There is no place for the cloaked and the lotus-holders in Bengal: Abhishek Banerjee

Trinamool Youth Congress President and MP Abhishek Banerjee attended a blood donation camp in Barrackpore today. He addressed the party supporters at a public meeting after that.

He said, “We have become ministers, MPs and MLAs with the help of the people”.

Addressing the party workers, he said, “Those who have created Trinamool Congress inspired by the ideals of Mamata Banerjee, and hold high the party’s flag, are the real assets of the party. Those who struggle for the party all through the year, help in taking the fruits of development to the masses, are the real assets of the party”.

He went on, “Seeing the number of people attending the meeting today, despite the hot weather, it is safe to assume that in the coming days the CPI(M), the Congress and the BJP would not be found anywhere in the state”.

Holding aloft the high ideals of the party, he said, “All political parties have good and bad people. We in the Trinamool always welcome honest, good and fearless people”.

“Like Trinamool is synonymous with Singur and Nandigram, it is also identified with the events of July 21, 1993. Those who are not aware of the ‘Ekush’ (July 21) Movement have no right to associate themselves with Trinamool. The date July 21 is not just a date or even the measure of a great movement, it is a part of our pride, our collective emotion and even our vanity”,  he said, putting forth the essence of Trinamool Congress as a party.

He further said, “Into this land of peace, the Jyoti Basu government had flown in a river of blood. Thirteen bright youth had drowned in that river. We can never forget those people. This movement is an integral part of the birth pangs of our party. We are not afraid to face bullets. It is no use trying to scare us or cower us down. The Trinamool Congress is ever ready for any fight or movement”.

” ‘Ekush’ signifies a movement, a battle cry, a cleansing flood, a mass of support. ‘Ekush’ signifies a hope, a new direction and a will to fight”, Abhishek Banerjee thus explained the core significance of the July 21 Movement.

Harking back to the dark days of the past, he said, “The way the CPI(M), while in power, had insulted, ravaged and tortured Bengal, the same way the government at the Centre is oppressing the country and pushing it towards darkness. The way of the devil remains – just that earlier it was the CPI(M), now it is the BJP”.

Speaking on the way the Trinamool Congress has been leading protests all over the country, including major ones in the national capital, on demonetisation, GST and other issues, the Trinamool Youth Congress President and MP said, “Except Mamata Banerjee and the Trinamool Congress, no one is protesting. The reason is that Trinamool has to answer to the people. Till the last drop of our blood, we will raise questions on the behalf of the people and fight for them in Delhi”.

“We have staged and led protests multiple times in Delhi; no other party has done that. They try to scare us in the name of the CBI and the ED ever so often. But it is of no use – we have increased our strength in the Assembly from 184 to 221”.

Referring to the politics of vendetta that BJP has been conducting on Trinamool, he said, “Those who are thinking they can scare us to submission, they should know that not everyone can become a Mamata Banerjee. She has become what she is today through a lot of sacrifice and hardship. The more they incite and instigate her, the more powerful she becomes. Trinamool Congress is made of pure steel”.

Abhishek Banerjee went on to hold forth on the fact that some people are playing the politics of convenience by changing colours: “Some of those who used to roam around in red kurtas are the same people have donned saffron ones, with lotuses in their hands. The doors of our party are closed for them. Earlier the CPI(M) used to come in disguise, with faces covered, and frighten people through torture, extortion and humiliation”.

“There is no place for the cloaked and the lotus-holders in Bengal”, he said.

Lauding the chief ministership of Mamata Banerjee, he said, “The Chief Minister has conducted more than 150 administrative review meetings. I do not want to embarrass you by reminding you about part-time chief ministers like Jyoti Basu and Buddhadeb Bhattacharya. I have never seen a chief minister go from district to district with hawai chappals on feet. Our chief minister is our pride”.

 

 

বাংলায় ছদ্মবেশী ও পদ্মবেশীদের কোন জায়গা নেই: অভিষেক বন্দ্যোপাধ্যায়

আজ ব্যারাকপুরে একটি জনসভায় বক্তব্য রাখেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মানুষের সহায়তায় আমরা মন্ত্রী, সাংসদ, বিধায়ক হয়েছি। যেসব কর্মীরা কাঁধে ঝাণ্ডা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেস দলটাকে তৈরী করেছে, তারাই আমাদের আসল সম্পদ। যারা ৩৬৫ দিন লড়াই করে, উন্নয়নের পরিষেবা বাড়ি বাড়ি পৌঁছে দেয়, তারাই আমাদের দলের আসল সম্পদ।”

জনসভায় উপস্থিত অগনিত জনগণকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আজকে তীব্র রোদ উপেক্ষা করে যেভাবে মানুষ এই সভায় উপস্থিত হয়েছেন তা প্রমাণ করছে আগামী দিনে সিপিএম বিজেপি কংগ্রেসকে দূরবীন তো দুরের কথা অণুবীক্ষণ যন্ত্র দিয়েও ওদের কোন গ্রামে-গঞ্জে, অঞ্চলে খুঁজে পাওয়া যাবে না। সব রাজনৈতিক দলে ভালো ও খারাপ লোক থাকে, সৎ ভালো নির্ভীক লোক কে স্বাগত জানানো হয় তৃণমূলে।”

তৃণমূল কংগ্রেসের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, “তৃণমূল কংগ্রেসের পরিচয় যেমন সিঙ্গুর, নন্দীগ্রাম, তেমন ১৯৯৩ সালের ২১ শে জুলাই। যারা ২১ শের আন্দোলন জানে না, তাদের তৃণমূল করার কোন যোগ্যতা নেই। ২১ শুধু তারিখ বা শব্দ নয়, একটা আন্দোলনের মাপকাঠি বা সীমারেখা নয়, ২১ আমাদের গৌরবের, আবেগের, আমাদের অহংকার। একুশ মানে আন্দোলন, গর্জন, প্লাবন, জনসমুদ্র। একুশ মানে আশা, দিশা, লড়াই করা।”

১৯৯৩ সালের ২১শে জুলাইয়ের প্রসঙ্গে তিনি বলেন, “এই শান্তির বাংলায় তৎকালীন জ্যোতি বাবুদের সরকার কলকাতার রাজপথে রক্তের নদী বইয়ে দিয়েছিল। ১৩ জন তরতাজা যুবক প্রাণ দিয়েছিল। সেই শহীদদের আমরা কোনদিন ভুলে যেতে পারি না। এই আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের সংগঠন তৈরী হয়েছে। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস ছাড়া কোন দল প্রতিবাদ করে না। কারণ আমরা জবাব দেব সাধারণ মানুষকে।আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত মানুষের হয়ে প্রশ্ন করব ও দিল্লিতে আন্দোলন করব।”

বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, “কার্তুজের গুলির সামনে আমরা বুক পেতে দাঁড়াতে ভয় পাইনি। আমাদের ধমকে, চমকে, ভয় দেখিয়ে কোন লাভ নেই। তৃণমূল কংগ্রেস সব সময় লড়াই আন্দোলনের জন্য প্রস্তুত থাকে। যারা লাল পাঞ্জাবী পরে ঘুরত তারাই এখন গেরুয়া পাঞ্জাবী পরে পদ্মফুল নিয়ে ঘুরছে। আমাদের দলের দরজা তাদের জন্য বন্ধ। আগে সিপিএম আসতো ছদ্মবেশে। এসে মুখে কাপড় বেঁধে অত্যাচার, শোষণ, লাঞ্ছনা করে সন্ত্রাস করত। আজ এখন বিজেপি আসছে পদ্মবেশে।”

তিনি এই প্রসঙ্গে আরও বলেন, “সিপিএম যেভাবে ৩৪ বছর বাংলাকে লাঞ্ছিত, ধর্ষিত, অত্যাচারিত করে রেখেছিল একই কায়দায় কেন্দ্রীয় সরকার দেশকে জগদ্দলে পরিণত করে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। শুধুমাত্র মুখোশ বদলেছে, আগে ছিল সিপিএম এখন হয়েছে বিজেপি। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস ছাড়া কোন দল প্রতিবাদ করে না। কারণ আমরা জবাব দেব সাধারণ মানুষকে।আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত মানুষের হয়ে প্রশ্ন করব ও দিল্লিতে আন্দোলন করব। আমরা দিল্লির বুকে একাধিক জায়গায় আন্দোলন করেছি, অন্য কোন রাজনৈতিক দল করে দেখাতে পারেনি। আর কিছু হলেই সিবিআই আর ইডি। হেনস্থা করে লাভ নেই, ১৮৪ থেকে আজ তৃণমূল ২২১ হয়েছে।”

বিরোধীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “যারা ভাবছে ভয় দেখিয়ে তৃণমূলকে আটকে রাখা যাবে তাদের জানা উচিত কলা পাতায় একবার খাবার খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হওয়া যায় না। ত্যাগ, আন্দোলন পরিশ্রমের মাধ্যমে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন। তাঁকে (মমতা বন্দ্যোপাধ্যায়) যত তাতাবে, পোড়াবে তত তিনি শক্তিশালী হবেন। তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহার মত। বাংলায় ছদ্মবেশী ও পদ্মবেশীদের কোন জায়গা নেই।”

