Bengal Govt to felicitate Lata Mangeshkar with Banga Bibhushan

To honour her contributions to Bengali songs, Bengal government will confer this year’s ‘Banga Bibhushan’ to legendary singer Lata Mangeshkar. Chief Minister Mamata Banerjee on Saturday told reporters at the state Secretariat about the decision taken by her government.

“Lata Mangeshkar has sung innumerable memorable Bengali songs. To honour her contribution, we have decided to confer her with the Banga Bibhushan award this year. I have spoken to her and she has agreed to it,” CM Mamata Banerjee said.

The award will be conferred to Lata Mangeshkar after the Durga Puja, Banerjee said adding a letter in this regard has already been sent to the singer.

The Trinamool Congress government had started conferring Banga Bibhushan to eminent personalities for their contribution to various fields since 2011.

Several stalwarts like Amala Shankar, Manna Dey, Dwijen Mukhopadhyay, Supriya Debi, Sandhya Mukhopadhyay have been honoured with this award in the past.

 

লতা মঙ্গেশকরকে বঙ্গবিভূষণ রাজ্যের

এবার কিংবদন্তি লতা মঙ্গেশকরকে ‘বঙ্গবিভূষণ’ সম্মান দিচ্ছে রাজ্য সরকার৷ পুজোর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বইয়ে গিয়ে কোকিলকণ্ঠী শিল্পীকে সম্মানিত করবেন৷ আগেই এ ব্যাপারে শিল্পীর সঙ্গে যোগাযোগ করেছিল রাজ্য সরকার৷

মুখ্যমন্ত্রী নিজেও তাঁর সঙ্গে কথা বলেন৷ শনিবার মুখ্যমন্ত্রী নবান্নে বলেন, “লতা মঙ্গেশকরের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল৷ আমি নিজেও যোগাযোগ করেছিলাম৷ উনি রাজি হয়েছেন৷ তাঁকে আমরা বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করব৷”

ক্ষমতায় এসেই প্রবাদপ্রতিম শিল্পী মান্না দে-কে একইভাবে বেঙ্গালুরুতে গিয়ে সম্মান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ মমতা শনিবার বলেন, “আজই আনুষ্ঠানিকভাবে শিল্পীকে চিঠি পাঠানো হয়েছে৷”

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ সম্মাননা প্রদানের রেওয়াজ চালু করেন। অমলা শঙ্কর থেকে শুরু করে সুপ্রিয়া দেবী, মান্না দে, দ্বিজেন মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায় ও অনেক কিংবদন্তি এই সম্মানে ভূষিত হয়েছেন।

Everyone wants to be a part of Mamata Banerjee’s developmental agenda: Abhishek Banerjee

Trinamool Congress on Sunday wrested the Behrampore municipality from the Congress after three decades. Seventeen councillors from INC joined Trinamool in the 28-member strong Behrampore municipality. Trinamool’s strength in the municipality now stands at 18.

Trinamool Youth Congress President and MP Abhishek Banerjee announced the joining of the Congress councilors at Trinamool Bhavan. He said that more councillors of the Congress from two other municipalities will soon join Trinamool Congress.

“People are accepting the ideology of Chief Minister Mamata Banerjee. Congress councillors who joined the Trinamool said that they have full confidence in Banerjee for her initiative to develop the state,” he said.

The TMYC President said that Congress will be nowhere in Murshidabad as people believe that the TMC is the real Congress and Mamata Banerjee is the ideal leader. “The Congress has become a Marxist party,” he said. “The Congress’ decision to align with the CPI-M during the last Assembly polls had proved to be a political suicide as the rank and file of the Congress did not accept the alliance. By the end of this year, there would be no sign of political presence of Congress and CPI-M in Bengal, Abhishek said.

“While people have rejected this unholy alliance, those who are joining TMC want to be part of the development process started by Mamata Banerjee,” he said.

 

সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যজ্ঞে সামিল হতে চান: অভিষেক বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ তিন দশক পর গত রবিবার কংগ্রেসের হাত থেকে বহরমপুর পুরসভার দখল নিল তৃণমূল। তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ও মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জীর উপস্থিতিতে এদিন ১৭ জন কংগ্রেস কাউন্সিলর যোগ দেন তৃণমূলে। ২৮ সদস্যের এই পুরসভায় এই মুহূর্তে তৃণমূলের কাউন্সিলর সংখ্যা হল ১৮ জন।

অভিষেক ব্যানার্জি বলেন মুর্শিদাবাদ জেলার আরও দুটি পুরসভার আরো অনেক কংগ্রেস কাউন্সিলর খুব শীঘ্রই তৃণমূলে যোগ দেবেন।

