Monitoring bodies for the distribution of essential food grains across all districts in Bengal to be set up

The Bengal Food and Supplies department will set up district-level monitoring committees in all the districts of Bengal to monitor the distribution of essential food grains across the state. The committee will also ensure that the people are getting quality food grains.

Bengal Chief Minister’s brainchild ‘Khadya Sathi’ has brought a revolution across the state as 8.34 crore people from Bengal have already been covered under this scheme. Around 91 percent of the state’s total population is getting rice and wheat at a subsidised rate of Rs 2 per kg.

Earlier, the department had a capacity of storing 62,000 metric tonne food grains but many more godowns have come up with a total capacity of holding more than 6 lakh metric tonne of food grains. The department has a target of setting up godowns with a total capacity of 14 lakh metric tonnes.

The state government has also increased the allotment of funds for procuring more food grains.

 

খাদ্যশস্য বণ্টনের ওপর নজরদারি করতে প্রতি জেলায় গড়া হবে মনিটারিং কমিটি

খাদ্যশস্য বণ্টনের ওপর নজরদারি করতে প্রতি জেলায় রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তর গড়বে মনিটারিং কমিটি। খাদ্য ও সরবরাহ মন্ত্রী বলেন, প্রতিটি জেলার সদরে একটি করে মনিটারিং কমিটি গড়া হবে। এই কমিটি নজর রাখবে রেশন ব্যাবস্থার ওপর। বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

খাদ্যশস্যের গুনমানের ওপরেও নজর রাখবে এই কমিটি। রেশন দোকান ও অন্যান্য যেসব কেন্দ্রগুলিতে খাদ্যশস্য বণ্টন করা হয়, সেগুলি পরিদর্শন করবে এই কমিটি।

মুখ্যমন্ত্রীর সাধের ‘খাদ্য সাথী’ প্রকল্পের দৌলতে রাজ্যে বিরাট পরিবর্তন এসেছে। ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় ৮.৩৪ কোটি মানুষ এসেছে। এই প্রকল্পের সুবিধা পাচ্ছে প্রায় রাজ্যের ৯১শতাংশ মানুষ। উপকৃত হয়েছে সিঙ্গুর, পাহাড় ও জঙ্গলমহলের জনসাধারণ। এই প্রকল্পের আওতায় মানুষ ২ টাকা কেজি দরে চাল পায়।

প্রসঙ্গত, উত্তরবঙ্গের টোটো উপজাতিকে সম্পূর্ণ বিনামুল্যে চাল, ডাল ও অন্যান্য খাদ্যশস্য দেওয়া হয়।

Bengal Government to provide food packs for malnourished mothers and their kids

In a unique initiative, the state Food and Supplies department has tied up with the Health department to distribute free food grains among mothers and their newborns suffering from malnutrition.

Under this new scheme, the Food Supplies department will distribute various food grains including rice, pulses, wheat and soyabean among mothers and their children on the basis of the list provided by the state 2.

The State Food and Supplies Minister said that a pack weighing around 9 kg of food grains will be supplied for the mothers and their babies suffering from malnutrition every month. They would be able to avail the service for one year since a mother gives birth to a child and suffers from malnutrition. One packet will be distributed among each family in a month and they will be able to avail the benefits for one year.

 

অপুষ্টিতে আক্রান্ত মা ও শিশুদের ফুড প্যাক দেবে রাজ্য সরকার

একটি অভিনব উদ্যোগে রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তর জোট বেঁধেছে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যাতে করে অপুষ্টিতে আক্রান্ত মা ও শিশুদের খাদ্য সরবরাহের পরিকল্পনা করা যায়। এই নতুন প্রকল্পে, খাদ্য সরবরাহ দপ্তর চাল, ডাল, গম, সোয়াবিন বিতরণ করবে মা ও শিশুদের রাজ্য সরকারের তৈরি করা লিস্ট অনুযায়ী।

খাদ্য মন্ত্রী বলেন, ৯ কিলো ওজনের একটি ফুড প্যাক দেওয়া হবে প্রতি মাসে মা ও শিশুদের। ওই পরিবারগুলি এই পরিষেবা পাবে ১ বছর। স্বাস্থ্য দপ্তর খাদ্য ও সরবরাহ দপ্তরকে একটি লিস্ট দেবে যেখানে অপুষ্টিতে আক্রান্ত মা ও শিশুদের নাম নথিভুক্ত থাকবে, যার ওপর ভিত্তি করে এই প্যাকেজ তৈরি করা হবে।

এই প্যাকে থাকবে ১কিলো চাল, ২কিলো ডাল (দুরকম), ১কিলো সোয়াবিন, ১কিলো গম। এই প্যাক তৈরিতে সরকারের খরচ হবে ৪৫০টাকা। মন্ত্রী বলেন, আরও একটি নতুন প্রকল্প আসবে সোনাগাছির যৌনকর্মীদের জন্য, এইচআইভি আক্রান্ত, কুষ্ঠ পীড়িতদের জন্য। এদেরও বিনামুল্যে খাদ্য শস্য প্রদান করা হবে। একটি স্পেশ্যাল টিম তৈরি করা হবে যারা এদের বাড়ি বাড়ি গিয়ে ফুড প্যাক বিতরণ করবে।

Fashion connoisseurs pour in accolades for Bengal’s muslin-khadi produce

Muslin-khadi material produced by weavers of Howrah has received widespread accolades from fashion designers and connoisseurs from the country. West Bengal Khadi and Village Industries Board (WBKVIB) has tied up with Udaynarayanpur Pancharul North Harishchandrapur Khadi and Village Development Organisation to unite the weavers.

After coming to power in 2011, Chief Minister Mamata Banerjee took initiatives to revive muslin and those weavers whose financial condition had gone from bad to worse. After the revival of muslin, the weavers were given training.

Accordingly, the weavers of Udaynarayanpur began to carry out experiments with khadi and muslin respectively. It is for the first time in the state when the unique muslin-khadi material is being produced in the state for the first time and probably in the country.

The muslin produced by the weavers has received international appreciation. Apart from sarees, shirts, kurtas, kurtis and bed linen and pillow covers made of muslin are being sold through different outlets of Biswa Bangla. Even costume jewellery made of muslin has received appreciation from the buyers from abroad.

In view of the success of muslin, it is hoped that the mixed material will have a very good market both in the country and abroad, said a senior state government official. Various schemes taken up by the state government have helped over 6,000 weavers in Howrah district to become financially stable. Artisan Welfare Trust has been set up to look after the interests of the weavers.

Under Janashree scheme, children of the weavers studying in Classes IX and X are getting a monthly stipend of Rs 1,200. The family of the weavers who die while working get Rs 3,000. The weavers can also take loans from the trust in times of need. As the financial condition of the weavers has improved manifold, they are working hard to improve the quality of their produce.

 

 

ফ্যাশন প্রেমীরা বাংলার মসলিন-খাদি মিশ্রিত বস্ত্রের প্রশংসায় পঞ্চমুখ

দেশের ফ্যাশন ডিজাইনার ও ফ্যাশন প্রেমীদের প্রশংসা পাচ্ছে হাওড়া জেলার মসলিন-খাদি বস্ত্রের শিল্পীরা।

২০১১ সালে ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নেন মসলিন শিল্প পুনরুজ্জীবিত করার। শিল্পীদের দেওয়া হয় প্রশিক্ষণ। উদয়নারায়নপুরের শিল্পীরা এখন খাদি ও মসলিন নিয়ে বিভিন্ন পরীক্ষামূলক কাজ করছে। সম্ভবত দেশে এই প্রথম খাদি-মসলিন মিশ্রিত বস্ত্র তৈরি হয়েছে।

মসলিন শিল্পীরা পেয়েছে আন্তর্জাতিক প্রশংসা। মসলিনের তৈরি শাড়ি, শার্ট, কুর্তা, কুর্তি, বিছানার চাদর, বালিশের ওয়াড় বিশ্ব বাংলার অনেক দোকানে পাওয়া যায়। এমনকি মসলিনের তৈরি গয়নাও প্রশংসা পেয়েছে বিদেশে।

মসলিনের এই জনপ্রিয়তা দেখে আশা করা যায় মসলিন-খাদি মিশ্রিত বস্ত্রও জনপ্রিয়তা অর্জন করবে বিশ্বজুড়ে।

হাওড়ার ৬০০০ শিল্পীদের আর্থিকভাবে সহায়তা করতে রাজ্য সরকার চালু করেছে একাধিক প্রকল্প। আর্টিসান ওয়েলফেয়ার ট্রাস্ট তৈরি করা হয়েছে শিল্পীদের সাহায্যার্থে।

যেসকল শিল্পীদের সন্তান অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠ্যরত তাদের সরকারের তরফে দেওয়া হয় মাসিক ১২০০ টাকা। এই প্রকল্পের নাম জনশ্রী। প্রয়াত শিল্পীদের পরিবারদের দেওয়া হয় ৩০০০ টাকা। শিল্পীরা নিজেদের প্রয়োজনে ওই ট্রাস্ট থেকে ঋণ নিতে পারেন।

যেহেতু আগের তুলনায় শিল্পীদের অর্থনৈতিক উন্নতি হয়েছে, তারা আরও ভালো মানের কাজ করতে চেষ্টা করছেন।

 

Jorasanko Thakurbari to get its light-and-sound show

Soon, Jorasanko Thakurbari, home to a campus of Rabindra Bharati University as well, would get its own light-and-sound show, the work for which is almost complete. The Bengal Tourism Department is overseeing setting up of the equipment for the state-of-the-art 3D shows. The shows would commence this winter.

According to the vice-chancellor of Rabindra Bharati University, the shows would take place all through the year, except during the rainy season. Rs 1.4 crore has been spent for setting up the infrastructure.

Similar shows used to take place years back but the present set-up is a complete change in terms of the whole get-up.

The new shows would be 3D shows. They would present the life and times of Rabindranath Tagore and scenes from the heydays of the Thakurbari, whose members during the 19th century were an integral part of the Bengal Renaissance, through a series of life-like images composed of light and laser beams, accompanied by songs composed by Rabindranath Tagore.

Bits of songs sung by Ramkumar Chattopadhyay, Ustad Rashid Khan, Lopamudra Mitra, etc. would be used. The narration would be voiced by Soumitra Chattopadhyay, Bratati Bandyopadhyay, etc. Even Tagore’s own voice would be used in places.

The façade of Thakurbari would be used as the screen for the light-and-sound show. Still images to be used for the shows have been collected from the Rabindra Bharati University archives.

Some of the greatest writers, poets, artists and philosophers of not just Bengal, but India, and in some cases, the world, were members of the Thakur or Tagore family of Jorasanko.

At a time, 80 to 100 people would be able to view a show. Two shows per day would take place, starting from 7 pm. Initially, all the shows would be in Bengali. Later on, English and Hindi shows would be introduced. Tickets have to be bought for the show, separate from the one bought for the museum at Jorasanko Thakurbari.

Source: Bartaman

 

জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে চালু হচ্ছে থ্রিডি লাইট অ্যান্ড সাউন্ড শো

কবিগুরু রবীন্দ্রনাথের বেড়ে ওঠা কিংবা ঠাকুরবাড়ির অবদান। নতুন আঙ্গিকে গোটা বিষয়টিকে তুলে ধরছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। শীঘ্রই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে বিশেষ প্রদর্শনী শুরু হতে চলেছে। যার কাজ এখন শেষ পর্যায়ে। আধ ঘণ্টার এই প্রদর্শনীতে আলাদা মাত্রা যোগ করবে কবিগুরুর গান। এক যুগের বেশি সময় পর এই প্রদর্শনী শুরু হচ্ছে এই ক্যাম্পাসে। পর্যটন দপ্তরের সহায়তায় এই কাজ করা হচ্ছে। আসন্ন শীতকালেই এই শো চালু হয়ে যাবে।

পুরানো প্রযুক্তিকে ফেলে দিয়ে একেবারে নতুন রূপে আসছে এই লাইট অ্যান্ড সাউন্ড। থ্রি ডি প্রযুক্তি তো থাকবেই। ঠাকুরবাড়ির ভবনটিকেই স্ক্রিন হিসাবে ব্যবহার করা হবে। তার উপরই আলো এবং লেজারের মাধ্যমে এই প্রদর্শনী হবে। এর জন্য বিশ্ববিদ্যালয়ের আর্কাইভ থেকে স্থির চিত্র ব্যবহার করা হয়েছে। ৮০-১০০ জন মানুষ এই শো একেকবার করে দেখতে পারবেন।

ফিল্মের বিষয়বস্তু নিয়ে রবীন্দ্রভারতীর উপাচার্য বলেন, মূল আকর্ষণ অবশ্যই রবীন্দ্রনাথ। তার সঙ্গে ঠাকুরবাড়ির অবদান এবং বাংলার নবজাগরণ নিয়েও তথ্য রাখা হয়েছে। বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে কবিগুরুর গানকে আবহ সংগীত হিসাবে ব্যবহার করা হবে। তবে কোনও গানই পুরো থাকবে না। অনেক গানই টুকরো টুকরো করে জোড়া হয়েছে। তথ্যচিত্রের স্ক্রিপ্টের জন্য একাধিক ভয়েস ওভার শিল্পীকে ব্যবহার করা হয়েছে। তার মধ্যে রয়েছেন বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, ব্রততী বন্দ্যোপাধ্যায় প্রমুখ। গানে ব্যবহার করা হয়েছে রামকুমার চট্টোপাধ্যায়, পণ্ডিত রশিদ খান, লোপামুদ্রা মিত্র প্রমুখকে। এমনকী রবীন্দ্রনাথের গলায় গাওয়া গানও সাধারণ মানুষ শুনতে পারবেন।

আপাতত বাংলাতেই এই প্রদর্শনী হবে। সন্ধ্যার পরই দু’টি করে শো প্রতিদিন হবে। তা দেখার জন্য টিকিট কেটে ঢুকতে হবে সাধারণ মানুষকে। আগামীদিনে এই প্রদর্শনী হিন্দি ও ইংরেজিতেও চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন উপাচার্য। জোড়াসাঁকো ক্যাম্পাসে একটি মিউজিয়ামও রয়েছে। তার জন্য টিকিট কেটে ঢুকতে হয়। তবে এই লাইট অ্যান্ড সউন্ডের ক্ষেত্রে সেই টিকিট প্রযোজ্য হবে না। উপাচার্যের কথায়, বর্ষাকাল বাদে সারা বছরই এটি চলবে।

পর্যটন দপ্তর থেকে এই বিশ্ববিদ্যালয়ের জন্য প্রায় আড়াই কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই টাকার একাংশ দিয়েই এই লাইট অ্যান্ড সাউন্ড প্রকল্পটি করছে কর্তৃপক্ষ। বিশ্বের বহু মানুষই রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে জানতে এখানে আসেন। ফলে এমন একটা প্রদর্শনী পর্যটক টানতেও সাহায্য করবে।

Digha to get its own convention centre in 2018

New Digha will soon have a first-of-its-kind convention centre with facilities for organising international conventions, exhibitions and business meet to promote tourism, commerce, trade and industry in the state’s coastal areas. The project work has already begun.

Chief minister Mamata Banerjee had laid the foundation stone of the project in July 11, 2017.

The project has been planned on a 5.5 acre land in New Digha comprising a 1000 sq/mt exhibition centre, a 300 capacity seminar hall, a conference room and a modern auditorium with a seating capacity of 1000 people. It will be a four-storey building with each floor planned to have an area of 1722 sq/mt.