তিনি বলেন, “প্রায় ১৫০ টি প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। বুদ্ধবাবু বা জ্যোতি বাবুর মত পার্ট টাইম মুখ্যমন্ত্রীদের কথা স্মরণ করিয়ে লজ্জা দিতে চাই না। আমি কোন মুখ্যমন্ত্রীকে হাওয়াই চপ্পল পরে জেলা থেকে জেলা ঘুরে বেড়াতে দেখিনি। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের অহংকার।”

 

Bengal Govt reduces its share of tax on regional film tickets

The Bengal Government has decided to maintain the usual 2 per cent tax on tickets for regional films by waiving off a percentage of its share from the Goods and Services Tax (GST).

Dr Amit Mitra, the State Finance Minister, said: “It was initially decided to impose 28 per cent GST on film tickets. We had fought in the GST Council and made them bring it down to 18 per cent for tickets worth below Rs 100. Out of it, a state’s share is 9 per cent. Out of that, the Bengal Government has decided to waive off 7 per cent. As a result, only 2 percent tax will be imposed on film tickets below Rs 100″.

In the present tax regime, the state charges only 2 per cent entertainment tax on film tickets. Thus, one doesn’t have to bear any additional tax from the State Government to buy a movie ticket.” He further said: “For tickets worth more than Rs 100, the GST is 28 per cent with a state’s share of 14 per cent. In this case, too, we have decided to waive 12 percent of the state’s share. As a result, people do not have to pay more than 2 percent tax for the state government.” It will be applicable for movies in three regional languages — Bengali, Nepali and Santhali, he said.

 

 

State Cabinet congratulates Bengal CM for the success of Kanyashree

Dr Amit Mitra during a media interaction at the State Secretariat, Nabanna on Tuesday informed that entire Cabinet congratulated Bengal Chief Minister Mamata Banerjee for the success of the Kanyashree Scheme and for the State Government getting the United Nations Public Service Award.

He intimated to the media that it is a matter of pride that Chief Minister Mamata Banerjee represented Bengal at the United Nations Public Service Award on June 23, where delegations consisted of central government ministers from 12 countries. Interactions were held between the delegates, in which Mamata Banerjee actively participated. Then, the head of the Sustainable Development Goals (SDG) programme of the United Nations handed over the memento for Kanyashree Scheme to the Chief Minister.

Dr Mitra said that three resolutions were adopted by the State Cabinet today.

The first resolution adopted was that the congratulate the Bengal CM for the success of Kanyashree in the Hague.

The second one was that the Cabinet congratulated the Chief Minister for the outstanding work by the outgoing Chief Secretary of Bengal. The third one was that the Cabinet welcomed the new Chief Secretary.

 

কন্যাশ্রীর সাফল্যের জন্য মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানালো মন্ত্রীসভা

কয়েকদিন আগেই রাষ্ট্রসংঘ থেকে ‘কন্যাশ্রী’ প্রকল্প বিশ্বসেরা সম্মান পেয়েছে। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী, লোগো-ও তাঁর নিজের আঁকা। বিশ্বের দরবারে কন্যাশ্রীর সাফল্যের জন্য এই দিন নবান্নে মন্ত্রীসভার বৈঠকে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়।

কন্যাশ্রী প্রকল্পে বিশ্বজয় করে রাষ্ট্রপুঞ্জের সর্বোচ্চ পুরস্কার পাওয়ার পর এটি প্রথম মন্ত্রীসভার বৈঠক।

এদিন অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, “গত ২৩ জুন রাষ্ট্রসংঘের সম্মেলনে একই মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে ১২ টি দেশের মন্ত্রীরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রসংঘের SDG-র কার্যক্রমের প্রধান মুখ্যমন্ত্রীর হাতে পুরস্কার তুলে দেন। এটা আমাদের জন্য একটা গর্বের মুহূর্ত ছিল। কন্যাশ্রী বাংলার গর্ব। কন্যাশ্রীর সাফল্যে গর্বিত গোটা দেশ”।

