State’s Employment Bank portal to now list the people who have got jobs

Under the inspiring leadership of Chief Minister Mamata Banerjee, the West Bengal Government had set up the Employment Bank three years ago.

Already 23 lakh people have entered their names in the programme, with details of their educational and technical qualifications. A portal was developed by the State Labour Department for the Employment Bank, which became effective from July 2013.

Now the portal is being further developed, wherein those who have got jobs would have their names uploaded in another list, as well as the names of the organisations, both Government and private, in which they have got employment. This would enable the Department to keep a tab on the number of people who have got jobs through the Employment Bank.

According to the State Labour Minister, one lakh youth among the people enlisted in the Employment Bank are getting a monthly stipend of Rs 1,500 under the Yuvashree Scheme. They are also being provided job-related training.

 

এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে কত চাকরি, হিসাব দিতে রাজ্যে হচ্ছে নতুন পোর্টাল

রাজ্যে বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে বছর তিনেক আগে এমপ্লয়মেন্ট ব্যাংক চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে ২৩ লক্ষ আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা, কারিগরি দক্ষতাসহ নাম নথিভুক্ত করেছেন।

কত জন যুবক-যুবতীর সরকারি ও বেসরকারি ক্ষেত্রে চাকরি হয়েছে, তার হিসেবে দেওয়ার ব্যবস্থা চালু করতে নতুন করে পোর্টাল তৈরি করতে চলেছে শ্রম দপ্তর। যেখানে কোনও আবেদনকারী যে কোনও সংস্থায় চাকরি পেয়ে গেলে, তার উল্লেখ থাকবে। ফলে আবেদনকারীর মধ্যে কত জন চাকরি পেয়েছেন, সেই সংখ্যাও শ্রম দপ্তরের হাতে থাকবে।

২০১৩ সালে জুলাই মাসে এমপ্লয়মেন্ট ব্যাংক নামে নতুন পোর্টাল চালু হয়। যেখানে অনলাইনে চাকরি প্রার্থী তাঁর শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা, মোবাইল নম্বরসহ নানাবিধ বিষয় উল্লেখ করতে পারেন। যে কোনও সংস্থা ওই ‘বায়োডেটা’ দেখে চাকরিপ্রার্থীদের নিযুক্ত করতে পারবে।

এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভূক্ত করা এক লক্ষ যুবক-যুবতীকে যুবশ্রী প্রকল্পের অন্তর্গত ১৫০০ টাকা দিচ্ছে রাজ্য সরকার। তাঁদের চাকরির সুবিধার জন্য প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।

Bengal ahead in fighting child malnutrition

Bengal is ahead of the other States of the country in taking efforts to fight child malnutrition. The State is also ahead in getting children admitted in nutrition rehabilitation centres (NRCs).

These facts were stated in a reply to Parliament by the concerned Central Minister on April 11, 2017. The data on which these facts were established covers the period from April 2015 to March 2016.

It must be mentioned that in the last 5 years, the infant mortality rate in the State has come down from 32 per 1000 live births to 26. Institutional delivery has also increased from 65 to 90%. The Government has set up Mother and Child Hubs in every district, the number of SNCUs, SNSUs have been augmented. Pioneering initiatives like Breast Milk Bank and Cord Blood Bank have been taken.

 

 

শিশুদের অপুষ্টিরোধে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ

শিশুদের অপুষ্টিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অন্যদের থেকে এগিয়েই রয়েছে পশ্চিমবঙ্গ। আর এক্ষেত্রে সংশ্লিষ্ট পুনর্বাসন কেন্দ্রে (নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টার বা এনআরসি) শিশুদের সময়মতো ভরতির ক্ষেত্রে দেশের অধিকাংশ রাজ্যের থেকেই এগিয়ে রয়েছে বাংলা।

রাজ্যসভায় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী এই সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করেছেন। রিপোর্টে ২০১৫ সালের এপ্রিল থেকে ২০১৬ সালের মার্চ পর্যন্ত প্রাপ্ত তথ্যের উল্লেখ করেছেন। রিপোর্ট থেকে স্পষ্ট, এনআরসি’র সংখ্যা তুলনামূলকভাবে কম থাকলেও তাতে ভর্তি থাকা শিশুর হার অন্যদের থেকে অনেকটাই বেশি বাংলায়।

 

Bengal bags Krishi Karman Award 5th time in row

Bengal has yet again bagged the Centre’s Krishi Karman Award for the fifth consecutive year for excellence in agriculture.

Congratulating farmers of the state, Chief Minister Mamata Banerjee’s post on Facebook on Wednesday read:

“Bengal has done it again!

For the fifth time in a row, Bengal has again bagged the prestigious “Krishi Karman Award” of the Government of India for excellence in agriculture.

In spite of the devastating floods of 2015-16, our state has achieved spectacular growth in pulses production while sustaining overall growth in food production.

I dedicate this wonderful achievement to all my farmer brothers and sisters.

My best wishes to all.”

It may be mentioned that Bengal had bagged the Krishi Karman Puroskar last year for the increase in the cultivation of food grains and oil seeds in the 2014-15 fiscal.

Like the previous year, the Agriculture department will be getting a prize money of Rs 2 crore for bagging the Krishi Karman Puroskar and two farmers from the state – one male and one female- will be getting Rs 2 lakh each for their remarkable performance in the agriculture sector.

In the 2013-14 fiscal, the state had bagged the award for the increase in production of coarse cereals and a sharp rise in production and increase in area of maize cultivation. Similarly, in 2011-12 and 2012-13 financial year, too, the state had bagged the award for the increase in cultivation of coarse cereals. In the past few years, there was a manifold increase in production of food grains and oil seeds. Major steps were taken to bring in more agricultural land for oil seed cultivation.

 

পঞ্চম বার কৃষি কর্মণ পুরস্কার পেল বাংলা 

দেশের মধ্যে কৃষিজ পণ্য উৎপাদনে প্রথম স্থান অৰ্জন করল পশ্চিমবঙ্গ।  কেন্দ্রীয় সরকারের কৃষি কর্মন পুরস্কার পেল রাজ্য। এই নিয়ে পাঁচবার পুরস্কার পেল পশ্চিমবঙ্গ। সব রাজ্যকে পিছনে ফেলে ওই পুরস্কার নিজেদের দখলে রাখল পশ্চিমবঙ্গ।

মুখ্যমন্ত্রী তাঁর সোশ্যাল মিডিয়ায় এই সাফল্য সমস্ত কৃষকদের উৎসর্গ করে তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

গত বছরের মত এবছরও বাংলার কৃষি দপ্তর ও রাজ্যের দুই কৃষক (প্রত্যেকে) তাদের পারফর্মেন্স এর জন্য এই পুরস্কার পাবেন যার মূল্য ২ কোটি টাকা।

উল্লেখ্য ২০১৪-১৫ আর্থিক বর্ষে খাদ্য শস্য ও তৈল বীজ উৎপাদন বৃদ্ধির জন্য এই পুরস্কার পেয়েছিল বাংলা।

 

 

 

 

 

 

Budget Session Final Week: Trinamool played a constructive role

During the last week of the second part of the 2017 Budget Session, MPs spoke on a variety of issues. In both the Houses of Parliament, the party strongly condemned a BJP Youth leader’s bounty on Chief Minister Mamata Banerjee’s head. Issues like Aadhaar, HIV and the National Commission for Backward Classes were dealt with at length by the MPs. In the Lok Sabha, Saugata Roy gave a statement on the behalf of the House, condemning the death sentence given to Kulbhushan Jadhav by Pakistan.

Important issues were also taken up during the Zero Hour and the Question Hour. Abhishek Banerjee asked a question on national investment and manufacturing zones. Deepak Adhikari made a Zero Hour mention too.

 

LOK SABHA

April 10, 2017

Bills
Kalyan Banerjee spoke on National Commission for Backward Classes (Repeal) Bill, 2017 and The Constitution (One Hundred and Twenty-Third Amendment) Bill, 2017.

