mamata banerjee sagar island

Pilgrims laud Bengal Govt’s arrangements for Ganga Sagar Mela

Pilgrims who have arrived in Sagar Island to take a holy dip in the confluence of river Ganga expressed their satisfaction with the arrangement made by the state government.

The state government made an elaborate arrangement to help the pilgrims reach their destination and return safely without facing any trouble. Chief Minister Mamata Banerjee held a review meeting on January 5 over the preparation for Ganga Sagar Mela where more than 14 lakh pilgrims visit every year.

Subrata Mukehrjee, the state PHE minister, and Sobhandeb Chatterjee, the state Power minister, had visited the Sagar Island to take a stock of the preparation of the mela. The state PHE department is the nodal agency to organise the mela, but many departments had worked together to ensure that pilgrims could safely reach the venue.

The Transport department had ensured additional bus services both in the mainland and the island. There are more buses this time to take people from the transit points in Sagar Island to the mela ground.

Thousands of civil volunteers, all local youth, have been deployed in the mela to keep the area clean. They will ask people to avoid open defecation. Their main task would be to keep the mela premises clean. Steps have also been taken to ensure uninterrupted power supply in the mela premises.

 

গঙ্গাসাগর মেলার ব্যবস্থাপনায় রাজ্য সকারের প্রশংসা করলো পুণ্যার্থীরা

প্রতি বছরের মত এবছরও গঙ্গাসাগরের পুন্যার্থীদের নিরাপত্তার জন্য সবরকম ব্যবস্থা করেছে রাজ্য সরকার। গত ৫ জানুয়ারি মাননীয়া মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলা নিয়ে একটি বৈঠক করেন, যেখানে প্রায় প্রতি বছর ১৪ লক্ষ পুন্যার্থীর সমাগম হয়।

সাধারণ মানুষের নিরাপত্তার জন্য গোটা এলাকা সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হয়েছে।

পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং বিদ্যু९ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মেলার প্রস্তুতি খতিয়ে দেখার জন্য গঙ্গাসাগর পরিদর্শনে গিয়েছিলেন। রাজ্য জনস্বাস্থ্য কারিগরি বিভাগ এই মেলার আয়োজন করে। তবে পুন্যার্থীরা যাতে নিরাপদে পৌঁছতে পারে এবং সেখানে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনেক বিভাগ একসঙ্গে কাজ করেছে।

ট্রানজিট পয়েন্ট থেকে সাগর মেলায় মানুষকে পৌঁছে দেওয়ার জন্য পরিবহন দপ্তর অতিরিক্ত বাস পরিষেবা চালু করেছে।

মেলা প্রাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য হাজার হাজার সিভিল ভলেন্টিয়ার, স্থানীয় যুবকদের মেলায় মোতায়েন করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দল ও ডুবুরিও রাখা হয়েছে। এবার ১০ হাজার অতিরিক্ত শৌচাগার তৈরি করা হয়েছে। কি কি করণীয় ও কি কি করণীয় নয় এমন নির্দেশিকা সম্বলিত বিভিন্ন ভাষার লিফলেট বিলি করছে প্রশাসন। এছাড়াও মেলা প্রাঙ্গণে নিরবচ্ছিন্ন বিদ্যু९ সরবরাহ নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

Bengal CM inaugurates 21st ‘Jatra Utsav’

Bengal Chief Minister Mamata Banerjee inaugurated the 21st edition of ‘Jatra Utsav’ today. The inaugural ceremony was held at Kachhari Maidan, Barasat. The 32 day-long festival will be held in Barasat on January 13 and 14 and then from January 15 till February 13 in Baghbazar.

The Bengal Government, under the initiative of the Chief Minister has been instrumental in providing jatra artistes with several facilities including bringing them under mediclaim.

Setting up of a data bank on jatra is also under process. The Government had also increased the annual remuneration of poor jatra artistes from to Rs 9,000, from Rs 8,000, in 2015.

The State Government has come up with ‘Jatra Darpan’ – a booklet containing information on jatra groups – and has given a copy to all district magistrates and superintendents of police in the districts in an effort to rejuvenate the jatra culture in the State.

 

Salient points from the Chief Minister’s speech at the inauguration:

  • This is the 21st year of Jatra Utsav. I extend my greetings to all jatra artistes and people of Barasat.
  • The theme of Jatra Utsav is ‘Banglar Jibon Jatra’. It is a part of our lives.
  • We give financial aid (Rs 9,000) to 399 Jatra artistes every year.
  • We give Rs 1,000 per month to 80,000 folk artistes. They also perform in Government functions.
  • It is our aim to protect the heritage and culture of Bengal.
  • We have honoured Makhanlal Natto with Banga Bibhushan.
  • Different districts have different fairs and festivals that reflect their cultures.
  • In Birbhum, Baul Utsav is held; in Bardhaman, Mati Utsav is celebrated; and in the Jangalmahal region, we organise Jangalmahal Utsav.
  • We organise Himal-Terai-Dooars Utsav in Darjeeling; we organise North Bengal Utsav too.
  • I salute the jatra artistes as they reach out to people so beautifully through their art.

 

 

২১তম যাত্রা উসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

আজ একুশতম যাত্রা উসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারাসাতের কাছারি ময়দানে হয় এই উদ্বোধনী অনুষ্ঠান।

৩২ দিন ব্যাপী এই অনুষ্ঠানটি প্রথমে ১৩-১৪ জানুয়ারী বারাসাতে অনুষ্ঠিত হবে। তারপর, ১৫ জানুয়ারী থেকে ১৩ ফেব্রুয়ারী বাগবাজারে চলবে যাত্রা উসব।

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যাত্রা শিল্পীদের কল্যানে নানা প্রকল্প গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। স্বাস্থ্যবীমার ব্যবস্থাও করা হবে তাদের জন্য। একটি যাত্রা ডাটা ব্যাংক তৈরিরও কাজ চলছে। ২০১৫ সাল থেকে রাজ্য সরকার গরিব যাত্রা শিল্পীদের বার্ষিক ভাতা ৮০০০ থেকে বাড়িয়ে ৯০০০ করে দিয়েছে।

যাত্রা শিল্পের পুনরুদ্ধারের জন্য রাজ্য সরকার ‘যাত্রা দর্পন’ নামক একটি পুস্তিকাও তৈরী করেছে। নোট বাতিলের ফলে যাত্রা শিল্পীরা চরম সমস্যার সম্মুখীন এদিন সভামঞ্চ থেকে সেকথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

  • এটা ২১ তম যাত্রা উ९সব, আমি যাত্রাশিল্পীদের ও বারাসাতের মানুষকে আমার শুভেচ্ছা জানাই
  • যাত্রা উ९সবের থিম হল ‘বাংলার জীবনযাত্রা’। এটা আমাদের জীবনের অঙ্গ
  • আমরা প্রতি বছর ৩৯৯ জন যাত্রা শিল্পীদের ৯০০০ টাকা দিয়ে সাহায্য করি
  • ৮০০০০ লোক শিল্পীকে আমরা মাসে ১০০০ টাকা করে দিই, তাদেরকে সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগও দেওয়া হয়
  • বাংলার ঐতিহ্য, সংস্কৃতি রক্ষা করা, শিল্পীদের প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য
  • মাখনলাল নট্টকে আমরা বঙ্গ বিভূষণ সম্মানে সম্মানিত করেছি
  • বিভিন্ন জেলায় উ९সব, মেলার মাধ্যমে তাদের ঐতিহ্যকে ধরা হয়
  • বীরভূমে বাউল উ९সব, বর্ধমানে মাটি উ९সব, জঙ্গলমহলে জঙ্গলমহল উ९সব হয়
  • দার্জিলিঙে আমরা হিমাল-তরাই-ডুয়ার্স উ९সবের পাশাপাশি উত্তরবঙ্গ উৎসবের আয়োজন করি
  • আমি আমাদের যাত্রা শিল্পীদের স্যালুট জানাই, তাদের অভিনয় ও গানের মাধ্যমে মানুষের কাছে সহজেই পৌঁছে যান যাত্রা আপনারা

 

Mishti Hub in Burdwan to be inaugurated on March 14

Within two days after Chief Minister Mamata Banerjee announced that Mishti Hub in Burdwan will be inaugurated in the next two months, traders have started receiving orders for traditional sweets which will be prepared in the under-construction hub.

On January 9, the Chief Minister announced that the proposed Mishti Hub will be inaugurated on March 14. She made the announcement from the inaugural ceremony of Mati Utsav.

The decision to set up the hub was taken considering the business potential of the locally made traditional sweets and it was decided to sell the sweets in small packets in all the outlets of Biswa Bangla. She had also announced that the same sweets will be marketed abroad.

 

Image is representative (source)

 

বর্ধমানে ‘মিষ্টি হাব’ উদ্বোধন হবে ১৪ই মার্চ

কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে আগামী দুমাসের মধ্যে উদ্বোধন হবে বর্ধমানের মিষ্টি হাবের। মুখ্যমন্ত্রীর ঘোষণার দুদিনের মধ্যে কারিগররা মিষ্টি তৈরির অর্ডার পেতে শুরু করেছেন।

গত ৯ জানুয়ারি মাটি উৎসবের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন আগামী ১৪ তারিখ ‘মিষ্টি হাব’ এর উদ্বোধন হবে।

বাংলার জনপ্রিয় মিষ্টিগুলোই এখানে তৈরি হবে।বিশ্ব বাংলা স্টলগুলিতে প্যাকেটে করে এই মিষ্টি বিক্রি হবে। একইসঙ্গে তিনি ঘোষণা করেন যে একই মিষ্টি বিদেশেও বাজারজাত করা হবে।

 

CPI(M) had ‘Harmads’ and BJP has ‘Jallads’: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today accused him of “removing crucial files” related to the notes ban. She also alleged that demonetisation was a “ploy to transform white money into black and black money into white”.

“They (Modi government) have turned the CBI into the Conspiracy Bureau of India and are using it for pursuing vendetta politics. The CBI has created a back office to come up with false evidence against our leaders to implicate them in chit fund cases,” she alleged.

Mamata Banerjee alleged that the CPI(M) had entered into a “political match-fixing” with the BJP as it was “under the Left rule that the chit funds had mushroomed in the state”.

“It was during the CPI(M) regime that Rose Valley and Saradha chit funds came into being. What were the SEBI and RBI doing then? Several top CPI(M) leaders were involved in the chit fund business but none of them was summoned. It only shows that the CPI(M) and the BJP have teamed up in Bengal,” she said.

 

 

সিপিএমের ছিল ‘হার্মাদ’, বিজেপির আছে ‘জল্লাদ’: মমতা বন্দ্যোপাধ্যায়

নোট বাতিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব ফাইল সরিয়ে ফেলা হয়েছে বলে এদিন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ নোট বাতিল সাদা টাকাকে কালো টাকায় রুপান্তরিত করার এক কৌশল।

তিনি বলেন, “ওরা সিবিআই কে কন্সপিরেসি ব্যুরো অফ ইন্ডিয়ায় পরিণত করে তা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার কাজে লাগাচ্ছে।  একটা ব্যাক অফিস তৈরি করেছে সেখানে আমাদের নেতাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগের প্রমাণ তৈরি করছে”।

সিপিএমএর সঙ্গে বিজেপির ম্যাচ ফিক্সিং হয়েছে। বাম আমলে রাজ্যে যখন চিট ফান্দ তৈরি হয়েছিল তখন ওরা কি করছিল?কেন পদক্ষেপ নেয়নি এই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, “রোজ ভ্যালি, সারদা তৈরি হয়েছে সিপিএমের আমলে। সেই সময় আরবিআই, সেবি কেন চিট ফাণ্ড ব্যবসা করতে দিয়েছিল? অনেক সিপিএম নেতা এই চিট ফান্ডের সঙ্গে জড়িত। তাদের কেন তলব করা হচ্ছে না? এর থেকেই স্পষ্ট সিপিএম-বিজেপি বাংলায় একজোট হয়েছে”।