এই দিনের বৈঠকে তিনটি রেজোলিউসান নেওয়া হয়। প্রথমটির মাধ্যমে কন্যাশ্রীর সাফল্যের জন্য মুখ্যমন্ত্রীকে সকলে অভিনন্দন জানান। এদিন ছিল বর্তমান মুখ্য সচিবের কাজের শেষ দিন; দ্বিতীয়টির মাধ্যমে সকলে তাঁর কাজের প্রশংসা করেন। তৃতীয়টির মাধ্যমে, নতুন মুখ্য সচিব যিনি নিযুক্ত হয়েছেন (মলয় দে), তাঁকে স্বাগত জানানো হয়।

 

Differential global positioning system to update maps, land records in Bengal

The state Land and Land Reforms Department has decided to use differential global positioning system (DGPS) for a cadastral survey to update maps and land records in Bengal. The state government has decided to take it up as a pilot project. With its successful implementation, the method will be used for the same purpose in the areas where the task of updating maps and land records is still left. Initially, three mouzas in South 24 Parganas — Hiranmaypur, Miagheri and Baruipur — have been selected where it will be done. There is also a plan to execute the task using the same method at Haringhata in Nadia as well.

Each of the three mouzas is different from each other. One is an urban area, another is semi-urban and the third one is in the rural parts of the district. The areas of Hiranmaypur, Miagheri and Baruipur mouzas where it will be done are 2,133.64 acre, 630.46 acre and 2,471.88 acre respectively.

The decision to utilise the new technology was taken to ensure fast completion of the task. Earlier, the entire task had to be done manually and it used to take at least 40 to 50 days for each mouza. But the use of DGPS system will help in completion of the task within 10 to 15 days. The modern DGPS technology will enable preparation of accurate geo-referenced digital mouza maps and it will be done by identifying the latitude and longitude of different points of the mouza. The land record data and the present cadastral map have already been digitised. It will take around 40 days after the completion of the tendering process to complete the work in the three mouzas.

 

ডিজিপিএস ব্যাবহার করে এবার জমির পরিমাপ ও ম্যাপ তৈরী করা হবে বাংলায়

রাজ্য ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সিদ্ধান্ত নিয়েছে ডিজিপিএস পদ্ধতি ব্যাবহার করবে জমির পরিমাপ করে তফসিলভুক্ত ম্যাপের রেকর্ড তৈরিতে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এটিকে পাইলট প্রকল্প হিসেবে শুরু করতে এই পদ্ধতি চালাতে হবে প্রধানত সেই সকল অঞ্চলে যেসব অঞ্চলে এখনও অবধি ম্যাপ ও জমি নির্দিষ্টকরণের কাজ হয়নি।

প্রাথমিক ভাবে, দক্ষিণ ২৪ পরগণার তিনটি মৌজা – হিরন্ময়পুর, মিয়াঁঘেরি ও বারুইপুরে এই প্রকল্প শুরু হবে। পরে হরিণঘাটা ও নদীয়াতেও এই কাজ করার পরিকল্পনা আছে।

এই তিনটে মৌজা তিন ধরনের। একটি নগরে, একটি আধা শহরে ও তৃতীয়টি গ্রামে। হিরন্ময়পুর মৌজার আয়তন ২১৩৩.৬৪ একর, মিয়াঁঘেরি মৌজার আয়তন ৬৩০.৪৬ একর এবং বারুইপুর মৌজার আয়তন ২৪৭১.৮৮ একর।

এই নতুন পদ্ধতি ব্যাবহারের কারন জমি পরিমাপের কাজ তাড়াতাড়ি শেষ করা। এর আগে এই জমি পরিমাপের কাজ করা হত ম্যানুয়াল পদ্ধতিতে, তাতে প্রতি মৌজায় সময় লাগত ৪০ থেকে ৫০ দিন। কিন্তু, এই ডিজিপিএস পদ্ধতিতে সময় লাগবে ১০ থেকে ১৫ দিন। এই আধুনিক ডিজিপিএস পদ্ধতিতে মৌজার প্রতিটি অঞ্চল একেবারে অক্ষাংশ ও দ্রাঘিমা দ্বারা নির্দিষ্ট করা হবে। জমির রেকর্ড ও তফসিলভুক্ত ম্যাপ ইতিমধ্যেই ডিজিটাল করা হয়েছে। টেন্ডারের পর আনুমানিক ৪০ দিন লাগবে ওই তিন মৌজার জমি পরিমাপের কাজ শেষ করতে।

KMC inaugurates service to forecast information on the monsoons

Kolkata Municipal Corporation (KMC) has started a local outdoor monsoon forecast service. It was inaugurated last Friday by Mayor Sovan Chatterjee.

As a part of that, seven LED monopoles have been placed at seven strategic locations across the city – at Mallick Bazar, at the Park Circus seven-point crossing (in front of Islamia Hospital), in front of the National Library, near the Tollygunge metro station, beside E-Mall, on Park Street (in front of Allen Park) and in Kankurgachhi.

