I will stop at all costs efforts to divide the State in the name of religion: Mamata Banerjee

“A lot of politics is happening in the name of religion. But you all know that Didi is partial to no religion. You all remain as you are” – this was the message given by Chief Minister Mamata Banerjee at the Iftaar party organised by Kolkata Municipal Corporation.

A few hours earlier, at a public melting after the administrative review meeting in Bhangar, she had said, “Just like Eid, there is Rath Yatra coming up. Celebrate both in an atmosphere of peace and unity”. Commenting on the killings of Dalits in Uttar Pradesh, she said, “Some people are trying to set up a riot between Hindus and Muslims”.

“Many people ask me why I attend Ramzan celebrations. My answer is, why not? I participate in Hindu festivals too. As long as I am alive, I will go wherever I please”.

She further said, “Hindus, Muslims, Sikhs, Christians, we all love to stay together. This is our India. We do not want riots. We do not support riots”.

 

রাজনীতির স্বার্থে ধর্মের নামে চক্রান্ত মেনে নেব নাঃ মুখ্যমন্ত্রী

“অনেকে ধর্ম নিয়ে রাজনীতি করছে। কিন্তু আপনারা জেনে রাখুন দিদি প্রত্যেক ধর্মের সঙ্গে রয়েছে। আপনারা সবাই নিজের মত থাকুন”। সোমবার কলকাতা পুরসভার দাওয়াত এ ইফতার এ অংশ নিয়ে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন ভাঙড়ে প্রশাসনিক বৈঠক করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সামনেই যেমন খুশির ঈদ রয়েছে তেমনই রয়েছে রথযাত্রা। ফলে সকলে মিলে শান্তিপূর্ণ ভাবে সম্প্রীতির পরিবেশের মধ্য দিয়ে তা পালন করুন”। উত্তরপ্রদেশের দলিত হত্যার নিন্দা করে মুখ্যমন্ত্রী বলেন, “এখন হিন্দু-হিন্দুতে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে কিছু মানুষ”।

“অনেকে আমায় প্রশ্ন করেন কেন মুসলিমদের রমজানে যাই। কেন যাব না? হিন্দুদের অনুষ্ঠানে যাই। যত বছর বাঁচব, আমার যেখানে যাওয়ার সেখানেই যাব। কেউ আমায় আটকাতে পারবে না”।

তিনি আর বলেন, “হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান আমরা সবাই একসঙ্গে থাকতে ভালোবাসি। এটাই আমাদের ভারতবর্ষ। লড়াই, দাঙ্গা আমার পছন্দ নয়, আমি এসব সমর্থন করি না”।

 

 

Bengal Govt plans to install water ATMs in district-level hospitals

After the city’s medical colleges, under another project of the Bengal Health Department, water ATMs are going to be installed in the district-level hospitals in the State. The project will immensely benefit a large number of people who visit the out-patient departments (OPDs) of these hospitals. The project will be implemented by the Public Health Engineering (PHE) Department.

Especially during the hot summers, there is a crisis of water in many hospitals in the districts. The project would be implemented in phases.

In the first phase, water ATMs will be installed in various district hospitals where there is a crisis of purified drinking water. As per the plan, the sub-divisional hospitals and the block-level hospitals will also get these machines.

Chief Minister Mamata Banerjee, who is also in charge of the Health Department, had instructed the senior officials of the department to solve the drinking water crisis at various State-run hospitals, following which a survey was conducted. The present scheme is a result of that survey.

 

জেলা হাসপাতালগুলিতে জলের এটিএম মেশিন বসানোর পরিকল্পনা রাজ্য সরকারের

শহরের মেডিক্যাল কলেজগুলোয় জলের এটিএম মেশিন বসানোর পর রাজ্য স্বাস্থ্য দপ্তর পরিকল্পনা নিয়েছে জেলা হাসপাতালগুলিতে জলের এটিএম মেশিন বসানোর।

এই প্রকল্পে উপকৃত হবেন বহু মানুষ যারা জেলা হাসপাতালের ওপিডি তে আসেন। এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্তে আছে জন স্বাস্থ্য কারিগরি দপ্তর।

বিশেষত গ্রীষ্মকালে জেলার বহু হাসপাতালে জলাভাব দেখা দেয়। এই পুরো প্রকল্পটি কয়েকটি পর্যায়ে সম্পন্ন করা হবে। প্রথম পর্যায়ে জলের এটিএম মেশিন বসানো হবে সেই সমস্ত জেলায় যেখানে হাসপাতালে বিশুদ্ধ পানীয় জলের অভাব আছে। পরিকল্পনা অনুসারে মহকুমার হাসপাতাল ও ব্লক স্তরের হাসপাতাল গুলিও এই মেশিন পাবে।

মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দপ্তরের সকল উচ্চ আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন, রাজ্য সরকার পরিচালিত সকল হাসপাতালে জলের সমস্যা দূর করতে। যার ফলস্বরূপ সকল হাসপাতালের জলের সমস্যার ওপর একটি সমীক্ষা করা হয় ও বর্তমানে এই প্রকল্প গ্রহণ করা হয়।

 

Bengal Govt to grant scholarships to poor, meritorious students

Chief Minister Mamata Banerjee has always encouraged students to go for better education. To ensure that various scholarship schemes are available for various categories of students across the State.

Now the State Government is set to start another scholarship scheme for poor, meritorious students. Under this scheme, Rs 10,000 is going to be given to such students.

The criteria with respect to marks are above 65 per cent for Madhyamik and above 60 per cent for Higher Secondary.

The list is being prepared from data collected from the various districts as well as from the reports on such students published in various newspapers.

On June 13, Mamata Banerjee had felicitated toppers of all boards – Madhyamik, Higher Secondary, ICSE, ISC, CBSE – as well as of the Joint Entrance Examination at a function at Uttirna Mukta Mancha in Alipore, Kolkata.

 

গরিব মেধাবীদের আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকসহ বিভিন্ন পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনার রেওয়াজ শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার গরিব অথচ মেধাবী ছাত্রছাত্রীদের পাশেও দাঁড়াচ্ছে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গরিব কিন্তু মেধাবী ছাত্রছাত্রীদেরও আর্থিকভাবে সাহায্য করা হবে। তার জন্য তালিকা তৈরির কাজ শুরু হয়েছে।

সিদ্ধান্ত হয়েছে, গরিব পরিবারের প্রত্যেক মেধাবী ছাত্রছাত্রীকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। সেই টাকায় ছাত্রছাত্রীদের পড়াশুনায় অনেক সুবিধা হবে। দরিদ্র পরিবারের যেসব ছেলেমেয়ে মাধ্যমিক পরীক্ষায় ৬৫ শতাংশের বেশি এবং উচ্চ মাধ্যমিকে ৬০ শতাংশের বেশি নম্বর পাবেন, তাঁরাই ওই টাকা পাবেন।

মমতা বন্দ্যোপাধ্যায় চান, পয়সার অভাবে যেন কারও পড়াশুনা বন্ধ না হয়। সে কারণেই স্বামী বিবেকানন্দের নামে স্কলারশিপ চালু করেছেন মুখ্যমন্ত্রী।

সেই স্কলারশিপ পাওয়ার জন্য ছাত্রছাত্রীরা আবেদন জমা দেয়। যার জন্য নবান্নে লাইনও পড়ে যায়। সেই স্কলারশিপের টাকা সরাসরি ছাত্রছাত্রীদের কাছে চলে যায়। মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন। যে প্রকল্প শুধু দেশ নয়, বিশ্বের দরবারেও প্রশংসিত হয়েছে। যার জেরে রাষ্ট্রসংঘের পাবলিক সার্ভিস ডে’তে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

যেসব গরিব পরিবারের ছেলেমেয়েরা খুব ভালো ফল করেছে তাঁদের আর্থিক সাহায্য করার জন্য এগিয়ে এসেছে সরকার। এই ধরনের ক্ষেত্রে সাহায্য দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর সচিবালয়ে আলাদা টিম রয়েছে। গত ছ’বছরে বহু ছাত্রছাত্রী ও রোগী মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সাহায্য পেয়েছে।

 

 

 

Even SBI says demonetisation hurt India

All India Trinamool Congress has put out a statement on the Placement Document released by the State Bank of India (SBI) that demonetisation has slowed down and may continue to slow down the Indian economy.

The SBI document basically confirms what Trinamool Congress has been saying right from November 8, 2016, the day demonetisation was announced – that the move would impact the Indian economy badly and would lead to more harm than good in the future. Right from that time, Chief Minister and Trinamool Congress Chairperson Mamata Banerjee has put together and led the Opposition protests right across the country.

According to the Placement Document, demonetisation has had a significant impact on the Indian economy. The ten key points from the document have been summarised in the report.

The spike in bank deposits due to the returning of demonetised currency notes has created large surplus liquidity conditions in the banking system, leading to an increase in the cost of aggregate deposits and a resultant lowering of term deposit rates.

Consequently, SBI may face increased competition from commercial banks and other lending institutions, and hence, suffer a loss in profitability. It could also potentially result in an increase in compliance costs and higher incidents of fraud.

