KIFF 2017: Govt making arrangements for another grand film fest

That time of the year is around the corner once again when Kolkata will play host to the grand Kolkata International Film Festival (KIFF). It is accepted by one and all that this is one of the best film festivals in India, and it is also the one with the highest prize money.

The Bengal Government has made all the arrangements to make this another successful festival. The dates this time are November 10 to 17.

All through the eight days, films will be shown at 12 auditoria – Nandan 1, 2 and 3, Rabindra Sadan, Sisir Mancha, Navina Cinema, Star Theatre, Mitra Cinema, Inox at Salt Lake City Centre 1 Mall, Purbashree Auditorium at Salt Lake EZCC, Nazrul Tirtha and PVR Mani Square.

The festival is organised by the Information and Cultural Affairs Department of the Bengal Government.

Apart from Amitabh Bachchan, Shah Rukh Khan, Kajol and famous British director Michael Winterbottom in attendance, the government has also managed another coup of sorts by getting to screen a rare Godard film. This will be the first screening of the film in India.

Titled Rise and Fall of Small Film Company, Godard made this film for television, and was screened in 1986. According to many cine buffs, this is a watershed moment for an Indian film festival.

Among the films of Winterbottom that will be screened are Trishna, On the Road and Welcome to Sarajevo.

Source: The Times of India

 

২৩ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সফল করতে উদ্যোগী রাজ্য সরকার

পুজোর মরশুম যত শেষ হওয়ার দিকে এগোয়, কলকাতার চলচ্চিত্রমোদীদের মনের উড়ুউড়ু ভাবটা ততই বাড়তে থাকে। এবার অবশ্য পুজোর মরশুম এসে পড়েছিল কিছুটা আগেই। তাই শেষও হবে আগেভাগে। কিন্তু হেমন্ত যতই এগিয়ে আসছে, ততই তার সঙ্গে কাছে এসে পড়ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার তাঁর বয়স হবে ২৩।

প্রতিবারের মতো এবারও নভেম্বরের ১০ থেকে ১৭ তারিখ পর্যন্ত চলবে এই উৎসব। সিনেমোদীদের আগ্রহ থাকে কোন কোন নতুন পরিচালকের ছবি দেখানো হবে, কার কার রেট্রোস্পেকটিভ হবে, কোন কোন নতুন দেশের ছবি দেখা যাবে- সে সব নিয়ে। সব তথ্য পাওয়া যাবে অনলাইনে।

কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগ শুরু হয়েছিল আগেই। তার একটি উইমেন ডিরেক্টরস’ ফিল্মস অন্যটি ইনোভেশনস ইন মুভিং ইমেজেস। এবছর শুরু হচ্ছে আরও একটি নতুন প্রতিযোগিতা বিভাগ, ন্যাশনাল কম্পিটিশন সেকশন। এর আগে ন্যাশনাল শর্ট ফিল্ম কম্পিটিশন ও ন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম কম্পিটিশন থাকলেও এই বিভাগটি ছিল না।

৮দিনে ১২টি প্রেক্ষাগৃহে উৎসবের সিনেমাগুলি দেখানো হবে। এই প্রেক্ষাগৃহগুলি হল, নন্দন ১,২,৩, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, নবীনা সিনেমা, স্টার থিয়েটার, মিত্রা সিনেমা, সল্ট লেক সিটি সেন্টারের আইনক্স, সল্ট লেক ইজেডসিসি পূর্বশ্রী অডিটোরিয়াম, নজরুল তীর্থ, মণি স্কোয়ারের পিভিআর।

অমিতাভ বচ্চন, শাহরুখ খান, কাজল ও ব্রিটিশ ডিরেক্টর উইন্টারবোটম ছাড়াও, আরও চমক থাকছে দর্শকদের জন্য। গদার্দ-এর একটি দুষ্প্রাপ্য সিনেমা ভারতে এই প্রথমবার দেখানো হবে ফেস্টিভ্যালে। ‘রাইজ অ্যান্ড ফল অফ স্মল ফিল্ম কোম্পানি’ গদার্দের এই সিনেমাটি ১৯৮৬ সালে প্রথমবার টিভি’র পর্দায় দেখানো হয়েছিল।

ব্রিটিশ ডিরেক্টর উইন্টারবোটমের ‘তৃষ্ণা’, ‘অন দা রোড’ ও ‘ওয়েলকাম তো সারাজেভো’ এই উৎসবে দেখানো হবে।

Bengal Govt’s food festival, Ahare Bangla, once again beckoning food-lovers

Over the last few years, the annual food festival, Ahare Bangla at the Milan Mela fairground has become very popular. This annual fair held at the beginning of winter has drawn droves of food-lovers to taste some wonderful delicacies.

And not just selling food, the fair has also enabled businesses to explore new avenues and has thus, generated employment opportunities. Using their massive sales at Ahare Bangla as a plank, quite a few hotels and restaurants have been able to establish bases outside Bengal.

The State Animal Husbandry Department, which organises the fair, is busy now making preparations for holding the fair. That it has been an unqualified success is apparent from another fact: the department’s budget for the fair has jumped from Rs 75 lakh in 2015 to Rs 2.24 crore in 2017. This year, along with Animal Husbandry, the departments of Fisheries, Agriculture Marketing, Micro, Small and Medium Enterprises (MSME), along with five others, are lending a helping hand in the organising of the food festival.

Last year, sales at the five-day long fair had crossed Rs 2 crore. This year, officials of the department are confident that the number will rise by a few times.

Last year, well-established restaurants and hotels from Russia, China, Japan and Bangladesh had taken part and were very happy with the response. This year too, quite a few countries would be represented. And of course, the best of Bengal is represented – be it food or restaurants.

Source: Sangbad Pratidin

 

শীতের আগে মহানগর মাতাবে আহারে বাংলা

খেয়ে খাইয়ে তুষ্টি, আবার কর্মসংস্থান ও ব্যবসা সম্প্রসারণের সুবর্ণ সুযোগ। দুয়ের জব্বর মেলবন্ধন করেছে আহারে বাংলা। রাজ্য সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের সাড়া জাগানো পেটপুজো পার্বণ।

গত দু’বছর যাবত শীতের মুখে কলকাতায় পসরা সাজাচ্ছে আহারে বাংলা। দু’বছর আগে এই উদ্যোগের সূচনা কালে তার বাজেট ছিল ৭৫ লাখ টাকা। দু’বছর বাদে তাই বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ২ কোটি ২৪ লাখ টাকায়। গত বছর পাঁচ দিনের এই উৎসব বিকিকিনির বহর ২ কোটি টাকা ছাপিয়ে গেছিল। শুধু কদিনের মারকাটারি বিপণন নয়। আহারে বাংলার দীর্ঘমেয়াদি সুফলও বুঝতে পারা যাচ্ছে।

আহারে বাংলা’র হাত ধরেই বেশকিছু বাঙালি হোটেল, রেস্তোরাঁর রাজ্যের গন্ডি ছাড়িয়ে পড়েছে ভিন রাজ্যে। এবছরের আহারে বাংলা আশা করা যায় আগের বারের রেকর্ড ভাঙবে, জোর কদমে এখন থেকেই চলছে প্রস্তুতি।

প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের সঙ্গে হাত মিলিয়েছে মৎস্য, কৃষি বিপণন, ক্ষুদ্র ও কুটির শিল্প সহ আরও পাঁচটি দপ্তর। প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের আধিকারিকের কথায়, বর্ধমানের সীতাভোগ বা মিহিদানার সঙ্গে পাল্লা দিয়ে বিকোয় মুর্শিদাবাদের ছানাবড়া বা মেদিনীপুর নদীয়া কৃষ্ণনগরের মিষ্টি।

আগের বছর ভারতের সঙ্গে অংশ নিয়েছিল বাংলাদেশ, রাশিয়া, চীন, জাপানের বেশ কয়েকটি হোটেল, রেস্তোরাঁ। এবারও অংশ নেবে বিদেশী একাধিক সংস্থা। এবারে আহারে বাংলা ফুড ফেস্টিভালে দর্শকরাও তাদের মনপসন্দ রান্না করার সুযোগ পাবেন। শহরের সেরা শেফদের সামনে তারা তাদের রেসিপির দৌলতে জিতে নিতে পারবেন পুরস্কারও।

Bengal CM announces setting up of AIFF Centre of Excellence in Kolkata

Chief Minister Mamata Banerjee announced recently that the All India Football Federation (AIFF), the governing body of Indian football, would establish its Centre of Excellence in Kolkata.

The Chief Minister has promised to allot 15 acres of land in Rajarhat for the purpose. The announcement was made at a gala dinner at Eco Park held the day before the final of the FIFA Under-17 World Cup, in the presence of the FIFA president and his council members.

The tournament has been a huge success, and FIFA itself has acknowledged the fact, being the best-attended Under-17 World Cup ever. On top of that, with due credit to Mamata Banerjee and her active part in making the tournament a huge success in Kolkata, Kolkata has seen, by far, the highest average attendance for the matches.

As Mamata Banerjee announced through a Facebook message, out of the 13.47 lakh spectators in India who watched the matches, Kolkata had 6.08 lakh watching them at Vivekananda Yuba Bharati Krirangan. This is  more than 45 per cent of the total spectator count. Furthermore, the per match average spectator count in India was 25,906, while in Kolkata it was 55,345 – which is more than double.

Source: xtratime.in

 

দেশের প্রথম ফুটবল সেন্টার রাজারহাটে

ফুটবলে দেশের প্রথম সেন্টার অফ এক্সেলেন্সের জন্য রাজারহাটে ১৫ একর জমি দেবে রাজ্য সরকার৷ শুক্রবার ইকো পার্কে ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোর সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করার পর সর্বভারতীয় ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট বলেন, প্রস্তাবিত সেন্টার অফ এক্সেলেন্স কলকাতায় হবে৷ ফিফা প্রেসিডেন্টকে মুখ্যমন্ত্রী অনুরোধ করেন, ‘অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ এখানে হলে রাজ্য সরকার পূর্ণ সহায়তা করবে৷’

কলকাতায় ফাইনাল করার জন্য ফিফা প্রেসিডেন্টকে ধন্যবাদ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ গালা ডিনারে ফেডারেশনের প্রেসিডেন্ট বলেন, ‘এখানে ফিফা কাউন্সিল মিটিং করার জন্য ফিফা প্রেসিডেন্টকে ধন্যবাদ৷ রাজারহাটে সেন্টার করার জন্য মুখ্যমন্ত্রীর জমি দেওয়ার প্রতিশ্রুতিতে খুশি আমরা৷ জমি পেলে খুব তাড়াতাড়ি সেন্টারের কাজ শুরু করব৷’

ফিফা প্রেসিডেন্ট বললেন, ‘মুখ্যমন্ত্রীর কথা আমার হূদয় ছুঁয়ে গেল৷ এ ভাবে সবাই ফুটবলের জন্য কিছু করলে ভারতে ফুটবল পিছিয়ে থাকবে না৷ বিশ্বের ছয় ভাগ লোকের এক ভাগ লোকের বাস ভারতে৷ এখানে ফুটবল যদি গুরুত্ব পায়, তা হলে ভারত একদিন বিশ্ব ফুটবলে শাসন করবে৷ অন্য দেশগুলোর কাছে ভারত একটা উদাহরণ হয়ে থাকবে৷’

FIFA president writes to Bengal CM, showers accolades

Congratulating her for successfully hosting the Under-17 Football World Cup, FIFA President Giovanni Vincenzo Infantino wrote to Chief Minister Mamata Banerjee on Friday assuring assistance for the projects taken up for development of football. It may be mentioned that he had earlier appreciated the role of the Mamata Banerjee-government for developing an international standard infrastructure for the FIFA Under-17 Football World Cup. FIFA president reached Zurich on Friday and wrote to the Chief Minister.

The letter reads: “The FIFA delegation has now returned to Zurich with a host of unforgettable memories and having made many warm hearted new friendships during our stay in Kolkata for the final matches of the FIFA Under-17 Football World Cup in India and the FIFA Council meeting.” He further stated in the letter that: “Herewith, I would like to congratulate your government on its role in your country’s successful hosting of the FIFA Under-17 Football World Cup. I would also like to thank you on behalf of the entire FIFA delegation for affording us such a cordial welcome and warm hospitality as well as the all the moments shared together at the wonderful All India Football Federation (AIFF) gala dinner at the Eco Park and during the exciting final match between England and Spain last Sunday which I was very pleased and honoured to attain by your side at the Vivekananda Yuva Krirangan in Kolkata. The talks we had were marked by sincere friendship and mutual respect…about your vision of the important role that football plays in breaking down cultural and social barriers making the game accessible to all.”

It may be mentioned the Chief Minister had announced that the state government will be giving 15 acre land at new Town to AIFF to set up a national level football academy. In this connection, FIFA president wrote: “Herewith, I would also like to praise the remarkable work and efforts of the AIFF, who implements new plans for development of our sport in your country…and the construction of the AIFF National Centre of Excellence which will be realised on the 15 acres of land your government has kindly decided to give AIFF. I would like to thank you for this strong contribution towards supporting football development and promoting the values of our sport in your country. I can assure you that our stay in your country has given the fresh determination to provide any assistance from FIFA and the international football community that could be helpful in the realization of these development projects.”

 

 

রাজারহাটে ফুটবল উৎকর্ষ কেন্দ্র গড়তে ৭১ কোটি টাকা দিচ্ছে ফিফা, আয়োজনের প্রশংসা করে চিঠি দিল ফিফা

 

বাংলার আতিথেয়তায় মুগ্ধ ফিফা চিঠি পাঠালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যে ফুটবল উৎকর্ষ কেন্দ্র গড়তে ১১ মিলিয়ন ডলার দেওয়ার কথা জানিয়েছে ফিফা। শুক্রবার মুখ্যমন্ত্রীকে চিঠির মাধ্যমে একথা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ানি ইনফ্যান্টিনো। ফাইনাল সহ যে কটি ম্যাচ যুবভারতীতে হয়েছে, তার জন্যও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তিনি। ফুটবলের উন্নতির জন্য যেকোনোও সাহায্যে সব সময় পাশে থাকবে ফিফা, এটাও জানিয়েছেন।

জুরিখ থেকে পাঠানো চিঠিতে তিনি মমতার প্রতি অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন। ইকো পার্কের গালা ডিনার এবং রাজ্যের সংস্কৃতি ও মুখ্যমন্ত্রীর আন্তরিকতাকে ফিফা সভাপতি অবিস্মরণীয় বলে উল্লেখ করেছেন। রাজারহাটে উৎকর্ষ কেন্দ্র তৈরির জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এ আই এফ এফ) ১ টাকার বিনিময়ে লিজে ১৫ একর জমি দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই ‘এ আই এফ এফ ন্যাশানাল ফুটবল সেন্টার ফর এক্সেলেন্স’ তৈরি হবে নিউটাউনের অ্যাকশন এরিয়া ২-তে। পরিকাঠামো তৈরির পুরো খরচ, যা হল ৭১ কোটি টাকা, দেবে ফিফা।

এই উৎকর্ষ কেন্দ্রে প্রশিক্ষণ কেন্দ্র তৈরির পাশাপাশি একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়ামও তৈরি হবে। বিভিন্ন তথ্য থেকে দেখা গেছে, অনুর্দ্ধ-১৭ বিষ কাপে

মাঠে খেলা দেখতে যাওয়া দর্শকের সংখ্যায় সর্বোচ্চ স্থানে ছিল কলকাতা। কলকাতার প্রতিটি খেলায় মাঠে হাজির হয়েছেন ৫৫ হাজারেরও বেশি দর্শক – পুরো দেশের নিরিখে ৪৫ শতাংশ।

Bengal Govt introduces ‘Banglar Bari’ project to provide flats to those below poverty line

The Bengal Government has introduced the ‘Banglar Bari’ project to provide flats to people living below poverty line (BPL) in municipality areas.

The government has decided to build four-storied buildings in municipal areas to ensure permanent shelter to people from financially weaker sections.

The buildings will be constructed by the State Urban Development Agency (SUDA). Priority will be given to families headed by women and financially weaker families whose monthly income is less than Rs 10,000.

The beneficiaries have to apply to SUDA to get a flat under the project. Local municipalities have to ensure that the beneficiaries are from the BPL category and that the applicants don’t have any concrete houses.

The project will immensely benefit people in the BPL category in urban areas under different municipalities.

 

 

১০ হাজার টাকা পর্যন্ত আয়ের মানুষদের পুর এলাকায় নিখরচায় ফ্ল্যাট দেবে রাজ্য

 

পুর এলাকার গরিব ও দুঃস্থ মানুষ, অর্থাৎ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া গৃহহীন অংশের (ইকোনমিক্যালি উইকার সেকশন) জন্য বহুতল আবাসন বানাচ্ছে রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে গৃহীত হয়েছে এই সিদ্ধান্ত।

ভূমি ও গৃহহীনদের জন্য আবাসন তৈরির এই প্রকল্পের পোশাকি নাম ‘বাংলার বাড়ি’। এখানে হবে ‘জি প্লাস থ্রি’ আবাসন। প্রতিটি ফ্ল্যাট হবে ৩৮৫ বর্গফুট কার্পেট এরিয়ার। ফ্ল্যাট পাওয়ার জন্য উপভোক্তাকে এক পয়সাও দিতে হবে না। তাই উপভোক্তা বাছাইয়ের ক্ষেত্রে ইকোনমিক্যালি উইকার সেকশন(ইডব্লুএস) নির্ধারণের উল্লেখিত শর্তাবলী কঠোরভাবে মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তর।

কোনও পুর এলাকায় যে পরিবারের কোনও জমি বা বাড়ি নেই এবং যে পরিবারের মাসিক আয় ১০ হাজার টাকা পর্যন্ত, কেবলমাত্র তারাই এই আবাসনে ফ্ল্যাটের জন্য আবেদন করতে পারবে। ফ্ল্যাটের আবেদন জানাতে হবে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি (সুডা)-এর কাছে।

No need to panic: Mamata Banerjee on dengue situation in Bengal

Chief Minister Mamata Banerjee on Monday said that some people were trying to create panic regarding dengue outbreak in the state and asserted that her government was taking adequate measures to combat the situation. She said that so far 40 people have died in the state due to vector-borne diseases.

“There is no need to panic. Some people are trying to create a panic with a vested interest. We are monitoring the situation 24 hours. The government is taking all measures to control the situation and provide relief to the people. Some doctors are also working 24 hours. We have also alerted all municipalities to launch special drive to kill mosquitoes,” Mamata Banerjee said after holding a meeting with state health department officials at state secretariat.

The Chief Minister said that so far 13 dengue deaths have been verified by the state government and examining other potential dengue deaths reports. “So far 13 people have been died due to dengue in government hospitals. These deaths have been verified as dengue deaths. We have also received a report of 20 deaths which were caused by malaria, dengue or swine flu. These deaths occurred in private hospitals and we are yet to verify the reports” she said.

The Chief Minister informed that deaths caused by vector-borne diseases in West Bengal were less compared to other states:

  • Gujarat: 435
  • Maharashtra: 695
  • Rajasthan: 230
  • Uttar Pradesh: 165
  • Madhya Pradesh: 141
  • Kerala: 111
  • Assam: 87
  • Odisha: 83

 

The Chief Minister said that she will not hesitate to take action against municipalities which will be seen not taking measures to combat the dengue outbreak despite receiving funds from the state health department.

“Taking care of the people is my priority. I will not compromise on that. The Opposition is trying to take political mileage out of it. We have to be human first,” she added.

 

 

অকারণে আতঙ্কিত হবেন নাঃ বাংলার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

 

আজ নবান্নে ডেঙ্গু সহ বিভিন্ন অজানা জ্বর নিয়ে পর্যালোচনা বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর বক্তব্যের কিছু অংশ:

ব্লকে ব্লকে ডেঙ্গু সচেতনতা কর্মসূচী নেওয়া হচ্ছে। দমদম বিধাননগর, ভাঙ্গড় সহ কিছু কিছু জায়গায় বিশেষ নজর দেওয়া হচ্ছে।

আমাদেরও সচেতন হতে হবে। ফুলের টব, বালতি, বাগান – কোথাও জল জমতে দেবেন না । সংবাদমাধ্যমকেও অনুরোধ করব সচেতনতা প্রচার করার।

অকারণে প্যানিক করার কারণ নেই, আবহাওয়া, বৃষ্টিও ডেঙ্গুরর জন্য কিছুটা দায়ী।

ডেঙ্গু চরিত্র বদল করেছে। কোথাও ডেঙ্গু, কোথাও অজানা জ্বর, কোথাও ম্যালেরিয়া, কোথাও সোয়াইন ফ্লু হচ্ছে, আরও রিসার্চ করা দরকার।

স্বাস্থ্য রাজ্যের বিষয়, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করে। সব রাজ্যে ব্যাপক হারে হচ্ছে এই রোগগুলি, আমরা এর জন্য কাউকে দায়ী করছি না।

  • গুজরাত – ৪৩৫ জন
  • মহারাষ্ট্র – ৬৯৫ জন
  • রাজস্থান – ২৩০ জন
  • উত্তরপ্রদেশ – ১৬৫ জন
  • মধ্যপ্রদেশ – ১৪১ জন
  • কেরালা – ১১১ জন
  • তামিলনাড়ু – ১২০ জন
  • অসম – ৮৭ জন
  • ওড়িশা – ৮৩ জন
  • বাংলা – ১৩ জন (সরকারি) + ২০ জন (বেসরকারি) = ৩৩ জন

 

যেখানে দায়িত্বশীলতার প্রয়োজন সেখানে মানুষকে দায়িত্বশীল হতে হবে। পুরসভা, পঞ্চায়েত, আশা কর্মীরা বাড়ি বাড়ি প্রচার করছে। এটা আমাদের সকলের কাছে priority।

অনেক সময় মানুষ জানে না, কি করতে হয় কি করতে হয় না, তাই বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, এটা পাবলিক সার্ভিস। আমরা ২৪ ঘণ্টা মনিটারিং করছি। একটা মৃত্যুও দুঃখের।

কয়েকটা রাজনৈতিক দলের কোন কাজ নেই, তারা নোংরা রাজনীতি করছে। ওরা কোন কাজ করতে চায় না।

 

Bengal CM attacks Opposition over dengue politics

Bengal Chief Minister Mamata Banerjee today attacked the Opposition on the dengue issue.

She said, “We do not have a control over diseases. We have to remain alert and maintain cleanliness. We must take care. Chairmen and councilors of various municipalities must visit their areas regularly. Awareness drives must be conducted.”

She added, “Instead of standing by the people at this point of time, they are indulging in politics. Let them share the statistics of the States ruled by them first.”

She stated the number of deaths in 2017 due to vector-borne diseases and swine-flu in different States:

  • Maharashtra – 685
  • Gujarat – 434
  • Rajasthan – 230
  • Uttar Pradesh – 165
  • Madhya Pradesh – 141
  • Tamil Nadu – 120
  • Kerala – 111
  • Odisha – 83
  • Assam – 87
  • Bengal – 34

 

The CM said that special anti-Dengue drives were undertaken in Bengal since January, or else the casualty figures would have been higher. She also added that Bengal has set up several dengue detection centres.

ডেঙ্গু ইস্যুতে বিরোধীদের আক্রমণ মুখ্যমন্ত্রীর

আজ বর্ধিত কোর কমিটি মিটিংএ বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডেঙ্গু ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ করেন বিরোধীদের।

তিনি বলেন, “রোগ আপনার আমার হাতে নেই, কিন্তু, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, সঠিক সময়ে সঠিক কেয়ার নিতে হবে। মিউনিসিপালিটির চেয়ারম্যানরা কাউন্সিলরদের নিজের এলাকায় বারবার ভিজিট করতে বলুন। জেলা পরিষদরাও ভিজিট করবেন। কাউন্সিলর, এমপি, এমএলএরা প্রশাসনকে সাথে নিয়ে সচেতনতা প্রোগ্রাম করুন। নিজেদের এলাকা ভালো রাখুন, সজাগ থাকুন।“

মুখ্যমন্ত্রী আরও বলেন, “সিপিএম কংগ্রেস বিজেপি মানুষের পাশে না দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করেছে, নিজের রাজ্যের হিসেবটা ফার্স্ট নিতে বলুন।”

তিনি পরিসংখ্যান দিয়ে বলেন কন রাজ্যে ২০১৭ সালে Vector-Borne Diseases & Swine Flu-র কারণে কত মৃত্যু হয়েছেঃ

  • মহারাষ্ট্র – ৬৮৫
  • গুজরাট – ৪৩৪
  • রাজস্থান – ২৩০
  • উত্তর প্রদেশ – ১৬৫
  • মধ্যপ্রদেশ – ১৪১
  • তামিলনাড়ু – ১২০
  • কেরল – ১১১
  • ওড়িশা – ৮৩
  • আসাম – ৮৭
  • বাংলা – ৩৪

 

মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে জানুয়ারী মাস থেকেই ডেঙ্গুরোধের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয় নয়তো মৃত্যুর সংখ্যা আরও বেশী হতে পারত। তিনি এও বলেন এই রাজ্যের মত এতগুলো ডেঙ্গু ডিটেকশন ল্যাবোরাটরি আর কোন রাজ্যে নেই।

Will not link my mobile number with Aadhaar, let authorities disconnect my connection: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee lashed out at the Centre on Wednesday, saying she will not link Aadhaar to her phone number and dared authorities to “disconnect it if they wanted to”.

“Under no circumstances will I link my Aadhaar with my telephone number. If the authorities disconnect my phone, let them do it. It will actually save me a lot of trouble as I won’t have to go through a number of text messages,” she said.

She was speaking at an extended core committee meeting of Trinamool Congress in Kolkata.

“I would urge you to protest in a similar manner. How many telephone connections will they disconnect? What does BJP want? Do they want to listen to people’s secrets. It’s a direct attack on privacy,” she said.

Describing the decision to link the two as an attack on privacy, the CM said, “After you link Aadhaar with your phone, even personal conversations between husband and wife will reach the BJP office. We are taking up the issue in and out of the Parliament. If need be, we may fight it legally too.”

The extended core committee meeting was held at Nazrul Mancha, in which MLAs, MPs, civic body chiefs, zilla parishad sabhadhipatis were present.

 

নম্বর কেটে দিলে দিক, আধার-মোবাইল লিংক করব না: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে নানা ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টেনে আনলেন নোট বাতিল থেকে শুরু করে আধার কার্ড-সহ একাধিক প্রসঙ্গ।

নজরুল মঞ্চে উপস্থিত কর্মী-নেতা-মন্ত্রীদের সামনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কথায় কথায় বলছে আধার কার্ড চাই। জানেন আধার কার্ড দিলে কী হতে পারে ? স্বামীর সঙ্গে স্ত্রী কী নিয়ে কথা বলছে তা সরকার জেনে যাবে। সেটা BJP দপ্তরে পাঠিয়ে দেবে। আমি আমার নম্বরে কার সঙ্গে কথা বলব, তা তোমার জানার অধিকার নেই।”

মুখ্যমন্ত্রী বলেন, “আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, মোবাইল নম্বরের জন্য আধার কার্ড দেব না। তাতে যদি আমার নম্বর কেটে দেয়, কেটে দেবে। ব্যক্তিগত গোপনীয়তা আমার অধিকার।”

মঞ্চে উপস্থিত দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “আমি আধার কার্ড দেব না। আপনারা কেউ দেবেন ?” পালটা মুখ্যমন্ত্রীর সুরে নেতা-কর্মীরা বলেন, আমরাও কেউ মোবাইল নম্বরের সঙ্গে আধার নম্বর দেব না।

20 things Mamata Banerjee said at Trinamool’s extended core committee meeting

Trinamool Chairperson Mamata Banerjee today addressed the extended core committee meeting at Nazrul Mancha.

In her speech, she attacked the Centre on demonetisation and hasty implementation of GST. She termed demonetisation “the biggest scam” and asked party workers to observe ‘Black Day’ on November 8 (the anniversary of demonetisation).

She also slammed the Opposition in Bengal for their negative politics.

 

Here are 20 things that Mamata Banerjee said at Trinamool’s extended core committee meeting:

  • The festive season was peaceful without any untoward incident anywhere. Despite so many provocations and conspiracies, attempts to incite riots and violence were thwarted by the people. Credit must go to the local clubs, puja committees and administration.
  • Trinamool did not come power by sitting on armchairs. There is no room for complacency. Trinamool stands for mass movement. Trinamool stands for people. Trinamool stands for struggle. We lost thousands of our party workers. The new generation must be aware of the history of the party. I have documented our struggles in my books.
  • Listen to what people are saying on social media. Reach out to them. We are a pro-people party. We will never take any decision which is against the interests of the people.
  • There is no place for groupism or ego-fights in Trinamool. We will not tolerate anti-party activities. Party discipline is foremost. If you cannot follow it, you are free to leave. It is difficult to earn respect but very easy to lose it. A true leader is one who has people by their side. Workers are our biggest assets.
  • The media in Delhi is controlled by the ruling party at Centre. They cannot open their mouth against the Centre. If they dare to do so, they are threatened by the agencies like ED and CBI. The American can criticise Trump but the Indian media does not speak against Modi.
  • The Centre is running a dictatorial regime. They cannot break the TMC with intimidations and politics of coercion. We will speak out against any injustice.
  • The Opposition in Bengal does not play a constructive role. All the three parties have joined hands to fight us. Ram-Shyam and Ghanshyam have come together to form a ghont (unholy alliance).
  • There is blatant use of money power by the Centre. The ruling party is using black money to finish off all small parties. They want only one party to exist. They are now buying votes with money power in Gujarat.
  • We will observe ‘Kala Dibas’ (Black Day) in all blocks on November 8 to mark the anniversary of demonetisation. Rallies will be organised between 2-3 PM. Prepare slogans to reach out to people.
  • Demonetisation is the biggest scam. There must be an investigation into it. I had tweeted within 45 minutes of the announcement. Today Manmohan Singh, P Chidambaram, Arun Shourie are saying the same thing. Even eminent economists have spoken out against demonetisation.
  • What purpose did demonetisation serve? Did it weed out black money? No. Did it put an end to terrorism? No. Only one party converted its black money into white. They have also stashed away their black money abroad.
  • I have also received threats for speaking out. They threaten to use the CBI against me. Let them do whatever they want to. In Tagore’s words, this ‘monihar’ (necklace of gems) – referring to CBI – will turn into ‘bishhar’ (necklace of poison) once they are out of power.
  • They are coercing people to link their Aadhaar with their mobile number. This is their tactic. Even a private conversation between a husband and wife will now be pried on. Will there be no privacy left? I refuse to link my mobile number with Aadhaar. Left the service providers cut off my connection if necessary.
  • People are now scared of the phrase “mitron”. They keep harping on about their 56 inch ‘chhati’ (chest). We don’t need a ‘chhati’. We need a ‘chhata’ (umbrella) of unity that gives protection to people.
  • Despite a huge burden of debt (around Rs 2 lakh crore), we are carrying out all developmental programmes and schemes. 8.5 crore people receive rice at Rs 2/kg under Khadya Sathi. We have distributed 70 lakh cycles under Sabuj Sathi scheme. We have distributed scholarships under Siksha Shree scheme to 1.14 crore students. Over a crore minority students have received scholarships. We have distributed 15 lakh saplings under Sabuj Shree scheme. Healthcare is free in Bengal.
  • After the floods, Assam and Bihar got financial aid from the Centre. We don’t begrudge them. But Bengal was not given a single penny. Why? Because BJP is in power in these States and not in Bengal? They are systematically destroying the federal structure.
  • Bengal has been vocal against the hasty implementation of GST. But the Centre did not listen to us. And now the small and medium enterprises have been badly hit. The system was not prepared at all. About 50% people could not do uplinking. Total system failure. Almost 1 lakh people lost their jobs in Surat alone.
  • The Centre is manipulating growth figures. The GDP growth has fallen from 7% to 5.7% in the last quarter. They have zero performance. They only speak the language of riots and violence.
  • We will keep raising the issues concerning people. We will bring them up in Parliament. They threaten to put us in jail; let them do it. We will not bow down.
  • We are a pro-people party. People are our strength. Trinamool is like a big banyan tree that gives shade to all. People are the ultimate judge in a democracy.