 

২০১৮-য় দিঘায় কনভেনশন সেন্টার

নিউটাউনের পাশাপাশি সৈকত নগরী দিঘাতেও আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার তৈরি করছে রাজ্য সরকার। যা আগামী বছর উদ্বোধন হবে।

বাণিজ্য ও পর্যটনের মেলবন্ধন ঘটিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বণিকমহলকে আরও একটি কনভেনশন সেন্টার উপহার দিতে চান। নিউটাউনের অত্যাধুনিক কনভেনশন সেন্টারের পর এটি হবে আরও একটি চমক। এই সেন্টারটি তৈরি করতে খরচ হচ্ছে আনুমানিক ৩৫০ কোটি টাকা। আনুমানিক ১০০০ জনের বসার জায়গা থাকবে।

কার্যত বাণিজ্যিক সম্মেলনের দরজা খুলে দিতেই পূর্ব মেদিনীপুর জেলার পর্যটননগরীতে এমন প্রাসাদপ্রমাণ বাণিজ্য সেন্টার খোলা হচ্ছে, যা রাজ্যের উন্নয়নের সঙ্গে সঙ্গে লগ্নিকারীদেরও আকর্ষণ করবে।

Mamata Banerjee performs Kali Puja at her Kalighat home

Bengal Chief Minister Mamata Banerjee performed Kali Puja at her residence at Kalighat last night.

The CM, who was fasting during the day and prepared ‘bhog’, played host to a large number of guests including VVIPs, cabinet colleagues, politicians and commoners last night.

The puja has been performed at her house for several decades now.

 

কালীঘাটের বাড়িতে কালীপুজো করলেন মুখ্যমন্ত্রী

কালীঘাটে নিজের বাড়িতে কালীপুজো করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহুদশক ধরে তার বাড়িতে হয়ে আসছে এই পুজো। এবারেও কোনো অন্যথা হয়নি।

মুখ্যমন্ত্রী পুজো উপলক্ষে সারাদিন উপোস করেন এবং ভোগও রান্না করেন। কালীপুজো উপলক্ষে তার বাড়িতে সমাগম হয় বহু মানুষের।

মন্ত্রী থেকে সাধারণ মানুষ – অভ্যাগত অতিথিদের আপ্যায়নে কোনও খামতি রাখেননি মুখ্যমন্ত্রী।

 

 

I hate those who indulge in communal politics: Mamata Banerjee

On Tuesday, Chief Minister Mamata Banerjee inaugurated a number of Kali Puja pandals. Speaking on the occasion, she once again communal politics of the BJP.

She said that the BJP is doing communal politics and is trying to divide people on the basis of religion, something which the people of Bengal won’t tolerate. The BJP is doing this because it does not have any acceptance here.

She said she has nothing but hate for those who use others’ religious beliefs to hold on to their existence. It is a personal matter as to who wants to follow which religion; nobody can force a belief on another person. It is the duty of those in power to unite people, not divide them.

Many people intentionally keep beef inside temples and then spread the rumour that someone has done it hurt religious beliefs. One of them was caught red-handed and had admitted that he was a BJP member. Therefore the Chief Minister asked everyone not to fall into the trap of communal misinformation.

She said that the colour of the blood of both Hindus and Muslims was the same – red. In Bengal, people of different religious denominations and beliefs stay in unity. Hence, she appealed to everyone to stay together in peace.

 

যারা ধর্ম বিক্রি করে তাদের আমি ঘৃণা করিঃ মমতা বন্দ্যোপাধ্যায়

মঙ্গলবার শহরে একাধিক কালীপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে আরও একবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।

ধর্মের নামে ভেদাভেদের রাজনীতি করছে বিজেপি যা বাংলায় বরদাস্ত করা হবে না। বিজেপির কোন গ্রহণযোগ্যতা নেই তাই ওরা গুরুত্ব পেতে ভাগাভাগির রাজনীতি করছে। তাঁর কথায়, “যারা নিজেদের অস্তিত্ব বজায় রাখতে ধর্মকে বিক্রি করে তাদের আমি ঘৃণা করি। কে কোন ধর্ম পালন করবে সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। কেউ চাইলেই কিছু চাপিয়ে দিতে পারে না। চেয়ারে যারা থাকে মানুষের মধ্যে ভেদাভেদ তাদের মানায় না, সকলকে একজোট করে রাখতে হবে”।

“অনেকে মন্দিরে গরুর মাংস ফেলে যায়। আবার নিজেরাই তার প্রচার করে অশান্তি ছড়ায়। একজন হাতে নাতে ধরা পড়েছিল এবং সে যে বিজেপির সদস্য তাও স্বীকার করেছিল।” তাই মুখ্যমন্ত্রীর সতর্কবার্তা কোনও প্ররোচনায় পা দেবেন না।

তাঁর কথায়, “হিন্দু মুসলমান সকলের রক্তই এক। বাংলায় বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের মানুষ বাস করে”। তাই সবাইকে নিয়ে একসাথে চলার আবেদন করেন মুখ্যমন্ত্রী।

Several measures being taken for a peaceful Kali Puja

The State Government and the Kolkata Police have offered their best wishes to the people of the state for a peaceful, incident-free Kali Puja.

The police have appealed to the organisers to maintain decorum during Kali Puja. From this year, along with the police, officials from the State Pollution Control Board will be on the streets to monitor the use of high-decibel firecrackers and pollution due to firecrackers. The police will also be roaming the streets to keep in check any untoward incident.

The police has appealed to the people to abide by the following:

• Do not hire DJs to play music at pandals

• Do not play mikes loudly in front of hospitals, schools, colleges and houses

• Do not construct pandals occupying the whole road

• Like in Durga Puja pandals, install CCTV cameras in Kali Puja pandals too

• Do not explode high-decibel firecrackers indiscriminately

• Firecrackers which emanate sound cannot be exploded in front of hospitals and nursing homes

 

কালীপুজোয় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উদ্যোগ

রাজ্য সরকার ও কলকাতা পুলিশ-এর তরফ থেকে রাজ্যবাসীকে শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে। পুলিশের তরফে রাজ্যবাসী ও পুজো কমিটিগুলোর কাছে রাখা হয়েছে কিছু আবেদন।

এবার থেকে শব্দবাজিও দৌরাত্ম্য রুখতে এবং দূষণ রুখতে পুলিশের সঙ্গে রাস্তায় ঘুরবেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কর্তারা। অপ্রীতিকর ঘটনা রুখতে দুর্গাপুজোর মতোই কালীপুজোতেও পথে নামবেন পুলিশের পদস্থ কর্তারা। থাকবেন অন্যান্য পুলিশকর্মীরাও।

আবেদনগুলি হলঃ-
· যথেচ্ছ ডি জে ব্যবহার করবেন না।
· কোনও হাসপাতালে, স্কুল কলেজ, আবাসনের সামনে উচ্চস্বরে মাইক বাজাবেন না।
· রাস্তাজুড়ে মণ্ডপ করবেন না।
· দুর্গাপুজোর মতো কালীপুজোর মণ্ডপেও সিসিটিভি লাগান।
· যথেচ্ছ শব্দবাজি ফাটাবেন না।
· হাসপাতাল ও নার্সিংহোমের সামনে শব্দবাজি ব্যবহার করা যাবে না।

 

Source: Sangbad Pratidin

After Durga Puja, Kali Puja immersion carnival to become another showpiece event

After the immense success of the Durga Puja immersion carnival, now another immersion carnival, or ‘bishorjon carnival’, has been conceived – for Kali Puja. This would be organised by Kolkata Police from next year, and it has the potential to become another success story.

During a recent meeting between Kolkata Police and Kali Puja organisers at Kala Mandir, this idea was agreed upon, as anything that is good and appreciated by people can take place again and again.

During the meeting, the Kolkata Police commissioner said that from this year, Kali Puja organisers can also avail the Aasaan app (like Durga Puja organisers) to get necessary clearances to organise Kali Puja.

The police requested organisers to spread awareness about the ‘Safe Drive, Save Life’ road safety awareness programme, for which they will provide hoardings.

The police also asked puja committees to take necessary steps so that pandal-hoppers do not face any trouble. With the FIFA Under-17 World Cup in full swing, many foreigners are also expected to visit Kali Puja pandals this year.

 

আগামী বছর থেকে সেরা কালী পুজো নিয়ে কার্নিভাল করবে কলকাতা পুলিশ

দুর্গাপুজোর মতো এবার সেরা কালীপুজো নিয়ে কার্নিভাল করতে চায় কলকাতা পুলিশ। আগামী বছর থেকেই এই কার্নিভাল শুরু করতে চান কলকাতা পুলিশ কর্তারা।

কলামন্দিরে শহরের কালীপুজো কমিটিগুলির সঙ্গে পুলিশের বৈঠক হয়। অনেক কালীপুজো কমিটি এই কার্নিভালের দাবি জানান। পুলিশ কমিশনার জানান, “দুর্গাপুজোর মতো কালীপুজোর মন্ডপেও -সেফ ড্রাইভ সেভ লাইফ- থিম চালু করুন। এর পাশাপাশি শহরে এখন চলছে যুব বিশ্বকাপ। সেই কারণে প্রচুর বিদেশী শহরে এসেছেন, তাই, দুর্গাপুজোর মতো কালী পুজোতেও ফুটবলের থিম রাখুন।”

এই বৈঠকে কলকাতা পুরসভা, সিইএসসি, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং দমকলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। দুর্গাপুজোর মতো কালী পুজোতেও এবার থেকে সেরা পুজো বাছতে প্রতিযোগিতার ব্যবস্থা করবে কলকাতা পুলিশ।

Source: Millennium Post

State Govt to start operating 300 new buses

The Bengal Government has decided to put into service 300 new buses, including electric buses, from December 1.

The service will start in phases. Both AC and non-AC buses are among the 300. The buses will be operated by all the three government-run transport companies – West Bengal Transport Corporation, North Bengal State Transport Corporation and South Bengal State Transport Corporation.

In the first phase, electric buses in Rajarhat and New Town and 156 other buses – on 156 routes, in both rural and urban areas – will start operating.

Among the 156 routes are eight new routes formulated by the Transport Department between Darjeeling and Mirik. This would give a major push to the transport infrastructure in the Hills region. These routes have been created considering the demand and needs of people residing there, according to the State Transport Minister.

Another initiative is to run mini buses on the Bardhaman- Durgapur-Asansol route. Other routes have been conceived taking into consideration connecting tourist spots of the state, among them being Motijheel, Hazarduari and Darjeeling.

 

৩০০টি নতুন বাস চালাবে রাজ্য সরকার

আগামী পয়লা ডিসেম্বর থেকে নতুন ৩০০টি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর মধ্যে থাকবে এসি, নন এসি, ইলেকট্রিক বাসও।এই পরিষেবা পর্যায়ক্রমে চালু হবে।

রাজ্য সরকারের তিনটি পরিবহণ সংস্থা – পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা – এই বাসগুলি চালাবে।

প্রথম পর্যায়ে রাজারহাট ও নিউটাউনে ইলেকট্রিক বাস পরিষেবা চালু হবে। সাথে শহরাঞ্চল ও গ্রামবাংলার ১৫৬ টি রুটে আরও ১৫৬ টি বাস চলবে।

এই ১৫৬ টি নতুন রুটে রয়েছে দার্জিলিং ও মিরিক-এর ৮ টি রুট যার ফলে পাহাড়ে পরিবহণ ব্যবস্থা উন্নত হবে। এই রুটগুলি ওখানকার স্থানীয় মানুষদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। পাশাপাশি বর্ধমান-দুর্গাপুর-আসানসোল রুটে মিনি বাস চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।অন্য রুটগুলি তৈরি করা হয়েছে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির কথা মাথায় রেখে।

Source: The Statesman