October 18, 2016
Agri-marketing Dept initiates market-oriented training to youth from farmers’ families

The state Agriculture Marketing department has taken up a program to train youth from families of farmers to ensure sufficient supply of fresh fruits and vegetables to Sufal Bangla outlets.
The youth are being trained in sorting, grading and preservation of their produce. They are also being trained in ways to supply the vegetables at the earliest and fresh condition to the outlets of Sufal Bangla. The training is helping the youth to develop their shills in retail marketing, maintaining proper accounts and managing businesses.
The agri marketing department has also introduced the ‘ Amar Fasal Amar Gari’ scheme for farmers, allowing a subsidy of Rs 10,000 to buy hand-pulled vans and perforated poly-crates to take their agricultural produce, mainly vegetables, to markets.
The department has a target of setting up around 80 Sufal Bangla stores across the state by the end of March 2017 and steps have also been taken to introduce app-based online home delivery of vegetables and fruits.
কৃষক পরিবারের যুবকদের প্রশিক্ষণ দেবে কৃষি বিপণন দপ্তর
কৃষক পরিবারের যুবকদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য কৃষি বিপণন বিভাগ। এর ফলে কৃষকরা সুফল বাংলার দোকানগুলিতে আরও তাজা ও উন্নতমানের শাক সবজি সরবরাহ করতে পারবে।
উৎপাদিত পণ্য কিভাবে সংরক্ষণ করতে হবে এবং তা কিভাবে বাজারজাত করতে হবে সেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যুবকদের। কিভাবে তাজা ও উন্নত মানের সবজি সুফল বাংলা স্তলে সরবরাহ করা যায় সে বিশয়েও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদের। এই প্রশিক্ষণ তাদের ব্যবসা সংক্রান্ত অন্যান্য কাজ যেমন সঠিক হিসাব রক্ষণ ও ব্যবসা পরিচালনায়ও অনেক সাহায্য করছ।
কৃষি বিপণন বিভাগ ইতিমধ্যেই কৃষকদের জন্য ‘আমার ফসল আমার গাড়ি’ প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের কেনার জন্য ১০০০ টাকা দেওয়া হচ্ছে। এর ফলে তারা হাতে টানা ভ্যান এবং সচ্ছিদ্র পলি-crates কিনতে পারবে যার মাধ্যমে তাদের শাক সবজি বাজারে নিয়ে যেতে অনেক সুবিধা হবে।
২০১৭ সালের মার্চ মাসের মধ্যে ৮০ টি সুফল বাংলা স্টল স্থাপনের লক্ষ্যমাত্রা নিয়েছে এই দপ্তর। অনলাইনে অ্যাপের মাধ্যমে যাতে শাক সবজি ফল হোম ডেলিভারি দেওয়া যায় সে ব্যাপারেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।