 

তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দেখে নিন এক নজরে

আজ নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের  বর্ধিত কোর কমিটি বৈঠকে বক্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে  কেন্দ্রকে তীব্র ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।

ওনার বক্তব্যের কিছু অংশঃ

১. বাংলায় সব উৎসব আমাদের নিজেদের মতো করে পালন করি। সকলকে অনেক শুভেচ্ছা। এত চক্রান্ত, প্ররোচনা সত্ত্বেও উৎসবের দিনগুলি শান্তি পূর্ণ ভাবে কেটেছে। সেজন্য সকল লোকাল ক্লাব, পুজো কমিটি সহ সব সাধারণ মানুষকে ধন্যবাদ।

২. তৃণমূল কংগ্রেস আরাম কেদারায় বসে ক্ষমতায় আসেনি। অনেক সংগ্রাম, ত্যাগ করে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। হাজার হাজার কর্মী প্রাণ হারিয়েছেন, ঘর ছাড়া হয়েছেন। তৃণমূল কংগ্রেস সংগঠিত, সুশৃঙ্খল দল। মানুষকে নিয়ে কাজ করাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের লক্ষ্য।

৩. তৃণমূল কংগ্রেস মানে মা-মাটি-মানুষ, তৃণমূল কংগ্রেস মানে সংগ্রাম, আন্দোলন, জনগণ। তৃণমূল কংগ্রেস যা করেছে সমগ্র রাজনৈতিক ইতিহাসে কেউ করে দেখাতে পারবে না। তৃণমূল কংগ্রেস কেন তৈরি হয়েছিল, ১৯৯৩ সাল থেকে তার সংগ্রামের কথা আমি লিপিবদ্ধ করে রেখেছি ছাত্র যুবদের জন্য। আমরা প্রতি বছরের কার্যকলাপ লিপিবদ্ধ করে রাখি।

৪. সোশ্যাল নেটওয়ার্কে খোঁজ রাখতে হবে, মানুষ কি ভাবছে জানতে হবে। যে কাজ জনগণের পক্ষে সেটাই আমরা করব। যে কাজ জনগণের পক্ষে নয় তা আমরা করব না।

৫. তৃণমূল কংগ্রেসে গ্রুপ করার, দল বিরোধী কাজ করার কোন জায়গা নেই। আমরা প্রগতিশীল ভাবধারা নিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেছি। যার মধ্যে যা ভালো জিনিস আছে আমরা তা গ্রহণ করেছি। সুনাম অর্জন করতে অনেক সময় লাগে কিন্তু বদনাম করতে এক সেকেন্ড সময় লাগে। সবাইকে নিয়ে যে চলে সেই নেতা। তৃণমূল কংগ্রেসের কর্মীরাই দলের সম্পদ।

৬. দিল্লি মিডিয়াকে কন্ট্রোলে রেখেছে কেন্দ্রীয় সরকার, তারা ওদের বিরুদ্ধে মুখ খুলতে পারে না; যদি কেউ বলে ফেলে তাকে জব্দ করার জন্য তার বাড়িতে ইনকাম ট্যাক্স বা সিবিআই বা ইডি পাঠিয়ে দেওয়া হয়। আমেরিকার মিডিয়া যেভাবে ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করেছে ভারতের মিডিয়া তা করতে পারে না। কারণ তাদের ভয় দেখানো হচ্ছে, খুন করা হচ্ছে।

৭. যেভাবে কেন্দ্রীয় সরকারের স্বৈরতান্ত্রিক চাবুক চলছে, যারা স্বচ্ছতা, সাহসিকতা, সংগ্রামের সাথে রাজনীতি, আন্দোলন করে তাদের জন্য তা বিষময় হয়ে দাঁড়াচ্ছে। কেন্দ্রীয় সরকার টাকা আর এজেন্সির জোরে, অত্যাচার, চক্রান্ত করে তৃণমূল কংগ্রেসকে ভাঙতে পারবে না। আমরা অন্যায়ের প্রতিবাদ করবই।

৮. বাংলায় যে কটা বিরোধী দল আছে ওরা শুধু নেগেটিভ রোল প্লে করে। সব দল মিলিত হয়েছে আমাদের বিরুদ্ধে। ভোট এলেই রাম-শ্যাম-ঘনশ্যাম ৩টি দল এক হয়ে গেল।

৯. কাউকে প্রচুর টাকা দিয়ে, কাউকে ভয় দেখিয়ে কিনে নিচ্ছে। ভারতবর্ষকে নিয়ে কোটি কোটি টাকার, কালবাজারির খেলা চলছে যাতে সব ছোট রাজনৈতিক দলগুলি শেষ হয়ে যায় আর একমাত্র দাঙ্গাকারী দলটি বেঁচে থাকে। গুজরাতে ক্ষমতায় আসার জন্য টাকা দিয়ে ভোট কিনছে।

১০. আগামী ৮ই নভেম্বর দুপুর ২-৩ টেয় নোট বাতিলের এক বছর উপলক্ষে ব্লকে ব্লকে ‘কালা দিবস’ পালন করা হবে। নোটবাতিল ঘোষণার ৪৫ মিনিটের মধ্যে আমি টুইট করে যা বলেছিলাম আজ মনমোহন সিং, পি চিদাম্বরম, অরুন শৌরি সহ সব অর্থনীতিবিদরা একই কথা বলছে।

১১. নোটবাতিল সবচেয়ে বড় কেলেঙ্কারি।এর তদন্ত হওয়া উচিত। এটি দুর্নীতির ধন্দ। কালো টাকা আজ পর্যন্ত উদ্ধার হয়নি। দুর্নীতি আজ পর্যন্ত রোখেনি। টেররিজম আজ পর্যন্ত রোখেনি। নোট বাতিলের ফলে সবার ক্ষতি হয়েছে, লাভ শুধু একটা দলেরই হয়েছে, যত ব্ল্যাক মানি সব সাদা হয়ে গেছে। নিজেদের টাকা বিদেশে মজুত করেছে।  

১২. আমাকেও থ্রেট করা হয় এটা ওটা বলা যাবে না। ট্যাক্টফুলি সারদা নারদা করা হয়েছে তৃণমূলকে হিউমিলিয়েট করার জন্য। আমাদের পেছনে সিবিআই, ইডি লাগায় তাও আমরা প্রতিবাদ করে যাই। আজ যে মনিহার গলায় পোরে বসে আছে, যেদিন ক্ষমতায় থাকবে না, এই মণিহার বিশধর হারে পরিণত হবে।

১৩. মোবাইলেও আধার কার্ড দিতে হবে। স্বামী স্ত্রীর সঙ্গে কি কথা বলবে সেটা ট্যাপ করে পার্টি অফিসে পাঠিয়ে দেবে। মানুষের সব অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। মোবাইলের সঙ্গে আধার কার্ড নম্বর আমি দেব না, তাতে মোবাইল না থাকলে না থাকবে।

১৪. মিত্রোঁ বললেই মানুষ ভয় পেয়ে যাচ্ছে। কথায় কথায় কেউ বলছে আমার নেতার এত বড় ছাতি। আরে ছাতি চাই না, এই দেশকে একত্র করার ছাতা চাই।   

১৫. মাথায় এত (প্রায় ২লক্ষ কোটি টাকা) দেনা নিয়ে এত প্রকল্প কোন একটা রাজ্য করে দেখাক। ২ টাকা কিলো চাল ৮.৫ কোটি লোক পায় খাদ্য সাথীতে, সবুজ সাথী সাইকেল ৭০ লক্ষ ছেলেমেয়েরা পেয়ে গেছে। শিক্ষাশ্রী প্রায় ১ কোটি ২৪ লক্ষ, সংখ্যালঘু স্কলারশিপ ১.৫ কোটি হয়ে যাবে। সবুজশ্রী প্রায় ১৫ লক্ষ গাছের চারা ইতিমধ্যেই বিলি করা হয়েছে। আমাদের সরকার বিনা পয়সায় চিকিৎসা দেয়।

১৬. বন্যার পর আসাম, বিহার সঙ্গে সঙ্গে ত্রাণের টাকা পেল। কিন্তু বাংলা একটা টাকাও পেল না, যেহেতু বিজেপি সরকার নয়। টোটাল ডিস্ক্রিমিনেশন, ফেডেরাল স্ত্রাকচারে আননেসেসারিলি ইন্টারফেয়ারেন্স।

১৭. ৫০% লোক এখনও আপলিঙ্কিং করতে পারেনি জিএসটিতে। তার মানে সিস্টেম ফেলিওর। আমরা ছাড়া কেউ জিএসটির প্রতিবাদ করেনি। শুধু গুজ্রাটের সুরাটে ১লক্ষ লোক চাকরি হারিয়েছে। ছোট ও মাঝারি অনেক ব্যাবসা বন্ধ হয়ে গেছে।

১৮. দেশটাকে রসাতলে পাঠিয়ে দেওয়া হয়েছে। গত বছর এই সময় ৭.৯% গ্রোথ ছিল আর আজ সেখানে ৫.৭% এই কোয়ার্টারে। কোনও পারফরমেন্স নেই। কেউ কেউ বলছে পালিশ করে দেব, মেরে দেব, এমন ভাষা ওদের নিজস্ব। ওদের ভাষা দাঙ্গা, গুন্ডামি করার।

১৯. আমরা মানুষের কথা তুলে ধরবই। পার্লামেন্টেও কথা তুলব। আমরা প্রতিবাদ করব। তাতে যদি সবাইকে জেলে পোরে, পুরুক। আমরা মাথা নত করব না।

২০. আমাদের সরকার জনগণের সরকার, আমরা প্রো-পিপল। মানুষই আমাদের শক্তি। তৃণমূল কংগ্রেস একটা বটবৃক্ষ। মানুষই তৃণমূলের একমাত্র গণ দেবতা।

 

Mamata Banerjee to preside over extended core committee meet today

Trinamool Congress Chairperson Mamata Banerjee is going to preside over a core committee meeting scheduled to be held today at Nazrul Mancha.

All MPs, MLAs, district leaders up to the level of panchayat will be present at the meeting. The meeting gains special significance in view of the Panchayat election scheduled to be held next year.

It may be mentioned that in the administrative review meetings held in different districts in the past six months, Mamata Banerjee has repeatedly asked people’s representatives to build intense contact with the masses. In the recently held administrative review meeting in Jhargram on October 10, she instructed district leaders to cooperate with the administration in giving the best service to the people.

 

আজ বর্ধিত কোর কমিটি বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

 

আজ নজরুল মঞ্চে বর্ধিত কোর কমিটি বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

একেবারে পঞ্চায়েত স্তর থেকে সকল নেতা, সমস্ত জেলা সভাপতি, বিধায়ক, সাংসদরা উপস্থিত থাকবেন এই বর্ধিত বৈঠক-এ। আগামী বছরের পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রাখলে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, গত ছয় মাস ধরে জেলায় জেলায় চলছে প্রশাসনিক পর্যবেক্ষণ বৈঠক। মুখ্যমন্ত্রী সকল জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন জনসাধারনের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে। অক্টোবর ১০-এ অনুষ্ঠিত ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠকে তিনি স্থানীয় নেতাদের নির্দেশ দেন জনগণকে আরও ভালো পরিষেবা দিতে প্রশাসনকে সবরকম সাহায্য করতে।