তিনি জানান, মানুষ মমতা ব্যানার্জীর আদর্শে অনুপ্রাণিত। যে সকল কংগ্রেস কাউন্সিলর তৃণমূলে যোগ দিলেন তাদের পূর্ণ আস্থা আছে মমতা ব্যানার্জীর উন্নয়নমূলক কর্মযজ্ঞে।

অভিষেক বলেন, “মুর্শিদাবাদে কংগ্রেসের অস্তিত্ব থাকবে না, কারণ মানুষ বুঝে গেছেন তৃণমূল হল আসল কংগ্রেস ও মমতা ব্যানার্জী হলেন আদর্শ নেত্রী। কংগ্রেস সিপিএমের দোসরে পরিণত হয়েছে। বিধানসভা ভোটে কংগ্রেসের বামপন্থীদের সঙ্গে জোট করার নীতি আত্মঘাতী ছিল যা কংগ্রেসিরা গ্রহণ করেননি। সিপিআইএম ও কংগ্রেসের অস্তিত্ব বাংলা থেকে মুছে যাবে।”

Bengal to create multiple solar parks

The West Bengal government has decided to create multiple small solar parks.

“We are planning for solar park totalling 500 MW,” State Power Minister Shobhondeb Chatterjee said on the sidelines of an interactive session with the Calcutta Chamber of Commerce.

About five acres of land was required for 1 MW of Solar power, the minister said. The minister said the state government would continue to focus on renewable energy.

The minister said 100 per cent electrification was already complete in 11 districts and by March 2017, work would be complete for the entire state.

He was confident that the 1,000 MW Turga hydel power project would take off shortly once environmental clearances were in place.

 

বাংলায় ছোট ছোট সোলার পার্ক গড়বে রাজ্য সরকার

বাংলাজুড়ে গোড়া হবে বহু সোলার পার্ক, জানিয়েছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

আমরা মোট ৫০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন অনেকগুলি ছোট ছোট সোলার পার্ক তৈরী করতে চলেছি, বলেন বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

১ মেগাওয়াটের একটি সোলার পার্ক করতে আনুমানিক ৫ একর জমি লাগবে। বিদ্যুৎ মন্ত্রী ও জানান যে রাজ্য সরকার নবায়নযোগ্য শক্তি উৎপাদনে বদ্ধ পরিকর।

তিনি আরও জানান যে ২০১৭ সালের মার্চ মাসের মধ্যেই রাজ্যের সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে যাবে। তিনি আশাপ্রকাশ করেন যে ১০০০ মেগাওয়াটের তুর্গা হাইডেল পাওয়ার প্রকল্প খুব শিগগিরি শুরু হয়ে যাবে।

State government to give away Biswa Bangla Sharad Samman

The state government will give away ‘Biswa Bangla Sharad Samman’ to the best Durga Puja organisers across the globe. Along with the best pujas of Kolkata and Bengal, the overseas Puja organisers will also get the Biswa Bangla Sharad Samman-2016.

The categories – idol, pandal, theme, lighting, eco-friendly Puja, year’s invention, Puja atmosphere, artists, Dhakishree, Biswa Bangla Branding and the best of the best – will be the categories from which the best competitors will be chosen for the awards.

The prizes will be distributed in next November. The website will give detailed information to the participants.

The application forms can be downloaded from the website, but anybody can collect it from the third floor of Kolkata Information centre at Nandan. The distribution of the forms will start today. The distribution of forms will conclude on September 28.

 

বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান করবে রাজ্য সরকার

প্রতি বছরের ন্যায় এবারেও রাজ্য সরকার প্রদান করবে বিশ্ব বাংলা শারদ সম্মান। কলকাতা ছাড়াও দেশের ও বিদেশের নানা পুজোর সেরাগুলিকে সম্মাননা প্রদান করা হবে এবছর।

এবছরের পুরস্কারের নানা বিভাগ আছে, যেমন – প্রতিমা, মূল ভাবনা, আলোকসজ্জা, পরিবেশবান্ধব পুজো, বছরের সেরা আবিষ্কার, ঢাকিশ্রী, বিশ্ব বাংলা ব্র্যান্ডিং, সেরার সেরা।

বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান করা হবে নভেম্বরে। ওয়েবসাইটে পাওয়া যাবে সমস্ত তথ্য।

আবেদন পত্র পাওয়া যাবে ওয়েবসাইট থেকে কিংবা নন্দনে কলকাতা তথ্যকেন্দ্র থেকে। আজ থেকে আবেদন পত্র দেওয়া শুরু হবে, চলবে ২৮শে সেপ্টেম্বর পর্যন্ত।

Sukanya project participants to represent India in kickboxing World Cup

Sukanya, the dream project of Chief Minister Mamata Banerjee to provide self defence training to girl students, has reached a new height with five of its participants selected to represent India in Kick Boxing World Cup 2016 to be held in Russia.

