Kolkata International Film Festival 2016 to screen films from 65 countries

The Kolkata International Film Festival (KIFF) will kickstart the carnival of cinema on November 11 this year with the screening of 155 films from 65 countries across 105 screens at 13 venues in the city.

After being upgraded into a festival of masses, not a selected few, by Chief Minister Mamata Banerjee in 2011, the festival now boasts a competitive section too.

In this edition, in a new initiative, 18 shows of nine films will be screened as part of the ‘Parae Parae Cinema’. An exhibition on Uttam Kumar is also on the cards. Mamata Banerjee wanted KIFF to be a festival for all. That has been the endeavour for all the organisers.

China is the focal country this year. Seven films from China, including ‘American Dreams in China’, ‘Black Coal, Thin Ice’ and ‘Wolf Totem’, have been included in the festival.

Another new section in KIFF would be biopics where seven films on the lives of filmmakers will be shown. Besides large screens, a selection of old classical films will also be shown in theatres across the city.

The government has upgraded the screens at Rabindra Sadan and Nandan-II to 2k projection system, he added. The Bengal government has taken an initiative with actress Jaya Bachchan to restore old films.

 

বাংলার গন্ধ মেখে উঠবে চলচ্চিত্র উ९সবের পর্দা

শুরু হচ্ছে ২২ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উ९সব। ৬৫ দেশের ১৫৫টি ছবি নিয়ে শুরু হচ্ছে এই চলচ্চিত্র উ९সব। দেখানো হবে ১৩ টি পর্দায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তার পথ ধরেই এগিয়েছে এই উ९সবের সুর।

এবার চলচ্চিত্র উ९সবের থিম হল ‘সিনেমার সবাই, সবার সিনেমা’। আক্ষরিক অর্থে ২২ তম চলচ্চিত্র উ९সবে যেন বৈচিত্র্যের সমাহার। ১১ নভেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানেও দেখানো হবে বাংলা ছবি।

‘পাড়ায় পাড়ায় সিনেমা’ এর অংশ হিসাবে ৯ টি ছবির ১৮টি শো প্রদর্শিত হবে। উত্তম কুমারের ছবির উপর একটি প্রদর্শনী হবে। মমতা বন্দ্যোপাধ্যায় চান সাধারণ মানুষ থেকে বুদ্ধিজীবী সকলে এই উ९সবে সামিল হোক।

এবছরের উ९সবে চিনকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। রয়েছে সেই দেশের ৭ টি সিনেমা। অ্যামেরিকান ড্রিমস ইন সিনেমা, ব্ল্যাক কোল, থিন আইসএবং উল্ফ টোটেম দেখানো হবে এই উ९সবে।

চলচ্চিত্র উ९সবের ছবি দেখানো হবে নন্দন–১, নন্দন–২, নন্দন–৩ ছাড়াও শিশির মঞ্চ, রবীন্দ্রসদন, রক্সি, নজরুল তীর্থ, নবীনা, স্টার থিয়েটার, কার্নিভাল সিনেমা, মিত্রা ও সিটি সেন্টার–১ এর আইনক্সে। ইতিমধ্যেই রবীন্দ্র সদন ও নন্দন চত্বর সবুজায়ন কড়া হচ্ছে ও আরও জায়গা বাড়ানো হচ্ছে। উ९সব চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।‌‌‌‌

 

Smiling Jangalmahal is my biggest achievement: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today launched the distribution of 43,000 bicycles under Sabuj Sathi to the students of Class IX of state-run, aided and sponsored schools at a function at Jamboni, West Midnapore.

From today’s programme, the Chief Minister also inaugurated a nursing training college in Lalgarh, a number of Karma Tirthas, Government buildings, road projects, flood shelters, marketing hubs and a host of other projects.

She laid the foundation stones for many projects including the Medinipur Homeopathic College and Hospital and its women’s hostel, road projects, water projects, projects for forestry.

Besides cycles of Sabuj Sathi, the Chief Minister also distributed benefits including Kanyashree, Yuvashree, Geetanjali, land pattas, agricultural equipment, loans, computers and books.

Highlights of Chief Minister’s speech:

Jangalmahal smiling

Five years ago people in Jangalmahal were living in terror. Tides have turned. Smiles have replaced tears. Jangalmahal is smiling today. This is my biggest achievement. I can give my life but will never forget Jangalmahal.

Will always work for the people

It is our duty to work for people. Healthcare at government hospitals in Bengal is free. I do not support people who try to extort money by causing inconveniencing people. I do not believe in playing petty politics in matters of governance. I created Trinamool Congress to serve people. It is my pledge and commitment to continue to work for people.

Will work for people despite financial problems

We increased our revenue from Rs 20000 Cr to Rs 40000 Cr in 5 years. But we inherited a debt crisis from Left. Centre takes away our revenues to pay off debts incurred by the previous Govt. Still, we are working for people. Despite all financial problems, we will continue to work for people.

Bengal does not tolerate riots

There is an atmosphere of religious and political intolerance in the country. In Bengal we never discriminate between people. Bengal does not allow politics of communalism and riots. It will not be tolerated.

Pledge to take Bengal to new heights of glory

Youth from Jangamahal have been recruited in the police forces and as civic volunteers. Folk artistes are getting their due recognition now. We have to preserve our culture. I started Kanyashree scheme so that girls can pursue education. We are giving rice at Rs 2/kg to people under Khadya Sathi. It is our aim to help the needy.

We have started conducting WBCS exam in Ol Chiki language. We believe in respecting all languages, be it Urdu, Hindi, Gurmukhi, Santhali. The Tribal Development Ministry will soon form a development board for the welfare of people in Jangalmahal. We have initiated a major irrigation project for the districts of Bankura, Purulia, West Midnapore. I have instructed forest department to look into the problems faced by locals due to stray elephants.

Jhargram will soon become a new district. We are waiting for judicial clearances. We are redefining tourism in Jhargram. Earlier people were scared to come to these places.

 

আমি জঙ্গলমহলকে কোনদিন ভুলতে পারিনাঃ মুখ্যমন্ত্রী

আজ পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামের জামবনিতে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকে সবুজ সাথী প্রকল্পের আওতায়  নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রায় ৪৩০০০ বাইসাইকেল বিতরণ করেন তিনি।

আজকের এই অনুষ্ঠান থেকে লালগড়ে একটি নার্সিং ট্রেনিং কলেজ, কর্মতীর্থ, সরকারি ভবন, রাস্তা, বন্যার সময় দুর্গতদের জন্য আশ্রয়স্থল,  মার্কেটিং হাব সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

মেদিনীপুরে হোমিওপ্যাথি কলেজ,হাসপাতাল এবং ছাত্রী আবাস সহ, রাস্তা, পানীয় জল সহ বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেন তিনি।

সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিতরণের পাশাপাশি কন্যাশ্রী, যুবশ্রী, গীতাঞ্জলি, জমির পাট্টা, কৃষি যন্ত্রপাতি, লোন, কম্পিউটার এবং বইও বিতরণ করা হয় এই সভা মঞ্চ থেকে।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ 

  • সবুজ সাথী প্রকল্পের আওতায় আরও ৪০০০০ সাইকেল বিতরণ করা হবে
  • আমরা কথা দিয়ে কথা রাখি
  • আগের সরকারের ঋণের বোঝা বয়ে বেড়াতে হচ্ছে আমাদের। কেন্দ্র সব টাকা কেটে নিয়ে যাচ্ছে, তাও আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি
  • গত ৫ বছরে আমাদের রাজস্ব ২০০০০ কোটি থেকে বেড়ে ৪০০০০ কোটি টাকা হয়েছে
  • পাঁচ বছর আগে জঙ্গলমহলে মানুষ আতঙ্কে বাস করত, সময় পাল্টেছে। কান্না এখন হাসিতে পরিণত হয়েছে
  • আজ জঙ্গলমহল হাসছে। এটা আমার সবচেয়ে বড় সাফল্য
  • আমি সব জেলা বিশেষত জঙ্গলমহল এবং পাহাড় আমি নিয়মিত পরিদর্শন করি
  • আজ ২২০০০ মানুষ সরাসরি সরকারি পরিষেবা পাচ্ছেন
  • কাজ করাটাই আমাদের কাজ
  • আজ বাংলার মানুষ বিনামূল্যে সরকারি হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন
  • মানুষকে কষ্ট দিয়ে টাকা তোলাকে আমি সমর্থন করি না
  • মানুষের কাজ করতে কোনো সংকীর্ণ রাজনীতির জায়গা নেই
  • মানুষের সেবা করার জন্য আমি তৃণমূল কংগ্রেস গঠন করেছি
  • মানুষের জন্য কাজ করাই আমার কর্তব্য
  • বাংলা কখনো দাঙ্গাকে প্রশ্রয় দেয় না, যে দাঙ্গা করবে তাঁকে সরকার শাস্তি দেবে
  • নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান
  • পুলিশ ফোর্স ও  সিভিক ভলেনটিয়ার পদে সুযোগ পেয়েছে জঙ্গলমহলের যুব সম্প্রদায়
  • বাউল শিল্পীদের সরকার থেকে সাহায্য করা হচ্ছে। আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে
  • মেয়েদের উচ্চ শিক্ষার জন্য কন্যাশ্রী প্রকল্প চালু করেছি
  • খাদ্য সাথী প্রকল্পের আওতায় ২ টাকা কেজি দরে চাল পাচ্ছে সাধারণ মানুষ। মানুষকে সাহায্য করাই আমাদের লক্ষ
  • আমরা অল চিকি ভাষায় ডবলু বি সি এস পরীক্ষা চালু করেছি
  • আমরা সব ভাষাকেই সম্মান করি, সে উর্দু, হিন্দি, গুরুমুখী, সাঁওতালি যাই হোক
  • জঙ্গলমহলের মানুষদের উন্নয়নের জন্য শীঘ্রই একটি উন্নয়ন পর্ষদ গঠন করবে আদিবাসী উন্নয়ন মন্ত্রক
  • বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলায় জলসেচ প্রকল্পের কাজ নেওয়া হয়েছে
  • খুব শীঘ্রই ঝাড়গ্রাম নতুন জেলা হবে, আমরা কোর্টের অনুমোদনের অপেক্ষায় রয়েছি
  • আমরা ঝাড়গ্রামের পর্যটন ঢেলে সাজাচ্ছি। আগে মানুষ এখানে আসতে ভয় পেত
  • আর্থিক অনটন সত্ত্বেও আমরা মানুষের জন্য কাজ করে যাব
  • হাতির কারণে যাতে সাধারণ মানুষের কোন সমস্যা না হয় সেদিকে নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বনকর্মীদের
  • আমি নিজেকে ভুলতে পারি কিন্তু জঙ্গলমহলকে ভুলতে পারি না
  • সারা দেশে ধর্মীয় ও রাজনৈতিক অসহিষ্ণুতার পরিবেশ তৈরী হয়েছে। বাংলায় আমরা কখনোও বিভেদ করি না মানুষের মধ্যে
  • বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের লক্ষ্য

 

 

 

Bengal shows the way for communal harmony: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee on Wednesday urged the people to continue upholding the state’s tradition of secularism and communal harmony during the coming festivities.

Addressing a public meeting in Jhargram in West Bengal’s West Midnapore district, Banerjee thanked the people for maintaining communal harmony throughout the state during the festive season.

“I thank the people of all the religions living in Bengal to celebrate the festivities with peace, love and togetherness. Bengal has always been a pinnacle of secularism and we shall keep it that way,” Banerjee said.

Referring to the clash of dates this year between Durga Puja, the biggest Hindu festival in Bengal and Muharram, the occasion of mourning for the Muslims, she said it is only Bengal that can celebrate both the occasions with such poise and grace.

“Nowhere else in India such religious occasions of two different communities are observed with so much harmony. Bengalis always enjoy the occasions of festivity without caring about its religious origin,” she said.

Banerjee referred to some sporadic incidents of violence in the state as ‘exceptions’ and cautioned people of the ill effects of communal violence.

“People don’t want riots. Anyone who tries to spark communal tension, would be given stern punishment,” she said.

“I thank the people of Bengal for showing religious tolerance and maintaining an environment of peace and harmony in the state. I hope we will celebrate Chath-Puja, Christmas and other coming festivals too in the same mood,” the Chief Minister said.

