BJP conspiring to divide Bengal: Mamata Banerjee

Bengal CM Mamata Banerjee today held an all-party meeting with Hill parties at Nabanna. Addressing the media after the meeting, she said it was constructive and positive. The next meeting will be held at Pintail Village (in Darjeeling district) on 21 November at 4 PM.

Excerpts of her statement:

We all want peace and normalcy to be restored in Darjeeling. We are working towards finding a permanent solution. Darjeeling is an inseparable part of Bengal.

The Centre unilaterally decided to withdraw central forces from Darjeeling, without even informing the State. We were not consulted. This is unfortunate and shocking.

There were 11 companies in Darjeeling earlier; after the order of honourable Calcutta High Court, they sent 4 more. Out of these, 7 companies are being withdrawn. This is a violation of court’s order. This decision is bad both politically as well as administratively. We must extend all cooperation to the people of the Hills.

BJP is stoking tension in Darjeeling. Does the Centre not want normalcy to be restored in the Hills? One leader of the BJP went to Darjeeling and then came this decision. I think this decision was taken based on BJP’s party report. This was a political decision of BJP, not an administrative decision of the Centre. This is political game plan, a conspiracy to divide Bengal.

Few neighbouring countries and states, some insurgent groups from the North Eastern States are aiding these people in inciting violence in Darjeeling. We have all the evidence. We lost one of our officers of the Bengal Police; the BJP did not offer any condolence.

I have written to the Prime Minister and the Home Minister on this issue. I hope justice will be done. The number of central forces deployed in Bengal is much lesser than other States:

Jammu & Kashmir: 402 companies
Chhatisgarh: 252 companies
Jharkhand: 144 companies
NE States: 120 (excluding Army)
Delhi: 50 companies
Odisha: 84 companies
Bihar: 48 companies
Bengal: 15 coils of which 7 are withdrawn

Why is Bengal being discriminated against? Just because we speak against the BJP? How many central forces were given to Haryana during the violence by Gurmeet Ram Rahim supporters? Is it not the duty of the Centre to provide forces when States seek them?

This is an insult to Bengal. This is an insult to the people of the Hills. They want justice. They want peace. They want unity. They want integrity.

 

 

বাংলা ভাগের চক্রান্ত করছে বিজেপি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 

আজ পাহাড়ের সব দলগুলি নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান আজকের বৈঠক ইতিবাচক ও গঠনমূলক হয়েছে। পরবর্তী বৈঠক ২১ নভেম্বর বিকেল ৪ টেয় দার্জিলিং জেলার পিনটেল ভিলেজে হবে।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

অশান্তি নয় আমরা দাজিলিং এর উন্নয়ন শান্তি চাই। এই সমাধান করার চেষ্টা করছি এবং আমরাই এর সমাধান করব । দার্জিলিং বাংলার অবিচ্ছেদ্য অংশ।

কেন্দ্রীয় সরকার রাজ্যকে না জানিয়ে কেন্দ্রীয় বাহিনী তুলে নিয়েছে, আমরা এই ঘটনায় হতবাক, এটা অপ্রত্যাশিত । রাজ্যের সঙ্গে কোনও রকম আলোচনা করেনি। আমরা এই ঘটনায় আমরা খুশি নই, এটা দুর্ভাগ্যজনক।

দার্জিলিঙে আগে ১১ টি বাহিনী ছিল; কোর্ট নির্দেশ দেওয়ার পর সব মিলিয়ে মোট ১৫ টি বাহিনী দিয়েছিল কেন্দ্র। তাঁর মধ্যে ৭ টি বাহিনী প্রত্যাহার করে নিয়েছে। রাজনৈতিক ও প্রশাসনিকভাবে এটা খারাপ সিদ্ধান্ত। এর মাধ্যমে আদালতের অবমাননা করা হয়েছে। আমাদের উচিত পাহাড়বাসীর সাথে সহযোগিতা করা।

বারবার বিজেপি দার্জিলিঙে অশান্তি ছড়াচ্ছে। কেন্দ্র কি চায় না দার্জিলিং এ শান্তি ফিরে আসুক? আমার মনে হয় এটা বিজেপির দলীয় সিদ্ধান্ত, সরকারি সিদ্ধান্ত নয়। আমরা এই সিদ্ধান্ত মানব না। এটা পলিটিকাল গেম প্ল্যান , বাংলাকে ভাগ করার চক্রান্ত।

বিজেপি-র এক নেতা দার্জিলিং গেলেন আর তারপরে সেখানে কি কি হল সবাই দেখেছেন। ওখানে কিছু প্রতিবেশি দেশ ও রাজ্য থেকে মদত দেওয়া হচ্ছে। উত্তর-পূর্ব ভারতের কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠন মদত দিচ্ছে, অস্ত্র সরবরাহ করছে। আমাদের কাছে সমস্ত তথ্যপ্রমাণ আছে।

আমরা আমদের মাথা নত দেব না। আমাদের অফিসার মারা গেছেন ওরা কোনও সমবেদনা জানায় নি। আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছি, ব্যাপারটি গুরুত্ব দিয়ে দেখার জন্য আবেদন জানিয়েছি। আশা করি আমরা সঠিক বিচার পাব।

অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা অনেক কম:
জম্মু ও কাশ্মীর – ৪০২ কোম্পানি
ছত্রিশগড় – ২৫২ কোম্পানি
ঝাড়খণ্ড – ১৪৪ কোম্পানি
উত্তর পূর্ব ভারত – ১২০ কোম্পানি (অতিরিক্ত সেনা বাহিনী)
দিল্লি – ৫০ কোম্পানি
ওড়িশা – ৮৪ কোম্পানি
বিহার – ৪৮ কোম্পানি
বাংলা – ১৫ কোম্পানি (৭ টি প্রত্যাহার করা হয়েছে)

বাংলার প্রতি কেন এই বঞ্চনা? অন্য রাজ্য থেকে থেকে কেন কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করা হচ্ছে না? রাজ্যের সাহায্য দরকার হলে তাকে সাহায্য করা কি কেন্দ্রীয় সরকারের কর্তব্য নয়?

