দ্বিগুন হয়ে গেছে।

পশ্চিম মেদিনীপুরের পটশিল্পীদের বর্তমান মাসিক আয় ১০০০০ টাকা, ২০১৪ সালে এর পরিমাণ ছিল ৪০০০ টাকা। বর্ধমানের ডোকরা শিল্পীদের মাসিক আয় এখন ৪,১৪০ টাকা, ২০১৪ এ ছিল ২,৩০০ টাকা। বাঁকুড়ার ডোকরা শিল্পীদের মাসিক আয়ও ২০১৪ সালের তুলনায় বেড়ে দ্বিগুন হয়ে গেছে।

২০১৩ সালের সেপ্টেম্বর মাসে ৯টি জেলায় ১০টি রুরাল ক্রাফট হাব তৈরি করেছে ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তর এবং UNESCO। সেখানে ৩০০০ গ্রামীণ হস্তশিল্পি কারিগরকে চাকরি দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের রুরাল ক্রাফট হাব আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।

আরও কিছু সুখবর আছে শিল্পীদের জন্য। শীতলপাটি, পুতুল তৈরি, কাঁথা সেলাই, টেরাকোটা ছাড়াও আরও ৫টি শিল্প যুক্ত হতে চলছে এই তালিকায়। বিশ্ব বাংলার উদ্যোগে প্রথমে তৈরি হবে মুখোশ।  ১৫ রকমের মুখোশ তৈরি হবে, এর মধ্যে পুরুলিয়ার ছৌ নাচের মুখোশ, কুশমুণ্ডির সোনালি মুখোশ ছাড়াও বাগপা নাচের মুখোশও তৈরি হবে।

West Bengal wins Krishi Karman for the fourth year in a row

West Bengal has won the Central Government’s Krishi Karman Award for outstanding agricultural productivity for the fourth year in a row. This time it is for the record production in oilseeds in the financial year 2014-15, of 9.01 lakh metric tonnes, which is an increase by 28.11% over the 2010-11 level. The cultivated area for oilseeds is now 7.76 lakh hectares, which is also an increase, by 15.67% over 2010-11.

Under the Trinamool Congress Government, the State has been making record productions of various crops. It is now a trendsetter in the country.

The State Government has created numerous schemes to benefit farmers, ranging from distribution of high-quality seeds to creation of better irrigation facilities to enabling easy procurement of fertilizers to helping farmers to get the right price for their produce by excluding middlemen by selling them at Krishi Bazaars.

Agricultural fairs have been held regularly since 2012-13 at block, district and state levels. For the first in India, a permanent site with infrastructure, called ‘Mati Tirtha,’ has been set up for agriculture and allied sectors – for fairs, exhibitions, demonstrations, promotions, publicity, etc.

 

চতুর্থবার কৃষি কর্মণ পুরস্কার পেল রাজ্য সরকার

দেশের মধ্যে কৃষিতে ব্যাপক সাফল্যের জন্য এই নিয়ে চতুর্থ বার কৃষি কর্মণ পুরস্কার পেল পশ্চিমবঙ্গ। ২০১৪-১৫ আর্থিক বছরে ব্যাপক পরিমানে তৈলবীজ উ९পাদন হয়েছে পশ্চিমবঙ্গে।

তৃণমূল সরকারে অধীনে খাদ্যশস্য উ९পাদনে ব্যাপক সাফল্য পেয়েছে রাজ্য। এই নিয়ে পরপর চার বার এই শিরোপা পেল রাজ্য।

রাজ্য সরকার কৃষকদের সাহায্যের জন্য কয়েকটি প্রকল্প চালু করেছে। উন্নতমানের বীজ বিতরণ করা হচ্ছে কৃষকদের। এছাড়া কৃষকরা যাতে তাদের উৎপাদিত দ্রব্যের সঠিক মূল্য পায় সেজন্য কৃষক বাজার তৈরি করেছে রাজ্য সরকার।

২০১২-১৩ সাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে কৃষক মেলা অনুষ্ঠিত হচ্ছে। দেশের মধ্যে এই প্রথম কৃষকদের জন্য ‘মাটি তীর্থ’ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে।

 

WB Govt sets up Kanyashree Clubs and creates career guidance programme

After the stupendous success of the Kanyashree Scheme for the girl child, conceived by West Bengal Chief Minister Ms Mamata Banerjee, the State Government has now taken the idea forward and created Kanyashree Clubs in schools.

