Dr Amit Mitra lists investment figures to showcase Bengal’s performance

West Bengal Finance and Industries Minister Dr Amit Mitra on Friday highlighted the investment figures and projects-in-pipeline to depict a changing industrial climate in the state.

He instead gave thrust on Purulia’s Raghunathpur figuring in the national dedicated freight corridor grid, HPCL’s turnaround story, and Birbhum’s Deocha Pachami coal block.

“The Global Business Summit in 2015 drew investment proposals of Rs 2,43,100 crore of which Rs 94,380 crore are at an operational state. The 2016 summit saw a commitment of Rs 2,50,254 crore. Inspite of the polls – and model code of conduct – Rs 24,924 crore of it are at an operational state,” Mitra said while replying to a budgetary debate in the assembly.

He claimed the state has got proposals for 234 medium and large scale units, which together amounts for a whopping Rs 72,516 crore.

Referring to July 2015 central data, he claimed that industrial growth in Bengal was higher than many states, including Punjab, Tamil Nadu and Maharashtra.

He said that the state has been scaling up infrastructure requirements like connectivity, water, transportation and power back-up at the Industrial Parks to make them viable destinations for investment. Mitra cited the HPCL’s 97 per cent productivity levels and its increased profits.

“Haldia, Asansol and Kharagpur were pulled out from red zone, else it could have been detrimental,” he said. The red zone refers to Central Pollution Control Board’s identified zones where industrial activities were banned due to environmental concerns.

He also said 2,600 acres identified in Purulia’s Raghunathpur as an industrial park would be the site for an integrated manufacturing and production hub figuring in the Amritsar-Kolkata dedicated hi-speed freight corridor.

PHE department aims to install 40 water ATMs before Pujas

The state Public Health Engineering department has decided to install 40 units of water ATMs in different parts of Kolkata. One has already been installed near Ekdalia in South Kolkata.

With an endeavor to provide safe drinking water to all at a bare minimum price, it has been decided to install the same at different parts of the state. But as pilot project it will be first set up in Kolkata and its adjoining areas.

Before, Puja it will come up in two places in Dum Dum, Victoria Memorial Hall, Indian Museum and near Nakhoda Masjid and 40 other places. The locations have been identified based on the footfall.

One just needs to put a Rs 2 coin into the machine and one will get a bottle containing 1 litre of cold safe drinking water. This is the first time when such an initiative has been taken by the state government.

The state PHE department has plans to install 200 such water ATMs across the state and steps to identify the location would take place after the success of the project in Kolkata and its surrounding areas.

Singapore firm to invest Rs 70 cr in Barasat based agri-lab

A Singapore-based company has decided to invest Rs 70 crore after entering into a partnership with EFRAC (Edward Food Research and Analysis Centre) laboratory at Barasat in North 24 Parganas.

The discussion with the Singapore based company Mandala Capital Limited that focuses on long term investment in the food and agri sector in the Indian sub-continent had initiated during the Chief Minister’s Singapore visit. Moreover, there was also a discussion on the matter during the Bengal Global Business Summit.

Dr Amit Mitra, the state finance minister, said that at present, 68 scientists work in the laboratory. With the investment, the number will go up to 150 and in the next three to four years there will around 300 to 400 scientists working in the laboratory.

The money will be utilised in bringing further development in infrastructure and capabilities of the laboratory. The group also has a plan to further invest the equal amount of money after it’s initially success.

 

The image is representative (source)

West Bengal Government to set up lab to boost fish productivity, eliminate diseases

The State Fisheries department will set up a laboratory to find out the cause of various diseases of fishes and help augment its production.

The proposed laboratory will come up on 10 acre of land at Chakgeria in South 24 Parganas. The laboratory will help find out causes of various diseases that affect fish population.

Before the fisherman releases fish seed, it was necessary to test the soil.

This testing will be done in the laboratory. Also, when a disease breaks out, it is necessary to do intense research to find out the cause as in fishes disease spreads very fast. Once the cause is detected it is easier to tackle the situation.

Also, the laboratory will be of immense value as it will help in augmentation of fish production.

A large chunk of fish in the state comes from Andhra Pradesh and if there is transport strike or something of that sort, the supply is affected and there is crisis in the city and state markets. Steps have been taken to make the state self sufficient in fish production.

From time to time the farmers will be given training on how to increase fish production and maintenance of the ponds.

 

মাছের রোগ প্রতিরোধ ও উ९পাদন বৃদ্ধির জন্য গবেষণাগার তৈরি করবে রাজ্য সরকার   

মাছের নানা রোগের কারণ এবং তাদের উ९পাদন বৃদ্ধির জন্য রাজ্য ম९স্য বিভাগ একটি গবেষণাগার স্থাপন করবে।

দক্ষিণ ২৪ পরগনার চাকগেরিয়াতে ১০ একর জমির ওপর তৈরি হনবে এই গবেষণাগার। বিভিন্ন রোগ নির্ধারণে সাহায্য করে মাছের উ९পাদন বৃদ্ধিতে সহায়তা করবে এই পরীক্ষাগার।

মাছের বীজ লাগানোর আগে মাটি পরীক্ষা করার প্রয়োজন।

সবরকম পরীক্ষা-নিরীক্ষা করা হবে এই গবেষণাগারে। যখন কোন একটি রোগের প্রকোপ বেড়ে যায়, ত९ক্ষণা९ তার কারণ খুঁজে বের করা প্রয়োজন। রোগের কারণ জানা গেলে পরিস্থিতি মোকাবিলা করা সহজতর হয়।

এছাড়াও,  মাছের উ९পাদন বৃদ্ধিতে সাহায্য করবে এই পরীক্ষাগার।

অন্ধ্রপ্রদেশ থেকে অনেক মাছ রাজ্যে আসে, আর যদি কোন রকম পরিবহন ধর্মঘট হয় সেক্ষেত্রে মাছের যোগাণ ক্ষতিগ্রস্ত হয় এবং তার প্রভাব পড়ে শহরের বাজারে। রাজ্যে মাছ উ९পাদন যথেষ্ট করার জন্য ইতিমধ্যেই বেশ কিছু উদ্যোগ নেয়া হয়েছে।

মাছের উ९পাদন বৃদ্ধি কি করে সম্ভব এবং পুকুরের রক্ষণাবেক্ষণ কিকরে করতে হয় এখন থেকে সেই ব্যাপারে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে।

Bengal to set up grid connected solar PV power plants in schools

The State government is planning to set up rooftop grid-connected Solar PV power plants in 1,000 schools in West Bengal, Power and Non-Conventional Energy Sources Minister Sobhandeb Chattopadhyay told the Assembly on Wednesday.

The State Power Minister said the solar panels would be installed at 1,000 schools and in all State government offices.

Under the Integrated Power Development Scheme (IPDS), the West Bengal State Electricity Distribution Company Limited (WBSEDCL) will invest Rs 43 crore for setting up rooftop solar PV power plants in the next five years.

So far power plants of total 6 mW (approximate) capacity have been set up throughout the State.

Some of the important projects are Garden Reach Shipbuilders & Engineers Limited (100 KWp), Central Glass & Ceramic Research Institute (HT) (37.5 KWp), Ramkrishna Mission Vidyamandir, Belur Math (153.4 KWp), Dinabandhu Andrews College (20 KWp), Modernland Girls’ High School (10 KWP) and Bijioygarh Vidyapith (10 KWp), the Minister said.

Private sector organisations have also set up this kind of power plants and such organisations included Auckland Jute Mill (500 KWp), Patton International Limited (Behala Works) (100 Kwp), ILEAD Foundation, Matheswartala Road (20 Kwp), he said.

This rooftop power plant with Net-metering facility has drastically reduced monthly energy bill of institutions, he said adding that this success has brought a paradigm shift in the State’s approach towards setting up of Solar PV power plants.

 

রাজ্যের স্কুলগুলিতে সোলার পাওয়ার প্লান্ট বসানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গের ১০০০ টি স্কুলের ছাদে গ্রিড-সংযুক্ত সোলার পাওয়ার প্লান্ট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। বুধবার বিধানসভায় একথা জানান, বিদ্যু९ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

বিদ্যু९ মন্ত্রী জানান রাজ্যের সব সরকারী অফিসেও বসানো হবে এই সোলার পাওয়ার প্লান্ট।

ইন্টিগ্রেটেড পাওয়ার ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যু९ বিতরণ কোম্পানি আগামী পাঁচ বছরে সোলার পাওয়ার প্লান্ট স্থাপনের জন্য ৪৩ কোটি টাকা বিনিয়োগ করবে।

সারা রাজ্য জুড়ে প্রায় মোট ৬ মেগাওয়াট পাওয়ার প্লান্ট স্থাপন হবে।

এর মধ্যে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি হল – গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (১০০ কিলোওয়াট), সেন্ট্রাল গ্লাস ও সিরামিক রিসার্চ ইনস্টিটিউট (৩৭.৫ কিলোওয়াট),রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, বেলুড় মঠ (১৫৩.৪ কিলোওয়াট), দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ (২০ কিলোওয়াট), মডার্নল্যান্ড গার্লস হাইস্কুল (১০ কিলোওয়াট) এবং বিজয়গড় বিদ্যাপীঠ (১০ কিলোওয়াট), মন্ত্রী জানান।

তিনি আরও বলেন, বেসরকারি সংস্থাগুলিও এই ধরনের পাওয়ার প্লান্ট সেট আপ করছে। যেমন – অকল্যান্ড জুট মিল (৫০০ কিলোওয়াট), প্যাটন ইন্টারন্যাশনাল লিমিটেড (বেহালা ওয়ার্কস) (১০০ কিলোওয়াট), ILEADফাউন্ডেশনের মহেশ্বরতলা রোড (২০ কিলোওয়াট)।

সোলার পাওয়ার প্লান্ট Net-metering পরিষেবা এই সব সংগঠনের বিদ্যুতের খরচের পরিমান অনেক কমিয়ে দিয়েছে। মন্ত্রী আরও বলেন যে এই সাফল্য সোলার পাওয়ার প্লান্ট স্থাপনে দৃষ্টান্ত সৃষ্টি করেছে।

infrastructure bengal

Bengal Govt proposes setting up 1000 MW Turga Pumped Storage project at Purulia         

In a bid to further augment the generation of power in West Bengal, the State power department has proposed to set up a 1000 MW Turga Pumped Storage project in Purulia.

In a reply to a question in the West Bengal Assembly on Wednesday, the state Power Minister, Sobhandeb Chattopadhyay said that the process for environment and forest clearance is in progress and the construction work is expected to start in 2017.

The estimated cost of the project is Rs 5,200 crores. There is a requirement of around 5000 acres of land for the project.

The state government is also planning to construct 900 MW Bandu Pumped Storage project in Purulia at an estimated cost of Rs 3,815 crores.

The demand of power in the state has increased to 22,990 MU in the past five years compared to that of 17,594 MU in 2011. The demand of power for the small and medium scale enterprise has recorded an increase of 46.39 per cent in the past five years. In the past five years, 19,582 new industrial connections were given.

To meet the demand, the State government had also taken up steps to increase the power generation. Seventeen EHV sub-stations and  1630 MW generation capacity has been added to the existing system. There is a scope for further development, as there is a need to set up 31 more EHV sub stations.

Keeping the change in climate in mind, the State government is also giving a major stress in generation of the non-conventional form of power including solar power.

The State government would declare the new solar policy and roof top solar policy soon. The state government would be providing subsidy to 1000 schools if they set up roof top solar power generation units.

Similar subsidy was given to set up the same in 302 schools earlier. But the generation capacity has to be above 5 KW.

 

পুরুলিয়ায় ১০০০ মেগাওয়াটের Turga Pumped Storage প্রকল্প তৈরির পরিকল্পনা সরকারের

পশ্চিমবঙ্গের বিদ্যু९ উ९পাদন বৃদ্ধি করার জন্য, রাজ্য বিদ্যু९ বিভাগ পুরুলিয়ায় ১০০০ মেগাওয়াটের একটি Turga Pumped Storage প্রকল্প তৈরির পরিকল্পনা করেছে।

বুধবার, পশ্চিমবঙ্গের বিদ্যু९ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিধানসভায় একটি প্রশ্নের জবাবে বলেন, ইতিমধ্যেই পরিবেশ ও বন দপ্তর থেকে অনুমোদন পেয়ে গেছে এবং নির্মাণ কাজ ২০১৭ সালে শুরু হবে বলে আশা করা যায়।

প্রকল্পের পরিকল্পিত ব্যয় টাকা ৫,২০০ কোটি টাকা। এই প্রকল্পের জন্য প্রায় ৫০০০ একর জমি প্রয়োজন।

এছাড়া রাজ্য সরকার পুরুলিয়ায় ৩.৮১৫ কোটি টাকা ব্যয়ে ৯০০ মেগাওয়াটের একটি Bandu Pumped Storage প্রকল্প নির্মাণের পরিকল্পনা করেছে।

গত পাঁচ বছরে রাজ্যের বিদ্যুতের চাহিদা বেড়েছে ২২,৯৯০ মেগাওয়াট। ২০১১ সালে এই চাহিদা ছিল ১৭,৫৯৪ মেগাওয়াট। গত পাঁচ বছরে বিদ্যুতের চাহিদা শতকরা ৪৬.৩৯% বৃদ্ধি পেয়েছে।  গত পাঁচ বছরে নতুন শিল্প সংযোগ হয়েছে ১৯,৫৮২।

চাহিদা পূরণের জন্য, রাজ্য সরকার বিদ্যু९ উ९পাদন বৃদ্ধির জন্য অনেক পদক্ষেপ নিয়েছে। ১৭টি EHV উপকেন্দ্র এবং ১৬৩০ মেগাওয়াট বিদ্যু९ উ९পাদন ক্ষমতাসম্পন্ন পাওয়ার ইউনিট আছে।  আরও উন্নয়নের জন্য ৩১টি EHV সাব স্টেশন স্থাপন করার প্রয়োজন রয়েছে।

জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রেখে  রাজ্য সরকার সৌর বিদ্যু९ সহ বিভিন্ন অপ্রচলিত শক্তির ওপর জোর দিচ্ছে।

রাজ্য সরকার শীঘ্রই নতুন সৌর নীতি ঘোষণা করবে। রাজ্যের ১০০০ স্কুলের ছাদে সৌর বিদ্যু९ উ९পাদন ইউনিট স্থাপন করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

আগে ৩০২টি বিদ্যালয়কে টাকা দেওয়া হয়েছিল এই পাওয়ার ইউনিট স্থাপনের জন্য। কিন্তু এর উ९পাদন ক্ষমতা হতে হবে ৫ কিলোওয়াটের উপরে।

WB Govt to launch mobile vans to reach out to farmers in rural areas

In a bid to spread awareness among farmers in every district about the various welfare schemes and projects taken up by the state government, the Agriculture department has come up with the unique idea of introducing mobile vans in the districts to carry out a campaign in the rural areas.

Experts travelling in a mobile van will impart knowledge and special training to the farmers to help increase their production. The mobile vans will be equipped with various instruments as well to examine the nature and condition of the land.

Chief Minister Mamata Banerjee has repeatedly laid emphasis on improving the agriculture infrastructure in the state. Various projects were taken to help farmers increase their production. More than 128 Kisan Bazars have been set up throughout the state. The present government had taken necessary steps so that farmers can directly sell their produce in the city markets.

 

কৃষকদের সচেতনতা বাড়াতে সরকার আনছে মোবাইল ভ্যান

রাজ্যের প্রতিটি জেলার কৃষকদের মধ্যে সচেতনতা তৈরির জন্য রাজ্য সরকার দ্বারা বিভিন্ন প্রকল্প গৃহীত হয়েছে। প্রত্যন্ত গ্রমাঞ্চলে মোবাইল ভ্যানের মাধ্যমে প্রচার চালানোর এক অভিনব উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ।

ফসলের উ९পাদন বৃদ্ধির জন্য এই মোবাইল ভ্যান ভ্রমণের সঙ্গে সঙ্গে কৃষকদের জ্ঞান এবং বিশেষ প্রশিক্ষণ প্রদান করবে। এই মোবাইল ভ্যানে জমি ও আবহাওয়া পরীক্ষার জন্য বিভিন্ন যন্ত্রপাতি থাকবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কৃষি পরিকাঠামো উন্নত করার উপর গুরুত্ব দিয়েছেন। কৃষকদের উ९পাদন বৃদ্ধির জন্যও বিভিন্নরকম উদ্যোগ নেওয়া হয়েছে, ১২৮ টিরও বেশি কৃষক বাজার তৈরি হয়েছে সারা রাজ্য জুড়ে। কৃষকরা যাতে সরাসরি তাদের পণ্যদ্রব্য শহরের বাজারে বিক্রি করতে পারেন সেজন্য বর্তমান সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

 

WB CM announces several schemes for north Bengal

West Bengal Chief Minister Mamata Banerjee on Wednesday announced a slew of development initiatives for North Bengal after holding an administration meeting in Siliguri.

She announced that from now on, a tea directorate, under the chairmanship of Sourav Chakroborty, will work to address all issues confronting the plantations including welfare of tea garden workers.

To promote sports in the region, the North Bengal Board of Sports and Games will start functioning under the chairmanship of former footballer Baichung Bhutia. He will be assisted by two Deputy Chairpersons – Mantu Ghosh and Mon Ghising, Banerjee said.

There will be two members in the Board as well -cricketers Wriddhiman Saha and Shibshankar Pal, the Chief Minister said.

WB CM said Tenzing Norgay Bus Terminus here will be upgraded to international standard with one floor given to private sector for revenue generation and the ground floor will be thoroughly revamped.

As part of exploring the tourism potential of the region, which is close to the borders with Nepal, Bangladesh and Bhutan, aeroplane service to Malda and Balurghat will commence soon with an MoU signed with Airports Authority of India, she said.

The Chief Minister said the North Bengal Development Council will work in coordination with the North Bengal Development Department and new Council Chairperson Abdul Karim Chowdhury and Deputy Chairpersons Harkabahadur Chhhetri and Bhaichung Bhutia will work as a team.

 

উত্তরবঙ্গ উন্নয়নের জন্য একগুচ্ছ পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

দ্বিতীয় ইনিংসে এই প্রথমবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার এই তিন জেলার উন্নয়নের নতুন দিক খুলতে প্রশাসনের শীর্ষকর্তাদের নিয়ে বৈঠক করেন তিনি৷

বৈঠকের পর সাংবাদিক বৈঠকে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, চা বাগানগুলির জন্য একটি পৃথক টি-ডিরেক্টরেট তৈরি করেছে রাজ্য সরকার। এর চেয়ারম্যান পদে থাকবেন সৌরভ চক্রবর্তী। চা শ্রমিকদের সব সুবিধা অসুবিধা ও সমস্যার সমাধানের দায়িত্বে থাকবেন তিনি।

‘ভাইচুং ভুটিয়ার নেতৃত্বে উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদ বিভিন্ন রকম খেলাধুলার আয়োজন করবে। তাকে সহযোগিতা করবেন দুজন ডেপুটি চেয়ারপার্সন – মান্তু ঘোষ এবং মন ঘিসিং’, জানান মুখ্যমন্ত্রী।  এই বোর্ডের দুজন সদস্য থাকবেন – ক্রিকেটার ঋদ্ধিমান সাহা এবং শিবশঙ্কর প্রসাদ।

মুখ্যমন্ত্রী জানান, তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের আধুনিকীকরণ করা হবে। শিলিগুড়িতে আন্তর্জাতিক বাসস্ট্যান্ড তৈরির পরিকল্পনা নিচ্ছে রাজ্য। বিদেশি পর্যটকদের কাছে উত্তরবঙ্গকে আরও পরিচিত করে তোলা এবং শিল্পদ্যোগীদের কাছে উত্তরবঙ্গকে তুলে ধরাই এর মূল লক্ষ্য।

উত্তরবঙ্গের সঙ্গে সার্কভুক্ত দেশগুলোকে উড়ান মানচিত্রে জুড়তে চাইছে রাজ্য৷ বাগডোগরা বিমানবন্দরের আমূল সংস্কার করে সেখান থেকে বাংলাদেশ, নেপাল এবং ভুটানে বিমান চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে৷ বাগডোগরা থেকে সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে আকাশপথে যোগাযোগ তৈরি করলে প্রচুর পর্যটক লাভবান হবেন৷ একইসঙ্গে বাগডোগরা বিমানবন্দরে নাইট ফ্লাইট দ্রুত চালুর বিষয়েও জোর দিতে বলেন তিনি৷ অন্যদিকে রাজ্যের বিমান মানচিত্রে জুড়তে চলেছে মালদহ ও বালুরঘাট৷

মুখ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের উত্তরবঙ্গ উন্নয়ন কাউন্সিল উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সঙ্গে একসাথে কাজ করবে। নতুন কাউন্সিল চেয়ারপার্সন আব্দুল করিম চৌধুরী ও ডেপুটি চেয়ারম্যান হরকা বাহাদুর ছেত্রি এবং ভাইচুং ভুটিয়া একসঙ্গে একটা টিম হিসেবে কাজ করবে।

State-level Hool Utsav to begin in Jhargram today

For the first time, the state level Hool Utsav will be organised at Jhargram in West Midnapore, giving the people of Jangalmahal an opportunity to witness the programme on a large scale. Around 22 teams of different tribal art forms will be participating in the programme.

Hool Utsav is organised every year to commemorate the fight of the tribal people against the British Raj in 1885. The three-day-long Hool Utsav will begin on June 30 at the ground of Kumud Kumari Institution at Jhargram in West Midnapore.

There will be programmes in all districts, including Kolkata on the same day.

The programmes in the districts other than West Midnapore will last two day s. On the other hand, the state level programme at Jhargram will be three-days long.

Tribal dances, including Pata and Karam, will be performed in the Hul Utsav. Artists from four districts – Purulia, Burdwan, Murshidabad and Nadia – will be performing in the state level programme. The programme will be inaugurated at 4 pm on June 30. State tribal Development Minister James Kujur and Backward Classes Welfare Minister Churamoni Mahata will be present in the programme.

Besides cultural programmes, camps of different departments of the West Bengal government – including MSME, Panchayat and Rural Development, Agriculture Marketing and Fisheries – will be set up in the premises of Hul Utsav. Awareness will be spread among people about the different facilities and schemes taken up the departments for their benefits in the camps.

Women from different self help groups will also be participating in the programme. Goods and other products prepared by them will be exhibited and available for sale.

The State Government will also showcase its achievements in bringing an overall development of Jangalmahal in the past five years. In other districts, two-day long programmes will be held, in which folk and tribal artists will be performing to celebrate the occasion.

 

আজ ঝাড়গ্রামে শুরু হবে হুল দিবস অনুষ্ঠান   

এই প্রথমবার রাজ্যস্তরের হুল দিবসের অনুষ্ঠান হবে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে। ১৮৮৫ সালে ব্রিটিশ রাজের বিরুদ্ধে উপজাতীয়দের যুদ্ধ স্মৃতিরক্ষার্থে প্রতি বছর হূল উৎসবের আয়োজন করা হয়। তিন দিনব্যাপী এই উৎসব হবে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম এ কুমুদ কুমারীর ইনস্টিটিউশনের মাঠে।

কলকাতা সহ বিভিন্ন জেলায় ওই দিনেই এই উৎসব পালিত হবে।  পশ্চিম মেদিনীপুরসহ অন্যান্য জেলায় দু-দিন ধরে এই অনুষ্ঠান চলবে এবং ঝাড়গ্রামে তিন দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে।

প্রতি বছরই রাজ্যস্তরের হুল উৎসব পালিত হয় কলকাতায়।  এ বার রাজ্যস্তরের হুল দিবসের অনুষ্ঠান হবে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে। এর ফলে জঙ্গলমহলের মানুষজন এই উৎসবে অংশগ্রহণ করতে পারবেন। বিভিন্ন উপজাতী শিল্পীদের ২২ টি দল এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে।

পাতা, করম এইসব আদিবাসী নাচ হবে হুল উতসবে। রাজ্যস্তরের এই অনুষ্ঠানে পুরুলিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ার শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।। ৩০ জুন বিকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আদিবাসী উন্নয়ন মন্ত্রী জেমস কুজুর, অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রী চূড়ামণি মাহাতো প্রমুখ।উৎসব চলবে ৩০ জুন-২ জুলাই পর্যন্ত।

বিভিন্ন স্ব-নির্ভর গোষ্ঠীর মহিলারাও অংশগ্রহণ করবে এই প্রোগ্রামে। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের তৈরি হস্তশিল্পের প্রদর্শনী ও বিক্রয়-সহ অন্য অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। গত পাঁচ বছরে জঙ্গলমহলের সামগ্রিক উন্নয়ন করেছে রাজ্য সরকার।

উল্লেখ্য, ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি পৃথক আদিবাসী উন্নয়ন পর্ষদ গঠন করেছে। এই পর্ষদ গঠনের পর আদিবাসী বিভাগের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, তাঁরা অনেক উপকৃত হয়েছেন। গত হূল উৎসবে মুখ্যমন্ত্রী শিল্পীদের বাদ্যযন্ত্র বিতরণ করেছেন। রাজ্য সরকারের এই পদক্ষেপ এইসব শিল্পীদের উৎসাহ দিয়েছে।

রাজ্য সরকারের সহযোগিতায়, শিল্পী, খুব, এখন তাদের সেরা দিচ্ছেন উচ্চ মাত্রার শিল্প ফর্ম নিতে তাছাড়া, বর্তমান রাজ্য সরকারের উদ্যোগে হূল উৎসব  রাজ্য স্তরের একটি জনপ্রিয় অনুষ্ঠানে পরিণত হয়েছে।

Bengal Govt launches Digital Bangla Outreach Campaign

The Department of Information Technology & Electronics, Govt. of West has launched Digital Bangla Outreach Campaign.

The objective of this campaign is to create awareness about Digital Bangla program, Core Infrastructure, various e-services of Govt. of West Bengal and their major initiatives through a Van based mobile display or exhibition unit with Audio Visual, IEC materials which will travel across the entire State of West Bengal.

The Van will also conduct Street Plays at various citizen interface points such as Tathya Mitra Kendra (CSCs), Gram Panchayats, Schools, Colleges, etc highlighting the e-services and their benefits.

Presently, there are various services available in electronic mode and the citizens of West Bengal especially in rural areas are not fully aware of these e-services and its delivery channels.

The campaign is aimed at bringing more awareness among the public by engaging them during the campaign with activities like quiz, games, skit play, etc.

This initiative is expected to bring better and continuous citizen engagement by connecting the service provider and the service seeker which will encourage participation, exchange of ideas and flow of conversation to share information and make citizens a partner in decision making.

In West Bengal, two campaign vans will be deployed over a period of eight months to cover 19 districts and Kolkata Municipal Corporation areas.

 

 

‘ডিজিটাল বেঙ্গল’ প্রকল্প চালু করল রাজ্য সরকার

রাজ্য সরকারের উদ্যোগে নতুন প্রকল্প ‘ডিজিটাল বেঙ্গল’ চালু করল তথ্য ও প্রযুক্তি দপ্তর। রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষকে তথ্য প্রযুক্তির উপকারিতা বোঝাতে এই নতুন পদক্ষেপ রাজ্য সরকারের।

তথ্য প্রযুক্তি পরিষেবা পৌছাতে ২ টি মোবাইল ভ্যান চালু করা হবে। ই-গভর্ন্যান্স , জন্ম-মৃত্যুর শংসাপত্র, কন্যাশ্রী ও সরকারী স্কলারশিপ সংক্রান্ত বিষয়গুলিও জানা যাবে এর মাধ্যমে। রাজ্যের ব্লক স্তর পর্যন্ত পউছাবে এই মোবাইল ভ্যানগুলি।

গ্রামীণ প্রত্যন্ত এলাকার মানুষকে এর সুবিধা বোঝাতে এই ভ্যানেই থাকবে ইন্টারনেট পরিষেবা। স্কুল, কলেজ, পঞ্চায়েতের মত জায়গাগুলিতে এই ভ্যান গিয়ে দাঁড়ালে মানুষ নিজেই এই পরিষেবা পরখ করে দেখতে পারবেন। এর ফলে তারা যেমন ইন্টারনেট ব্যবহারের উপযোগী হয়ে উঠবেন তেমনই সরকারের বিভিন্ন সুবিধামূলক প্রকল্পের কথাও জানতে পারবেন।

বর্তমানে রাজ্য সরকারের অনেক পরিষেবা অনলাইনে দেওয়া হয়, কিন্তু গ্রামের অধিকাংশ মানুষ এই বিষয়টি নিয়ে মোটেই ওয়াকিবহাল নয়।

ক্যুইজ, গেমস ইত্যাদির মাধমে প্রচারের লক্ষ্য হল সাধারণ মানুষকে এই বিষয়ে আরও বেশি করে ওয়াকিবহাল করা।

তথ্যপ্রযুক্তি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে আগামী আট মাস ধরে ২টি ভ্যান কলকাতা সহ অন্যান্য ১৯ টি জেলায় চলবে।