 

সম্প্রীতির আদর্শ বাংলা:‌ মমতা

বাংলায় দুই সম্প্রদায়ের মানুষ একসঙ্গে উৎসব পালন করতে পারে। পুজো আর মহরম একসঙ্গে হয়। বুধবার ঝাড়গ্রামে এসে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন ঝাড়গ্রাম স্টেডিয়ামে ছিল মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিজয়া সম্মিলনী।

সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌এই বাংলায় পুজো আর মহরম একসঙ্গে অনুষ্ঠিত হয়। একমাত্র বাংলাতেই হয়, এমনটা অন্য কোথাও দেখতে পাবেন না। এটা গর্বের বিষয়। এত ভাল শান্তি-‌সংহতির জায়গা দু‌টো দেখতে পাবেন না।’‌

তিনি আরও জানান, কলকাতায় আমরা পুজোর আগে ও পুজোর পরে সবাই একসঙ্গে মিলিত হতে পারি। জেলার পুলিস সুপার ও জেলাশাসকরা এই কাজটা খুব ভাল করে করছেন। আমি সবসময় জেলার ওপর গুরুত্ব দিতে বলি‌‌। সে দুর্গাপুজো হোক কিংবা কালীপুজো, জগদ্ধাত্রী পুজো হোক কিংবা আদিবাসীদের করম পুজো। সব উৎসবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা উৎসবের মাঝে বেঁচে আছি। উৎসবের মধ্যে প্রাণ আছে। উৎসবই সবার ধর্ম, সবার কর্ম।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‌আদিবাসী ভাইবোনেরা তাঁদের উৎসব পালন করেন। আমরা তাঁদের সেই ঠাকুরের স্থানটার পাট্টা দিচ্ছি। জাহের স্থানেরও পাট্টা দিচ্ছি। গ্রামের শ্মশানগুলোকে সুন্দর করে গড়ে তোলা হবে’।

তাঁর সংযোজন, “ভ্যাটিকান সিটিতে মাদার টেরিজার সন্ত অনুষ্ঠানে গিয়েছিলাম।  ৪ নভেম্বর শান্তিধামও যাব। একটা অনুষ্ঠান আছে। সর্বধর্ম সমন্বয়ের মধ্যে দিয়ে সুন্দর সমাজ গড়ে ওঠে। ভারতবর্ষ ঐক্যবদ্ধ থাকবে, যতদিন সর্বধর্ম সমন্বয় থাকবে।’‌

তিনি বলেন, ‘কলকাতায় যেমন ভিন রাজ্যের লোক আসেন পুজো দেখতে, তেমন বিদেশ থেকেও দর্শনার্থীরা আসেন’। তাঁর সংযোজন, জেলার পুজোগুলিকে বিশেষ দৃষ্টি দিয়ে দেখতে হয়। পরপর পাঁচ বছর দুর্গাপুজো-‌বকরি ইদ একসঙ্গে হয়েছে। মনে রাখবেন সকলে সব ধর্ম নিয়ে এটা বজায় রেখেছেন।

 

Bengal CM inaugurates more than 300 projects in Jangalmahal

During her first visit to Jangalmahal today, in her second innings as Bengal Chief Minister, Mamata Banerjee inaugurated and laid the foundation stones for more than 300 projects.

During her earlier visits, too, the Bengal Chief Minister had inaugurated and laid the foundation stones of a number of projects in this sensitive belt of Bengal. During today’s visit, the Chief Minister inaugurated exactly 167 projects and laid the foundation stones for 139 schemes.

She attended a Bijaya Sammilani in Jhargram. She also attended a programme to uphold communal harmony at Ghoradhara Stadium in Jhargram, where she addressed the crowd. The Milan Utsav, as it was called, was attended by 200 Durga Puja committees, 134 Kali Puja committees, 750 clubs, 70 Muslim committees and representatives of Christian, Jain, Buddhist and other religious sects.

Tomorrow she is scheduled to attend an administrative meeting at Jamboni where she will inaugurate and lay foundation stones for more projects.

During her visit to Narayangarh after becoming Chief Minister for the second time, she had inaugurated 32 projects and laid the foundation stones for 14 projects.

A Karma Tirtha, the new building of Silda college, some roads and bridges are waiting to be inaugurated by the Bengal Chief Minister during the meeting at Jamboni High School ground on Thursday.