রাম রহিমের সময় হরিয়ানাকে কত কোম্পানি দিয়েছিলি? যেহেতু বাংলা বিজেপির বিরুদ্ধে কথা বলে তাই এত বঞ্চনা? এটা বাংলার বড় অপমান, বাংলার পাহাড়ের মানুষের অপমান। পাহাড়ের মানুষ ন্যায় চায়, শান্তি চায়, একতা চায়।

Bengal setting up ‘Common Production Centre’ for nolen gur

The West Bengal Khadi & Village Industries Board (WBKVIB) is constructing a ‘Common Production Centre’ for machine-making nolen gur, which are sold in tubes.

The manufacturing centre is coming up in Majdia in Nadia distirct. Till now, the gur for selling in tubes was made by hand, in the traditional way. Now, to increase the amount of gur being produced, automation is being introduced. This would also result in employment.

Two years back, WBKVIB had introduced an all-time favourite item of Bengalis’ – nolen gur – in tubes, like toothpaste tubes. The tubed gur is easy to use and store, and for this reason has become very popular.

WBKVIB falls under the administrative control of the Micro and Small Scale Enterprises (MSME) and Textiles Department of the Bengal Government.

Another good news for those buying the nolen gur tubes is that recently, the Indian Institute of Packaging (IIP) has increased the expiry period of the tubed gur from 120 days to 180 days, that is, from four months to six months.

 

Source: Khabar 365 Din

Image source: news18.com

 

নলেন গুড়ের ‘কমন প্রোডাকশন সেন্টার’ গড়ছে রাজ্য 

পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামোদ্যোগ বোর্ড একটি নলেন গুড়ের ‘কমন প্রোডাকশন সেন্টার’ গড়ছে যেখানে যন্ত্রের মাধ্যমে নলেন গুড় তৈরি হবে, যেগুলি টিউবে করে বিক্রি হবে।

এটি তৈরি হচ্ছে নদীয়া জেলার মাজদিয়ায়। এখনও পর্যন্ত যে নলেন গুড় টিউবে বিক্রি হয়, তা হাতে তৈরি হত। এখন উৎপাদন বাড়াতে নেওয়া হবে যন্ত্রের সাহায্য। এর ফলে বাড়বে কর্মসংস্থান।

দু’বছর আগে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামোদ্যোগ বোর্ড প্রথম বাজারে আনে টিউবের মাধ্যমে নলেন গুড়। যেহেতু এই গুড় সংরক্ষণ ও ব্যবহার করা খুব সহজ, তাই দুবছরেই এটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে।

পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামোদ্যোগ বোর্ডকে প্রশাসনিক ভাবে নিয়ন্ত্রণ করে ক্ষুদ্র ও কুটির শিল্প ও বস্ত্র দপ্তর।

আরও সুখবর হল এই যে, সম্প্রতি ইন্ডিয়ান স্কুল অফ প্যাকেজিং এই গুড়ের মেয়াদ ১২০ দিন থেকে বাড়িয়ে করেছে ১৮০ দিন।

 

U-17 World Cup: Bidhannagar Police comes up with app to ease parking headache

This is the first time that a football World Cup is being held in India, and Kolkata is hosting eight matches in six days, including the final.

Thousands of people are going to arrive at the stadium on each of these days to see the matches. One of the things the Bengal Government is doing to make the World Cup a success is ensuring that spectators coming to see the matches have easy access to transport.

The Bidhannagar Police Commissionerate has collaborated with a company which has created the parking app, ‘Park Snap’.

After downloading the app (for Android phones), one needs to go to the section ‘World Cup-17’. There one can locate all parking spaces around the Salt Lake Stadium, or Vivekananda Yuba Bharati Krirangan. After keying in the ticket number and gate number for accessing the stadium (given on the ticket as well), one would be able to see the parking spaces near that gate as well as the route to access those parking spots.

Parking spots can be booked in advance as well through the app, after which one would get a queue number and a code. At the particular parking area, the code can be scanned to have access to the pre-booked spot.

The Bidhannagar Police has designated eight areas around the stadium for parking purposes.

Click here to download Park Snap app

 

যুব বিশ্বকাপের জন্য পার্কিং মোবাইল অ্যাপের ব্যবস্থা করল বিধাননগর পুলিশ

এই প্রথমবার ফুটবল নিয়ে কোনও একটি বিশ্বকাপ ভারতে আয়োজন করা হচ্ছে। আর সারা বিশ্বকাপের সবকটি খেলার মধ্যে অনেকগুলি অনুষ্ঠিত হবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে।

সারা ভারতের মধ্যে বাংলা হল ফুটবল প্রেমী রাজ্য। ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিয়ে সুরক্ষা ব্যবস্থাকে উন্নত করার পাশাপাশি ম্যাচ দেখতে আসা প্রায় ৬৬ হাজার মানুষের গাড়ির পার্কিং-এর জন্য উপযুক্ত ব্যবস্থা করছে পুলিশ। পার্কিং সমস্যা থেকে মানুষকে মুক্তি দিতে একটি নতুন পার্কিং অ্যাপের ব্যবস্থা করা হয়েছে। এই অ্যাপটির নাম পার্ক স্ন্যাপ।

বিধাননগর সিটি পুলিশের সঙ্গে গাঁটছড়া বেঁধে এবার বিশ্বকাপের সময় এই স্টেডিয়াম সংলগ্ন জায়গাতে পার্কিং কোথায় করা হবে সেই সম্বন্ধে বিশদে তথ্য দেবে। তার জন্য ওই মোবাইল অ্যাপটি ডাউনলোড করে সেখানে গিয়ে বিশ্বকাপ-১৭ তে যেতে হবে। পরে সেই জায়গাতে টিকিট নম্বর এবং গেট নম্বর দিয়ে দিলেই যে কেউ দেখে নিতে পারবে তার গেট সংলগ্ন কোথায় গাড়ি পার্কিং করা যাবে। তাছাড়া সেই পার্কিং-এ যেতে গেলে কোন রাস্তা দিয়ে যেতে হবে তাও নেভিগেশনের মাধ্যমে দেওয়া থাকবে ওই অ্যাপে।

শুধু তাই নয়, এই অ্যাপ থেকে পার্কিং করার জন্য আগে থেকেই জায়গা বুক করে নিতে পারবেন দর্শকরা। পরে কেবল পার্কিং করার আগে কিউ আর কোড স্ক্যান করিয়ে নিলেই সেখানে পার্কিং মিলবে সহজে। এই কারণে পুলিশের তরফ থেকে গোটা ক্রীড়াঙ্গন সংলগ্ন জায়গা জুড়ে মোট ৮ টি জায়গায় গাড়ি পার্কিং-এর ব্যবস্থা করা হয়েছে।

 

Source: Khabar 365 Din

 

 

Bengal Govt makes tight security arrangements for Under-17 World Cup

The Bengal Government has made tight security arrangements at the Vivekananda Yuba Bharati Krirangan (VYBK) for the FIFA Under-17 World Cup.

