Kanyashree Bengal

Kanyashree reduces school dropout rate

That the Kanyashree Scheme has been a massive success needs no mention. It has been feted at various international forums, including at the United Nations Public Service Awards last June.

Now, further proof of it has come out – Chief Minister Mamata Banerjee, whose brainchild it is, said at a recent meeting that because of the scheme, meant for girl students across Bengal, the dropout rate in State Government schools has reduced by 16.5 per cent.

The scheme was initiated on October 1, 2013.

As a part of the scheme, 41 lakh girl students from 15,500 government schools get monthly stipends – Rs 750 till class XII (K-1 stage), a one-time grant of Rs 25,000 if the student decided to continue higher or technical education (K-2 stage) and the recently introduced stipends for those continuing their education at universities in the state (K-3 stage).

Also as part of the scheme, more than 5,000 students have received training in self-defence.

 

 

কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে কমছে স্কুলছুটের হার

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী। কন্যাশ্রী’‌ প্রকল্পের জন্য রাজ্যের স্কুলগুলিতে মেয়েদের স্কুলছুটের সংখ্যা কমেছে প্রায় ১৬.৫ শতাংশ। শিক্ষক দিবস উপলক্ষে নজরুল মঞ্চের অনুষ্ঠানে এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কন্যাশ্রী প্রকল্পের সূচনা হয় ২০১৩ সালের ১লা অক্টোবর। এই প্রকল্পের মূল উদ্দেশ্য বাল্য বিবাহ বন্ধ করা ও মেয়েদের মধ্যে শিক্ষার প্রসার করা।

অষ্টম শ্রেনী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বার্ষিক ৭৫০ টাকা করে আর্থিক সহায়তা, যাকে সরকারি ভাষায় বলা হয় ‘কে-১’ ও দ্বাদশ শ্রেণীর পর উচ্চ শিক্ষা বা কারিগরি প্রশিক্ষণের জন্য এককালীন ২৫,০০০ টাকা দেওয়া হয় মেয়েদের, যাকে সরকারি ভাষায় বলা হয় ‘কে-২’। এবার থেকে বিশ্ববিদ্যালয় স্তরের ছাত্রীরাও কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাবে, যাকে সরকারি ভাষায় বলা হয় ‘কে-৩’।

রাজ্যের ১৫,৫০০ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪১ লক্ষ ছাত্রী এখনও পর্যন্ত কন্যাশ্রীর আওতায় এসেছে। এখনও পর্যন্ত ৫,০০০ এর বেশি কন্যাশ্রী পেয়েছে আত্মরক্ষার প্রশিক্ষণ।

২০১৭ সালের জুন মাসে বাংলার এই প্রকল্প ৬২টি দেশের ৫৫২টি সামাজিক প্রকল্পের মধ্যে সেরার সম্মান পেয়েছে রাষ্ট্রসংঘের তরফ থেকে। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে এই প্রকল্প।

বিশদে জানতে কন্যাশ্রী ওয়েবসাইট দেখুন। 

We want a permanent solution to the ongoing impasse in Hills: Bengal CM

Bengal Chief Minister Mamata Banerjee today chaired an All-Party meeting regarding the ongoing impasse in the Hills. Terming the meeting as positive, she said the next meeting will be held on October 16. She added that the issue of tripartite meeting will be discussed in that meeting.

The CM said she wanted a permanent solution to the ongoing impasse. “We will immediately restore the public distribution system. We want the bandh to be withdrawn fully and normalcy to be restored as soon as possible. The process of dialogue will continue,” she said.

The CM announced that the Government has decided to call the owners of tea gardens immediately for a meeting to discuss pending wages, bonus for puja etc. for the workers. A GoM (Group of Ministers) will be formed for this purpose.

Mamata Banerjee further said, “Every citizen has a democratic right and prerogative to protest. We want peace and normalcy to be restored. Binay Tamang (representing GJM) had raised the demand for compensation for those who were killed (during agitation). We have agreed to that. They also demanded a high-level investigation for the police firing (during agitation). We have accepted that also.”

She maintained that the Hills are a part of Bengal and the State Government wants the well-being of the people of the Hills.

 

আমরা চাই পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধান হোকঃ মুখ্যমন্ত্রী

আজ উত্তরকন্যায় পাহাড়ের সমস্যা নিয়ে সর্বদলীয় বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আজকের বৈঠক ভালো হয়েছে। পরবর্তী বৈঠক হবে ১৬ অক্টোবর। তাঁর মতে এখনই ত্রিপাক্ষিক বৈঠক সম্ভব নয়। আগামী ১৬ অক্টোবরের বৈঠকে এই নিয়ে আলোচনা হবে। চা বাগানের কর্মীরা যাতে বেতন ও পুজোর বোনাস পান তাঁর জন্য একটি মন্ত্রীগোষ্ঠী তৈরি করা হবে। শীঘ্রই এই মন্ত্রীগোষ্ঠী চা বাগানের মালিকদের সাথে বৈঠক করবেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “প্রতিবাদ করা মানুষের গণতান্ত্রিক অধিকার। আমরা চাই শান্তি ফিরুক। অশান্তির সময় যারা নিহত বা আহত হন তাদের জন্য ক্ষতিপূরণের দাবি করেছেন বিনয় তামাং। আমরা রাজি হয়েছি। বনধ চলাকালীন পুলিশের গুলি চালানোর জন্য উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন ওনারা। আমরা উচ্চ পর্যায়ের তদন্ত করব”।