 

The full statement is given below:

The recently released Placement Document by State Bank of India, states that demonetisation has and may continue to result in a slowing down of the Indian economy.

Here are 10 points from the document:

  • Demonetisation has had a significant impact on the balance sheet of scheduled commercial banks (SCBs), both in terms of size and composition.
  • Decline in currency in circulation on account of demonetisation led to a surge in bank deposits.
  • With the return of specified bank notes (SBNs) to the banking system, while currency in circulation contracted, deposits in the banking system increased. The sudden increase in deposits (given the gradual replacement of SBNs by new notes) created large surplus liquidity conditions in the banking system.
  • Post-demonetisation, sharp increase in the share of current account and savings account (CASA) deposits in aggregate deposits by 4.10% to 39.30% (as of February 17, 2017).
  • This has resulted in a reduction in the cost of aggregate deposits, and banks have correspondingly lowered their term deposit rates.
  • The median term deposit rate declined by 38 basis points (bps) during November 2016-February 2017.
  • The decline in the cost of funding resulted in decline in the one year median marginal cost of funds based lending rate by as much as 70 bps post-demonetisation.
  • SBI may face increased competition from commercial banks and other lending institutions.
  • Increased competition may have an adverse effect on the net interest margin and other income and if it is unable to compete successfully, its profitability may decline.
  • The move could also result in an increase in compliance costs and higher incidents of fraud.

 

Please click here to go to the Facebook page

 

We are all proud of our youth and students: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee today felicitated the students who have fared well in the various board examinations at a function at Uttirna Mukta Mancha in Alipore, Kolkata.

Students who have passed their class 10 and class 12 students were felicitated, comprising the boards of Madhyamik, Higher Secondary, ICSE, ISC and CBSE. WBJEE star performers were also awarded.

On the occasion, the Chief Minister gave a speech, whose salient points are given below.

  • Students of ICSE and CBSE will be included in the purview of Swami Vivekananda Scholarship.
  • We have distributed 40 lakh Sabuj Sathi bicycles.
  • 40 lakh girls are registered under the Kanyashree Scheme.
  • We have set up 16 universities and 7 medical colleges.
  • 4.5 lakh seats have been created in the higher education sector.
  • We have published a book called Bengal Excels.
  • You will have careers, travel to foreign lands. But never forget your roots, your motherland.
  • Talents from Bengal are respected worldwide. We are all proud of our youths and students.
  • Bengal is number one in terms of talent and merit. We are top of the top.
  • Bankura has a lot of talent. That is why we have set up a university there.

 

 

দশম, দ্বাদশ ও জয়েন্ট এন্ট্রান্সে কৃতিদের সম্বর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী

যেকোনো ক্ষেত্রে কৃতি ও গুণীদের কদর করতে সবসময় তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের রাজ্য সরকার। সে কৃষকদের কৃষি রত্ন প্রদান করাই হোক বা বিভিন্ন ক্ষেত্রে গুণীদের বঙ্গভূষণ বা বঙ্গবিভূষণ প্রদানই হোক।

রাজ্য সরকারের স্কুল শিক্ষা দপ্তরের আয়োজনে আজ কলকাতার আলিপুরে উত্তীর্ণ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হল সম্মাননা প্রদান অনুষ্ঠান। ২০১৭ সালের দশম ও দ্বাদশ শ্রেণির মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আইসিএসই, আইএসসি, সিবিএসই এবং ডব্লুবিজেইই পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র ছাত্রীদের সম্মাননা প্রদান করা হয়। এই সম্মাননা প্রদান করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর বক্তব্যের বিশেষ কিছু অংশঃ

  • ICSE ও CBSE ছাত্র ছাত্রীদের স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের আওতায় আনা হবে।
  • আমরা ৪০ লক্ষ সবুজ সাথী সাইকেল দিয়েছি। ৪০ লক্ষ মেয়েদের কন্যাশ্রীর আওতায় আনা হয়েছে।
  • গত ৬ বছরে ১৬ টি বিশ্ববিদ্যালয়, ৭ টি মেডিকেল কলেজ তৈরী করেছি আমরা।
  • উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা নতুন ৪.৫ লক্ষ আসন তৈরী করেছি।
  • Bengal Excels নামে একটি নতুন বই পাবলিশ করা হয়েছে।
  • অনেকে হয়তো পড়ার জন্য বিদেশে যাবে, বাংলা থেকেই তোমরা সমগ্র বিশ্বকে কন্ট্রোল করতে পারবে।
  • একদিন বাংলার কাছে সকলে ছুটে আসবে, বাংলার প্রতিভার এতটাই জোর। আমাদের ছাতছাত্রীরাই আমাদের গর্ব।
  • মেধা ও উৎকর্ষে বাংলা এক নম্বর। আমরা top of the top।
  • বাঁকুড়ার ছেলেমেয়েরা খুব মেধাবী। আমরা তাই বাঁকুড়ায় একটি বিশ্ববিদ্যালয় তৈরী করে দিয়েছি।

 

 

Do not pay heed to rumours: Mamata Banerjee tells farmers in Bhangor

Chief Minister Mamata Banerjee spoke at a public meeting in Bhangor in South 24 Parganas district, where she criticised the way the locals were fed wrong facts about an upcoming power grid in the area.

She said, “You can always come to us for your problems. Do not pay heed to outsiders. Do not fall in their trap. Electricity is essential for daily life, industry. A power grid will generate employment. Power transmission lines do not affect the womb of women, it does not destroy crops. Do not believe in rumours”.

She warned, “A few promoting companies want to convert farmland into housing projects. If power grid comes up they cannot do that. These promoting companies have brought outsiders to mislead people. They want to deprive you of electricity”.

“We have brought a law to forbid conversion of agricultural land for promoting business. These promoting companies are trying to cheat farmers and grab their land. We will recover all arms that have been brought to Bhangar by outsiders. If you have grievances against any political leaders in Bhangar, let us know”.

“I cannot be intimidated with threats. Some people said they’ll not let me enter Darjeeling. But I did. You have nothing to worry. Your Didi is here,” Mamata Banerjee reassured the people.

 

বহিরাগতদের ফাঁদে পা দেবেন না: ভাঙড়ে বললেন দিদি

আজ দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে একটি জনসভায় বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি পাওয়ার গ্রিডের প্রকল্প কিছুদিন আগে বন্ধ হয় ওই অঞ্চলে। সেই ব্যাপারে তিনি বলেন, আপনাদের সমস্যা হলে আমাদের কাছে আসুন। ভাঙড়ের কোন রাজনৈতিক নেতার বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে আমাদের জানান। কিন্তু বহিরাগতদের ফাঁদে পা দেবেন না।”

মুখ্যমন্ত্রী বলেন, “রোজকার জীবনে, শিল্পের জন্য বিদ্যুৎ প্রয়োজনীয়। বিদ্যুৎ হলে কর্মসংস্থান হবে। কেউ কেউ ভুল বোঝাচ্ছে যে বিদ্যুতের তার গেলে নাকি বাচ্চা নষ্ট হয়ে যায়, জমি নষ্ট হয়ে যায়।”

যারা ভুল বুঝিয়ে গ্রামবাসীকে উস্কানি দিয়েছে, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “কিছু প্রমোটিং কোম্পানি আছে যারা চাষের জমি কম দামে কিনে সেখানে বড় বিল্ডিং তৈরী করবে,পাওয়ার গ্রিড হলে ওরা এসব করতে পারবে না। কিছু লোক টাকা দিয়ে এসব বাইরের লোকেদের নিয়ে এসেছে, যাতে এখানে প্রমোটিং করতে পারে, যাতে এখানে বিদ্যুৎ না আসে।”

জনসভায় উপস্থিত মানুষদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন আপনারা আলোয় থাকবেন না অন্ধকারে? ভাঙড়ের মানুষ সমবেত ভাবে উত্তর দেন, তারা আলোয় থাকতে চান।

মুখ্যমন্ত্রী আরও বলেন, আমরা আইন এনেছি যাতে কৃষিজমিতে কৃষিকাজই করা হয়, প্রোমোটিং না করা যায়। এই প্রোমোটাররা গ্রামবাসীদের ভুল বুঝিয়ে ওদের জমি দখল করতে চায়। দুষ্কৃতীদের কড়া বার্তা দিয়ে জানান, বাইরে থেকে ভাঙড়ে যত অস্ত্র আনা হয়েছে আমরা সব বাজেয়াপ্ত করব।

সমগ্র গ্রামবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, আপনাদের দিদি থাকতে কোনো চিন্তার কারণ নেই।

 

 

India’s largest e-blood bank coming up in New Town

India’s largest e-blood bank is coming up in New Town, on the outskirts of Kolkata. This would be another state-of-the-art infrastructural addition to New Town, one of the designated smart cities by the Bengal Government.

The idea behind an e-blood bank is that any person would be able to get detailed information on the availability and types of blood through the internet. This would be a big boon for the people of not only New Town, but across the State.

The project, coming up on 3 acres, is going to be executed by the State Health Department. The blood bank would be located beside Tata Medical Centre.

