Successful ‘Sukanyas’ to be felicitated today

After the successful completion of the first two batches of the project, Sukanya that was taken up to provide self-defence training to schoolgirls, the Bidhannagar, Barrackpore and Howrah Police

Commissionerates have now taken steps to start the third batch.
Participants of all the three commissionerates will be felicitated at a programme to be held at Howrah Sarat Sadan on March 28. They will be given certificates.

It may be mentioned that the Sukanya project for all these three commissionerates was launched in July 2017. The project was introduced in the three commissionerates after it became immensely successful in Kolkata.

It is one of the dream projects of Chief Minister Mamata Banerjee and the initiative has provided an international platform to the girls who underwent self-defence training. Six girls had participated in the Kickboxing World Cup in 2016 held in Russia and won five gold medals, two silvers and two bronzes.

In the first phase, girl students of 26 schools in the jurisdiction of the three police commissionerates underwent training and they will be performing at the March 28.

 

 

কৃতী সুকন্যাদের সংবর্ধিত করা হবে আজ

 

মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিতে শহরের কিছু স্কুলগুলিকে নিয়ে কলকাতা পুলিশ চালু করেছিল ‘সুকন্যা’ প্রকল্প। সেই প্রকল্পের সাফল্যের পর ২০১৭ সালে বিধাননগর, ব্যারাকপুর এবং হাওড়া পুলিশ কমিশনারেটের অন্তর্গত ২৬টি স্কুলে শুরু করা হয় এই প্রকল্প।

এই প্রকল্পের প্রথম দুই ব্যাচের প্রশিক্ষণ শেষ হয়েছে। তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে শীঘ্রই। আজ হাওড়ার শরৎ সদনে এই কৃতী সুকন্যাদের সংবর্ধিত করা হবে।
প্রসঙ্গত, ২০১৬ সালে ৬ জন সুকন্যা রাশিয়ায় অনুষ্ঠিত কিক-বক্সিং বিশ্বকাপে অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় তারা পাঁচটি সোনার পদক, দুটি রুপোর পদক, দুটি ব্রোঞ্জ পদক জিতেছিল।

Source: Millennium Post

Bengal driving large percentage of India’s exports, says Centre

In terms of exports, Bengal is ahead of the rest of the states, as per the Union Commerce and Industry Minister. This is another confirmation of the fact that the policies on industry and investment being followed by the Chief Minister Mamata Banerjee-led Bengal Government are on the right track.

Following the initiatives of the Chief Minister, the variety and amount of exports that take place from Bengal have showed a direction to many states. Bengal has been able to leverage its traditional strengths, be it natural resources, industrial resources, food resources or anything else, for the export market and has been reaping the benefits. As a result, the income of Kolkata Port (including its subsidiary, Haldia Port) has also increased handsomely.

It must be mentioned that 14 per cent of Indian tea is exported through Kolkata. Haldia Petrochemicals exports 4 per cent of the country’s petro-products. Bengal exports a huge 61 per cent of the total leather goods from India. In food, 11 per cent of prawns and lobsters exported from India are from Bengal.

With so much activity happening, Bengal is now the sixth largest economic market in India.

 

 

বিশ্ববাজারে রপ্তানিতে দেশের সেরা বাংলা

ভারতবর্ষের মধ্যে রপ্তানি বানিজ্যে সবচেয়ে বেশী এগিয়ে এসেছে বাংলা। এমন দাবি করলেন, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর একের পর এক অভিনব উদ্যোগের মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাকে তুলে ধরেছেন এবং প্রায় সারা পৃথিবীর শিল্পপতিদের আহ্বান করে বাংলাতে বিনিয়োগের জোয়ার এনেছেন, তার জেরে একদিকে যেমন বেড়েছে কলকাতা বিমানবন্দরে যাত্রী পরিবহনের সংস্থা, তেমনই দ্বিগুনেরও বেশী পণ্য পরিবহন করে কএকগুন বেশী আয় বাড়াতে সক্ষম হয়েছে কলকাতা ও হলদিয়া বন্দরও।

এছাড়াও বাংলা থেকে সারা দেশের ১৪ শতাংশ চা রপ্তানি হয়। হলদিয়া পেট্রোকেমিক্যাল দেশের মত পেট্রোলিয়ামজাত উৎপাদনের ৪ শতাংশ উৎপাদন করে। চামড়াজাত পণ্য যা রপ্তানি হয়, তার ৬১ শতাংশ বাংলাই করে। চিংড়ি রপ্তানি করে ১১ শতাংশ।

এই মুহূর্তে যে গতিতে বাংলার অর্থনীতি ও শিল্প বৃদ্ধি পাচ্ছে, তাতে ভারতের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির বাজার হিসেবে উঠে এসেছে পশ্চিমবঙ্গ।

Jhargram youths being trained in hospitality management

The Self-Help Group and Self- Employment Department has prepared a programme as part of the Muktidhara Scheme to provide training to unemployed youth in hospitality management.