মুখ্যমন্ত্রী আবারও বলেন, “আমরা চাই বনধ তুলে নেওয়া হোক, পাহাড়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক। যত তাড়াতাড়ি সম্ভব শিল্প, পর্যটন, পরিবহন সব কিছু স্বাভাবিক হোক। আলোচনা প্রক্রিয়া চলবে। পাহাড় বাংলার অংশ। আমরা চাই পাহাড়ের ভাই বোন ভালো থাকুক, শান্তিতে থাকুক। আমরা চাই দ্রুত সমস্যার সমাধান হোক”।

Nine projects from Bengal win SKOCH awards

Chief Minister Mamata Banerjee announced through a Facebook message on September 9 that nine “innovative and people-friendly projects” of the Bengal Government have been awarded the SKOCH Order of Merit.

Among the nine projects, six have won the top awards in their categories.

SKOCH Platinum Awards have been won by three projects:

  • Project on Ease of Doing Business
  • Project on Inspection Reforms
  • Project on Quality Early Childhood Care and Education for the scheme, Sishu Aloy

Another three projects won SKOCH Gold Awards:

  • Project on Skill Development and Enhancing Employability of Youth for the scheme, Yubashree
  • Project on Social Security for Workers for the scheme, Samajik Suraksha Yojana
  • e-District project on online services to citizens

The full text of the Facebook post is given below:

I am happy to share with you what good governance in Bengal is achieving.

9 innovative and people-friendly projects from Bengal have got the SKOCH Order of Merit out which 6 have got the top awards.

SKOCH Platinum Awards have been won by our projects on Ease of Doing Business, Inspection Reforms and “Sishu Aloy” on quality early childhood care and education.

SKOCH Gold Awards have been won by “Yubashree” project on skill development and enhancing employability of youth, “Samajik Suraksha Yojana” project on social security for workers and e-District project on online services to citizens.

My best wishes to all.

Click here to read the post on Mamata Banerjee’s Facebook page

 

মমতার কাজে ভারত শ্রেষ্ঠ বাংলা

মা মাটি মানুষ সরকারের ফের একবার জয়জয়কার। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে জানালেন, তৃণমূল সরকারের নয়টি প্রকল্প স্কচ গ্রুপের মেরিট লিস্টে নির্বাচিত হয়েছে। সমাজকল্যাণ মূলক প্রকল্পে পুরস্কার প্রদান করে স্কচ গোষ্ঠী। মমতার ৯টির মধ্যে ৬টি সমাজকল্যাণ মূলক প্রকল্পই শীর্ষ পুরস্কার পেয়েছে। তাঁর প্রকল্পগুলি যে সত্যি সাধারণ মানুষের কল্যাণে লেগেছে তার প্রমাণ স্বরূপ এই পুরস্কারগুলি পেয়ে স্বাভাবিক ভাবেই উচ্ছসিত মমতা।

তাঁর ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায় 1লেখেন, তাঁর প্রকল্প ‘শিশু আলয়’ সদ্য জাতদের যত্ন এবং শিশু সুরক্ষার জন্য পুরস্কার পেয়েছে। এছাড়া ‘যুবশ্রী’ দক্ষতা উন্নয়ন এবং যুবকদের কর্মসংস্থান বৃদ্ধির পিছনে বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। সেটিকেও পুরস্কৃত করেছে স্কচ। এছাড়াও মুখ্যমন্ত্রীর আরেক প্রকল্প ‘সামাজিক সুরক্ষা যোজনা’, শ্রমিকদের সামাজিক নিরাপত্তা এবং নাগরিকদের অনলাইন পরিষেবা পেতে বিশেষ সাহায্য করে।৯টির মধ্যে ৬টি সমাজকল্যাণ মূলক প্রকল্পই শীর্ষ পুরস্কার পেয়েছে। তাঁর প্রকল্পগুলি যে সত্যি সাধারণ মানুষের কল্যাণে লেগেছে তার প্রমাণ স্বরূপ এই পুরস্কারগুলি পেয়ে স্বাভাবিক ভাবেই উচ্ছসিত মুখ্যমন্ত্রী।

তাঁর ফেসবুকে মুখ্যমন্ত্রী লেখেন, তাঁর প্রকল্প ‘শিশু আলয়’ সদ্য জাতদের যত্ন এবং শিশু সুরক্ষার জন্য পুরস্কার পেয়েছে। এছাড়া ‘যুবশ্রী’ দক্ষতা উন্নয়ন এবং যুবকদের কর্মসংস্থান বৃদ্ধির পিছনে বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। সেটিকেও পুরস্কৃত করেছে স্কচ । এছাড়াও মুখ্যমন্ত্রীর আরেক প্রকল্প ‘সামাজিক সুরক্ষা যোজনা’, শ্রমিকদের সামাজিক নিরাপত্তা এবং নাগরিকদের অনলাইন পরিষেবা পেতে বিশেষ সাহায্য করেছে।

Swasthya Sathi to cover teachers from now, Bengal CM announces on Teachers’ Day

Bengal Chief Minister Mamata Banerjee presented the Siksha Ratna Samman awards to outstanding teachers of Bengal at a function at Nazrul Mancha today on the occasion of Teachers’ Day.

