Kanyashree empowering girls: Archers, footballers from Jangalmahal

Kanyashree Scheme is one of the best things to have happened to West Bengal. One of West Bengal Chief Minister Mamata Banerjee’s pet schemes, Kanyashree was conceived to empower girls of the State.

The scheme has won acclaim both from home and abroad, from the Government of India and from UNESCO.

One of the primary aims of Kanyashree is, through providing for educational funding, to make girls self-sufficient. And the seeds of self-reliance that the scheme has planted in the minds of girls have borne rich fruits.

Girls in the Jangalmahal region are feeling empowered. Take the girls of Kartik Oraon Notungram Sareshkanali Sammilani Adivasi High School, in Onda block in Bankura district, for example. A few years back this school in the Jangalmahal region decided that girls from the institution, most of whom are Adivasis, would be trained in archery, something for which Adivasis have a natural bent.

According to the coach, gradually, Kanyashree has inspired more and more to take up the sport in the school. Many of them have already performed commendably in various State-level competitions.

As a part of the Kanyashree Scheme, the State government has started a football competition for girls of classes 6 to 10 in Purulia. The girls are visibly happy to be able to get a chance to play, and thus prove their worth in something.

Especially in the regions of Raghunathpur, Manbazar and Baghmundi the interest in football among girls has increased exponentially. Currently 300 girls are being trained in the sport. Authorities are very hopeful of the number increasing rapidly. As the girls themselves say, seeing them, their sisters, other relatives and friends are also getting inspired and joining them.

Not just empowering girls, the State government also expects that from within these girls, players would come up who would represent the State at all levels. A girls’ football academy is soon going to be set up too by the State government in Kashipur in Purulia district.

The Kanyashree Scheme has done so much for the betterment of girls in such a short period of time. And it’s only the beginning. Chief Minister Mamata Banerjee’s dream of empowering girls all over the State has a golden run.

 

কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে মেয়েদের স্বনির্ভর করার উদ্যোগ

পশ্চিমবঙ্গকে স্বনির্ভর করতে বাংলার মানুষের জন্য নানারকম প্রকল্প চালু করেছে মমতা বন্দোপাধ্যায়ের সরকার। এমনই একটি সফল প্রকল্পের নাম কন্যাশ্রী।

এই প্রকল্প ভারত সরকারের কাছ থেকে এবং ইউনেস্কোর কাছে যথেষ্ট প্রশংসিত হয়েছে।

তবে শুধু স্বনির্ভর করাই নয়, সবদিক থেকে মেয়েদের পারদর্শী করে তোলা কন্যাশ্রী প্রকল্পের মূল লক্ষ্য। এজন্য এই প্রকল্পের আওতায় খেলাধুলোরও আয়োজন করেছে রাজ্য সরকার।

এবার কন্যাশ্রীদের জাতীয় ও আন্তর্জাতিক স্তরের অ্যাথলিট করারও উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার।

সরকারের এই উদ্যোগকে সফল করতে এক্ষেত্রে পথ দেখাচ্ছে বাঁকুড়ার একটি স্কুল। ১৫ জন আদিবাসী কিশোরীকে নিয়ে শুরু হয়েছে পথ চলা। কন্যাশ্রীর আওতায় এই ১৫ জন কিশোরী  শিখছে তীরন্দাজি । ভবিষ্যতে হয়ত এদের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্তরে দেখা যাবে।

কন্যাশ্রী প্রকল্পের আওতায়, রাজ্য সরকার পুরুলিয়ায় ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের জন্য ফুটবল প্রতিযোগিতা শুরু করেছে। স্বাভাবিকভাবেই খেলাধুলার সুযোগ পেয়ে খুব খুশি ছাত্রীরা।

এই প্রকল্পের মাধ্যমে পুরুলিয়ার বাগমুণ্ডি, মানবাজার এলাকার ছাত্রীদের খেলাধুলোর প্রতি উৎসাহ আরও বেড়েছে। এখনও পর্যন্ত প্রায় ৩০০ জন ছাত্রী ফুটবলে প্রশিক্ষণ নিচ্ছে। ভবিষ্যতে সংখ্যাটা আরও বেড়ে যাবে।