The implementation of the programme has been started by the district administration of Jhargram. Different organisations will be providing the training. The first batch of 28 youths is being trained in Gopiballavpur-II block. More unemployed youths will be given training in the future.

A senior State Government official said the trainees will be given both practical and theoretical training for a period of one month, and the entire cost will be borne by the government.

The youths are being given training on the preparation of various dishes, table decoration and how to behave with the clients. According to the State Government official, the trainees are showing great interest in the preparation of dishes.

With respect to Jhargram district, once infamous for Maoist activities, it is now a model of development. Chief Minister Mamata Banerjee carved Jhargram into a new district to fast-track development, and the results are for all to see now.

The district has also become a major tourist hub of Bengal. Hence, the hospitality management training by the State Government would be of great help.

 

হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রশিক্ষণ পাচ্ছে ঝাড়গ্রামের যুবারা

স্থানীয় বেকার যুবাদের হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন। মুক্তিধারা প্রকল্পের অধীনে স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তর এই কর্মসূচীর ব্যবস্থা করেছে।

প্রথম ব্যাচে ২৮ জন যুবাকে গোপীবল্লভপুর ব্লক-২ তে প্রশিক্ষণ দেওয়া হবে। ট্রেনিদের থিওরি এবং প্র্যাক্টিকাল উভয় ক্ষেত্রেই প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণের সময়সীমা ১ মাস এবং এই প্রশিক্ষণ দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। শেখানো হবে নানা ধরনের রান্না। পাশাপাশি টেবিল সাজানো এবং ক্রেতাদের সঙ্গে সুব্যবহারের খুঁটিনাটিও শেখানো হবে।

ঝাড়গ্রাম খুব দ্রুততার সাথে একটি পর্যটন হাবে পরিণত হচ্ছে। ঝাড়গ্রাম রাজবাড়ি পেয়েছে নতুন রূপ। জেলা প্রশাসন জোর দিচ্ছে হোম-স্টেতে। এখানে পর্যটনে বিপুল সম্ভাবনা আছে। তাই, প্রশিক্ষিত যুবাদের জেলার বিভিন্ন হোটেলেই কর্মসংস্থান হবে।

Source: Millennium Post

Bengal Govt setting up new IT hub in New Town on the lines of Silicon Valley

The Bengal Government has decided to set up an information technology (IT) hub in New Town, near Kolkata on the lines of the famous Silicon Valley in USA. In fact, during a recent administrative meeting, Chief Minister Mamata Banerjee had termed the hub ‘Silicon Valley Asia’.

The hub will come up on 100 acres and will create many jobs and thus, bring a new wave of job opportunities to Bengal.

It may be mentioned that IT giant Infosys has already registered 50 acre of land in New Town and will start construction soon. Another IT firm – Wipro – has also taken 50 acres, according to the additional chief secretary, IT Department, at a recent administrative review meeting.

 

মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজারহাটে এবার সিলিকন ভ্যালি

বাংলায় গড়ে উঠবে সিলিকন ভ্যালি। রাজারহাটে ১০০ একর জমির ওপর গড়ে উঠবে ‘সিলিকন ভ্যালি এশিয়া’।

বীরভূমে জেলা প্রশাসনিক বৈঠকে এ বিষয়ে মুখ্যমন্ত্রী হিডকোর চেয়ারম্যানের উদ্দেশ্যে বলেন, ‘রাজারহাটে আমরা সিলিকন ভ্যালির একটি রেপ্লিকা করব বলে ঠিক করেছিলাম৷ পৌর ও নগরোন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে৷ ১০০ একর জমি আছে৷ এটা তৈরী হলে, লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি হবে৷ তথ্যপ্রযুক্তিতে স্বর্ণযুগ আসবে৷ এই আইডিয়াটা নতুন, তাই সকলেই উৎসাহী হবেন৷ অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলে ওটা তাড়াতাড়ি ক্লিয়ার করে দিন৷ আপনি, পৌর ও নগরোন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী এবং মুখ্যসচিব বসুন৷ খুব ভালো একটা ডিজাইন করতে হবে৷’

