States should frame own Motor Vehicle norms: Mamata Banerjee

Lashing out at the Centre over its excessive interference that was affecting the federal structure, Chief Minister Mamata Banerjee on Friday said that the Motor Vehicle Act does not give provision to deal with every traffic problem in the state.

She said Bengal, and other States, should have their own Act and frame rules and regulations to deal with the traffic problem.

“Motor vehicle laws are framed by the Centre. I believe that states must also have the power to make such laws. We will raise the issue of road safety in Parliament… We will not allow interference in the federal structure. I think states must have an Act,” she said.

The Chief Minister maintained, “We always appreciate good work. But excessive interference would affect the federal structure. Implementation of cess is a new technique to raise money. Money is being collected by implementing the higher rates of cess but the state government is getting nothing.”

Bengal signs pact with Korean company to reduce T&D loss of power companies

West Bengal Electricity Regulatory Commission (WBERC) on Friday signed an MoU with Korean power company, Korea Electric Power Corporation (KEPCO), to conduct a feasibility study to reduce transmission and distribution (T&D) loss among power distribution companies in the state.

The MoU was signed between WBERC Secretary JC Chakraborty and KEPCO General Manager Moon Taeok, in presence of state Power Minister Shobhandeb Chatterjee.

Chatterjee said KEPCO will submit its report in a month, based on which a roadmap will be prepared. He added, “we can keep tariff low if this loss is managed properly”.

KEPCO will carry out a research on the distribution facilities and inform WBERC of the results, including the actual reasons.

WB Transport Minister proposes ‘no helmet, no petrol’ policy

The state transport minister Suvendu Adhikari has proposed to initiate the state-wide drive “no helmet, no petrol” to bring down the rate of accidents.

He said that he would propose to introduce a system following discussion with petroleum dealers that they will not give petrol if a person comes to refill his or her two-wheeler without putting on a helmet. He placed his proposal before the Chief Minister.

He said that the awareness of people is necessary to bring a change in the scenario and make the attempts of the government, a successful one.

In a bid to bring down the rash driving among public buses, the minister said rationalisation of routes would be undertaken and racing between the buses to get more passengers will be curbed once the rationalisation process is over.

He said that the Chief Minister has already completed the main task to ensure better traffic movement in the past five years by constructing smooth roads. “Now our next task is to make the “Safe Drive Save Life” campaign successful to ensure that road accidents come down,” he added.

 

The image is representative (source)

WB CM launches State-wide road safety drive

West Bengal Chief Minister Mamata Banerjee today launched a State-wide drive, ‘Safe Drive, Save Life,’ to bring down road accidents and bring in better traffic measures, at Nazrul Manch.

The Transport Department, along with the police, with the help of other departments of the State Government and agencies, will undertake the drive. The main idea behind taking up such a drive is to bring down the number of accidents that take place almost every day due to reckless driving.

The drive will make people aware about road safety measures. Both pedestrians and drivers need to be aware about certain facts to avoid road accidents.

Both in the city and in the districts, the police will be playing an important role along with the Transport Department in bringing down the rate of accidents through the carrying out of the drive.

Already banners and posters carrying the message ‘Safe Drive, Save Life’ have come up in various parts of Kolkata.

 

Highlights of the Chief Minister’s speech:

  • People often ignore safety regulations, thus causing road accidents.
  • Life is precious. Every life lost is sad and tragic.
  • Not everyone violates discipline, but the price of one’s wrong actions is often paid by many of the uninvolved.
  • If Bengal can become a model for Sabuj Sathi and Kanyashree, why not for ‘Safe Drive Save Life’?
  • These days, there are many incidents of riding bikes without helmets; some young people race with bikes on flyovers at night.
  • Lawlessness cannot be tolerated; we cannot allow it.
  • Motor vehicle laws are framed by the Centre; States must also have the power to make such laws.
  • We will raise the issue of road safety in Parliament; we will not allow interference in the federal structure.
  • These days, the Centre is taking away all our money in the name of imposing some cess or the other.
  • Like in Kolkata, we have to ensure road safety in the districts and on national highways too.
  • Overloading and rough driving will not be allowed; riding without helmets must be discouraged.
  • We must sensitise people regarding road safety and our ‘Safe Drive Save Life’ initiative.
  • Local clubs, folk artistes and young people must spread the message of the ‘Safe Drive Save Life’ initiative.
  • We must popularise the ‘Safe Drive Save Life’ initiative on Twitter, Facebook and other social media.
  • We will request Durga Puja committees to promote the ‘Safe Drive Save Life’ initiative.
  • We will install more CCTVs to monitor road safety.
  • ‘Safe Drive Save Life’ is a movement and the Government will do everything possible to make roads safer.
  • After one year, we will reward the blocks with the least number of accidents and penalise those with the most accidents.
  • Stay healthy, stay safe

 

সড়ক নিরাপত্তা নিয়ে নতুন উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের

রাজ্যে দুর্ঘটনা ক্রমবর্ধমান হওয়ায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দুর্ঘটনা নিয়ে রাজ্যের মানুষকে সচেতন করতে এবার নিজেই সচেতনতার স্লোগান ‌বেঁধে দিলেন তিনি৷ স্লোগানটি হলঃ ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ (SAFE DRIVE, SAVE LIFE)৷ অর্থাৎ নিরাপদে গাড়ি চালিয়ে গেলে চালক এবং পথচারী উভয়েরই অকালে প্রাণ যাবে না৷ আজ থেকে চালু হল এই অভিযান।

কলকাতা ও রাজ্য পুলিশের শীর্ষব্যক্তিত্বদের নিয়ে পরিবহণ দফতর মুখ্যমন্ত্রীর দেওয়া স্লোগান সামনে রেখে প্রচার অভিযান শুরু করছে। এই প্রকল্পের একটি ‘রোডম্যাপ’ তৈরি করা হবে বলে পরিবহণ দফতর সূত্রে খবর।

কলকাতা সহ অন্যান্য সব জেলায় রাজ্য পরিবহন দফতর ও পুলিশ মুখ্যমন্ত্রীর দেওয়া এই স্লোগান সামনে রেখে বিশেষ অভিযানে নামছে৷ উল্লেখ্য, এর আগে মুখ্যমন্ত্রীর নিজের হাতে আঁকা প্রতীক দিয়ে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল৷ এবং সেই প্রকল্প ইউনিসেফ-সহ গোটা বিশ্বে আজ সমাদৃত৷

বস্তুত, দুর্ঘটনা রুখতে মুখ্যমন্ত্রীর দেওয়া এই স্লোগানও যে আগামীদিনে গোটা দেশেই সমাদৃত হবে তা মেনে নিয়েছেন রাজ্যের একাধিক পরিবহন সংস্থার শীর্ষব্যক্তিত্বরা৷

কলকাতার পাশাপাশি সমস্ত ন্যাশনাল ও স্টেট হাইওয়ের দু’পাশ জুড়ে এবং কলকাতার সমস্ত রাস্তায় ইতিমধ্যেই এই স্লোগানের হোর্ডিং দেওয়া হয়েছে৷ একইসঙ্গে স্কুল-কলেজ, এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানেও ‘SAFE DRIVE, SAVE LIFE’ স্লোগান নিয়ে মানুষকে সচেতনত করার কর্মসূচি নেওয়া হবে৷

