‘Ahare Bangla’ food festival begins at Milan Mela grounds

The second edition of Ahare Bangla, conceptualised by Mamata Banerjee to render a platform to the agricultural products of the state’s farmers, was inaugurated today at the Milan Mela grounds.

From this year, foreign participation will also start at the food fest, with Bangladesh, China and Russia to be represented by their consulates.

Another innovative idea being launched this year is awards for the best innovative recipe and the most popular recipe, to be decided by a panel of judges.

Thirty renowned restaurateurs, four State Government organisations and 23 sweet shops are scheduled to participate and serve food at the five-day-long culinary extravaganza.

A special zone with seven stalls will be installed to showcase ‘theme food’ during the festival. Traditional Bengali vegetarian recipes (on October 22), colonial effect on Bengali cuisine (October 23), eggs (October 24) and fish (October 25) will be featured as theme foods.

All the four permanent hangars at Milan Mela will be utilised as food courts. One of them will showcase international food while another, named Ahare Biki Kini, will have 28 stalls selling raw food, food ingredients and ready-to-eat food, set up by government or government-promoted organisations.

 

 

শুরু হল ‘আহারে বাংলা’ খাদ্য উৎসব

দুর্গা পুজোর রেশ কাটতে না কাটতেই বাঙালি ফের মেতে উঠবে রসনা তৃপ্তির নতুন উদযাপনে৷ আজ থেকেই পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কলকাতা মিলন মেলায় শুরু হল ‘আহারে বাংলা’ উৎসব৷ এবার রাশিয়া, চিন ও বাংলাদেশও এই উৎসবে অংশগ্রহণ করছে।

২১ থেকে ২৫ অক্টোবর পাঁচ দিন ব্যাপী চলবে এই উৎসব। শহরের ৩০ টি নামী রেস্তরাঁ, ৪টি সরকারী সন্সথা এবং ২৩ টি মিষ্টির দোকান অংশ নেবে এই উৎসবে।

যেখানে বাঙালির বাঙালির ইলিশ, পোস্তো, চিংড়ির পাশেই ঠাঁই পাবে রোস্টেড ডাক, সেজোয়ান চিকেন, তন্দুরি কোয়েলের পসরা৷

একটি বিশেষ জোন তৈরি করা হয়েছে  যেখানে উৎসবের পাশাপাশি তাদের থিম ফুড প্রদর্শন করবে ৭ টি স্টল। ২৮ টি স্টল বসানো হচ্ছে যেখানে কাঁচা জিনিস, খাদ্য উপাদান ইত্যাদি পাওয়া যাবে। সবচেয়ে জনপ্রিয় রেসিপি গুলিকে বিশেষ পুরস্কার দেওয়া হবে।

রাজ্যের বাজার থেকেই সবজি কিনে বিদেশি মুখরোচক খাবার তৈরি করে বিক্রি করবে বিদেশি স্টলগুলি৷ আজ এই  উৎসবের উদ্বোধন করবেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়৷ উপস্থিত থাকবেন পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম, দমকল মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়৷

 

Singur is smiling again: A triumphant Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee formally re-commenced farming on the plots of land in Singur which were given away to Tata Motors’ Nano project by the Left Front government, by sowing seeds of mustard on those plots.

The process of giving physical possession of the land in Singur to around 4,000 farmers  was also started today, with the Chief Minister handing over plots to some of the farmers. She also inaugurated the first of the 66 deep tube-well pumps that the State Government would install for proper irrigation of the 997 acres of farm land.

During her last visit to Singur on September 14, a few days after the Supreme Court verdict in favour of the farmers, Mamata Banerjee had distributed the deeds of right to the plots of land to their respective owners. The task of converting the land into cultivable form had begun within a day of the Supreme Court’s passing of the order.

In her speech after the ceremony, she said that the State Government has handed over 103 acres of land to the farmers for cultivation today, and that it will complete the handing over of “all the land to their respective owners by November 10″, adding that the work of making the land cultivable was left to done on only 65 of the 997 acres.  

Besides, the Government also handed over “seeds and agricultural equipment to farmers today”.

She stressed on the fact that her Government has strictly followed the Supreme Court order and has spared no efforts in making the land cultivable again.

She was very happy today, saying, “We have to save the greenery; Singur is smiling again”.

Underlining the pivotal place of the Singur Movement in the history of agitation for land rights, she said, “The Singur movement will become an international model for land rights”. She also said, “The Singur Movement teaches us that we should never run away from a fight”.

She thanked all the people who had helped her in bringing the land back to its original state: “I thank every officer and the local people for their help in getting the land ready for farming”. The Chief Minister also thanked “all the intellectuals, artistes and others who supported the movement”.

She also promised, “We will make a monument to commemorate the sacrifice and the hard work of the people of Singur”.

Mamata Banerjee reminded everyone, “Good governance depends on team work, transparency and fulfilling promises”.

Thousands of people from different parts of the State, including those involved with the movement, had turned up in Singur today to witness the historic moment when the Chief Minister completed the process of giving physical possession of the plots to the farmers.

 

সবুজের মাঝে সিঙ্গুরে নতুন করে হাসি ফোটাও: মুখ্যমন্ত্রী

আজ আবার জমির অধিকার ফিরে পেল সিঙ্গুরের কৃষকরা৷ প্রায় ৯ বছর আগে যে জমিতে নেমে চারা পুঁতে আন্দোলনের বীজ রোপণ করেছিলেন, লক্ষ্মীবারে সেই জমিতে নেমেই মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সরষের বীজ দিলেন৷ মাঝে চলে গিয়েছে আন্দোলনের দীর্ঘ সময়৷ ধারাবাহিক কৃষক আন্দোলনের জয় এসেছে তাঁর নেতৃত্বেই৷ এবার তাই আইনি জয়ের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পুরনো কারখানার অংশের জমি চাষযোগ্য করে কৃষকদের ফিরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী৷

উচ্চ আদালতের নির্দেশ ছিল, ১২ সপ্তাহের মধ্যেই কৃষকদের জমি চাষযোগ্য করে ফিরিয়ে দিতে হবে৷ নির্দিষ্ট সময়ের তিন সপ্তাহ আগেই শুরু হয়েছে প্রক্রিয়া৷

সেপ্টেম্বরের প্রথম থেকেই সিঙ্গুরজুড়ে শুরু হয়েছিল বিজয় উৎসবের আনন্দ৷ গত ১৪ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী নিজে গিয়ে আশ্বাস দিয়েছিলেন জমি ফিরিয়ে দেওয়ার৷ সেদিন হয়েছিল কেন্দ্রীয় বিজয় উৎসব৷ আর বৃহস্পতিবার জমি ফিরে পাওয়ার আনন্দে দ্বিতীয়বার বিজয় উৎসব পালন করল সিঙ্গুরের মানুষ৷

এদিন সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে আজ মোট ১০৩ একর জমি চাষযোগ্য করে ফেরত দেওয়া হল কৃষকদের। বাকি জমি আগামী ১০ নভেম্বরের মধ্যে চাষযোগ্য করে  কৃষকদের ফেরত দিয়ে দেওয়া হবে। ৯৯৭ একর জমির মধ্যে ৬৫ একর জমির কাজ বাকি আছে।

জমি হস্তান্তরের পাশাপাশি, আজ কৃষকদের শস্যকিট ও চাষের সরঞ্জামও দেওয়া হল।

মুখ্যমন্ত্রী বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের আগেই কৃষকদের জমি ফেরত দেওয়া হচ্ছে চাষযোগ্য করে।

তাঁর কথায়, সবুজ জাগাও, সবুজ বাঁচাও, সবুজের মাঝে সিঙ্গুরে নতুন করে হাসি ফোটাও।

তিনি আরও বলেন, “সিঙ্গুর আন্দোলন আগামীদিনে সারা বিশ্বের মডেল হবে। সিঙ্গুর আন্দোলন আমাদের শিখিয়েছে যে লড়াই ছেড়ে কখনও পালিয়ে যেতে নেই। নিজের অধিকার আদায় করে নিতে হয়। আর সিঙ্গুরের জমি ফেরত হল সেই লড়াইয়ের এই সুফল”।

এত তাড়াতাড়ি জমি চাষযোগ্য করতে অফিসাররা ও এলাকার সকল মানুষ অনেক সহযোগিতা করেছেন, সেজন্য তিনি তাদের ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া যেসকল বুদ্ধিজীবী, শিল্পী ও সাধারণ মানুষকে যারা সিঙ্গুর আন্দোলনকে সমর্থন করেছেন তাদেরকেও মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানান।

তিনি প্রতিশ্রুতি দেন যে সিঙ্গুরের আন্দোলনকারী কৃষকদের স্মরণে  একটি স্মারক তৈরি হবে। তাঁর কথায়, সুষ্ঠু প্রশাসনের প্রধান দিক হল একসঙ্গে কাজ করা, স্বচ্ছতা, কথা দিয়ে কথা রাখা।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার লোক এবং যারা সেদিন সিঙ্গুর আন্দোলনে সামিল হয়েছিলেন সকলে আজ আর একবার সিঙ্গুরের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে রইলেন।

 

 

 

 

In handicrafts, Bengal is now a force to reckon with

According to data from the Union Ministry of Statistics and Programme Implementation, in rural India, the largest distribution of handicraft establishments is in the State of Bengal, accounting for 17.83% of the total number in India. In urban India too, Bengal is high up the order, second only to Uttar Pradesh, with 14.1% of the total number of handicraft establishments.

Combining rural and urban India, West Bengal is the number one in India, accounting for 16.3% of the handicraft establishments.

The impetus that the Mamata Banerjee Government has been giving to the handicraft and handloom industries of Bengal over the last six years is yielding rich results.

Biswa Bangla brand

The Biswa Bangla brand, created by Chief Minister Mamata Banerjee herself, has been an umbrella brand for all handicrafts and handloom products of the State. Manjusha, the brand under which West Bengal Handicrafts Development Corporation sells its products, and Tantuja, under which West Bengal State Handloom Weavers Co-operative Society sells its products, are the other major brands for the indigenous products of the State.

Regular fairs and haats are organised all across the State, that help the makers to sell their goods as well as get new orders. These are extremely popular affairs, drawing huge crowds wherever they are held. Biswa Bangla outlets have been set up in the State, as well as outside. Plans are on to set up more, including a Biswa Bangla Mall in Kolkata.

Impetus to MSME sector

Naturally, Bengal’s handicraft and handloom makers are now able to live comfortably off their trades. Now, they are eager not only to continue their trades but also to pass on their skills to the next generation. This is a far cry from the time of the Left Front Government, during whose tenure, as a result of massive neglect, the State’s traditional handlooms and handicrafts were dying a slow death.

 

হস্তশিল্পে অন্যান্য রাজ্যের থেকে এগিয়ে বাংলা

কেন্দ্রীয় পরিসংখ্যান ও রূপায়ন মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশের মধ্যে বাংলায় সবচেয়ে বেশি হস্তশিল্প প্রতিষ্ঠান রয়েছে। সারা দেশের ১৭.৮৩ শতাংশ হস্তশিল্প প্রতিষ্ঠান রয়েছে বাংলার গ্রামাঞ্চলে (যা দেশের মধ্যে সবচেয়ে বেশি) এবং শহরাঞ্চলে এর সংখ্যা ১৪.১ শতাংশ (বাংলা রয়েছে দ্বিতীয় স্থানে)।

গ্রাম ও শহর মিলিয়ে পশ্চিমবঙ্গ হস্তশিল্পে সারা ভারতবর্ষের মধ্যে এক নম্বরে রয়েছে। ১৬.৩ শতাংশ হস্তশিল্প প্রতিষ্ঠান রয়েছে রাজ্যে।

বামফ্রন্ট সরকারের সময় থেকে রাজ্যের ঐতিহ্যগত তাঁত ও হস্তশিল্প এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প অবহেলিত হতে হতে  ক্রমশ বিলুপ্তির পথে এগোচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকার গত ছয় বছর ধরে বাংলার ঐতিহ্যবাহী হস্তশিল্প ও তাঁত শিল্পের হৃত গৌরব ফিরিয়ে আনতে একাধিক উদ্যোগ নিয়েছেন।

বিশ্ব বাংলা ব্র্যান্ড

বিশ্ব বাংলা মুখ্যমন্ত্রীর নিজের সৃষ্টি। এই ব্র্যান্ডটি বর্তমানে রাজ্যের হ্যান্ডলুম ও হস্তশিল্পকে পুনরুদ্ধার করেছে।  মঞ্জুসা ব্র্যান্ডের আওতায় পশ্চিমবঙ্গ হস্তশিল্প উন্নয়ন কো-অপারেটিভ  তাদের পণ্য বিক্রি করে এবং তন্তুজ এর অধীনে পশ্চিমবঙ্গ রাজ্য হ্যান্ডলুম তাঁতি কো-অপারেটিভ সোসাইটি তাদের পণ্য বিক্রি করে।

শিল্পীরা যাতে তাদের তৈরি জিনিস বিক্রি করতে পারেন এবং আরও অর্ডার পেতে পারেন সেজন্য রাজ্যের বিভিন্ন জায়গায় নিয়মিত মেলা ও হাটের আয়োজন করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গায় বিশ্ব বাংলা আউটলেট খোলা হয়েছে। আরও আউটলেট সহ কলকাতায় একটি বিশ্ব বাংলা শপিং মল খোলার পরিকল্পনা রয়েছে।

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের গতি

স্বাভাবিকভাবেই, বাংলার হস্তশিল্প ও তাঁত প্রস্তুতকারকরা এখন ভালোভাবে ব্যবসা করছে। এখন, তারা তাদের ব্যবসা চালিয়ে যাওয়ার পাশাপাশি পরবর্তী প্রজন্মের মধ্যে তাদের এই দক্ষতা প্রসার করতেও সমানভাবে আগ্রহী।

 

New Bengal Tourism ads to be unveiled at Bengal Global Business Summit 2017

A new series of advertisements to promote tourism in Bengal will be unveiled at the 2017 edition of Bengal Global Business Summit, to be held in January. The advertisement campaign is being overseen by Chief Minister Mamata Banerjee herself.

The advertisements would be created around the theme of ‘Experience Bengal’, which is the new tagline of Bengal Tourism. The State’s brand ambassador, actor Shah Rukh Khan has been roped in for this campaign.

The Tourism Department has brought out pamphlets focusing on 20 tourist spots, with details of accommodation, booking and other required information. It has been planned to promote each of these tourist spots with the brand ambassador as part of the campaign.

The Tourism Department has been going all out to promote the tourism centres of the State through its website and mobile app, even the off-beat ones. It is also taking advantage of social networking to increase its reach.

 

 

২০১৭ বিশ্ববঙ্গ সম্মেলনে প্রকাশিত হবে পর্যটনের নতুন বিজ্ঞাপন

বাংলার পর্যটনের নতুন ট্যাগ লাইন ‘এক্সপিরিয়েন্স বেঙ্গল’। ‘বিউটিফুল বেঙ্গল’-কে ‘এক্সপিরিয়েন্স বেঙ্গল’ ট্যাগ লাইনে দেশ-বিদেশের পর্যটকদের কাছে তুলে ধরবেন রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান৷ আরও ব্যাপকভাবে বাংলার পর্যটনকে বিশ্বের দরবারে তুলে ধরতেই বলিউডের বাদশাকে দিয়ে বিজ্ঞাপন করাচ্ছে রাজ্য সরকার৷

আগামী বছরের জানুয়ারি মাস থেকেই এই বিজ্ঞাপন প্রচারিত হবে৷ পর্যটন নিয়ে রাজ্যের এই বিজ্ঞাপনের বিষয়টি একেবারে নিজে তদারকি করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিশ্ববাংলা গ্লোবাল সামিটে এই বিজ্ঞাপন প্রকাশ করা হবে৷

ইতিমধ্যে বাংলার পর্যটন বিকাশে ওয়েবসাইটের মাধ্যমে প্রচারকেও তুঙ্গে তুলেছে রাজ্য৷ বেঙ্গল টুরিজম নামে একটি অ্যাপও চালু করেছে৷ সোশ্যাল মিডিয়া-সহ বিভিন্ন মাধ্যমে বাংলার অফবিট পর্যটন কেন্দ্রগুলিকেও সামনে আনা হচ্ছে৷

রাজ্যের ২০টি  টুরিস্ট স্পটকে পৃথক-পৃথকভাবে প্রচার পুস্তিকার মাধ্যমে হাতের নাগালে পৌঁছে দিচ্ছে পর্যটন বিভাগ৷ ব্র্যান্ড অ্যাম্বাসাডর কে দিয়ে প্রতিটি স্পটকে তুলে ধরা হবে৷ পর্যটন রূপসী বাংলাকে বিদেশের কাছে আরও ভালভাবে তুলে ধরতেই রাজ্য সরকারের এই পদক্ষেপ।

Agri-marketing Dept initiates market-oriented training to youth from farmers’ families

The state Agriculture Marketing department has taken up a program to train youth from families of farmers to ensure sufficient supply of fresh fruits and vegetables to Sufal Bangla outlets.

The youth are being trained in sorting, grading and preservation of their produce. They are also being trained in ways to supply the vegetables at the earliest and fresh condition to the outlets of Sufal Bangla. The training is helping the youth to develop their shills in retail marketing, maintaining proper accounts and managing businesses.

The agri marketing department has also introduced the ‘ Amar Fasal Amar Gari’ scheme for farmers, allowing a subsidy of Rs 10,000 to buy hand-pulled vans and perforated poly-crates to take their agricultural produce, mainly vegetables, to markets.

The department has a target of setting up around 80 Sufal Bangla stores across the state by the end of March 2017 and steps have also been taken to introduce app-based online home delivery of vegetables and fruits.

 

কৃষক পরিবারের যুবকদের প্রশিক্ষণ দেবে কৃষি বিপণন দপ্তর

কৃষক পরিবারের যুবকদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য কৃষি বিপণন বিভাগ। এর ফলে কৃষকরা সুফল বাংলার দোকানগুলিতে আরও তাজা ও উন্নতমানের শাক সবজি সরবরাহ করতে পারবে।

উৎপাদিত পণ্য কিভাবে সংরক্ষণ করতে হবে এবং তা কিভাবে বাজারজাত করতে হবে সেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যুবকদের। কিভাবে তাজা ও উন্নত মানের সবজি সুফল বাংলা স্তলে সরবরাহ করা যায় সে বিশয়েও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদের। এই প্রশিক্ষণ তাদের ব্যবসা সংক্রান্ত অন্যান্য কাজ যেমন সঠিক হিসাব রক্ষণ ও ব্যবসা পরিচালনায়ও অনেক সাহায্য করছ।

কৃষি বিপণন বিভাগ ইতিমধ্যেই কৃষকদের জন্য ‘আমার ফসল আমার গাড়ি’ প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের কেনার জন্য ১০০০ টাকা দেওয়া হচ্ছে। এর ফলে তারা হাতে টানা ভ্যান এবং সচ্ছিদ্র পলি-crates কিনতে পারবে যার মাধ্যমে তাদের শাক সবজি বাজারে নিয়ে যেতে অনেক সুবিধা হবে।

২০১৭ সালের মার্চ মাসের মধ্যে ৮০ টি সুফল বাংলা স্টল স্থাপনের লক্ষ্যমাত্রা নিয়েছে এই দপ্তর। অনলাইনে অ্যাপের মাধ্যমে যাতে শাক সবজি ফল হোম ডেলিভারি দেওয়া যায় সে ব্যাপারেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

Bengal ensures food security for all

On Sunday, Bengal Chief Minister Mamata Banerjee greeted all on the occasion of the World Food Day.

Bengal, under the able leadership of Mamata Banerjee, has been instrumental in providing food security to the people of the State, especially in Jangalmahal, tea gardens of north Bengal and Aila-affected areas of Sunderbans, people residing in the Hills, and tribal people.

Over 8 crore people in the State have been brought under food security scheme. Rice is made available at Rs 2/kg.

Thanks to the Khadya Sathi scheme, around 80 percent of the state’s nine crore people are benefiting. The scheme aims to ensure that people would receive 5 kg of food grain every month at Rs 2 per kg.

Storage capacity has increased from 62 lakhs metric tonnes to 5 crore 62 lakh metric tonnes in the last 5 years.

The government has ensured that children suffering from malnutrition, and their mothers, receive 5 kg rice, 1 kg masoor dal, 2.5 kg wheat (or flour) and 1 kg grams regularly.

 

বাংলায় খাদ্য সুরক্ষা নিশ্চিত করেছে রাজ্য সরকার

রবিবার, বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মাননীয়া মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলায় খাদ্য নিরাপত্তা এখন সুনিশ্চিত করা সম্ভব হয়েছে। বিশেষত জঙ্গলমহল, উত্তরবঙ্গের চা বাগান এবং সুন্দরবনের আয়লা অধ্যুষিত এলাকাগুলিতে ও পাহাড়ে বসবাসকারী মানুষ এবং আদিবাসী জনজাতিভুক্ত পরিবারের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করেছে বর্তমান সরকার।

বর্তমানে রাজ্যের প্রায় ৮ কোটি মানুষকে খাদ্য সাথী প্রকল্পের আওতায় আনা হয়েছে, তারা সকলে ২ টাকা কেজি দরে চাল পাচ্ছেন।

খাদ্য সাথী প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় ৮০ শতাংশ মানুষ উপকৃত হয়েছেন। এর মাধ্যমে তাদের প্রতি মাসে ২ টাকা কেজি দরে ৫ কেজি খাদ্যশস্য দেওয়া হচ্ছে।

গত ৫ বছরে মজুত ভাণ্ডারের ধারণ ক্ষমতা ৬২ লক্ষ মেট্রিক টন থেকে বাড়িয়ে ৫ কোটি ৬২ লক্ষ মেট্রিক টন করা হয়েছে।

যে সকল শিশুরা অপুষ্টিতে ভুগছে তাদের মায়েদের ৫ কেজি চাল, ১ কেজি মুসুর ডাল, ২.৫ কেজি গম এবং ১ কেজি ছোলা নিয়মিত দিচ্ছে রাজ্য সরকার।

 

 

Bengal Industry Minister holds meeting with Chinese delegation

Bengal Finance and Industry Minister Dr Amit Mitra on Sunday chaired a meeting with a Chinese business delegation at Nabanna.

A Chinese delegation had earlier surveyed the State’s industry infrastructure and had expressed desire to invest in Bengal.

In September 2016, a 21- member business delegation had visited Kolkata. That China is looking at Bengal as an investment destination and the country feels that business environment in the State has improved over time,  was expressed by the chairman of Worldwide Business Culture Exchange Centre, who was from Beijing.

 

চীনের প্রতিনিধিদলের সাথে বৈঠক করলেন শিল্পমন্ত্রী অমিত মিত্র

রবিবার নবান্নে চীনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র।

আগেও সেখানকার বণিকসভার প্রতিনিধিরা এসেছিলেন রাজ্যে। রাজ্যের পরিস্থিতি ঘুরে দেখে তারা লগ্নি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

এই বছর সেপ্টেম্বর মাসে ২১ জন সদস্যের একটি চীনা ব্যবসায়ী প্রতিনিধিদল কলকাতা সফর করেন। চীনের সঙ্গে রাজ্যের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে। উজ্জ্বল হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে লগ্নির সম্ভাবনা। বিনিয়োগের গন্তব্য স্থল হিসেবে চীন বাংলাকেই বেছে নিয়েছে। ওয়ার্ল্ড ওয়াইড কালচার এক্সচেঞ্জ সেন্টারের চেয়ারম্যান জানান, রাজ্যে এখন বিনিয়োগের ভাল পরিবেশ।

 

Bengal to seek GI tag for sweets and handicrafts

Bengal is now all set to claim patents over their sweet dishes Sarpuria and Sarbhaja, asserting that these humble delicacies originated in the state’s Krishnanagar.

They also want to secure the state’s rights over another famous sweet delicacy ‘Sandesh’, made of molasses (called Nalen Gur in Bengali).

Bengal government is likely to apply for the GI (Geographical Indication) of these delicacies. GI tag is like a brand name granted to a product because of its geographical uniqueness.

Bengal will also claim Muslin clothes as its own. Similarly, the govt wants to claim patent for Ghurni clay dolls of Krishnanagar.

 

বাঙালি মিষ্টি ও হস্তশিল্পের জন্য জিআই ট্যাগ পেতে উদ্যোগ রাজ্যের

বাংলা এখন কৃষ্ণনগরের বিখ্যাত মিষ্টি সরপুরিয়া ও সরভাজার ওপর জি আই ট্যাগের দাবি পেশ করতে চলেছে – যা পেটেন্টের সমতুল্য।

এছাড়া বাংলার বিখ্যাত মিষ্টি নলেন গুড়ের সন্দেশের জন্য জি আই ট্যাগের জন্য আবেদন করবে।

বাংলার সরকার এই সুস্বাদু খাবার গুলির জন্য জি আই ট্যাগের আবেদন করবে। কোন জিনিসের অনন্যতার পরিচয় এই জি আই ট্যাগ।

এছাড়া বাংলা তাঁর নিজস্ব মসলিনের কাপড় এবং তাঁর  সঙ্গে কৃষ্ণনগরের হস্তশিল্প মাটির পুতুলের জন্য জি আই ট্যাগের দাবি করবে বাংলা।

Land in Singur to be returned to farmers on Oct 20, Bengal CM to be present

Chief Minister Mamata Banerjee today announced that the process of giving physical possession of land in Singur will begin on October 20 and will be completed in 15-20 days. The CM will be present in Singur on October 20, 2016 to launch the process.

She chaired a meeting in Nabanna earlier in the day to decide the date from when the process of giving “physical possession” of land to farmers can begin. She was briefed on the progress of work in Singur.

The State Government has left no stone unturned to abide by the order of the Supreme Court Division Bench. Terming the acquisition of 997 acres of land for the Tata’s Nano car project in Singur unjustified, the Division Bench had directed the present State Government on August 30 to return the land in cultivable form within 12 weeks.

 

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ২০শে অক্টোবর সিঙ্গুরে শুরু হবে জমি ফেরতের প্রক্রিয়া

প্রস্তুত সিঙ্গুর! ৮০ শতাংশ জমি চাষযোগ্য করার কাজ শেষ৷ ৯০ শতাংশ মানুষকে জমির চেক ও পরচা দেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী ২০শে অক্টোবর জমি ফেরতের প্রক্রিয়া শুরু হবে।

আজ সিঙ্গুরে জমি চাষযোগ্য করে তোলার কাজের অগ্রগতি জানতে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের পর তিনি সাংবাদিকদের জানান সিঙ্গুরে ৮০% জমিই চাষযোগ্য করে তোলা হয়েছে।

জমি হস্তান্ততের প্রক্রিয়ার সূচনা করতে ২০শে অক্টোবর মুখ্যমন্ত্রী নিজে সিঙ্গুরে উপস্থিত থাকবেন।

 

A slice of Bengal at Durga Puja Bisarjan carnival on Red Road

A special procession of about 39 Durga Puja committees who have won Biswa Bangla Sharad Samman was organised today on Red Road on the way to the bisarjan, or immersion.

This bisarjan carnival, initiated by Bengal Chief Minister Mamata Banerjee, was an unique show that gave an opportunity to all to see the best pratimas at one place.

From the graceful, minimalist moves of Manipuri dancers to the energetic, exaggerated leaps of Chhau dancers; from the rhythmic beats of dhaks to the soul-stirring sounds of dhamsas and madals; from frames that captured Kolkata’s built heritage of a bygone era to the memories of the past – the inaugural edition of the bisarjan carnival on Red Road was a riot for the senses.

Puja organisers pulled out all stops to make the Mamata Banerjee-inspired event a show-stopper.

The programme was streamed live on Mamata Banerjee’s Facebook page too. You can watch the whole event here.

 

রেড রোডে দুর্গা বিসর্জনের বর্ণাঢ্য শোভাযাত্রা

আজ কলকাতার রাজপথে বিশ্ববাংলা শারদ সম্মান পুরস্কার জয়ী ৩৯টি দুর্গাপ্রতিমা বিসর্জনের এক বিরাট শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরঅনুপ্রেরণায় এই অভূতপূর্ব শোভাযাত্রার আয়োজন করা হয়েছে যেখানে একই জায়গায় মানুষ এবারের সবকটি উত্কৃষ্ট প্রতিমা দেখার সুযোগ পেলেন ও কার্নিভালের আমেজ উপভোগ করলেন।

এখানে মনিপুরী নাচের সঙ্গে ছিল ছৌ নৃত্য, ঢাকের তালের সঙ্গে ছিল ধামসামাদল, কলকাতার আভিজাত্যের সঙ্গে ছিল অতীতের স্মৃতি , সব মিলিয়ে এই শোভাযাত্রাটি প্রানোচ্ছল হয়ে উঠেছিল।

সমগ্র অনুষ্ঠানটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজেও লাইভ দেখানো হয়েছিল