 

A destructive party is selling off the country: Mamata Banerjee

Coming down heavily on the Centre on the issue of demonetisation and political vendetta, Bengal Chief Minister and Trinamool Chairperson Mamata Banerjee today said everyone is suffering due to ‘Super Emergency’.

“Modi Babu bulldozed his decision. Institutions were not allowed to do their job. Whoever is speaking up is being silenced with fear-mongering. Agencies are hounding them,” she said.

“Within hours of announcement of demonetisation I raised my voice. Why did they introduce Rs 2000 notes after banning Rs 1000? People will ban Modi Sarkar soon,” the CM added.

She thundered, “They promised situation will normalise within 50 days. Nothing has improved. Are 50 days not over? Why are restrictions on withdrawal limit still in place?”

She said Trinamool cannot be scared by fear-mongering tactics. “They thought TMC is made of soft mud so even rats can dig it. We fight with tigers, we won’t get rattled by a push from rats,” the Chief Minister said.

She reiterated that CBI has become ‘Conspiracy Bureau of India’.

Highlighting the sufferings of people across all strata of society, she said the protests will continue and the next course of action will be decided after Gangasagar Mela.

Day 3 of Trinamool’s nationwide protests against demonetisation & political vendetta

Today was the third day of Trinamool’s nationwide protests against demonetisation and political vendetta by the Centre. A delegation of Trinamool MPs met the Honourable President today in Delhi.

From November 8, 2016, the day demonetisation was announced, Mamata Banerjee has been vocally protesting against the policy which has led to immense suffering of the people. She has been actively tweeting against the Narendra Modi government and has also addressed rallies in Delhi, Lucknow, Patna and Kolkata.

Trinamool MPs had been sitting on dharna for the last three days in Delhi. Similar dharnas were held in front of RBI office and CGO complex in Kolkata. Dharnas were held in Punjab, Manipur, Tripura, Bihar, Jharkhand, Odisha also.

Mamata Banerjee has given the slogan ‘Modi Hatao, Desh Bachao’ and demanded that a ‘National Government’ be formed to save the country from this mess.

 

নোট বাতিল ও রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদের আজ তৃতীয় দিন

কেন্দ্রীয় সরকারের হঠকারী নোটবাতিলের সিদ্ধান্ত ও কেন্দ্রের প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে তৃণমূলের দেশব্যাপী প্রতিবাদী আন্দোলনের আজ ছিল তৃতীয় দিন।

আজ দিল্লিতে দুপুর ২ টোয় তৃণমূল সাংসদদের এক প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন।

২০১৬-র ৮ নভেম্বর নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পর থেকেই এর বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বাতিলের ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার। টুইটারেও তিনি মোদীর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান। একইসঙ্গে দিল্লি, লখনউ, কলকাতা ও পাটনার জনসভাতেও তিনি এর বিরুদ্ধে প্রতিবাদ জানান।

গত ৩ দিন ধরে তৃণমূল সাংসদরা নোটবাতিলের সিদ্ধান্ত ও প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে দিল্লীর সাউথ অ্যাভিনিউতে ধর্ণায় বসছেন। ধর্ণা হয় কলকাতার সিজিও কমপ্লেক্স ও রিজার্ভ ব্যাংকের সামনেও। পাঞ্জাব, বিহারের কিষাণগঞ্জ, মনিপুর, ত্রিপুরা, আসাম ও ঝাড়খণ্ডেও চলেছে প্রতিবাদ।

দেশকে রক্ষার স্বার্থে ইতিমধ্যেই জাতীয় সরকার গঠনের দাবি করেছেন মুখ্যমন্ত্রী। ‘মোদী হাঠাও, দেশ বাঁচাও’ স্লোগানও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

Bengal records highest bank credit flow to MSME sector for last 5 years

Bengal recorded the highest bank credit flow to Micro, Small and Medium Enterprises (MSME) sector for last five years across the nation to the tune of US $15 billion.

Apart from highest MSME credit flow to the tune of US $ 15 billion, the state is second largest in the country in terms of the number of MSME enterprises. There are 3.7 million enterprises doing business in Bengal.

The involvement of people in Bengal’s MSME sector is also heart-warming thing to promote among the Indian and overseas investors. The state is the second largest in the country in terms of number of people employed in MSMEs, which is 8.6 million.

Bengal has a steady 8 per cent growth rate in MSMEs in 2014-15 and it has 19 per cent MSME’s share of state’s Gross Value Added (GVA) in 2014-15. The state government has set up a US $ 30 million or approximately Rs 200 Crore Venture Capital Fund (VCF) to ensure a fast MSME growth. The government also set up MSME Felicitation Centre (MFCs) in every district to provide single window services to the entrepreneurs.

Chief minister Mamata Banerjee led the success story of MSME in Bengal. The government created 331 new MSME clusters. The market value of the fixed asset in MSME in Bengal is US $ 5.9 billion – which is considered to be her single-handed achievement.

 

ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সেরা বাংলা

ক্ষুদ্র ও মাঝারি শিল্পে গত পাঁচ বছরে ব্যাংক থেকে সব থেকে বেশি ঋণ পেয়েছে বাংলা, যার সংখ্যা হল প্রায় ১৫ বিলিয়ন ডলার।

সব থেকে বেশি ঋণ পাওয়ার পাশাপাশি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা অনুসারেও পশ্চিমবঙ্গ দেশে দ্বিতীয় স্থানে। বাংলায় প্রায় ৩৭ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান আছে।

রাজ্যে বিপুল সংখ্যক মানুষ, প্রায় ৮৬ লক্ষ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। প্রসঙ্গত এই ক্ষেত্রেও বাংলা দেশে দ্বিতীয় স্থানাধিকারী।

২০১৪-৫ আর্থিক বর্ষে, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বৃদ্ধি হয়েছে ৮ শতাংশ যা রাজ্যের জিভিএ’র ১৯ শতাংশ। এমএসএমই বিকাশের জন্য রাজ্য সরকার প্রায় ২০০ কোটি টাকার তহবিল চালু করেছে। জেলায় জেলায় গড়ে তোলা হয়েছে এমএফসি বা এমএসএমই সহায়তা কেন্দ্র যাতে উদ্যোগপতিদের অল্প সময়ের মধ্যে সবরকম ভাবে সাহায্য করা যায়।

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের এই জয় যাত্রার কান্ডারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ৩৩১টি নতুন ক্লাস্টার তৈরি করেছে। এই মুহূর্তে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্থাবর সম্পত্তির বাজারদর প্রায় ৪০,০০০ কোটি টাকা। এর কৃতিত্ব অবশ্যই মুখ্যমন্ত্রীর।

 

Vivek Chetana Utsav to pay homage to Swami Vivekananda being observed across Bengal

Bengal Government is celebrating the 154th birth anniversary of Swami Vivekananda in association with Ramkrishna Math and Mission through the three-day long Vivek Chetana Utsav, from January 10-12.

All the 341 blocks, 117 municipalities, 6 municipal corporations and 144 wards of the Kolkata Municipal Corporation, GTA and all the district Sadars are elebrating the Vivek Chetana Utsav through padayatras, exhibition, symposiums and quiz on the life of Swami Vivekananda, debates, exhibition football matches and other cultural programmes.

The State Youth Welfare department, like previous years, has geared up for the festival.  It may be noted that Bengal Chief Minister Mamata Banerjee had declared State holiday on January 12, on the birth day of Swami Vivekananda, from the year 2012.

 

স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হচ্ছে বিবেক চেতনা উৎসব

স্বামী বিবেকানন্দের ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকার উদযাপন করছে বিবেক-চেতনা উৎসব। রামকৃষ্ণ মঠ ও মিশনের সহযোগিতায় এই উৎসব রাজ্যজুড়ে উদযাপিত হচ্ছে ১০-১২ জানুয়ারী।

রাজ্যের ৩৪১টি ব্লক, ১১৭ পুরসভা, ৬টি কর্পোরেশন, কলকাতা পৌরসংস্থার ১৪৪ ওয়ার্ড, জিটিএ, প্রত্যেকটি জেলা সদরে এই উৎসব উদযাপিত হচ্ছে। অনুষ্ঠিত হচ্ছে পদযাত্রা, এক্সিবিশন, বিতর্কসভা, ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান।

রাজ্যের যুবকল্যাণ দপ্তর, প্রত্যেক বছরের ন্যায় এবছরেও, নতুন উদ্যমে এই উৎসব পালনে উদ্যত হয়েছে। প্রসঙ্গত, ২০১২ সালে স্বামী বিবেকানন্দের জন্মদিনে রাজ্যে ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

Let there be a tide of protests against demonetisation: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee, while inaugurating Joydeb Mela in Bardhaman district today, came down hard on the Centre for the loss that demonetisation has caused to farmers, small traders, tea garden and jute industry workers.

“People are unable to withdraw their own money from banks. Small traders have been badly hit. Farmers do not have money to buy seeds. Tea gardens, the jute industry, small-scale enterprises have suffered. People are not getting pension,” she said while pointing out a survey report which say 30% people have lost their jobs due to demonetisation.

“People are suffering. Workers under the 100 Days’ Work Scheme are not receiving wages. Banks do not have money”, the Chief Minsiter said, and on top of that, “92% rural areas do not even have banks”.

She accused the Prime Minister of peddling plastic currency: “Modi Babu has become a salesman of plastic currency”. But only a very small percentage of people possess cards, and not all shops accept cards: “Will people eat plastic?”

She said, “Tughlaqi decisions have crippled the economy. I have seen many governments at Centre but never seen a Tughlaqi government like this”.

“120 people have lost their lives. Will Modi Babu take responsibility?” the CM asked.

She also harped on the vindictive attitude of the Central Government: “Anyone who speaks out against the Centre is branded corrupt and agencies are sent after them”.

She “urged everyone to come forward and protest”. “Let there be a tide of protests”, she said.

Mamata Banerjee ended her speech with a rallying cry: “We were with the people. We are with the people. We will stay beside the people”.

 

মানুষ বলছে মোদী বাবু এবার বিদায় নিনঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ বীরভূম জেলার কেন্দুলিতে জয়দেব মেলার উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নোট বাতিল ইস্যুতে কেন্দ্রকে বিঁধলেন।

তিনি বলেন, দেশে ৯২শতাংশ গ্রামে ব্যাঙ্ক বা পোস্ট অফিস নেই, এই সিদ্ধান্তের ফলে মানুষ চরম ভোগান্তির শিকার, ছোট ব্যবসায়ীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। চা বাগান, জুট মিল থেকে শুরু করে ছোট কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। কৃষকদের কাছে ফসলের বীজ কেনার টাকা নেই, ৩০% মানুষ কর্মহীন হয়ে পড়েছে, ১০০ দিনের শ্রমিকরা মজুরি পাচ্ছেন না।

পাশাপাশি তিনি বলেন, যেখানে ব্যাঙ্ক আছে সেখানেও মানুষ ব্যাঙ্ক থেকে নিজেদের টাকা তুলতে পারছে না, বয়স্ক মানুষরা পেনশন পাচ্ছেন না। কারন কোনও বাঙ্কের কাছেই টাকা নেই। তিনি আরও বলেন, মোদীবাবু প্লাস্টিক টাকার সেলসম্যান হয়েছেন। মানুষ কি প্লাস্টিক খাবে?