On the occasion, the CM announced that the State’s medical insurance scheme ‘Swasthya Sathi’ will cover teachers from now. This would take the number of beneficiaries under the scheme from 47 lakh to 55.5 lakh.

The Chief Minister said, “I am proud to declare that after we started the Kanyashree Scheme, the school dropout rate among girls has come down by 16.5%. This is big achievement”.

About improvement in education infrastructure, she said, “We have set up 16 universities and 46 colleges. Four lakh college seats have been added. Nine medical colleges have been established; seven more will be set up. We have increased medical seats by 1,800. Over 300 ITIs and polytechnics have been established, and 6,000 new schools have been set up”.

The Chief Minister went on to speak about the various schemes being run by the State Government: “We have even extended the Kanyashree Scheme to university students. We have started the Sikshashree Scheme for SC/ST students. Over 1.3 lakh minority students have been given scholarships. We have also started the Swami Vivekananda Merit-cum-Means Scholarship”.

She also said there was a plan to include from next year Class VIII students in the Sabuj Sathi scheme, under which the government has already distributed 40 lakh Sabuj Sathi bicycles; 30 lakh more will be distributed this year. We will include Class VIII in this scheme; we will have to look at the finances”.

She also criticised the needless comments of some politicians: “Some political leaders are giving a lot of gyan. Those who have become morally bankrupt cannot do anything positive or fruitful”.

 

স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় এলেন শিক্ষক-শিক্ষিকারা, শিক্ষক দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

আজ শিক্ষক দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কৃতি শিক্ষক-শিক্ষিকাদের হাতে তুলে দেন ‘শিক্ষা রত্ন’ পুরস্কার। শ্রেষ্ঠ স্কুলকেও পুরস্কৃত করা হয়।

শিক্ষক দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন এখন থেকে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় এলেন শিক্ষক-শিক্ষিকারা। প্রায় ৫৫.৫ লক্ষ কর্মী শিক্ষক ও স্বেচ্ছাসেবকদের পরিবার এই স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্যে আসবেন।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিশেষ কিছু অংশঃ-

আজকের দিনটা আমাদের গর্বের দিন। শিক্ষক শিক্ষিকাদের অধ্যাপক অধ্যাপিকাদের তাদের কাজের স্বীকৃতি হিসেবে, কিছু শিক্ষক সন্মাননা আমরা শিক্ষারত্ন, শিক্ষক সন্মাননা তাদের হাতে তুলে দিতে পেরে নিজেদের ধন্য বলে মনে করছি। শিক্ষার আরেক নাম দীক্ষা। শিক্ষাগুরু, দীক্ষাগুরু তাদের কোনও শেষ নেই। তাঁরা চিরকাল আমাদের মধ্যে বিরাজ করে।

আমরা বলি, স্বদেশে পুজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পুজ্যতে।

আজকে আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা যারা আজকের স্টুডেন্ট, আগামী দিন তারা দেশের ভবিষ্যৎ, তারা আমাদের অ্যাসেট সমাজের গর্ব। আজকে আমি গর্বের সাথে ঘোষণা করছি, কন্যাশ্রী করবার পর ১৬.৫ পারসেন্ট আমাদের ড্রপআউট রেট কমেছে যেটা আমাদের শিক্ষার এটা বেড়েছে মেয়েদের। এটা ভীষণ ভালো। আমরা তো চাই আমার এডুকেশন প্রত্যেকটা ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছাক।

এই ছ’বছরের মধ্যে আমরা ১৬টা নতুন বিশ্ববিদ্যালয় করতে পেরেছি, ৪৬টা নতুন সরকারি কলেজ করেছি, আমরা প্রায় কলেজের সিট চার লক্ষের ওপর বাড়িয়েছি, আমাদের নতুন মেডিক্যাল কলেজ নটা হয়ে গেছে আরও সাতটা হবে, ১৬টা হবে। মেডিক্যাল কলেজেও আমি দেখছিলাম হিসেব করে ৬৬/৬৭ বছরে যদি ২৭০০ সিট থাকে, তাহলে মাত্র ছ’বছরে আমরা প্রায় ওটা ১৮০০ বাড়িয়েছি। পলিটেকনিক কলেজ, আইটিআই ৩০০ নতুন করে তৈরি করা হয়েছে, সুযোগ অনেক আছে, ৬০০০ নতুন বিদ্যালয় তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই।

এবার আমরা কে৩ করে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়েও চালু করেছি। সংখ্যালঘুরা ১.২৫ কোটি স্কলারশিপ পেয়েছে। সিডিউল্ড ক্লাস, সিডিউল্ড ট্রাইব ছেলেমেয়েরা “শিক্ষাশ্রী” স্কলারশিপ পেয়েছে। এছাড়াও আমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ তৈরি করেছি। ইউজিসি টাকা বন্ধ করে দিয়েছিল, আমরা টাকা বাড়িয়ে ২০০ কোটি টাকা করে ওখান থেকে ২০ কোটি টাকা ওদের দিয়ে দিয়েছি।

সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট আমরা ফ্রিতে করি। ৪০ লক্ষ ছেলেকে সবুজ সাথী সাইকেল দিয়েছি আমরা। এবছরে আরও ৩০ লক্ষ দেওয়া হচ্ছে। টাকা পয়সা সঙ্কুলান হলে আমি ক্লাস এইটকেও এই আওতায় নেওয়ার চেষ্টা করছি।

৯কোটি ২০লক্ষের মধ্যে ৮কোটি ১০ লক্ষ মানুষ খাদ্যসাথী প্রকল্পে আছে। “সবুজ শ্রী” একটা নতুন পরিকল্পনা।

সমাজ গড়ে শিক্ষা, শিক্ষা গড়ে সভ্যতা, সভ্যতা গড়ে সংস্কৃতি, সংস্কৃতি গড়ে মানবিকতা। শিক্ষা না থাকলে সারা জীবনটাই মরুভুমি হয়ে যাবে। শিক্ষাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ।

জেনারেশনের পর জেনারেশনকে ইংরাজি পড়তে দেওয়া হয় নি। আমরা চাই ছেলেমেয়ারা বাংলাও শিখবে, ইংরাজিও শিখবে, অন্য ভাষা শিখতে চাইলেও শিখবে। যার যে ভাষা পছন্দ, সেটা শিখবে। মাতৃভাষা জানার নিশ্চয় প্রয়োজন আছে। এখন অনেক এডভান্টেজ, সেটাকে এডভান্টেজ হিসেবে কাজে লাগাতে হবে।

মা যেমন ছেলেমেয়েদের মানুষ করে, একটা স্কুলটিচারও মানুষ করেন। তারা তৈরি করে দেয় বেসটা।

আমি কাউকে কাউকে দেখি শুধু সমালোচনাই করে যায়। যারা দেউলিয়া হয়ে যায়, তারা এই কাজগুলোই করে, মাথা দিয়ে ভালো কাজ বেরোয় না।

বাংলাকে যে যত অবহেলা করুক, বঞ্চনা করুক, লাঞ্ছনা করুক, হিংসা করুক, তারা প্রতিযোগিতায় পারে না। বাংলার মেধা, বাংলার ট্যালেন্ট বিশ্ববিখ্যাত। বাংলার সঙ্গে প্রতিযোগিতায় না পেরে কেউ কেউ কাঁকড়ার মত বাংলাকে টেনে ধরতে চায়।

আমরা গর্বিত আমাদের শিক্ষাকুল, গুরুকুল, শিক্ষকসমাজ, শিক্ষিকাসমাজ, এবং সাথে টিচিং-ননটিচিং যারা আছেন তাদের নিয়ে। শিক্ষালয় দেবালয়ের মত, এগুলোকে সুন্দর রাখুন, সুস্থ রাখুন।

Bengal CM chairs central-level administrative review meeting at Nabanna

Chief Minister Mamata Banerjee took stock on the progress of work undertaken by all State Government departments during the central-level administrative review meeting held at the state secretariat, Nabanna today.

The top brass of all the departments, superintendents of police and district magistrates of all the 23 districts, and commissioners of all the police commissionerates were present in the meeting today.

After the meeting, Mamata Banerjee held a media interaction. She said that among the topics discussed were 100 Days’ Work, health and agriculture. Ways to provide further help to the 85 lakh people affected by the floods were also discussed. The State Government departments have been given the responsibility to get rid of the many cases pending in the courts as early as possible. All topics related to the government were discussed in detail.

It must be mentioned in this connection that every year, Mamata Banerjee holds an annual administrative review meeting in every district to appraise the work done with respect to the implementation of government projects.

Earlier, before the meeting, the Chief Minister inaugurated an auditorium adjacent to Nabanna. It has been named Nabanna Sabhaghar.

 

 

নবান্নে রাজ্যের উন্নয়ন নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

আজ রাজ্যের উন্নয়ন নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি, মন্ত্রী, দপ্তরের সচিব, জেলাশাসক, জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনার এবং রাজ্য প্রশাসনের পদস্থ কর্তাব্যাক্তিরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। রাজ্যের সামগ্রিক উন্নয়ন নিয়ে পর্যালোচনা হয় এই বৈঠকে।

এক বছরের কাজের খতিয়ান নিয়ে যেমন আলোচনা হয়, তেমনই পঞ্চায়েত নির্বাচনের আগে কাজের রূপরেখাও তৈরি করে দেন মুখ্যমন্ত্রী। কীভাবে মানুষের কাছে আরও উন্নয়ন পৌঁছবে তার দিক নির্দেশও করেন তিনি।

নবান্নে পর্যালোচনা বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “আজকের বৈঠকে ১০০ দিনের কাজ, স্বাস্থ্য, কৃষি সহ সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে। ৮৫ লক্ষ মানুষ বন্যার কবলে, তাদের সাহায্য করার বিষয় নিয়েও বিস্তর আলোচনা হয়েছে। অনেক কোর্ট কেস পড়ে আছে, সেগুলি সমাধানের জন্য প্রতিটি দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে। সব বিষয় নিয়ে পর্যালোচনা হয়েছে”.