The stadium, refurbished at a huge cost, will host 10 matches, including the final, across six days. The first set of matches were held on October 8.

The security arrangements at a glance:

  • Stadium gates will be opened two hours before the matches
  • All tickets will be scanned before letting ticket-holders enter the stadium
  • Once a ticket-holder leaves the stadium, the person won’t be allowed in again
  • Spectators will not be allowed to carry bags, newspapers, cold drinks and bottles of water inside
  • Spectators will be allowed to carry raincoats
  • Women will be allowed to carry handbags inside
  • There will be 110 ticket-checking points, all of which will have doorframe metal detectors passing through which will be compulsory for spectators
  • Spectators will be allowed to carry in flags of countries they are supporting but no sticks or stick-like objects will be allowed
  • To avoid any confusion, the tickets for all the six days (10 matches) are of different colours
  • Only FIFA-approved vendors will sell drinking water at the stadium
  • State Government will distribute water pouches free of cost at the parking venue
  • Parking space for 2,600 cars is being provided
  • To avoid unnecessary congestion, quite a few areas have been marked as no-parking zones
  • The police have been trained in such a way that, if necessary, all 66,000 spectators can be evacuated within eight minutes
  • To secure the area, 260 CCTV cameras have been installed
  • A police control room has been opened inside the stadium
  • The Bidhannagar Police Commissionerate has tied up with two prominent hospitals in Salt Lake to admit any spectator who may need treatment
  • Smoking will be banned at the stadium premises

 

একনজরে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে নিরাপত্তা

অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপকে পাখির চোখ করে পুরো নিরাপত্তায় ঢেকে গেছে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন।

একনজরে দেখা যাকঃ-

  • খেলা শুরুর দু’ঘণ্টা আগে খোলা হবে স্টেডিয়ামের গেট।
  • ফিফা মনোনীত সংস্থা স্টেডিয়ামে জল বিক্রি করবে।
  • থাকছে ২৬০০ গাড়ির পার্কিং। পার্কিং এরিয়ায় বিনামূল্যে জল বিতরণ করবে রাজ্য সরকার।
  • বেশ কিছু অঞ্চল নো-পার্কিং জোন হিসেবে চিহ্নিত করা হবে।
  • প্রতিদিনের জন্য আলাদা আলাদা রঙের টিকিট।
  • স্টেডিয়ামে ঢোকার আগে প্রতিটি টিকিট স্ক্যান করা হবে।
  • একবার স্টেডিয়াম থেকে বেরিয়ে গেলে ওই টিকিট নিয়ে ফের স্টেডিয়ামে ঢোকা যাবে না।
  • মহিলারা ব্যাগ নিয়ে প্রবেশ করতে পারবেন।
  • থাকছে ১১০টা চেকিং পয়েন্ট। প্রবেশদ্বারে মেটাল ডিটেক্টর দিয়ে ঢুকতে হবে দর্শকদের।
  • পছন্দের দেশের পতাকা নিয়ে ঢোকা যাবে তবে লাঠি জাতীয় কিছু নিয়ে ঢোকা যাবে না।
  • কোনও দুর্ঘটনা ঘটলে ৬৬হাজার দর্শককে আট মিনিটের মধ্যে স্টেডিয়াম থেকে বাইরে বার করে আনতে পারবে পুলিশ কর্মী।
  • যুবভারতী চত্বরে ধূমপানও নিষেধ।
  • নিরাপত্তার জন্য ২৬০টি সিসি টিভি থাকছে। কন্ট্রোল রুম খোলা হচ্ছে স্টেডিয়ামের মধ্যেই।
  • কেউ অসুস্থ হয়ে পড়লে থাকছে চিকিৎসার ব্যবস্থা। সল্টলেকের দুটি হাসপাতালের সঙ্গে গাঁটছড়া বাঁধছে কমিশনারেট।
  • ব্যাগ, খবরের কাগজ, কোল্ড ড্রিঙ্কসের ও জলের বোতল নিয়ে প্রবেশ নিষেধ।
  • থাকছে স্টুয়ার্ট স্কোয়াড

 

Source; Sangbad Pratidin

 

Dalits get beaten up for attending Dandiya in Gujarat, not Bengal: Mamata Banerjee

Speaking at a public meeting in Jhargram today, Bengal Chief Minister Mamata Banerjee said that in Gujarat, Dalits were beaten up for attending a dandiya function. However, such incidents of violence against Dalits are unheard of in Bengal

“Here we protect the minorities, the Dalits and the downtrodden. We respect all religions. Everyone lives in harmony,” the CM said.

She also highlighted the various welfare measures for Adivasis taken by the Bengal Government in the last six years. She said, “We are giving pattas to the Adivasi brothers and sisters. We give pension to Adivasis. We started a social security scheme for kendu leaf collectors. This is unprecedented in India.”

She also warned that a certain political party is playing divisive politics, driving a wedge between people.

“They are trying to create a rift between Hindus and Muslims, Sikhs and Christians. Dalits are being persecuted. The land of tribal people has been forcefully taken away in Jharkhand. We have protested against such incidents,” Mamata Banerjee commented.

The CM added, “We celebrate Tusu Utsav and Karam Puja with equal fervour, like other festivals. Now you can take the West Bengal Civil Service (WBCS) examination in Santhali language.”

“Textbooks in Ol Chiki script are available till class X. From now, we will allow Ol-Chiki to be the medium of instruction till graduation. In the future, a university would be opened where the medium of instruction will be Ol Chiki,” she said.