Sukanya was initiated in 2014 by the Kolkata Police in collaboration with Women Development and Social Welfare department. On Friday, 2,500 girls, who underwent training on self defence in the third year of the project, received their certificates.

The five students who have been selected to represent India in the Kick Boxing World Cup are from four schools and one college in the city. Priya Das, a first year student of Behala College, Class X student Sahisnuta Sinha of Brahmo Balika Shikshalaya, Anushka Nath of Taki Government Girls’ High School, Dipanita Roy of Surah Kanya Vidyalaya and Alisha Khan of St Thomas’ Girls’ School were felicitated for success in Friday’s programme.

The Sukanya project had started with 646 students in some schools in the city. The number had gone up to 2,248 in the second year and in the third year some students from some colleges have joined the programme besides the school goers which took the number of participants to 2,500.

 

বাংলার ‘সুকন্যা’রা যোগ দেবে কিকবক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপে

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের স্বপ্নের সুকন্যা প্রকল্পের মাথায় নতুন পালক। এই প্রকল্পের আওতায় আত্মরক্ষার প্রশিক্ষণপ্রাপ্ত পাঁচ কন্যা কিকবক্সিং বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করবে।

বেহালা কলেজের প্রথম বর্ষের ছাত্রী প্রিয়া দাস, ব্রাহ্ম বালিকা শিক্ষালয়ের দশম শ্রেণীর ছাত্রী সহিষ্ণুতা সিনহা, টাকি গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের অনুষ্কা নাথ, শুঁড়া কন্যা বিদ্যালয়ের দীপান্বিতা রায়, সেন্ট থমাস গার্লস স্কুলের আলিশা খান রাশিয়ায় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

রাজ্যের নারী কল্যাণ দপ্তরের সহযোগিতায় কলকাতা পুলিশের উদ্যোগে ২০১৪ সালে শুরু হয় সুকন্যা প্রকল্পটি। গত শুক্রবার এই প্রকল্পের তৃতীয় ব্যাচের ২৫০০ ছাত্রীকে শংসাপত্র দেওয়া হয়। প্রথম বছরে কলকাতার কয়েকটি স্কুলের ৬৪৬ জন ছাত্রীকে নিয়ে পথ চলা শুরু এই প্রকল্পের। দ্বিতীয় বর্ষে সেই সংখ্যা পৌঁছায় ২২৪৮য়ে আর তৃতীয় বর্ষে কলেজ পড়ুয়ারাও যোগ দেওয়ায় এখন মোট সুকন্যার সংখ্যা ২৫০০।

Consumer Protection Fair begins in Kolkata

Bengal government has always been proactive in protecting the rights of the consumers and ensuring they are not duped by any company. To that effect, a three-day Consumer Protection Fair began in Kolkata on Thursday.

The three-day fair was inaugurated at Netaji Indoor Stadium yesterday. It will be open for public from 2 PM to 8 PM everyday. Cultural functions and seminars will be held everyday to spread more awareness among people.

 

কলকাতায় শুরু হল ক্রেতা সুরক্ষা মেলা

জনসাধারণের স্বার্থ রক্ষায় সর্বদা তত্পর পশ্চিমবঙ্গ সরকার। জনসাধারণ যাতে কোনো ভাবে প্রতারিত বা বঞ্চিত না হন তার জন্য ক্রেতা সুরক্ষা দফতর সাফল্যের সঙ্গে কাজ করে চলেছে। সেই লক্ষ্যেই প্রতি বছরের মতো এবছরও শুরু হলো ক্রেতা সুরক্ষা মেলা।

গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধন হলো তিন দিন ব্যাপী এই মেলার। এই মেলা চলবে প্রতিদিন দুপুর দুটো থেকে রাত নয়টা অবধি। মেলায় প্রতিদিন দুপুরে সেমিনার ও সন্ধ্যে বেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নানা বিষয়ে চলবে সেমিনার জনগণকে আরো সচেতন করতে।

Boost for infrastructure in Goaltore

A day after Mamata Banerjee offered 1,000 acre land for setting up of a factory either by Tata/BMW or any other car manufacturing company at Goaltore in West Midnapore, the district authorities have started chalking out places on war footing to develop the area.

Upbeat with the CM’s announcement, as many as 100 labourers working in the Goaltore state seed farm started clearing the shrubs in the area. Garbeta-II BDO went to visit the spot. “We are in the process of preparing the land,” the BDO said.

The Midnapore zilla parishad has already taken up a proposal to give a blacktop to the road leading to the project site. A proposal for setting up a 132 kV power substation has also been submitted.

 

 

গোয়ালতোড়ে জমি প্রস্তুতির কাজ শুরু হয়ে গেল

বৃহস্পতিবার সকাল থেকেই গড়বেতা-২ ব্লকের বিডিও নিজে উপস্থিত থেকে শ্রমিক লাগিয়ে ওই জমিতে আগাছা পরিষ্কারের কাজ শুরু করেন৷  বিডিও জানিয়েছেন, এখানে পাশে জলের জন্য খাল রয়েছে৷ ১০ কিমির মধ্যে শিলাবতী ও কংসাবতী নদী রয়েছে, হাইওয়ে হচ্ছে, বিদ্যুতের সংযোগ শুরু হচ্ছে৷ সব মিলিয়ে শিল্পের উপযুক্ত জমি এটি৷ সেটাকেই শিল্পের জন্য তৈরি করা হচ্ছে৷

Tata Metaliks to set up a Skill Development Centre in Bengal

Tata Metaliks Ltd, a subsidiary of Tata Steel, today signed a memorandum of understanding with Paschim Banga Society for Skill Development (PBSSD) to set up a Skill Development Centre (SDC) in Paschim Medinipur district of West Bengal.

As part of corporate social responsibility and affirmative action initiative, it has signed the MoU with PBSSD, a Tata Metaliks Ltd (TML) statement said here. The MoU was signed by Sanjiv Paul, Managing Director, TML and PBSSD in the presence of Chief Minister Mamata Banerjee at Nabanna, the State’s administrative headquarters.

According to the statement, the Chief Minister expressed her happiness on the occasion and assured full support for the success of the skill development centre.

The statement further said that this initiative will equip the underprivileged youths of the local community in and around TML’s plant in Kharagpur with skills that will enable them to earn a sustainable livelihood either through employment or as entrepreneurs.

The centre will operate from a building belonging to PBSSD located within the campus of an ITI in the district. TML will train 1,000-1,200 youths annually through a reputed National Skill Development Corporation (NSDC)-approved training partner in short-term vocational courses.

The initial focus will be on plumbing, electrical work, carpentry, beauty and wellness, hospitality and security courses. The trainees will also be provided soft skills and basic computer training.

 

দক্ষ মানবসম্পদ গড়তে রাজ্যের সঙ্গে গাঁটছড়া বেঁধে প্রশিক্ষণ দেবে টাটা

রাজ্যে দক্ষ মানবসম্পদ তৈরি করতে এ বার প্রশিক্ষণ দেবে টাটা গোষ্ঠীর সংস্থা টাটা মেটালিক্স।

কারিগরি শিক্ষা দফতরের সঙ্গে হাত মিলিয়ে এই প্রশিক্ষণ দেওয়া হবে মেদিনীপুরের আইটিআই শিক্ষা প্রতিষ্ঠানে। প্রতি বছর ১২০০ জনকে প্রশিক্ষণ দিয়ে চাকরির উপযুক্ত করে গড়ে তুলবেন সংস্থা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে টাটা মেটালিক্সের সঙ্গে এই প্রশিক্ষণ নিয়ে একটি সমঝোতা চুক্তি হয় রাজ্যের কারিগরি শিক্ষা দফতরের। যেখানে শিল্পমন্ত্রী অমিত মিত্র ছাড়া ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং কারিগরি শিক্ষামন্ত্রী অসীমা পাত্র।

এ দিনের সমঝোতা চুক্তি অনুষ্ঠানে টাটা মেটালিক্সের ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব পল ছাড়া টাটা স্টিল-সহ গোষ্ঠীর অন্য কয়েকটি সংস্থার কর্তারাও উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, প্রশিক্ষণের জন্য শ্রেণিকক্ষ-সহ অন্যান্য পরিকাঠামো তৈরি করে দিয়েছে রাজ্য সরকার। বাকি যন্ত্রপাতি, শিক্ষক-সহ প্রশিক্ষণ পরিচালনার যাবতীয় দায়িত্ব থাকবে টাটা মেটালিক্সের। কল, ইলেকট্রিক, কাঠের মিস্ত্রি-সহ পরিষেবা শিল্প এবং দক্ষ নিরাপত্তা কর্মী হয়ে ওঠার প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী এ দিন জানান, প্রশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের অন্যতম লক্ষ্য। বছরে ছ’ লক্ষ ছেলে-মেয়েকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হচ্ছে। যারা অনেকেই বিভিন্ন সংস্থায় চাকরি পাচ্ছে। সরকারের দাবি, ইতিমধ্যেই বেশ কয়েকটি বড় বেসরকারি সংস্থা বিভিন্ন আইটিআই-এ প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে। তাদের মধ্যে রেমন্ডস, স্যামসুং, মারুতি রয়েছে। হুন্ডাইও এ রাজ্যে প্রশিক্ষণ দেওয়ায় আগ্রহ দেখিয়েছে।

মুখ্যমন্ত্রী এ দিন জানান, রাজ্যে এখন ১৪৬টি পলিটেকনিক ও ২২৭টি আইটিআই রয়েছে। মেদিনীপুর ছাড়া অন্য আইটিআই-তেও প্রশিক্ষণ শুরু করার জন্য তিনি টাটা মেটালিক্স-সহ বেসরকারি সংস্থাগুলোকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘‘রাজ্যের দিক থেকে যা সাহায্যের প্রয়োজন, তা করা হবে।’’

 

Volvo expresses intention to set up unit in Bengal

A day after West Bengal Chief Minister Mamata Banerjee invited investors to set up automobile unit in the state, Swedish automobile giant Volvo has expressed intention to establish a unit.

“I spoke with Volvo (representatives) today. We will give them 25 acres in Panagarh industrial park,” the CM told reporters. “They will have a setup there. We have given them land,” she said, adding details will be shared later.

Bengal has a land bank and policy ready for investors, she reiterated. The Swedish multinational approached the government for land to set up a base in the state.

The Chief Minister recently visited Germany and Italy seeking investment from global giants like BMW.

 

বাংলায় কারখানা গড়বে ভলভো

সিঙ্গুর দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বুধবার বিনিয়োগকারীদের গাড়ি শিল্পে বাংলায় লগ্নি করার আহ্বান জানান। তার একদিন পরেই সুইডেনের গাড়ি নির্মাতা ভলভো রাজ্যে একটি কারখানা গড়ার আগ্রহ প্রকাশ করেছে।

“আজ আমার ভলভোর সাথে কথা হয়েছে। আমরা রাজ্যের তরফে তাদের পানাগড়ে ২৫ একর জমি দেব,” জানান মুখ্যমন্ত্রী।

বাংলার নিজস্ব ল্যান্ড ব্যাঙ্ক ও ল্যান্ড ম্যাপ রয়েছে, বলেন মুখ্যমন্ত্রী। সেপ্টেম্বর মাসেই লগ্নির খোঁজে মুখ্যমন্ত্রী জার্মানি সফরে গেছিলেন।

Mamata Banerjee chronicles her Singur andolan in a book

The historic Singur Andolan will now be chronicled in a book which has been written by none other than Mamata Banerjee, who had been at the helm of the mass movement. The movement had lent a voice to millions of the farmers and working-class people who have been fighting for their rights.

At the Singur Diwas rally, Mamata Banerjee said that she has already started penning a book on Singur.

It was the Singur Land Movement that started a nationwide debate on the draconian 1894 land acquisition act and finally forced the Centre to draft a new legislation.

The new book, which is expected to be released at the Kolkata International Book Fair 2017, will feature the leader’s experiences and thoughts relating to the Singur Movement.

Mamata Banerjee has so far authored 63 books, including ten in English, all of which have been bestsellers.

 

সিঙ্গুর আন্দোলন নিয়ে বই লিখছেন মমতা বন্দ্যোপাধ্যায়

সিঙ্গুরের ১০ বছরের ঐতিহাসিক আন্দোলন এবার নথিভুক্ত হবে বইয়ের পাতায়। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক ও শ্রমিদের অধিকার রক্ষার লড়াইয়ের বৃহত্তর আন্দোলন নিয়ে বই লিখবেন।

সিঙ্গুর দিবসের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে, ইতিমধ্যেই সিঙ্গুরের আন্দোলন নিয়ে তিনি একটি বই লিখছেন।

এটি সিঙ্গুরের সেই জমি আন্দোলন, ১৮৯৪ সালের ভূমি অধিগ্রহণ আইন যা নিয়ে দেশব্যাপী বিতর্ক শুরু হয়েছিল এবং পরিশেষে কেন্দ্র একটি নতুন আইন প্রণয়ন করতে বাধ্য করেছিল।

২০১৭ সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলায় যে নতুন বইটি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে তা সিঙ্গুর আন্দোলন নিয়েই রচিত হবে।

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ৬৩টি বই (এর মধ্যে ১০টি ইংরেজি) ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে।