Latest News

October 14, 2017

U-17 World Cup: Bidhannagar Police comes up with app to ease parking headache

U-17 World Cup: Bidhannagar Police comes up with app to ease parking headache

This is the first time that a football World Cup is being held in India, and Kolkata is hosting eight matches in six days, including the final.

Thousands of people are going to arrive at the stadium on each of these days to see the matches. One of the things the Bengal Government is doing to make the World Cup a success is ensuring that spectators coming to see the matches have easy access to transport.

The Bidhannagar Police Commissionerate has collaborated with a company which has created the parking app, ‘Park Snap’.

After downloading the app (for Android phones), one needs to go to the section ‘World Cup-17’. There one can locate all parking spaces around the Salt Lake Stadium, or Vivekananda Yuba Bharati Krirangan. After keying in the ticket number and gate number for accessing the stadium (given on the ticket as well), one would be able to see the parking spaces near that gate as well as the route to access those parking spots.

Parking spots can be booked in advance as well through the app, after which one would get a queue number and a code. At the particular parking area, the code can be scanned to have access to the pre-booked spot.

The Bidhannagar Police has designated eight areas around the stadium for parking purposes.

Click here to download Park Snap app

 

যুব বিশ্বকাপের জন্য পার্কিং মোবাইল অ্যাপের ব্যবস্থা করল বিধাননগর পুলিশ

এই প্রথমবার ফুটবল নিয়ে কোনও একটি বিশ্বকাপ ভারতে আয়োজন করা হচ্ছে। আর সারা বিশ্বকাপের সবকটি খেলার মধ্যে অনেকগুলি অনুষ্ঠিত হবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে।

সারা ভারতের মধ্যে বাংলা হল ফুটবল প্রেমী রাজ্য। ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিয়ে সুরক্ষা ব্যবস্থাকে উন্নত করার পাশাপাশি ম্যাচ দেখতে আসা প্রায় ৬৬ হাজার মানুষের গাড়ির পার্কিং-এর জন্য উপযুক্ত ব্যবস্থা করছে পুলিশ। পার্কিং সমস্যা থেকে মানুষকে মুক্তি দিতে একটি নতুন পার্কিং অ্যাপের ব্যবস্থা করা হয়েছে। এই অ্যাপটির নাম পার্ক স্ন্যাপ।

বিধাননগর সিটি পুলিশের সঙ্গে গাঁটছড়া বেঁধে এবার বিশ্বকাপের সময় এই স্টেডিয়াম সংলগ্ন জায়গাতে পার্কিং কোথায় করা হবে সেই সম্বন্ধে বিশদে তথ্য দেবে। তার জন্য ওই মোবাইল অ্যাপটি ডাউনলোড করে সেখানে গিয়ে বিশ্বকাপ-১৭ তে যেতে হবে। পরে সেই জায়গাতে টিকিট নম্বর এবং গেট নম্বর দিয়ে দিলেই যে কেউ দেখে নিতে পারবে তার গেট সংলগ্ন কোথায় গাড়ি পার্কিং করা যাবে। তাছাড়া সেই পার্কিং-এ যেতে গেলে কোন রাস্তা দিয়ে যেতে হবে তাও নেভিগেশনের মাধ্যমে দেওয়া থাকবে ওই অ্যাপে।

শুধু তাই নয়, এই অ্যাপ থেকে পার্কিং করার জন্য আগে থেকেই জায়গা বুক করে নিতে পারবেন দর্শকরা। পরে কেবল পার্কিং করার আগে কিউ আর কোড স্ক্যান করিয়ে নিলেই সেখানে পার্কিং মিলবে সহজে। এই কারণে পুলিশের তরফ থেকে গোটা ক্রীড়াঙ্গন সংলগ্ন জায়গা জুড়ে মোট ৮ টি জায়গায় গাড়ি পার্কিং-এর ব্যবস্থা করা হয়েছে।

 

Source: Khabar 365 Din