State Health Dept to introduce SMS alert system to fight dengue

The State Health Department is developing an SMS alert system to improve the monitoring and effective implementation of house-to-house surveillance for prevention and control of dengue.

Rs 12.2 lakh has been allocated for the first phase of the project, to be implemented by the State Urban Development Agency (SUDA).

People throughout the state will be able to avail various services in this regard through SMS messages. The Health Department will be able to send messages to people, especially important in dengue-prone areas, and vice versa, suspected victims of dengue and their family members will also be able to get in touch with the Health Department.

Patients will get to know information about treatment facilities available in State Government-run health centres, blood testing facilities, etc.

Kolkata Municipal Corporation (KMC) has taken up a similar initiative to check the spread of dengue, malaria and the other vector-borne diseases. KMC is also going to introduce a mobile application for providing information relating to the KMC-run health centres and the various health services that it provides.

 

ডেঙ্গুর প্রতিরোধে রাজ্য স্বাস্থ্য দপ্তর নিয়ে এল এসএমএস পরিষেবা

ডেঙ্গু প্রতিরোধ করতে একটি এসএমএস সচেতনতা সিস্টেম তৈরি করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর ।রাজ্য নগরোন্নয়ন সংস্থা এই প্রকল্পের প্রথম পর্যায়ের জন্য ১২.২লক্ষ টাকা বরাদ্দ করেছে।

এই এসএমএস বার্তার মাধ্যমে রাজ্যবাসী ডেঙ্গু প্রতিরোধ সহ অন্যান্য পরিষেবা সংক্রান্ত অনেক পরিষেবা পাবে। স্বাস্থ্য দপ্তর সকলকে এসএমএস বার্তা পাঠাবে বিশেষত ডেঙ্গু প্রবণ অঞ্চলগুলিতে। পাশাপাশি ডেঙ্গু পীড়িত মানুষ ও তার পরিবার পরিজনও স্বাস্থ্য দপ্তরকে এসএমএস করে নানারকম অনুসন্ধান করতে পারবেন।

রাজ্য সরকার পরিচালিত স্বাস্থ্য ক্যাম্পগুলোতে রক্ত পরীক্ষা সহ আর কি কি পরিষেবা পেতে পারেন তা জানতে পারবেন জনসাধারন।

মশাবাহিত রোগ ডেঙ্গু, ম্যালেরিয়া প্রতিরোধ করতে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনও একই রকম উদ্যোগ নিয়েছে। তারাও খুব শীঘ্রই একটি মোবাইল অ্যাপলিকেশন তৈরি করতে চলেছে, যেখানে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন পরিচালিত স্বাস্থ্য কেন্দ্রে কি কি পরিষেবা পাওয়া যায়, তার বিস্তারিত বিবরণ থাকবে।

 

Pathadisha app and transport card increasing popularity of State Govt’s AC buses

Calculations by the Bengal Transport Department have shown that the Pathadisha app and the transport card – both initiatives by the State Government – have resulted in increased popularity and hence, earnings for the Government-run AC buses.

The Pathadisha app has enabled people to know the real-time location of the buses, therefore, they now know exactly how long to wait or when to leave home. Therefore, more people are availing of the buses. The transport card has helped too, as people no longer need to have ready cash.

Both the initiatives are first-of-its-kind initiatives by the Bengal Government, and people are benefitting a lot. Because of the intense summer, more and more people are travelling on these buses.

Currently, CSTC runs 234 AC buses, earning from which in May 2017 stood at Rs 4,77,79,000, up from Rs 4,13,75,000 in April 2017, which was an improvement too from the previous month’s Rs 3,55,83,000, which combine to Rs 12,47,37,000. The earning from the same three months in 2016 was Rs 10,50,59,000. Therefore, there has been an increase of 18.37 per cent.

The department has further plans to improve on the aspects which have led to this increase in earnings.

অ্যাপ ও ট্রান্সপোর্ট কার্ডের দৌলতে সরকারি এসি বাস থেকে আয় বাড়ছে

সরকারের এসি বাসে টিকিট বিক্রি বাড়িয়ে দিয়েছে অ্যাপ এবং ট্রান্সপোর্ট কার্ড। চলতি গরমে এসি বাসগুলি থেকে আয় কত হল, তা নিয়ে গত কয়েকদিন ধরে হিসাব চলছিল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমে।
নিগম সূত্রে জানা গিয়েছে, গত মার্চ থেকে তুলনামূলকভাবে প্রতি মাসেই বেড়েছে এসি বাসের আয়। এবারের গরমে মোট আয় গত বছরের থেকেও অনেকটাই বেশী।

পথদিশা অ্যাপ চালু এবং ট্রান্সপোর্ট কার্ডের জনপ্রিয়তা বাড়তে থাকাতেই গরমে এসি বাসের আয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী বলে মনে করছেন কর্তাদের অনেকেই।অ্যাপের মাধ্যমে বাসের খবর যাত্রীরা আগাম জানতে পারায় সরকারি বাসের উপরে নির্ভরতা বেড়েছে আরও। তাতে বেড়েছে যাত্রী সংখ্যাও। তারই প্রভাব পড়েছে আয়ের উপরে।

গত মার্চ মাসে এসি বাসগুলি থেকে মোট আয় হয়েছে ৩কোটি ৫৫লক্ষ ৮৩হাজার টাকা। এপ্রিল মাসের হিসেবে দেখা যাচ্ছে, বাসগুলি থেকে আয় বেড়ে হয়েছে ৪ কোটি ১৩লক্ষ ৭৫হাজার টাকা। মে মাসে এসি বাসগুলি থেকে আয় বেড়েছে আরও। ওই মাসে এই খাতে মোট ৪কোটি ৭৭লক্ষ ৭৯হাজার টাকা আয় হয়েছে। সব মিলিয়ে চলতি গরমে শুধু এসি বাস থেকেই মোট আয় হয়েছে ১২কোটি ৪৭লক্ষ ৩৭হাজার টাকা।

গত বছরের তুলনায় এ বছর এসি বাসের সংখ্যায় কোনও হেরফের হয়নি। তা সত্ত্বেও গত বছরের গরমের তিন মাসের তুলনায় এবার আয় অনেকটাই বেড়েছে। গত বছরে এই তিন মাসে মোট আয় হয়েছিল ১০কোটি ৫০লক্ষ ৫৯হাজার টাকা অর্থাৎ শতাংশের হিসাবে এবারে আয় বৃদ্ধি পেয়েছে ১৮.৩৭ শতাংশ।

প্রসঙ্গত, গত মার্চ মাসের মাঝামাঝি সময়ে বিশেষ এই অ্যাপটির সূচনা করেছিলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। অ্যাপ ছাড়াও ট্রান্সপোর্ট কার্ড চালু করাকেও আয়বৃদ্ধির অন্যতম কারণ হিসাবে দেখা হচ্ছে। গত মার্চ মাস থেকে নয়া কার্ড চালু হয়ে যাওয়া এবং ক্রমে তার জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়াও এসি বাসের আয়বৃদ্ধির অন্যতম কারণ।

 

 

Mamata Banerjee reacts to NDA’s candidate for Presidential election

Bengal Chief Minister Mamata Banerjee’s statement regarding NDA’s candidate for Presidential election:

“In order to support someone, we must know the person. Candidate should be someone who will be beneficial for the country. Opposition will meet on 22nd June, then only we can announce our decision.

I am not for a moment saying that the Bihar Governor Ram Nath Kovind is unfit to be the President. I have spoken to 2 or 3 other Opposition leaders, they are also surprised. There are other big Dalit leaders in the country. Just because he was the leader of Dalit Morcha of BJP they have made him the candidate.

The office of President is a key post. Someone of the stature of Pranab Mukherjee, or even Sushma Swaraj or Advani ji may have been made the candidate.”

Earlier, the Chief National Spokesperson of the party, Derek O’Brien also took to Twitter to react to the news. He said: “The name was announced at the BJP Press conference. That’s how we got to know. Not even informed. How many of you logged onto Wikipedia today? I did.”

 

বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি

“শুনলাম যার নাম বলা হয়েছে উনি বিহারের রাজ্যপাল। আমি জানি না, চিনি না এবং এই নাম নিয়ে আমাদের সঙ্গে আলোচনা হয়নি। আমরা একটা consensus এরপ্রস্তাব দিয়েছিলাম।

Consensus মানে সবাই মিলে একসাথে করা। রাষ্ট্রপতি একটা গুরুত্বপূর্ণ portfolio এবং সংবিধান ও দেশকে রক্ষা করা তাঁর এক নম্বর কাজ। সুতরাং আমরা ভেবেছিলাম প্রণবদার মত কাউকে করা হবে।

এটা শুনে আমি নিজেই অবাক হচ্ছি, দেশে কি আর কেউ ছিল না? আরও অনেক বড় বড় দলিত নেতা আছেন। এটা একটা political purpose. আমার মনে হয়maturity থাকলে এরকম হয় না।

কিন্তু আমি এখনই কিছু বলব না, ২২ তারিখে আমাদের একটা সর্ব দলীয় বৈঠক আছে। আমাদের সাথে নাম নিয়ে আগে কোন আলোচনা হয়নি। নাম ঘোষণা হয়েযাওয়ার পর যদি কেউ কথা বলতে চায় তাহলে আমরা বলব আমরা জানি না, চিনি না।  এটা consensus candidate বলে আমার মনে হয় না।

যারা সংবিধানকে জানে এরকম কেউ হতে পারত, প্রণবদা, আদবানি জি বা সুষমা জি হতে পারতেন। আমি বলছি না বিহারের রাজ্যপাল সংবিধান জানে না। উনি বিজেপির দলিত শাখার president ছিলেন। যাকে দেশের কাজে লাগবে, যিনি দেশটাকে ভালো চিনবেন তাকেই রাষ্ট্রপতি নির্বাচন করা উচিত”।

এর আগে, দলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনও টুইটারে এই খবরটি নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “বিজেপি সাংবাদিক সম্মেলন করে এই নাম ঘোষণা করেছে। তাই আমরা জানতে পেরেছি। আজ আপনারা কজন উইকিপিডিয়ায় লগ ইন করেছেন? আমি করেছিলাম”।

 

 

 

Bengal Govt organising Aam Mela in Delhi

The Bengal Government is organising Aam Mela in New Delhi. It started on June 16 and would continue till June 30.

Last year it was a big hit and so, the Government is aiming to double the sales this year – from 20,000 kg or 20 tonnes to 40,000 kg or 40 tonnes.

This year, most of the mangoes being sold at the fair have been sourced from Malda district, including some of the most well-known varieties like himsagar, langra and laxmanbhoig. New varieties of mango are also available at the fair – like the chatujje-mukhujje and sarikhas from Hooghly district.

 

দিল্লিতে শুরু হল রাজ্যের আম মেলা

গতবারের তুলনায় দ্বিগুণ বিক্রির লক্ষ্যমাত্রা নিয়ে আজ থেকে দিল্লিতে শুরু হল পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত ‘আম মেলা’। চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

উল্লেখ্য, গতবারের মেলায় প্রায় ২০ টন (২০ হাজার কেজি) আম বিক্রি করেছিল রাজ্য। এবার ৪০ হাজার কেজি আম বিক্রির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এবারের মেলায় মালদহ থেকেই সবথেকে বেশি আম এসেছে।

মেলায় উপস্থিত মালদহ জেলার ভারপ্রাপ্ত উপ-কৃষি অধিকর্তা (ফল) রাহুল চক্রবর্তী বলেন, আপাতত আমরা সাড়ে তিন টন আম এনেছি। সব মিলিয়ে মালদহ জেলা থেকে প্রায় ২০ টন আম আনার পরিকল্পনা রয়েছে। হুগলি জেলার চাটুজ্জে-মুখুজ্জে, সরিখাসের মতো বিভিন্ন নয়া প্রজাতির আম এই মেলা আলো করে থাকলেও প্রাধান্য রয়েছে হিমসাগর, ল্যাংড়া, লক্ষ্মণভোগ ইত্যাদি আমেরও।

 

 

We should work with all, forsaking violence and differences: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today spoke at a programme organised by the Jain community at Netaji Indoor Stadium, to commemorate the arrival here of Acharya Shri Mahashraman, the eleventh Acharya of the Terapanth Dharma Sangha.

The Acharya would be here for four months, which, Mamata Banerjee said, would also give her an opportunity to meet him. She wished a long life for him, and for him “to continue to show the path of non-violence”.

During her speech, she stressed on the importance of working with everyone, forsaking violence and differences, and said that only such a person can be called a true human being.

She said, “I am happy to see that in this function people from every religion are present”.

“A universal religious system is one that shows the true path to everyone”, she continued. “Following a religion implies understanding the difference between the good, the bad and the fact. Religion also implies belief, dependability, dedication, determination and devotion”.

Referring to her habit of walking long distances, she said, “Like the Jain monks, I too like to walk long distances – and that requires a lot of determination”.

She also said, “Bengal has an important position in terms of geographical location, history, religion and politics”.

She ended by wishing the best for everyone.

 

 

Bengal CM pays tribute to noted journalists

Bengal Chief Minister Mamata Banerjee paid tributes to the memories of esteemed journalists today near Bartaman Bhawan on EM Bypass at 5 PM. The programme was a joint initiative of Kolkata Municipal Corporation and the State Housing and North Bengal Development Departments.

She paid tribute to noted journalists Suhas Chandra Talukdar, Gour Kishore Ghosh, Barun Sengupta, Amitabha Chowdhury and Manturam Chowdhury.

The Chief Minister laid the foundation stones of the projects to build a community hall and build or rename a road each after the four journalists.

 

The salient points of the Chief Minister’s speech:

  • Amitabha Chowdhury has worked for various newspapers like Aajkal, and has also written poems.
  • I have inaugurated Amitabha Chowdhury Community Hall, named after him.
  • The road from Moore Avenue to Madhuban Cinema has been re-named Amitabha Chowdhury Sarani.
  • Suhas Chandra Talukdar is the founder of the well-known Uttar Banga Sangbad, published from Siliguri.
  • We are building a community to be named after him, in Jalpaiguri.
  • We are naming the road being built from Champasari More to Gulmar Railway Station after Suhas Talukdar.
  • Manturam Chowdhury is the founder of the Hindi newspaper, Bharat Darpan and the Nepali newspaper, Himalaya Darpan.
  • Two projects are being named after him – Matigala Community Hall in Siliguri & part of the Canal Road in Jalpaiguri.
  • On June 19, I am leaving for the UN programme, so we are commemorating Barun Sengupta’s death anniversary today.
  • I am grateful that everyone from the world of journalists is attending this programme.
  • Journalists risk their lives for their work, to set the highest standards for their profession.
  • A single piece of news can make a Government fall.
  • News items broadcast what all is happening all over the world.
  • I respected Barun da like my elder brother.
  • We could never do without reading reading Barun da’s columns every Thursday.
  • He loved and respected our struggle.
  • I had appointed people’s poet Subhash Mukherjee, chairman & Pradyut Dutta, secretary of 21st July Benevolent Committee.
  • I had learnt from Barun da about helping people.
  • Without Barun da, Mamata Banerjee wouldn’t have reached this level.
  • We have had untimely losses of such valuable people.
  • Amitabha da was the only one I could honour with Banga Bibhushan.
  • I consider journalists like my own people.
  • Like the police are getting beaten up in order to maintain peace, the journalists are too.
  • I had information at 9 am that journalists had been kidnapped.
  • Kidnapped journalists are being used to blackmail channels into showing whatever that want.
  • If someone tries to scare me with a gun, the person may not realise that I have it in me to snatch away the gun.
  • Some people in the Hills are trying to break up Bengal.
  • It is a deep-rooted conspiracy, else so much arms would not have been accumulated.
  • Keep in mind, despite all this, we will bring back peace in the Hills.
  • We will take all actions necessary to be taken against hooligans.
  • I am ready to give my life won’t allow Bengal to be broken up.
  • I will never do politics by reneging on the belief people have placed on me.
  • We are honoured to have been able to show respect to to all.
  • Keep coming back to Bengal, we will welcome you with open arms.

 

 

বিশিষ্ট সাংবাদিকদের স্মরণে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা পৌরসংস্থা, পশ্চিমবঙ্গ সরকারের আবাসন দপ্তর ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মিলিত উদ্যোগে আজ এক বর্ণাঢ্য স্মরণ সভা আয়োজিত হল বর্তমান ভবনের সন্নিকটে। উক্ত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মরণোত্তর শ্রদ্ধা জ্ঞাপন করলেন বাংলার কিছু প্রবাদপ্রতিম সাংবাদিকদের।

এই বিশিষ্ট সাংবাদিকরা হলেন, বরুণ সেনগুপ্ত, অমিতাভ চৌধুরী, গৌরকিশোর ঘোষ, মন্টুরাম চৌধুরী ও সুহাস চন্দ্র তালুকদার। অনুষ্ঠান শুরু হয় বিকেল ৫টায়।

মুখ্যমন্ত্রীর পাশাপাশি শ্রদ্ধা জ্ঞাপন করেন সাংবাদিক শুভা দত্ত এবং কলকাতার মহানাগরিক শোভন চ্যাটার্জী।

এই অনুষ্ঠান থেকে সূচনা করা হয় বরুণ সেনগুপ্ত মিউজিয়াম ও সরণির, গৌরকিশোর ঘোষ স্কোয়ার, অমিতাভ চৌধুরী কমিউনিটি হল ও সরণি, সুহাস চন্দ্র তালুকদার কমিউনিটি হল ও সরণি ও মন্টুরাম চৌধুরী কমিউনিটি হল ও সরণি।

 

তাঁর বক্তব্যের বিশেষ কিছু অংশঃ-

  • দিকপাল অমিতাভ চৌধুরী কখনও আজকাল কখনও যুগান্তর কখনও ছড়ায় কখনও কবিতায় কখনও ভালবাসায় নিজেকে সমৃদ্ধ করেছেন
  • ওনার স্মৃতিতে তৈরি করব অমিতাভ চৌধুরী কমিউনিটি হল, এর শিলন্যাস হল আজকে
  • মধুবন সিনেমা হল থেকে মুর অ্যাভিনিউ পর্যন্ত রাস্তার নাম হল অমিতাভ চৌধুরী সরণি
  • শিলিগুড়ি থেকে প্রকাশিত বিখ্যাত উত্তরবঙ্গ সংবাদের প্রতিষ্ঠাতা সুহাস চন্দ্র তালুকদার
  • তাঁর নামে জলপাইগুড়িতে একটি কমিউনিটি হল তৈরি করছি
  • চম্পাসারি মোড় থেকে গুল্মার রেলওয়ে স্টেশন পর্যন্ত নির্মীয়মাণ রাস্তাটি সুহাস তালুকদার সরণি হিসেবে করছি
  • হিন্দি দৈনিক সংবাদপত্র ভারত দর্পণ ও নেপালি দৈনিক সংবাদপত্র হিমালয় দর্পণের প্রতিষ্ঠাতা মন্টুরাম চৌধুরী
  • তাঁর স্মৃতির উদ্দেশ্যে শিলিগুড়ির মাতিগালাতে কমিউনিটি হল ও ক্যানাল রোডের একটি অংশ নামাঙ্কিত করা হল
  • ১৯তারিখ বরুণ সেনগুপ্তর মৃত্যুদিন ও ওইদিন রাষ্ট্রসঙ্ঘ আমাদের আমন্ত্রণ জানিয়েছে, তাই আজকের দিনটা বেছে নিয়েছি অনুষ্ঠানের জন্য
  • আমি কৃতজ্ঞ সাংবাদিক জগতের সকলে এখানে attend করেছেন
  • সাংবাদিকরা জীবনের ঝুকি নিয়ে কাজ করেন, তাদের সংবাদ, সংবাদ জগতকে আলোড়িত বিকশিত পুলকিত সঞ্জীবিত করে
  • একটা সংবাদে একটা সরকারের পতন হয়ে যায়
  • একটা সংবাদে বিশ্বের অনেক কিছু ধরা পড়ে বিশ্বের আয়নায়
  • বরুণদাকে আমই নিজের বড় ভাইয়ের মতো সম্মান করতাম, শ্রদ্ধা জানাতাম
  • বৃহস্পতিবার বরুণদার লেখা না পড়লে আমাদের সপ্তাহটা ভালো যেত না
  • আমাদের সংগ্রামকে ভালবাসতেন, স্নেহ করতেন
  • পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়কে ২১সে জুলাই বেনেভলেন্ট কমিটির চেয়ারম্যান ও প্রদ্যুত দত্তকে সেক্রেটারি করেছিলাম
  • বরুণদার থেকে জেনেছিলাম মানুষকে কিভাবে সাহায্য করতে হয়
  • বরুণদা না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ও এই জায়গাটায় আসতেন না
  • এই ধরনের মানুষগুলোকে আমরা অসময়ে হারিয়েছি
  • অমিতাভদা একমাত্র যাকে বঙ্গবিভূষণ দিয়ে সম্মানিত করতে পেরেছি
  • আমি সাংবাদিকদের নিজের ঘরের লোকের মতো মনে করি
  • রাজ্যে শান্তির স্বার্থে পুলিশরা যেমন পাহাড়ে মার খাচ্ছে, সাংবাদিকরাও খাচ্ছে
  • সকাল ৯টা থেকে ইনফরমেশন পেয়েছি সাংবাদিকদের কিডন্যাপ করা হয়েছে, আটকে রেখে দেওয়া হয়েছে
  • সাংবাদিকদের ব্ল্যাকমেলিং করে বলা হচ্ছে আটকে রেখেছি, যা বলব, তাই দেখা
  • আমায় যদি কেউ বলে তোমাকে বন্দুক দিয়ে চমকাচ্ছি, ওরা জানে না বন্দুকটা কেড়ে নেওয়ার ক্ষমতা আমি রাখি
  • পাহাড়েও কেউ কেউ চাইছে বাংলাটাকে ভাগ করবার
  • It is a deep-rooted conspiracy, conspiracy ছাড়া কিছুতেই এত arms জোগাড় করতে পারে না
  • মনে রাখবেন, তা সত্ত্বেও পাহাড়ের শান্তি আমরা ফিরিয়ে আনব
  • Hooligans দের বিরুদ্ধে যা যা action নেওয়ার প্রত্যেকটা আমরা নেব
  • আমি নিজের জীবন দিতে রাজি আছি, বাংলাকে ভাগ হতে দেব না
  • মানুষের সঙ্গে বিস্বাসঘাতকতা, প্রতারনা করে কোনোদিন রাজনীতি করব না
  • সবাইকে এইটুকু সম্মান জানাতে পেরে আমরা কৃতজ্ঞ
  • বারবার করে ফিরে আসুন এই বাংলায়, বাংলা আপনাদের জন্য অপেক্ষা করবে

 

 

GJM bandh illegal, HC orders ignored: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee tore into the Gorkha Janmukti Morcha (GJM) supporters, stating that they aren’t listening to the court, even after it had passed an order citing the bandh was “illegal”.

“The board members of the State have formed a committee assuring that peace will prevail in the Hills as it will be their first priority to work on. The GJM supporters aren’t listening to the court, even after it had passed an order citing the bandh as illegal. I don’t know where they are getting the support from”.

She also sad that the “police did not fire”, but it was the protesters who fired.

Mamata Banerjee alleged that this violence was a “conspiracy” and that it had to stop, and that “the whole country is getting a bad name” because of the mindless violence by the protesters. However, she said, “the law will take its own course; we do not support vandalism and hooliganism”.

She added, “When the elections are nearing, why are they indulging in violence? Is it because they have lost all their credentials? I am ready to talk to them on this matter as we cannot support violation of the Constitution. The duty of a political party is to protect democracy”.

“We want peace and development in the Hills” while the protesters “have closed everything down”. She said that maintaining law and order was the responsibility of her Government. “We are the protectors of the Constitution; we will work courageously”.

She stressed the fact that the Government “always was and would always will be with the people of the Hills”.

Mamata Banerjee firmly hoped, “Let the bandh in the Hills come to an end; let peace return”.

She also announced that there will be an all-party meeting in Siliguri on June 22.

 

 

গতকাল হাই কোর্ট বলেছে এই বনধ বেআইনি, কিন্তু ওরা মানছে নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

পাহাড়ের বিষয় নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “পাহাড়ের শান্তি ও উন্নয়নের জন্য যেসব উন্নয়ন পর্ষদ আছে তাদের সঙ্গে আজ বৈঠক হয়েছে, ওনারা একটি কমিটি গঠন করেছেন পাহাড়ের শান্তির জন্য এটা গর্বের কথা। যা যা হচ্ছে এটা ষড়যন্ত্র। এসব অস্ত্র একদিনে আসছে না, অনেক দিন ধরে এসব জমা হয়েছে। পাহাড়কে এতদিন পিছিয়ে নিয়ে গেছে, এত টাকা অস্ত্র কোথা থেকে এল?”

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “আমাদের জওয়ান কিরণ তামাং কে ওরা মেরেছে, উনিও পাহাড়ের বাসিন্দা, আমরা shocked। গতকাল হাই কোর্ট বলেছে এই বনধ বেআইনি, কিন্তু ওরা মানছে না। আমাদের অনেক মিডিয়া বন্ধুদের কিডন্যাপ করেছে, ওরাও বিপদের মধ্যে রয়েছে। ওরা এখন জাতীয় পতাকা ব্যবহার করছে গুণ্ডামির জন্য। জাতীয় পতাকা আমাদের গর্ব, ওরা তাতে বোম ছুড়তে পারে না। পুলিশের গাড়ি, হাসপাতাল, পঞ্চায়েত অফিস জ্বালিয়ে দিয়েছে, জল সরবরাহ বন্ধ করে দিয়েছে। মিডিয়াদের ব্ল্যাকমেল করছে, ওরা কোথা থেকে এত strength পাচ্ছে?”

পর্যটকদের দুরবস্থার ব্যাপারে তিনি বলেন, “বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটক এখন বিপদে রয়েছেন। জোর করে ওরা বিদেশী পর্যটকদের বের করে দিচ্ছে, এটা ওরা করতে পারে না। ওদের সাহায্য করা আমাদের কর্তব্য।”

পাহাড়ের বাসিন্দাদের ব্যাপারে তিনি বলেন, “স্কুল-কলেজ, পরিবহন, দোকানপাট সব বন্ধ, রেশন না পেলে খাবার কি করে পাবে মানুষ? আমরা সমগ্র রাজ্যের মানুষকে খাবার দিই।”

বিচ্ছিন্নতাবাদীদের উদ্দেশ্যে তিনি বলেন, “৫ বছরে কি কাজ করেছে ওরা? যখন নির্বাচন আসছে তখন ওরা violence করছে, কারণ ওরা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। রাজনৈতিক দলের কাজ গণতন্ত্রকে রক্ষা করা, কারো ওপর গুলি চালানো ওদের কাজ নয়। আইন আইনের পথে চলবে, আমরা vandalism, hooliganism সমর্থন করি না। আমরাও আন্দোলন করেছি, কিন্তু এভাবে নয়। Terrorist দের সঙ্গে এর যোগাযোগ রয়েছে, আমরা গোয়েন্দা সূত্রে জানতে পেরেছি। যারা গুণ্ডামি করছে তাদের পাহাড়ের লোক চায় না।”

সবাইকে সতর্ক করে তিনি বলেন, “এই সব ব্যাপারে আমাদের দেশের বদনাম হচ্ছে, এই ষড়যন্ত্রের শেষ হওয়া দরকার। মিথ্যে বলছে, ওদের কথা শুনবেন না। পাহাড় আপনার অধিকার, পাহাড়ের শান্তি, আইন শৃঙ্খলা বজায় রাখুন। ওরা পাহাড়কে ধ্বংস করছে, বিক্রি করে দিচ্ছে। আমরা পাহাড়ের শান্তি, উন্নয়ন চাই, আজ ওরা সব বন্ধ করে দিয়েছে। এটা খুব serious বিষয়, আমরা এটা প্রতিরোধ করছি। ৮ তারিখ আমাদের ওপর আক্রমণের পরিকল্পনা করেছিল।”

তিনি সকলকে আশ্বস্ত করে বলেন, “২২ তারিখ শিলিগুড়িতে পাহাড়ে সর্ব দলীয় বৈঠক হবে। GJM রাজনৈতিক দল হলে আমরা ওদের সাথে আলোচনা করতাম। কিন্তু ওরা সংবিধান মেনে চলে না। আমরা সংবিধানের রক্ষক এবং আমরা সংবিধানের পথে চলি। আমরা পাহাড়ের সাথে ছিলাম, আছি, থাকব। পাহাড়কে সাহায্য করার জন্য, শান্তি রক্ষার জন্য যা যা দরকার আমরা করব। পাহাড়ের বনধ বন্ধ হোক, শান্তি ফিরে আসুক। আমরা সংবিধানের রক্ষক, আমরা সাহসিকতার সঙ্গে সব কাজ করব।”

যে গুজব ছড়ান হচ্ছে, সে ব্যাপারে সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন, “পুলিশ গুলি চালায়নি, ওরা নিজেরা গুলি চালিয়েছে।”

মুখ্যমন্ত্রী জানান ২২ তারিখ শিলিগুড়িতে সর্ব দলীয় বৈঠক হবে।

 

 

 

 

Making Aadhaar mandatory would make the poor, the marginalised the worst sufferers: Mamata Banerjee

Chief Minister Mamata has come down heavily on the Centre’s decision to make Aadhaar mandatory for opening bank accounts and carrying out financial transactions above Rs. 50,000.

In a message on Twitter, she said the gravest consequence of this decision would be the fact that the “poorest of the poor, the marginalised people will be the worst sufferers”.

She further said that since Aadhaar has serious issues about privacy, the Central Government must not make it mandatory for access to any service unless 100 per cent coverage has been achieved.

 

 

 

আধার বাধ্যতামূলক করা হলে গরিব ও প্রান্তিক মানুষরা ক্ষতিগ্রস্ত হবেন: মমতা বন্দ্যোপাধ্যায়

আধার কার্ড ব্যাঙ্কিং পরিষেবার জন্য বাধ্যতামূলক করার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি আজ টুইটারে লেখেন, “আধার কার্ড বাধ্যতামূলক করার কেন্দ্রের এই হঠকারী সিদ্ধান্তের ফলে সব থেকে বেশী ক্ষতিগ্রস্ত হবেন গরীব ও প্রান্তিক মানুষরা। ১০০% মানুষ আধার কার্ড না পাওয়া পর্যন্ত বাধ্যতামূলক করতে পারে না কেন্দ্র।”

তিনি আরও বলেন আধার এর সাথে ব্যক্তি-গোপনীয়তার অনেক সমস্যার এখনো সুরাহা হয়নি।

 

 

State Govt opens helpline for admission to UG & PG courses

As promised by Chief Minister Mamata Banerjee while speaking on stage during the felicitation of secondary and higher secondary toppers of various boards on June 13, a helpline has been started by the Bengal Government for providing assistance during admission to under-graduate and post-graduate courses at institutions in Bengal.

The toll-free number is 18001028014.

One can call between 10 am and 6 pm on all days except Sundays.

The helpline opened on June 15 and would remain open as long as the admission processes to various higher education institutions are going on.

The service is being provided by the State Higher Education, Science and Technology and Biotechnology Department.

 

স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য হেল্পলাইন চালু করল রাজ্য সরকার

কথা দিলেন, কথা রাখলেন মুখ্যমন্ত্রী। গত ১৩ তারিখ উত্তীর্ণ মুক্ত মঞ্চে দশম ও দ্বাদশ শ্রেনীর কৃতি পড়ুয়াদের সম্মান প্রদান করার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন রাজ্য সরকার সর্বত ভাবে সাহায্য করবে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে বিভিন্ন কোর্সে ভর্তিতে।

সেইমত তিনি আজই উদ্বোধন করলেন ১টি হেল্পলাইন টোলফ্রি নম্বরের।

টোল ফ্রি নম্বরটি হল ১৮০০১০২৮০১৪, রবিবার বাদে যেকোনো দিন সকাল ১০টা থেকে বিকেল ৬টা অবধি সাহায্য পাওয়া যাবে এই হেল্পলাইনে।

এই হেল্পলাইন চলবে ভর্তি পর্ব শেষ না হওয়া পর্যন্ত। এই পরিষেবা প্রদান করছে রাজ্য উচ্চ শিক্ষা দপ্তর, বিজ্ঞ্যান, প্রযুক্তি ও বায়োটেকনোলজি বিভাগ।

 

 

 

 

The police need to keep their eyes and ears open: Bengal Chief Minister

Chief Minister Mamata Banerjee, during a speech at a felicitation programme, jointly organisd by the West Bengal Police and the Kolkata Police, at the open-air stage, Uttirna in Kolkata yesterday, exhorted the police force to higher glory. The Chief Minister Mamata Banerjee on Thursday decided to increase the award money for the recipients of Sewa Padak, Prasangsha Padak and Nistha Padak.

She said that the force in Bengal has already achieved a lot, and the Trinamool Congress-led State Government has also done a lot for the force.

Among the infrastructure set up are 108 police stations, of which 80 are women’s police stations, five police commissionerates (with a sixth one almost ready). Eighty-eight fast-track courts have also been set up.

She also criticised the Opposition parties, asking them to bring a certain respectability to their protest programmes. “We also organised a lot of political movements but we didn’t hold the police responsible for everything. Now the prevalent mentality everywhere is to burn and destroy everything”.

She said, “All politicians are not bad, but even a single such can bring a bad name to everyone. We need to change our attitudes”.

She also stressed on learning from one’s mistakes: “Making mistakes is necessary too; it is from mistakes that we learn the correct thing”

She reminded the audience of the role of saviour that the police once played in her life too: “The CPI(M) had tried to kill me at a protest at Hazra crossing on August 16; it was a policeman who had saved me”

She said that her party does not support bandhs anymore.

She reminded the force that “the challenges before the police and the Government have increased manifold”. “Now you have to fight cyber crimes too; just about anyone is trying to create riots through irresponsible comments”

Since “the types of crimes have multiplied”, “the police need to keep their eyes and ears open” to fight them. She described the job of the police force as a “rough and tough job”.

She then spoke on the traffic awareness programme that the State Government has started: “We have started the ‘Safe Drive Save Life’ programme; we have to continue this”.

The Bengal CM re-stressed about the commitment of the State Government to the police: “It is the Government’s responsibility to look after the families of those who work for us”.

She reminded the force that “respect cannot be bought with money”. “The uniform of the police is what gives them respect; the police should walk with the people”.

She also held out the hope that “the Kolkata Police and the Bengal Police will one day show the path to the whole world” because, among other things, they “have done what others could not”.

“We have brought peace to Jangalmahal”. This is a major achievement. She said, “earlier, 400 people used to be killed every year in Jangalmahal, not it is zero – all due to the efforts of the police”

She ended by asking the police personnel to continue with their good work.

 

পুলিশের দায়িত্ব, চ্যালেঞ্জ অনেক বেড়েছে, তাদের আরও সতর্ক হতে হবেঃ মুখ্যমন্ত্রী

পুলিশ সরকারের সবচেয়ে বড় মুখ তাই কেউ কেউ পুলিশকে টার্গেট করছে। বৃহস্পতিবার কলকাতার আলিপুরে পুলিসের এক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, পুলিশের দায়িত্ব, চ্যালেঞ্জ অনেক বেড়ে গেছে। এখন সাইবার ক্রাইমকে মোকাবিলা করতে হয়, যে কেউ এক একটা উক্তি করে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। ক্রাইমের ধরন বেড়ে গেছে, সব দিকে নজর রেখে পুলিশকে কাজ করতে হবে, আর এটা রাফ অ্যান্ড টাফ জব। পুলিশের পোশাকই তাঁর সম্মান, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সাথে চলবেন।

তিনি আরও বলেন, “সব politician খারাপ নয়, একজন খারাপ করলে বাকিদের বদনাম হয়। পুলিশের ক্ষেত্রেও তাই। অজান্তে ভুল হতেই পারে, ভুল থেকেই মানুষ শেখে। ১৬ আগস্ট সিপিএম আমায় হাজরায় মেরে ফেলার চেষ্টা করেছিল, একজন পুলিশ আমায় বাঁচিয়েছিল”।

সরকার সেফ ড্রাইভ সেভ লাইফ চালু করেছে এটা পুলিশকে continue করতে হবে। ১০৮ টি পুলিশ স্টেশন তৈরী হয়েছে, এর মধ্যে ৪০ টি মহিলা থানা। ৮৮ টি ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরী হয়েছে। ৫ টি পুলিশ কমিশনারেট হয়ে গেছে, ষষ্ঠ টিও (চন্দননগর) অনুমোদন পেয়ে গেছে।

তাঁর বিশ্বাস কলকাতা ও বাংলা পুলিশ সারা বিশ্বকে একদিন পথ দেখাবে। যা অন্যরা করতে পারে না বাংলা তা করে দেখিয়েছে। জঙ্গলমহলে শান্তি ফিরে এসেছে। গত ৫ বছরে জঙ্গলমহলের ১২০০০ মানুষ খুন হয়েছে। আগে জঙ্গলমহলে বছরে ৪০০ লোক খুন হত, এখন তা শূন্য, এটা  পুলিশের কৃতিত্ব।