The Governor must be impartial: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee, while replying to questions during a press conference at Nabanna, spoke on the riot which broke out in Baduria, Basirhat.

We support and respect social networks. They help to educate people on many things.

However, the ruling party at the Centre has an agenda – sometimes it is beating people in the name of ‘gau raksha’, sometimes it is about creating hate groups on Facebook by spreading rumours and creating trouble. An example is the incident which took place yesterday.

Some fake pictures are being put up, which have no relation with what has actually happened.

I would like to tell the people who are indulging in these that they are not doing the right thing.

The man who did this was arrested by the police. Logically, the situation should have been under control. But what we saw was that another group did something to flare up the situation into a communal issue.

We couldn’t sleep the whole night. I regret to say that this trouble between a group of HIndus and a group of Muslims, resulting from a Facebook post, is very regretful.

How many Facebook and Twitter posts can you stop? Lakhs and lakhs of people post on Facebook. If a certain Facebook post can set up a riot, then there cannot be a worse situation for the country.

I totally condemn the incident. Even after arresting the man, the way a group of people set up a blockade and created chaos, I am sure that they are not really acting in favour of the state.

I do not want to create any communal tension. I would appeal to both the groups to not to create communal tension. If the BJP is instigating you, why should you fall into the trap?

BJP is intent on instigation. But if this can lead to tension anywhere, I would not hold back in taking action.

As long as I am in this chair, all are equal. I respect all communities. Like the BJP, I do not set one community against the other. Be it Hindu or Muslim, if anything happens to any community, it would affect me.

Some religious leaders are igniting situations and burning property in exchange for money. Do not play with fire. Those destroying property will have to pay for it. Those fomenting trouble will not be pardoned. We have a list of all such people.

Today, the Governor has said a lot of things. I have been highly insulted.

I have a lot of respect for the Governor, which is a constitutional post. He has to work as per the Constitution, just as I have to.

I have not come to power because of the kindness of the Governor. I have been elected by the people. The Governor is nominated by the Central Government. The way he spoke today, favouring the BJP while humiliating me is very bad.

The community that has started all this trouble yesterday, I must tell them that we have had to hear a lot of things today. A person was arrested by the police after what he posted on Facebook. So where is my fault in this? Where is my government’s fault?

The Maa-Mati-Manush Government has given a lot of protection to you. But if you think that you can target me on the basis of partiality, then remember, Mamata Banerjee is not in favour of any one person or community – she is in favour of the people.

I have told the Honourable Governor that you cannot talk to me like this. The way the Governor is speaking, it seems that the BJP block president is speaking.

Why should such a thing happen. We are not his servants. I am occupying this post because the people have voted me to run this government, I am not here because of any particular group – neither the BJP, nor the CPI(M), nor the Congress. If the people don’t want me, I will leave this post.

After this insult, I had myself thought that I would resign. I have never been insulted in this way in my whole life.

The Governor cannot threaten me. He has threatened me today after calling me on my phone.

He is trying to teach me law and order. Why should he take only one side? Why can’t he be impartial?

These days, whenever something happens, the BJP goes and meets the Governor and hands him a paper, and then he starts saying whatever comes to his mind.

He should understand the fact that he is a nominated person. His is a constitutional position, and so I respect him. But at the same time, he should maintain his self-respect too.

The police are also to blame in some cases. Whatever I do, I do impartially. I have been telling the police from yesterday to control this. They should have immediately blocked the Facebook account.

But how many accounts can you block? This is being done by design, these posts have become a phenomenon. First they are putting up a story on Facebook, then fomenting trouble based on that.

I would say, why don’t the others counter the posts rather than becoming embroiled in the riots?

If the police had opened fire, many would have been killed. So they cannot do that. My aim is to make the communities understand rather than to open fire and harm people. That is why I am being patient. But let no one take my patience to be my weakness.

I am sternly telling the leaders of both the communities – we have had to hear a lot of things because of you. Do not indulge in such things.

I am not here just to be a chief minister. This is a chair of the people. I will not tolerate such goondaism. And I would appeal to the Governor not to behave like this.

I am in politics right from my younger days. I cannot tolerate the fact that now I have to hear such insults.

I’m really sorry if I have hurt anybody because of what I said. I apologise for that. But my conscience was extremely hurt today. I have not sat on this chair just for the sake of it. I work hard to accomplish whatever I can.

I do not respect religious leaders who can be swayed by such Facebook posts. I respect institutions like the Ramakrishna Mission and the Bharat Sevashram Sangha who work with responsibility. I do not respect the small fry who create such chaos in lieu of money. I condemn such people, like the person who posted on Facebook in the name of Hindu unity (‘samhati’) and Bajrang Dal. The BJP has such people in their ranks. Their leaders are indulging in this – it would be very evident if one checks their Facebook posts.

Some leaders are destroying the country and then going abroad to talk of unity. They are setting fire to the amity between communities and religions, and then indulging in sweet talk on religious unity in foreign lands.

Such things must be stopped; we will not tolerate such things. We do politics with dedication. We don’t indulge in dirty politics, our politics is for the good of the people.

Whatever decision I take next would depend on the situation. This is a very serious issue and I will handle it will utmost seriousness.

 

 

রাজ্যপালের নিরপেক্ষ থাকা উচিতঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ নবান্নে মন্ত্রীসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বসিরহাটের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, সোশ্যাল নেটওয়ার্ককে আমরা support করি, respect করি। সোশ্যাল নেটওয়ার্ক অনেককে অনেক কিছু জানতে শেখায়। কিন্তু কেন্দ্রের শাসকদলের একটা agenda আছে। তাদের agenda হল কখনো গোরক্ষার নামে পিটিয়ে মারা, কখনো একটা hatred group তৈরি করে উল্টোপাল্টা ফেসবুকে দিয়ে দাঙ্গা লাগানো।

কালকের যে ঘটনা ঘটেছে এরকমই দাঙ্গা এবং কিছু মিথ্যে মিথ্যে ছবি দেওয়া হচ্ছে যেগুলোর সাথে বাস্তবের কোন সম্পর্ক নেই। কিন্তু তাও আমি বলব যারা এগুলো করছেন তারা ঠিক করছেন না। যে ছেলেটি করেছে তাকে সঙ্গে সঙ্গে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়ার পর এটা কন্ট্রোল হয়ে যাওয়া উচিত ছিল। একটা ঘটনা ঘটেছে,অভিযোগ এসেছে, অভিযোগের সঙ্গে সঙ্গে পুলিশ action নিয়েছে।

কিন্তু আমরা আজ লক্ষ করলাম আর একটা গ্রুপ গিয়ে communally এটা flare up করেছে। কাল সারা রাত ঘুমোতে পারিনি।