The members of a club are the Kanyashree recipients of that school. Already, six schools in East Medinipur district have set up such clubs.

Along with the clubs, the State Government is also starting a special career guidance programme for the benefit of Kanyashree recipients. Among other things, the recipients would be guided on how to join the police.

In the almost two-and-a-half years of its existence, the Kanyashree Scheme has created a massive wave of awareness among girl children in West Bengal on the need for a proper education. Education ensures that these children have the wherewithal to fight social evils like child marriage and trafficking in women.

 

কন্যাশ্রী ক্লাব তৈরি করছে রাজ্য সরকার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কন্যাশ্রী’ প্রকল্পের অসামান্য সাফল্যের পর রাজ্য সরকারের নতুন উদ্যোগ বিদ্যালয় গুলিতে কন্যাশ্রী ক্লাব তৈরি করা।

কন্যাশ্রী সুবিধাপ্রাপ্ত ছাত্রীদের নিয়ে বিদ্যালয়গুলিতে কন্যাশ্রী ক্লাব তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার ৬টি বিদ্যালয়ে কন্যাশ্রী ক্লাব গড়ে তোলা হয়েছে।

রাজ্য সরকার কন্যাশ্রী প্রকল্পে বিদ্যালয়গুলিতে কেরিয়ার গাইডেন্স প্রোগ্রামও শুরু হতে চলেছে। এই কেরিয়ার গাইডেন্সের মাধ্যমে কন্যাশ্রী সুবিধাপ্রাপ্ত ছাত্রীদের পুলিশে নিয়োগের বিষয়ে সচেতনতা বাড়ানো হবে।

বিগত আড়াই বছরে কন্যাশ্রী প্রকল্প রাজ্যের মেয়েদের মধ্যে শিক্ষার প্রসারে সফল হয়েছে। শিক্ষার মাধ্যমে মেয়েরা স্বাবলম্বী হয়েছে এবং নারী পাচার, শিশুবিবাহের মত সামাজিক কুব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারছে।

WB Govt spends Rs 67 crore on Kanyashree recipients in East Medinipur in FY 2015-16

In the current financial year, under the Kanyashree Scheme, Rs 67 crore has been given out to 2,68,234 girl students of East Medinipur district.

Among these, 2,46,219 are in the Kanyashree Scheme 1 category, for whom Rs 12,30,00,000 has been spent. This category is for those between 1 and 18 years, who get Rs 500 a year.

In the Kanyashree Scheme 2 category, 22,015 girl students have received Rs 54,70,00,000 in total. This category is for those between 18 and 19 years, who get Rs 25,000 as a one-tine amount.

East Medinipur district has 921 schools in all – including junior high schools, Madhyamik schools and Higher Secondary schools.

 

২০১৫-১৬ আর্থিক বর্ষে পশ্চিম মেদিনীপুরে কন্যাশ্রীতে ৬৭ কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার

চলতি আর্থিক বছরে পূর্ব মেদিনীপুরের ২ লক্ষ ৬৮ হাজার ২৩৪ জন পড়ুয়াকে কন্যাশ্রী প্রকল্পের অধীনে ৬৭ কোটি টাকা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী কন্যাশ্রী প্রকল্প-১ এর সুবিধা পেয়েছে ২ লক্ষ ৪৬ হাজার ২১৯ জন, এদের মোট ১২ কোটি ৩০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। এই প্রকল্পের অন্তর্গত যে সমস্ত ছাত্রীর বয়স ১৮ বছরের মধ্যে তাদেরকে বছরে ৫০০ টাকা করে দেওয়া হয়েছে।

কন্যাশ্রী প্রকল্প-২ এর অধীনে ২২ হাজার ১৫ জন ছাত্রীকে মোট ৫৪ লক্ষ ৭০ কোটি টাকা দেওয়া হয়েছে। ১৮-১৯ বছর বয়সীরা এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত এবং এদের এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে।

পূর্ব মেদিনীপুর জেলায় জুনিয়র হাই স্কুল, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক মিলিয়ে ৯২১ টি বিদ্যালয় আছে।

West Bengal’s economy on the path of revival

Until recently the billboard slogan “Come to Bengal – Ride the Growth” that adorns the streets of Kolkata would have seemed like a bad joke to the few big investors still active in the city and its hinterland in West Bengal.

