Bengal Ministers visit various markets to take stock of demonetisation effect on traders

The Bengal Agriculture Minister and the Agriculture Marketing Minister on Thursday visited several wholesale and retail markets in the city to assess the present situation with flow of money yet to improve after 23 days of demonetisation of notes.

The Ministers were also accompanied by the local MLA when they visited Koley Market near Sealdah and Manicktala market near Ultadanga.

After inspecting the markets and speaking to farmers and vegetable traders, the Agriculture Minister said that they would submit a report to the Chief Minister Mamata Banerjee in this regard.

The Ministers spoke to both the farmers who come to the markets from different villages to sell their produce and wholesale traders who import onions and potatoes from other states.

THey said that there is a wide gap between the price at which vegetables were procured from farmers and the rate at which the same is sold by traders in local market.

“A wholesaler said that he is selling capsicum at Rs 12 per kg while we are buying it at Rs 30 per kg in local markets. It shows that there are some middlemen who are playing nasty games. As a result, farmers are getting the minimum price and on the other hand common people are buying the same at a much higher price. Stringent measures would be taken against these middlemen,” the State Agriculture Minister said.

He further said that the Centre’s decision of demonetisation has left a deep impact on the market. Both buyers and sellers are affected due to the cash crunch. Business volume has come down drastically.

“I spoke to an onion wholesaler who procured the vegetable from South India. He said that his per day sale was around 100 kg and now it has gone down to 40 kg. I found stock of comparatively bigger size onions in Koley Market. These onions would perish if not sold within the next few days. The traders would incur huge loss if they cannot clear the stock. Still the price of vegetables are under control, but I apprehend price rise if the situation doesn’t improve soon,” he said, adding that they had also urged the Centre’s representatives, who visited the state in recent time, to visit the markets to get the real picture and to know how people are suffering due to the Centre’s hasty decision.

Besides taking up the issue politically, the State Government is also doing the necessary to let the country know how the people are suffering.

The inspections will continue and the Ministers would often visit the markets in the next few.

The State Agriculture Marketing Minister said: “The visit was essential to know the real picture. Steps would be taken accordingly to reduce the suffering of the farmers.”

 

ব্যবসায়ীদের ওপর নোটবাতিলের প্রভাব দেখতে বিভিন্ন বাজার ঘুরে দেখলেন রাজ্যের মন্ত্রীরা

নোটবাতিলের ২৩দিন পরেও টাকার জোগান কিরকম আসছে ও তার ফলে ব্যাবসায়ীদের মধ্যে কি প্রভাব পড়ছে তা দেখতে শহরের বিভিন্ন পাইকারি ও খুচরো বাজার ঘুরে দেখেন কৃষি মন্ত্রী ও কৃষি বিপনন মন্ত্রী।

স্থানীয় বিধায়করাও ওনাদের সঙ্গে ছিলেন যখন ওনারা কোলে বাজার ও মানিকতলা বাজার পরিদর্শন করেন। চাষি ও সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলে কৃষি মন্ত্রী জানান, তিনি বিশদ রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে জমা দেবেন।

দুরের গ্রাম থেকে আসা চাষিদের পাশাপাশি যেসকল পাইকারি বিক্রেতারা আলু ও পেঁয়াজ আমদানি করে থাকেন, তাদের সঙ্গেও আলোচনা করেন।

তাঁরা জানান চাষিদের থেকে যে দামে সবজি কেনা হয় ও বাজারে বিক্রেতারা যে দামে আনাজ বিক্রি করছেন, তার মধ্যে অনেক তফাৎ আছে।

কৃষি মন্ত্রী বলেন, তিনি এক পাইকারি সবজি বিক্রেতার সঙ্গে কথা বলে জেনেছেন, পাইকারি সবজি বিক্রেতা ১২ টাকা কিলো দরে ক্যাপসিকাম বিক্রি করেন কিন্তু ক্রেতারা খুচরো বিক্রেতাদের থেকে সেটা পাচ্ছে ৩০ টাকা কিলো দরে। তার মানে ফড়েরা খুব বাজে ধরনের পদ্ধতিতে দাম বাড়াচ্ছে, যার ফলে চাষি ও ক্রেতা উভয়ই বঞ্ছিত হচ্ছে।