খুব দুঃখের সাথে বলছি দিন রাত এত কাজ করার পরেও এই দুটো গ্রুপের মধ্যে কখনো হিন্দু কখনো মুসলমানের মধ্যে ফেসবুক থেকে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিচ্ছে। কটা ফেসবুক, টুইটার আপনি আটকাবেন? লক্ষ লক্ষ লোক ফেসবুক করছে। ফেসবুকের একটা কথা থেকে যদি দাঙ্গা লাগাতে হয় তাহলে এর থেকে দুঃখজনক দিন আর আসবে না। আমি এটাকে totally condemn করি।

ছেলেটিকে গ্রেফতার করার পরেও যে পক্ষ কাল সকাল থেকে একটা গ্রুপ করে রাস্তা ব্লক করেছে তারা মোটেই রাজ্যের পক্ষে বলে আমার মনে হয় না। আমি communal tension ছড়াতে চাই না। আমি দু পক্ষের কাছেই আবেদন করব দাঙ্গা নিয়ে কেউ রাজনীতি করবেন না। বিজেপি প্ররোচনা দিচ্ছে বলে আপনারা সেই প্ররোচনায় পা দেবেন কেন? বিজেপি তো প্ররোচনা দেওয়ার জন্যই আছে।কিন্তু মনে রাখবেন বিজেপির এই প্ররোচনায় যদি অন্যের ঘরে আগুন জ্বলে আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলব না।

আমি যখন এই চেয়ারে বসে আছি আমার কাছে all are equal. আমি কোন community করি না। আমি all community করি। আমি বিজেপির মত একটা communityর সাথে আর একটা community র আগুন জ্বালাই না। হিন্দুর গায়ে লাগলেও আমার গায়ে জ্বালা লাগবে, মুসলমানের গায়ে লাগলেও আমার গায়ে জ্বালা লাগবে। কয়েকজন ধর্মীয় নেতা টাকার বিনিময়ে আগুন জ্বালাচ্ছে। আগুন নিয়ে খেলবেন না। যে আগুন লাগাচ্ছে তাকেই টাকা দিতে হবে, আমার কাছে সব লিস্ট আছে, যে দাঙ্গা লাগাচ্ছে তাকেও ছাড়া হবে না। 

আজ আমায় Governor অনেক বড় বড় কথা বলেছেন।আজ আমি খুব অসম্মানিত হয়েছি। গভর্নর সাংবিধানিক পোস্ট। সংবিধান মেনে তাঁকে কাজ করতে হয়। মুখ্যমন্ত্রী ও সাংবিধানিক পোস্ট। আমি Governor এর দয়ায় এখানে ক্ষমতায় আসিনি, আমি মানুষের mandate এ ক্ষমতায় এসেছি। I am elected by the people. Governor nominated by the central government.

যে ভাষায় উনি আজ বিজেপির পক্ষ নিয়ে আমাকে অসম্মানিত অপমানিত করেছেন…

যে community এটা কাল থেকে শুরু করেছে আমি তাদের বলব আপনাদের জন্য আমাদের অনেক কথা শুনতে হয়েছে। কেউ একটা ফেসবুকে দিয়েছে পুলিশ গ্রেফতার করেছে, তাঁর জন্য আমার দোষ টা কোথায়? আমার সরকারের দোষ কোথায়?

মা মাটি মানুষের সরকার আপনাদের অনেক protection দিয়েছে, দিচ্ছে। তারপরেও যদি আপনারা মনে করেন আমার বুকে শেল মারবেন তাহলে জেনে রাখবেন মমতা ব্যানারজি কিন্তু কারও পক্ষে নয়, মানুষের পক্ষে।

আমি মাননীয় রাজ্যপালকে বলেছি আপনারা আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। রাজ্যপাল কথা বলছেন যেন মনে হচ্ছে বিজেপির ব্লক সভাপতি কথা বলছেন। কেন হবে এটা? আমরা কেউ চাকর বাকর নই। I am sorry. আমি এখানে সরকার চালাই, মানুষ আমায় এখানে পাঠিয়েছে বলে। আমি কারো দয়ায় আসিনি। আমি বিজেপি- সিপিএম-কংগ্রেসের দয়ায় আসিনি। আমি মানুষের দয়ায় এখানে এসেছি। মানুষ যদি চায় আমি চলে যাব।

আজকে অপমান করার পর আমি নিজেও ভেবেছিলাম আমি ছেড়ে দেব। এত অপমানিত আমি জীবনে হইনি। Governor আমাকে threat করতে পারে না। উনি আজ আমায় threat করেছেন। আমার ফোনে ফোন করে আমায় threat করেছেন। উনি আমাকে law and order দেখাচ্ছেন। উনি কেন একটা পক্ষ নেবেন? দুটো পক্ষ নিতে পারেন না?

আজ যে কোনো একটা ছোট ঘটনা ঘটলে বিজেপির লোকেরা গিয়ে ওনাকে একটা কাগজ দিয়ে আসেন, উনি যা ইচ্ছে তাই বলে বেড়ান। ওনার
বোঝা উচিত he is a nominated person. I respect him. He should maintain his respect also. পুলিশেরও কোথাও কোথাও ভুল আছে। আমি যখন যেটা করি impartially করি।

আমি তো বলি ফেসবুকে যদি কেউ কিছু বলেতুমি তার পাল্টা টা বল, তুমি সেটা কাউন্টার কর। কাউন্টার না করে তুমি কেন রাস্তায় নেমেছ? এবং কাল থেকে যারা এ কাজটা করেছে তাদের বারবার বোঝানো হয়েছে।

পুলিশ গুলি চালালে ১০০ জন মারা যেত। ৫ জন ১০ জন লোককে কন্ট্রোল করা যায়। যদি দুটি কমিউনিটি মিলে এক জায়গায় বসে থাকে
সেখানে গুলি চালাতে গেলে আমার ২০০ লোক মরে যাবে। কোনটা আমার কাছে কাম্য? আপাতত বুঝিয়ে শান্ত করা নাকি গুলি চালিয়ে দেওয়া? তাই আমার সময় লাগছে।আমার ধৈর্য যেন কেউ দুর্বলতা না ভাবে। আমি both কমিউনিটির নেতাদের কাছে বলছি আপনাদেরজন্য আমাদের অনেক কথা শুনতে হয়েছে। আমি কিন্তু মুখ্যমন্ত্রীত্ব করতে এই চেয়ারে আসিনি। আমি এই চেয়ারটাকে মানি না। আমি মানুষের চেয়ার মানি। আমার ছেড়ে দিতে এক সেকেন্ড লাগবে। আমি এসব hooliganism বরদাস্ত করব না আর রাজ্যপালের কাছে আমার আবেদন থাকবে dont behave like this. This is very insulting and humiliating.

আমি ১৩-১৪ বছর বয়স থেকে রাজনীতি করি, আজ এখানে এসে আমায় এত বড় বড় অসম্মানজনক কথা শুনতে হবে? I am really sorry. কিন্তু আজ আমার মনে খুব লেগেছে, বিবেকে আঘাত লেগেছে। আমি এখানে বসে থাকার জন্য আসিনি, আমি খেটে কাজ করি। ফেসবুকে একটা কমেন্ট থেকে যারা দাঙ্গা লাগায় সেই সব ধর্মীয় নেতাদের আমি ঘৃণা করি। আমি এইরকম মানসিকতাকে ধিক্কার জানাই।

আমি সম্মান জানাই রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রমকে, কারণ তারা দায়িত্ব নিয়ে কাজ করে।

(কিছু নেতা) দেশকে নষ্ট করে দিয়ে বিদেশের মাটিতে ঐক্যের কথা বলছে। দেশটাকে পুরো ভেঙে দিয়ে, সব community তে আগুন লাগিয়ে দিয়ে, বাইরে গিয়ে মিষ্টি মিষ্টি কথা বলছে। বিদেশের মধ্যে ঐক্য চান আর দেশের মধ্যে আগুন চান। It must be stopped. না হলে আমাদের মত লোকেরা এসব জিনিস সহ্য করবে না। আমরা dedication নিয়ে রাজনীতি করি। সব politician খারাপ নয়। আমরা মানুষের রাজনীতি করি। এরপর আমি পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেব।

This is a very serious issue. Let me handle it seriously.

 

Bengal CM pulls the rope on the occasion of ‘Ulto Rath’

Chief Minister Mamata Banerjee on Monday inaugurated the ‘Ulto Rath’ yatra near the TA ground on the Maidan. She pulled the rath of Jagannath, Balaram and Subhadra, to start the gods’ journey back to their in-laws, in this case the Albert Road temple of ISKCON.

The Chief Minister has traditionally pulled the rath organised by ISKCON on the day of Rath Yatra itself. But this year she was in the Netherlands to participate in the United Nations Public Service Awards ceremony, where West Bengal got the first prize for the Kanyashree Scheme.

As if to welcome her back, the gods too smiled and the rain stopped as she pulled the rath on its journey back, along with thousands of other devotees.

Her participation in the festival was posted by her on Facebook too, where she wished everyone well on the occasion.

 

Here is the link of her Facebook post

 

 

ইসকনে উল্টোরথের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

সোমবার ময়দানে ইস্কনের রথের রশিতে টান দিয়ে উল্টোরথের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রথমে জগন্নাথদেবের আরতি করেন তিনি। এর পর প্রথা মেনে রথের রশিতে টান দেন মু্খ্যমন্ত্রী।

প্রতি বছর মুখ্যমন্ত্রী রথ টেনে রথযাত্রার উদ্বোধন করেন। কিন্তু এ’বছর নেদারল্যান্ডসে রাষ্ট্রসংঘের সম্মেলনে যোগ দিতে যাওয়ায় (যেখানে তিনি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কন্যাশ্রী প্রকল্পের জন্য পুরষ্কার গ্রহন করেন) তিনি রথ যাত্রার উদ্বোধন করতে পারেননি।

এ’দিন তিনি ফেসবুকে রাজ্যবাসীকে উল্টোরথের শুভেচ্ছা জানান।

 

Here is the link to her Facebook post

 

 

There is no place for the cloaked and the lotus-holders in Bengal: Abhishek Banerjee

Trinamool Youth Congress President and MP Abhishek Banerjee attended a blood donation camp in Barrackpore today. He addressed the party supporters at a public meeting after that.

He said, “We have become ministers, MPs and MLAs with the help of the people”.

Addressing the party workers, he said, “Those who have created Trinamool Congress inspired by the ideals of Mamata Banerjee, and hold high the party’s flag, are the real assets of the party. Those who struggle for the party all through the year, help in taking the fruits of development to the masses, are the real assets of the party”.

He went on, “Seeing the number of people attending the meeting today, despite the hot weather, it is safe to assume that in the coming days the CPI(M), the Congress and the BJP would not be found anywhere in the state”.

Holding aloft the high ideals of the party, he said, “All political parties have good and bad people. We in the Trinamool always welcome honest, good and fearless people”.

“Like Trinamool is synonymous with Singur and Nandigram, it is also identified with the events of July 21, 1993. Those who are not aware of the ‘Ekush’ (July 21) Movement have no right to associate themselves with Trinamool. The date July 21 is not just a date or even the measure of a great movement, it is a part of our pride, our collective emotion and even our vanity”,  he said, putting forth the essence of Trinamool Congress as a party.

He further said, “Into this land of peace, the Jyoti Basu government had flown in a river of blood. Thirteen bright youth had drowned in that river. We can never forget those people. This movement is an integral part of the birth pangs of our party. We are not afraid to face bullets. It is no use trying to scare us or cower us down. The Trinamool Congress is ever ready for any fight or movement”.

” ‘Ekush’ signifies a movement, a battle cry, a cleansing flood, a mass of support. ‘Ekush’ signifies a hope, a new direction and a will to fight”, Abhishek Banerjee thus explained the core significance of the July 21 Movement.

Harking back to the dark days of the past, he said, “The way the CPI(M), while in power, had insulted, ravaged and tortured Bengal, the same way the government at the Centre is oppressing the country and pushing it towards darkness. The way of the devil remains – just that earlier it was the CPI(M), now it is the BJP”.

Speaking on the way the Trinamool Congress has been leading protests all over the country, including major ones in the national capital, on demonetisation, GST and other issues, the Trinamool Youth Congress President and MP said, “Except Mamata Banerjee and the Trinamool Congress, no one is protesting. The reason is that Trinamool has to answer to the people. Till the last drop of our blood, we will raise questions on the behalf of the people and fight for them in Delhi”.

“We have staged and led protests multiple times in Delhi; no other party has done that. They try to scare us in the name of the CBI and the ED ever so often. But it is of no use – we have increased our strength in the Assembly from 184 to 221”.

Referring to the politics of vendetta that BJP has been conducting on Trinamool, he said, “Those who are thinking they can scare us to submission, they should know that not everyone can become a Mamata Banerjee. She has become what she is today through a lot of sacrifice and hardship. The more they incite and instigate her, the more powerful she becomes. Trinamool Congress is made of pure steel”.

Abhishek Banerjee went on to hold forth on the fact that some people are playing the politics of convenience by changing colours: “Some of those who used to roam around in red kurtas are the same people have donned saffron ones, with lotuses in their hands. The doors of our party are closed for them. Earlier the CPI(M) used to come in disguise, with faces covered, and frighten people through torture, extortion and humiliation”.

“There is no place for the cloaked and the lotus-holders in Bengal”, he said.

Lauding the chief ministership of Mamata Banerjee, he said, “The Chief Minister has conducted more than 150 administrative review meetings. I do not want to embarrass you by reminding you about part-time chief ministers like Jyoti Basu and Buddhadeb Bhattacharya. I have never seen a chief minister go from district to district with hawai chappals on feet. Our chief minister is our pride”.

 

 

বাংলায় ছদ্মবেশী ও পদ্মবেশীদের কোন জায়গা নেই: অভিষেক বন্দ্যোপাধ্যায়

আজ ব্যারাকপুরে একটি জনসভায় বক্তব্য রাখেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মানুষের সহায়তায় আমরা মন্ত্রী, সাংসদ, বিধায়ক হয়েছি। যেসব কর্মীরা কাঁধে ঝাণ্ডা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেস দলটাকে তৈরী করেছে, তারাই আমাদের আসল সম্পদ। যারা ৩৬৫ দিন লড়াই করে, উন্নয়নের পরিষেবা বাড়ি বাড়ি পৌঁছে দেয়, তারাই আমাদের দলের আসল সম্পদ।”

জনসভায় উপস্থিত অগনিত জনগণকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আজকে তীব্র রোদ উপেক্ষা করে যেভাবে মানুষ এই সভায় উপস্থিত হয়েছেন তা প্রমাণ করছে আগামী দিনে সিপিএম বিজেপি কংগ্রেসকে দূরবীন তো দুরের কথা অণুবীক্ষণ যন্ত্র দিয়েও ওদের কোন গ্রামে-গঞ্জে, অঞ্চলে খুঁজে পাওয়া যাবে না। সব রাজনৈতিক দলে ভালো ও খারাপ লোক থাকে, সৎ ভালো নির্ভীক লোক কে স্বাগত জানানো হয় তৃণমূলে।”

তৃণমূল কংগ্রেসের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, “তৃণমূল কংগ্রেসের পরিচয় যেমন সিঙ্গুর, নন্দীগ্রাম, তেমন ১৯৯৩ সালের ২১ শে জুলাই। যারা ২১ শের আন্দোলন জানে না, তাদের তৃণমূল করার কোন যোগ্যতা নেই। ২১ শুধু তারিখ বা শব্দ নয়, একটা আন্দোলনের মাপকাঠি বা সীমারেখা নয়, ২১ আমাদের গৌরবের, আবেগের, আমাদের অহংকার। একুশ মানে আন্দোলন, গর্জন, প্লাবন, জনসমুদ্র। একুশ মানে আশা, দিশা, লড়াই করা।”

১৯৯৩ সালের ২১শে জুলাইয়ের প্রসঙ্গে তিনি বলেন, “এই শান্তির বাংলায় তৎকালীন জ্যোতি বাবুদের সরকার কলকাতার রাজপথে রক্তের নদী বইয়ে দিয়েছিল। ১৩ জন তরতাজা যুবক প্রাণ দিয়েছিল। সেই শহীদদের আমরা কোনদিন ভুলে যেতে পারি না। এই আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের সংগঠন তৈরী হয়েছে। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস ছাড়া কোন দল প্রতিবাদ করে না। কারণ আমরা জবাব দেব সাধারণ মানুষকে।আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত মানুষের হয়ে প্রশ্ন করব ও দিল্লিতে আন্দোলন করব।”

বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, “কার্তুজের গুলির সামনে আমরা বুক পেতে দাঁড়াতে ভয় পাইনি। আমাদের ধমকে, চমকে, ভয় দেখিয়ে কোন লাভ নেই। তৃণমূল কংগ্রেস সব সময় লড়াই আন্দোলনের জন্য প্রস্তুত থাকে। যারা লাল পাঞ্জাবী পরে ঘুরত তারাই এখন গেরুয়া পাঞ্জাবী পরে পদ্মফুল নিয়ে ঘুরছে। আমাদের দলের দরজা তাদের জন্য বন্ধ। আগে সিপিএম আসতো ছদ্মবেশে। এসে মুখে কাপড় বেঁধে অত্যাচার, শোষণ, লাঞ্ছনা করে সন্ত্রাস করত। আজ এখন বিজেপি আসছে পদ্মবেশে।”

তিনি এই প্রসঙ্গে আরও বলেন, “সিপিএম যেভাবে ৩৪ বছর বাংলাকে লাঞ্ছিত, ধর্ষিত, অত্যাচারিত করে রেখেছিল একই কায়দায় কেন্দ্রীয় সরকার দেশকে জগদ্দলে পরিণত করে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। শুধুমাত্র মুখোশ বদলেছে, আগে ছিল সিপিএম এখন হয়েছে বিজেপি। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস ছাড়া কোন দল প্রতিবাদ করে না। কারণ আমরা জবাব দেব সাধারণ মানুষকে।আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত মানুষের হয়ে প্রশ্ন করব ও দিল্লিতে আন্দোলন করব। আমরা দিল্লির বুকে একাধিক জায়গায় আন্দোলন করেছি, অন্য কোন রাজনৈতিক দল করে দেখাতে পারেনি। আর কিছু হলেই সিবিআই আর ইডি। হেনস্থা করে লাভ নেই, ১৮৪ থেকে আজ তৃণমূল ২২১ হয়েছে।”

বিরোধীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “যারা ভাবছে ভয় দেখিয়ে তৃণমূলকে আটকে রাখা যাবে তাদের জানা উচিত কলা পাতায় একবার খাবার খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হওয়া যায় না। ত্যাগ, আন্দোলন পরিশ্রমের মাধ্যমে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন। তাঁকে (মমতা বন্দ্যোপাধ্যায়) যত তাতাবে, পোড়াবে তত তিনি শক্তিশালী হবেন। তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহার মত। বাংলায় ছদ্মবেশী ও পদ্মবেশীদের কোন জায়গা নেই।”

তিনি বলেন, “প্রায় ১৫০ টি প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। বুদ্ধবাবু বা জ্যোতি বাবুর মত পার্ট টাইম মুখ্যমন্ত্রীদের কথা স্মরণ করিয়ে লজ্জা দিতে চাই না। আমি কোন মুখ্যমন্ত্রীকে হাওয়াই চপ্পল পরে জেলা থেকে জেলা ঘুরে বেড়াতে দেখিনি। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের অহংকার।”

 

The mockery of Inspector Raj is back: Mamata Banerjee on GST

Chief Minister Mamata Banerjee put up a post on Facebook today, expressing her fears on GST in the present form.

She said that now “freedom and democracy stand to face grave danger”. Among other things, she criticised the “rather draconian arrest clause which can lead to major harassment of business, particularly the small and medium, with some sections even being non-bailable”.

 

Her full Facebook post is given below:

 

At the stroke of midnight on 14th August, 1947, India won her freedom.

Now, at the midnight of 30th June, 2017, freedom and democracy stand to face grave danger.

The mockery of Inspector Raj is back.

I am shocked to find that the GST rules contain a rather draconian arrest clause which can lead to major harassment of business, particularly the small and medium, with some sections even being non-bailable too.

I would like to point out that under the current VAT regime, the field officials of the State do not have the power to arrest. If they feel that there is a serious tax offence, then they will have to file a FIR and pursue the due process of law.

But in the case of GST, the Inspectors will have the power to arrest on 4 different types of offences which can lead to jail from 1 year upto 5 years.

​West Bengal opposed this arrest clause in the GST Council but the Government of India did not pay any heed.

In fact, in the name of GST, they have deviated in many areas from the original intent.

​Given the atmosphere in the country of vindictively targeting anyone who dares to disagree with the Central Government, I am deeply concerned that the arrest clause in GST may well be used to target business leaders who raise their voice of dissent on any policy matter or any practices.

I am afraid, from the midnight of today, will darkness loom large in the lives of entrepreneurs and common people?

 

 

Click here to read the post on Facebook

 

 

Bengal Govt reduces its share of tax on regional film tickets

The Bengal Government has decided to maintain the usual 2 per cent tax on tickets for regional films by waiving off a percentage of its share from the Goods and Services Tax (GST).

Dr Amit Mitra, the State Finance Minister, said: “It was initially decided to impose 28 per cent GST on film tickets. We had fought in the GST Council and made them bring it down to 18 per cent for tickets worth below Rs 100. Out of it, a state’s share is 9 per cent. Out of that, the Bengal Government has decided to waive off 7 per cent. As a result, only 2 percent tax will be imposed on film tickets below Rs 100″.

In the present tax regime, the state charges only 2 per cent entertainment tax on film tickets. Thus, one doesn’t have to bear any additional tax from the State Government to buy a movie ticket.” He further said: “For tickets worth more than Rs 100, the GST is 28 per cent with a state’s share of 14 per cent. In this case, too, we have decided to waive 12 percent of the state’s share. As a result, people do not have to pay more than 2 percent tax for the state government.” It will be applicable for movies in three regional languages — Bengali, Nepali and Santhali, he said.

 

 

The duty of our government is to serve the people with a human face: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee undertook a visit to Purba Bardhaman district and conducted the administrative review meeting for the district.

She was present at a public rally from where numerous developmental projects will be inaugurated. Among the projects she inaugurated today are the outdoor units of the Kalna and Asansol super-speciality hospitals, a Karma Tirtha, water projects, government buildings, a veterinary hospital, flood shelters and many other such projects.

She also laid foundation stones for power sub-stations, water supply projects, government building and some other projects.

She distributed monetary benefits under Kanyashree and Lok Prasar Prakalpa, bicycles under Sabuj Sathi, saplings under Sabujshree, houses under Geetanjali, etc.

The Bengal Chief Minister also announced the achievement of 100% rural electrification of the district.

After the inaugurations of the projects and her speech, Mamata Banerjee headeded straight for the administrative meeting at Sanskriti Lokmancha. For the first time, 60 students from Burdwan University were invited to an administrative review meeting.

 

Salient points of the speech she gave in Bardhaman

 

Bengal Chief Minister Mamata Banerjee’s speech at the public meeting in Bardhaman

I convey my warmest wishes to the people on the occasions of Id-ul-Fitr and Rathyatra.

Bardhaman reminds me how green our beloved Bengal is.

 
On developmental projects in Bardhaman

 

I inaugurated multi-super-speciality hospitals in Asansol and Kalna today.

To mitigate long-standing drinking water problems in Kalna, I inaugurated a water purification project worth Rs 46 crore.

Today, I inaugurated the Mishti Hub in Bardhaman, which would one day enable the whole world to partake of some of the famous sweets of Bengal.

We are proud and happy for our Kanyashree girls. The Kanyashree Scheme bagged the first prize at a United Nations awards programme from among 550 projects from 66 countries. Like Kanyashree, the Sabuj Sathi Scheme would also be world-renowned one day.

We have set up schemes encompassing all phases of a person’s life. The BJP Government at the Centre is taking away Rs 40,000 crore from our revenue as repayment for the debt left behind by the CPI(M). In spite of this, we are providing 8.5 crore people rice at Rs 2 per kg as part of the Khadya Sathi Scheme. Such a thing has not been done anywhere in the world.

Farmers are our pride and our precious resource. Therefore our government has waived off the loans on agricultural land.

Today, I oversaw completion of the process of electrification of 100 per cent of the villages of Bardhaman.

In this district, ration cards have reached 100 per cent of the intended recipients. Our government has extended all manner of services to the people. Benefits under Khadya Sathi Scheme are reaching 82 per cent of the people. We have distributed 40 lakh bicycles as part of the Sabuj Sathi Scheme. We have started the Swami Vivekananda Scholarship for higher education. Various programmes have been taken up for irrigation and flood mitigation. During the next one year, 25,000 km of roads would be built in the state. The duty of our government is to serve the people with a human face.

This government of ours believes in doing deeds, not just speaking about them. Our government provides treatment free of cost, which is not available elsewhere. Those without homes have been provided homes as part of the Geetanjali Scheme. Other schemes like Gatidhara have been initiated. Those affected by demonetisation have been given Rs 50,000 each.

We have renovated the burial places and burning ghats. The government is making a payment of Rs 1000 to any family unable to pay for the last rites of its family members. We have even started insurance schemes for workers and for media personnel.

 
On demonetisation

 

People are still suffering because of demonetisation. Under the guise of demonetisation, the people’s economic rights are being held in ransom. I’ve said it before and I’m repeating it – demonetisation is more treacherous than the Emergency ever was. It will be proven in the near future that there has been no bigger scam than demonetisation.

 
On the Goods and Services Tax (GST) regime

 

We were for GST. However, we had asked for some time. A lot of changes have been made forcefully. Starting from medicines, the Central Government has imposed taxes on too many things. The Trinamool Congress Government is a pro-people government. We are the only political party which does not fear the CBI. We are ready to leave everything but not betray the common people.

 
On other issues

 

The ideal, philosophy and dream of the Trinamool Congress is getting the love of the masses.

Why should you have to pay a fee for making more than four transactions at banks and ATMs?

Today, the rights of the people are being trampled upon. People live in fear of raids by the CBI and income tax authorities.

Even the media is not being spared. A few days back, NDTV was being harassed. The media have been told to telecast whatever the Central Government instructs them to. The media of Bengal work with courage. Except a few Delhi-based media houses, nobody has the courage to protest against this injustice.

 
On the Opposition’s policies and actions

 

Air India is the pride of the country; a plan is being made to sell it off. We do not support such an action. We are not like the CPI(M) or BJP, who are happy to take away jobs of the people. The Centre is gradually selling off the railways; civil aviation will follow. The people are not getting to know the real story.

When I was the Railway Minister, I saved Burn Standard. Now plans are being made to shift the offices of Burn Standard and the Tea Board of India.

We will protest against injustice. Political parties are not saying anything because of fear. The BJP has muted the voice of the media. There is dictatorship in the country. We will break this shield of conspiracy to pieces.

The Centre is not able to solve the Kashmir issue; it has been a total failure. Now, it is poking its fingers in the Darjeeling issue, and teaching the separatists to break the state of Bengal. I will not let them break Bengal up till the last breath of my life.

The Centre’s torture is going on and will go on. But those who live in Bengal will bow their heads in fear.

We are running our government under great constraints. The Centre had rejected the Kanyashree Scheme; now this very scheme has won over the world. In the future, Bengal will win over the world. The soil of Bengal is our pride.

They spend money on advertisements while the Trinamool Congress does its utmost to serve the people. Those who win over the people are the real victors.

The Centre has always given Bengal the short shrift, has always exploited, deceived and conspired against the state. Whatever conspiracy they may hatch, we will stand united; we will never shelter communal forces.

 

 

আজ বর্ধমানে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী 

দু’দিনের সফরে আজ বর্ধমানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী প্রকল্পে বিশ্বজয় করে রাষ্ট্রপুঞ্জে সর্বোচ্চ পুরস্কার পাওয়ার পর প্রথম জেলা সফরে মুখ্যমন্ত্রীর।

আজ পর পর দুটি অনুষ্ঠানে যোগ দিলেন তিনি। প্রথমে দুপুর ২টো নাগাদ পুলিস লাইন ময়দানে প্রকাশ্য সভায় যোগ দিলেন। এই সভা থেকেই সরকারি প্রকল্পের প্রায় ৭৬ কোটি টাকার মোট ২২টি প্রকল্পের উদ্বোধন এবং প্রায় ৫৫ কোটি টাকার ২৮টি প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী।

উদ্বোধন করলেন পাকা রাস্তা, প্রাণী হাসপাতাল ভবন, সেতু, পানীয় জল প্রকল্প, নদী–সেচ প্রকল্প, বন্যার্তদের জন্য আশ্রয়স্থল প্রভৃতি। শিলান্যাস করলেন পানীয় জল প্রকল্প, সেতু নির্মাণ, রাস্তা সম্প্রসারণ, পুলিস ও পদস্থ কর্মচারীদের জন্য আবাসন প্রকল্প, বেশ কয়েকটি পার্ক প্রভৃতি।

এই প্রকাশ্য মঞ্চ থেকেই কন্যাশ্রী, সবুজ সাথী, যুবশ্রী, সবুজশ্রী, গীতাঞ্জলি, লোকপ্রসার প্রকল্প, কৃষি যন্ত্রপাতি, তাপনিরোধক বাক্স ও সাইকেল প্রভৃতি প্রকল্পের সুযোগ-সুবিধা প্রদান করলেন।

এরপরই প্রশাসনিক সভা করতে তিনি পুলিস লাইন ময়দানের জনসভা থেকে সোজা চলে গেলেন সংস্কৃতি লোকমঞ্চে। এই প্রশাসনিক সভায় উপস্থিত থাকার জন্য এবার প্রথম মুখ্যমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। এখানে প্রায় ৬০ জন ছাত্রছাত্রী ছিলেন।

 

 

 

State Cabinet congratulates Bengal CM for the success of Kanyashree

Dr Amit Mitra during a media interaction at the State Secretariat, Nabanna on Tuesday informed that entire Cabinet congratulated Bengal Chief Minister Mamata Banerjee for the success of the Kanyashree Scheme and for the State Government getting the United Nations Public Service Award.

He intimated to the media that it is a matter of pride that Chief Minister Mamata Banerjee represented Bengal at the United Nations Public Service Award on June 23, where delegations consisted of central government ministers from 12 countries. Interactions were held between the delegates, in which Mamata Banerjee actively participated. Then, the head of the Sustainable Development Goals (SDG) programme of the United Nations handed over the memento for Kanyashree Scheme to the Chief Minister.

Dr Mitra said that three resolutions were adopted by the State Cabinet today.

The first resolution adopted was that the congratulate the Bengal CM for the success of Kanyashree in the Hague.

The second one was that the Cabinet congratulated the Chief Minister for the outstanding work by the outgoing Chief Secretary of Bengal. The third one was that the Cabinet welcomed the new Chief Secretary.

 

কন্যাশ্রীর সাফল্যের জন্য মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানালো মন্ত্রীসভা

কয়েকদিন আগেই রাষ্ট্রসংঘ থেকে ‘কন্যাশ্রী’ প্রকল্প বিশ্বসেরা সম্মান পেয়েছে। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী, লোগো-ও তাঁর নিজের আঁকা। বিশ্বের দরবারে কন্যাশ্রীর সাফল্যের জন্য এই দিন নবান্নে মন্ত্রীসভার বৈঠকে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়।

কন্যাশ্রী প্রকল্পে বিশ্বজয় করে রাষ্ট্রপুঞ্জের সর্বোচ্চ পুরস্কার পাওয়ার পর এটি প্রথম মন্ত্রীসভার বৈঠক।

এদিন অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, “গত ২৩ জুন রাষ্ট্রসংঘের সম্মেলনে একই মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে ১২ টি দেশের মন্ত্রীরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রসংঘের SDG-র কার্যক্রমের প্রধান মুখ্যমন্ত্রীর হাতে পুরস্কার তুলে দেন। এটা আমাদের জন্য একটা গর্বের মুহূর্ত ছিল। কন্যাশ্রী বাংলার গর্ব। কন্যাশ্রীর সাফল্যে গর্বিত গোটা দেশ”।

এই দিনের বৈঠকে তিনটি রেজোলিউসান নেওয়া হয়। প্রথমটির মাধ্যমে কন্যাশ্রীর সাফল্যের জন্য মুখ্যমন্ত্রীকে সকলে অভিনন্দন জানান। এদিন ছিল বর্তমান মুখ্য সচিবের কাজের শেষ দিন; দ্বিতীয়টির মাধ্যমে সকলে তাঁর কাজের প্রশংসা করেন। তৃতীয়টির মাধ্যমে, নতুন মুখ্য সচিব যিনি নিযুক্ত হয়েছেন (মলয় দে), তাঁকে স্বাগত জানানো হয়।

 

State cultural tourism hubs in Bengal to host jatras

With the aim of reviving a traditional folk theatre form of Bengal as well as attracting more people to cultural centres, the Bengal Government has planned to host regular jatra shows at the cultural tourism hubs of the state.

According to State Government sources, the target is to take jatra to a global platform. Hence, these elaborate programmes have been planned. Folk artistes from different fringes of Bengal will perform at these tourist spots.

The State Government’s Paschimbanga Jatra Academy, under the Information and Cultural Affairs Department and the Tourism Department will take a leading role in organising these shows.

The Trinamool Congress Government, under the special initiative of Chief Minister Mamata Banerjee, has taken a lot of initiatives to bring back the glory of this storied folk theatre.

Theatre personality Chapal Bhaduri has been bestowed with the Banga Bibhushan award this year. This year, for the first time, the State Government has set up booking counters for jatra groups. A book – Jatra Darpan — is also being released on an annual basis, containing details of different jatras.

An exhibition of jatra posters was also organised at Paschimbanga Jatra Academy, where the best three were awarded.

The Bengal Government gives a yearly grant of Rs 9,000 to many jatra artistes. At present around 10 lakh people are involved in the jatra industry.

 

যাত্রার আয়োজন হবে রাজ্যের বিভিন্ন সাংস্কৃতিক পর্যটন হাবে 

এখন থেকে নিয়মিত যাত্রাপালার আয়োজন হবে রাজ্যের সাংস্কৃতিক পর্যটনের হাবগুলিতে।

রাজ্য সরকার সূত্রে জানা গিয়েছে, যাত্রাকে গ্লোবাল প্ল্যাটফর্মে নিয়ে যাওয়াই লক্ষ্য। তাই এই বিস্তীর্ণ পরিকল্পনা করা হয়েছে। বাংলার বিভিন্ন প্রান্তের লোকশিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং পর্যটন দপ্তর-এর আওতায় রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ যাত্রা অ্যাকাডেমি এই সব অনুষ্ঠানের আয়োজনে অগ্রণী ভুমিকা নেবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার লোক শিল্পের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।

যাত্রা শিল্পী চপল ভাদুড়ীকে এই বছর বঙ্গবিভূষণ পুরস্কার দেওয়া হয়েছে। এই বছর, প্রথমবার, রাজ্য সরকার যাত্রা গ্রুপগুলির জন্য বুকিং কাউন্টার স্থাপন করেছে। এছাড়াও বার্ষিক ভিত্তিতে ‘যাত্রা দর্পণ’ নামে একটি বই রিলিজ করা হয়েছে, যার বিষয়বস্তু ‘যাত্রা’।

পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমীতে যাত্রার পোষ্টারের প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যেখানে সেরা তিনটি পুরস্কার প্রদান করা হয়।

অনেক যাত্রা শিল্পীদের ৯ হাজার টাকা বার্ষিক অনুদান দেওয়া হয়। বর্তমানে প্রায় ১০ লক্ষ মানুষ যাত্রা শিল্পের সঙ্গে জড়িত।

 

 

 

Cooch Behar, Nabadwip towns to become heritage sites for historical importance

The Mamata Banerjee Government will soon declare the historically important towns of Nabadwip and Cooch Behar as heritage sites. As per the Chief Minister’s instructions, the West Bengal Heritage Commission has initiated necessary measures including engaging competent authorities to undertake studies before declaring the places with immense historical importance as heritage towns.

The primary reasons behind the decision are preserving and maintaining the old monuments and encouraging tourists to visit them. The commission has engaged Indian Institute of Engineering Science and Technology (IIEST), Shibpur to carry out a study on Nabadwip and Indian Institute of Technology, Kharagpur on Cooch Behar.

A road map will be chalked out based on the reports for the restoration of the monuments and other buildings in the towns. As per rules, there has to be a museum in a town that gets a heritage tag. Hence, steps would be taken build one in each of the towns, where their histories would be laid out and also the reasons behind declaring them as heritage ones.

Nabadwip in Nadia district is the birthplace of the great Vaishnava saint and social reformer, Chaitanya Mahaprabhu. It was also known as the ‘Oxford of East’ for centuries as it was once a centre of learning and philosophy. It is a centre of pilgrimage for lakhs of people from India as well as different parts of the world. The old structures and monuments of Nabadwip portray the richness and glory of the Bhakti Movement in the medieval period.

On the other hand, Cooch Behar in North Bengal is one of the few planned cities that came up during the 19th century. The princely state of Cooch Behar  had a progressive king in the 19th century who had engaged a German town planner. As a result, the houses were built on the lines of German architecture. All the roads in the town were built following a particular plan. The banks of ponds were also beautified. The king had also planned for the setting up of an airport in Cooch Behar. Moreover, it had been a long-standing demand of the people to declare it as a heritage town. After coming to power in 2011, the Chief Minister had decided to preserve the heritage of historical towns and develop their infrastructure.

 

 

ঐতিহাসিক গুরুত্বের জন্য হেরিটেজ তকমা পেতে চলেছে কোচবিহার ও নবদ্বীপ

ঐতিহাসিক গুরুত্বের জন্য কোচবিহার ও নবদ্বীপ পেতে চলেছে হেরিটেজ তকমা – মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এক অভিনব উদ্যোগ। মুখ্যমন্ত্রী এইকাজের জন্য মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে। কোনও স্থানকে ঐতিহাসিক দিক দিয়ে বিচার করে হেরিটেজ ঘোষণা করতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন, তাঁর মধ্যে উল্লেখযোগ্য হল নির্দিষ্ট কর্তৃপক্ষকে নিযুক্ত করা যারা ঐতিহাসিক গুরুত্ব বিচার করবে।

এই সিদ্ধান্তের মূল কারন, ওই প্রাচীন ঐতিহাসিক নমুনা গুলিকে সংরক্ষণ করা ও পর্যটকদের ওইসব স্থান পরিদর্শনে উৎসাহিত করা। কন্সারভেশন আর্কিটেক্টও বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ওই দলগুলি শীঘ্রই তাদের নির্দিষ্ট করা স্থানগুলিতে যাবেন। তাঁরা গভীর অনুসন্ধান করে যা রিপোর্ট দেবেন, সেটিই রাজ্যসরকারের কাছে পাঠানো হবে।

একটি কর্মসূচী তৈরী করা হবে যেটিকে অনুসরণ করে ওই ঐতিহাসিক সৌধ ও বাড়িগুলির সংস্কারের কাজ করা হবে। ওই দুটি শহরে একটি করে মিউজিয়াম গড়ে তোলা হবে যেটিকে হেরিটেজ বলে ঘোষণা করা হবে। এর পাশাপাশি ওই মিউজিয়ামগুলিকে হেরিটেজ ঘোষণা করার কারণও লিপিবদ্ধ থাকবে।

নদীয়া জেলার নবদ্বীপ হল বৈষ্ণব মহাপ্রভু ও সমাজ সংস্কারক শ্রী চৈতন্যদেবের জন্মস্থান। দর্শন শাস্ত্রের জন্য নবদ্বীপ নগর শতাব্দীর পর শতাব্দী ধরে প্রাচ্যের অক্সফোর্ড বলে পরিচিত ছিল। এই অঞ্চলটি এককালে সারা বিশ্ব ও দেশের কাছে ছিল পীঠস্থান। আজও এখানকার স্মৃতিসৌধগুলি মধ্যযুগের ভক্তি আন্দোলনের ঐতিহ্য বহন করে।

অন্যদিকে কোচবিহার হল ঊনবিংশ শতাব্দীর কয়েকটি পরিকল্পিত শহরের একটি। উত্তরবঙ্গের এই স্থাপত্যে মোড়া ঊনবিংশ শতকের শহরে এক প্রগতিশীল রাজা এক জার্মান স্থপতিকে নিযুক্ত করেছিলেন এই শহরের পরিকল্পনা করতে। তাই বাড়িগুলি তৈরি হয়েছে জার্মান স্থপতির পরিকল্পনা অনুযায়ী। সমস্ত রাস্তাঘাট তৈরি হয়েছে সুপরিকল্পিত ভাবে ও পুকুরের পাড়গুলিকেও সুন্দর ভাবে সাজানো হয়েছে। রাজা ওই অঞ্চলে একটি বিমানবন্দর নির্মাণেরও পরিকল্পনা করেন। এই অঞ্চলের মানুষের অনেক বছরের দাবী ছিল এই শহরকে হেরিটেজ ঘোষণা করা। ২০১১’য় ক্ষমতায় আসার পর ঐতিহাসিক নগর গুলির সংরক্ষণ ও পরিকাঠামোর উন্নয়নের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী।

 

 

Differential global positioning system to update maps, land records in Bengal

The state Land and Land Reforms Department has decided to use differential global positioning system (DGPS) for a cadastral survey to update maps and land records in Bengal. The state government has decided to take it up as a pilot project. With its successful implementation, the method will be used for the same purpose in the areas where the task of updating maps and land records is still left. Initially, three mouzas in South 24 Parganas — Hiranmaypur, Miagheri and Baruipur — have been selected where it will be done. There is also a plan to execute the task using the same method at Haringhata in Nadia as well.

Each of the three mouzas is different from each other. One is an urban area, another is semi-urban and the third one is in the rural parts of the district. The areas of Hiranmaypur, Miagheri and Baruipur mouzas where it will be done are 2,133.64 acre, 630.46 acre and 2,471.88 acre respectively.

The decision to utilise the new technology was taken to ensure fast completion of the task. Earlier, the entire task had to be done manually and it used to take at least 40 to 50 days for each mouza. But the use of DGPS system will help in completion of the task within 10 to 15 days. The modern DGPS technology will enable preparation of accurate geo-referenced digital mouza maps and it will be done by identifying the latitude and longitude of different points of the mouza. The land record data and the present cadastral map have already been digitised. It will take around 40 days after the completion of the tendering process to complete the work in the three mouzas.

 

ডিজিপিএস ব্যাবহার করে এবার জমির পরিমাপ ও ম্যাপ তৈরী করা হবে বাংলায়

রাজ্য ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সিদ্ধান্ত নিয়েছে ডিজিপিএস পদ্ধতি ব্যাবহার করবে জমির পরিমাপ করে তফসিলভুক্ত ম্যাপের রেকর্ড তৈরিতে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এটিকে পাইলট প্রকল্প হিসেবে শুরু করতে এই পদ্ধতি চালাতে হবে প্রধানত সেই সকল অঞ্চলে যেসব অঞ্চলে এখনও অবধি ম্যাপ ও জমি নির্দিষ্টকরণের কাজ হয়নি।

প্রাথমিক ভাবে, দক্ষিণ ২৪ পরগণার তিনটি মৌজা – হিরন্ময়পুর, মিয়াঁঘেরি ও বারুইপুরে এই প্রকল্প শুরু হবে। পরে হরিণঘাটা ও নদীয়াতেও এই কাজ করার পরিকল্পনা আছে।

এই তিনটে মৌজা তিন ধরনের। একটি নগরে, একটি আধা শহরে ও তৃতীয়টি গ্রামে। হিরন্ময়পুর মৌজার আয়তন ২১৩৩.৬৪ একর, মিয়াঁঘেরি মৌজার আয়তন ৬৩০.৪৬ একর এবং বারুইপুর মৌজার আয়তন ২৪৭১.৮৮ একর।

এই নতুন পদ্ধতি ব্যাবহারের কারন জমি পরিমাপের কাজ তাড়াতাড়ি শেষ করা। এর আগে এই জমি পরিমাপের কাজ করা হত ম্যানুয়াল পদ্ধতিতে, তাতে প্রতি মৌজায় সময় লাগত ৪০ থেকে ৫০ দিন। কিন্তু, এই ডিজিপিএস পদ্ধতিতে সময় লাগবে ১০ থেকে ১৫ দিন। এই আধুনিক ডিজিপিএস পদ্ধতিতে মৌজার প্রতিটি অঞ্চল একেবারে অক্ষাংশ ও দ্রাঘিমা দ্বারা নির্দিষ্ট করা হবে। জমির রেকর্ড ও তফসিলভুক্ত ম্যাপ ইতিমধ্যেই ডিজিটাল করা হয়েছে। টেন্ডারের পর আনুমানিক ৪০ দিন লাগবে ওই তিন মৌজার জমি পরিমাপের কাজ শেষ করতে।