Among the information to be provided on the LED screens would be the day’s current temperature, amount of rainfall that has fallen, predictions on waterlogging and the timings of low and high tides in the Hooghly.

Another service to be provided by KMC, through the website www.weatherkolkata.in, is prediction of water-logging by compiling data from the Palmer Bridge, Ballygunge and Dhapa pumping stations, gathered between the last 15 minutes to the past 24 hours.

 

আবহাওয়া ও বর্ষা সংক্রান্ত খবর জানাতে কলকাতা পৌরসংস্থার পরিষেবা

কলকাতা পৌরসংস্থার কেন্দ্রীয় ভবনে পৌরসংস্থার উদ্যোগে শুভ সূচনা করবেন পৌরসংস্থার বর্ষাকালীন পরিষেবার যার থেকে কোনও মানুষ বৃষ্টির দিনে শহরের নানাপ্রান্তে আবহাওয়া ও বর্ষা সংক্রান্ত খবর জানতে পারবে তার চলার পথেই। এবং এই পরিষেবা পাওয়া যাবে সকাল থেকে রাত পর্যন্ত।

শহরের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম জুড়ে সাতটি গুরুত্বপূর্ণ মোড়ে কলকাতা পৌরসংস্থার ‘এলইডি মোনোপোল’-গুলিতে প্রতি ঘণ্টায় দেখতে পাওয়া যাবে মৌসুমি তথ্য। এই মোনোপোল গুলি আছে, মল্লিক বাজার, টালিগঞ্জ মেট্রোর সন্নিকটে ‘পে অ্যান্ড ইউজ’ টয়লেটের পাশে, পার্ক সার্কাস সাত মাথার মোড়ে ইসলামিয়া হাসপাতালের সামনে, ই-মল-এর পাশে, পার্ক স্ট্রিট-এ অ্যালেন পার্কের সামনে, ন্যাশানাল লাইব্রেরী ও কাঁকুড়গাছিতে।

এই তথ্যের মধ্যে থাকবে ‘এলইডি মোনোপোল’-এর সন্নিহিত গুরুত্বপূর্ণ স্থানগুলির তাপমাত্রা, বৃষ্টিপাতের পরিমাণ, জমা জলের পরিস্থিতি ও হুগলী নদীতে জোয়ার-ভাঁটার খবর।

এছাড়া কলকাতা পৌরসংস্থার প্রধান পাম্পিং স্টেশনগুলির যথাক্রমে পামার ব্রিজ, বালিগঞ্জ ও ধাপালক এই স্থানগুলিতে বিগত ১৫ মিনিট আর শেষ ২৪ ঘণ্টার পরিপ্রেক্ষিতে বৃষ্টিপাতের পরিস্থিতির তথ্য জানা যাবে।

আর সব তথ্য যেকোনো জায়গা থেকে মৌসুমি তথ্য জানতে হলে weatherkolkata.in এই ওয়েবসাইটে যেতে হবে।

 

State Govt facilitating alternative means of employment for Jangalmahal women

The State Government is facilitating earning through self-employment for the women of Jangalmahal, a region comprising the districts of Bankura, Purulia, Birbhum and Jhargram. The West Bengal Khadi and Village Industries Board is heading this project.

These women are the wives and other family members of farmers. They are engaged with farming only during the farming season; therefore, for most of the year they sit idle at home. It is to use their expertise and through it, to empower them, that the board has taken up the project.

A major item of production is utensils made from sal leaves – cups and plates. Sal trees are widely spread in many areas of Jangalmahal. These utensils are also environment-friendly, unlike the ones made of plastic and thermocol, which are banned at many of the tourist spots of the state.

The project has been running from the 2015-16 financial year and has been extremely successful in opening up news livelihood opportunities for rural women.