তিনি আরও বলেন, নোটবাতিলের ফলেও খুব খতিগ্রস্ত হয়েছেন ক্রেতা ও বিক্রেতা উভয়পক্ষ। ব্যাবসার পরিধি অনেক কমে গেছে।

তিনি বলেন, তিনি আর এক আনাজ বিক্রেতার সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, ওই বিক্রেতা দক্ষিন ভারত থেকে আনাজ আনিয়ে থাকেন, আগে রোজ ১০০ কিলো বিক্রি ছিল যা এখন কমে ৪০ কিলোতে এসে পৌঁছেছে। এইসব আনাজ খুব তাড়াতাড়ি পচে যাবে যদি না সামনের সপ্তাহের মধ্যে বিক্রি করা যায়। সেক্ষেত্রে ব্যাবসায়ীরা বিশাল খতিগ্রস্ত হবেন। মন্ত্রী বলেন, তাও আনাজের দাম নিয়ন্ত্রনের মধ্যে আছে, কিন্তু এই নোটের আকাল আর কিছুদিন চললে পরিস্থিতি বীভৎস রুপ নিতে চলেছে। মন্ত্রী কেন্দ্রীয় প্রতিনিধিদের আবেদন করেন তারা যেন এইসব বাজারগুলো ঘুরে দেখেন ও মানুষের কষ্টের কথা দেখে যান নোট বাতিলের ফলে।

রাজনৈতিক উদ্দেশ্যে না গিয়ে রাজ্য সরকার সারা দেশবাসীকে জানাতে চান এখানে মানুষ কিরকমভাবে প্রতিনিয়ত কষ্টের সম্মুখীন হচ্ছে।

এই পরিদর্শন চলতে থাকবে ও মন্ত্রীরা বাকি বাজারও ঘুরে দেখবেন।

কৃষি বিপনন মন্ত্রী জানান, এই পরিদর্শন খুব জরুরি ছিল আসল পরিস্থিতি জানতে। কৃষকদের দুর্গতি কমাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহন করা হবে।

Kolkata bags Best City Award for tackling waste management well

Along with 10 cities, Kolkata is the only Indian city to receive the prestigious prize. The awards were announced during the C40 Mayors Summit held in Mexico City. Other cities that won the award are Addis Adaba, Copenhagen, Curitiba, Sydney and Malborne, Paris, Portland, Seoul Shenzhen, and Yokohama.

Held in Mexico City, Kolkata municipal officials received the prestigious award from C40 Chair and Rio de Janeiro Mayor Eduardo Paes.

Municipal officials have visited 50,000 house and have made our people aware about the benefits of solid waste management.

The project involved 100 per cent door to door collection of solid waste, segregation and recycling by way of compositing which is sold in the market. One significant aspect of this project is that rag-pickers were part of it.

Kolkata has been mad a vat-free city. Kolkata Mayor said that West Bengal Chief Minister Mamata Banerjee wanted to make Kolkata ‘Green and Clean’ and that has been made possible. The citizens supported the initiative in a big way, he pointed out.

 

কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় বিশ্বের সেরা শহরগুলির মধ্যে স্থান পেল কলকাতা

কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় বিশ্বের সেরা শহরগুলির মধ্যে স্থান পেল কলকাতা। শুক্রবার মেক্সিকোয় বিশ্বের বিভিন্ন শহরের মেয়রদের নিয়ে ‘সি ৪০ মেয়র্স সামিট ২০১৬’য় এই পুরস্কার জিতে নিল এ শহরের পুরসভা।

তিন দিনের এই শীর্ষ সম্মেলনে ভারত থেকে যোগ দিয়েছিল দিল্লি, মুম্বই, চেন্নাইয়ের মতো শহরও। সকলকেই পিছনে ফেলেছে কলকাতা। অন্য বিজয়ী শহরগুলির মধ্যে রয়েছে সিডনি, মেলবোর্ন, প্যারিস, কোপেনহেগেন, ইয়োকোহামা, আদ্দিস আবাবা প্রভৃতি। অনুষ্ঠানে বিশ্বের আরও দশটি শহরের সঙ্গে এই শিরোপায় ভূষিত কলকাতা পুরসভার তরফে পুরস্কার নিতে উপস্থিত ছিলেন রাজ্যের পুর-বিষয়ক সচিব। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার প্রকল্পে একটা বড় ভূমিকা ছিল কাগজকুড়ানিদের। বাড়ি বাড়ি গিয়ে ১০০ শতাংশ বর্জ্য সংগ্রহ এবং পরে তার ব্যবস্থাপনায় সফল কলকাতা।