এই কন্যাশ্রী ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে নানা সামাজিক প্রতিবন্ধকতাকে অতিক্রম করেছে। ভবিষ্যতে মহিলা ফুটবল অ্যাকাডেমি তৈরি করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। খুব শীঘ্রই কাশিপুরে মহিলা ফুটবল অ্যাকাডেমির ভিত্তি প্রস্তর স্থাপন হবে।

বিভিন্ন প্রতিভা তুলে আনার জন্য ও কন্যাশ্রী প্রকল্পের আরও ভালো প্রচারের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের মেয়েদের স্বাবলম্বী করে তোলার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে সারা রাজ্যে বাস্তবায়িত হয়েছে।

Another first for Bengal: Free mobiles to panchayats to track developmental work

In another first, West Bengal has become the first State to give out free smartphones to the panchayats in order to keep track of the developmental work being carried out in the villages. The village-level developmental work is overseen by the panchayats. The mobile phones would be equipped with GPS technology.

Chief Minister Mamata Banerjee has always believed in developing West Bengal right from the grassroots level. Over the last five years, this has led to the development of the State on a scale never seen before. The State has surged ahead in so many ways, and is now one of the best-performing States in India.

The distribution work is slated to start soon. The West Bengal Government has allotted Rs 1.65 crore for the project. The mobile phones to be given out cost Rs 5,000 each.

Out of the 3300 gram panchayats in the State, about 1,000, spread across seven districts, have been selected for the first phase of the project.

 

গ্রামীণ অগ্রগতির জন্য বিনামূল্যে পঞ্চায়েতকে মোবাইল দেবে রাজ্য সরকার

গ্রাম পঞ্চায়েতের তদারকিতে গ্রামোন্নয়নের কাজ কেমন হচ্ছে তা জানার জন্য নিখরচায় সব পঞ্চায়েতকে জিপিএস সমন্বিত স্মার্ট মোবাইল ফোন দেবে রাজ্য সরকার। দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই প্রথম এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এর জন্য মোটা অঙ্কের অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গকে মডেল করে দেশের সব পঞ্চায়েত এমন উদ্যোগ নিতে পারে।

এক একটি মোবাইল ফোনের দাম গড়ে ৫ হাজার টাকা। এর জন্য মোট বরাদ্দ খরচ প্রায় ১ কোটি ৬৫ লক্ষ টাকা।

রাজ্যে মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ৩,৩০০টি। বিশ্বব্যাংকের উদ্যোগে প্রথম দফায় রাজ্যের সাতটি জেলার অন্তত এক হাজার গ্রামকে এই কাজের জন্য বেছে নেওয়া হয়েছে। জুন মাসের মধ্যেই এই ফোন বিলি করার কাজ সম্পূর্ণ হবে।

WB Govt sets up two task forces, for the Adivasis and the Gorkhas

The West Bengal Government, led by Chief Minister Mamata Banerjee, has laid a lot of stress on the development of the various communities of North Bengal, living in the Darjeeling Hills region and the Terai Dooars region. It has set up six development boards – for the Lepchas, Bhutias, Sherpas, Tamangs, Mangars and Khambu-Rais.

In continuing with that policy, the Government has decided to constitute two task forces – one each for the Adivasis of the Terai Dooars and the Gorkhas. The decisions were taken at the State Cabinet meeting on February 17.

This was publicly announced at a meeting of the Dooars Siliguri Terai Bhartiya Nepali Development Forum (DSTBNDB) yesterday by the State Sports and Youth Affairs Minister, Arup Biswas. These task forces would work the same way the development boards do.

The minister said that working for the people has always been the primary aim of the Mamata Banerjee Government.

 

আদিবাসী ও গোর্খাদের উন্নয়নে পৃথক টাস্ক ফোর্স গঠন করছে রাজ্য সরকার

পাহাড়ে জন জাতিদের জন্য ইতিমধ্যেই ছয়টি উন্নয়ন পর্ষদ তৈরি হয়েছে লেপচা, ভুটিয়া, শেরপা, তামাং মঙ্গর এবং খাম্বু রাই সম্প্রদায়ের জন্য। এবার তরাই ডুয়ার্সে আদিবাসী ও গোর্খাদের উন্নয়নে দুটি পৃথক টাস্ক ফোর্স তৈরি করছে রাজ্য সরকার।

গত ১৭ই ফেব্রুয়ারি রাজ্য মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার ‘ডুয়ার্স শিলিগুড়ি তরাই ভারতীয় নেপালি ডেভেলপমেন্টের সভায় যোগ দিয়ে একথা ঘোষণা করেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস।

মন্ত্রী জানান, এই টাস্ক ফোর্স পাহাড়ের জনজাতিদের জন্য গড়া উন্নয়ন বোর্ডের মতই কাজ করবে, সচিবরা এই টাস্ক ফোর্স গঠনের প্রক্রিয়া ঠিক করবেন।

অরূপ বিশ্বাসের মতে, “মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রধান লক্ষ্য”।

WB Govt: Ensuring the development of girls and children

The Kanyashree Scheme for girl children has been one of the biggest achievements of the West Bengal Government. Almost 31 lakh girls have benefitted from this flagship scheme.

Thanks to the Kanyashree Scheme, the school dropout rate among girls as well as instances of early marriage have come down in the State.

The Kanyashree Scheme has received international recognition, being awarded by UNICEF and being showcased at the Girl Summit 2014, co-hosted by the UK government and UNICEF in London. The State government has been celebrating August 14 as Kanyashree Divas for the last three years.

The government has also launched a scheme for children affected by malnutrition, as a part of which 69,39,673 children aged 6 months to 6 years and 13,77,360 pregnant and lactating women have been provided nutrition.

The number of malnutrition-free children aged 5 years now number 60,52,091. From 36.06% in 2011, the number of malnourished kids has come down to 19% in 2015.

The government launched the State Plan of Action on Children 2014-18 on December 16, 2014.

Swabalamban Scheme has been started for the empowerment of women. The government is also rehabilitating sex workers through its Muktir Aalo scheme.

 

শিশু স্বাস্থ্য ও মেয়েদের উন্নয়নের কর্মযজ্ঞে বাংলা

 পশ্চিমবঙ্গ সরকারের একটি বড় সাফল্যের নাম কন্যাশ্রী পকল্প। প্রায় ৩১ লক্ষ মেয়েদের এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এর ফলে কমেছে স্কুলছুটের সংখ্যা, কমানো গেছে অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার প্রবণতাও।
কন্যাশ্রীর সাফল্যের জন্য ইউকে এবং ইউনিসেফের আন্তর্জাতিক উন্নয়ন দফতর আয়োজিত ‘গার্ল সামিট’-এ সেরা নির্বাচিত হয়েছে কন্যাশ্রী। পেয়েছে মন্থন পুরস্কারও।
কন্যাশ্রীর সাফল্য উদযাপন করতে ১৪ আগস্ট, কন্যাশ্রী দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।
অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য সরকার চালু করেছে বিশেষ প্রকল্প। শিশুদের অপুষ্টি থেকে রক্ষা করতে শুরু হয়ছে আইসিডিএস প্রকল্প। এই কাজকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে ২০টি জেলায় চালু হয়েছে ১ লক্ষ ১৪ হাজার ৪৭৭টি অঙ্গনওয়ারি কেন্দ্র। ৬ মাস থেকে ৬ বছর বয়সের ৬৯৩৯৬৭৩ জন শিশু এবং  ১৩৭৭৩৬০ জন গর্ভবতী ও স্তনদায়ী মহিলাকে প্রয়োজনীয় পুষ্টির জোগান দেওয়া হয়েছে।
৫ বছর বয়সী ৬০৫২০৯১ জন অপুষ্টিতে আক্রান্ত শিশু এখন সুস্থ। সরকারের এইসব প্রকল্পের ফলে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের সংখ্যা এখন অনেকটাই কম। ২০১১য় যা ছিল ৩৬.০৬ শতাংশ তা বর্তমানে ১৯.৯৭ শতাংশ।
রাজ্যের শিশুদের অবস্থার উন্নতির জন্য ১৬ ডিসেম্বর ২০১৪ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘স্টেট প্ল্যান অব অ্যাকশন অন চিল্ড্রেন ২০১৪-১৮’-এর উদ্বোধন করেন।
রাজ্যের মহিলাদের স্বনির্ভর করতে মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন ‘স্ববালম্বন প্রকল্প’ । যৌন কর্মীদের জন্য শুরু হয়েছে প্রকল্প ‘মুক্তির আলো’।

Bouquet of projects for the people of Kolkata

The Trinamool Congress-run Kolkata Municipal Corporation is going to gift a bouquet of projects to the people of Kolkata over the next few days.

Some of these projects, which were planned earlier, are now being wrapped up. The civic officials are also laying the foundation of a few other projects in the city.

From the augmentation of filtered water supply to the strengthening of the roads and sewerage systems, to the beautification of parks, KMC is ensuring the convenience of people in every sector.

Water

Among the developmental projects, water supply is one of the top priorities for the civic body. Within a span of 10 days, two water booster pumping stations were inaugurated by the KMC.

While the first pumping station was inaugurated in Bansdroni, the second one was inaugurated at Behala’s Parnasree.

The booster pumping station in Bansdroni will cater to large areas of Kudghat and Bansdroni while thousands living in Behala East will benefit from the booster pumping station at Parnasree.

Roads

Next in the civic body’s priority list is improvement of the city’s roads. The KMC Roads Department took up as many as 80 full-length roads or stretches of major roads for re-laying or strengthening.

Some of the major roads where strengthening (application of mastic asphalt) works are currently on include Chittaranjan Avenue, Amherst Street, Rashbehari Avenue, Ashutosh Mukherjee Road and Raja SC Mullick Road. The KMC Roads Department has also taken up the entire length of the Prince Anwar Shah Road connector to EM Bypass for repair.

Sewerage

The civic body has taken up strengthening of underground sewerage lines to combat waterlogging. The KMC Drainage and Sewerage Department has invited a national tender for procurement of sophisticated machines for de-silting of sewerage lines.

Greenery

The KMC Parks Department is also in the race. On Friday, the mayor inaugurated three machines with water sprinklers that will take care of the city’s full-grown trees and roadside plants. More such machines will be pressed into service this year, the mayor said.

Footnote

The Trinamool Congress, under the leadership of Mamata Banerjee, has been dedicated to the service of people. The continuous endeavours of the KMC to serve people are a testimony in this regard.

 

কলকাতার মানুষের জন্য একগুচ্ছ প্রকল্প

তৃণমূল কংগ্রেস পরিচালিত কলকাতা পুরসভা আগামী কয়েক দিনে এক গুচ্ছ প্রকল্প উপহার দিতে চলেছে আগামী কয়েক দিনের মধ্যে।

এর মধ্যে বেশ কিছু প্রকল্প আগেই হয়েছে পরিকল্পিত হয়েছে, এখন সেগুলি বাস্তবায়িত হবে।  বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করবেন।

বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, সুন্দর রাস্তা, নিকাশি ব্যবস্থা,পার্কের সৌন্দর্যায়ন সব ক্ষেত্রেই কলকাতা পুরসভা প্রতিটি ক্ষেত্রেই জনগণের সুবিধা সুনিশ্চিত করেছে।

জল

বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে জল সরবরাহ একটি অতি গুরুত্বপূর্ন প্রকল্প। ১০ দিনের মধ্যে ২টি বুস্টার পাম্পিং স্টেশন উদ্বোধন করেছে কলকাতা পুরসভা।

প্রথম বুস্টার পাম্পিং স্টেশনটি হয়েছে বাঁশদ্রোণিতে এবং দ্বিতীয়টি হয়েছে বেহালায়। বাঁশদ্রোণির বুস্টার পাম্পিং স্টেশনের মাধ্যমে বাঁশদ্রোণি ও কুঁদঘাটের অনেকটা এলাকা এবং পর্ণশ্রীর বুস্টার পাম্পিং স্টেশনের মাধ্যমে পশ্চিম বেহালার হাজার হাজার মানুষ উপকৃত হবেন।

রাস্তা

শহরের রাস্তাঘাট সাড়াইও পুরসভার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। শহরের মোট ৮০টি রাস্তা সাড়াইয়ের কাজ হাতে নিয়েছে পুরসভা।

কলকাতার বেশ কিছু প্রধান রাস্তার ব্যপক পরিবর্তন হয়েছে, যেমন চিত্তরঞ্জন অ্যাভিনিউ, আমহার্স্ট স্ট্রিট, রাসবিহারি অ্যাভিনিউ, আশুতোষ মুখার্জি রোড, রাজা এস সি মল্লিক রোড ইত্যাদি। ইএম বাইপাস ও আনোয়ারশাহ সহ আরও কিছু রাস্তা মেরামত করেছে কলকাতা পুরসভা।

নিকাশি ব্যবস্থা

ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে যাতে জল না জমে থাকে। কলকাতা পুরসভার কাছে নিকাশি দপ্তর নিকাশি ব্যবস্থার উন্নতির জন্য অত্যাধুনিক মেশিন তৈরির জন্য আবেদন জানিয়েছে।

সবুজায়ন

কলকাতার গাছগুলোর সবুজ রঙ ও উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্য নতুন উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। গাছের পাতাকে সবুজ এবং কার্বনমুক্ত রাখতে শুক্রবার নতুন পাতা ধোয়ার গাড়ির উদ্বোধন করলেন পুরসভার মেয়র শোভন চ্যাটার্জি। মেয়র আরও জানান, এই ধরনের আরও বেশ কিছু মেশিন আনা হবে এই বছরেরে মধ্যেই।

পরিশেষে

মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত তৃণমূল সরকার জনগণের সেবায় নিয়োজিত হয়েছে। সব শ্রেণীর মানুষের জন্য দিন রাত কাজ করে চলেছে কলকাতা পুরসভা।

Jhargram Zoological Park – New feather in Jangalmahal’s cap

Jhargram in Paschim Medinipur district, in the Jangalmahal region, is all set to become a tourists’ paradise.

West Bengal Chief Minister Mamata Banerjee laid the foundation stone for a zoo there recently, which has been named Jangalmahal Zoological Park.

The already-existing mini zoo, about three kilometres from the town, will be converted into this full-fledged zoo. It will be located on about 23 hectares and would be the largest zoo in South Bengal.

The mini zoo has animals like barking deer, bears, peacocks, jungle cats, crocodiles, spotted turtles, snakes as well as different species of birds. Many more species would join them after the formation of the full-fledged zoo, including tigers, leopards, monkeys and other animals.

There would also be a sanctuary for birds and even an animal hospital. Roads would also be constructed inside the zoo for people to move around comfortably.

 

ঝাড়গ্রাম জুলজিকাল পার্ক – জঙ্গলমহলের শিরোপায় নতুন পালক

পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল এলাকার ঝাড়গ্রাম এখন একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র।

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, কয়েকদিন আগেই জঙ্গলমহলে একটি চিড়িয়াখানার শিলান্যাস করেন যার নাম ‘জঙ্গলমহল জুলজিকাল পার্ক”।

দক্ষিণবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানাটি ২৩ হেক্টর জমির ওপর তৈরি হবে।

এই ছোট চিড়িয়াখানাটিতে বার্কিং ডিয়ার, ভালুক, ময়ূর, জংলী বিড়াল, কুমীর, কচ্ছপ, সাপ ও বিভিন্ন ধরনের পাখি আছে। চিড়িয়াখানা পুনর্নির্মাণের পর আরও কিছু প্রজাতির পশু পাখি যেমন- বাঘ, চিতাবাঘ, বাঁদর ও অন্যান্য পশু পাখি আনা হবে।

সেখানে একটি বার্ড স্যাংচুয়ারিও হবে যেখানে পশু-পাখি চিকিৎসালয়ও থাকবে। চিড়িয়াখানার ভেতরে রাস্তাও তৈরি হবে যাতে মানুষ ঘুরে তা দেখতে পারেন।

WB CM announces benefits for contractual and temporary workers

West Bengal Chief Minister Mamata Banerjee yesterday announced a series of steps to make the lives of contractual and casual daily-rated workers of all State Government departments, agencies and institutions easier. The announcements were made at a press conference eat Nabanna yesterday.

The decisions were taken at a meeting of the State Cabinet yesterday.

For Group D contractual and casual workers, services would not be terminated till 60 years of age.

The salary of all such workers has been increased, from Rs 10,000 per month for those working for less than five years, to Rs 20,000 for those working for more than 20 years. The slabs are: less than five years, from five to 10 years, from 10 to 15 years, from 15 to 20 years and more than 20 years.

The services of all Group C contractual and casual daily-rated workers would also not be terminated till 60 years of age.

Their salaries have been almost doubled; and the salaries would be revised upward by 3% every year. Also, after crossing 60 years, they would get a one-time retirement benefit of Rs 2 lakh.

The contractual and casual workers have also been brought under insurance coverage of up to Rs 5 lakh. The government would be spending Rs 500 crore a year to cover their insurance. The number of days of leave has also been increased to 40 days from 30 days.

Besides, a high-powered committee comprising the chief secretary, finance secretary and others would be formed to look into what other benefits can be extended to the contractual and casual daily-rated workers. It would submit its report by August 30.

 

চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের জন্য বেশ কিছু সুবিধা ঘোষণা মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল চুক্তিভিত্তিক ও অস্থায়ী সরকারি কর্মীদের জীবনযাত্রা সহজ করার জন্য বেশ কিছু ঘোষণা করলেন। গতকাল নবান্নে রাজ্য মন্ত্রীসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

গ্রুপ ডি-র চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের চাকরির নিরাপত্তার ব্যবস্থা করলেন। এইসব কর্মীদের চাকরি থাকবে ৬০ বছর বয়স পর্যন্ত এবং এদের বেতন বৃদ্ধি পাবে ধাপে ধাপে।

যেসব কর্মীরা ৫ বছরের কম সময় চাকরি করছেন সেইসব কর্মীদের বেতন বর্তমানে বৃদ্ধি পেয়ে হল ১০০০০ টাকা। ৫ থেকে ১০ বছরের মধ্যে কর্মরতদের বেতন বৃদ্ধি পেয়ে হল ১২০০০ টাকা। ১০ থেকে ১৫ বছরের মধ্যে কর্মরতদের বেতন বৃদ্ধি পেয়ে হল ১৪,৫০০ টাকা। ১৫ থেকে ২০ বছরের মধ্যে কর্মরতদের বেতন বৃদ্ধি পেয়ে হল ১৭০০০ টাকা।আর ২০ বছরের বেশি যারা চাকরি করছেন তাদের মূল বেতন হল ২০০০০ টাকা।

গ্রুপ সি-র চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীরাও ৬০ বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারবেন।তাদের বেতন দ্বিগুন বৃদ্ধি পাবে।

প্রতি বছর এইসব কর্মীদের বেতন ৩% বৃদ্ধি পাবে।৬০ বছর বয়সের পর তারা এককালীন ২ লক্ষ টাকা নগদ পাবেন।

চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীরা ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুযোগ পাবে। একই সঙ্গে বছরে ৩০ দিনের বদলে ৪০ দিন ছুটি পাবেন চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীরা।

 

Bengal tourism

WB Govt plans to hold mega travel mart in North Bengal

The state government has planned a travel mart from February 26 to February 28 to bring tourism stakeholders from across the country to West Bengal for the first time.

This will be the first time such a tourism event will be organised in the state, where industry officials, businessmen and tour operators would gather for business-to-business meetings, seminars, sessions, cultural dos and familiarisation trips so that people coming from outside the state – most of them being prominent tour operators who send tourists to Bengal – can know more about the region.

The event, which is expected to bring around 100 delegates – both from across the country and some from other countries too – is being organised by the Tourism and the North Bengal Development Departments of the state.

The Eastern Himalayan Travel and Tour Operators’ Association, which is the largest body of travel industry agents in North Bengal, is in charge of the legwork for the mart.

North Bengal Development Minister Gautam Deb said, “Our principal aim is to showcase Bengal as an ideal tourist destination before domestic and international tourists. Those working in the tourism sector will participate in the travel mart and would be apprised of the tourist destinations, cultural heritage, unique features, and culinary and other attractions of our state.”

 

উত্তরবঙ্গে রাজ্যের প্রথম ট্রাভেল মার্ট

পর্যটন শিল্পকে দেশের কাছে তুলে ধরতে এই প্রথম রাজ্য সরকার ‘বেঙ্গল ট্রাভেল মার্ট’ আয়োজন করছে।

শিলিগুড়ির মৈনাক হোটেল কমপ্লেক্সে বসছে এই ট্রাভেল মার্ট। এটি শুরু হচ্ছে ২৬ শে ফেব্রুয়ারি এবং চলবে ২৮ শে ফেব্রুয়ারি পর্যন্ত। দেশের ২০টি শহর থেকে ১০০টি পর্যটন সংস্থা এই ট্রাভেল মার্টে অংশগ্রহণ করছে।

নেপাল, ভুটান,বাংলাদেশ, রাশিয়া ও জাপানের বাণিজ্যিক প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। প্রায় ১০০ জন ট্যুর অপারেটর উপস্থিত থাকবেন এই ট্রাভেল মার্টে। ১২টি রাজ্যের প্রায় ২০টি শহরের ১০০ জন ট্যুর অপারেটর উত্তরবঙ্গের পর্যটনকে বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন।

উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং পূর্ব হিমালয় ট্র্যাভেল ও ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন যৌথভাবে শিলিগুড়িতেই রাজ্যের প্রথম ট্রাভেল মার্ট উদযাপন করবে।

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেন, বিশ্বের কাছে উত্তরবঙ্গের পর্যটনকে তুলে ধরার সমস্ত প্রয়াস নেওয়া হয়েছে এই বেঙ্গল ট্রাভেল মার্টে। এর ফলে বাংলার পর্যটন কেন্দ্রগুলির জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে।

Rural Development: World Bank to aid West Bengal Govt

The West Bengal Government is soon to get financial aid worth Rs 3,000 crore from the World Bank for panchayati raj development schemes. This would cover a thousand more panchayats.

This comes after the earlier tranche of $200 million for the same purpose. According to the World Bank, the state has completed 98% of the projected work, in lieu of the earlier tranche, on certain parameters, against a target of 80%, by the end of last year.

The World Bank has heaped praise on the Chief Minister Mamata Banerjee-led State Government for the successful developmental work done in the panchayats. The work has been held up as a model for other States to follow.

With the new aid, the State Government would execute projects in the districts of Purulia, Bankura and Paschim Medinipur.

The earlier projects have helped the gram panchayats in generating more revenue, in increasing the revenue of panchayats by around 24%.

 

গ্রামীণ উন্নয়নে রাজ্য সরকারকে সাহায্য বিশ্ব ব্যাঙ্কের

গ্রামোন্নয়ন প্রকল্পের জন্য খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ সরকার বিশ্ব ব্যাঙ্কের কাছ থেকে ৩০০০ কোটি টাকা সাহায্য পেতে চলেছে। এক হাজারেরও বেশি পঞ্চায়েত এই প্রকল্পের আওতায় আসবে।

বিশ্ব ব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী রাজ্য প্রকল্পের ৯৮% কাজ সম্পূর্ণ করে ফেলেছে।

পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত রাজ্য সরকারের প্রশংসা করেছে বিশ্ব ব্যাঙ্ক। নিঃসন্দেহে রাজ্যের এই কাজ অন্যান্য রাজ্যের কাছে একটি মডেল।

এই নতুন আর্থিক সাহায্যের মাধ্যমে রাজ্য সরকার পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে বেশ কিছু নতুন প্রকল্প শুরু করবে।

এই প্রকল্প গুলি গ্রাম পঞ্চায়েতের রাজস্ব বৃদ্ধিতে সহায়তা করবে, পঞ্চায়েতের প্রায় ২৪% রাজস্ব বৃদ্ধি পাবে এর মাধ্যমে।

Rural Craft Hubs of West Bengal help artisans double their incomes

Rural Craft Hubs, set up under the initiative of West Bengal Chief Minister Ms Mamata Banerjee, have helped artisans increase their incomes significantly.

Thanks to this State Government initiative, the average monthly incomes of artisans have almost doubled over the last year.

The average monthly income of artisans of West Medinipur, which is famous for patachitra, now stands at Rs 10,000, against Rs 4,000 in 2014. Dokra artisans of Bardhaman district took home Rs 4,140 a month on an average, against only Rs 2,300 in 2014. Dokra artisans of Bankura too doubled their income from the Rs 4,000 they drew every month in 2014.

In September 2013, the Department of Micro, Small & Medium Enterprises and Textiles and UNESCO had taken up a joint initiative of developing 10 Rural Craft Hubs at 11 locations in nine districts; they now employ 3,000 rural handicraft artists.

Rural Craft Hub of West Bengal has received international recognition as well. It was selected by UNESCO to showcase the artwork of West Bengal, at its headquarters in Paris on July 28, 2015.

Now there is more good news for artisans. Apart from the existing sitalpati, clay doll making, kantha stitching and terracotta art, five more arts are going to be added to the list. The first in the new series would be the masks of Bengal, under the Biswa Bangla initiative. There would be 15 kinds of masks from different parts of West Bengal, all with a history and story of its own, including rabankata mask, chhau dance mask of Purulia, gilded masks of Kushmundi and masks of bagpa dance.

The Rural Craft Hubs have been a significant contributor in building capacity, creating direct market linkage, creating exposure for rural artisans to national and international markets and, in the process, helping them getting rid of middlemen, making the villages cultural destinations, and strengthening grassroots entrepreneurship.

 

পশ্চিমবঙ্গের হস্তশিল্পীদের মাসিক আয় দ্বিগুন হয়েছে

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৈরি হয়েছে রুরাল ক্রাফট হাব, এর ফলে শিল্পীদের মাসিক আয় বৃদ্ধি পাচ্ছে। গত বছরের থেকে এবছর শিল্পীদের মাসিক আয় প্রায় দ্বিগুন হয়ে গেছে।

পশ্চিম মেদিনীপুরের পটশিল্পীদের বর্তমান মাসিক আয় ১০০০০ টাকা, ২০১৪ সালে এর পরিমাণ ছিল ৪০০০ টাকা। বর্ধমানের ডোকরা শিল্পীদের মাসিক আয় এখন ৪,১৪০ টাকা, ২০১৪ এ ছিল ২,৩০০ টাকা। বাঁকুড়ার ডোকরা শিল্পীদের মাসিক আয়ও ২০১৪ সালের তুলনায় বেড়ে দ্বিগুন হয়ে গেছে।

২০১৩ সালের সেপ্টেম্বর মাসে ৯টি জেলায় ১০টি রুরাল ক্রাফট হাব তৈরি করেছে ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তর এবং UNESCO। সেখানে ৩০০০ গ্রামীণ হস্তশিল্পি কারিগরকে চাকরি দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের রুরাল ক্রাফট হাব আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।

আরও কিছু সুখবর আছে শিল্পীদের জন্য। শীতলপাটি, পুতুল তৈরি, কাঁথা সেলাই, টেরাকোটা ছাড়াও আরও ৫টি শিল্প যুক্ত হতে চলছে এই তালিকায়। বিশ্ব বাংলার উদ্যোগে প্রথমে তৈরি হবে মুখোশ।  ১৫ রকমের মুখোশ তৈরি হবে, এর মধ্যে পুরুলিয়ার ছৌ নাচের মুখোশ, কুশমুণ্ডির সোনালি মুখোশ ছাড়াও বাগপা নাচের মুখোশও তৈরি হবে।