 

 

গুজরাত, ইউ পি, ঝাড়খণ্ডে দলিতরা আক্রান্ত, বাংলায় এসব হয় নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

 

আজ ঝাড়গ্রামে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গুজরাত, ইউ পি, ঝাড়খণ্ডে দলিতরা আক্রান্ত, কিন্তু বাংলায় এসব হয় না।

তিনি বলেন, “বাংলায় আদিবাসী দলিত ও সংখ্যালঘু সাধারণ মানুষদের আমরা বুকে আগলে রাখি, এখানে কোন ভেদাভেদ নেই।”

গত ছয় বছরে রাজ্য সরকার আদিবাসী উন্নয়নের জন্য যেসব পদক্ষেপ নিয়েছে, সেগুলিও তুলে ধরেন: “আমরা আদিবাসী ভাই বোনেদের পাট্টা প্রদান করছি। কেন্দু পাতা সংগ্রহকারীরা ৬০ বছর বয়স হলে পেনশন পায়। আদিবাসীদের আমরা পেনশন দিই যা আর কোন রাজ্যে দেওয়া হয় না।”

মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে সতর্ক করেন যে একটি রাজনৈতিক দল মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করার রাজনীতি করছে। তিনি মন্তব্য করেন, “ওরা হিন্দু-মুসলমান আলাদা করছে, শিখ-খ্রিষ্টান আলাদা করছে। আদিবাসীদের জমি কেড়ে নিচ্ছে ঝাড়খণ্ডে। আমরা এইসব ঘটনার নিন্দা করি।”

তিনি আরও বলেন, “আমরা টুসু, ভাদু, করম সব উৎসবই পালন করি। সাঁওতালি ভাষায় পড়ানো হচ্ছে, অল চিকি ভাষা স্কুলে পড়ানো হয়। অল চিকি ভাষায় সিভিল সার্ভিস পরীক্ষাও দেওয়া যায়। দশম শ্রেণী পর্যন্ত সমস্ত পাঠ্যপুস্তক অল চিকি ভাষায় পাওয়া যায়। এখন থেকে স্নাতক স্তর পর্যন্ত অল চিকি ভাষায় পড়ানো হবে।”

 

People of Bengal defeated all conspiracies during festive season: Mamata Banerjee

Today, Bengal Chief Minister Mamata Banerjee attended a Bijoya Sammilani function organised by the police at Jhargram.

Greeting people on the occasion, she expressed happiness that people of Bengal set an example of communal harmony during the festive season.

Excerpts of her speech:

Congratulations to everyone for ensuring a peaceful Durga Puja. This year, Muharram and Durga Puja happened at the same time, just like in 1982. For the last four to five years, the people of Bengal have been celebrating Durga Puja and Muharram at the same time. This year, the celebrations were totally incident-free, for which I congratulate the people of Bengal.

We all follow some religion or the other, but we all celebrate festivals together. A celebration is transformed into a festival only when everyone comes together.

A lot of conspiracies were hatched, but to the credit of you all, no untoward incident happened during the happy festival. I convey my ‘pranam’ and my ‘salam’ to everyone. Remember, it is because of you all standing together that Bengal is as united as it is today.

We have been holding the Durga Puja Carnival for the last two years. Nobody can do it the way Bengal does it. From next year, the day before or after the carnival in Kolkata, similar carnivals would be held in all the districts. As a result, all Biswa Bangla Sharad Samman award winners, be they from Kolkata or from anywhere in Bengal, would be able to participate in a grand carnival en route to their immersions.

I say it with conviction that the way Durga Puja and Muharram are held together, Ganapati Puja and Muharram can never be. What Bengal can do none can. In Bihar and Uttar Pradesh, immersions were on put hold on the day of Muharram, but nobody said anything. Here, even a case was filed. We abided by the court’s decision. But the biggest judgement was delivered by the people.

It is because of the people’s patience and deep creativity that you have been able to do what you did. We are very happy that the festival of football has started in Kolkata.

It is to Bengal’s credit that FIFA officials are coming here to conduct meetings, where they have said Salt Lake Stadium has the potential to become the world’s best stadium. This is our pride.

The kind of promotion that I have seen in Kolkata, ZI am seeing in Jhargram too. I am feeling very happy, and happiness is meant to be shared with all. This is the season of festivals.

In Jangalmahal, 30,000 boys and girls are getting the opportunity now to play football. One the occasion of the Un-17 World Cup, we are giving away 1.5 lakh footballs. The footballs are branded ‘Joyee’, each of which costs Rs 2,500. These have been made by village girls, and the State Refugee Relief and Rehabilitation Department is in charge of the manufacturing. We are giving five footballs each to every school, college and club committee.

The philosophy by which we can all live together happily should be the basis of our religion. The best religion is the one which talks of including all humanity within its ambit. The interpretation of religion is loving and uniting all of humanity. The true religion is about dousing fires, and not setting fire to.

 

 

উৎসবের সময় বাংলার মানুষ কোন চক্রান্তে পা দেয়নিঃ মমতা বন্দ্যোপাধ্যায়

 

আজ ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের আয়োজিত বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন। সেখানে তিনি জনসাধারণকে বিজয়ার শুভেচ্ছা জানান।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ-

আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে পুজোর দিনগুলো সুন্দর ভাবে, শান্তিপূর্ণ ভাবে আপনারা পালন করেছেন। মহরম ও পুজো একসঙ্গে ছিল। ১৯৮২ সালে একই সাথে মহরম ও পুজো পড়েছিল। গত ৪/৫ বছর ধরে পুজো-মহরম একসাথে বাংলার মানুষ করে এসেছে সারা দেশের সাথে। কিন্তু, মনে রাখবেন, এবার কোনও ঘটনা ঘটেনি, টোটাল ইন্সিডেন্ট ফ্রি। এই পুজো-মহরম বাংলার মানুষ একসাথে পালন করেছে, এর কৃতিত্ব সকল মানুষের।

ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। সব মানুষ মিলিত হতে পারলে, তবেই তো উৎসব উৎসারে উৎসারিত হয়।

অনেক চক্রান্ত হয়েছিল, অনেক ষড়যন্ত্র হয়েছিল, আমি কৃতজ্ঞ বাংলার মানুষ এই খেলায় পা দেয়নি, বাংলার মানুষ এই চক্রান্তে পা দেয়নি। আমি প্রতিটা মানুষকে আমার সালাম জানাই, প্রণাম জানাই। মনে রাখবেন, আপনারা আছেন বলেই বাংলার এই শক্তি।

দুর্গাপুজোর কার্নিভাল গত দুবছর ধরে আমরা করছি। এবার থেকে আমরা যেদিন বিশ্ববাংলা কার্নিভাল করব, তার পরের দিন, অথবা তার আগের দিন, জেলাগুলোও একটা করে কার্নিভাল করবে। অর্থাৎ জেলায় যে ঠাকুরগুলো বিশ্ব বাংলা পুরস্কার পাবে তারা একসাথে লাইন দিয়ে বিসর্জন দিতে যাবে।