সম্প্রতি কম্প্যাক্টর যন্ত্র বসিয়ে কলকাতা পুর-এলাকা থেকে খোলা ভ্যাট তুলে দেওয়া হয়েছে। তার জেরে এই দুই সমস্যা থেকে মুক্তি মিলেছে অনেকটাই।

কলকাতার এই সাফল্য প্রসঙ্গে মেয়র বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রিন অ্যান্ড ক্লিন সিটি চেয়েছিলেন। তাঁর অনুপ্রেরণায় এটা করতে পেরেছি আমরা। তাতেই এই সাফল্য। তবে জনগণের সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না।

RBI’s disbursement of new notes discriminatory: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee on Thursday alleged that the Reserve Bank of India’s (RBI) disbursement of new currency notes to States has been discriminatory.

With long queues outside banks and ATMs running dry on the first day of the month, Mamata Banerjee took to Twitter and wrote, “The salaried class people are not getting their own money from banks for their livelihood”, adding that if the organised sector was facing such serious crisis then one could easily imagine how grim the situation in the unorganised sector was.

Taking the country’s central bank head on, the Trinamool Congress supremo alleged that the RBI had “not given many state governments critically necessary funds despite announcements & promises”.

Rare Commodity

Terming the new Rs 500 note as a “rare commodity”, Mamata Banerjee alleged that the new notes have not been seen in most parts of Bengal.

“There is total discrimination in disbursement of cash between States,” she wrote on Twitter, adding that the RBI must release figures regarding how much currency was given to each state.

Demonetisation “draconian”

Ever since the Modi government’s announcement on demonetisation, Mamata Banerjee has been steadfast in her criticism of the move. The Trinamool Congress has demanded a complete rollback of the decision, terming it “draconian”.

In fact, Mamata Banerjee was the first Chief Minister to oppose the move. She has led protests against the move in Delhi, Lucknow and Patna.

 

নতুন নোট পাঠানো নিয়ে বৈষম্যমূলক আচরণ করছে রিজার্ভ ব্যাঙ্ক: মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার অভিযোগ তোলেন, রাজ্যগুলোতে নতুন নোট পাঠানোর ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করছে রিজার্ভ ব্যাঙ্ক।

মাসের প্রথম দিন ব্যাঙ্ক ও এটিএম কাউন্টারগুলোর বাইরে সুদীর্ঘ লাইন হলেও ব্যাঙ্ক ও এটিএমগুলির ভাঁড়ার শুন্য। দিদি টুইটারে লেখেন “চাকুরীজীবি মানুষেরা নিজেদের সংসার চালানোর জন্য নিজেদের হকের বেতনের টাকাও পাচ্ছেন না।”

তিনি গভীর উদ্বেগের সঙ্গে জানান, যদি সংগঠিত ক্ষেত্রে এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তাহলে অসংগঠিত ক্ষেত্রে পরিস্থিতি কি ভয়ানক তা অনুমান করা যায়।

তৃণমূল নেত্রী বলেন, “অনেক ঘোষণা ও প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও রাজ্যগুলিকে প্রয়োজনীয় নোটের প্রায় কিছুই পাঠানো হয়নি।”

বিরল বস্তু

নতুন ৫০০ টাকার নোটকে “বিরল বস্তু” আখ্যা দিয়ে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা সহ দেশের বেশির ভাগ জায়গাতেই এই নোট দেখা যাচ্ছে না।

তিনি টুইট করে দাবি জানান যে রিজার্ভ ব্যাঙ্কের এখনই জানিয়ে দেওয়া উচিত কোন রাজ্যকে তারা কত টাকা পাঠিয়েছেন।

 

 

Sudip Bandopadhyay takes up the issue of delay in landing of flight carrying Mamata Banerjee despite low fuel | FULL TRANSCRIPT

Madam, yesterday, our Chief Minister Mamata Banerjee, was coming back to Kolkata from Patna and it was 7:30 PM in the evening.  The aircraft was scheduled to land in Kolkata but due to traffic, the aircraft was hovering in the sky for long 30 minutes. Then, the pilot sent a signal to the ATC that only seven minutes of flying fuel are reserved; immediate landing is very important at this juncture.