আজ নবান্ন’র পাশে নতুন তৈরি হওয়া অডিটোরিয়াম, নবান্ন সভাঘরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন থেকে নবান্নর প্রশাসনিক বৈঠকগুলি ওই অডিটোরিয়ামে করা হবে।

 

Haringhata Meat to sell lip-smacking snacks at Durga Puja pandals

Haringhata Meat, run by the Department of Animal Husbandry of the Bengal Government, will set up stalls at Durga Puja pandals to sell healthy snacks. Popular food items like chicken cutlet, kebabs, nuggets, chicken sausage, chicken popcorn etc will be sold at attractive prices.

Ready-made food items have already become a rage at ‘Haringhata Meat’ outlets in the city. Apart from raw meat, snacks like chicken cutlet or kebabs are popular among people at these outlets. This is the first time that ‘Haringhata Meat’ has decided to set up stalls at Durga Pujo pandals.

Durga Puja pandals receive a footfall of lakhs of people. It is expected that the stalls of ‘Haringhata Meat’ will receive an overwhelming response from the people.

 

কাবাব, কাটলেট, চিকেন পপকর্নের পসরা সাজিয়ে মণ্ডপে মণ্ডপে হরিণঘাটা মিট

শারদোৎসবে একশো শতাংশ স্বাস্থ্যসম্মত খাবারের স্টল নিয়ে হাজির হচ্ছে পশ্চিমবঙ্গ প্রাণিসম্পদ উন্নয়ন নিগমের ‘হরিণঘাটা মিট’। এইসব স্টলে বাজারচলতি দামের চেয়ে কমেই মিলবে হাতে গরম চিকেন কাটলেট, বাহারি কাবাব, মুচমুচে নাগেটস, চিকেন সসেজ কিংবা চিকেন পপকর্ন।

হরিণঘাটা মিটের যেসব আউটলেট রয়েছে, সেখানে কাঁচা মাংসের পাশাপাশি চিকেন কাটলেট, চিকেন কাবাবসহ একাধিক রেডিমেড খাবারের আইটেম রয়েছে।

কলকাতার বিগ বাজেটের পুজোমণ্ডপে ‘হরিণঘাটা মিট’ এর নিজস্ব স্টল নজর কাড়বে। এভাবে বিগ বাজেটের একাধিক পুজোমণ্ডপে স্টল দেওয়ার সিদ্ধান্ত এই প্রথম।এবার পুজোয় নামীদামি একাধিক মণ্ডপের পাশে সুস্বাদু খাবারের গন্ধে ভিড় বাড়বে খাদ্যরসিকদেরও।

পশ্চিমবঙ্গ প্রাণিসম্পদ উন্নয়ন নিগমের পক্ষ থেকে পুজোমণ্ডপে স্টল চালানো হবে। পুজোর প্যান্ডেলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। সেখানে স্টল থাকলে সহজেই মানুষের কাছে পৌঁছানো যাবে।

Source: Bartaman

The Singur Struggle – A timeline

On August 31, 2016, the Supreme Court of India, in a historic judgment declared that the land acquisition made by the erstwhile Left Front Government in Singur was illegal and asked the present Government led by Mamata Banerjee to return the lands to its owners. This was the end of the 10 year struggle started by Didi against illegal land acquisition.

Year 2006

May 2006: The then West Bengal Government decided to acquire 997 acres (initially 1013 acres were asked for) for the Tata Motors small car factory in Singur of Hooghly district. Almost 6,000 families, including many agricultural workers and marginal peasants were to lose their land and livelihoods.

There was no compensation for the landless agricultural workers, unrecorded bargadars and other rural households who were indirectly dependent for their livelihood on land and agricultural activities. Almost all the land owners had also expressed their unwillingness to give their land from the inception of the project, but these appeals have fallen on deaf ears.

17 July: Work on acquisition of land for the Nano factory for producing small cars at Singur began. Farmers led by the Trinamool Congress’ MLA from Singur, Rabindranath Bhattacharjee, lodged protests saying that the state government was trying to remove them from land they owned.

25 September: Singur Land was forcefully acquired. The events  showed that the Left Front Government would go to any extent to evict the people and hand over the land to the company officials, more than four hundred people including several women and children were brutally assaulted and about 78 activists were arrested which includes 27 women and MP Mamata Bannerjee.

At around 1:40 am in the night the RAF and the police attacked a few thousand men-women-children who had been protesting peacefully all day. Few hundred persons were injured. About 5000 people including about 2000 women workers had peacefully demonstrated at the Block Development Office at Singur against the distribution of cheques to the peasants under the banner of “Singur Krishi Jami Raksha Committee”. Rajkumar Bhul, who was attacked by police, died on September 28.

The struggle of the people nevertheless continued in a democratic and peaceful fashion the next few months. Marches, rallies, public hearings got organised in Singur and Kolkata.

1 October: On the day of Bijoya Dashami, night vigil is observed in the affected mouzas of Singur. All the villagers in all the villages of Singur area switched off the lights in their houses in the evening as a symbol of protest.

30 November: Assault on Ms. Mamata Banerjee who was barred by police from proceeding to Singur. The government prohibited all assemblies in the Singur area, displaying its Fascist face.

2 December: Farmers of Khaserbheri, Bera Beri and Gopalnagar gathered to resist the fencing of the proposed project land. Severe police force was used against them, several people injured and more than 60 people were arrested.

4 December: The Singur agitation intensified with Mamata Banerjee starting a hunger-strike at Esplanade in central Kolkata after the state government had rejected her demand for stopping fencing work at Singur and withdrawal of police forces from the area. It lasted 26 days.

18 December: At about 6 AM, the body of a young activist of the Singur Krishi Jami Raksha Samity, Tapasi Malik was found burning in the fenced area. The girl was reportedly raped and murdered by miscreants who were present within the guarded area.

2008

October 3: The Nano Project is moved out of Bengal.

2011

March 28: Mamata Banerjee announced that she will do everything to return 400 acres of land in Singur to the unwilling farmers before Assembly Election.

20 May: Trinamool-led Government takes oath with Ms. Mamata Banerjee as Chief Minister

14 June: AITMC-led government passes the historic Singur Land Rehabilitation and Development Bill passed in Assembly

2016

August 31: Supreme Court of India terms the land acquisition in Singur illegal and unconstitutional.

 

আজ ঐতিহাসিক সিঙ্গুর রায়ের বর্ষপূর্তি

আজ ৩১শে আগস্ট। ঠিক এই দিনে গত বছর সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ ১০ বছরের আন্দোলনকে মান্যতা দিয়ে রায় দেন সিঙ্গুরে জমি অধিগ্রহণ ছিল অবৈধ।

২০০৬

মে মাসে তৎকালীন বামফ্রন্ট সরকার টাটা গোষ্ঠীর ১ লাখি গাড়ির কারখানা ও আনুসাঙ্গিক শিল্প গড়ার জন্য সিঙ্গুরের মোট ১০০০ একর জমি অধিগ্রহনের সিদ্ধান্ত নেয়। গায়ের জোরে সরকারের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে শুরু হয় কৃষক বিক্ষোভ। শিল্প ও বাণিজ্যমন্ত্রীকে কালো পতাকা দেখান তারা। প্রায় ৩০০০ কৃষক সিঙ্গুরের বিডিও অফিসের সামনে ধর্না দেয় সরকারের এই জমি অধিগ্রহণের বিরোধিতায়।

১৭ই জুলাই তৃণমূল কংগ্রেসের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য’র নেতৃত্বে কৃষকরা প্রতিবাদ জানান।

সব প্রতিবাদ উপেক্ষা করে ২৫শে সেপ্টেম্বর বলপূর্বক তৎকালীন সরকার জমি অধিগ্রহণ করে। ৪০০রও বেশী মহিলা, পুরুষ, শিশু নির্মম ভাবে অত্যাচারিত হন। ৭৮ জন প্রতিবাদী – যার মধ্যে ২৭ জন মহিলা ছিলেন – গ্রেফতার হন। তাদের মধ্যে ছিলেন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়।

রাত :৪০ নাগাদ শান্তিপূর্ণ প্রতিবাদরত মানুষের ওপর নেমে আসে RAF ও পুলিশের নির্মম অত্যাচার। পুলিশের অত্যাচারে আহত রাজকুমার ভুল  ২৮ তারিখ মারা যান। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে চলে বিক্ষোভ।

সেই বছরই বিজয়া দশমীর (১লা অক্টোবর) রাতে নিজেদের বাড়িতে সব আলো বন্ধ রেখে প্রতীকী প্রতিবাদ করেন।

এর পর ৩০শে নভেম্বর সিঙ্গুর যাওয়ার পথে আটকে দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। ৪ঠা  ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় অনশন শুরু করেন। ২৬ দিন চলে এই অনশন।

১৮ই ডিসেম্বর ‘সিঙ্গুর কৃষিজমি রক্ষা সমিতির’ অন্যতম প্রতিবাদী তাপসী মালিককে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়। প্রতিবাদে উত্তাল হয় সারা বাংলা।

২০০৮

অক্টোবর কারখানা বন্ধ করার সিদ্ধান্ত নেয় গোষ্ঠী।

২০১১

২৮শে মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন বিধানসভা নির্বাচনে জয়লাভ করলে অনিচ্ছুক চাষিদের ৪০০ একর জমি ফেরত দেবে তার সরকার।

২০শে মে রাজ্যে ঘটল পালাবদল। ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এল তৃণমূল কংগ্রেস।

১৪ই জুন রাজ্য সরকার ঐতিহাসিক ‘সিঙ্গুর জমি পুনর্বাসন ও উন্নয়ন বিল’ পাস করে বিধানসভায়।

২০১৬

৩১শে আগস্ট: বাম আমলের জমি অধিগ্রহণকে অসাংবিধানিক আখ্যা দেয় সুপ্রিম কোর্ট।

এর মাঝে সিঙ্গুরের উন্নয়নের জন্যও নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ:

  • ২০১৪ সালে সিঙ্গুরে তাপসী মালিক কৃষক বাজারের উদ্বোধন করা হয়,
  • সুফল বাংলার ১টি আউটলেট খোলা হয়,
  • একটি নতুন সরকারি ডিগ্রি কলেজ সিঙ্গুরে স্থাপন করা হয়েছে,
  • জুলপিয়া নদীর উপর একটি সেতু নির্মাণ করা হয়েছে,
  • স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং আই সি ডি এস সেন্টার পুনর্গঠন করা হয়েছে,
  • জল সরবরাহ প্রকল্প গ্রহণ এবং উন্নীতকরণ করা হয়েছে।

 

 

ODF Plus for women engaged in 100 Days’ Work in North 24 Pgs

The North 24 Parganas district administration is making special arrangements to make more women join the 100 Days’ Work Scheme and thus become self-reliant. From August 19, every woman joining 100 Days’ Work would be handed ‘hygiene kits’. This is part of a programme named ODF Plus.

North 24 Parganas was declared an ODF (open-defecation free) district on September 29, 2016.

The district administration reasons that since the views of women are crucial for health and financial issues of their families, giving them lessons on these issues would help in percolating the views down to every member of the family.

The hygiene kit, among other things, would contain information on health issues and on insect-borne diseases. From August 19, women engaged in 100 Days’ Work in the district would have access to temporary toilets too. Usage of proper toilets would help prevent the spread of pollution and diseases.

 

১০০ দিনের প্রকল্পে গ্রামীণ মহিলাদের কর্মসংস্থানে উদ্যোগ উত্তর ২৪ পরগনায়

 

১০০ দিনের কাজের প্রকল্পে গ্রামীণ এলাকার মহিলাদের কর্মসংস্থান এবং সু-স্বাস্থ্যের লক্ষ্যে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি নিচ্ছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। আগামী ১৯ আগস্ট জেলাজুড়ে যতজন মহিলা ১০০ দিনের প্রকল্পে কাজ করবেন, তাঁদের প্রত্যেককে একটি করে ‘হাইজিন-কিট’ দেওয়া হবে। প্রশাসনের কর্তাদের দাবি, যেহেতু পরিবারের স্বাস্থ্য ও আর্থিক বিষয়ে মহিলাদের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ, তাই তাঁদের উপরেই এবার বিশেষ নজর দেওয়া হচ্ছে। যাতে তাঁরা বাড়ির শিশু ও অন্যান্য সদস্যদের সচেতন করতে পারেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনা জেলাকে ওডিএফ জেলা তথা নির্মল জেলা ঘোষণা করা হয়েছে। বর্তমানে জেলাজুড়ে ওডিএফ প্লাস কর্মসূচি চলছে। সেই কর্মসূচিতেই ১০০ দিনের কাজের প্রকল্পের মাধ্যমে গ্রামীণ মহিলাদের অংশগ্রহণ করানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই জেলার ২২টি ব্লকে ১০০ দিনের কাজের প্রকল্পে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় সাত লক্ষ জবকার্ড দেওয়া হয়েছে। তবে এই কর্মসূচিতে কেবলমাত্র মহিলাদেরই নেওয়া হবে।

উত্তর ২৪ পরগনার জেলাশাসক অন্তরা আচার্য বলেন, মহিলাদের কর্মসংস্থান ও স্বাস্থ্য বিধান—এই দু’টি কর্মসূচি একসঙ্গে হাতে নেওয়া হয়েছে। আজ, শুক্রবার জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে মহিলারা ১০০ দিনের এই প্রকল্পে কাজের জন্য নিজেদের নাম নথিভুক্ত করবেন। অর্থাৎ নিজের কাজ নিজেই চাইবেন। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘রোজগার দিবস’। আগামী ১৯ আগস্ট প্রতিটি গ্রাম পঞ্চায়েতে তাঁরা ১০০ দিনের কাজের প্রকল্পে কাজ করবেন। এতে তাঁরা টাকার পাশাপাশি প্রত্যেকেই একটি করে হাইজিন-কিট পাবেন। সেখানে স্বাস্থ্য বিধান সম্পর্কিত বিভিন্ন প্রয়োজনীয় জিনিস থাকবে। সেই সঙ্গে তাঁদের স্বাস্থ্য এবং ওডিএফ সম্পর্কে সচেতন করা হবে। পতঙ্গ বাহিত রোগ সম্পর্কেও তাঁদের অবগত করা হবে। কারণ, পরিবারে মা হল শিশুদের প্রাথমিক শিক্ষক। তাই মায়েদের সচেতন করা জরুরি। তিনি বলেন, আমরা আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করছি। যেখানে মহিলারা ১০০ দিনের কাজের প্রকল্পে কাজ করবেন, সেখানে অস্থায়ী টয়লেটও তৈরি করা হবে। যাতে দূষণ ও রোগ না ছড়ায়। এটাও ওডিএফ প্লাসের একটি অভিনব সিদ্ধান্ত।

Source: Bartaman

 

New initiatives taken by Bengal Govt to encourage apiculture

After the jute and handloom industries, it is now the turn of the beekeepers to benefit from the Bengal Government’s people-centric policies. Chief Minister Mamata Banerjee has, over the last six years, done a lot for promoting the traditional livelihood avenues in order to save and sustain the heritage of the state.

Apiculture is an age-old method of earning a livelihood in the state. Bees also play a vital role in conserving nature as they are the essential elements in the pollination and through it, the reproduction of plants.

Every year, the third Saturday of August is celebrated as World Honey Bee Day. To celebrate the occasion, the State Department of Food Processing Industries and Horticulture held an awareness programme about the crucial role honey bees play in maintaining the balance of nature, and also an exhibition.

The State Government has chalked up plans to make the women-based self-help groups and those involved in the 100 Days’ Work Scheme take to apiculture as a viable source of income. The government is also taking steps to stop the sale of fake honey.

Bengal is the second-highest honey-producing state in the country. Opportunities exist for the state to export honey and products made from honey.

 

মৌ -পালনের নয়া উদ্যোগ সরকারের

পাট ,তাঁত শিল্পের পর এবার রাজ্যে মৌ -পালনের বিষয়ে নয়া উদ্যোগ নিল রাজ্য সরকার। মানবজাতি রক্ষার্থে একান্ত প্রয়োজনীয় মৌমাছি সংরক্ষণ।

প্রতি বছর আগেস্টর তৃতীয় সপ্তাহের শনিবার পালিত হয় ‘ বিশ্ব মৌমাছি দিবস ‘। তাই এই দিনটি উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যান পালন দফতরের উদ্যোগে একটি সচেতনতামূলক অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন করা হয়। মূলত , মৌমাছি সংরক্ষনের মাধ্যমে মানবজাতির ওপর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই ছিল এই অনুষ্ঠানের মুল উদ্দেশ্য।
এইদিন অনুষ্ঠানে গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় রাজ্যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ও ১০০ দিনের কর্মীদের মৌপালনের উদ্যোগে সামিল করার প্রস্তাব রাখেন। এছাড়াও তিনি জানান ‘ মৌচাষ বৃদ্ধি ও তার সংরক্ষণ নিঃসন্দেহে একটি সচেতনমূলক কাজ ।

আমাদের রাজ্যে মধু চাষের সুযোগ অনেক বেশি। মৌচাক থেকে শুধু মধু সংগ্রহই নয় উৎকৃষ্ট মানের শাক -সবজি ও ফল পাওয়ার জন্য পরাগ সংযোগেও মুখ্য ভূমিকা পালন করে মৌমাছি। তবে অনেক সময় দেখা যায় কৃষকরা মৌমাছির বিষয়ে ভুল ধারণার বর্শবর্তী হয়ে পরাগ সংযোগে বাধা সৃষ্টি করে। তবে এই ধারণা থেকে বেরিয়ে আসার জন্যই বিভিন্ন জেলা ও ব্লক স্তরে সচেতনতা দিবস ,প্রশিক্ষণ শিবির ও সমীক্ষার ব্যবস্থা করা হবে।

মধু উৎপাদনে দেশে দ্বিতীয় এই রাজ্য। মধু ছাড়াও মধুজাত দ্রব্য থেকে উৎপাদিত দ্রব্য থেকে রফতানির সুযোগ আছেই এই রাজ্য।

 

Source: Khabar 365 Din

Bengal Govt’s Sukanya programme to be introduced in three commissionerates

After its immense success in Kolkata, Chief Minister Mamata Banerjee’s dream project, Sukanya, which provides self-defence training to girls, is going to be introduced in the Bidhannagar, Howrah and Barrackpore police commissionerates.

Kolkata Police had introduced the project following the direction of the Chief Minister. Besides giving lessons in taekwondo, judo, kickboxing and aikido to make school girls self-reliant for their protection, the initiative has provided an international platform to the girls – they have won five golds, two silvers and two bronze medals in the 2016 Kickboxing World Cup held in Russia.

The same project will now be replicated in the three commissionerates. Initially, girl students from 25 schools from the three commissionerates will be given training. For example, 10 schools have been selected in Howrah, and 40 students from each school in two batches will be trained in the first six months. On completion of training, the girls will get a certificate.

রাজ্য সরকারের সুকন্যা প্রকল্প এবার তিন কমিশনারেটেও

কলকাতায় অভূতপূর্ব সাফল্যের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের সুকন্যা প্রকল্প এবার তিন কমিশনারেটেও – বিধাননগর, বারাকপুর ও হাওড়া – শুরু হবে। এই প্রকল্পে মেয়েদের আত্মসুরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়।

কলকাতা পুলিশ এই প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রীর নির্দেশে। তাইকোন্ডো, কিকবক্সিং, জুডো, আইকিডো শেখানো হয় এই প্রকল্পে।

বাংলার সুকন্যারা পৌঁছেছে আন্তর্জাতিক স্তরে। সুকন্যা প্রকল্পে প্রশিক্ষণ প্রাপ্ত বাংলার মেয়েরা পাঁচটি সোনা, দুটি রুপো, দুটি ব্রোঞ্জ পদক জিতেছে ২০১৬ কিকবক্সিং বিশ্ব কাপে। এই বিশ্ব কাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রাশিয়াতে।

প্রাথমিক পর্যায়ে ২৫টি স্কুলের মেয়েদের এই প্রশিক্ষণ দেওয়া হবে। যেমন, হাওড়ায় ১০টি স্কুলে ৪০জন করে ছাত্রীকে দুটি ব্যাচে ছয় মাস ধরে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষ হলে তারা পাবে শংসাপত্র।

Source: Millennium Post