আমি চ্যালেঞ্জ করে বলি, গণপতি বিসর্জন ও মহরম কেউ একসঙ্গে করে দেখাতে পারবে না। বাংলা যা পারে, অন্য কেউ তা পারে না। বিহারে মহরমের দিন বিসর্জন বন্ধ ছিল, উত্তরপ্রদেশেও ছিল, সেখানে তো কেউ কিছু বলেনি। এখানে কোর্টে কেস পর্যন্ত করা হয়েছে। কোর্টের অর্ডারও আমরা মেনেছি। কিন্তু মানুষ যেটা মানে সেটাই সবচেয়ে বড় বিচার।

মানুষ ধৈর্য, সহনশীলতা, সৃজনশীলতা দেখিয়েছে; তাই আজ আপনারা এটা করতে পেরেছেন যা আর কেউ করতে পারবে না।

সকলকে ভালো রাখার ও ভালোবাসার নামই ধর্ম। যে ধর্ম মানবিকতার কথা বলে সেটাই সবচেয়ে বড় ধর্ম। একতাই সম্প্রীতি, ধর্ম আমাদের এটাই শেখায়। ধর্মের অপর নাম মানুষকে ভালোবাসা, মানুষকে এক করে রাখা, ধর্ম মানে আগুন লাগানো নয়, আগুন নিভিয়ে দেওয়া।

কলকাতায় ফুটবল উৎসব শুরু হয়েছে, আমরা খুব খুশি। আজ ফিফার লোকেরা বাংলায় এসে বৈঠক করছে, এটা বাংলার কৃতিত্ব। তারা বলেছে কলকাতার সল্টলেক স্টেডিয়াম বিশ্বের এক নম্বর স্টেডিয়ামে পরিণত হতে পারে। এটা আমাদের গর্ব।

কলকাতায় যে প্রচার দেখেছি ঝাড়গ্রামে এসেও আমি একই প্রচার দেখছি। আমার খুব ভালো লাগছে; আনন্দ ভাগ করে নিতে হয়।

জঙ্গলমহলের ৩০ হাজার ছেলেমেয়ে এখন ফুটবল খেলায় অংশগ্রহণ করে। এবার বিশ্ব ফুটবল উৎসব উপলক্ষে আমরা প্রায় দেড় লক্ষ ফুটবল দেওয়ার ব্যবস্থা করেছি। ফুটবলটির নাম ‘জয়ী’, যার মূল্য আড়াই হাজার টাকা। এগুলি তৈরি করছে গ্রামের মেয়েরা, দায়িত্বে আছে পুনর্বাসন দপ্তর। প্রতিটি স্কুল, কলেজ, ক্লাব কমিটিকে আমরা ৫ টি করে বল দিয়েছি।

 

 

Bengal CM to inaugurate three more blood banks, four more platelet separation units

Three more blood banks are going to be set up by the Bengal Government – two in south Bengal and one in the north. Chief Minister Mamata Banerjee would inaugurate all three on October 11.

The blood banks are being set up in Panskura in Purba Medinipur district, Gopiballavpur in Paschim Medinipur district and Chanchal in Malda district. All the three are located inside multi super-speciality hospitals. These hospitals are a brainchild of Mamata Banerjee for creating a high-quality health infrastructure in her beloved Bengal.

With the completion of these three, the number of State Government-run blood banks has risen from 70, and combined with private blood banks, to 131.

To complement the demand for blood components, the government has set up four more platelet separation units – at Nadia and Asansol District Hospitals, Cooch Behar MGN Hospital and Murshidabad Medical College Hospital. This would take the number of component separation units in State Government hospitals to 17.

Nowadays, doctors often prescribe separate blood components like platelets, plasma, etc. for patients as not always are all components of blood required. This also saves precious units of blood, which can be used only when required.

There are two main ways to increase the number of units of blood components available – to organise regular blood donation camps (which the Bengal Government conducts regularly, and also, under active encouragement by the government, do various clubs, doctors’ and other associations, etc.) and to separate components from 80 per cent of the blood collected.

According to State Health Department officials, plans are on to put up display boards at all government blood banks with information on the number of units of blood and blood components at the current time.

 

রাজ্যে চালু হচ্ছে তিনটি নতুন সরকারি ব্লাড ব্যাঙ্ক, সঙ্গে আরও চারটি প্লেটলেট পৃথকীকরণ ইউনিট

রাজ্যে চালু হচ্ছে আরও ৩ টি সরকারি ব্লাড ব্যাঙ্ক। এগুলি হচ্ছে পাঁশকুড়া, চাঁচোল এবং গোপীবল্লভপুরে। এই ৩ টি জায়গাতেই সুপার স্পেশালিটি হাসপাতালে এই ব্লাড ব্যাঙ্ক চালু হবে।

আগামী ১১ অক্টোবর এই ৩ টি ব্লাড ব্যাঙ্কের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এগুলি চালু হলে রাজ্যে ব্লাড ব্যাঙ্কের সংখ্যা ৬৭ থেকে বেড়ে হবে ৭০। সরকারি-বেসরকারি মিলিয়ে এই সংখ্যাটি বেড়ে হবে ১৩১টি।

শুধু ব্লাড ব্যাঙ্কই নয়, রাজ্যে প্লেটলেট এবং বিভিন্ন ধরনের রক্তের উপাদানের চাহিদা মেটাতে আরও ৪ টি রক্তের উপাদান পৃথকীকরণের ব্যবস্থা বা কম্পোনেন্ট সেপারেশন ইউনিট চালু হচ্ছে। এগুলি হবে নদীয়া ও আসানসোল জেলা হাসপাতাল, কোচবিহার এমজিএন হাসপাতাল এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। এগুলি চালু হলে রাজ্যে সবশুদ্ধ ১৭ টি জায়গায় রক্তের উপাদান পৃথকীকরণের ব্যবস্থা থাকবে।

সাধারণ মানুষ যাতে প্রতি মুহূর্তে রক্ত, প্লেটলেট এবং অন্যান্য উপাদানগুলির স্টক সম্পর্কে জানতে পারেন, সেজন্য প্রতিটি সরকারি ব্লাড ব্যাঙ্কের সামনে ডিসপ্লে বোর্ড চালু করতে হবে।

Source: Bartaman

Trinamool Congress supporters take part in huge protest marches across Bengal

A state-wide protest was organised today by the Trinamool Congress against the politics of negativity being carried on by the BJP, including causing riots and indulging in destructive activities.