The Air Traffic Control gave the permission of landing to another aircraft which was coming from Agartala. While landing it was found that all emergency landing provisions – ambulance, fire brigades – were  already present there, as if the flight was going to crash. Airport Authority of India has admitted fuel reserved was for seven minutes only.

After investigation, the truth can be found out. Is there a motive behind this? It is not an Air India flight, it is an Indigo flight. Mamata Banerjee normally flies in Indigo flights and ATC is controlled by the Central Government.

The Hon’ble Minister is here. The Hon’ble Ananth Kumar ji requested me to communicate to the Chief Minister his anxieties regarding the incident.

So, I want that the Government should rise to the occasion. The security of Mamata Banerjee, the life of Mamata Banerjee is facing some challenges which Government of India should look into with all priority.

Our slogan will be to remove Narendra Modi from power: Mamata Banerjee

Today Trinamool Chairperson Mamata Banerjee led a procession of lakhs of people on a protest march against demonetisation from College Street to Dorina Crossing in Kolkata.

At the conclusion of the march, at Dorina Crossing, she gave a speech which received a vociferous applause from the huge gathering. She said, “Every decision needs planning, instead demonetisation has been totally unplanned and done in haste”.

While referring to the rare appearances of the Prime Minister in Parliament and to his refusal to respond to the Opposition parties’ challenge to demonetisation there, she said, “Modi has made the announcement and now is nowhere to be found. And he wants to lead the country? You have become the faceless Modi babu”.

She strongly criticised the Prime Minister’s penchant to constantly lecture people on the supposed benefits of demonetisation, when it is actually causing endless pain. As she said, “The country cannot run on lectures. We need action. People are suffering. Banks and ATMs have run out of cash but the Prime Minister is giving lectures. You want people to go cashless?”

Echoing the wishes of the majority of the people around the State as well as the country, she said, “We have only one demand. Roll back this arbitrary and hasty decision and do whatever you want to do in a planned way”.

Continuing her resounding speech, Mamata Banerjee said, “Daily life has been hampered severely. This is a people’s movement, not a political movement”.

Coming down too on the disastrous timing of the announcement of demonetisation, she said, “When people received their salaries on November 8, the Centre announced its decision. What will happen in December?”

Criticising also the view held by the Central Government’s views on black money, the Chief Minister said, “The Centre thinks only they have white money, the rest of us are hoarding black money. The people are unable to withdraw their own money from their own bank accounts. They need Modi ji’s permission. In the coming days, will the people need Modi’s permission to walk on streets? Soon he will come for the people’s legitimate gold and land”.

She warned, “In a democracy like India, there is no place for a dictator like Modi”.

The people’s person that Mamata Banerjee is, she thundered, “We are ready to even lay down our lives for this cause. We will fight till the end for this political movement. The government cannot scare us through its agencies. We may die or survive. Whatever may happen, our slogan will be to remove Narendra Modi from power”.

She then thanked the people for rejecting the bandh that many parties had called, saying, “I thank the people for hitting the streets in protest but rejecting the bandh”.

She ended her speech with the slogans, “Demonetisation bandh karo”, “Note bandi vapas lo”, “Modi Sarkar hai hai”, slogans which were repeated in unison across the gathered throng of people.

 

আমাদের স্লোগান হবে নরেন্দ্র মোদী কে ক্ষমতাচ্যুত করাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

কেন্দ্রের নেওয়া নোট বাতিলের হঠকারী ও তুঘলকিসিদ্ধান্তের বিরোধিতা করতে আজ পথে নামলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বাতিলের ফলে সাধারণ মানুষকে যে মুশকিলের সম্মুখীন হতে হচ্ছে তার প্রতিবাদে আজ এক মহামিছিলের নেতৃত্ব দেন দিদি। বহুসংখ্যক সাধারণ মানুষ এই মহা মিছিলে যোগ দেন। নোট বাতিলের জেরে মানুষের ভোগান্তির প্রতিবাদেই এই মিছিল।

মিছিল শুরু হয় দুপুর ১২ টায় কলেজ স্কোয়ারে এবং কলেজ স্ট্রিট, নির্মল চন্দ্র স্ট্রিট, গণেশ চন্দ্র এভিনিউ, চিত্তরঞ্জন এভিনিউ, জওহরলাল নেহেরু রোড হয়ে ডোরিনা ক্রসিংয়ে এই মিছিল শেষ হয়। এরপর মিছিল শেষে ধর্মতলায় সভাও করেন মুখ্যমন্ত্রী ৷