নোট বাতিলের ফলে ব্যাংকের লাইনে দাড়িয়ে যে ১২০ জন মানুষ প্রাণ হারিয়েছেন তাদের কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী বলেন, মোদী বাবু কি এতজন মানুষের মৃত্যুর দায় নেবেন?

তিনি বলেন, মানুষের কাছে টাকা নেই। সাধারণ মানুষের সাদা টাকা এখন কালো হয়ে গেছে আর বিজেপির কালো টাকা সাদা হয়ে গেছে। এই সরকার মানুষের থেকে কর সংগ্রহ করে এখন মানুষকেই চোর বলছে।

মুখ্যমন্ত্রী বলেন, আমি অনেক সরকার দেখেছি কিন্তু এরকম তুঘলকি সরকার কখনোও দেখিনি, এই তুঘলকি শাসকদের তুঘলকি সিদ্ধান্ত দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে যেই মুখ খুলছে তার পিছনে এজেন্সি লাগিয়ে দিচ্ছে।

তিনি সকলকে আবেদন জানান প্রতিবাদে এগিয়ে আসার জন্য। তিনি বলেন, আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকব। বাংলাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে।”

 

 

 

 

Day 2 of Trinamool’s countrywide protests against demonetisation and political vendetta

Today was the second day of Trinamool’s countrywide protests against demonetisation and political vendetta.

Trinamool MPs of Lok Sabha and Rajya Sabha held a sit-in demonstration at South Avenue for the second day. The dharna began with 2 minutes silence for the 120 people who lost their lives due to demonetisation. Several MPs – Saugata Roy, Kalyan Banerjee, Sukhendu Sekhar Roy, Kakoli Ghosh Dastidar, Sisir Adhikari, Sultan Ahmed – made short speeches highlighting the sufferings of people every hour.

A dharna was organised just three kilometres away from the office of the Central Bureau of Investigation (CBI) in Bhubaneswar. Senior Trinamool Congress leaders including Secretary General of the party Partha Chatterjee, All India General Secretary, Subrata Bakshi, Chandrima Bhattacharya and Manish Gupta  attended the dharna.

Dharnas were also organised in front of CGO complex and RBI headquarters in Kolkata. They will continue even today.

Protests are being organised in Punjab, Kishanganj (Bihar), Manipur, Tripura, Assam, and Jharkhand against the note ban and the suffering that is being caused to the people.

 

নোট বাতিলের বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদের আজ দ্বিতীয় দিন

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নোটবাতিলের সিদ্ধান্ত ও তার ফলে সাধারণ মানুষের ভোগান্তির বিরুদ্ধে  এবং কেন্দ্রের প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে তৃণমূলের দেশব্যাপী প্রতিবাদী আন্দোলনের আজ  দ্বিতীয় দিন।

দিল্লির সাউথ এভিনিউতে তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা ধর্ণা দেন। সকাল ১১টায় নোট বাতিলের ফলে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় ধর্ণা। এরপর প্রত্যেক ঘন্টায় বর্ষীয়ান সাংসদরা বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন সৌগত রায়, কল্যাণ ব্যানার্জি, কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দু শেখর রায়, শিশির অধিকারী, সুলতান আহমেদ।

ওড়িশার ভুবনেশ্বরের সিবিআই অফিসের মাত্র তিন কিঃ মিঃ দুরে আজ ধর্ণা দেওয়া হয়। এই কর্মসূচিতে অংশ নেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সর্বভারতীয় সাধারন সম্পাদক সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য, মনীশ গুপ্ত প্রমুখ।

ধর্ণা হয় কলকাতার সিজিও কমপ্লেক্স ও রিজার্ভ ব্যাংকের সামনেও। পাঞ্জাব, বিহারের কিষাণগঞ্জ, মনিপুর, ত্রিপুরা, আসাম ও ঝাড়খণ্ডেও চলবে প্রতিবাদ।