 

নিউ টাউনে তৈরী হবে দেশের বৃহত্তম ই-ব্লাড ব্যাঙ্ক

দেশের বৃহত্তম ই-ব্লাড ব্যাঙ্ক তৈরী হবে কলকাতার নিউ টাউনে। প্রায় ৩ একর জমিতে তৈরী হবে এই ব্লাড ব্যাঙ্ক। টাটা মেডিকেল সেন্টারের পাশে হবে এই ব্লাড ব্যাঙ্ক।

এই ব্লাড ব্যাঙ্ক গড়ে তোলা হলে যে কোন মানুষ ইন্টারনেটের মাধ্যমেই ঘরে বসে দেখে নিতে পারবেন ওই ব্লাড ব্যাঙ্কে তার প্রয়োজনীয় রক্ত পাওয়া যাবে কিনা।

আগামী দিনে এই ব্লাড ব্যাঙ্কের চাহিদা নিউ টাউন তথা সারা রাজ্যের মানুষের কাছে অনেকটা বেড়ে যাবে।

 

 

 

Malda mangoes to be exported under Bengal Govt patronage

The famous mangoes of Malda are soon going to be exported, from June 10, in fact. The Malda District Horticulture Department has made all the preparations for the fruits to be exported.

Dubai would be the first destination, followed by Abu Dhabi, South Korea, Australia, etc. – to seven countries in all. Some European countries are also included in list of exporting destinations.

It should be mentioned that Chief Minister Mamata Banerjee, during an earlier visit to Malda, had announced that mangoes from the district would be exported. The efforts have now come to fruition.

Among the varieties of mango to be exported are laxman bhog, gopal bhog, himsagar and fajli. According to district officials involved in the process, because there has been a good crop this year, at least 3 lakh metric tonnes would be exported.

 

রাজ্য সরকারের উদ্যোগে মালদহের আম পাড়ি দিল বিদেশ

জুন মাসের ১০ তারিখ থেকে রাজ্য সরকারের উদ্যোগে মালদহের আম পাড়ি দিল বিদেশে। মালদা জেলা উদ্যানপালন দপ্তর এই জন্য প্রয়োজনীয় সব বন্দোবস্ত কাজ করে নিয়েছে।

প্রথমে যাবে দুবাই, তার পর ক্রমে আবুধাবি, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়াতে। সব মিলিয়ে মোট সাত’টি দেশে রপ্তানি করা হবে আম। কয়েকটি ইউরোপীয় দেশেও পাঠানো হবে।

প্রসঙ্গত মুখ্যমন্ত্রী এর আগে তাঁর মালদা পরিদর্শনে এই রপ্তানির কথা ঘোষণা করেন। তাঁর উদ্যোগ ইতিমধ্যেই ফলপ্রসু হয়েছে।
যেসব ধরনের আম রপ্তানি করা হবে, সেগুলি হল, লক্ষণ ভোগ, গোপাল ভোগ, হিমসাগর ও ফজলি। এই রপ্তানিতে জড়িত দপ্তরগুলির জেলা আধিকারিকরা জানিয়েছে, যেহেতু এবছর আমের ফলন ভালো হয়েছে, এবার রপ্তানি করা হবে ৩ লাখ মেট্রিক টন।

 

 

 

 

Bengal CM inaugurates construction of 18,000 rural roads from Bhangor

Bengal Chief Minister Mamata Banerjee inaugurated the construction of 18,000 rural roads covering 25000 km across the State from Bhangar in South 24 Parganas today. The Bengal CM had earlier announced this at the administrative review meeting of South 24 Parganas held in Pailan last Friday.

The Chief Minister also inaugurated a host of developmental projects like State Government offices, bridges, parks, hostels, irrigation projects, etc. and State Government services like Kanyashree, Sikshashree, Sabujshree, Sabujsathi, Khadyasathi and Swasthyasathi. She laid the foundation stones of numerous projects.

Another important announcement by the Chief Minister would be the declaration of South 24 Parganas as an open defecation-free (ODF) district.This is the sixth district in Bengal to be declared an ODF district. Nadia was India’s first district to be declared as such. Since then, four other districts have joined the list – North 24 Parganas, Hooghly, Purba Medinipur and Cooch Behar.

The State Government has decided to construct toilets in all rural homes in the state by 2019.

This declaration is another step in the campaign to make Bengal free from open defecation – Mission Nirmal Bangla. Mission Nirmal Bangla has been one of the pet projects of Mamata Banerjee, another endeavour towards making Bengal stand out in the world. Stopping defecation in the open is one of the essential aspects of a clean, healthy environment.

To celebrate the achievements of the project, April 30 is celebrated as Nirmal Bangla Dibas (Nirmal Bangla Day) in Bengal – the date in 2015 when the Chief Minister declared Nadia the country’s first ODF district.

 

Excerpts of her speech:

  • We have inaugurated 18000 km of roads today across every block in Bengal
  • Today I am in Bhangor. Last time, we launched 10000 km of rural road. I was present in Jangalmahal then
  • We are setting up a medical college in Bhangor
  • South 24 Parganas has been declared OFD today. This is the 6th district to be declared ODF in Bengal
  • We are the only State in to waive off any tax on agricultural land
  • Our Govt is always with the farmers. We give away Krishi Ratna awards
  • Bengal has received Krishi Karman awards five years in a row. Credit goes to farmers
  • Rath Yatra is approaching. Eid is around the corner. I extend my greetings
  • All communities, castes and creed are our family. Unity is harmony. We are all one

 

আজ ভাঙড়ে ১৮ হাজার কিলোমিটার রাস্তার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আজ ভাঙড়ে রাজ্য জুড়ে ১৮০০০ কিলোমিটার নতুন রাস্তার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাস্তা উদ্বোধনের পাশাপাশি পুলিশের জনসংযোগ বাড়াতে প্রীতি ম্যাচের পুরস্কার বিতরণ করেন মুখ্যমন্ত্রী। সুন্দরবন কাপ ও সম্প্রীতি কাপ পুরস্কার তুলে দেন।

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী দক্ষিণ ২৪ পরগণাকে নির্মল জেলা হিসেবেও ঘোষণা করেন। এই জেলা নিয়ে রাজ্যের ষষ্ঠ জেলা নির্মল জেলা হিসেবে ঘোষিত হল। পশ্চিমবঙ্গের নদীয়া জেলা ছিল দেশের প্রথম নির্মল জেলা। এর পর আরও চারটি জেলা ঘোষিত হয় নির্মল জেলা হিসেবে উত্তর ২৪ পরগণা, হুগলী, পূর্ব মেদিনীপুর ও কোচবিহার।

রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ২০১৯ সালের মধ্যে রাজ্যের সমস্ত গ্রামে শৌচালয় নির্মাণ করার। নির্মল বাংলা করার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রকল্পটিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত মস্তিষ্ক প্রসূত। এই প্রকল্পের মাধ্যমে তিনি বাংলাকে তুলে ধরতে চান বিশ্বের দরবারে। পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর আবহাওয়ার জন্য উন্মুক্ত শৌচকর্ম পরিপন্থী।

এই সাফল্য উদযাপনের জন্য প্রতি বছর রাজ্যে ৩০শে এপ্রিল নির্মল বাংলা দিবস পালন করা হয়-২০১৫ সালের যেদিন মুখ্যমন্ত্রী নদীয়া জেলাকে দেশের প্রথম নির্মল জেলা হিসেবে ঘোষণা করেছিলেন।

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • আজকের দিনটি ঐতিহাসিক দিন, আজ বাংলার ব্লকে ব্লকে ১৮০০০ কিমি রাস্তা উদ্বোধন করা হল
  • আজ আমি ভাঙড়ে। গতবার আমরা রাজ্যজুড়ে ১০০০০ কিমি রাস্তা উদ্বোধন করেছিলাম। আমি জঙ্গলমহলে ছিলাম
  • ভাঙড়ে আমরা একটি মেডিকেল কলেজ তৈরী করছি
  • আজ দক্ষিণ ২৪ পরগনা জেলাকে নির্মল জেলা ঘোষণা করা হল। এটি রাজ্যের ষষ্ঠ নির্মল জেলা
  • কৃষিজমির ওপর ঋণ মুকুব করে দিয়েছে রাজ্য সরকার
  • আমাদের সরকার কৃষকদের যথাসাধ্য সাহায্য করে, আমরা কৃষকদের কৃষি রত্ন পুরস্কার দিই
  • পরপর ৫ বার কৃষি কর্মণ পুরস্কার পেয়েছে রাজ্য, এর কৃতিত্ব কৃষকদের
  • সামনেই রথ যাত্রা। ঈদও আসছে। সবাইকে শুভেচ্ছা জানাই
  • সব জাতি, সব সম্প্রদায়ের মানুষ এক বিরাট পরিবার। একতাই সম্প্ৰীতি

 

 

 

The law will take its own course: Mamata Banerjee in Darjeeling

Chief Minister Mamata Banerjee spoke to the media today at Uttarkanya, the secretariat for North Bengal in Siliguri.

She reiterated that peace has returned to the Hills, and said, “Let the Hills people be happy”.

About bringing the situation in Darjeeling under control, Mamata Banerjee said, “The law will take its own course”.

Heeding a long-standing demand of transporters and tourists, the Chief Minister said, the State Government has decided to allow cars registered in Darjeeling to be driven to the other districts in North Bengal, which was not the case till now

She said, for the sake of the stranded tourists, “we are continuing with the free bus services from Darjeeling for another 24 hours”.

Since tourism is the main industry in the Hills, it should never be affected by any untoward incidents, she said. “Trade, commerce and tourism need to be strengthened”

She reassured everyone that “I am continuing to monitor the situation from here”.

She said, “Bandh has been declared illegal by the court. Only those who can’t do anything else take recourse to bandhs; it is simply harassment of the people. Hope they realise their mistakes”. Later, on the same topic, she said, “We are not in favour of bandhs; during CPI(M) rule, 78 lakh man-days were lost”. Further, “We will declare the bandh called on June 13 by the tea workers illegal”.

About dealing with the situation through negotiations, Mamata Banerjee said, “There have been enough compromises; enough is enough. Compromise can happen for the sake of living a peaceful life, for the sake of negotiations. But compromise can’t happen when threatened with bombs and lathis”.

“We will bring complete peace and normalcy. In politics, you have to take the people along with you, not deceive them”. “There may be a few bad apples, but most are good”.

About the GTA elections, she said, “GTA elections can be held any time now; the new Board has to take oath before August 2. What work has been done during the last five years, the people will give their opinion on them”.

She reiterated, “I love the Hills, so I will come here again and again, whatever anyone says”; the reason also being that she has to “think about the whole State”. “I come to the Hills every month to know the situation first-hand, which never happened before”.

She said, “The CPI(M), Congress and BJP are doing negative politics”.

About the tea gardens, she criticised the BJP, saying, “Before the elections, the BJP had said the Centre would take over seven tea gardens, but even after one year, nothing has been done”.

On the other hand, she said, “Our Government has provided a lot of benefits to the tea gardens. We have helped the tea workers by giving them three months’ wages, rice at Rs 2 per kg and mobile ambulances. What we have done for the tea gardens, none had done before us”.

She warned that “if the tea industry closes down due to politics of hate, the CPI(M), Congress and BJP have to take responsibility. The State Government wants to negotiate while keeping the tea gardens working open”.

“I am in favour of trade unions in general, not for any particular union”.

About the army’s presence in Darjeeling, she said, “How long the Army stays, the administration will decide”

She also announced the dates of a few administrative review meetings – “for Bardhaman on June 30 and for Medinipur, on July 2 or 3”

 

 

আইন আইনের মতো চলবেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

শিলিগুড়ির উত্তরকন্যায় সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সকলকে আশ্বস্ত করে বলেন, আমরা বারবার বলছি, পাহাড়ে শান্তি ফিরে এসছে, পাহাড় শান্ত থাকুক, ভালো থাকুক। যারা দোষ করেছে, তারা শাস্তি পাবে। আইন আইনের মতো চলবে, প্রশাসন প্রশাসনের কর্তব্য পালন করবে।

আটকে পড়া পর্যটকদের ব্যাপারে তিনি বলেন, যেহেতু অনেক রাস আছে, আগামী ২৪ ঘন্টা আরও ফ্রি বাস সার্ভিস থাকবে।

দার্জিলিঙের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আজ ওখানের এসপি চেঞ্জ হয়েছে, অখিলেশ চতুর্বেদীকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি রওনা হয়েছেন। এ ছাড়া হাইয়ার অফিসিয়াল জাভেদ শামিম, অজয় নন্দা ও সিদ্ধিনাথ গুপ্তা ওখানেই দায়িত্বে আছেন। বরুন রায়কে অ্যাডিশানাল চার্জ দিয়ে জিটিএ’র দায়িত্ব দেওয়া হয়েছে। আমি এখান থেকে পরিস্থিতির ওপর নজর রাখছি। সেনা কতদিন মোতায়েন থাকবে, তা প্রশাসন সিদ্ধান্ত নেবে।

উন্নয়নের স্বার্থে ও পাহাড়বাসি ও পর্যটক, পর্যটন শিল্পে যুক্ত মানুষদের সুবিধার্থে তিনি বলেন, বাম আমলের জারি করা বিধি নিষেধ ছিল, ওখানকার ট্রান্সপোর্টার ও পর্যটকদের দীর্ঘদিনের অভিযোগ মেনে ওখানকার গাড়ি সব জায়গায় যাওয়ার আনুমাতি দেওয়া হলো।

পাহাড়বাসির উদ্দেশ্যে তিনি বলেন, ট্যুরিসম একটি বড় শিল্প, পাহাড়ে ট্যুরিসম মূল শিল্প। ট্রেড, কমার্স, ট্যুরিসম এই জায়গাটাকে আমাদের আরও শক্তিশালী করতে হবে। কয়েকজন খারাপ হতে পারে, কিন্তু, ভালো মানুষের ওপর ভরসা রাখতে হবে।

বিচ্ছিন্নতাবাদীদের ব্যাপারে বলেন, নিজে কিছু করতে পারছি না বলে, বার বার বনধ ডেকে মানুষের ক্ষতি করব, এটা ঠিক নয়। আশা করি শুভ বুদ্ধির উদয় হবে। কম্প্রোমাইসের ধাক্কা খেতে খেতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। কম্প্রোমাইস হয় শান্তির স্বার্থে, নেগসিয়েসানের স্বার্থে, ভালো থাকার স্বার্থে। কিন্তু, কম্প্রোমাইস সবসময় হয় না, কম্প্রোমাইস কখনও বোমা দিয়ে লাঠি দিয়ে হয় না। সম্পূর্ণ শান্তি রক্ষা করেই আমরা সবাই চলব। রাজনীতিতে মানুষকে ভুল বুঝিয়ে নয়, মানুষকে সাথে নিয়ে চলতে হয়। ওরা ব্লক নিয়ে চিন্তা করে, আমি পুরো বাংলা নিয়ে চিন্তা করি। আমি পাহাড়ে রোজ যাব, পাহাড়কে আমি খুব ভালবাসি, পাহাড়ে আমরা সিএমও-ও করছি। পাহাড়ও আমার প্রিয়, জঙ্গলও প্রিয়, পুরো বাংলাই আমার প্রিয়। পাহাড়ে আমি প্রতি মাসে আসি, তাতে অনেকের রাগ, আগে কেউ যেত না, লুটেপুটে খেত।

জিটিএ নির্বাচন নিয়ে তিনি বলেন, ৫বছরে কি কাজ করেছে, এটা জনতা ঠিক করবে। ২রা অগস্ট-এর মধ্যে নতুন বোর্ডকে শপথ নিতে হবে, তার আগে নির্বাচন হয়ে যাবে। পাহাড় হাস্তে রহে, পাহাড় মে শান্তি রহে।

অন্যান্য রাজনৈতিক দল যারা পরোক্ষ ভাবে পাহাড়কে অশান্ত করতে চাইছে, তাদের ব্যাপারে বলেন, সিপিএম কংগ্রেস বিজেপি নোংরা রাজনীতি করছে। ইলেকশনের আগে বিজেপি বলেছিল সাতটা চা বাগান অধিগ্রহণ করবে, এক বছর হয়ে গেছে, একটাও করেনি। নোংরা রাজনীতিতে চা শিল্প বন্ধ হলে তার দায়িত্ব সিপিএম, কংগ্রেস, বিজেপিকে নিতে হবে। যদি চা বাগান বন্ধ হয়ে যায়, চা বাগান শ্রমিকরা ছেড়ে কথা বলবে না।

চা শিল্পের ব্যাপারে বলেন, আমরা চা শিল্পে সাহায্য করছি, তারা তিন মাসে টাকা পায়, দু’টাকা কিলো চাল পায়, মোবাইল আম্বুলেন্স দিয়ি। এই সরকার অনেক সুবিধে বাড়িয়েছে। আমরা চা বাগানের জন্য যা করেছি, কেউ এর আগে করেনি।

আগামী ১৩ তারিখের বন্ধের ব্যাপারে বলেন, সরকার বন্ধের পক্ষে নয়, খোলা রেখে আলোচনা করতে পারে। সিপিএম আমলে ৭৮ লক্ষ ম্যানডেজ নষ্ট হয়েছে। আমরা ১৩তারিখের বনধকে সাপোর্ট করব না ও বেআইনি ঘোষণা করব। হাই কোর্টও বনধকে বেআইনি ঘোষণা করেছেন।

তবে ট্রেড ইউনিয়নগুলিকে আশ্বস্ত করে বলেন, আমি ট্রেড ইউনিওনের পক্ষে কিন্তু কাউর একার ট্রেডের পক্ষে না। আমি ক্ষমতায় আছি বলেই নিজেকে সুপারপাওয়ার ভাবা উচিত না।

বৈঠকের শেষে তিনি ঘোষণা করেন, বর্ধমানে প্রশাসনিক বৈঠক হবে ৩০সে জুন, মেদিনীপুরে হবে ২রা বা ৩রা জুলাই।