এর পরে পৌর ও নগরোন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রীকে বলেন, ‘এটা খুব তাড়াতাড়ি করতে হবে৷ সময় নষ্ট করা যাবে না৷’
বোলপুর আইটি পার্ক নিয়েও জানতে চান মুখ্যমন্ত্রী৷

Source: Millennium Post

 

 

Indian e-commerce giant Flipkart to invest Rs 650 crore in Bengal

Flipkart, the e-commerce major, has decided to set up an integrated logistics hub on 80 acres in Bengal to facilitate faster delivery to buyers in the eastern and north-eastern parts of the country.

Flipkart plans to develop 40 lakh square feet in phases, and the investment will be around Rs 650 crore. The hub will result in the creation of jobs for 5,000 people.

The logistics hub will house several Flipkart fulfilment centres and sorting centres and will act as the node of the company’s east India operations. The vice-president of the company said the idea is to move closer to demand centres.

The logistics hub would improve supply-chain efficiency and reduce costs by deploying mechanised warehousing and leveraging technology for intelligent transport systems.

With the goods and services tax (GST) doing away with multiple state level taxes, e-commerce firms are increasingly exploring ways to manage the supply chain with fewer but larger warehouses. The Bengal Government has identified the potential of the sector and has prepared a policy to support the sector, announced at the Bengal Global Business Summit (BGBS) in January.

৬৫০ কোটির বিনিয়োগে রাজ্যে এবার লজিস্টিক হাব, নয়া শিল্পে সরাসরি ৫০০০ কর্মসংস্থান

রাজ্যে বাণিজ্য সম্মেলন থেকেই শিল্প সম্ভাবনার দুয়ার খুলে গিয়েছিল। এবার সেই সম্ভাবনার সঙ্গে তাল মিলিয়েই রাজ্যে আসছে আরও বিনিয়োগ। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবার রাজ্যে ৬৫০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। তারা এবার লজিস্টিক হাব তৈরি করবে রাজ্যে। আর এই হাব হলে সরাসরি পাঁচ হাজার কর্মসংস্থান হবে। পরোক্ষে ১৫ হাজার কর্মসংস্থান হতে পারে বলে জানানো হয়েছে শিল্প দপ্তরের তরফে।

ইতিমধ্যে সংস্থার তরফে রাজ্যে জমি পরিদর্শন করে গিয়েছেন সংস্থার আধিকারিকরা। রাজ্যের শিল্প দপ্তরের পক্ষ থেকে সংস্থাকে জানানো হয়েছে, জমি কোনও সমস্যা হবে না। খড়গপুর ও পানাগড়ের শিল্প তালুকে জমি পরিদর্শনও করানো হয়েছে। এবার ফ্লিপকার্ট কোন জায়গাকে বেছে নেন, তা জানানোর পরই এ ব্যাপারে চূড়ান্ত হবে মৌ।

একই জায়গায় ৮০ একর জমির প্রয়োজনীয়তার কথা জানিয়েছে সংস্থাটি। ৪০ লক্ষ বর্গফুট জুড়ে এই লজিস্টিক হাব তৈরি করবে ফ্লিপকার্ট। নিজেরাই বাংলাকে তারা বেছে নিয়েছে বিনিয়োগের জন্য। বাংলার বাজারকে তাঁরা কাজে লাগাতে চাইছেন। আর বাংলা থেকে সেই সাড়াও তাঁরা ইতিমধ্যে পেয়েছেন। পরিকাঠামো ও উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকবে, এমন জায়গা বেছে নেওয়াই এই শিল্পোদ্যোগের পরবর্তী ধাপ। রীতিমতো সমীক্ষা করে তারা রাজ্যে লগ্নির প্রস্তাব দিয়েছে।

সম্প্রতি কেন্দ্রীয় শিল্প নীতি বিষয়ক দপ্তরের পক্ষ থেকে শংসাপত্র দেওয়া হয়েছে, এ রাজ্য শিল্পোদ্যোগ তৈরিতে এক নম্বর। তারপরই এই বিনিয়োগ বার্তা রাজ্যের শিল্প পরিচায়ক বলেই মনে করছে শিল্পমহল।

 

Central online assessment proving a great help for computer trainees

The initiative of the State Youth Services and Sports Department in making youths go through central online assessment after undergoing computer training is helping the trainees in a big way in getting jobs in the information technology (IT) and information technology-enabled services (ITeS) sectors.

There are more than 1,000 computer training centres under the Youth Services and Sports Department, where around 1.30 lakh job aspirants undergo different courses of computer training.

It was around one-and-a-half years ago when the department had decided to introduce the central online assessment. It helps trainees get a first-hand experience of appearing for an online examination and they are also provided with necessary training on how to appear for the examination during their course.

Since at present most work in almost all companies is online-based, such experiences make the job aspirants’ training industry-friendly and help them to get through interviews.

Besides creating an atmosphere for more investment in the IT and ITeS sectors in the state, the State Government has also given stress on creating necessary infrastructure to generate industry-friendly job aspirants. So, more such computer training centres were opened in the past six years, including some in Darjeeling district as well.

 

সেন্ট্রাল অনলাইন অ্যাসেসমেন্টের ফলে লাভবান বাংলার কম্পিউটার ট্রেনিরা

ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের সেন্ট্রাল অনলাইন অ্যাসেসমেন্ট ব্যবস্থার মাধ্যমে বাংলার কম্পিউটার ট্রেনিরা প্রভূত লাভবান হচ্ছেন। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কাজ পেতে তাদের সাহায্য করছে এই ব্যবস্থা।

ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের অধীনে ১০০০ এর বেশী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে, যেখানে ১.৩০ লক্ষ কর্মপ্রার্থী কর্মসংস্থানের জন্য বিভিন্ন কোর্স করে থাকেন। দেড় বছর আগে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর সেন্ট্রাল অনলাইন অ্যাসেসমেন্ট ব্যবস্থা চালু করে। পড়ুয়াদের অনলাইন পরীক্ষা দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়।

যেহেতু এখন প্রায় সব কোম্পানিতেই কাজ হয় অনলাইনে, এই ধরনের প্রশিক্ষণ চাকরিপ্রার্থীদের ইন্টার্ভিউ প্রক্রিয়ার জন্য তৈরী হতে সাহায্য করছে।

প্রসঙ্গত, এখন উইপ্রো, টিসিএস, ইনফোসিসের মত তথ্যপ্রযুক্তি কোম্পানিরা বাংলায় বিনিয়োগ করছে। তাই, যুবাদের প্রশিক্ষিত করার লক্ষ্যে জেলায় জেলায় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র তৈরী করেছে সরকার।

Source: Millennium Post

 

Kolkata Police’s all-women SHE squad to make women feel safe

Kolkata Police (KP) has stepped up efforts to ensure the safety of women in the city. It has decided to create a squad of 20-odd female officers called SHE, which will patrol on scooters to watch over women in places where they are likely to need help. The officers will be handpicked from across the force.

The project is the will be a first for Kolkata in terms of an all-women squad on two-wheelers. In 2014, female officers had been deployed as part of the Reinforce City Patrol (RCP) fleet posted at strategic locations to react quickly to street crime.

The officers to be selected for the squad will be ones who already ride two-wheelers. They will all be given new scooters for official duty.

The focus of the SHE project is on the surrounding areas of girls’ schools and colleges, lakes and shopping malls where the footfall of women is high, according to sources in Kolkata Police.

A senior police officer said a project like SHE would go a long way in making women feel secure, especially when they are out alone.

Kolkata currently has eight all-women police stations, one in each division under Lalbazar except the East division that was created recently. These police stations have been set up for effective and sensitive handling of complaints about crimes against women.

Comprising the force of female personnel of Kolkata Police are 113 sub-inspectors, 131 assistant sub-inspectors and 444 constables.

On the eve of International Women’s Day on March 8, another all-women patrol squad called Knightingale was launched in the South Division jurisdictional area of KP.