Kolkata as well as the major towns and cities across Bengal saw huge protest marches, led by senior party leaders. In Kolkata, leaders like Partha Chatterjee, Subrata Mukherjee and others led protests at multiple locations in Kolkata like Behala, Gariahat, Hazra, etc.

At Behala, Partha Chatterjee addressed the crowd of marchers. He said that these protests are the people’s way of expressing their disgust for the way the BJP has been trying to create trouble in Bengal.

He said that Trinamool has information that the BJP is trying to create trouble in the Hills. The things their leaders are saying and doing shows that they do not want to abide by the Constitution. The way they are trying to support the GJM proves that. The people of Bengal have rejected Bimal Gurung as well as BJP. Partha Chatterjee said that Bimal Gurung needs to be arrested immediately.

“Let them (BJP) start a democratic protest against us, and we will counter that. But the way Mamata Banerjee’s image is being insulted in the most malicious manner, is not expected. We will give our lives but will not allow any disrespect to Mamata Banerjee.”

He further said that BJP may want to turn to violence, but Trinamool wants to point towards the development it has brought to Bengal.

“Today, we have been forced to bring out this protest march. Day after they, they have been threatening us with dire consequences. But then that is the only thing they can do. Neither do they have the support of the people nor any message of development. They are marching with tridents (trishul), swords and other weapons.”

“We led a long, hard democratic movement to remove a 34-year-old government from power, and we are continuing to work in a democratic manner, abiding by the rule of law. Hence, I want to congratulate everyone who has joined this protest today on behalf of Mamata Banerjee.”

“They brought anti-people measures like demonetisation. They did not pay heed to the problems pointed out by us before implementing GST. We had predicted that the country’s economy would be hampered badly because of demonetisation, and we have been proved true.”

“That BJP is a violent party has been proved over time; their mask of civility has been torn apart. It was proved again by yesterday’s incidents in Kolkata what kind of party it is.”

He ended by saying that Trinamool Congress was, is and will continue to be with the people of Bengal, who have given a huge thumbs-up to Mamata Banerjee’s message of growth and development.

রাজ্য জুড়ে বিশাল বিক্ষোভ প্রদর্শন করল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা

 

বিজেপি যে দাঙ্গা, বিভাজন ও ধ্বংসের রাজনীতি রাজ্যে চালাচ্ছে তার বিরুদ্ধে আজ রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচী পালন করে তৃণমূল কংগ্রেস। বর্ষীয়ান নেতারা কলকাতা সহ সারা রাজ্যে বিভিন্ন শহরে এই বিক্ষোভ কর্মসূচীর অঙ্গ হিসেবে আয়োজিত পদযাত্রার নেতৃত্ব দেন। অগণিত তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকেরা এইসব পদযাত্রায় অংশ নেন। কলকাতায় পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় ও অন্যান্য নেতৃত্বেরা কলকাতার বিভিন্ন অঞ্চলে যেমন বেহালা, গড়িয়াহাট, হাজরায় প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন।

বেহালায় পার্থ চট্টোপাধ্যায় মিছিলে অংশ নেওয়া মানুষদের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেন, “বিজেপি কোনও কোনও অংশে সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে। গুরুংকে প্রত্যাখান করেছে বাংলার মানুষ, পাহাড়ে গিয়ে গুরুঙ্গের সঙ্গে কথা বলছে। যে গুরুংকে রাষ্ট্রদোহিতার আইনে খোঁজা হচ্ছে। এমপি যিনি দার্জিলিং থেকে জিতেছেন, গুরুংদের ভরসায় তিনি যে ধরনের কথা বলছেন, তাঁকে ও গুরুংকে আলাদা করা যায় না। যিনি সংবিধানের শপথ নিয়েছেন, তিনি সংবিধানকে লঙ্ঘিত করছেন। গণতান্ত্রিক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আন্দোলন করুক, কিন্তু যে কায়দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে বিকৃত করা হচ্ছে, অসম্মান জানানো হচ্ছে, আমাদের ব্লকের সভাপতি তার জবাব দেবেন। আমরা সরাসরি নরেন্দ্র মোদী ও অমিত শাহ’কে জানিয়ে দিতে চাই, ঘাস ফুলকে কাটবেন না, যতই কাটে তৃণমূল ততই বাড়ে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসম্মান হবে, আমরা প্রাণ দোবো জান দোবো, তবু পদ্মফুলে ছাপ দিয়ে ডেকে আনবো না কুমিরকে। এরা আগুন লাগাতে চায়, আমরা গণতান্ত্রিক ভাবে লড়তে চাই। এরা বোমা ছুঁড়ে ক্ষমতা দখল করতে চায়, আমরা উন্নয়ন দেখিয়ে মানুষের মন জয় করতে চাই।”

তিনি আরও বলেন, “যখন উন্নয়নের বাণী নেই, তখন অস্ত্র নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। ৩৪বছরের অপশাসনকে অপসারিত করে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছেন। সংবিধান মেনে রাজ্যের হাতে যে ক্ষমতা আছে, আমরা তার মধ্যে থেকেই কাজ করতে চাইছি। যারা গণ্ডগোল করছেন, তাদের বলতে চাই বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। আজ আমরা শুধু এই প্রতিবাদে পথে নামলাম। জিএসটি-তে আমাদের কথা শোনা হচ্ছে না, নোটবন্দিতে বলেছিলাম আর্থিক অবস্থা খারাপ হবে, আজ তা খারাপ হয়েছে। বিজেপি যে গুণ্ডাবাজ, দাঙ্গাবাজ আজ সেই মুখোশ খুলে পড়েছে। আমরা উন্নয়নের মাধ্যমে বাংলার মানুষের সাথে আছি।”

 

Huge improvement in sports infrastructure in Bengal

The sports infrastructure in Bengal during the last six years, under the leadership of Chief Minister Mamata Banerjee has improved significantly.

The Department of Youth Services and Sports has undertaken a lot of programmes on the education, health, employment and holistic mental and physical development of students and the youth.
Development of playgrounds: Financial assistance given to 331 institutions/ organisations

Setting up of multi-gyms: Financial assistance given to 2,244 institutions / organisations

Construction of mini indoor games facilities: Financial assistance given to 635 institutions/ organisations

Tournaments: Organisation of Annual Youth Festivals and Jangalmahal Cup, and financial assistance to police authorities for conducting the Sunderban Cup and Himal-Tarai Dooars Sports Festival.

Mountaineering and adventure sports: Encouraging the youth to take up mountaineering and adventure sports activities under the aegis of the West Bengal Mountaineering and Adventure Sports Foundation (WBMASF). During the last six years, 18 mountaineers from the state have conquered Mt Everest (compare this to only 4 from 1947 to May 2011). Stringent rules have been framed to select the climbers for Mt Everest and other 8000 metres above peaks. Through the department, rock climbing courses, coastal trekking, mountaineering expeditions, mountaineering courses at the Himalayan Mountaineering Institute (HMI) in Darjeeling, assistance to mountaineering clubs, etc. are organised. Radhanath Sikdar and Tenzing Norgay Adventure Awards and Chhanda Gayen Bravery Award have been introduced, and are given every year.

Bangla Yuba Kendra: To create a healthy socio-cultural ambience, a three-tier organisation (block-level, district-level and state-level) named Bangla Yuba Kendra has been set up to coordinate the different programmes of this department.

Budgetary allocation: The Plan Expenditure has increased by multiple times in the last six years – from Rs 5.52 crore during 2010-11 to Rs 185.3 crore during 2016-17 in the case of Youth Services and from Rs 29.29 crore during 2010-11 to Rs 237.21 crore during 2016-17 in the case of Sports.

Building of stadiums and sports complexes: Stadiums in Nayagram (Jhargram district), Salboni (Paschim Medinipur district), Memari and Bhatar (Purba Bardhaman district), Onda (Bankura district), Islampur (Uttar Dinajpur) and Uluberia (Howrah district), Archery Academy in Jhargram district, swimming pools in Baruipur and Canning (South 24 Parganas district), sports academy (including stadium) in Khatra (Bankura district), sports complexes (including stadiums) in Barrackpore and Naihati (North 24 Parganas district), and sports complex at Tala Park in Kolkata.

Renovation and modernisation of sports infrastructure: Flood lighting and renovation of the Mohun Bagan, East Bengal and Mohammedan Sporting grounds in Kolkata, flood lighting of Kanchenjungha Stadium in Siliguri, renovation of Lebong Stadium in Darjeeling, the indoor stadium at Rajbati Stadium Complex in Cooch Behar, Howrah Municipal Corporation Stadium, Eastern Ground in Chinsura, the swimming pool in Barijhati (both in Hooghly district) and Jhargram Stadium, upgradation and renovations of Bolpur and Suri Stadiums (Birbhum district), Ranaghat, Shantipur, Krishnagar,Kalyani and Nabadwip Stadiums (Nadia district), and Spandan Sports Ground at Kalna Aghorenath Park Stadium (Purba Bardhaman), construction of Balurghat Indoor Sports Complex (Dakshin Dinajpur district), construction and renovation of stadiums in Diamond Harbour Sports Complex and Kultali Dr BR Ambedkar College (South 24 Parganas district), renovation of Aurobindo Stadium (Purba Medinipur district), construction of Rakhal Memorial Sports Complex (Purba Medinipur district) and indoor stadium and sports hostel in Purulia and Kashipore Stadium (Purulia district), and the development of DSA Stadium, Brindabani Park and Satya Chowdhuri Indoor Stadium in Malda.

Management and monitoring of sporting activities: Management and monitoring of sporting activities in the districts to achieve the goals of district and sub-divisional sports councils.

Awards: Khel Samman to 89 present sportspersons, Banglar Gourab awards to 114 retired sportspersons, Kriraguru Sammans to 34 eminent coaches and Lifetime Achievement Awards to eight eminent sports personalities.

FIFA Under-17 World Cup: Vivekananda Yuba Bharati Krirangan (VYBK) has been upgraded and beautified for the FIFA Under-17 World Cup matches to be held there.

 

 

ছ’বছরে ক্রীড়াক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি বাংলার

 

২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই যুগান্তকারী পরিবর্তন এসেছে বাংলার ক্রীড়ার চিত্রপটে। শুধু খেলোয়াড়দের সম্বর্ধনা দেওয়া নয়, গড়ে উঠছে খেলোয়াড় তৈরি হবার পরিকাঠামো। খুলে গেছে আরও নতুন খেলার দিক।

জেলার খেলাধুলোর পরিচালন ও নজরদারিতে যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তর গুরুত্ব দিয়েছে এবং লক্ষ্য অর্জনে জেলা ও মহকুমা স্পোর্টস কাউন্সিলগুলিকে পুনর্গঠন ও কার্যকরী করে তুলেছে।

অতীত এবং বর্তমান কৃতী ক্রীড়া ব্যাক্তিত্বদের কৃতিত্ব অর্জনের স্বীকৃতি জানানো রাজ্যের যুব কল্যাণ এবং এবং ক্রীড়া বিভাগের পরিকল্পনায় রয়েছে। ‘খেল সম্মান’ দ্বারা ৮৯ জন বর্তমান খেলোয়াড়, ‘বাংলার গৌরব’ সম্মানে ১১৪ জন অতীত খেলোয়াড়, ‘ক্রীড়াগুরু’ সম্মানে ৩৪ জন প্রখ্যাত কোচ এবং ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে’ ৮ জন প্রখ্যাত ব্যাক্তিত্বকে এই সময়কালের ভিতর সম্মাননা জ্ঞাপন করা হয়েছে।

রাজ্যের ৮৩৬৩ ক্লাবকে যুব কল্যাণ এবং ক্রীড়া বিভাগ খেলাধুলা এবং স্থায়ী সম্পদের জন্য আর্থিক সহায়তা দান করেছে। রাজ্য পর্যায়ের স্পোর্টস অ্যাসোসিয়েশনগুলিকে প্রত্যেক খেলাধুলোর জন্যও ৫লক্ষ টাকা হারে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তর সুন্দরবন কাপ, হিমাল-তরাই ডুয়ার্স ক্রীড়া উৎসব আয়োজনের জন্যও পুলিশ কর্তৃপক্ষকে আর্থিক সহায়তা দান করেছে.