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

  • অনেক সময় আমাদের অসচেতোনতার জন্য দুর্ঘটনা ঘটে
  • প্রতিটি জীবন মূল্যবান। প্রত্যেকটি মৃত্যু দুঃখজনক
  • সবাই শৃঙ্খলা লঙ্ঘন করে না, কিন্তু কারো কারো ভুলের মাশুল দিতে হয় সকলকে
  • সবুজসাথী, কন্যাশ্রীতে যদি বাংলা মডেল হতে পারে তাহলে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচীতে নয় কেন?
  • হেলমেট না পরে বাইক চালানোর কারণে দুর্ঘটনা ঘটে। আজকাল রাতে ফ্লাইওভার গুলোতে অনেকে বাইক রেস করছে
  • অরাজকতা সহ্য করা যাবে না. আমরা এসব বরদাস্ত করব না
  • আমাদের ট্রাফিক আইন পরিবর্তন করতে হবে
  • মোটর ভেহিকেল আইন কেন্দ্র তৈরি করে। রাজ্যগুলিরও এই ক্ষমতা থাকা উচিত
  • সড়ক নিরাপত্তার বিষয়টা তৃণমূল পার্লামেন্টে তুলবে। আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে হস্তক্ষেপ বরদাস্ত করব না
  • এখন কেন্দ্র নতুন কিছু সেস চালু করছে আর আমাদের থেকে সব টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে
  •  এখন কলকাতার সিগ্ন্যাল সিস্টেম অনেক উন্নত হয়েছে
  • কলকাতার মত সব জেলা এবং জাতীয় সড়কগুলিতেও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে
  • ওভারলোডিং এবং রাফ ড্রাইভিং আমরা বরদাস্ত করব না
  • সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচীর মাধ্যমে আমরা জনগণকে সংবেদনশীল করব
  • লোকাল ক্লাব, লোক শিল্পীরা এবং তরুণ প্রজন্ম সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচীর বার্তা পৌঁছে দেবে
  • ফেসবুক, টুইটার এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচীকে জনপ্রিয় করতে হবে
  • ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচীকে দুর্গা পুজোর থিম করার জন্য পুজা কমিটিগুলিকে অনুরোধ করব
  • সড়ক নিরাপত্তা মনিটর করতে আমাদের আরও সিসিটিভি বসাতে হবে
  • ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ একটি আন্দোলন এবং সরকার সড়ক নিরাপত্তার জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করবে
  • যে ব্লকে কম দুর্ঘটনা ঘটবে তাকে এক বছর পর পুরস্কৃত করবে সরকার
  • সুস্থ থাকুন, নিরাপদ থাকুন

WB CM Mamata Banerjee inaugurates Kolkata Rath Yatra

Like every year, West Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated the famous Kolkata Rath Yatra organised by ISKCON.

Lakhs of devotees pulled the chariots of the deities – Lord Jagannath, Balaram and Subhadra – on the occasion.

ISKCON is celebrating its golden jubilee this year. The Chief Minister reached the temple at around 11 am, and after a darshan, flagged off the annual journey of the three deities.

The chariots, or raths, moved through the Minto Park crossing, Sarat Bose Road, Hazra Road, SP Mukherjee Road, Ashutosh Mukherjee Road, then on to Exide crossing, JL Nehru Road, Outram Road, to end at Brigade Parade Ground, where daily special darshan of Lord Jagananth from July 7 to 14 has been arranged. Prasad will also be distributed during the darshans.

Cultural programmes, special contests for empowerment, a youth festival, and performances by Russian dancers and a Kolkata-based dance troupe will be held during the week-long festival. Students will hold classes on reducing stress and mental fatigue.

The Ulta Rath Yatra will start at noon on July 14, when the raths will return to the Albert Road temple. During the return journey, the chariots will pass through JL Nehru Road, Esplanade, SN Banerjee Road, CIT Road, Suhrawardy Avenue and Shakespeare Sarani, to finally end on Hungerford Street.

 

কলকাতায় রথযাত্রার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আজ ইস্কনের রথ যাত্রার উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই বছর সুবর্ণজয়ন্তী উদযাপন করছে ইস্কন। সকাল ১১টা নাগাদ ইস্কনের মন্দিরে পৌঁছন মুখ্যমন্ত্রী এবং দর্শনের পর রথের রশি টেনে শুভ সূচনা করেন এই উৎসবের।

মিণ্টো পার্ক, শরৎ বোস রোড, হাজরা রোড, হাজরা ক্রসিং, এস পি মুখার্জি রোড, এটিএম রোড, এক্সাইড ক্রসিং, জওহরলাল নেহেরু রোড, আউট্রাম রোড হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউণ্ডে যায় রথটি।  ব্রিগেড প্যারেড গ্রাউণ্ডে ৭ই জুলাই থেকে জগন্নাথ দর্শনের ব্যবস্থা করা হবে, যেখানে প্রসাদও বিতরণ করা হবে।

সাংস্কৃতিক অনুষ্ঠান, যুব উত্সব জন্য বিশেষ প্রতিযোগীতা এবং রাশিয়ান নর্তকীদের পারফরমেন্স, সহ কলকাতা-ভিত্তিক নৃত্যোৎসবও অনুষ্ঠিত হয় এই সময়।

শিক্ষার্থীদের মানসিক ক্লান্তি কমানোর ওপর বেশ কিছু প্রশিক্ষণমূলক ক্লাস করানো হয়। আগামী ১৪ই জুলাই দুপুরে ‘উল্টো রথযাত্রা’ শুরু হবে সেখান থেকে যখন আলবার্ট রোড মন্দির ফিরে আসবে রথটি।

উল্টো রথযাত্রার দিন রথটি জওহরলাল নেহেরু রোড, ধর্মতলা, এস এন ব্যানার্জি রোড, সিআইটি রোড, সাদার্ন অ্যাভিনিউ ও শেক্সপিয়ার সরণি দিয়ে যাবে।

West Bengal Transport Corporation constituted

The integrated board of the three transport corporations has been named as the West Bengal Transport Corporation.

It may be recalled that an integrated board for Calcutta State Transport Corporation (CSTC), Calcutta Tramways Company (CTC) and West Bengal Surface Transport Corporation (WBSTC) was constituted to ensure better transport facility. The step was also taken to ensure that the losses incurred by the corporations could be reduced. The decision on integration of the three crucial transport corporations was taken on June 8.

The integrated board, with the new name, will also get its own logo and the transport department had approached Chief Minister Mamata Banerjee to draw a logo for the West Bengal Transport Corporation.

The West Bengal Chief Minister had drawn logos of several projects of the transport department earlier, including one that of the Gatidhara scheme. Rachpal Singh, the MLA from Tarakeswar, was made the chairman of the integrated board for CSTC, CTC and WBSTC. Entally MLA Swarnakamal Saha was appointed the vice-chairman of the board. Nayna Bandyapadhyay, MLA from Chowringhee Assembly constituency and Sujit Bose from Bidhannagar Assembly constituency were inducted as the two directors of the newly formed board.

 

গঠিত হল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম

তিনটি পরিবহণ সংস্থার সংযুক্তীকরণ করা হল।নয়া সরকারি পরিবহণ সংস্থার নাম হল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম।

কলকাতা রাষ্ট্রীয় পরিবহণ নিগম (সিএসটিসি), কলকাতা ট্রাম কোম্পানি (সিটিসি), পশ্চিমবঙ্গ ভূতল পরিবহণ নিগমের সংযুক্তিকরণের পর রাজ্য সরকার নতুন সংস্থার নামকরণের সিদ্ধান্ত নিল।

নতুন নিগমের নতুন লোগোও তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব বাংলার লোগোকে সামনে রেখেই নয়া লোগো তৈরি করার জন্য পরিবহণমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।

এই তিনটি নিগমকে এক করে চেয়ারম্যান পদে বসানো হয়েছে রচপাল সিংকে এবং ভাইস চেয়ারম্যান হলেন স্বর্ণকমল সাহা। এই ইন্টিগ্রেটেড বোর্ডের দুইজন পরিচালক হলেন চৌরঙ্গী বিধানসভার বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং বিধাননগরের বিধায়ক সুজিত বসু। পরিবহণ দপ্তর সূত্রে জানা গেছে, একটাই পরিচালন পর্ষদ থাকবে। তার ফলে তিনটি নিগমের কর্মীরাই একসঙ্গে কাজ করবেন।

WB CM to inaugurate Van Mahotsav on July 14

West Bengal Chief Minister Mamata Banerjee will inaugurate the week-long Van Mahotsav programme by planting tree saplings in New Town on July 14. The State forest department will plant 14,000 tree saplings as part of the programme. The state government has proposed to make New Town a Green City. West Bengal Housing and Infrastructure Development Corporation (WBHIDCO) has already taken steps to provide green cover to city with intensify eco-friendly measures to make the area pollution free.

The primary aim of HIDCO was to sell land and construct a road connecting Salt Lake. New Town looked like a desert with a couple of tall buildings coming up at different places. No steps were taken to plant trees along the road, now known as Biswa Banga Sarani. Many trees were uprooted and no policy was formulated to replace them.

However, the scenario changed after Mamata Banerjee became the chief minister in 2011. Eco Park, which she renamed as Prakriti Tirtha, has attracted more than 50 lakh people since its inception. The park has a water body which has been preserved. Road side trees have been planted and children’s park and senior citizens’ park have come up.

The area is now functioning as the lungs of Kolkata. Steps have already been taken to set up nurseries to raise tall trees which would be set up along the canal. Schemes have been taken to set up a dedicated pathway for cyclists and introduce electric buses and cars to reduce carbon emission. Green buildings are coming up in the area, where energy efficient measures are being taken. The HIDCO has also decided to replace sodium vapour lamps with LED lamps in phases.

 

১৪ই জুলাই বন মহোৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী

আগামী ১৪ই জুলাই নিউ টাউন গাছের চারা রোপণ করে সপ্তাহব্যাপী বন মহোৎসবের উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচিতে ১৪০০০ চারাগাছ রোপণ করার পরিকল্পনা রয়েছে রাজ্য বন বিভাগের। রাজ্য সরকার নিউ টাউনকে গ্রিন সিটি করার প্রস্তাব এনেছে। পশ্চিমবঙ্গ রাষ্ট্র ও পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশন (WBHIDCO) ইতিমধ্যে শহরকে দূষণমুক্ত করতে পরিবেশ বান্ধব ব্যবস্থার ওপর জোরদার পদক্ষেপ গ্রহণ করেছে।

হিডকোর প্রধান উদ্দেশ্য হল জমি বিক্রি এবং সল্টলেককে জুড়ে দেওয়ার জন্য একটি সংযোগ পথ তৈরি করা। কয়েকটি বড় বাড়ি ছাড়া নিউ টাউন পুরো মরুভূমি মনে হত। বর্তমানে যে রাস্তাটি বিশ্ব বঙ্গ সরণি নামে পরিচিতসেখানে রাস্তা বরাবর গাছ লাগানোর কোন পদক্ষেপ  নেওয়া হয়নি। অনেক গাছ উপড়ে গেছে এবং সেগুলি পুনঃস্থাপন করার কোন নীতি প্রণয়ন হয়নি।

২০১১ সালে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর চিত্রটা একেবারেই বদলে গেছে। ইকো পার্ক যার নাম দেওয়া হয়েছে প্রকৃতি তীর্থ এটি ৫০ লাখের বেশি মানুষকে আকর্ষণ করেছে। এখানে একটি সংরক্ষিত জলাশয় আছে। রাস্তার ধারে লাগানো হয়েছে ছত ছোট বিভিন্ন রকমের গাছ। ছোটদের জন্য ও বয়স্কদের জন্য একটি পার্ক তৈরি হবে।

কলকাতার মধ্যমণি এখন এই এলাকা। বড় গাছের সংখ্যা বাড়ানোর জন্য ইতিমধ্যেই ছোট ছোট চারা গাছ লাগানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এলাকায় গ্রিন বিল্ডিং স্থাপন করা হবে। এছাড়া সোডিয়াম ভেপার ল্যাম্প গুলির পরিবর্তে এল ই ডি ল্যাম্প লাগানোর সিদ্ধান্ত নিয়েছে হিডকো।

North Bengal Sports Council starts funtioning at Siliguri

On the initiative of West Bengal Chief Minister Mamata Banerjee, the office of the North Bengal Sports Council was inaugurated at Siliguri on Monday by former Team India football skipper Baichung Bhutia.

The setting up of the council was announced by Chief Minister Mamata Banerjee during her four-day tour of North Bengal tour last week. The primary aim of the council is to promote sports in north Bengal.

The council will also promote games in schools. It may be recalled that in the past itself, the Chief Minister wanted to make sports mandatory in schools

Mr Bhutia will act as a chairman to the council. Former table tennis national champion Mantu Ghosh is the vice-chairman of the council. Man Ghisingh, cricketer Wriddhiman saha and Shibshankar Paul are also members of the council. This is the first time when a sports council for north Bengal has been set up.

Inaugurating the council, Bhutia said its main aim would be to promote sports in the seven districts of north Bengal. He said to promote cricket in north Bengal an Indian Premier League-style tournament would be held. However, the date of the tournament is yet to be finalised. He said as the ground is small, he would take up the matter with Cricket Association of Bengal president Sourav Ganguly.

 

শিলিগুড়িতে যাত্রা শুরু উত্তরবঙ্গ ক্রীড়া পরিষদের

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নর্থ বেঙ্গল বোর্ড ফর ডেভেলপমেন্ট অফ স্পোর্টস অ্যান্ড গেমসের দপতরের উদ্বোধন হল। সোমবার শিলিগুড়িতে এই ক্রীড়া পর্ষদের উদ্বোধন করলেন টিম ইন্ডিয়ার ফুটবল অধিনায়ক ভাইচুং ভুটিয়া।

গত সপ্তাহে চার দিনের উত্তরবঙ্গ সফরে এসে এই পর্ষদ গঠনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই পর্ষদের মুখ্য উদ্দেশ্য হল উত্তরবঙ্গে ক্রীড়া পরিকাঠামো তৈরি করা।

বিভিন্ন স্কুলে খেলাধুলার প্রতিযোগিতার আয়োজন করবেন এই কাউন্সিল। অতীতে মুখ্যমন্ত্রী নিজেই খেলাধুলা সব স্কুলে বাধ্যতামূলক করতে চেয়েছিলেন।

এনবিবিএসজির চেয়ারম্যান হলেন ভাইচুং ভুটিয়া। ভাইস চেয়ারম্যান হলেন জাতীয় টেনিস চ্যাম্পিয়ন মণ্টু ঘোষ। মান ঘিসিং, ক্রিকেটার ঋদ্ধিমান সাহা, শিবশঙ্কর পাল এরাও এই পর্ষদের সদস্য। এই প্রথম উত্তরবঙ্গে কোন ক্রীড়া পর্ষদ গঠন হল।

এদিন এই পর্ষদের উদ্বোধনের পর ভুটিয়া বলেন, উত্তরবঙ্গের সাতটি জেলায় ক্রীড়া পরিকাঠামো ঢেলে সাজানোই এই পর্ষদের কাজ। তিনি বলেন ইতিমধ্যেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একদিনের একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে। ম্যাচের দিন স্থির করা হবে। তিনি জানান স্টেডিয়ামটি যথেষ্ট ছোট, এব্যাপারে তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির সঙ্গে কথা বলবেন।

West Bengal registers positive growth in tourism, says Central Govt report

Ever since she assumed office in 2011, West Bengal Chief Minister Mamata Banerjee has been focusing on boosting the tourism infrastructure of the State. Thanks to her manifold initiatives, the State Government has now put its best foot forward to woo tourists, both domestic and foreign.

According to the latest report by the Union Ministry of Tourism, Bengal registered positive growth in both domestic and foreign tourist visits in 2015.

West Bengal improved its position among the States, moving up to fifth, with 1.49 million foreign tourists visiting the State in 2015.

Since 2011, the West Bengal Government has taken several steps to improve the tourism infrastructure of the State, with special initiatives being taken for the safety and comfort of tourists. Focus has been laid on eco-tourism as well as on homestays. Lasting peace in the Hills and in the Jangalmahal region has also added to the increase in the footfall of tourists. The Government has also actively participated in various national and international tourism fairs.

 

পর্যটনের বিকাশ ঘটছে বাংলায়, বলছে জাতীয় রিপোর্ট

২০১১ সালে প্রথমবার ক্ষমতায় আসায় পর থেকেই পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পর্যটনের পরিকাঠামোর উপর বিশেষ জোর দিয়েছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে থেকে পর্যটকদের আকৃষ্ট করতে নানাবিধ উদ্যোগ  নিয়েছে রাজ্য সরকার।

কেন্দ্রীয় পর্যটন মন্ত্রালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে দেশী এবং বিদেশী পর্যটনে বিকাশ ঘটেছে  পশ্চিমবঙ্গে।

অন্যান্য রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের অবস্থান উন্নত হয়েছে, বর্তমানে পশ্চিমবঙ্গ তালিকার পঞ্চম স্থানে। ২০১৫ সালে এই রাজ্যে প্রায় ১.৪৯ মিলিয়ন বিদেশী পর্যটক এসেছেন।

২০১১ সাল থেকে, পশ্চিমবঙ্গ সরকার রাজ্য পর্যটনের পরিকাঠামো উন্নত করার জন্য পর্যটকদের নিরাপত্তা ও সব রকম সুযোগ সুবিধার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। ইকো-ট্যুরিজমের পাশাপাশি হোম স্টে–র ওপরও জোর দেওয়া হচ্ছে। জঙ্গলমহল এবং পাহাড়ে এখন শান্তি বিরাজমান। জঙ্গলমহলে পর্যটক আকর্ষণ বাড়াতে বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পর্যটন মেলায় সরকার সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।

West Bengal Govt to set up watersheds in drought-prone areas

The West Bengal Government is setting up watersheds in the drought-prone areas of the State to enhance the infrastructure in cultivation and pisciculture.

The new project, which has been taken up for the drought-susceptible areas of Bankura, Purulia, Paschim Medinipur and some other districts, will strengthen the rural economy. A considerable volume of rainwater is wasted in these areas and hence, the State Fisheries Department has stressed on the setting up of watersheds in these areas. If the rainwater is harnessed by small dams it can be used for pisciculture and cultivation, as well as for domestic purposes during lean seasons.

The district of Bankura has been selected for delineating watershed boundaries and for building check dams for water harvesting on a pilot basis.

 

This image is representative (source)

 

খরা প্রবণ এলাকায় ওয়াটারশেড তৈরি করার পরিকল্পনা রাজ্য সরকারের

খরা প্রবণ এলাকায় ওয়াটারশেড তৈরি করার পরিকল্পনা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। কৃষিক্ষেত্রে ও মৎস্য চাষের পরিকাঠামো উন্নয়নের জন্যও এই নতুন পরিকল্পনা।

বিশেষত বাঁকুড়া ও পুরুলিয়ার মত খরা প্রবণ এলাকায় এই বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে। এছাড়া এই প্রকল্প পশ্চিম মেদিনীপুর ও কিছু অন্যান্য জেলার গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে। এই এলাকায় অনেক পরিমান বৃষ্টির জল নষ্ট হচ্ছে। রাজ্যের মৎস্য বিভাগ এইসব এলাকায় ওয়াটারশেড তৈরি করার ওপর জোর দিচ্ছে।

এই বৃষ্টির জল ছোট বাঁধ দ্বারা সংগ্রহ করলে তা অন্যান্য মরসুমে রেশম চাষ, কৃষিক্ষেত্রে এবং অন্যান্য বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা যেতে পারে।

এই ভিত্তিতে কাজ শুরু হয়ে হয়ে গেছে বাঁকুড়ায়।