 

এখানে তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • আজ হাজার হাজার মানুষ এই নোট বাতিলের প্রতিবাদে রাস্তায় নেমেছেন
  • সব স্তরের মানুষ আজ এই প্রতিবাদে সামিল হয়েছেন
  • কোন সিদ্ধান্ত নিতে গেলে তা পরিকল্পনা মাফিক করতে হয়
  • মোদীজি একটা ঘোষণা করে দিলেন আর এখন তাঁকে খুজেই পাওয়া যাচ্ছে না। আর উনি দেশ চালাবেন?
  • আপনি চান সমাজ যাতে ক্যাশলেস হয় আর আপনি এখন ফেসলেস
  • আমাদের শুধু একটাই চাহিদা। রোল ব্যাক একটি হঠকারী সিদ্ধান্ত, পরিকল্পনামাফিক সিদ্ধান্ত নেওয়া উচিত
  • মানুষ চরম দুর্ভোগের শিকার। ব্যাঙ্ক, এটিএম এ টাকা নেই অথচ প্রধানমন্ত্রী ভাষণ দিয়ে বেড়াচ্ছেন
  • ভাষণ দিয়ে দেশ চালানো যায় না, কাজ করতে হবে
  • আজ সারা দেশ জুড়ে একটাই স্লোগান – ‘তানাশাহি নেহি চালেগা’
  • বিভিন্ন ক্ষেত্রে জনজীবন ব্যহত। এটা মানুষের লড়াই, রাজনৈতিক লড়াই নয়
  • যখন ৮ নভেম্বর এই ঘোষণা হয়েছিল তখন সকলে বেতন পেয়ে গেছিলেন, কিন্তু এবার কি হবে?
  • কেন্দ্র মনে করে শুধু তাদের সাদা টাকা আছে আর বাকিদের সবার কালো টাকার কারবার
  • মানুষ এখন নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারছেন না, সেটা করার জন্যও এখন মোদী জির অনুমতি দরকার
  • ভারতবর্ষের গনতন্ত্রে মোদী জির মত একনায়ক শাসকের কোন জায়গা নেই
  • আগামী দিনে কি রাস্তায় চলতে গেলেও মোদীজির অনুমতি লাগবে?
  • এরপর মোদীজি মানুষের নিজস্ব সোনা আর জমিগ্রাস করবেন
  • আমরা এর জন্য নিজেদের জীবন দিতেও প্রস্তুত
  • বনধকে সমর্থন না করে এর প্রতিবাদে রাস্তায় নামার জন্য আমি মানুষকে ধন্যবাদ জানাচ্ছি
  • আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাব। ওরা আমাদের এজেন্সি দিয়ে ভয় দেখাতে পারে না
  • আমরা হয় বাঁচব, নয় মরব। আমাদের স্লোগান হবে নরেন্দ্র মোদী কে ক্ষমতাচ্যুত করা
  • নোটবন্দি বন্ধ কর। মোদী সরকার হায় হায়

Trinamool takes up protest programme across Bengal against demonetisation

Today, following a meeting at the Kalighat office of Trinamool Congress, attended by senior leaders from across the State, a series of protests was decided to be organised across Bengal against the draconian policy of demonetisation taken up by the Centre, which has brought untold miseries for the common people.

Subrata Bakshi, General Secretary, Trinamool Congress, announced the protest schedule at a press conference held after the meeting. The series of protests would start on November 28 and end on December 5, to be followed by the commemoration of Sanhati Divas (Solidarity Day) on December 6.

The schedule is as follows:

November 28 (Monday), at 12 pm – Padayatra from College Square to Dorina Crossing in Kolkata
November 29 (Tuesday) – Protests by tea garden workers in front of tea gardens
November 30 (Wednesday) – Protest by biri workers in Dhuliyan, Murshidabad district
December 1 (Thursday) – Protest by tea garden workers in front of the Tea Board of India office in Kolkata
December 2 (Friday) – Submission of memorandum to the Reserve Bank of India (RBI), Kolkata
December 2 (Friday) – Protest meetings in front of banks
December 5 (Monday) – Protest meeting by jute mill workers in Jangipur, Murshidabad district
December 6 (Tuesday) – Commemoration of Sanhati Divas

 

 

নোট বাতিলের প্রতিবাদে বাংলার দিকে দিকে প্রতিবাদ কর্মসূচির ডাক দিল তৃণমূল কংগ্রেস

 

আজ তৃণমূল কংগ্রেসের কালীঘাটের কার্যালয়ে রাজ্যের সকল শীর্ষস্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে একটি মিটিং হয়। ওই মিটিংয়ে কেন্দ্রের নোট বাতিলের তুঘলকি সিদ্ধান্তের ফলে তৈরী হওয়া সাধারণ মানুষের অপরিসীম দুর্গতির প্রতিবাদে একগুচ্ছ প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়।

মিটিংয়ের পর একটি সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত বক্সি ওই মিটিংয়ে গ্রহণ করা কর্মসূচির কথা ঘোষণা করেন। এই কর্মসূচি আগামী ২৮শে নভেম্বর থেকে আগামী ৫ই ডিসেম্বর পর্যন্ত চলবে। ৬ই ডিসেম্বর সংহতি দিবস পালন করা হবে।

কর্মসূচিটি এইরূপ :-

২৮শে নভেম্বর (সোমবার), বেলা ১২টা – কলকাতার কলেজ স্কোয়ার থেকে দরিনা মোড় পর্যন্ত মিছিল
২৯শে নভেম্বর (মঙ্গলবার) – চা বাগানের কর্মীরা চা বাগানের বাইরে বিক্ষোভ দেখাবে
৩০শে নভেম্বর (বুধবার) – ধুলিয়ান ও মুর্শিদাবাদ জেলার বিড়ি শ্রমিকরা বিক্ষোভ দেখাবে
১লা ডিসেম্বর (বৃহস্পতিবার) – কলকাতার টিবোর্ডের সামনে চা বাগানের কর্মীরা বিক্ষোভ দেখাবে
২রা ডিসেম্বর (শুক্রবার) – রিসার্ভ ব্যাঙ্কে স্মারকলিপি জমা দেওয়া হবে
২রা ডিসেম্বর (শুক্রবার) – সব ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখানো হবে
৫ই ডিসেম্বর (সোমবার) – মুর্শিদাবাদ জেলার জাঙ্গিপুরে পাট কর্মীদের বিক্ষোভ
৬ই ডিসেম্বর (মঙ্গলবার) – সংহতি দিবস পালন করা হবে

 

Thousands join Trinamool rally against demonetisation in Kolkata

Thousands of people from all walks of life on Wednesday joined the rally organised by Trinamool Congress to protest against the hasty and arbitrary decision of the Prime Minister to demonetise high value notes that has caused untold misery to common people.

The rally started from College Square and ended at Dorina crossing and passed through Nirmal Chandra Street, Raja Subodh Mullick Square and SN Banerjee Road to reach the destination.

Senior Trinamool Congress leaders Firhad Hakim, Subrata Bakshi, Subrata Mukherjee, Amit Mitra, Sobhandeb Chatterjee and Sashi Panja led the march.

As the rally progressed, more and more common people including small traders, labourers, auto and rickshaw pullers joined the procession.

 

নোট বাতিল ইস্যুতে তৃণমূলের মিছিলে মানুষের ঢল

কেন্দ্রীয় সরকারের নোট বাতিল সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। সর্বস্তরের হাজার হাজার সাধারণ মানুষ এদিন এই মিছিলে যোগদান করেন।

প্রতিবাদ মিছিলটি কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে নির্মলচন্দ্র স্ট্রিট, রাজা সুবোধ মল্লিক স্কোয়ার এবং এস এন ব্যানার্জি রোড হয়ে শেষ হয় ডোরিনা ক্রসিং-এ।

বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি, সুব্রত মুখার্জি, অমিত মিত্র, শোভনদেব চট্টোপাধ্যায় এবং শশী পাঁজা উপস্থিত ছিলেন এই প্রতিবাদ মিছিলে।

অনেক ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমিক, কর্মচারী ও রিক্সাচালক সহ আরো বহু সাধারণ মানুষ এই মিছিলে যোগদান করেছিলেন।

Not a single new Rs 500 note has been circulated in Bengal: Mamata Banerjee

Today, Bengal Chief Minister Mamata Banerjee visited the Reserve Bank of India (RBI) office in Kolkata to take stock of the situation following the demonetisation of Rs 500 and Rs 1000 currency notes.

Mamata Banerjee asked RBI officials to provide details of currency notes despatched to Bengal, as senior citizens were complaining that even they were not getting cash on a day designated for them.

She said, “Not a single new Rs 500 note has been circulated in Bengal”. As a result, and as a result of demonetisation in general, the people are suffering. Long queues are seen every day outside banks and ATMS.

Mamata Banerjee said, “People cannot access their savings accounts”, and questioned whether even their money in the savings accounts is safe.

She further said, “The whole of rural India is crying, farmers are crying. If food is not available what will the common people eat? Plastic?”

Reflecting the sentiment of the people, she raised the slogan, “Ghar ghar mein shor hai, aam janta ro raha hai!” Continuing in the same vein, she said, “How will people and families survive? There is an acute shortage of notes in the society”.

She complained that demonetisation has caused bankruptcy.

She said, “It is very painful that people are unable to purchase medicines”. She also raised serious concerns about the agricultural sector as farmers were unable to buy seeds for sowing crops.

The Chief Minister requested the Centre to “keep all the Rs 10, 100 and 500 notes in circulation”, and most importantly, “to help the people in the rural areas where there are no banks and post offices”.

Mamata Banerjee also empathized with the over-worked bank officials. She said, “My heart goes out to bank employees and officers. All are under severe stress. Sadly, they are victims of circumstance”. She also offered her “condolences to the bereaved families”.

After this, she paid a surprise visit to Asia’s biggest market, Burrabazar, in central Kolkata, where she interact with the people and reviewed the situation first-hand.

Following the Burrabazar visit, the Chief Minister said that “all have expressed deep anguish” about the current market situation.

“People of all castes, communities and creeds belonging to all states, especially Uttar Pradesh, Bihar and Punjab, spoke about the big problems they are facing”.

According to her, they said that “for the last 10 days everything is down to almost zero”.

She expressed her deep anguish about the enormous problems created as a result of the decision of demonetisation by the Central Government, saying, “It is a very sad situation”.

 

 

 

 

এখনও পর্যন্ত একটাও ৫০০ টাকার নতুন নোট বাংলায় এসে পৌঁছয়নি

 

আজ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কলকাতার শাখায় যান এটা জানতে যে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর তাদের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে।

মুখ্যমন্ত্রী ব্যাঙ্কের আধিকারিকদের কাছে জানতে চান কলকাতার জন্য কত নতুন নোট তাদের শাখায় পাঠানো হয়েছে কারণ বহু বৃদ্ধ মানুষ অভিযোগ করছেন আজ তাদের নোট পাল্টে দেয়ার কথা থাকলেও তাদের ব্যাঙ্ক কিছুই দিতে পারছে না।

তিনি বলেন “একটা নতুন ৫০০ টাকার নোটও কলকাতায় পাঠানো হয়নি এখনও পর্যন্ত।”এই নোট বাতিলের ফলে মানুষকে চরম এখনো

ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে ও সারাক্ষন ব্যাঙ্ক ও এটিএমের বাইরে বিশাল লাইনে দাঁড়াতে হচ্ছে।

মানুষ তাঁর নিজের জমানো টাকাও তুলতে পারছে না, তাদের টাকা আদৌ সুরক্ষিত আছে তো?

তিনি আরও বলেন পুরো দেশের গ্রামাঞ্চলের মানুষ হাহাকার করছে। যদি খাবার পাওয়া না যায়, মানুষ খাবে কি? প্লাষ্টিক?

মানুষের চরম ভোগান্তির কথা স্মরণ করে তিনি বলেন “ঘর ঘর মে শোর হ্যায়, আম জনতা রো রাহা হ্যায়।” আরো বলেন, এই মুহূর্তে চরম সংকট হচ্ছে নোটের, মানুষ বাঁচবে কিকরে?

তিনি বলেন এই নোট বাতিলের ফলে দেশের মানুষ পুরো দেউলিয়া হয়ে গেছে।

অসুস্থ মানুষ প্রয়োজনীয় ওষুধ কিনতে পারছেন না। তিনি গম্ভীর উদ্বেগ প্রকাশ করেন কৃষিকার্যের প্রতি কারণ কৃষকরা বীজ কিনতে ও বপন করতে পারছে না।

মুখ্যমন্ত্রী অনুরোধ করেন কেন্দ্রের কাছে ১০, ১০০ ও ৫০০ টাকার নোটের যোগান বাড়াতে। যেসব প্রত্যন্ত অঞ্চলে ব্যাঙ্ক ও পোস্ট অফিস নেই, সেই সকল অঞ্চলের মানুষকে সাহায্য করার আবেদন জানান।

সারাদিন ধরে অক্লান্ত পরিশ্রম করতে থাকা ব্যাঙ্ক কর্মীদের প্রতিও তিনি সমবেদনা জানান। তিনি বলেন ব্যাঙ্ক কর্মচারীরা প্রচন্ড চাপের মধ্যেও প্রচন্ড পরিশ্রম করে চলেন। তিনি সেই সকল পরিবার পরিজনদের প্রতি শ্রদ্ধা জানান যারা এই তুঘলকি সিদ্ধান্তের ফলে তাঁদের স্বজন হারিয়েছেন।

এরপর তিনি এশিয়ার বৃহত্তম বাজার, মধ্য কলকাতার বড়বাজারে যান ও প্রতি ব্যবসায়ীর সঙ্গে কথা বলে তাদের অসুবিধের কথা শোনেন। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তিনি জানান, প্রতিটি ব্যবসায়ীই এই কান্ডজ্ঞানহীন নোট বাতিলের জন্য ক্ষুব্ধ।

সকল রাজ্যের সকল জাতির সকল ধর্মের মানুষ তাদের দুর্দশার কথা বলছেন বিশেষ করে উত্তর প্রদেশ, বিহার ও পাঞ্জাবের জনগণ।

তিনি বলেন এই ১০ দিনে সকলে প্রায় নিঃস্ব হয়ে গেছে।

তিনি কেন্দ্রের নোট বাতিলে এই হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদ করে বলেন পরিস্থিতি খুবই দুঃখজনক।

 

West Bengal State Handicrafts Fair inaugurated

The West Bengal State Handicrafts Fair started from today.

The 24-day fair would continue till December 11 at Milan Mela Ground, opposite Science City. The fair timings are from 1 am to 8.30 pm. Entry to the fair is free.

The Handicrafts Fair is being organised by the Department of Micro and Small Scale Enterprises and Textiles.

Handicraft-makers from all over Bengal have come to this fair to sell their beautiful creations. Like every year, it is going to be a huge success.

 

শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা

আজ থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা।

২৪ দিনের মেলাটি চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত। সায়েন্স সিটির বিপরীতে মিলন মেলা প্রাঙ্গনে হবে এই মেলাটি। দুপুর ১ টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত খোলা থাকবে। কোন প্রবেশমূল্য লাগবে না।

এই হস্তশিল্প মেলাটি ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তর এবং বস্ত্রশিল্প দপ্তর দ্বারা আয়োজিত।

বাংলার সব জায়গা থেকে হস্তশিল্পীরা এসেছেন তাদের তৈরি সুন্দর হাতের কাজের জিনিস বিক্রি করতে। প্রতি বছরের মত, এবছরও এই মেলাটি এক বিশেষ সাফল্য অর্জন করবে।

 

 

PM’s statement on the poor is an insult to common people and in bad taste: Mamata Banerjee

Bengal Chief Minister Mamta Banerjee once again criticised the Prime Minister for Centre’s demonetisation move on Monday. She said that the move has hit the poor of country badly, adding that the statement issued by PM is “bad in taste”.

“The PM in his speech had said the poor are sleeping peacefully. This is an insult to commoners and in bad taste. My humble suggestion is not to hit the common people like this ,” she said.

Mamata Banerjee had earlier given a call for a “joint movement” by Opposition parties against the Centre to give people some respite from the ongoing “financial anarchy” that has been caused due to the decision to demonetise Rs 1,000 and Rs 500 notes.

On Sunday, she had tweeted: “This is not an ego battle. I humbly appeal again to the Govt at the Centre. Save the common people from more suffering,and the country from financial catastrophe, by withdrawing this hasty decision. First please put a proper action plan in place. Breathing space for people. Today I spoke with several political leaders regarding a joint movement and to meet Rashtrapati Ji together. Let us all fight this together to give relief to common citizens, the poor and stop this financial anarchy.”