Better known abroad as Calcutta, this metropolis of 18 mn people was once the manufacturing and administrative hub of British India. But a Maoist insurgency and a hardline, Communist-led State Government elected in the late 1970s ushered in three decades of industrial decline, urban decay and official hostility to capitalism.

Investors, many of them commercially-minded Marwaris originally from western India, were plagued with death threats and strikes. The mood was so sour, according to West Bengal finance minister Amit Mitra, that 56,000 factories shut down. Abhirup Sarkar, an economics professor, says the state’s share of all Indian manufacturing fell from 12% to just 2%.

In the past three years, however, West Bengal’s government says it has been outperforming the Indian economy as a whole. Even private entrepreneurs see signs of a tentative industrial revival in a state that is home to 91 mn people – more than Germany – and is the main cargo hub for north-east India and the independent Himalayan nations of Nepal and Bhutan.

“For the first time in many years – in 35 years – you see a genuinely serious intent of the entire administration to become attractive for investors and investment,” says Sanjiv Goenka, chairman of RP-Sanjiv Goenka Group, a conglomerate with interests in electricity generation and distribution. “That’s a huge change.”

Among her first moves after winning power in 2011 was to appoint Mr Mitra to run the economy. He had previously headed one of India’s main business groups – the Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI) – and now holds no less than six economic portfolios in the State Government.

State tax collection has doubled in four years, while spending on infrastructure has tripled and deficits are down, he says. The statistics show that per capita income grew nearly 13% in real terms last year in West Bengal, compared with an all-India increase of 6%.

 West Bengal economy revival path_1

West Bengal economy revival path_2

 

Around his own constituency, Mr Mitra says he found only one big factory when he was elected, down from more than 30 in the 1970s. Now there are half-a-dozen making steel pipes and chemicals and processing jute. “I see a resurgence of industry,” he says. “I see all the different ingredients which will probably now allow West Bengal’s economy to take off, which will allow us to compete with the top people.”

Ms Banerjee hosted a business summit in Kolkata at the start of this year that attracted investment promises of $37 bn in sectors ranging from mining and infrastructure to industry, IT services, real estate and tourism.

West Bengal economy revival path_3i_Ed

 

SK Birla, of the Birla conglomerate, describes Ms Banerjee as “a well-meaning lady” and says that after four years in office she understands much of what needs to be done to revive confidence. “She’s now honestly trying very hard to restore Bengal,” he says.

 

Excerpted from an article which first appeared in Financial Times on January 31, 2016

Graphs courtesy WBIDC and  Financial Times

WB Govt consults World Bank to integrate EW Metro in Kolkata’s traffic plan

The West Bengal Government, with the help of experts from the World Bank, has initiated the process of integrating the various modes of transport in Kolkata with the alignment of the upcoming East-West Metro stations.

The route rationalisation study would not only facilitate the optimal utilisation of different modes of transport but also make the transit systems in the city complementary.

The public-sector engineering consultancy, RITES is already engaged by the World Bank for a route rationalisation for all public mode of transport in the city. This study would help further in the formulation of the city’s transport policy.

 

ইস্ট-ওয়েস্ট মেট্রো শুরুর পর কলকাতার ট্রাফিক ব্যবস্থা নিয়ে পর্যালোচনায় রাজ্য

বিশ্ব ব্যাঙ্কের প্রতিনিধিদের সহায়তায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পরিবহণ ব্যবস্থার একটি নতুন পরিকাঠামো তৈরির সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ইস্ট-ওয়েস্ট মেট্রোরুট চালু হওয়ার পর পরিবহণ ব্যবস্থার মানচিত্র বদলে যাবে।

মেট্রো থেকে বাস-অটো সঙ্গে জলপথ কে যুক্ত করার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে।

বিশ্ব ব্যাঙ্ক ইতিমধ্যেই রাইটস-কে দিয়ে প্রাথমিক সমীক্ষার কাজ শুরু করিয়েছে। যার লক্ষ্য হল শহরে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে দূষণ নিয়ন্ত্রণ করা।

Revenue increased during Trinamool Congress rule: West Bengal Finance Commission

The Fourth State Finance Commission submitted its report to the West Bengal Government yesterday. West Bengal Chief Minister Ms Mamata Banerjee received the commission’s report from its chairman.

The report highlighted the fact that the revenue earned during the Trinamool Congress tenure has increased to 2.2%, compared to 1.7% during the Left Front rule.

40% of the total revenue earned came from urban areas and the rest 60% from rural areas.

The commission has suggested enhancing the fund at panchayat samiti and zilla parishad levels to maintain a balance between the three (the other being gram panchayat) so that the State can reach the commission-suggested revenue target of 2.5% and undertake more development projects.

The State Finance Commission has further suggested the State Government to strengthen its Tax Valuation Board and train personnel to boost the State’s earning.

The Fourth State Finance Commission was constituted by the West Bengal Government on April 30, 2013.

 

তৃণমূল কংগ্রেসের আমলে রাজস্ব করের পরিমাণ বৃদ্ধি পেয়েছে

গতকাল চতুর্থ অর্থ কমিশনের রিপোর্ট জমা পড়েছে রাজ্য সরকারের কাছে। কমিশনের চেয়ারম্যান এই রিপোর্ট জমা করেছেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়।

রিপোর্টে উল্লেখ্য যে তৃণমূল সরকার আসার পর কর আদায়ের পরিমাণ বেড়ে বর্তমানে হয়েছে ২.২ শতাংশ, পূর্বতন সরকার বামফ্রন্টের আমলে এই পরিমাণ ছিল ১.৭ শতাংশ।

মোট রাজস্ব আদায়ের ৪০ শতাংশ শহরাঞ্চল থেকে এবং বাকি ৬০ শতাংশ গ্রামাঞ্চল থেকে এসেছে।

রিপোর্ট পেশ করার পাশাপাশি কমিশন মুখ্যমন্ত্রীর কাছে বেশ কিছু সুপারিশ করেছে যেমন পঞ্চায়েত ও পুরসভা থেকে রাজ্য সরকার কর আদায়ের পরিমাণ ২.৫ শতাংশ বৃদ্ধি করতে চায়।

কর আদায়ের পরিমাণ ২৫ শতাংশ করার জন্য রাজ্যের মূল্য নির্ধারক পর্ষদকে আরও সক্রিয় করার পরামরশ দিয়েছে চতুর্থ অর্থ কমিশনের সদস্যরা।

চতুর্থ রাজ্য অর্থ কমিশন গঠন করা হয় ২০১৩ সালের ৩০শে এপ্রিল।

Tourist flow sees significant increase in West Bengal

Tourist flow to West Bengal, including that of foreign tourists, has increased significantly.

As per the 2014 report of the Union Ministry of Tourism, 13,75,740 foreign tourists visited the State, against 12,45,230, according to the report for the previous year.

The number of domestic tourists visiting the State has almost doubled. As per 2014 statistics of the Ministry of Tourism, 4,90,29,590 domestic tourists visited the State, against 2,55,47,300 previously.

 

পশ্চিমবঙ্গে আগের তুলনায় বেশি পর্যটক আসছেন

পশ্চিমবঙ্গে বিদেশি পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে।

কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীর রিপোর্ট অনুযায়ী ২০১৪ সালে ১৩ লক্ষ ৭৫ হাজার ৭৪০ জন পর্যটক এসেছেন এ রাজ্যে। গত বছরে পর্যটকদের সংখ্যা ছিল ১২ লক্ষ ৪৫ হাজার ২৩০।