 

জঙ্গলমহলের মহিলাদের বিকল্প আয়ের সন্ধান দিতে উদ্যোগী রাজ্য

জঙ্গলমহলের গ্রামীণ মহিলাদের স্বনির্ভরতা ও বিকল্প আয়ের সন্ধান দিতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ।

বনজ সম্পদ হিসেবে এই এলাকায় শাল পাতা যথেষ্ট সহজলভ্য। তাই পর্ষদের পক্ষ থেকে এখানকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যদের শালপাতার থালা-বাটি তৈরীর প্রশিক্ষণ ও মেশিন তুলে দেওয়া হচ্ছে।

বাঁকুড়া জেলা মূলত কৃষি কাজের উপর নির্ভরশীল। চাষাবাদের কাজের সঙ্গে যুক্ত মহিলারা বছরের অধিকাংশ সময় বাড়িতে বসে থাকতেন। হাতে কোন কাজ ছিল না। তাই বনজ সম্পদকে কাজে লাগিয়ে এঁদেরকে বিকল্প আয়ের সন্ধান দিয়ে স্বাবলম্বী করতে সরকারের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে পরিবেশ বান্ধব এই শাল পাতার থালা বাটি ব্যবহার করার ফলে পরিবেশ দূষণও অনেকাংশে কম হচ্ছে।

২০১৫-১৬ অর্থ বর্ষ থেকে মহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে শাল পাতার থালা বাটি তৈরীর কাজ শুরু হয়। বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূম জেলার জন্য বর্ধমানের তেপান্তরে আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে। সেখানেই হাতে কলমে এই কাজের প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে। এই প্রশিক্ষণ ও প্রয়োজনীয় মেশিন পাওয়ার ফলে কয়েক হাজার মহিলা আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন।

 

 

 

 

Folk artistes spreading the word about Kanyashree, Sabuj Sathi

At a rural fair in Pingla, Manimala Chitrakar sits with her collection of patachitra paintings. With eyes closed, she starts singing about the benefits of the Kanyashree Scheme: “Shonen dadabhai, shonen didibhai, Kanyashree Prakalper kawtha aamra bole jai” (‘Listen brother, listen sister, let me tell you all about Kanyashree Scheme’). After it ends, she switches to singing paeans to Sabuj Sathi, another flagship scheme of the Bengal Government.

A little apart sits Nisharani Ray from Cooch Behar with her collection of traditional folk dolls for sale. She too sings songs of praise for Kanyashree and Sabuj Sathi, in between attending to customers. Customers buy the stuff, and while buying, get to know about the benefits of these Government schemes.

Not only at fairs but also in places like State Government-run hospitals, schools and markets, and at various government functions, folk artistes are being employed to spread the good word about the schemes run by the Bengal Government. This way, the government is able to convey information about its schemes to even the remotest corners of the State.

It’s not just a one-way street, though – these craftspeople and folk artistes get ample benefits from the State Government too. They get money to buy raw materials, and also Rs 1,000 for appearing in a government programme, and they get to appear in a few every month. Through Lok Prasar Prakalpa, folk singers get monetary assistance. There are various other beneficial schemes too.

Developmental schemes have been the backbone of good governance for the Trinamool Congress Government, ever since it came to power in 2011, and the strategy has been amply rewarding – both in terms of the response of the people and getting awards. The latest award was the United Nations Public Service Award for the Kanyashree Scheme, which Chief Minister Mamata Banerjee herself went to receive at a programme at The Hague in the Netherlands on June 23.

 

কন্যাশ্রী-সবুজসাথীর গুণগান পটে, পুতুলে

মেলার পাঠে পটের পসরা সাজিয়ে বসেছেন পিংলার মণিমালা চিত্রকর। চোখ বন্ধ করে গাইছেন, ‘শোনেন দাদাভাই, শোনেন দিদিভাই, কন্যাশ্রী প্রকল্পের কথা আমরা বলে যাই।’ সামনে ভিড়। কন্যাশ্রীর গুণকীর্তন শেষ হওয়ার পরে শুরু হল সবুজসাথী প্রকল্পের বৈশিষ্ট্য-বর্ণন। অদূরে পুতুল সাজিয়ে বসে আছেন কোচবিহারের নিশারানি রায়। তাঁর পুতুলেরাও কন্যাশ্রীর গল্পই শুনিয়ে চলেছে।

শুধু মেলার মাঠ নয়। সরকারি অনুষ্ঠান, স্কুল-চত্বর, সরকারি হাসপাতাল, বাজার-সহ বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের এই দুই প্রকল্পকে তুলে ধরতে ব্যবহার করা হচ্ছে পটশিল্পী ও পুতুল-শিল্পীদের। বস্তুত, বিভিন্ন সরকারি প্রকল্পের হাত ধরেই এ বার এই দারিদ্রে ডুবতে বসা শিল্পীরা কিছুটা লাভের মুখ দেখছেন। মাসে মাসে হাজার টাকা ভাতা তো জুটছেই। সেই সঙ্গে ঘনঘন অনুষ্ঠানের ডাকও আসছে।

পিংলার মণিমালা কিংবা স্বর্ণ চিত্রকর তাই স্বীকার করছেন, সরকারি সহায়তায় রোজগারের সঙ্গে সঙ্গে নিজেদের শিল্পী-সত্তাটাকেও বাঁচানোর সুযোগ পাচ্ছেন তাঁরা। সরকারি তরফে পট বা পুতুল তৈরির টাকা না-জোগালে বা অনুষ্ঠানের ব্যবস্থা না-করলে বহু শিল্পীই হারিয়ে যেতেন।

Kanyashree is the pride of Bengal: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee on Sunday evening said that “Kanyashree” is the pride of Bengal. She addressed media persons at Kolkata airport after returning from Netherlands.

She received the first prize in the United Nations (UN) Public Service Award at The Hague. She congratulated the people of the state saying that Kanyashree is the pride of the state as it brought smiles on the faces of thousands of girls.

Thousands of people gathered outside the Netaji Subhas Chandra Bose International Airport to welcome the Chief Minister. They shouted slogans on the success of Mamata Banerjee in taking Bengal to the top of the world. Many came with flower bouquets to congratulate the Chief Minister for the success of the project that was her brainchild.

It may be recalled that the Chief Minister had said that the success of Bengal will be celebrated through state-wide programme.

 

দুনিয়া জিতে ঘরে মুখ্যমন্ত্রী

নেদারল্যান্ডস থেকে দুবাই হয়ে কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাষ্ট্রপুঞ্জ থেকে কন্যাশ্রী প্রকল্পের জন্য সেরার শিরোপা নিয়ে রবিবার সন্ধের পর তিনি কলকাতায় ফিরেছেন।বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন প্রচুর মানুষ।

রাষ্ট্রপুঞ্জে তাঁর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছে। বিশ্বের সর্বত্র সে কথা ছড়িয়ে পড়তে সময় লাগেনি। মুখ্যমন্ত্রী, রাজ্য সরকারের কাছে শুভেচ্ছাবার্তার বন্যা বইছে। এদিনও অনেকে তাঁকে এসএমএসে শুভেচ্ছা জানান। সাংবাদিকদের তিনি বলেন, কন্যাশ্রী বাংলার গর্ব।

মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন রাজ্যজুড়ে কন্যাশ্রী উৎসব পালিত হবে এই বিপুল সাফল্য উদযাপন করার জন্য।

Kanyashree – Transforming lives of girls in Bengal

The Bengal Government’s landmark Kanyashree Scheme won the prestigious UN Public Service Award. Chief Minister Mamata Banerjee received the award at UN Public Service Day celebrations at The Hague on 23 June.

Chief Minister Mamata Banerjee launched the scheme on October 1, 2013. From 2014 onwards, August 14 has been celebrated as Kanyashree Dibas.

Kanyashree Prakalpa is a peerless initiative by the West Bengal Government. It is the State’s flagship project for the girl child. Nearly 40 lakh girls have been brought under this scheme. The scheme was introduced to arrest the drop-out rate in schools and prevent early marriage among girl students.

The scheme is end-to-end IT-enabled and completely transparent, and hence easily accessible to beneficiaries. The popularity of the scheme has grown manifold since its inception due to this ease of access and focus on empowering young girl and building their confidence and self-esteem.

The scheme has garnered recognitions at major international and national forums. The scheme was represented as one of the ‘best practices’ at the Girl Summit 2014, organised by Department for International Development, UK and UNICEF in London in July 2014.

It has also received the Manthan Award 2014 for e-governance in the category of ‘Women and Empowerment’ covering South Asia and Asia Pacific region. At the national level, it won a silver prize in the National Award for e-Governance 2014-15 under the category of ‘Outstanding Performance in Citizen-Centric Service.’

 

মেয়েদের উন্নয়নে বাংলার যুগান্তকারী প্রকল্প ‘কন্যাশ্রী’

পশ্চিমবঙ্গ সরকারের একটি যুগান্তকারী প্রকল্প হল ‘কন্যাশ্রী’ প্রকল্প। প্রায় ৪০ লক্ষ মেয়েদের এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এর ফলে কমেছে স্কুলছুটের সংখ্যা, কমানো গেছে অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার প্রবণতাও।

শুধু স্বনির্ভর করাই লক্ষ্য নয়। সবদিক থেকেই পারদর্শী হবে কন্যাশ্রীর কন্যারা। পিছিয়ে থাকবে না খেলাধূলা থেকেও।