Question Hour
Abhishek Banerjee asked a Supplementary Question on national investment and manufacturing zones.

April 11, 2017

Saugata Roy condemned the death sentence given to Kulbhushan Jadhav by Pakistan.

Bills
Ratna De Nag spoke on The Human Immunodeficiency Virus and Acquired Immune Deficiency Syndrome (Prevention and Control) Bill, 2017.

Zero Hour
Deepak Adhikari made a Zero Hour mention on the need for a railway overbridge in Debra.
Idris Ali spoke makes a Zero Hour mention on the strategic divestment of sick Central public sector units (PSUs).
Partha Pratim Ray made a Zero Hour mention, demanding the inclusion of Cooch Behar district under the BRGF scheme.

April 12, 2017

Saugata Roy condemned a BJP Youth leader’s bounty on Mamata Banerjee’s head.

Question Hour
Partha Pratim Ray asked a Supplementary Question on telecom services in LWE-affected areas.

 

RAJYA SABHA

April 10, 2017

Bills
Derek O’Brien spoke on The Aadhaar (Targeted Delivery of Financial and Other Subsidies, Benefits and Services) Bill, 2016.
Derek O’Brien sought clarifications from the Information and Technology Minister on Aadhaar.

Zero Hour
Vivek Gupta made a Zero Hour mention on the increase in the price of kerosene.
Nadimul Haque made a Zero Hour mention on the need for the urgent release of funds under BRGF.

April 11, 2017

Bills
Nadimul Haque spoke during a Calling Attention Motion regarding the need for convening a meeting of the National Development Council to discuss the necessity for the continuance of the concept of Special Category Status.
Ahamed Hassan Imran spoke on The Factories (Amendment) Bill, 2016.

Question Hour
Manish Gupta asked a Supplementary Question on stadiums.

April 12, 2017

Sukhendu Sekhar Roy condemned a BJP youth leader’s bounty on Mamata Banerjee’s head.

Zero Hour
Jogen Chowdhury made a Zero Hour mention on armed Ram Navami rallies in Bengal.

Question Hour
Debabrata Bandyopadhyay asked a Supplementary Question on mine-protected vehicles.
Sukhendu Sekhar Roy asked a Supplementary on the promotion of e-vehicles.

 

 

All in all, this Budget Session was an important one for the Trinamool Congress, when it put forth crucial arguments and sought clarifications on a variety of issues of national importance. Through the Question Hour, Zero Hour and the time allotted for Special Mentions, the party asked questions and spoke on important topics.

 

Jogen Chowdhury speaks on armed Ram Navami rallies in Bengal

FULL TRANSCRIPT

Sir, this is a very serious issue. What happened during the Ram Navami celebrations in West Bengal is unthinkable and undesirable. Young boys and girls were walking with arms and swords in processions organised by the ruling party in various localities in West Bengal. It is dangerous. While we are giving proper education to our children yet we are training them on how to handle arms. The culture of Bengal – of Rabindranath Tagore, of Sri Chaitanya and Sri Ramakrishna – does not preach such hostility towards anybody. What is this culture of swords and arms that such a party is inflicting in Bengal and India instead of peace, tolerance, love and friendship on the auspicious day of Ram Navami? Such an act is similar to brainwashing of young children by the Taliban. It would be dangerous if such a culture becomes a practice. It will bring unforeseen disaster to our society and country. Such things cannot be encouraged for the sake of politics and power. It should be stopped at once. It will not even help the instigators as the people of Bengal do not support such acts. My earnest appeal to the Government of India is to look into this matter before it goes beyond control. The Hon. Chief Minister of West Bengal has already expressed her strong condemnation against such acts of politics of arms and violence. Finally, I appeal to all that none should bring Lord Rama in petty politics. Ram ka naam badnaam na karo.
 

Bengal CM inaugurates 4th Unit of Sagardighi Thermal Power Station

West Bengal Chief Minister Mamata Banerjee inaugurated the fourth unit of the Sagardighi Thermal Power project among many others and lay foundation stones for a bouquet of projects from a public meeting at Domkal, Murshidabad, today.