২০১৪ সালের থেকে ২০১৫-এ পর্যটকদের সংখ্যা প্রায় আড়াই গুন বেড়ে যায়। ২০১৫ সালে বিদেশি পর্যটকদের সংখ্যা ৪ কোটি ৯০ লক্ষ ২৯ হাজার ৫৯০, ২০১৪ সালে এই সংখ্যা ছিল  ২ কোটি ৫৫ লক্ষ ৪৭ হাজার ৩০০।

পর্যটন মন্ত্রী বলেন, “এত বৈচিত্র্য কোনও রাজ্যে নেই যা পর্যটকদের খুশি করতে পারে। সরকার নিজস্ব পর্যটক আবাসগুলির পরিষেবা উন্নত করেছে, সেগুলিকে সুন্দরভাবে সাজানো হয়েছে। রাজ্যের নিজস্ব সংস্কৃতি গুলি তুলে ধরা হচ্ছে পর্যটকদের কাছে যা খুবই আকর্ষণীয়”।

West Bengal’s performance among the best in MGNREGA yet again

West Bengal has added another feather in its cap by being among the best in the nation in the category of Conservancy and Project Implementation in MGNREGA. During the financial year 2014-15, North 24 Parganas district has been among the top eight districts in the country in the 100 Days Work Scheme. For its achievement, the district would be bestowed with a National Award.

The mangrove forest projects of the district’s Sandeshkhali-2 and Hingalganj blocks have come in for special praise. Besides, in different areas of the district, roadside greenlining projects (planting trees besides roads) have been implemented wherein only women have been employed. This has made the women self-sufficient as well as significantly increased the number of women workers. This aspect has also garnered a lot of interest.

State Panchayat and Rural Development Minister Subrata Mukherjee said that West Bengal could include the maximum number of villages in projects like Indira Awas Yojna, building of toilets and construction of metalled (‘pucca’) roads during 2014-15.

According to the Minister, West Bengal is the best in the country with respect to work done in the panchayats.

During 2015-16, so far, 2.16 lakh houses have been constructed under Indira Awas Yojna and more than 11 lakh toilets have been built in the State, the Minister said. During the same period, around 47.43 lakh people have been given jobs under the 100 Days Work Scheme

 

১০০ দিনের কাজে দেশের সেরা পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গের মুকুটে আরও একটি পালক যুক্ত হল। (কনভার্জেন্স অ্যান্ড প্রজেক্ট ইমপ্লিমেনটেশন) ১০০ দিনের কাজ প্রকল্পটি রূপায়ণের জন্য দেশের মধ্যে সেরার পুরস্কার পাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলা। ২০১৪-১৫ সালে ১০০ দিনের কাজের নিরিখেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক মঙ্গলবার নয়াদিল্লিতে এই পুরস্কার তুলে দেবে বলে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানান।

উত্তর ২৪ পরগণা জেলার সন্দেশখালি ২-ব্লক এবং এবং হিঙ্গলগঞ্জে ম্যানগ্রোভ অরণ্যের প্রকল্প অভিনব আকর্ষণ কুড়িয়েছে। এই জেলার বিভিন্ন জায়গায় ‘রোডসাইড গ্রিনলাইন’ (রাস্তার ধারে বৃক্ষ রোপণ) প্রকল্পে মহিলাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে মহিলারা স্বনির্ভর হয়েছেন।

পঞ্চায়েত মন্ত্রী জানান, শৌচালয় নির্মাণ, ইন্দিরা আবাসের বাড়ি তৈরি এবং ২০১৪-১৫ সালে সব চেয়ে বেশি গ্রামকে যুক্ত করে পাকা রাস্তা তৈরির ক্ষেত্রেও পশ্চিমবঙ্গই প্রথম।

পঞ্চায়েত মন্ত্রীর দাবি, পঞ্চায়েতে কাজের বিচারে সেরা পশ্চিমবঙ্গই।

২০১৫-১৬ সালে ইন্দিরা আবাস যোজনায় ২ লক্ষ ১৬ হাজার বাড়ি তৈরি হয়েছে। পাকা শৌচালয় তৈরি হয়েছে ১১ লক্ষ। ২০১৫-১৬ সালে ১০০ দিনের কাজ পেয়েছে ৪৭ লক্ষ ৪৩ হাজার পরিবার।’’