Process of dialogue for restoring normalcy in the Hills has begun: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today held a meeting with political parties from the Hills to end the ongoing impasse in the Darjeeling Hills and restore normalcy in the region.

Four major political parties (GJM, JAP, GNLF and TMC) were present at the meeting.

 

Here is what the Chief Minister said after the meeting:

Today’s meeting was positive and cordial. A dialogue process has been initiated to restore normalcy in the Hills and bring back peace in the region.

Dialogue is a continuous process. Regular interaction will continue. We will meet again on September 12 in Uttarkanya at 3 PM.

We are all in favour of restoring peace and normalcy in the Hills. We requested them (the Hill parties) to withdraw the bandh, as common people are suffering. Tea, tourism, transport sectors have been hampered.

Let them take their time. They have their own political considerations. Government is bound by its constitutional mandate. But the process of dialogue should continue.

We thank the representatives of all the Hill parties who were present today. We want peace and progress in the Hills.

 

 

পাহাড়ের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে আলোচনা প্রক্রিয়া চলবে: মমতা বন্দ্যোপাধ্যায়

 

পাহাড়ে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে আজ নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাহাড়ের ৪ টি বড় রাজনৈতিক দল (GJM, JAP, GNLF and TMC) আজকের এই বৈঠকে উপস্থিত ছিল।

 

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

আজকের এই বৈঠক ইতিবাচক হয়েছে। আজকের এই বৈঠকের মাধ্যমে একটি আলোচনা প্রক্রিয়া শুরু হয়েছে। পাহাড়ের সমস্যার সমাধান করতে এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে আজকের এই বৈঠক।

এখন থেকে নিয়মিত আলোচনা হবে। আগামী ১২ সেপ্টেম্বর বেলা ৩ টেয় উত্তরকন্যায় বৈঠক হবে।

আমারা চাই পাহাড়ে শান্তি ফিরে আসুক, সমস্যার সমাধান হোক। বনধ তুলে নেওয়ার জন্য আমরা ওদের (পাহাড়ের দলগুলিকে) অনুরোধ করেছি। চা বাগান বন্ধ হয়ে গেছে; পর্যটন, পরিবহণ সব কিছুর ক্ষতি হচ্ছে।

পাহাড় নিয়ে আলোচনা শুরু হল, বৈঠক হয়েছে মানেই আলোচনার পথ এগিয়েছে। এবার ওদের (পাহাড়ের দলগুলি) নিজেদের আলোচনা করতে দিন, ওদের কিছু সেট আপ রয়েছে। তবে নিয়মিত আলোচনা হবে।

পাহাড়ের সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমার ধন্যবাদ। পাহাড়ের ভাই-বোন ভালো থাকুক, শান্তিতে থাকুক। পাহাড়ের উন্নয়ন হোক।

2019 will be a fight for ‘poriborton’ at Centre: Mamata Banerjee at TMCP Foundation Day rally

A rally to commemorate the foundation day of Trinamool Chhatra Parishad was held at Mayo Road in Kolkata today. Like every year, Trinamool Chairperson Mamata Banerjee addressed the students on the occasion.

Mamata Banerjee said youths and students are the future of the country and they have to lead the fight for ‘poriborton’ (change) at Centre in 2019. She also advised them to be active on social media to counter the ‘fake narrative’ of BJP.

 

Highlights of Mamata Banerjee’s speech:

The students are the future of the country. You will be the architects of the nation’s future. You will shape the society. Students must focus on building bonds with people. Leaders of the future will emerge from among the student community.

Becoming a political activist does not make anyone bad. My political career started as a student activist.

Life is not just about education. You have to become good human beings. Swami Vivekananda had said development of character is the most important thing in life.

28 August is a historic day for us. We renew our pledge today to serve the people, to live up to the ideals we fight for.

Students must use social media wisely. Some political parties have turned Facebook into ‘Fakebook’ using money power.

We have struggled for 34 years against the Left. And now the Leftists have bowed down before the Right-Wing. Ram had fought Ravan, not Rahim. ‘Fake’ Ram has come from Delhi and ‘Bam’ (Left) have joined them.

Trinamool-led Bengal Government took a stand in favour of right to privacy and the Supreme Court gave a verdict in favour of that right.

From birth to death, the Centre wants to impose Aadhaar on everything. They will have access to your personal details – what you say, what you do, where you go, what you eat – by linking Aadhaar with phone. What will happen if the data is hacked? What about individual right to privacy?

Some leaders give only bhashan not ration. Where is the achhe din? People cannot even have sweets, thanks to the burden of taxes. We are doing all the work – from building toilets to digitisation – and they are taking all the credit.

The youth and students will have to bring ‘poriborton’ in 2019. You will have to make ‘New India’ by infusing fresh blood.

They have started ‘Beti Bachao, Beti Padhao’ project and the budget for entire country is Rs 100 crore. That means roughly Rs 2.5 crore per State. What is the use? In Bengal, we have ‘Kanyashree’ scheme and have allotted Rs 5000 crore for it.

They are trying to incite violence between Hindus and Muslims in Bengal over Durga Puja. Do not fall prey to their incitement. In our culture, bishorjon never happens on Ekadoshi. Why is the BJP so insistent on having bishorjon on that day? They could not handle the situation in Panchkula. If Ganapati Visarjan and Muharram fall on the same day, can they manage? Let them set their own house in order. Manage Panchkula and Uttar Pradesh first.

In Panchkula, they could not handle one incident. More than 30 people lost their lives. If some incident happens in BJP-ruled State, Army is immediately called in. But no help is offered to non-BJP States.

Trinamool is ‘naram-garam’. In the service of people, we are ‘naram’ but if someone crosses our path, we are ‘garam’.

Our slogan is ‘BJP Hatao, Desh Bachao’. Bengal will show the way.

 

২০১৯ এর লড়াই পরিবর্তন নিয়ে আসুকঃ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ছাত্র পরিষদের সভায়

আজ তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রতি বছরের মত এ বছরও গান্ধীমূর্তির সামনেও সমাবেশ অনুষ্ঠিত হল। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি বলেন ছাত্ররাই দেশের ভবিষ্যৎ। ২০১৯ এর লড়াই সারা দেশে পরিবর্তন নিয়ে আসবে।

বিজেপি সোশ্যাল মিডিয়ায় যে কুৎসা ছড়াচ্ছে, তার বিরুদ্ধে ছাত্রছাত্রীদের আরও সরব হওয়ার পরামর্শ দেন তিনি।

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

ছাত্ররাই আমাদের দেশের ভবিষ্যৎ। সবুজের দল কোন বাধা মানে না। এরাই দেশ গড়বে, সমাজ গড়বে। শিক্ষক – ছাত্রছাত্রীদের এই সুদৃঢ় বন্ধন আরও সংগঠিত করতে হবে।

রাজনীতি করলে কেউ খারাপ হয় না। আমার রাজনৈতিক কেরিয়ার ছাত্রজীবন থেকেই শুরু।

শুধু পড়াশোনা করার নাম জীবন নয়। আমরা চাই ছাত্ররা ভালোভাবে সমাজসেবা করুক, ভালো মানুষ হোক, প্রকৃত মানুষ হোক। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ‘আমি চাই উন্নততর মানুষ’।

২৮ আগস্ট আমাদের কাছে একটি ঐতিহাসিক দিন। এটি ভবিষ্যৎকে পাথেয় করে এগিয়ে যাওয়ার দিন, শপথ নেওয়ার দিন, অঙ্গীকার করার দিন, মানুষকে সঙ্গবদ্ধ  করা দিন।