The Bengal Chief Minister inaugurated numerous developmental projects including a SNCU, primary health centres, an ITI, road projects, girls’ hostels, drinking water projects, a Karma Tirtha and a Patha Sathi. She laid foundation stones for projects including the fifth unit of the Sagar Dighi Thermal Power project, Karmatirthas, road projects, primary health centres, school buildings among others.

CM distributed cycles under Sabuj Sathi and other benefits like Kanyashree, Sikshashree, Yubashree, Sabushree, Sasthya Sathi, agricultural machinery, Gatidhara and other such projects.

 

Highlights of her speech:

  • The 4th unit of Sagardighi Thermal Power Plant (Rs 3000 project) has been inaugurated today
  • We have laid the foundation stone for the 5th unit of Sagardighi Thermal Power Plant (Rs 800 crore project)
  • Bengal is a power surplus State
  • We are setting up 3 multi super speciality hospitals in Murshidabad
  • We gave land for campus of Aligarh Muslim University in Murshidabad district
  • 90% people in Murshidabad have received direct government benefits. 50,000 people received benefits today
  • We have set up 25 SNCUs, 5 fair price medicine shops, 3 fair price diagnostic centres in Murshidabad
  • 8 model schools, 3 ITIs, 21 Krishi Mandis have been set up in Murshidabad
  • We have waived khajna (tax) on agricultural land. Bengal is the only State to do it
  • 4000 people in Murshidabad benefited under Samarthan scheme for those who lost jobs due to DeMonetisation
  • We have laid the foundation stone for Beldanga Garments Hub today
  • We have allotted Rs 440 crore for Kandi Master Plan to prevent floods
  • Projects worth Rs 8000 crore have been inaugurated/laid foundation today
  • About 40 lakh girls receive Kanyashree scholarships
  • Rice at Rs 2/kg is given to 8 crore people in the State under Khadya Sathi scheme
  • We have distributed 35 lakh cycles under Sabuj Sathi. Next year we will give 30 lakh cycles
  • More than 60 lakh minority students have received scholarships worth Rs 1100 crore
  • 10,000 people have received financial assistance to buy vehicles under Gatidhara scheme
  • We have started Samabyathi scheme to help poor people cremate/bury their near and dear ones
  • Healthcare is free in Bengal. We started health insurance for ICDS, Asha workers, media, civic volunteers etc
  • Bengal has received Krishi Karman award five years in a row for excellence in agriculture
  • We will observe Ambedkar Jayanti in every block of the State

 

সাগরদিঘি থার্মাল পাওয়ার স্টেশনের চতুর্থ ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী  

আজ মুর্শিদাবাদের ডোমকলে একটি জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে ৬৬০ মেগাওয়াটের চতুর্থ ইউনিট সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী।

জঙ্গিপুরে নার্সিং ট্রেনিং স্কুল, কুলি মোড় থেকে মোড়গ্রাম পর্যন্ত রাস্তা সংস্কার, ডোমকলে পুরভবন নির্মাণ, জেলাপরিষদের ১৩৬ কিলোমিটার রাস্তা, নওদার আমতলায় জলঙ্গি নদীর উপর সেতু নির্মাণ, ডোমকলে গোরস্থানে সীমানাপ্রাচীর দেওয়া, শ্মশানে বৈদ্যুতিন চুল্লি বসানো প্রভৃতি সহ প্রায় ১৭০টি প্রকল্পের শিলান্যাস করেন তিনি। এছাড়া বেশ কিছু গ্রামীণ রাস্তা, পানীয় জল প্রকল্প, কর্মতীর্থ, স্কুল সহ প্রায় ৭৫টি প্রকল্পের উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী।

এছাড়া সবুজ সাথী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী, সবুজ সাথীর সাইকেল, প্রাণী মিত্র, গীতাঞ্জলী, শিল্পীদের ক্রেডিট কার্ড, ট্রাক্টর, কৃষি যন্ত্রপাতি সহ আরও অনেক সুযোগ সুবিধা প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • আজ সাগরদিঘি তাপ বিদ্যুৎ কেন্দ্রের চতুর্থ ইউনিটের উদ্বোধন হল
  • সাগরদিঘির তাপ বিদ্যুৎ কেন্দ্রের পঞ্চম ইউনিটের (৮০০ কোটি টাকার প্রকল্প) শিলান্যাস হল আজ
  • বাংলা এখন ‘পাওয়ার সারপ্লাস’ রাজ্য
  • মুর্শিদাবাদে ৩টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হচ্ছে
  • মুর্শিদাবাদ জেলায় আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তৈরীর জন্য আমরা জমি দিয়েছি
  • মুর্শিদাবাদ জেলায় ৯০% লোকের কাছে আমরা সরকারী পরিষেবা পৌঁছে দিয়েছি। ৫০ হাজার মানুষকে আজ সরকারী পরিষেবা দেওয়া হল
  • মুর্শিদাবাদে ২৫ টি এস এন সি ইউ, ৫টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ৩টি ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টার তৈরী হয়েছে
  • মুর্শিদাবাদে ৮ টি মডেল স্কুল, ৩টি আইটিআই, ২১টি কৃষক বাজার তৈরী হয়েছে
  • কৃষিজমির ওপর খাজনা আমরা মুকুব করে দিয়েছি
  • নোট বাতিলের ফলে কর্মহীন হয়েছেন এরকম ৪০০০ মানুষ (মুর্শিদাবাদ জেলার) সমর্থন প্রকল্পের আওতায় এসেছেন
  • আজ বেলডাঙ্গা বস্ত্র হাবের শিলান্যাস হয়েছে
  • বন্যা নিয়ন্ত্রণে কান্দি মাস্টার প্ল্যানের জন্য আমরা ৪৪০ কোটি টাকা বরাদ্দ করেছি
  • আজ প্রায় ৮ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হল
  • সবুজ সাথী প্রকল্পে আমরা ৩৫ লক্ষ সাইকেল দিয়েছি। আগামী বছর আমরা ৩০ লক্ষ সাইকেল প্রদান করব
  • কন্যাশ্রী প্রকল্পের আওতায় ৪০ লক্ষ কন্যা সন্তান স্কলারশিপ পাচ্ছে
  • খাদ্য সাথী প্রকল্পের আওতায় আমরা ৮ কোটি মানুষকে ২ টাকা কেজি দরে চাল দিচ্ছি
  • ৬০ লক্ষেরও বেশী সংখ্যালঘু ছেলেমেয়েরা প্রায় ১১০০ কোটি টাকা স্কলারশিপ পেয়েছে
  • গতিধারা প্রকল্পের আওতায় ১০ হাজার মানুষ গাড়ি কেনার জন্য আর্থিক সাহায্য পেয়েছেন
  • বাংলায় বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়
  • আইসিডিএস, আশা কর্মী, মিডিয়া ও সিভিক ভলেন্টিয়ারদের আমরা স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় এনেছি
  • গত ৫ বছর ধরে বাংলা কৃষি কর্মণ পুরস্কার পেয়ে আসছে
  • রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে আমরা আম্বেডকর দিবস পালন করব

 

Deepak Adhikari speaks on the need for a railway overbridge in Debra

FULL TRANSCRIPT

ধন্যবাদ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য।

আমার ঘাটাল লোকসভা কেন্দ্রে খড়গপুর সাউথ ইস্টার্ন রেলওয়ে ডিভিশন পড়ে। সেখানে ডেবরা ব্লকে বালিচকে একটা রেলওয়ে ওভার ব্রিজ হওয়ার দরকার ছিল গত ৪ বছর ধরে।

ব্রিজটা না হওয়ায় ৬টি ব্লকের লক্ষ লক্ষ মানুষের অসুবিধা হচ্ছে, কারণ তার পাশে স্কুল-কলেজ-হাসপাতাল ইত্যাদি অনেক কিছু রয়েছে। রাস্তায় প্রচুর জ্যাম হয়। ট্রাফিকের জন্য রোগীরা সময়মতো হাসপাতালে পৌঁছতে পারেন না। আমি আপনার মাধ্যমে, ডেবরা ব্লকের সমস্ত মানুষের অনুরোধ মাননীয় রেলওয়ে মন্ত্রীকে জানাতে চাই যে একটা রেলওয়ে ওভার ব্রিজ হওয়া খুব দরকার।

ধন্যবাদ।

 

Translation:

Thank you Sir for giving me the opportunity to speak.

Kharagpur South-Eastern Railway Division falls under my constituency Ghatal. There has been a demand to build a railway overbridge at Balichak (in Debra block) for the last four years.

Lakhs of people in 6 blocks are suffering because of the lack of a railway overbridge. There are many schools, colleges and hospitals in the area. Traffic is congested. Patients often do not reach hospitals on time.

Through you, Sir, I want to request the Hon. Railway Minister to build a railway overbridge in the area.

Thank you so much.

 

Bengal to set up 500 beauty parlours to make SC, ST girls self-reliant

In a bid to make SC and ST girls economically self-reliant, Backward Class Welfare department (BCW) will set up around 500 beauty parlours in the blocks and municipalities in collaboration with Shahnaz Husain, the well known beauty therapist.

This is for the first time in the country when such a venture has been taken up by a state government.

BCW has provided training in beautician course to 28,000 SC and ST girls in Level I. The duration of the residential training course is three months. Those who have received training will get a certificate. The girls who will receive training will become entrepreneurs and open their own beauty parlours.

The West Bengal Scheduled Caste Scheduled Tribe Development Finance Corporation will provide Rs 2 lakh as soft loans to those who will open the parlours. A sum of Rs 10 crore has been provided for the purpose.

 

তপসিলি জাতি ও উপজাতির মেয়েদের স্বনির্ভর করতে বিউটি পার্লার গড়বে রাজ্য সরকার

তপসিলি জাতি ও উপজাতির মেয়েদের স্বনির্ভর করার লক্ষ্যে আবারও উদ্যোগী হল রাজ্য সরকার। অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ বিভিন্ন ব্লক ও পৌরসভায় ৫০০টি বিউটি পার্লার গড়ার সিদ্ধান্ত নিয়েছে। এইরকম উদ্যোগ দেশে প্রথম।

অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ ইতিমধ্যেই ২৮,০০০ তপসিলি জাতি ও উপজাতির মেয়েদের বিউটিশিয়ান কোর্সের প্রশিক্ষণ দিয়েছে। এই কোর্সের মেয়াদ তিন মাস। কোর্স শেষ করলে দেওয়া হয় শংসাপত্র। এই প্রশিক্ষণ পেয়ে মহিলারা নিজেরাই বিউটি পার্লার খুলতে পারবেন।

পশ্চিমবঙ্গ তপসিলি জাতি ও উপজাতি উন্নয়ন পর্ষদের তরফে আর্থিক সহায়তাও দেওয়া হবে। দু লক্ষ টাকার ঋণ দেওয়া হবে বিউটি পার্লার খোলার জন্য। এর জন্য ১০ কোটি টাকার একটি তহবিলও বানানো হয়েছে।

 

Samabyay Mela to begin today

The Bengal Cooperation Department, under the inspiring leadership of Chief Minister Mamata Banerjee, is organising the Samabyay Mela 2017 at Netaji Indoor Stadium in Kolkata. It starts today and would continue till April 13.

The fair would remain open from 12 pm to 8 pm on all three days.

The main motive behind the organising of the fair is enabling the achievement of economic self-reliance and thus removing the scourge of unemployment through cooperative societies.

The primary attractions at the fair would be the products for sale made by the cooperative societies and self-help groups of the State, discussions and a question-and-answer session on the cooperative movement, and daily cultural programmes by well-known artistes of Bengal.

The products to be sold include foods and beverages like goyna bori, jam, jelly, pickles, chocolate, aromatic rice, Darjeeling tea, special types of honey, traditional handloom items like tant and silk sarees, handicrafts like sitalpati, madur, dokra, terracotta and masks used in chhau dance, different types of traditional ornaments, patachitra and various items of interior decoration.

 

আজ শুরু সমবায় মেলা ২০১৭

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য সমবায় দপ্তর আয়োজন করেছে ৩দিন ব্যাপী সমবায় মেলার। মেলাটি চলবে ১৩ই এপ্রিল পর্যন্ত, নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে। প্রতিদিন মেলা খোলা থাকবে বেলা ১২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত।

এই মেলার মুখ্য উদ্দেশ্য হল, সমবায় সমিতির মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও আর্থিক স্বনির্ভরতা অর্জন। মেলার মুখ্য আকর্ষণ হবে সমবায় সমিতি ও স্বনির্ভর গোষ্ঠীর তৈরি দ্রব্যাদির বিক্রয়। এছাড়া সমবায় সমিতিগুলির কাজের ওপর আলোচনা ও প্রশ্নোত্তরের আয়োজন থাকছে। স্বনামধন্য শিল্পীরা উপস্থিত থাকবেন প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করতে।

এখানে যেসকল দ্রব্য পাওয়া যাবে তার মধ্যে থাকবে গয়না, বড়ি, জেলি, জ্যাম, আচার, চকোলেট, দার্জিলিং চা, সুগন্ধি চাল, বিশেষ ধরনের মধু। এর সঙ্গে থাকবে বিভিন্ন ধরনের তাঁত ও সিল্কের শাড়ী, থাকবে শীতলপাটি, মাদুর, ডোকরা, টেরাকোটা, ছৌ-মুখোশ। বিভিন্ন ধরনের অলঙ্কার, পটচিত্রসহ ঘর সাজানোর সামগ্রীও পাওয়া যাবে এই মেলায়।

Nadimul Haque speaks on the need to urgently release funds under BRGF

FULL TRANSCRIPT

Sir, the State of West Bengal has been neglected for the release of various funds. Under MNREGA, the Centre owes us Rs 1546.87 crore, under Swachh Bharat Mission, Rs 1514 crore, under BRGF, Rs 2330 crore, under the food subsidy for 2015-16 and 1016-17, Rs 1584 crore, and further owed under Sarva Shiksha Abhiyan and other schemes. The State of West Bengal owed a total of Rs 10,469 crore. It’s a matter of great concern that these funds are not being released. The BRGF scheme covers 250 districts in 27 States. It is a unique sector fund as it puts the panchayats and the municipalities at the forefront of planning and implementation. In rural areas, it benefits 56 per cent SCs and STs, and 40 per cent OBCs; in urban areas, the figure is 47 per cent and 9 per cent, respectively. We have used the money granted under this fund for the development of the backward districts of Bengal through myriad ways which includes setting up of schools, multi super-speciality hospitals, it is, polytechnics, Kisan Mandis, girls’ hostels and electrification of villages.

Out of the water supply schemes sanctioned for six towns, those for four have already been completed; those for the other two are pending are funds are yet to be released. We have even started innovative programmes like the National Fibre Mission, a rural livelihood generation programme that helps leverage national fibres which are common throughout the State. One of the biggest success stories of the Trinamool Congress in the implementation of this fund has been to ease the Left Wing Extremism in the Jangalmahal region of Bengal, where there has been progress from violence to welfare. Numerous schools and hospitals have been built, and new blood banks, sick newborn care units (SNCUs) and sick rehabilitation centres have been established. However, the BTGS funds have been stopped by the Centre and the payment of Rs 2,330 crore is owed to the State of Bengal. The reasoning behind this is that since the Twelfth Five-Year Plan has ended, al payments under it have been stopped. It is clear that the Trinamool Congress Government attaches serious importance in improving the lives of people in the backward districts, and the money owed to it is absolutely essential for various critical welfare schemes.

I demand the immediate release of funds already mentioned so that the progress in the State of West Bengal can take place.