এই বছরে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজিত হবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। তাই, আন্তর্জাতিক মানের সঙ্গে সমন্বয় রেখে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন এবং তার সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন ও সৌন্দর্যায়ণ হয়েছে। আন্তর্জাতিক প্রতিযোগিতা পর্যায়ের সঙ্গে সঙ্গতি রেখে সম্পূর্ণ শ্রীবৃদ্ধিসাধন, খেলার মাঠ, আলোর ব্যবস্থা, অভ্যাসের জায়গা সহায়ক সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

আর্থিক কর্মসম্পাদন যা ২০১০-১১ সালে ছিল ২৯.২৯ কোটি টাকা, তা আজ ২০১৬-১৭ সালে বেড়ে হয়েছে ২৩৭.২১ কোটি টাকা।

নতুন করে তৈরি হয়েছে:-

১. ঝাড়গ্রামের নয়াগ্রাম স্টেডিয়াম

২. ঝাড়গ্রামের আর্চারি আকাদেমি

৩. পশ্চিম মেদিনীপুরে শালবনি স্টেডিয়াম

৪. পূর্ব বর্ধমানে মেমারি স্টেডিয়াম

৫. পূর্ব বর্ধমানে ভাতার স্টেডিয়াম

৬. দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে সুইমিং পুল

৭. দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং-এ সুইমিং পুল

৮. বাঁকুড়ার খাতরা’য় স্পোর্টস আকাদেমি এবং স্টেডিয়াম

৯. উত্তর ২৪ পরগণার বারাকপুরে স্পোর্টস কমপ্লেক্স ও স্টেডিয়াম

১০. উত্তর ২৪ পরগণার নৈহাটিতে স্পোর্টস কমপ্লেক্স ও স্টেডিয়াম

১১. হাওড়ায় উলুবেড়িয়া স্টেডিয়াম

১২. কলকাতার টালাপার্কে স্পোর্টস কমপ্লেক্স

১৩. উত্তর দিনাজপুরের ইসলামপুরে স্টেডিয়াম

১৪. বাঁকুড়ায় ওন্দা স্টেডিয়াম

বিদ্যমান ক্রীড়া পরিকাঠামোর ব্যাপক সংস্কার, আধুনিকীকরণ-এর রূপায়ণ বা সূচনা:-

১. কলকাতার মোহন বাগান, ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং ক্লাব মাঠে ফ্লাড লাইটিংয়ের ব্যবস্থা এবং পরিকাঠামোর সংস্কার

২. দার্জিলিং-এ লেবং স্টেডিয়ামের সংস্কার এবং কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, শিলিগুড়ি, দার্জিলিং-এ ফ্লাড লাইটিং-এর ব্যবস্থা

৩. কোচবিহারে ইনডোর স্টেডিয়াম, রাজবাটি স্টেডিয়াম কমপ্লেক্সের মেরামতি/সংস্কার

৪. দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ইনডোর স্পোর্টস কমপ্লেক্স

৫. মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়াম কমপ্লেক্সের কাঁটাতারের বেড়াসহ সীমানা প্রাচীর নির্মাণ

৬. মালদায় বৃন্দাবনি পার্কের ডিএসএ স্টেডিয়াম এবং সত্য চৌধুরি ইনডোর স্টেডিয়ামের উন্নয়ন

৭. বীরভূমে বোলপুর স্টেডিয়াম এবং সিউড়ি স্টেডিয়াম উন্নয়ন এবং সংস্কার

৮. নদিয়ার রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, কল্যাণী, নবদ্বীপ স্টেডিয়ামের উন্নয়ন ও সংস্কার এবং বিভুতি ক্লাব খেলার মাঠ (বীরনগর)-এ ক্লাব হাউস তথা গ্যালারির নির্মাণ কাজ

৯. দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবার স্পোর্টস কমপ্লেক্স এবং কুলতলি এবং ডাঃ বি আর আম্বেদকর কলেজ স্টেডিয়াম নির্মাণ ও সংস্কার

১০. পূর্ব মেদিনীপুরে রাখাল মেমোরিয়াল স্পোর্টস কমপ্লেক্স এবং অরবিন্দ স্টেডিয়ামের সংস্কার

১১. পুরুলিয়ায় ইনডোর স্টেডিয়াম, স্পোর্টস হোস্টেল এবং কাশীপুরের কাশীপুর স্টেডিয়াম, পুরুলিয়া

১২. হাওড়ার হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন স্টেডিয়ামের সংস্কার

১৩. হুগলিতে ইস্টার্ন গ্রাউন্ড, চুঁচুড়া ও বারিজহাটিতে সুইমিং পুলের সংস্কার

১৪. পূর্ব বর্ধমানে স্পন্দন স্পোর্টস গ্রাউন্ড, কালনা অঘোরনাথ পার্ক স্টেডিয়াম-এর সংস্কার ও উন্নিতকরণ

১৫. ঝাড়গ্রামে ঝাড়গ্রাম স্টেডিয়াম সংস্কার

Mamata Banerjee pens promo song for U-17 World Cup

Bengal Chief Minister Mamata Banerjee has penned a promo song for the FIFA Under-17 World Cup; it was launched on September 20.

The World Cup started from October 6. The Vivekananda Yuba Bharati Krirangan in Kolkata will host 10 matches, including the final, from October 8 to October 28.

The song reflects the excitement and feelings associated with football. At the same time, the message of communal harmony has also been given through the song. The song has been launched in audio format, and a video format will come out soon.

The song will be distributed among Durga Puja organisers and it will be played in many Durga Puja mandaps.

The Chief Minister takes a keen interest in the development of sports in the state and taken a number of measures including setting up infrastructure, starting tournaments, and giving awards and monetary aids to sportspersons and clubs.

 

অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের প্রোমো সং লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

গত ২০সে সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের প্রোমো সং-এর উদ্বোধন হল।

এই বিশ্বকাপ শুরু হবে ৬ই অক্টোবর। কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে মত ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে আছে ফাইনালও। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮সে অক্টোবর।

এই খেলায় মানুষের যে ভালোবাসা ও আবেগ জড়িয়ে আছে, সেটি গানে আছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও আছে, এই গানটির অডিওটি প্রকাশিত হয়েছে, ভিডিওটি প্রকাশিত হবে খুব শীঘ্রই।

দুর্গা পুজো আয়োজকদের এই গানটি বিতরণ করা হবে ও এটি মণ্ডপগুলিতে চালানো হবে।

মুখ্যমন্ত্রী ২০১১ সাল থেকেই ক্রীড়া জগতকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছেন। অনেক পদক্ষেপ নিয়েছেন যার মধ্যে পরিকাঠামো উন্নয়ন থেকে, টুর্নামেন্ট শুরু করা, ক্লাব ও খেলোয়াড়দের পুরস্কার ও অর্থনৈতিক অনুদানও আছে।

Source: Millennium Post