কলকাতার রাস্তায় টহল দেবে মহিলা পুলিশের বাইকবাহিনী

এতদিন নজরে পড়ত পুরুষ পুলিশকর্মীদের মোটরবাইকে টহল। শহরের রাজপথে এবার দাপিয়ে বেড়াবে পুলিশের প্রমীলা মোটর বাইকবাহিনী।

লালবাজার ঠিক করেছে, ২৫টি মোটরবাইকে সারা শহরে টহলদারি দেবে মহিলা পুলিশ। মূলত মেয়েদের স্কুল-কলেজ চত্বর এবং যেখানে মহিলাদের বিপদে পড়ার সম্ভাবনা থাকে, এমন সব জায়গায় ওই বাহিনী চক্কর কাটবে। রাতে শহরে যেখানেই সমস্যা সৃষ্টি হবে, সেখানেই পৌঁছে যাবে বাহিনী। লালবাজার এবং বিভিন্ন থানা থেকে দু’তিনটি করে মোটরবাইক নিয়ে দল বেঁধে ওই টহলদারি চলবে।

লালবাজার সূত্রের খবর, প্রশিক্ষণ শেষ করে গত বুধবার ৯৬৯ জন কনস্টেবল পাকাপাকিভাবে কলকাতা পুলিশে কাজে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে ৯১ জন মহিলা। কাজে যোগ দেওয়া ওই ৯১ জন মহিলার মধ্যে অনেকেই মোটরবাইক চালানোর ব্যাপারে পারদর্শী।

তাঁদের মধ্যে থেকে ১৫ জন এবং বাকি যে মহিলা কনস্টেবলরা এখন র‌্যাফ বা অন্য শাখায় কর্মরত রয়েছেন, তাঁদের থেকে আরও ১০ জনকে নিয়ে ২৫ জনের একটি বাহিনী শুরুতে গঠন করা হবে। প্রত্যেক মহিলা কনস্টেবলকে মোটরবাইক চালানোর জন্য লাইসেন্সের ব্যবস্থা করবেন কর্তৃপক্ষ। এরপর রাস্তায় টহলদারিতে নেমে কী কী বিষয়ে নজর রাখতে হবে সে ব্যাপারে তাঁদের একটি বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। টহলদারির সময় যোগাযোগের জন্য তাঁদের দেওয়া হবে সরঞ্জামও।

প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে কলকাতা পুলিশের ছ’টি ভ্যান চালাচ্ছেন মহিলা পুলিশকর্মীরা।

 

Hooliganism in the name of religion will not be tolerated: Bengal CM

Bengal Chief Minister Mamata Banerjee today gave a stern warning to those who are indulging in hooliganism in the name of religion. From the dias of the administrative review meeting at South 24 Parganas, she said that this is not Bengal’s culture and will not be tolerated. The CM instructed the SPs of all districts to take appropriate action.

Full transcript of what the CM said:

Did Lord Ram ever say that armed rallies with pistols and swords should be organised in his name? We have read in our scriptures that Ram fought against Ravan with a bow and arrow. Some hooligans are trying to give Lord Ram a bad name. Should we leave law and order in their hands? Will they run the administration now?

Few mustans with pistols, swords, arms, cloths tied around their heads, are doing goondagiri on the roads. This is not Bengali culture. We worship Durga, Kali, Saraswati, Ganapati, Laxmi as well as Basanti. We observe all festivals with peace and harmony. We also celebrate Eid and Christmas.

We gave permission for holding peaceful rallies. Everyone is free to practice their religion. But carrying pistols and playing politics in the name of Ram will not be tolerated. No one has the right to go to the neighbourhood of a different community and kill someone.

I would ask the administration to take strong action against those who carried arms. Some people are opening organisations with religious names and doing business in the name of religion. They are bringing shame to their religion. Ramakrishna Mission, Bharat Sevasram Sangha, Gangasagar – these are symbols of Hinduism.

Hinduism is universal. People have been following this faith for hundreds of years. Hinduism preaches love, brotherhood, tolerance. We don’t need lessons in Hinduism from them.

What they practise is freak religion; religion of muscle power and goondaism. This is not even politics, which requires service to people and society at large. Politics requires culture, humanism and education. Killing people cannot be a part of politics.

What we witnessed yesterday is the handiwork of one party. Today I read in the papers that they carried pistols in their rallies. We saw on TV many people carried swords. Did Lord Ram ever carry a sword? They are importing a new religion (of violence) and dreaming of winning over the entire country. I am sorry to say this, I abhor them. I strongly condemn these actions.

The administration has a responsibility. The death of a person in Purulia is akin to the death of my own family member. Whether he was Muslim, Hindu, Sikh of Christian is immaterial. Why would they kill people? They are so afraid that they are hiring goons from outside. Bengal will not tolerate this.

I am instructing all SPs to take strong action. Do not spare any wrong-doer. If I come to know that police is colluding with them, I will not spare the police either.

People demand justice. They are horrified by yesterday’s events. This is not Bengal’s culture. This will not be tolerated. This is my clear message.

 

ধর্মের নামে গুন্ডাগিরি মানব না: মুখ্যমন্ত্রী

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিক সভা থেকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ধর্মের নামে গুন্ডাগিরিকে রেয়াত করা হবে না। তিনি আরও বলেন যে এটা বাংলার সংস্কৃতি নয়।

মুখ্যমন্ত্রীর বক্তব্য:

রাম কোনদিন বলে গিয়েছিলেন পিস্তল হাতে মিছিল করতে বা তরবারি হাতে মিছিল করতে? আমরা ইতিহাসে দেখেছি রামচন্দ্র ধনুক নিয়ে রাবণের বিরুদ্ধে লড়াই করেছিলেন। কতগুলি hooligans রামের বদনাম করছে – তাদের হাতে কি আমরা রাজ্যের শাসনভার, আইন শৃঙ্খলা ছেড়ে দিতে পারি? প্রশাসন কি বলে?

কতজন হুজুগে মাস্তান হঠাৎ করে এসে জুটেছে, পিস্তল নিয়ে, তরবারি নিয়ে, মাথায় ফেট্টি বেঁধে রাস্তায় গুণ্ডামি করতে বেরিয়েছে। এটা বাংলা সংস্কৃতি নয়। বাংলার সংস্কৃতি সম্পূর্ণ আলাদা। আমরা দুর্গাপুজো করি, কালী পুজো করি, সরস্বতী পুজো করি, গণপতি, লক্ষ্মী, বাসন্তী পুজো করি। আমরা সব পুজো করি শান্তি, সংহতি, উলুধ্বনির মধ্যে দিয়ে, অশান্তির মধ্যে দিয়ে নয়। আমরা রমজান পালন করি, বড়দিনও পালন করি।

আমি শান্তিপূর্ণ মিছিলের অনুমতি দিয়েছি। যে কোন ধর্মের লোক যে কোন ধর্মের অনুষ্ঠান পালন করতে পারেন। কিন্তু রামের নাম নিয়ে রামকে বদনাম করার জন্য পিস্তল তরোয়াল হাতে নিয়ে অন্য কমিউনিটির পাড়ায় ঢুকে গিয়ে তাঁকে খুন করার অধিকার কাউকে দেওয়া হয়নি।

আমি প্রশাসনকে এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলব। হঠাৎ করে এবার কয়েকজন হাতে অস্ত্র তুলে নিয়েছে। যেই হাতে অস্ত্র তুলে নিক, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। ধর্মীয় একটা করে নাম ঢুকিয়ে দিয়ে নানারকম ভাবে ধর্মের নামে ব্যবসা করছে। আর ধর্মকে বিক্রি করে তার বদনাম করছে। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, গঙ্গাসাগর – তারা হিন্দু ধর্মের নামে এই কাজ মানে?

হিন্দুধর্ম সার্বজনীন। শত শত বছর ধরে এই ধর্ম পালন হয়ে আসছে সবাইকে ভালবেসে, সহনশীলতার মধ্যে দিয়ে। ওরা এখন হিন্দু ধর্ম শেখাচ্ছে।

এ কোন ধর্ম? খামখেয়ালি ধর্ম, গায়ের জোরে গুণ্ডামির ধর্ম। এটা দিয়ে রাজনীতি হয় না। রাজনীতি অনেক বড় ব্যাপার। রাজনীতি করতে গেলে সমাজ ও মানুষের জন্য কাজ করতে হয়। রাজনীতি সভ্যতা – সংস্কৃতি – মানবিকতা – শিক্ষার জন্য। রাজনীতি মানে মানুষকে খুন করা নয়।

গতকাল আমরা যা দেখলাম, শুধুমাত্র একটা রাজনৈতিক দলের কাজ। আজ পেপার খুলে দেখলাম পিস্তল নিয়ে মিছিল করছে। অনেক কাগজ ও টিভি তে দেখলাম তলোয়ার নিয়ে মিছিল করছে। রামচন্দ্রর হাতে কখনো তলোয়ার ছিল? নতুন ধর্মের আমদানি করেছে এরা। এই ধর্ম নিয়ে ভাবছে সারা ভারতবর্ষ জয় করবে। I am sorry to say, আমরা এদের ঘৃণা করি। এই ধরণের আচরণকে আমরা ধিক্কার জানাই।

প্রশাসনের একটা দায়িত্ব আছে। পুরুলিয়ায় যদি একজনেরও মৃত্যু হয়ে থাকে তবে আমার ঘরের ভাই মারা গেছে। সে হিন্দু-মুসলমান- শিখ না খ্রিস্টান আমার জানার দরকার নেই। তোমরা কেন মানুষ মারবে? একজন ভয় পেয়েছে বলে তাকে বাইরে থেকে গুন্ডা আনিয়ে তাড়া করে মারবে কেন? এসব বাংলায় সহ্য করা হবে না।

আমি সব এসপি কে নির্দেশ দিচ্ছি কড়া ব্যবস্থা নেওয়ার জন্য। কাউকে সহ্য করা হবে না। আইন আইনের কাজ করবে। যদি পুলিশ সমঝোতা করে কোন ব্যবস্থা না নেয় তাহলে আমি সেই সেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

জনগণ আপনাদের কাছে বিচার চায়। মানুষ কাল এই সব মিছিল দেখে শিউরে উঠেছে। এটা বাংলার সংস্কৃতি নয়। আমরা এসব সহ্য করব না। এটা আমার clear message।

 

 

Unemployment declining significantly in Bengal, says Central Govt data

There is some good news for Bengal. The Central Government has, in an answer to a question asked in the Lok Sabha, presented data that paints a promising picture on the rate of employment in the State.

According to the Employment and Unemployment (E&U) Surveys conducted by the Labour Bureau, the rate of unemployment in Bengal has been decreasing significantly over the last few years.

During financial year (FY) 2012-13, the rate of unemployment was 5.9 per cent (of the population). It dropped to 4.2 per cent during FY 13-14, and further reduced to 3.6 per cent during FY 15-16. The survey was conducted for persons aged 15 years and above.

This steady reduction in unemployment rate over three financial years can be seen in only seven States, according to the data, of which the most dramatic reduction has been in Bengal. In all the other States, there has either been a gradual increase or an increase after a decrease.

In Bengal, from FY 12-13 to FY 13-14, the reduction was by almost 29 per cent and from FY 13-14 to FY 15-16, it was by about 14 per cent. The percentage reduction over four FYs – 2012-13 to 2015-16 – was almost 39.

 

পশ্চিমবঙ্গে বেকারত্বের হার লক্ষ্যণীয়ভাবে কমেছে, লোকসভায় তথ্য দিলেন মন্ত্রী

গত তিন বছরে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার লক্ষ্যণীয়ভাবে কমেছে। লোকসভায় কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর পেশ করা তথ্যে প্রকাশ পেল এই তথ্যই।

সেই রিপোর্ট অনুসারে, ২০১২-১৩ সালে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার ছিল ৫.৯ শতাংশ। ২০১৩-১৪ সালে তা কমে দাঁড়ায় ৪.২ শতাংশে। এবং ২০১৫-১৬ আর্থিক বছরে রাজ্যে বেকারত্বের হার আরও কমে দাঁড়িয়েছে ৩.৬ শতাংশে।

অথচ লোকসভায় পেশ করা সংশ্লিষ্ট তথ্যেই স্পষ্ট, দেশের অন্যান্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের অনেকগুলিতেই উল্লিখিত সময়ে বেকারত্বের হার ক্রমশ ঊর্ধ্বমুখী। যেমন বামশাসিত কেরলে ২০১৩-১৪ সালে যা ছিল ৯.৩ শতাংশ, তার পরের বছর ২০১৫-১৬ সালে বেকারত্বের সেই হার বৃদ্ধি পেয়ে হয়েছে ১০.৬ শতাংশ। উত্তরপ্রদেশে ২০১৩-১৪ সালের ৪ শতাংশ থেকে পরের বছর বেড়ে হয়েছে ৫.৮ শতাংশ।

দেশের প্রায় সব রাজ্যই যেখানে কর্মসংস্থানের সুযোগ তৈরী করতে না পারার অভিযোগে জেরবার হয়ে যাচ্ছে, সেখানে বেকারত্ব ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের এই উলটপুরাণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Source: Data from Labour Bureau, Ministry of Labour and Employment, GoI, as presented in the Lok Sabha

http://164.100.47.190/loksabhaquestions/annex/14/AS321.pdf

 

Bengal Govt developing ‘Bhorer Aalo’ tourism hub at Gajoldoba

The Bengal Tourism Department has chalked out an elaborate plan to develop the ‘Bhorer Aalo’ tourism hub at Gajoldoba in North Bengal. The new tourist facilities that the hub entails would possibly be introduced before Durga Puja this year.

As a part of the initiative, visitors can take part in boating along the River Teesta. Another attraction would be hot air balloon rides. People visiting the area can also take a stroll inside the Saraswatipur tea garden. There would also be facilities like a jungle safari by car.

These announcements were made recently by the State Tourism Minister, after he held a high-level meeting to accelerate the process with representatives from 12 Departments.

The Minister also said there are plans to introduce houseboats in Gajoldoba and Mirik. Watching birds while riding on a boat can be a favourite pastime of the tourists. Plans are also afoot to start an elephant safari.

It may be mentioned that around 52 overseas delegates from 30 countries have already visited Bhorer Alo, the dream tourism hotspot being developed by the State Government in Gajoldoba, in January to get a first-hand experience of the unique eco-tourism project.

 

 

গাজলডোবায় সেজে উঠছে ‘ভোরের আলো’ পর্যটন কেন্দ্র

গাজলডোবায় ‘ভোরের আলো’ সেজে উঠছে জোরকদমে। তৈরী হয়েছে ৬টি সরকারি কটেজ। আরও ২০টির কাজ চলছে। কিছুদিনের মধ্যে ওই কটেজগুলিও থাকার জন্য খুলে দেওয়া হবে।

এরই মধ্যে আবার নেওয়া হয়েছে বেশ কিছু পরিকল্পনা। তিস্তা থেকে মংপো পর্যন্ত রাফটিংয়ের কথা ভাবা হচ্ছে। তিস্তা সেচখালে প্যাডেলিং বোট নামানো হবে। তিস্তার কোলে এখন স্থানীয় স্তরে নৌকাবিহারের ব্যবস্থা রয়েছে। সেই নৌকাগুলি পর্যটন দপ্তর সাজিয়ে দেবে। রঙিন ছাউনি দিয়ে আরও আকর্ষণীয় করে তোলা হবে। প্রকল্প এলাকার পাশে দেড় একর জায়গায় করা হবে ১০ শয্যার আপৎকালীন হাসপাতাল।

এ ছাড়া হচ্ছে হেলিপ্যাড। রয়েছে আরও বহু বিনোদনের আয়োজন। যেমন হট এয়ার বেলুন। গাজলডোবা থেকে সরস্বতীপুর চা–বাগান পর্যন্ত জঙ্গলের ভেতর দিয়ে জঙ্গল সাফারি, হাতি সাফারির পথ করবে বন দপ্তর। গাজলডোবায় তিস্তার ওপর হচ্ছে আরেকটি সেতু। ১০০ কোটি টাকায় তৈরী হবে ওই সেতুটি। সেচ দপ্তর এই সেতুটি তৈরী করবে। এপ্রিলেই এই সেতুর কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প হল গাজলডোবার এই পর্যটন হাব। তিনি এর নাম দিয়েছেন ‘ভোরের আলো’। একদিকে বৈকুণ্ঠপুর জঙ্গল, একদিকে তিস্তা সেচখাল, তিস্তায় বিশাল বাঁধ এবং জলাধার। উত্তরে তাকালেই হিমালয়, কাঞ্চনজঙ্ঘা।

স্থায়ী থানা হচ্ছে গাজলডোবায়। প্রকল্প এলাকায় অর্কিড পার্ক করা হবে। দুটি হাউসবোট আনা হবে। একটি রাখা হবে মিরিকের লেকে। গাজলডোবায় ফুড অ্যান্ড ক্রাফ্ট ইনস্টিটিউট খোলা হচ্ছে। ভবিষ্যতে এখানে হোটেল ম্যানেজমেন্টের ধাঁচে কোর্স চালু হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এখানে ভারতের সেরা পর্যটন হাব করতে। তারই রূপায়ণ হচ্ছে।

Source: Millennium Post