ছাত্রছাত্রীরাই নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। কোন কোন রাজনৈতিক দল টাকার জোরে ফেসবুককে ফেকবুকে পরিণত করছে। ছাত্রছাত্রীদের এই ব্যাপারে আরও সতর্ক হতে হবে।

৩৪ বছর ধরে আমরা সিপিএমএর বিরুদ্ধে লড়াই করেছি। এখন ওরা এখন দক্ষিণপন্থী দলের কাছে মাথা নত করছে। রাম রাবণের সাথে যুদ্ধ করেছিলেন, রহিমের সাথে নয়। দিল্লি থেকে এসেছে ‘নকল’ রাম, আর তার সাথে জুটেছে বাম।

আজ মানুষের privacy কেড়ে নেওয়া হচ্ছে। আমরা মাননীয় সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞ যে তারা বলে দিয়েছিলেন – গোপনীয়তা মানুষের মৌলিক অধিকার। তৃণমূল প্রথম stand নিয়েছিল।

একটা বাচ্চার জন্ম হলেই আধার কার্ড বাধ্যতামূলক। আরে, বাচ্চাদের চোখ matured হতে সময় লাগে।  মূর্খের মত সব বলে দিচ্ছে। আপনার সব personal details এর access থাকবে ওদের কাছে। কি বলছেন, কি করছেন, কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন – সব জানা যাবে মোবাইল ও আধার লিঙ্ক করলে। মানুষের কোন নিরাপত্তা নেই। যদি সব তথ্য হ্যাক হয়ে যায় তখন কি হবে?

মোহাব্বাত কাম সে হোতা হ্যায়, ভাষনো শে নেহি। কোথায় গেল আচ্ছে দিন? বলছে মিষ্টি খাওয়া বাদ দিন, সিঙ্গারা খাওয়া বাদ দিন, চাকরি বাদ দিন, বেকার বাড়িয়ে দিন, হিন্দু মুসলমান ভাগ করে দিন, সব্বাইকে বাদ দিন। আমরা করলাম ডিজিটাল, রাস্তা পরিষ্কার, বাথরুম নির্মাণ আর ভাষন বাজি দিচ্ছে ওরা।

 ২০১৯ এর লড়াই পরিবর্তন নিয়ে আসুক ভারতবর্ষের বুকে, বাংলা থেকেই ডাক দিতে হবে পুরো ইন্ডিয়াতে পরিবর্তন দরকার আছে। স্টুডেন্ট ও ইউথ জেনারেশন নিউ ব্লাড দিয়ে নিউ ইন্ডিয়া গঠন করবে।

 বলছে বেটি বাঁচাও বেটি পড়াও, এই প্রজেক্ট পুরো দেশে ১০০ কোটি টাকার, আড়াই কোটি করেও একটা রাজ্যের জন্য হবে না।আমাদের কন্যাশ্রী প্রজেক্ট ৫,০০০ কোটি টাকা খরচ করেছি শুধু বাংলায়।

 রাম রহিমের নামে আমাদের এখানে রোজ দাঙ্গা লাগানোর চেষ্টা করে। গণপতি পুজোর বিসর্জন ও মহরম একসঙ্গে পড়লে সামলাতে পারবে তো? পেরেছে কোনোদিনও? একাদশীর দিন আমরা মাকে বিসর্জন দিই? অমাবস্যার দিন দিই? না। কোনও কোনও জেলায় গিয়ে বিজেপির একটা পরিকল্পনা হয়েছে ধর্মীয় সুড়সুড়ি দিয়ে দাঙ্গা লাগানোর।

 আগে পঞ্চকুলা সামলাও তারপর বাংলার দিকে তাকাও, আগে উত্তরপ্রদেশ সামলাও তার পর বাংলার দিকে তাকাও, আগে মধ্যপ্রদেশে কৃষক হত্যা সামলাও তার পর বাংলার দিকে তাকাও।

 একটা রামরহিমকে ঠেকাতে গিয়ে ৩০ জনের ওপর মানুষ মোড়ে গেল একদিনে, কত মানুষ আহত। দার্জিলিঙের জন্যও ৪ ব্যাটেলিয়ান সেনা চেয়েছিলাম,  কোর্টের অর্ডারের পরে পেয়েছি। আর হরিয়ানা পেয়েছে ৪০ ব্যাটেলিয়ান। বিজেপির রাজ্য হলে একরকম, অন্য রাজ্য হলে আরেকরকম।

 তৃণমূল কখনও নরম, কখনও গরম, যখন জনগণের জন্যও প্রয়োজন, তৃণমূল মানবিক, আর কেউ যদি মনে করে দলটাকে শেষ করে দেব, তাকে তৃণমূল কিন্তু রুখে দাঁড়ায়, প্রতিবাদ করে, গর্জন করে।

 বাংলায় স্লোগান উঠবে, “বিজেপি হাটাও, দেশ বাঁচাও”। বাংলাই আগামী দিনে পথ দেখাবে।

 

Film on how Govt schemes, including Kanyashree, help girl child to achieve her dreams

After wowing the world at the United Nations Public Service Awards in The Hague last June, the Kanyashree Scheme is now entering the world of celluloid. Not just Kanyashree but Yuvashree, Sabuj Sathi and others are also garnering the attention of everyone – schemes behind most of whose ideations lay the vision of Chief Minister Mamata Banerjee, a vision which has made the governance of Bengal the cynosure of all eyes in India. Film-maker Suman Mukhopadhyay is going to make a film on the scheme.

According to the film-maker, the raw material for good Bengali films is taken from real-life events, and there is no bigger reality now than the successful running of such schemes.

Already plays have been staged with the ideas for the stories taken from various the various schemes and their huge positive impacts. Now comes the turn of films. According to the director, the story of the film revolves around a girl named Ichha (meaning ‘wish’) and how the schemes of the government helped her to stand up for herself and become someone of worth to society.

Ichha is the daughter of poor parents living in a village. Despite the tough conditions of her life, she dreams of becoming a doctor. Kanyashree helps her to complete school, where she gets to eat through the Mi-Day Meal Scheme. Her good performances in class result in her getting a bicycle through the Sabuj Sathi Scheme, to travel to school and back. Her father gets work under the 100 Days’ Work Scheme, and the money he gets helps to run the family.

After successfully completing school, she comes to Kolkata to complete higher education and at this stage too, another scheme comes to her help – Yuvashree, through which she gets scholarship. She completes her higher education successfully too, and through the help of her school teacher and a youth leader, she sees the flowering of her dreams. In this way, it would be shown in the film how, at every stage of life, government schemes help Ichha to overcome the adversities of life and achieve success.