কন্যাশ্রীর সাফল্যের জন্য ইউকে এবং ইউনিসেফের আন্তর্জাতিক উন্নয়ন দফতর আয়োজিত ‘গার্ল সামিট’-এ সেরা নির্বাচিত হয়েছে কন্যাশ্রী। মন্থন পুরস্কারও পেয়েছে এই প্রকল্প। রাষ্ট্রসংঘের তরফে বাংলাকে দেওয়া হয়েছে পাবলিক সার্ভিস আওয়ার্ডে ফার্স্ট প্রাইজ। ৬৩টি দেশের ৫৫২ প্রকল্পকে হারিয়ে প্রথম স্থান পেয়েছে বাংলার কন্যাশ্রী।

১৪ই আগস্ট রাজ্য সরকার কন্যাশ্রী দিবস হিসেবে পালন করে। প্রতি বছর এই দিনটি পালন করে রাজ্য সরকার।

Mamata Banerjee’s Netherlands visit at a glance

On Friday, Chief Minister Mamata Banerjee accepted the United Nations Public Service Award on behalf of the West Bengal Government. Kanyashree Scheme was adjudged the best in the category of Reaching the Poorest and Most Vulnerable through Inclusive Services and Participation. During the ceremony, the CM highlighted to the whole world, the achievements of the Bengal Government in the social sector.

This award is a very important award given by the United Nations. To win in its category, Kanyashree had to beat 552 other projects from 62 countries. More than 500 important delegates from around the world attended this programme.

Mamata Banerjee had reached the Netherlands on June 19. On June 21, the Bengal Government had signed a memorandum of understanding (MoU) with the Royal Netherlands Football Association to facilitate exchange programmes for football players and coaches between that country and Bengal.

She joined the United National convention on June 21.

On June 23, the Chief Minister participated in a seminar attended by leading industrialists of the Netherlands. There, she highlighted the achievements the achievements of Bengal in various fields during the last six years and invited the Dutch to invest in Bengal.

She said, “Overcoming a 34-year legacy of negativity, Bengal is marching ahead. There are lot of opportunities in the state. From the MSME sector to agriculture – Bengal is now the leading state in India on various fronts. Our government is a responsible one and we have the goodwill to carry the state forward”.

She also attended a programme organised by ‘Probashi Bengalis’ of Netherlands.

 

একনজরে মুখ্যমন্ত্রীর নেদারল্যান্ডস সফর

শুক্রবার দ্য হেগের ওয়ার্ল্ড অডিটোরিয়ামে ‘পাবলিক সার্ভিস ডে, ২০১৭’ অনুষ্ঠান উপলক্ষে রাষ্ট্রসংঘের মঞ্চে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারা বিশ্বের জনপ্রতিনিধিদের সামনে তুলে ধরলেন গত ছয় বছরে বাংলার প্রগিতর কথা। উঠে আসে কন্যাশ্রীর প্রসঙ্গ, খাদ্য সাথী ও সবুজ সাথির সাফল্যের কথা। পাশাপাশি ছিল অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের কথাও।

রাষ্ট্রপুঞ্জের এই সম্মান বাংলার কাছে অন্যতম। দেশের অন্য কোনও মুখ্যমন্ত্রী যা আগে পাননি। গোটা পৃথিবী থেকে প্রায় ৫০০ গুরুত্বপূর্ণ ব্যাক্তি এই অনুষ্ঠানে যোগ দেন।

গত ১৯ জুন নেদারল্যান্ডস পৌঁছোন মুখ্যমন্ত্রী। ২০ জুন নেদারল্যান্ডস রয়্যাল অ্যাসোসিয়েশনের সঙ্গে একটি মউ স্বাক্ষর করে রাজ্য সরকার।
২১ জুন রাষ্ট্রসংঘের কনভেনশনে যোগ দিতে নেদারল্যান্ডে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৩জুন সেই দেশের শিল্পপতিদের সাথে এক বৈঠক করেন দ্য হেগ শহরে। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে তুলে ধরেন গত ৬ বছরে বাংলার সাফল্যের কাহিনী। তিনি আহ্বান জানান শিল্পপতিদের বাংলায় লগ্নি করতে।

তিনি বার্তা দেন, “৩৪ বছরের দীর্ঘ ‘লেগাসি’ ঘুচিয়ে বাংলা এখন এগিয়ে চলেছে। বাংলায় অনেক সম্ভাবনা আছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে শুরু করে কৃষি ক্ষেত্র – সবেতেই বাংলা এগিয়ে। আমাদের সরকার দায়িত্বশীল এবং আমাদের বিশ্বাসযোগ্যতা আছে।”

এছাড়াও প্রবাসী বাঙালিদের এক অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী।