Centre has lost the moral right to continue in office: Mamata Banerjee

Calling the government anti-poor, West Bengal Chief Minister Mamata Banerjee asserted that a few money launderers are profiting due to the ‘black decision’ of demonetisation.

Mamata Banerjee on Saturday said she is ready to with all Opposition parties to save the country. “We are ready to work with Congress, SP, BSP and other Opposition parties to save the country,” she said in a press conference in Kolkata.

Demanding immediate withdrawal of the ‘draconian’ decision to demonetise Rs 500/1000 notes, she said the government’s move without proper planning was dangerous. “I personally visited several banks today to listen to tales of hardship of common people. More than two lakh ATMs are closed, money is not available; people are facing lot of problems,” said Banerjee.

Calling the government anti-poor, the chief minister asserted that a few money launderers are profiting due to this ‘black decision’. “Only 1 % people hold black money; why are the other 99% being harassed for this,” said the CM adding that it is a betrayal with people.

The Chief Minister reiterated that the common people were facing hardships because of government’s decision.”A sudden midnight decision was taken. But few people in the ruling party knew about it,” she said.

Trinamool Congress has already given a notice in the Rajya Sabha for a discussion on the demonetisation issue on November 16, the opening day of winter session of Parliament. Leader of the party in Lok Sabha Sudip Bandopadhyay has said the party would bring an adjournment motion in the house on the same day.

Mamata Banerjee has also penned a poem on the demonetisation issue.

Mamata Banerjee pens poem against demonitisation

Expressing her solidarity with thousands of those affected by the “hasty and arbitrary decision” of the Centre, Chief Minister Mamata Banerjee has written a poem.

It was she who first reacted shortly after Prime Minister announced demonetisation of Rs 500 and Rs 1,000 currency notes and said that this would create chaos all over the country and common people would be at the receiving end.

Her prediction has come true. Throughout the country, lakhs of common people were seen standing in long queues trying desperately to exchange their notes.

In this backdrop, she writes that intolerance and autocracy have tarnished the image of “rajdharma”.

Without naming the PM, the poetry lashes out at him and his effort to shield his close aides. The earning of common people has been termed as black money while those in the helm of affairs have come out clean.

The hasty and unplanned decisions have “broken” the hearts of common people. She questioned how the autocrats can hide their shame by punishing common people.

She maintained that people were criticising him for shielding the “sinners”. She remarked that those who have been “put under stress” will turn their back by offering you “three talaq”.

 

৫০০, ১০০০ টাকার নোট বাতিলের বিরুদ্ধে কবিতা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের যে সিদ্ধান্ত কেন্দ্র নিয়েছে তার প্রতিবাদে কলম ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থনৈতিক অরাজকতার কারণে অগণিত নিপীড়িত সাধারণ মানুষের জন্য প্রতিবাদ হিসেবে কবিতা লিখলেন বাংলার অগ্নিকন্যা।

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম তোপ দাগেন যে এই ঘোষণার ফলে দেশব্যাপী সাধারণ মানুষকে প্রচুর অসুবিধের মধ্যে পড়তে হবে। মানুষ ঘন্টার পর ঘন্টা কষ্ট করে লাইন দিচ্ছেন শুধু মাত্র কিছু টাকার নোট বদলানোর উদ্দেশ্যে। তিনি এও বলেন আজ রাজধর্ম ঢেকে গেছে অসহিষ্ণুতা ও স্বৈরাচারে।

প্রধানমন্ত্রীর নাম না করে তিনি বলেন, নিজের কাছের লোকেরা যাদের প্রচুর কালো অর্থ রয়েছে তাদেরকে আড়াল করে সাধারণ মানুষের কষ্টার্জিত টাকাকে কালো টাকা বলা হচ্ছে।

কেন্দ্রের এই অপরিকল্পিত ও হঠকারী সিদ্ধান্ত দেশের মানুষকে খুব বেদনা দিয়েছে। তিনি আরও বলেন এই স্বৈরাচারীরা কি করে সাধারণ মানুষকে শাস্তি দিয়ে নিজেদের লজ্জা ঢাকতে পারেন?

মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছে, সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলছে যে তিনি আসল অপরাধীদের আড়াল করেছেন। তিনি বলেন, আজ প্রধান মন্ত্রী যাদের কষ্টের মধ্যে ফেলেছেন সেই জনগণই প্রধানমন্ত্রীকে উপযুক্ত সময়ে তিন তালাক দিয়ে দেবে।

Trinamool gives notice in Rajya Sabha to discuss demonetisation

The Trinamool Congress on Thursday gave a notice in the Rajya Sabha to suspend business on November 16 and discuss the demonetisation of Rs 1,000 and Rs 500 currency notes.

“Today (Thursday) we gave a notice in the Rajya Sabha to discuss the issue suspending business under Rule 267 on November 16,” Leader of the party in Rajya Sabha, Derek O’Brien said.

He said it was vital that the black money hoarders and the corrupt were punished, but it must not be done by inconveniencing the common people and the poor. He added that there must be a proper action plan for implementation of such an extensive move which directly affects millions, especially the middle class and the poor.

Hitting out at the Centre over the decision, Bengal Chief Minister Mamata Banerjee had earlier said the demonetisation has resulted in a “complete disaster and chaos” and had urged the Modi government to rescind the “hasty decision”.

“Please save people from this disaster. Roads are closed, markets shut, patients not being admitted to private hospitals, millions affected. Chaos everywhere,” Mamata Banerjee had said on Wednesday.

 

৫০০, ১০০০ টাকার নোট বাতিলের বিরুদ্ধে রাজ্যসভায় নোটিস দিল তৃণমূল

৫০০, ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে আগামী ১৬ নভেম্বর রাজ্যসভায় আলোচনা চেয়ে নোটিস দিয়েছে তৃণমূল সংসদীয় দল৷

রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন জানান আজ (বৃহস্পতিবার) ২৬৭ নম্বর ধারা অনুযায়ী অন্য কাজ ফেলে রাজ্যসভায় ‘নোট-ব্যান’-এর মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য নোটিস দেওয়া হয়েছে৷

তিনি বলেন, “কালো টাকার মালিকদের শাস্তি পাওয়া উচিত কিন্তু সাধারণ মানুষ ও গরিবকে হয়রান করে নয়। আগে থেকেই সঠিক পরিকল্পনা নেওয়া উচিত ছিল৷ ভুল পরিকল্পনার মাশুল দিয়েছেন মধ্যবিত্ত ও গরিব মানুষ৷ কালো টাকা উদ্ধারে কোনও কাজই করেনি কেন্দ্র৷”

আগেই কেন্দ্রের এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মোদী সরকারের এই সিদ্ধান্ত ‘হঠকারী’, এটা সম্পূর্ণরূপে একটি বিপর্যয়”।

বুধবার তিনি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বলেন, “এই বিপর্যয় থেকে সাধারণ মানুষকে বাঁচান। রাস্তা অবরুদ্ধ। বাজার বন্ধ। বেসরকারি হাসপাতালে রোগীদের ভর্তি নেওয়া হচ্ছে না। চারদিকে বিশৃঙ্খল পরিস্থিতি”।

Mamata Banerjee calls on opposition parties to fight over demonetisation issue

Raising her pitch against Centre on demonetisation of Rs 500, Rs 1,000 notes, Trinamool Congress Chairperson Mamata Banerjee called upon all opposition parties to unite and fight against the ‘political and financial anarchy’.

“May I appeal to all political parties in the Opposition to work together boldly against the anti-poor government at the Centre. Let us fight this political and financial anarchy together. We will be with you all,” Mamata Banerjee said in a statement on Twitter.

Meanwhile, Trinamool has given a notice in Rajya Sabha to discuss the issue on November 16.

Earlier, Didi tweeted: “I enquired from all sections of society about present financial chaos. The feeling is that black money was to be brought back from outside as per the electoral assurance. But now the government has made the common people feel helpless and penniless. Is it right?”

She also shared an example of how the demonitisation is affecting the marginalised section: “There are millions of real stories across cities, towns,villages about #NoteBan affecting the marginalised. Here is only one example. Tea garden owners have expressed difficulty to pay wages on time. This could lead to frustration among poor workers, most of whom are tribals. Desperation? Starvation?”

 

আর্থিক অরাজকতার প্রতিবাদে বিরোধী ঐক্যের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের

কালো টাকার বিরুদ্ধে অভিযানের নামে পাঁচশো, হাজারের নোট বাতিল করে রাজনৈতিক, আর্থিক অরাজকতার সৃষ্টি করেছে কেন্দ্রীয় সরকার। বিপুল সমস্যায় পড়েছেন গরিব মানুষ। কেন্দ্রের এই গরিব বিরোধী সরকারের বিরুদ্ধে সব বিরোধীদলকে ঐক্যবদ্ধ আন্দোলনে যোগ দেওয়ার ডাক দিলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার এই নিয়ে একাধিক টুইট করলেন তিনি। সব রাজনৈতিক দলকে সাহস করে আন্দোলনে যোগ দিতে বললেন। এই অর্থনৈতিক বিশৃঙ্খলার জন্য কে কীভাবে দুর্ভোগে পড়েছেন, সমাজের সব শ্রেণীর মানুষকে তা জানানোর কথাও লেখেন তিনি। লোকসভা নির্বাচনে বি জে পির প্রতিশ্রুতির কথা উল্লেখ করে টুইট করেন, কথা ছিল বিদেশে জমা করা কালো টাকা দেশে ফিরিয়ে আনা হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে দেশের সাধারণ, গরিব মানুষকেই অসহায়, কপর্দকশূণ্য বোধ করতে বাধ্য করা হচ্ছে। এই নোট বাতিলের জন্য শহরে, নগরে, গ্রামে কীভাবে সাধারণ মানুষ অসুবিধার মুখে পড়েছেন, তার একাধিক উদাহরণ পাওয়া যাচ্ছে। যেমন হাতে নগদ টাকা না থাকার জন্য চা বাগানের মালিকরা সময়ে মজুরি দিতে পারবেন না বলে জানিয়েছেন। এতে তো নিরাশা নেমে আসবে গরিব শ্রমিকদের মধ্যে। এর মধ্যে অনেকেই আদিবাসী। তাঁরা হয় অনাহারে কাটাতে বাধ্য হবেন, নয়ত মরিয়া হয়ে উঠবেন।

এর আগে নবান্ন থেকে একদফা বি জে পির বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, “মানুষকে ব্ল্যাক মানি ফিরিয়ে দেওয়ার কথা বলেছিলেন, উল্টে লক্ষ্মীর ঝাঁপি কেড়ে নিলেন। একদিনে ক্ষতি হয়ে গেল ২৫ হাজার কোটি টাকা।” বি জে পি–র নাম না করে তিনি বলেন, “উত্তরপ্রদেশে ওরা হারবেই। তার জন্য নির্বাচনে কোনও টাকা খরচ করতে হবে না। মানুষ এটা ভালভাবে নেয়নি। ওদের জামানত বাজেয়াপ্ত হবে”।

তিনি আরও বলেন, “খুচরো না থাকায় সমস্যায় পড়েছেন মানুষ। আমার বাড়ির বাজার করা যায়নি। বললাম মুড়ি, আলুভাজা করো। চা–শ্রমিকরা দৈনিক মজুরি পাচ্ছেন না। মালিকেরা রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। মুখ্যমন্ত্রী এই চিঠি পেয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন শ্রমিকও যদি অনাহারে থাকেন, বা কারও কিছু হয়, কাউকে ছেড়ে কথা বলব না। মুখ্য সচিব বাসুদেব ব্যানার্জিকে তিনি নির্দেশ দিয়েছেন অবিলম্বে যেন ব্যবস্থা নেওয়া হয়। সেইমতো মুখ্য সচিব এদিনই কেন্দ্রীয় অর্থ মন্ত্রককে চিঠি লিখে ব্যবস্থা নিতে বলেছেন। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে চা–শ্রমিকের সংখ্যা আড়াই লক্ষ। প্রতিবেশী রাজ্য অসমে চা–শ্রমিকের সংখ্যা ৫ লক্ষ। মালিকেরা ব্যাঙ্ক থেকে দিনে ১০ হাজার টাকার বেশি তুলতে না পারায় তাঁদের মজুরি দিতে পারছেন না।”

মুখ্যমন্ত্রী এদিন বলেন, “কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে একদিনে ২৫ হাজার কোটি টাকা ক্ষতি হয়ে গেছে। দেশে অর্থনৈতিক অরাজকতা তৈরি চলছে। প্রধানমন্ত্রীর নাম না করে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, “সবাইকে ভিখিরি বানিয়ে দিয়েছেন। নিজে জাপান চলে গেছেন।”

তাঁর কথায়, “ব্ল্যাক মানি যত খুশি ধরো। কিন্তু তার জন্য গ্রামবাংলা, গরিব, মধ্যবিত্ত মানুষ কেন ক্ষতিগ্রস্ত হবেন?‌ ব্যাঙ্কে তো কর্মী নেই। কোনও কোনও ব্যাঙ্কে তো একজন কর্মী রয়েছেন। এতবড় প্রক্রিয়া সামলানো যায়?‌ পোস্ট অফিস তো সাইন বোর্ড হয়ে গেছে। এ রাজ্যে ৭০০–৮০০ গ্রাম পঞ্চায়েতে ব্যাঙ্কের শাখা নেই। মুষ্টিমেয় ধনী ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত। কেউ খুশি নন। যদি এটা সত্যিই হত, আগে থেকে কেন ব্যবস্থা নেওয়া হয়নি?‌ ব্যাঙ্কে কেন ১০০ টাকার নোট রাখা হয়নি?‌ কেন এ টি এম থেকে টাকা পাওয়া যাবে না?‌ সংসার খরচ চালাতে যাঁরা ব্যাঙ্ক থেকে টাকা তুলেছেন তাঁদের কাছে ৫০০, ১০০০ টাকার নোট রয়েছে। এখন কী করা যাবে?‌ মানুষের কাছে শুধু ৫০০, ১০০০ টাকার নোট রয়েছে। কেউ অসুস্থ হয়ে পড়লে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে যেতে পারবে না। এ সব কি বোঝা উচিত ছিল না?‌ কেন ১০০ টাকা নোটের ব্যবস্থা করা হয়নি?‌ আমার বাড়িতে বাজার করা যায়নি। দলের তহবিলের যে অর্থ রয়েছে তার জন্য নিয়মিত কর দেওয়া হয়। কিন্তু সাধারণ মানুষের কী হবে?‌ ক্রমশ মানুষকে ভিখিরি করে দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “কিছুদিন আগে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড নিয়ে তো কেলেঙ্কারি হল। তার কী হল?‌ কেউ জানে কি?‌ সংসদের অধিবেশনে এ নিয়ে প্রশ্ন উঠবে। নতুন নোট ছাপতে তো কয়েক কোটি টাকা খরচ হবে। এ ব্যাপারে আমি প্রথম সরব হয়েছিলাম। এখন একে একে সবাই সরব হচ্ছেন।”

Physical possession given for 846 acres of Singur land, rest unclaimed: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee on Wednesday announced that names of the officers who were involved in the task of reconverting the 997 acres of the Singur land to cultivable condition and distribute it to its actual owners will be displayed on a board.

For the first time ever in the State’s history, names of officers will remain displayed on a board for their invaluable work to complete a task much ahead of the set deadline.

A booklet will also be published containing detailed information about the officers, their department and contribution for returning the land to farmers by following the Supreme Court’s order word by word.

The Bengal Chief Minister went to Singur on Wednesday to check the present situation as she had set November 8 as the deadline for completion of the land handing over process.