 

“কন্যাশ্রী” সিনেমা এবার নেদারল্যান্ডসে

নেদারল্যান্ডসের হেগ শহরে সাড়া বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জনের পর এবার বাংলার সেলুলয়েডের দুনিয়ায় পা রাখতে চলেছে মা মাটি মানুষের সাধের “কন্যাশ্রী”। ইতিমধ্যেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম বাংলায় জায়গা করে নিয়েছে কন্যাশ্রী থেকে যুবশ্রী। তাই বর্তমান সরকারের একাধিক উদ্যোগকে কেন্দ্র করে এবার ছবি তৈরিতে মাঠে নামলেন পরিচালক সুমন মুখোপাধ্যায়। এই ছবির বিষয়ে তিনি জানান, ‘বাংলা ছবিতে মূল রসদ সংগ্রহ করা হয় বাস্তবিক ঘটনার প্রেক্ষাপট থেকেই। বর্তমানে কন্যাশ্রী’র মত সফল বাস্তব সত্য আর কথাও নেই।

ইতিমধ্যেই সরকার কেন্দ্রিক বিভিন্ন উদ্যোগ কে নিয়ে রঙ্গমঞ্চে একাধিক নাটক মঞ্চস্থ হয়েছে। তাই এবার কন্যাশ্রীকে সরাসরি সেলুলয়েডের পর্দায় তুলে ধরারই চেষ্টা করছি। বছর দুই আগে থেকেই কন্যাশ্রী বিষয়ের ওপর চলচিত্র বানানোর পরিকল্পনা ছিল। এবার সেই চিন্তাই রুপায়নের পথে’।

ছবির গল্পের বিষয়বস্তু নিয়ে তিনি বলেন, ‘আমি আজ থেকে ১০ বছর এগিয়ে নিয়ে গিয়ে মানুষের কাছে কন্যাশ্রীর সফতলাকে তুলে ধরছি এই গল্পে। এখানে ইচ্ছা নামে একটি মেয়ের জীবনকে কেন্দ্র করেই এই গল্প আবর্তিত হবে। গল্পে একটি গ্রামের দরিদ্র পরিবারের মেয়ে ইচ্ছা। বাবা-মা ও তার বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্নকে ঘিরেই তার জীবন। ইচ্ছার কন্যাশ্রীর অর্থে স্কুলে পড়া, সেখানকার মিড ডে মিল খেয়ে খিদে মেটানো, স্কুলে ভালো ফল করায় ‘সবুজ সাথী’র পক্ষ থেকে সাইকেল পাওয়া। এছাড়াও সংসারের অচলাবস্থা কাতাতে ইচ্ছার বাবার ১০০ দিনের কাজে যুক্ত হওয়া। এইভাবেই প্রতিটি স্তরেই তুলে ধরা হবে সরকারি প্রকল্পের বিভিন্ন উদ্যোগকে। তারপর আসতে আসতে স্কুলের গণ্ডি পেরিয়ে কলকাতায় উচ্চশিক্ষার জন্য চলে আসা এবং যুবশ্রী’র অনুদানে পড়া শেষ করে কীভাবে শেষ পর্যায়ে গ্রামের শিক্ষক ও যুবনেতার সাহায্যে নিজের স্বপ্নকে প্রতিষ্ঠিত করার মধ্যে দিয়েই এগোবে চিত্রপট।

 

Bengal: Low-weight & anaemic children, women decreased significantly

The number of low-weight and anaemic children under five years and women in Bengal is decreasing rapidly, according to a recent report by the Union Ministry of Women & Child Development. The ministry came to the conclusion after analysing and comparing the National Family Health Surveys of 2005-06 (NFHS-3) and 2015-16 (NFHS-4).

According to the data, the percentage of underweight children under five years of age came down from 38.7 to 31.5; the number of anaemic children also came down – from 61 per cent to 54.2 per cent.

The percentage of underweight women in Bengal between the ages of 15 and 49 years decreased in the ten-year period from 39.1 per cent to 21.3 per cent, while the percentage women suffering from anaemia came down from 63.2 to 62.5 per cent.

When compared to the national averages too, the performance of Bengal is significant.

The report presented data collated from the NFHS-3 and NFHS-4 reports for rural areas regions separately, and in that respect too, Bengal fared quite well.

 

Source: Bartaman

 

 

কম ওজন ও রক্তাপ্লতায় ভোগা শিশু-মহিলার হার কমেছে রাজ্যে, প্রকাশ কেন্দ্রীয় রিপোর্টে

 

কম ওজন ও রক্তাল্পতায় ভোগা মহিলা এবং পাঁচ বছরের কম বয়সি শিশুর হার লক্ষ্যণীয়ভাবে হ্রাস পেয়েছে পশ্চিমবঙ্গে। আজ লোকসভায় নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের পেশ করা একটি রিপোর্টে বিষয়টি স্পষ্ট হয়েছে। ২০০৫-০৬ সালেরন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে (এনএফএইচএস-৩) এবং ২০১৫-১৬ সালের এনএফএইচএস-৪-এর পরিসংখ্যান উল্লেখ করে ওই রিপোর্ট পেশ করা হয়েছে। আর সেই তথ্য অনুযায়ী, ২০০৫-০৬ সালে পশ্চিমবঙ্গে কম ওজনের শিশুর (পাঁচবছরের নীচে) হার ছিল ৩৮.৭ শতাংশ। পরবর্তী দশ বছরের মধ্যেই (এনএফএইচএস-৪) তা কমে দাঁড়িয়েছে ৩১.৫ শতাংশে। একইভাবে রক্তাল্পতায় ভোগা শিশুর সংখ্যাও উল্লিখিত দশ বছরে ৬১ শতাংশ থেকে কমে ৫৪.২ শতাংশহয়েছে।

একই সমস্যায় ভুগতে থাকা রাজ্যের মহিলাদের (১৫ থেকে ৪৯ বছরের মধ্যে) হারও নির্ধারিত সময়সীমায় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ২০০৫-০৬ সালে রাজ্যে কম ওজনের (আন্ডারওয়েট) সমস্যায় ভোগা মহিলার হার ছিল ৩৯.১শতাংশ। দশ বছর পরে তা কমে দাঁড়িয়েছে ২১.৩ শতাংশে। আর রক্তাল্পতায় ভুগতে থাকা মহিলার সংখ্যাও দশ বছরে ৬৩.২ শতাংশ থেকে কমে ৬২.৫ শতাংশ হয়েছে। এদিন পেশ করা রিপোর্টে আলাদাভাবে দেশের গ্রামাঞ্চলের ছবিওতুলে ধরেছে সংশ্লিষ্ট মন্ত্রক। স্বাভাবিকভাবেই গ্রামবাংলাতেও ওই দুই ক্ষেত্রেই আক্রান্তদের হার লক্ষ্যণীয়ভাবে কমেছে।

একইসঙ্গে নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কৃষ্ণা রাজ লিখিতভাবে জানিয়েছেন, শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয়, উল্লিখিত দশ বছরে সারা দেশেই কম ওজন এবং রক্তাল্পতায় ভোগা মহিলা ও শিশুর হার কমেছে। সারা দেশে রক্তাল্পতারসমস্যায় ভোগা শিশুর হার ৬৯.৪ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৫৮.৪ শতাংশে। এক্ষেত্রে মহিলাদের হার ৫৫.৩ থেকে কমে হয়েছে ৫৩ শতাংশ। আবার কম ওজনের ক্ষেত্রে শিশুর হার সারা দেশে ৪২.৫ শতাংশ থেকে কমে হয়েছে ৩৫.৭শতাংশ। মহিলার হার ৩৫.৫ শতাংশ থেকে হ্রাসপ্রাপ্ত হয়েছে ২২.৯ শতাংশ। কেন্দ্রীয় মন্ত্রী লিখিতভাবে জানিয়েছেন, সারা দেশেই এই হার আরও কমিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যেই অনেক কর্মসূচি গ্রহণ করেছে সরকার।

News source: Bartaman, Image source: CINI

Bengal Govt to hold talks on Hills crisis on August 29: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee today held a press conference at the State secretariat, Nabanna, to announce that the president of the central committee of the Gorkha National Liberation Front (GNLF) has written to the Bengal Government, asking for a “high-level intervention to end the present crisis in the Hill areas of Darjeeling” and has “humbly requested for talks to restore peace and normalcy in the Hills”.

The Chief Minister said that the Government, ever eager to bring normalcy to the Darjeeling and the entire Hills region, has “decided to respond positively to the request”, setting August 29 as the date for a meeting at which not only GNLF but “all major political parties will be called”. The meeting will be held at Nabanna from 4 pm. That the Government is attaching importance to the fact that GNLF has extended the hand of friendship to the Government was also borne out when she said, “GNLF is a very old party”.

She said, “Representatives of the development boards will also be called to the meeting”. Mamata Banerjee also extended an open invitation to all “political parties that think on similar lines as the GNLF”, saying they are “welcome to join” as well.

“We are in favour of peace, normalcy and development. We are ready to talk to anyone who is in favour of peace and normalcy. I had myself chaired a meeting with all the chairpersons of the development boards”, said the Chief Minister in the course of the press conference.

Underlining once again the policy of the State Government, the Chief Minister said, “We want development of the Hills. I appeal to my brothers and sisters in the Hills to cooperate with us to restore peace and normalcy there. Working together is essential for the development of the Hills and of the State as a whole”.
 

 

আগামী ২৯ আগস্ট পাহাড় নিয়ে বৈঠক করবে রাজ্য সরকারঃ মমতা বন্দ্যোপাধ্যায়

 

দার্জিলিঙের এ শান্তি ফিরিয়ে আনার জন্য আলোচনার আবেদন জানিয়ে গতকাল GNLF এর কেন্দ্রীয় কমিটি-র সভাপতি মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দেন। সেই চিঠির সদর্থক জবাব দিয়ে আজ নবান্নে একটি সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ

GNLF এর Central Committee-র সভাপতি গতকাল আমাদের একটা চিঠি পাঠিয়েছেন দার্জিলিঙে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য একটি বৈঠক করার জন্য। দার্জিলিঙে শান্তি ফিরিয়ে আনার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠকের অনুরোধ জানিয়েছেন তারা।

আমি ওদের অনুরোধের প্রেক্ষিতে respond করছি। যারা শান্তি ও উন্নয়নের পক্ষে, তাদের সঙ্গে সরকার সব সময় কথা বলতে পারে। কথা বলাটা রাজনৈতিক সৌজন্যতা। আমরাও চাই উন্নয়ন হোক, শান্তি আসুক। এর আগে আমি দার্জিলিঙের উন্নয়ন পর্ষদগুলির চেয়ারম্যানদের নিয়ে একটা বৈঠক করেছিলাম। GNLF অনেক পুরনো দল। ওনারা কথা বলতে চান, এটা একটা শুভ সংকেত, constructive সংকেত।

আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ২৯ তারিখ বিকেল ৪ টেয় নবান্নে একটি বৈঠক করব, যারা শান্তির পক্ষে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে চান তাদের নিয়ে। মেজর পলিটিকাল পার্টির নেতারা সহ সব উন্নয়ন পর্ষদের প্রতিনিধিরা থাকবেন এই বৈঠকে। এই সিদ্ধান্তের সাথে যারা একমত সেইসব পার্টি চাইলে এগিয়ে আসতে পারেন।
আমরা পাহাড়ের উন্নয়ন চাই। আমরা চাই পাহাড়ে স্বাভাবিক অবস্থা ফিরে আসুক। পাহাড়ে শান্তি বজায় রাখার জন্য আমি পাহাড়ের ভাই বোনেদের আবেদন জানাচ্ছি। পাহাড় সহ সমগ্র রাজ্যের উন্নয়নের জন্য আমাদের একসাথে কাজ করা জরুরী।

 

 

Bengal Govt to build five bridges to improve connectivity in the Sundarbans

The State Government will construct five more bridges in the Sundarbans to improve connectivity between the different islands in the region. The construction will be completed over the next five years.

Several steps have been taken recently to improve road connectivity in the Sundarbans region, and the construction of the five bridges are a part of that initiative.

The Sundarbans is a major tourist draw and the Government is doing a lot of work to ramp up the infrastructure.

The improvements in infrastructure are turning out to be a big boon for the locals as well. Creating a viable system of transport and communication has always been a challenge in the mangrove islands and, to this end, the Government is bridging the gaps rapidly.

Source: Millennium Post

 

সুন্দরবনের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য আরও সেতু নির্মাণ করবে রাজ্য সরকার

সুন্দরবন অঞ্চলের বিভিন্ন দ্বীপগুলির মধ্যে সংযোগ স্থাপনের জন্য আরও পাঁচটি সেতু নির্মাণ করবে রাজ্য সরকার। আগামী পাঁচ বছরের মধ্যে এই নির্মাণ কাজ শেষ হয়ে যাবে। এর জন্য ২৮৫ কোটি টাকা ধার্য করা হয়েছে।

সুন্দরবন পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান। তাই এর পরিকাঠামো উন্নয়নের জন্য অনেক কাজ করেছে রাজ্য সরকার।

গোদাখালি, গোসাবা সেতুর কাজ ৪ বছরের মধ্যে শেষ হবে।সুন্দরবনের মানুষের কাছে যোগাযোগের নতুন দিক খুলবে। যেখানে যেখানে জেটি ও রাস্তা খারাপ হয়ে গেছে, সেগুলোও মেরামত করা হবে।

 

Centre must not discriminate between states in providing relief funds: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee today surveyed the flood-affected districts of North Bengal, even wading through some of the submerged areas in a bid to feel the suffering of the people. She spoke to some affected villagers and prioritised relief measures. Later, she spoke to the media at the Malda Municipality headquarters.

 
Excerpts from the media interface

 

 

The floods have taken place due to the release of water by the DVC and Farakka Barrage. The state of the reservoirs and river beds has become such that people are getting hit more by the release of water rather than by rains.

 
Necessary steps

I have discussed the situation with the district officials. They as well as the State Government are monitoring the situation. These measures have to be followed:

  • It is necessary to stand by the people in their hour of need – to shelter them, to look after their needs.
  • After the flood waters recede, primary healthcare centres, hospitals, tube-wells and schools need to be cleaned on a priority basis.
  • Authorities have to be alert to combat water-borne diseases.
  • The State Government will reconstruct affected schools, colleges, bridges, agricultural land and betel leaf plantations.

 

The floods have occurred due to the abnormal rise in water levels. The Centre should see to it that dredging is done properly. Bengal has become like a boat. Neither the Farakka Barrage nor the reservoirs under the DVC are dredged.

There is no water during the summer and during the monsoon it is the opposite – an excess of water. I am not in favour of submerging people by building dams and releasing water when they cannot hold it. But then everyone should be careful. We want to maintain good relations with everyone. Let everyone be happy. It is everyone’s duty to stand by the affected people.

 
About the destruction due to floods

Till date, 152 people have died due to floods in the State this year. This is not a small number; it is a very unfortunate situation. Almost 1.5 crore people have been affected all across the State. The State Government does not delay in conveying aid, it is trying its best. About four lakh tents have been distributed; more are being provisioned for distribution. There is enough aid material. We are not stingy about distributing them. Many speed boats are also operating in the flooded areas for distributing relief. The floods have caused losses totalling almost Rs 14,000 crore in 11 districts of the State.

 
On Central Government aid

The Central Government has provided aid packages worth Rs 2,000 crore each to Gujarat and Assam. All states must get Central aid. Bengal has been less affected by floods than Gujarat and Assam. We would send a detailed report and expect the help which is needed. I have also written to the Prime Minister a few times regarding the erosion of the Ganga’s banks but no actions have been taken.

 

 

বন্যায় প্রায় ১৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়

 

আজ উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জলে নেমে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। দুর্গতদের সঙ্গে কথাও বলেন। এরপর মালদার পৌরভবনে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

বন্যা হচ্ছে নদীর জল ছাড়ার কারণে। দক্ষিণবঙ্গে যখন বর্ষা হয়েছিল তখন ডিভিসির ছাড়া জলে অধিকাংশ লোক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভারতের নদীর গতিপথ এমন হয়েছে যে এখানেও প্রাকৃতিক দুর্যোগের জলের থেকেও নদীর জল বেড়ে গিয়ে বন্যা হয়েছে। কারণ নদীর নীচ থেকে জল ওঠে।

এই অবস্থায় আমাদের করনীয়ঃ

এই সব জেলার আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছি। ওনারাও মনিটারিং করছেন।  ওখান থেকেও আমরা অনবরত মনিটারিং করছি।

  • মানুষের বিপদে তাদের পাশে দাঁড়াতে হবে। মানুষকে আশ্রয় দেওয়া, তাদের সুবিধা-অসুবিধা দেখা
  • বন্যার পর প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, হাসপাতাল, নলকূপ, স্কুল পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে।
  • বন্যার পর জল বাহিত রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। সেসব দিকে নজর রাখতে হবে।
  • বাড়িঘর, স্কুল-কলেজ, রাস্তা, সেতু, চাষের জমি, পানের বরজ নষ্ট হয়েছে সেগুলো সরকার দায়িত্ব নিয়ে করে দেবে।

 

নদীর জল বেড়ে গিয়ে বন্যা হয়েছে, এগুলি প্রাকৃতিক ব্যাপার। কেন্দ্রের দেখা উচিত, ভালো করে ড্রেজিং করা উচিত। বাংলা একটা নৌকার মত। ফরাক্কা, DVC কিছুরই ড্রেজিং হয় না।

গরমকালে জল পাওয়া যায় না আর বর্ষাকালে বাঁধ ভেঙে দিয়ে ডুবিয়ে দেওয়া হয়। বাঁধ কেটে অন্য কাউকে ডুবিয়ে দেওয়ার পক্ষে নই আমি। তেমন বাকিদেরও খেয়াল রাখতে হবে তাদের সবার একটা সীমানা আছে। আমরা সকলের সঙ্গে ভালো সম্পর্ক maintain করে চলি। সবাই ভালো থাকুক। সকলেরই কর্তব্য মানুষের পাশে থাকা।

বন্যায় ক্ষয়ক্ষতি প্রসঙ্গেঃ

বন্যায় এখনও পর্যন্ত ১৫২ জন মারা গেছেন। সংখ্যাটা কম নয় – এটা খুবই দুঃখজনক। সব জেলা মিলিয়ে প্রায় দেড় কোটি মানুষ ক্ষতিগ্রস্ত। সরকার ত্রাণ নিয়ে অবহেলা করে না, সরকার তাদের সাধ্যমতো সাহায্য করছে। প্রায় ৪ লক্ষ ত্রিপল দেওয়া হয়েছে। আরও মজুত করা আছে। ত্রাণ পর্যাপ্ত আছে। ত্রাণ দিতে আমরা কার্পণ্য করি না। বন্যায় প্রায় ১৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে, প্রায় ১১ টি জেলা ক্ষতিগ্রস্ত। অনেকগুলি স্পিড বোট দেওয়া হয়েছে।

কেন্দ্রের সাহায্য প্রসঙ্গেঃ

কেন্দ্রীয় সরকার আসাম, গুজরাতকে ২০০০ কোটি টাকা করে প্যাকেজ দিয়েছে, আমি চাই সব রাজ্যই পাক। গুজরাট, আসামের চেয়ে বাংলা বন্যায় কম ক্ষতিগ্রস্ত নয়। আমরা আমাদের সম্পূর্ণ রিপোর্ট পাঠাবো এবং আশা করব আমরা আমাদের ন্যায্য পাওনা পাব। গঙ্গার ভাঙন নিয়েও কয়েকবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি, কিন্তু এখনও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

 

 

Development and grassroots connect are our weapons: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee held a question-and-answer session at the Rising Bengal summit on August 18 in Kolkata. Presented below are excerpts from that session.
QUESTION (by moderator Bhupendra Choubey): What were the primary challenges during the last six years?

ANSWER: The work culture had eroded. The last government had accumulated a debt of Rs 2 lakh crore. In this state of things, it is difficult to run a government. In spite of that we have done so, and given stress on the social development of the state.

We have started a scheme whereby rice is gives at Rs 2 per kg. Health care is provided for free. There has been development of all sections of people through schemes like Kanyashree and Yuvashree. Bicycles are distributed for free through Sabuj Sathi, making it easier for students to attend school. Hospital beds for newborns have been increased. The State Government provides special ambulances that are available for transporting pregnant mothers to hospitals.

QUESTION (by Rabindra Bharati V-C): Can arrangements be made for creating more awareness about Bengal’s art and culture?
.
ANSWER: We give importance to rural culture; 1 lakh 82,000 folk artistes have got work and are spreading awareness about the various State Government schemes and programmes.

We have created jobs. We have started out on the path of social development.

Isn’t Bengal a part of the country too? In a democracy, one has to take everyone along.

We organise meetings on the progress of work with block-level officers. We regularly evaluate the work of important sectors like agriculture, fishery, etc. through departmental meetings. We are from the grassroots and we keep in touch with the grassroots. There is no other state that nurtures its grassroots like the way we do.

Though industry and culture/education are two separate categories, there are relations between education and industry. We have set up more than 300 polytechnic colleges and industrial training institutes (ITIs), and 46 colleges, and enabled the setting up of eight private universities. Companies have their CSR…it would have been good if their was one common kitty, then several areas would have benefitted. If we get suggestions from industrialists, we will surely look to strengthening the education-industry bond.

QUESTION: What is your USP of development?

ANSWER: There is development of certain sectors through the schemes and programmes implemented under the Biswa Bangla brand, there is progress on the industry front. I discovered Tajpur, and it is being developed into a resort town. A lot of investment is being made on Biswa Bangla brand-related work.

QUESTION: What are you thinking about the next Lok Sabha election?

ANSWER: There’s still one-and-a-half years left. The picture will become clear gradually.

QUESTION: Would you help open more private medical colleges?

ANSWER: We need more doctors. I also want more medical colleges to be opened.

COMMENT by Mamata Banerjee: There was criticism about the Gorakhpur hospital deaths and the way the (UP) government handled it. Children are dying due to lack of oxygen. Yet he (CM Yogi) is not accepting that fact. He is deviating to other issues like asking how can he stop police stations from celebrating Janmasthami.

QUESTION (by a Kolkata-based industrialist): There are no bandhs in Bengal now, manpower has gone up. But we need skilled people, we need a brain bank in Bengal. Also, ancillary industries are required – we need to get bottle caps from other states. Can’t such units be set up here?

ANSWER: Kolkata is the Human Capital of the world. There have been some problems, but things will turn around soon. We are giving all facilities for the IT sector. We will overtake Bengaluru. People have to come forward with proposals for ancillary industries. Investors have to come forward. We have a land bank. Our government will provide all sorts of help.

A Reliance representative has announced that the company has committed an investment of Rs 20,000 crore in Bengal.

QUESTION (by JU V-C): There has been a decrease in funding for education. The UGC has suddenly said it would not be able to fund several schemes beyond September 2018. In addition to the students being hit, several people will lose their jobs. I request the State government to help.

ANSWER: JU performance has been very good. But in this situation, the central government is stopping funds in several other schemes like ICDS as well. We have started NET scholarships. For this case as well, we will do something.

QUESTION: You took part in a meeting with Opposition leaders in Delhi, but Nitish Kumar didn’t attend?

ANSWER: It doesn’t matter. I want a hundred more Lalu Prasads, a hundred more Akhilesh Yadavs.

COMMENT by Mamata Banerjee: There is saffronisation of education.

SUGGESTION by Jhulan Goswami: Please see to it that Gitanjali Stadium is renovated.

SUGGESTION by footballer Gautam Sarkar: It would be nice if sports is made compulsory in the school curriculum.

QUESTION by Bhupen Chaubey: Why are you the Centre’s target number one?

ANSWER: I am happy to be the target number one. I am not zero, I am hero.

COMMENT by Mamata Banerjee: Suddenly the Centre thought that Independence Day is not celebrated in Bengal and so they sent a notice for every school to follow. They are instructing whose picture to put up in schools. Is this the job of the Centre? And whenever this is protested, they are sending their agencies to hound us. They sent Sudip Bandyopadhyay to jail. Why? They sent him to jail by filing a case involving an amount of Rs 5 lakh.

Why should a national channel attack West Bengal? It tells lies unnecessarily. I don’t want publicity from the media. I want it that they remain neutral. A national channel says that Mamata means Muslim. Yet, in many places, BJP people walk around with swords and get away with it. The media promotes the Central Government. I do not want any favour from the media. The Centre is setting its agencies on us. It is my democratic right to express myself. Democracy has been destroyed.

Whenever I say that demonetisation has destroyed the climate of investment, the Centre sets its agencies on us. I won’t just accuse the Prime Minister; his whole party is responsible.

We love all states – be it Gujarat, Uttar Pradesh, Punjab or any other states.

 

উন্নয়ন ও মা মাটি মানুষের সঙ্গে নিবিড় যোগসুত্র আমাদের সাফল্যের চাবিকাঠিঃ মুখ্যমন্ত্রী

১৮ই আগস্ট অনুষ্ঠিত রাইজিং বেঙ্গল সম্মেলনে একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভুপেন্দ্র চৌবে’র প্রশ্ন: ৬ বছরের প্রধান চ্যালেঞ্জ কী ছিল?

উত্তর: ৩৪ বছর কর্মসংস্কৃতি চলে গিয়েছে। আগের সরকার ২ লক্ষ কোটি টাকা ঋণ করেছে। এই অবস্থায় সরকার চালানো সমস্যার, তার মধ্যেও সামাজিক ক্ষেত্রে গুরুত্ব দিয়েছি।২ টাকা কেজি চালের প্রকল্প চালু হয়েছে, বিনামূল্যে স্বাস্থ্যের ব্যবস্থা হয়েছে। কন্যাশ্রী, যুবশ্রী প্রকল্প চালু হয়েছে, ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হয়েছে, আমরা সদ্যোজাতদের জন্য শয্যা বাড়িয়েছি, প্রসূতি মায়েদের আনার জন্য গাড়ি ব্যবস্থা আছে।

রবীন্দ্র ভারতীর সহ-উপাচার্যের প্রশ্ন: শিল্প সংস্কৃতির প্রশিক্ষণ প্রসারের ব্যবস্থা করা যায়?

উত্তর: আমরা গ্রামের সংস্কৃতিকে গুরুত্ব দিই। ১ লক্ষ ৮২ হাজার শিল্পী সরকারি বিজ্ঞাপনে কাজ করেন।৩০০-র বেশি পলিটেকনিক ও আইটিআই করেছি, ৪৬ টি কলেজ তৈরি করেছি। আমরা কর্মসংস্থান করেছি, আমরা সেজন্যই সামাজিক উন্নয়নে যোগ দিয়েছি।

বাংলা কি দেশের থেকে আলাদা? গণতন্ত্রে সবাইকে নিয়ে চলতে হবে, আমরা ব্লক স্তরের অফিসারদের সঙ্গে বৈঠক করি, আমরা কৃষি, মৎস্য চাষ সব কিছুর জন্য আলাদা অনুষ্ঠান করি। শিক্ষা ও শিল্প দুটি পৃথক হলেও সম্পর্ক আছে, ৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে। শিল্পদ্যোগীরা প্রস্তাব দিলে, শিক্ষার সঙ্গে শিল্পের যোগসূত্র তৈরির বিষয়ে নিশ্চয়ই ভাবব।

উন্নয়নের ইউএসপি কী? প্রশ্ন অধ্যাপকের

উত্তর: বিশ্ববাংলা প্রকল্পে উন্নয়ন হচ্ছে, শিল্পেও উন্নতি হচ্ছে, গতিতেই উন্নয়ন হচ্ছে, আরও সময় লাগবে। তাজপুর আমি আবিষ্কার করি, বিশ্ব বাংলা প্রকল্পে অনেক বিনিয়োগ হচ্ছে।

প্রশ্ন: দেশের পরবর্তী লোকসভা ভোট নিয়ে কী ভাবছেন?

উত্তর: এখনও দেড় বছর বাকি আছে,যত দিন যাবে তত স্পষ্ট হবে।

প্রশ্ন: আপনি কি বেসরকারি মেডিক্যাল কলেজ খুলতে সাহায্য করবেন?

উত্তর: আমার আরও ডাক্তার চাই, আমি চাই আরও মেডিক্যাল কলেজ খোলা হোক, মেডিক্যাল কলেজ হোক, আমিও চাই।

মুখ্যমন্ত্রীর মন্তব্যঃ উত্তর প্রদেশে অক্সিজেনের অভাবে শিশু মরেছে, মানছেন না। বলছেন থানায় জন্মাষ্টমী কী করে বন্ধ করব, রাস্তায় নমাজ তো বন্ধ করতে পারছি না।

কলকাতার এক শিল্পপতি প্রশ্ন করেন, এখন বাংলায় বন্ধ নেই, কর্মী বেড়েছে। কিন্তু, আমাদের প্রশিক্ষিত কর্মী চাই, ব্রেন ব্যাঙ্ক-ও চাই। আমাদের অ্যানসিলিয়ারি শিল্প চাই, আমাদের বোতলের ছিপি বাইরে থেকে আনাতে হয়, সেগুলো কি এখানে তৈরি করা যায় না?

উত্তর: কলকাতা হল হিউম্যান ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, কিছু সমস্যা ছিল, কিন্তু ছবি পালটাবে, আমরা বেঙ্গালুরুকে ছাপিয়ে যাব, অনুসারি শিল্পের জন্য এগিয়ে আসতে হবে, উদ্যোগপতিদের এগিয়ে আসতে হবে, আমাদের ল্যান্ড ব্যাঙ্কআছে, সবরকম সাহায্য করবে সরকার।

২০ হাজার কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা, ঘোষণা রিলায়েন্স সংস্থার।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের প্রশ্নঃ শিক্ষাক্ষেত্রে টাকা কমানো হচ্ছে, ইউজিসি হথাত করে জানিয়েছে তারা ২০১৮ সালের সেপ্টেম্বরের পর কিছু ক্ষেত্রে আর অনুদান দেবেন না। এর ফলে ছাত্রদের পাশাপাশি অনেক কর্মচারীও কাজ হারাবেন। আমি রাজ্য সরকারের সাহায্য চাই।

উত্তর: কেন্দ্র সব টাকা বন্ধ করে দিয়েছে, আমরা এর ব্যবস্থা করব।

প্রশ্ন: আপনি বিরোধীদের নিয়ে দিল্লিতে সভা করলেন অথচ নীতীশ কুমার চলে গেল?

উত্তর: আমি ১০০ লালুপ্রসাদ চাই, ১০০ অখিলেশ যাদব চাই।

মুখ্যমন্ত্রীর মন্তব্যঃ শিক্ষার গৈরিকীকরণ করা হচ্ছে।

ক্রিকেটার ঝুলন গোস্বামীর পরামর্শঃ গীতাঞ্জলী স্টেডিয়ামের সংস্কার করা হোক ও স্টেডিয়ামে খেলোয়াড়দের জন্য একটি সুরক্ষিত আবাসন বানানো হোক।

মুখ্যমন্ত্রী’র কাছে স্কুল সিলেবাসে খেলাধুলোকে অগ্রাধিকার দেওয়া হোক প্রস্তাব প্রাক্তন ফুটবলার গৌতম সরকারের।

ভুপেন্দ্র চৌবে’র প্রশ্নঃ আপনি কেন কেন্দ্রের টার্গেট নম্বর ওয়ান?

উত্তর: আমি খুশি, টার্গেট নম্বর ওয়ান হওয়ায়, “I am not Zero I am hero”

মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।

 

বাংলায় স্বাধীনতা দিবস পালন হয় না বলে হঠাৎ কেন্দ্রের এমন মনে হল, যে স্কুলে নির্দেশ পাঠাল। কার ছবি লাগানো হবে সেটাও বলে দিচ্ছে, এটা সরকারের কাজ? এসবের প্রতিবাদ করলেই এজেন্সি পাঠাচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠাল, কেন পাঠাল জেলে? ৫ লক্ষ টাকার মামলা দিয়ে জেলে পাঠাল।

ন্যাশনাল চ্যানেল পঃবঙ্গ সরকারকে কেন আক্রমণ করে? ন্যাশনাল চ্যানেল অযথা বাজে বলে,মিডিয়ার প্রচারচাই না,নিরপেক্ষ থাকুক, ন্যাশনাল প্রচার করে মমতা মানে মুসলিম, অন্য জায়গায় বিজেপি কেবল তলোয়ার নিয়েঘোরে, মিডিয়া সরকারের প্রচার করে। আমি মিডিয়ার ফেবার চাই না-এটা বললেই এজেন্সি লাগিয়ে দিচ্ছে। গণতন্ত্র শেষ হয়ে গিয়েছে।

নোট বাতিলে কত বিনিয়োগ চলে গেছে, বললেই এজেন্সি লাগিয়ে দিচ্ছে। কেবল প্রধানমন্ত্রীকে দোষ দেব না, ওঁর দল দায়ী।

আমরা গুজরাত, উত্তরপ্রদেশ, পঞ্জাব সবাইকে ভালবাসি।

 

 

Mamata Banerjee’s speech at ‘Rising Bengal’ event

‘Rising Bengal’ is a very interesting concept. When I was told the name of the event, I felt ‘rising’ means ‘let us stand on our own feet and fight our battle’.

When I was the Railway Minister, I was asked why I do not raise the railway fares. I always maintained I have to take all sections of the society along – all castes, creeds, communities. So, as the Chief Minister, I have to do a ‘balancing act’. I have to balance industry with agriculture. I have to take care of the poor as well as industry. I have to take care of everyone

After 34 years of Left Front rule, we inherited a huge debt burden of Rs 1.78 lakh crore. Currently, we are reeling under the effects of demonetisation and GST.

The GDP of the country has come down from 8% (2015-16) to 7.8 % (2016-17). The GVA growth of the country came down from 8.7% in 2015-16 to 5.6%, during the last quarter of 2016-17. The GVA growth of industry during the fourth quarter of 2015-16 was 10.3% while that during the corresponding period of 2016-17 came down to 3.1%. Employment generation during 2011-13 was 12.8 lakh while during 2014-16 it came down to 6.4 lakh. Bank credit growth during 2015-16 was 10.3% while during 2016-17 it was only 5.1%.

If you compare the figures for India and West Bengal, the GVA growth for India was 7.3% while for Bengal it was 12.12%, the corresponding figures for growth in agriculture were 1.1% and 5.55%, in industry were 7.3% and 10.59%, and in the service sector were 9.2% and 13.99%, respectively. The growth for Index of Industrial Production (IIP) during 2011-12 was 0.94% while during 2016-17 it was 5.59%. The growth of Index of Industrial Production (IIP) general for Bengal in 2011-12 was 2.14% while during 2016-17 was 7.27%.

Despite the huge financial burden, we have excelled in the parameters of development, in the social parameters. Kanyashree is not like Beti Bachao, Beti Padhao, for which you have budgetary allocation of only Rs 100 crore for 29 States and 7 UTs, while for Kanyashree we have spent over Rs 5,000 crore. That is why we have received the UN Public Service Award. It is a real grassroots programme. As a result, institutional delivery in Bengal has increased hugely, the girl child dropout rate has been reduced and child marriage has been stopped.

The physical infrastructure growth in Bengal is 5.5% more than that in India, agriculture and allied sector growth is 3.5% more, even service sector growth is more than that of India’s. The per capita income of Bengal has doubled from approximately Rs 69,000 to approximately Rs 1.3 lakh in six years.

We have the advantage of social development, of land bank and land map, and of human capital. We have various social development projects. We have a roadmap for development.

We have to work for socially and economically-backward classes, the poor, the downtrodden and the minorities.

Investments in social and human capital are very important – they will give you adequate returns in the future, they will be the growth of the future. For example, the girl child will participate in the small and medium-scale industry.

Let us nurture our young generation and our girl children, and the weaker sections as well. The young are the future of the country, they are the assets of the country. Our asset is our human capital. Bengal is number one in human capital. We have got the first prize in skill development for four years. With respect to small scale industry and bank lending, Bengal is first. For five years continuously, we have got the first prize in agriculture. We have got awards for e-governance, e-tendering, e-processing and digitisation. We don’t speak much but work silently, and we have got the results. I believe that speech is silver while silence is golden. Talk less, work more – that is our motto and our vision. Thank you very much.

 

“রাইজিং বেঙ্গল” অনুষ্ঠানে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী

“রাইজিং বেঙ্গল” একটি অভিনব ও আকর্ষণীয় বিষয়। যখন এই অনুষ্ঠানের শীর্ষক’টি আমি শুনি, আমার মনে হয়েছিল, “নিজের পায়ে দাঁড়াই ও নিজের লড়াই নিজে লড়ি।”

আমি যখন রেলমন্ত্রী ছিলাম, আমায় জিজ্ঞ্যস করা হত কেন আমি রেলের ভাড়া বাড়াই না? আমি সবসময় সব ধর্ম, সব জাতি, সব স্তরের মানুষকে সঙ্গে নিয়ে চলেছি। মুখ্যমন্ত্রী হিসেবেও আমাকে সবসময় “ব্যালেন্সিং অ্যাক্ট” করতে হয়। আমায় শিল্প ও কৃষি’র ভারসাম্য বজায় রাখতে হয়, গরিবের পাশাপাশি শিল্পের ওপরেও নজর দিতে হয়। আমাকে সবকিছুর খেয়াল রাখতে হয়।

৩৪ বছরের বাম শাসনের পর আমাদের মাথায় ১.৭৮ লক্ষ কোটি টাকার অর্থনৈতিক বোঝা এসে পড়ে। আমরা এখন নোটবাতিল ও জিএসটি’র প্রকোপের মধ্যে রয়েছি।

২০১৫-১৬ সালের দেশের জিডিপি ছিল ৮ শতাংশ যা ২০১৬-১৭ সালে নেমে ৭.৮ শতাংশ হয়েছে। জিভিএ গ্রোথ ২০১৫-১৬ সালের ৮.৭ শতাংশের তুলনায় ২০১৬-১৭ তে ৫.৬ শতাংশতে নেমেছে। বছরের শেষ চতুর্থাংশে ২০১৫-১৬ সালে জিভিএ ছিল ১০.৩% যা ২০১৬-১৭ সালে হয় ৩.১%। কর্মসংস্থান ২০১১-১৩ সালে ছিল ১২.৮ লক্ষ যা ২০১৪-১৬ সালে কমে হয় ৬.৪ লক্ষ। ব্যাঙ্ক ক্রেডিট গ্রোথ ২০১৫-১৬ সালে ছিল ১০.৩% যা ২০১৬-১৭ তে কমে হয় ৫.১%।

সারা ভারতের সঙ্গে বাংলার জিভিএ তুলনা করলে দেখা যাবে ভারতের জিভিএ গ্রোথ ছিল ৭.৩% সেখানে বাংলার ১২.২%। কৃষিতে ভারতের গ্রোথ ১.১% সেখানে বাংলার ৫.১%। শিল্পতে গ্রোথ ভারতের ৭.৩% ও বাংলার ১০.৫৯%। আইআইপি-তে বাংলার ২০১১-১২ সালে ছিল ২.১৪% যা ২০১৬-১৭ তে বেড়ে হয়েছে ৭.২৭%।

এই অর্থনৈতিক বোঝা নিয়েও আমরা সকল মাপকাঠিতে এগিয়ে চলেছি। কন্যাশ্রী বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের মত না। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে ২৯ টি রাজ্য ও ৭ টি কেন্দ্র শাসিত অঞ্চলের জন্য বরাদ্দ করা হয়েছে ১০০ কোটি টাকা। যেখানে কন্যাশ্রী প্রকল্পে আমরা ব্যয় করেছি ৫০০০ কোটি টাকা। সেই জন্য আমরা রাষ্ট্রসংঘের থেকে পুরস্কৃত হয়েছি। ইন্সটিটউস্যনাল ডেলিভারি বেড়েছে রাজ্যে। স্কুলছুটের হার ও বাল্য বিবাহ কমেছে উল্লেখযোগ্য ভাবে।

পরিকাঠামো উন্নয়নে রাজ্য ৫.৫% এগিয়ে দেশের তুলনায়। কৃষি ও সংলগ্ন ক্ষেত্রে ৩.৫% এগিয়ে, সার্ভিস সেক্টরেও অনেক এগিয়ে। মাথা পিছু আয় গত ৬ বছরে বেড়ে প্রায় দ্বিগুন হয়েছে ৬৯,০০০ টাকা থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা।
আমাদের জমি’র ব্যাঙ্ক আছে, জমি’র ম্যাপ আছে। সামাজিক উন্নয়ণের অনেক প্রকল্প আছে। আমাদের উন্নয়নের একটি সঠিক দিশা আছে।

সমাজের পিছিয়ে পড়া ও সংখ্যালঘু মানুষদের জন্য আমাদের কাজ করতে হবে। সমাজের কন্যা সন্তান, আগামী প্রজন্মকে রক্ষা করতে হবে। সমাজের দুর্বল অংশকে শক্তিশালী করতে হবে। মানুষই আমাদের সম্পদ। স্কিল ডেভেলপমেন্টে আমরা পরপর ৪বছর পুরস্কার পেয়েছি। ই-গভেরনেন্সে, ই-টেন্ডারিং, ই-প্রসেসিং,ডিজিটালাইজেসন এও আমরা পুরস্কৃত হয়েছি। কৃষিতে আমরা পর পর পাঁচ বছর পুরস্কার পেয়েছি। কথা কম কাজ বেশী-এটাই আমাদের মন্ত্র।

 

Govt planning outlets in other states for popular fish dishes of Bengal

The West Bengal Fisheries Development Corporation Limited, a body under the Fisheries Department of the Bengal Government, is firming up plans to open outlets in other states for selling the legendary fish preparations of the State.

The list includes tasty dishes like rohu and katla kalia, prawn malaikari, bhetki paturi, pabdar jhal, bhapa ilish and various others.

The outlets are part of an effort towards branding and popularising Bengal outside Bengal. To begin with, a food festival is being planned in Bengaluru (in a Bengali-dominated area of the city) during this Durga Puja.

After that, outlets in that city will be opened through a franchisee system. Initially, chefs from Bengal would be sent to those outlets; later on, chefs hired there would be sent to Bengal for training.

If the model is successful in Bengaluru, it would be extended to other cities in the country.

The Corporation envisages to earn up to Rs 1.5 crore per month through this scheme.

Source: Bartaman

 

মাছের বাহারি পদ নিয়ে ভিনরাজ্যে দোকান খুলছে রাজ্য মৎস্য দপ্তর

বাংলার মাছের বাহারি স্বাদকে এবার ভিনরাজ্যে ছড়িয়ে দিতে চাইছে রাজ্যের মৎস্য দপ্তর। রুই-কাতলা’র কালিয়া, চিংড়ির মালাইকারি, ভেটকির পাতুরি, পাবদার ঝাল, ভাপা ইলিশ-কি না থাকছে এই তালিকায়। এই সুস্বাদু মাছের হাজারো পদ নিয়ে রাজ্যে রাজ্যে বিপণি খুলছে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম।

বাংলার রান্নার দেশজুড়ে ‘ব্র্যান্ডিং’ করাই তাদের উদ্দেশ্য। বেঙ্গালুরুর এক বাঙালি মহল্লায় দোকান খোলা হবে। এই প্রকল্প জনপ্রিয় হলে, অন্যান্য রাজ্যেও রান্না করা মাছের দোকান সাজিয়ে বসার ভাবনা রয়েছে নিগমের। বেঙ্গালুরুর ওই বাঙালি পাড়ায় আপাতত পুজোর সময় ফুড ফেস্টিভ্যালে মাছের বিভিন্ন পদ বিক্রি করবে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম। পরবর্তী পর্যায়ে বেঙ্গালুরুতেই স্থায়ী দোকান খোলা হবে।

এই নিগমের এক আধিকারিক বলেন, এই বিপণি থেকে মাসে অন্তত দেড় লক্ষ টাকা আয়ের সুযোগ তৈরি হবে। আগামী দিনে বেঙ্গালুরুর আরও বেশ কয়েকটি জায়গায় এরকম আরও ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে। বেঙ্গালুরুর আনসুলেত নামে আরেকটি জায়গায় আগামী আগস্ট মাসে তিনদিনের একটি খাদ্য উৎসবের তাঁরা অংশ নিচ্ছেন। এই পাড়াতে আসন্ন দুর্গাপুজোর সময় ফুড ফেস্টিভ্যালের আয়োজন করবে নিগম।

এই উৎসবের দিনগুলিতে কলকাতা থেকেই রাঁধুনি পাঠানো হবে সেখানে। পরবর্তী পর্যায়ে ফ্র্যাঞ্চাইজিরা তাদের রাঁধুনিদের কলকাতায় পাঠাবে প্রশিক্ষণের জন্য। তারপরে বেঙ্গালুরুতে চালু হবে স্থায়ী দোকান। ফ্র্যাঞ্চাইজির দোকান ডিসেম্বরে তৈরি হয়ে যাবে।