The Apex court had given 12 weeks time to the state government to return the land to its owners. But the officers have worked day and night without taking any leaves to complete the task before two weeks.

The Chief Minister said that this was not an easy task as there were thick concrete floors which had to be removed. Subsequently, the land also had to be converted to cultivable condition before handing it over to the farmers. It was challenging to carry out the work of conversion as well as documentation at the same time. But the officers tackled the situation skilfully.

“They didn’t take leave during Durga Puja and other festivals to complete the work on time. Thus, they will be getting leaves after the entire process of handing over the land is over,” she announced adding that Singur would become a place of interest for people from abroad and students would visit the place for research work.

The Bengal Chief Minister had earlier appreciated the work of all the departments involved in returning the land to farmers and the departments include agriculture, department, urban development and municipal affairs, public works, public health engineering, panchayat and rural development department. She had also appreciated the Hooghly district administration and police who had worked under the leadership of the District Magistrate and superintendent of police. During Wednesday’s visit, she further said that no one had turned up to claim 71 acre of land and around 846 acre of land have been distributed among its owners.

“There were some people who had taken cheques posing as owners of the plots during the Left Front regime,” she said adding that if there are any actual land owners they would get back their plots. It may be mentioned that she had said earlier in Singur on September 14 that steps would be taken against such people. She further said that steps would be taken to refill the channels which are passing through the land in Singur under the state government’s Jal Dharo Jal Bharo scheme.

 

ইতিহাস সৃষ্টি হয়েছে, সারা বিশ্বের গন্তব্য হবে সিঙ্গুর: মমতা

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে, যেসব অফিসাররা সিঙ্গুরের ৯৯৭ একর জমি চাষযোগ্য করে মালিকদের বিতরণ করার কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাদের নাম প্রদর্শিত হবে একটি বোর্ডে।

রাজ্য ইতিহাসে এই প্রথমবারের জন্য, কর্মকর্তাদের নাম একটি বোর্ডে প্রদর্শিত থাকবে নির্দিষ্ট সময়সীমার আগে তাদের কাজ সম্পন্ন করার জন্য।

তিনি জানান, “৯৯৭ একর জমির মধ্যে ৮৪৩ একর জমির জরিপের কাজ শেষ৷ সুপ্রিম কোর্টের রায় মেনে নির্ধারিত সময়ের আগেই জমি চাষযোগ্য করে তোলা হয়েছে৷ এ সবই সিডি করে আদালতে জমা দেবে রাজ্য৷

বুধবার জগদ্ধাত্রী পুজো উপলক্ষে চন্দননগরে গিয়েছিলেন মমতা৷ সেই ফাঁকে ঘুরে গেলেন সিঙ্গুরও৷ আদালতের রায়ের পর আগেও দু’দফা এসেছিলেন৷ গত মাসে চাষের কাজও শুরু করান৷ এদিন শেষ পর্বের কাজ পরিদর্শন করেন৷

গোটা বিষয়টির দায়িত্ব মূলত শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাতে দিয়েছিলেন মমতা৷ তাঁর ও রাজ্য সরকারের টিমের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী৷ তিনি ঘোষণা করেন, “জমি চাষযোগ্য করার জন্য সিঙ্গুরে যাঁরা যাঁরা কাজ করেছেন, অফিসার থেকে কর্মী, সবাইকে সিঙ্গাপুর, হংকং, ব্যাংককের মতো বিদেশে যাওয়ার জন্য বাড়তি একটি এলটিসি দেবে রাজ্য৷ দরিদ্র কনস্টেবল ও সিভিক পু্লিশকে দশ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে৷ এছাড়া যে শহিদ মিনারটি তৈরি হবে সেখানে একটি পুস্তিকা থাকবে৷ আন্দোলনের নেতৃত্ব ছাড়াও চাষযোগ্য করার কাজ যাঁরা করলেন তাঁদের সবার নাম সেই পুস্তিকায় লেখা থাকবে৷”

মুখ্যমন্ত্রী আরও জানান, “যাঁরা মনুমেন্ট দেখতে আসবেন তাঁরা স্টল থেকে পুস্তিকা, সিঙ্গুর আন্দোলন সম্পর্কিত বই, ছবি, অডিও, ভিডিও সিডি কিনতে পারবেন৷”

এদিন সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, “এই জমি চাষযোগ্য করতে পুজোর ছুটির সময়ও যাঁরা কাজ করেছিলেন, তাঁদের বাড়তি ছুটি দিয়ে দেওয়া হবে”।

Bengal launches state-wide campaign to spread awareness about Kisan Credit Card among farmers

In a bid to motivate farmers to take loan using their Kisan Credit Card (KCC) instead of approaching moneylenders to lend money at high rate of interest, the state Agriculture Department has initiated a state-wide door-to-door campaign to create awareness among farmers.

The farmers will also be made aware of the fact that a KCC holder also enjoys the free-of-cost insurance for their crops.

The State Agriculture Minister said that around 85 per cent of the farmers in the state are at present having KCC. But there are two basic problems. First of all farmers still show reluctance in approaching the banks for loan as they apprehend the documentation process that they need to go through to get the loan sanctioned. Secondly, often the farmers are instigated not to return the loan on time by some people saying that what would they do if there will be any natural calamity.

Thus, the banks have engaged 14,000 bank mitras to let the people know that they will be benefited more if the loan amount is cleared on time. They would also let the farmers understand that how easy it is to get loan from a bank instead of going to a moneylender. The bank mitras will be visiting door-to-door of the farmers to create awareness among them.

The Minister further said bank mitras will also let the farmers know that they would not have to pay interest at the rate of 7 per cent if they clear their loan amount within the stipulated time. Moreover, they would also be eligible for the crops insurance for which the state government bears the entire expense.

Besides engaging the bank mitras there will be street dramas, short documentaries and question answer sessions to create awareness among the farmers. The Bangla Farmers’ Financial Inclusion Fortnight will continue from November 7 to 21 and November 28 to December 12.

At present more than 85 per cent of the 72 lakh farmers are having KCC. The state government has target of giving KCC to another 15 lakh farmers in 2017. KCC was issued to 10 lakh farmers in 2014-15 fiscal and the average rate of lending was Rs 38,000. Around 62 per cent of them had returned the loan amount. According to the data provided by 22 out of 42 banks, KCC of around 6 lakh farmers have become dormant for not clearing the loan amount and it amounts to around Rs 1700 crore. The banks had given a loan of Rs 43,600 crore in 2015-16 fiscal while have decided to give a loan of Rs 52,551 crore in 2017-18 financial year.

 

কৃষকদের মধ্যে কিষান ক্রেডিট কার্ড সচেতনতা বাড়াতে উদ্যোগী রাজ্য

কৃষকদের সাহায্যার্থে এগিয়ে এল রাজ্য কৃষি দপ্তর। কৃষকরা যাতে কৃষিকাজের জন্য মহাজনদের থেকে চড়া সুদে ঋণ না নিয়ে তাদের কিষান ক্রেডিট কার্ড ব্যবহার করে ঋণ নেয়, সেই ব্যাপারে কৃষকদের উত্সাহিত করতে বাড়ি বাড়ি ঘুরে প্রচার শুরু করল কৃষি দপ্তর।

কৃষকদের এই ব্যাপারেও সচেতন করা হবে যে কিষান ক্রেডিট কার্ড ব্যবহার করলে তাদের ফসল বিনামূল্যে বীমা দ্বারা সুরক্ষিত থাকবে।

কৃষিমন্ত্রী জানান, এই মুহূর্তে রাজ্যের প্রায় ৮৫ শতাংশ কৃষকের কাছে কিষান ক্রেডিট কার্ড আছে। কিন্তু দুটি মূল সমস্যা আছে এই ব্যাপারে। প্রথম, কৃষকরা ব্যাঙ্ক থেকে ঋণ নিতে চায় না কারণ ব্যাঙ্কে তাদের কাছে প্রচুর কাগজপত্র চাওয়া হয় ঋণ পাওয়ার ক্ষেত্রে। দ্বিতীয়ত, কিছু মানুষ তাদের উস্কানি দেন যদি কোনো প্রাকৃতিক দুর্যোগের ফলে তাদের ফসলের ক্ষতি হয়, তাহলে তারা যেন সময়মতো না দেয়।

এইসব বাধা কাটাতে ব্যাঙ্কগুলি ১৪০০০ ব্যাঙ্ক মিত্র নিযুক্ত করেছে যারা কৃষকদের জানাবে সময়মতো ঋণ পরিশোধ করলে তারা কি কি  সুবিধে পাবেন।

কিষাণ ক্রেডিট কার্ড ব্যবহারের সুবিধাঃ

সময়ে ঋণ পরিশোধ করেই মাত্র ৪ শতাংশ সুদে ব্যাঙ্ক থেকেই ঋণ পাওয়া যাবে।

এখন ৫ বছরের জন্য কেসিসি পাবেন কৃষকরা।

সঙ্গে ৩০ শতাংশ পর্যন্ত অন্যান্য ঋণ।

ঋণ নিলেই পাওয়া যাবে ফসল বীমার সুযোগ।

 

Bengal CM gives away Biswa Bangla Sharad Samman 2016

Like past years, the Bengal Government honoured today the Best Durga Pujas with Biswa Bangla Sharad Samman 2016. Bengal Chief Minister Mamata Banerjee gave away the prizes to the Puja Committees at a programme in Nazrul Manch.

Dubai Bong Connection and Hong Kong Bengali Association along with Bangladesh Society for Puja and Culture in Sydney got Biswa Banga Sharad Samman 2016 for organising the best Durga puja overseas. This year, Durga pujas organised in foreign countries were included in the list of awardees.

This is the fourth year of the awards. Durga Puja committees participating from other states and foreign countries were also honoured.

Altogether 173 community puja committees coming from the district got prizes under three categories- best puja, best pandal and best idol.

Noted vocalist Pandit Ajay Chakraborty, Dwijen Mukhopadhyay and actress Madhabi Mukhopadhyay were on the dais. State Ministers, dignitaries, the Director General of Police and the Kolkata Commissioner of Police were also present in the function. Jit Ganguly sang a song penned by Mamata Banerjee.

The winners of different categories are –

For Kolkata:

Sherar Shera – Suruchi Sangha, Abosar, Bosepukur Talbagan, Samaj Sebi, 41 Pally, Barisa Club, 66 Pally, Bhawanipur 75 Pally, Ahiritola Sarbojanin, Shreebhoomi, Hindustan Park, Mudiali, Kashi Bose lane Sarbojonin, Santoshpur Avenue South Pally Mangal, Chetla Agrani

Shera Protima – Tridhara, 95 Pally, Behala Natun Dal, Badamtala Ashar Sangha

Shera Mondop – Naktala Udayan, Dumdum Park Tarun dal, AK Block Salt Lake

Shera Bhabna – Dokhhin Kolkata Sarbojonin Durga Puja, Ajeya Sanghati, Ballygunge Cultural, Khidirpur 25 Pally, Falguni Sangha, Rajdanga Naba Uday Sangha, Netaji Colony Lowland Durgotsav Committee

Shera Alok Shojja – Kalighat Milan Sangha, Ekdalia Evergreen, Babubagan Dahkuriya, Shibmandir, Jodhpur Park

Shera Poribesh Bandhab – Ultadanga Pally Shree , Kumartuli Sarbojonin , Sikdar Bagan , Kakurgachi Jubak Brinda , Ultadanga Jubok Brinda , Jubo Maitry , Priyonath Mullick Lane , Alipore Sarbojanin, Batam Club, Purbachal Shakti Sangha

Shera Abishkar – Behala Natun Sangha, Tala Park Prottoy

Shera Theme Song/Shera Aboho – Suruchi Sangha

Shera Shilpi – Behala Friends, 64 Pally Durgotsab Committee, Aalapi

Shera Dhakeshri – Tala Barowari, College Square, 21 Pally

Shera Biswa Bangla Branding – Swadhin Sangha, Haridebpur Vivekananda Park Atheletic Club, Sanghashree, Selimpur Pally, Kolahal Goshthi, Garia Sarbojonin Dugotsab Committee Nabadurga

 

বিশ্ব বাংলা শারদ সম্মান (২০১৬) পুরস্কার প্রদান করলেন মুখ্যমন্ত্রী

প্রতি বছরের ন্যায় এবারেও বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান করল রাজ্য সরকার। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিশ্ব বাংলা শারদ সম্মান ও কলকাতা পুলিশ আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নজরুল মঞ্চে হয়এই অনুষ্ঠান।কলকাতা ছাড়াও দেশের ও বিদেশের নানা পুজোরসেরাগুলিকে সম্মাননা প্রদান করা হল এবছর।

এটি এই পুরস্কার বিতরণের চতুর্থ বর্ষ। শুধু কলকাতাই নয়, জেলা, অন্য রাজ্য ও বিদেশের পুজো কমিটিগুলিকে পুরস্কার দিল রাজ্য সরকার। রাজ্য ও বিদেশ থেকে আসা পুজো কমিটির কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। লন্ডন, হংকং, দুবাই, বাংলাদেশ ও সিডনি থেকে পুজোকর্তারা এসেছিলেন পুরস্কার নিতে। এছাড়া রাজ্য থেকেও পুজো কমিটির কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ১৯টি জেলার ১৭৩টি কমিটি সেরা পুজো, সেরা প্যান্ডেল এবং সেরা প্রতিমার পুরস্কার পেয়েছে।

বিভিন্ন বিভাগে বিজয়ী যারা:

সেরার সেরা – সুরুচি সংঘ, অবসর, বোসপুকুর তালবাগান, সমাজসেবী, ৪১ পল্লী, বড়িশা ক্লাব, ৬৬ পল্লী, ভবানীপুর ৭৫ পল্লী, আহিরীটোলা, শ্রীভূমি,হিন্দুস্তান পার্ক, মুদিয়ালী, কাশীবোস লেন সর্বজনীন দুর্গোৎসব, সন্তোষপুর এভিনিউ সাউথ পল্লীমঙ্গল, চেতলা অগ্রণী

সেরা মণ্ডপ – নাকতলা উদয়ন, দমদম পার্ক তরুণদল, এ.কে.ব্লক, সল্টলেক

সেরা আলোক সজ্জা – কালীঘাট মিলন সংঘ, একডালিয়া এভারগ্রিন, বাবুবাগান ঢাকুরিয়া, শিবমন্দির, যোধপুর পার্ক,

সেরা আবিষ্কার – বেহালা নতুন সংঘ, টালা পার্ক প্রত্যয়

সেরা শিল্পী – বেহালা ফ্রেণ্ডস, ৬৪ পল্লী দুর্গোৎসব কমিটি, আলাপী

সেরা বিশ্ব বাংলা ব্র্যান্ডিং – স্বাধীন সংঘ, হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব, সংঘশ্রী, সেলিমপুর পল্লী, কোলাহলগোষ্ঠী, গড়িয়াসর্বজনীন দুর্গোৎসব কমিটি (নবদুর্গা)

সেরা প্রতিমা – ত্রিধারা, ৯৫ পল্লী যোধপুর পার্ক, বেহালা নতুনদল, বাদামতলা আষাঢ় সংঘ

সেরা ভাবনা – দক্ষিণ কলকাতা সর্বজনীন দুর্গাপূজা, অজেয় সংহতি, বালিগঞ্জ কালচারাল, খিদিরপুর ২৫ পল্লী, ফাল্গুনী সংঘ, রাজডাঙা নবউদয় সংঘ, নেতাজী কলোনি লো-ল্যান্ড দুর্গোৎসব কমিটি

সেরা পরিবেশবান্ধব – উল্টোডাঙা পল্লীশ্রী, কুমোরটুলি সর্বজনীন, শিকদারবাগান, কাঁকুড়গাছি যুবকবৃন্দ, যুবমৈত্রী, প্রিয়নাথ মল্লিক লেন, আলিপুরসর্বজনীন, বাটাম ক্লাব, পূর্বাচল শক্তি সংঘ

সেরা থিম সং/ সেরা আবহ – সুরুচি সংঘ

সেরা ঢাকিশ্রী – টালা বারোয়াড়ি, কলেজ স্কোয়ার, ২১ পল্লী

 

Govt to set up panel to decongest, beautify Posta: Mamata Banerjee

Bengal Government will set up a committee to prepare a comprehensive plan for the development of Posta in Burrabazar, Chief Minister Mamata Banerjee announced on Monday. She said this while inaugurating a Jagadhatri Puja function organised by Posta traders on Monday evening.

The committee will include the Kolkata Mayor, Trinamool MP Sudip Bandopadhyay, the commissioner of Kolkata Municipal Corporation (KMC), Kolkata’s Commissioner of Police, local MLA and 10 traders who will be selected by the local trading community. The committee will meet to prepare the master plan and submit a report within three months.

“You sit and discuss the issues and come up with a master plan to carry out comprehensive development of Burrabazar,” she said, adding “there should be proper parking places and amenities for the workers”.

She said lorries are parked in the narrow lanes and by-lanes making it difficult for other vehicles and pedestrians to enter the area. “These problems need to be addressed and only a proper planning can accomplish this,” she pointed out. “It is the place where you do business and so you need to put in efforts to beautify the area,” she added.

“There are many old buildings which have not been repaired for several years. KMC has declared them dangerous and dilapidated and given notices to the owners. But despite that people continue to reside in them, risking their lives. The owners and the tenants should sit together to resolve the matter,” she maintained.

 

পোস্তার উন্নয়নে কমিটি গঠন মুখ্যমন্ত্রীর

সোমবার পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কাজ করজে আমাদের কেউ রুখতে পারবে না। কাজ নিয়ে আমি কারও সঙ্গে আপস করব না। ভিড়ে ঠাসা পোস্তায় জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পোস্তাকে ঢেলে সাজাতে হবে। পোস্তার উন্নয়ন করতে হবে। এদিন তিনি ১০ জনের একটি কমিটি গঠন করার কথা ঘোষণা করেন।

মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ট্রেডার্স অ্যাসোসিয়েশনের কর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা কাদের কমিটিতে রাখবেন, তাদের নাম পাঠান। নগরপাল রাজীব কুমারের কাছে নামের তালিকা জমা দিতে হবে।

মুখ্যমন্ত্রী বলেন, আলোচনার সময় কোনও ঝড়গাঝাটি যেন না হয়। ভিন্ন প্রস্তাব থাকতেই পারে। মাথায় রাখতে হবে পোস্তাকে আমরা আরও ভালো করব। পোস্তায় বড় মার্কেটের প্রয়োজন। আপনারা যদি সহযোগিতা করেন, তা হলেই এ কাজ সম্ভব। সরকার আপনাদের পাশে আছে। আপনারা সবসময় আমাদের সাহায্য করেন। যখন আলুর দাম বাড়ে, তখন আপনাদের সঙ্গে আমরা আলোচনা করি।

তিনি আরও বলেন, তিন মাসের মধ্যে কমিটি করতে হবে। ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কাজ দ্রুত আরম্ভ করুন। সম্প্রতি অঙ্গ প্রতিস্থাপনের সময় যে গ্রিন করিডর তৈরি করা হয়েছিল, সে ব্যাপারে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যদপ্তরের কাজের প্রশংসা করেন। গোটা পোস্তা জুড়ে মোট ৪৫টি সি সি ক্যামেরা বসানো হচ্ছে।

 

 

Bengal CM slams Opposition for trying to disturb peace in the State

Chief Minister Mamata Banerjee on Thursday held some Opposition paties responsible for spreading communal tension in the state and in one breath said that any attempt to destroy the fabric of communal harmony will be dealt with seriously.

“They are fanning communal tension and trying to disturb the communal harmony in the state. Any attempt to disrupt the environment of communal harmony and peace will be dealt with seriously,” she said. She was addressing a rally at Jamboni in West Midnapore.

She also said that the Centre was reducing its funds allocation in many projects making it almost impossible for the state government to carry on with them. She said because of the lack of planning of CPI(M) government, the state government had to spend a major portion of its earnings to clear the loan burden.

“For three decades, the CPI(M) government did not do anything for the state’s development and took loans. The situation has become so alarming that a major portion of the state’s earning has to be spent to clear the loan”. The Centre should do something in this regard, she maintained adding: “The CPI(M) leaders have no work to do except finding faults with the state government.”

 

বাংলায় দাঙ্গাবাজদের কোনও ক্ষমা নয়:‌‌ মমতা

পশ্চিম মেদিনীপুরের জামবনির এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বৃহস্পতিবার তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে কিছু বিরোধী দল শান্ত বাংলাকে অশান্ত করার জন্য কাজ করে চলেছে, তিনি একই সঙ্গে জানান সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য প্রশাসন সর্বদা প্রস্তুত।

“বিরোধীরা সর্বক্ষণ চেষ্টা করে যাচ্ছে দাঙ্গার পরিবেশ তৈরী করার। বাংলা দাঙ্গাবাজদের বরদাস্ত করবে না।”

সাথে সাথেই তিনি কেন্দ্রকেও বিঁধেছেন। “কেন্দ্র প্রায় সব প্রকল্পের টাকা কমিয়ে দিয়েছে, যার ফলে সেগুলি চালানো প্রায় অসম্ভব হয়ে উঠছে। বিগত বাম আমলের পরিকল্পনার অভাবে আমাদের আয়ের একটা বিশাল অংশ শুধু দেনা মেটাতে দিয়ে দিতে হচ্ছে,” বলেন তিনি।

“তিন দশক ধরে বাম সরকার বাংলার জন্য কোনো কাজ করে নি, শুধু ধার নিয়ে গেছে। তিনি এও বলেন “সিপিআইএম নেতাদের কোনোই কাজ নেই শুধুমাত্র এখনকার সরকারের খুঁত ধরা আর তাই নিয়ে কুত্সা ও অপপ্রচার করা ছাড়া।”

 

Bengal shows the way for communal harmony: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee on Wednesday urged the people to continue upholding the state’s tradition of secularism and communal harmony during the coming festivities.

Addressing a public meeting in Jhargram in West Bengal’s West Midnapore district, Banerjee thanked the people for maintaining communal harmony throughout the state during the festive season.

“I thank the people of all the religions living in Bengal to celebrate the festivities with peace, love and togetherness. Bengal has always been a pinnacle of secularism and we shall keep it that way,” Banerjee said.

Referring to the clash of dates this year between Durga Puja, the biggest Hindu festival in Bengal and Muharram, the occasion of mourning for the Muslims, she said it is only Bengal that can celebrate both the occasions with such poise and grace.

“Nowhere else in India such religious occasions of two different communities are observed with so much harmony. Bengalis always enjoy the occasions of festivity without caring about its religious origin,” she said.

Banerjee referred to some sporadic incidents of violence in the state as ‘exceptions’ and cautioned people of the ill effects of communal violence.

“People don’t want riots. Anyone who tries to spark communal tension, would be given stern punishment,” she said.

“I thank the people of Bengal for showing religious tolerance and maintaining an environment of peace and harmony in the state. I hope we will celebrate Chath-Puja, Christmas and other coming festivals too in the same mood,” the Chief Minister said.

 

সম্প্রীতির আদর্শ বাংলা:‌ মমতা

বাংলায় দুই সম্প্রদায়ের মানুষ একসঙ্গে উৎসব পালন করতে পারে। পুজো আর মহরম একসঙ্গে হয়। বুধবার ঝাড়গ্রামে এসে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন ঝাড়গ্রাম স্টেডিয়ামে ছিল মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিজয়া সম্মিলনী।

সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌এই বাংলায় পুজো আর মহরম একসঙ্গে অনুষ্ঠিত হয়। একমাত্র বাংলাতেই হয়, এমনটা অন্য কোথাও দেখতে পাবেন না। এটা গর্বের বিষয়। এত ভাল শান্তি-‌সংহতির জায়গা দু‌টো দেখতে পাবেন না।’‌

তিনি আরও জানান, কলকাতায় আমরা পুজোর আগে ও পুজোর পরে সবাই একসঙ্গে মিলিত হতে পারি। জেলার পুলিস সুপার ও জেলাশাসকরা এই কাজটা খুব ভাল করে করছেন। আমি সবসময় জেলার ওপর গুরুত্ব দিতে বলি‌‌। সে দুর্গাপুজো হোক কিংবা কালীপুজো, জগদ্ধাত্রী পুজো হোক কিংবা আদিবাসীদের করম পুজো। সব উৎসবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা উৎসবের মাঝে বেঁচে আছি। উৎসবের মধ্যে প্রাণ আছে। উৎসবই সবার ধর্ম, সবার কর্ম।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‌আদিবাসী ভাইবোনেরা তাঁদের উৎসব পালন করেন। আমরা তাঁদের সেই ঠাকুরের স্থানটার পাট্টা দিচ্ছি। জাহের স্থানেরও পাট্টা দিচ্ছি। গ্রামের শ্মশানগুলোকে সুন্দর করে গড়ে তোলা হবে’।

তাঁর সংযোজন, “ভ্যাটিকান সিটিতে মাদার টেরিজার সন্ত অনুষ্ঠানে গিয়েছিলাম।  ৪ নভেম্বর শান্তিধামও যাব। একটা অনুষ্ঠান আছে। সর্বধর্ম সমন্বয়ের মধ্যে দিয়ে সুন্দর সমাজ গড়ে ওঠে। ভারতবর্ষ ঐক্যবদ্ধ থাকবে, যতদিন সর্বধর্ম সমন্বয় থাকবে।’‌

তিনি বলেন, ‘কলকাতায় যেমন ভিন রাজ্যের লোক আসেন পুজো দেখতে, তেমন বিদেশ থেকেও দর্শনার্থীরা আসেন’। তাঁর সংযোজন, জেলার পুজোগুলিকে বিশেষ দৃষ্টি দিয়ে দেখতে হয়। পরপর পাঁচ বছর দুর্গাপুজো-‌বকরি ইদ একসঙ্গে হয়েছে। মনে রাখবেন সকলে সব ধর্ম নিয়ে এটা বজায় রেখেছেন।