 

রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আজ অনুষ্ঠিত হল মুখ্যমন্ত্রীর সর্বধর্ম সম্মেলন

আজ বুধবার জঙ্গলমহল সফরে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর আগে গত জুন মাসে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে এসেছিলেন৷ তবে দ্বিতীয়বারের সরকারে এই প্রথমবার তিনি ঝাড়গ্রাম মহকুমার জামবনি ব্লকে প্রশাসনিক জনসভা করবেন বৃহস্পতিবার৷ এর আগে বুধবার ঝাড়গ্রামের ঘোড়াধরা স্টেডিয়ামে ‘মিলন অনুষ্ঠানে’ যোগ দিলেন৷

বুধবার ঘোড়াধরা স্টেডিয়ামে পুলিশের পক্ষ থেকে ঝাড়গ্রাম পুলিশ জেলার ২০০টি দুর্গাপুজো কমিটি, ১৩৪টি কালীপুজো কমিটি, ৭৫০টি ক্লাব, ৭০টি মুসলিম কমিটি, ৩৪টি চার্চের প্রতিনিধি, জৈন, বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের ডাকা হয়েছিল৷ আমন্ত্রণ জানানো হয়েছিল রামকৃষ্ণ মঠ ও মিশনের আইন ও গণমাধ্যমের ভারপ্রাপ্ত স্বামী শুভকরানন্দকে৷ তবে চার্চের ফাদাররা উপস্থিত থাকতে পারেন নি৷ কারণ, আজ ছিল আন্তর্জাতিক সোলস ডে (বিদায়ী আত্মার প্রতি শ্রদ্ধা)৷

বুধবারের মিলন অনুষ্ঠান সেজে উঠছিল নানা রঙের লোকসংস্কৃতির অনুষ্ঠানের মধ্য দিয়ে৷ অন্যদিকে বুধবারের অনুষ্ঠানের পর বৃহস্পতিবার জামবনি ব্লকের জামবনি থানার উল্টোদিকে বাণী বিদ্যাপীঠ হাইস্কুল মাঠে দ্বিতীয় ইনিংসের জঙ্গলমহলের প্রথম প্রশাসনিক জনসভা করবেন মমতা৷ এই জনসভায় মুখ্যমন্ত্রীর হাত ধরে ঝাড়গ্রাম মহকুমার প্রায় ২৫ হাজার মানুষ নানা পরিষেবা পাবেন৷

মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন মোট ১৬৬টি প্রকল্পের, যার ব্যয় প্রায় ২৮০ কোটি টাকা৷ ১৩৮টি প্রকল্পের শিলান্যাস করবেন যার প্রকল্প ব্যয় প্রায় ১৯৯ কোটি টাকা৷ ইতিমধ্যে জেলায় ২ লক্ষ সাইকেল দেওয়া হয়েছে৷ প্রশাসনিক সভা থেকে সাইকেল দেওয়া হবে ৫ হাজার ১০ জনকে৷ পাট্টা প্রদান করা হবে ১২৩৯টি৷ ৪০০ লোকশিল্পীকে পরিচয়পত্র প্রদান করা হবে৷ কন্যাশ্রী প্রকল্পে ২০১০ জন পরিষেবা পাবে৷ আটটি এমন প্রকল্প যেগুলি উদ্বোধন হবে তার প্রকল্প ব্যয় ৫ কোটি টাকার উপরে৷ এর মধ্যে উল্লেখযোগ্য হল বিনপুরে ১৭ কোটি টাকা ব্যয়ে নার্সিং কলেজ, গোপীবল্লভপুর-২ ব্লকের পোড়াকুসুমে ১১ কোটি ২৭ লক্ষ টাকা ব্যয়ে মডেল স্কুল, কাঁথি থেকে বেলদা রাস্তা সম্প্রসারণ ৬৩ কোটি টাকা ব্যয়ে৷ গড়বেতায় আইটিআই কলেজ নির্মাণে ৫২ কোটি, খড়গপুর-কেশিয়াড়ি রাস্তা সম্প্রসারণে ৫ কোটি ৩৬ লক্ষ টাকা সহ আরও অন্যান্য প্রকল্প৷ ঝাড়গ্রাম ঘোড়াধরা স্টেডিয়ামে এদিনের মিলন উত্সবের জন্য ৫০ হাজার বর্গফুট এলাকা ঘেরা হয়েছে৷ মূল মঞ্চ ১৪শো বর্গফুট৷ প্রায় তিন হাজার মানুষের বসার ব্যবস্থা হয়েছে৷ থাকবেন শাসক দলের বিভিন্ন জনপ্রতিনিধি৷

 

Sufal Bangla outlets to be set up in 8 more districts

In a prompt reply to the request of the state agriculture marketing department, eight districts’ authorities have so far extended their support by identifying plots to set up outlets of Sufal Bangla to let more people buy fresh vegetables and so that farmers get right price for their produce.

Eight districts including Burdwan, Malda, Nadia, Cooch Behar, Jalpaiguri and Bankura have written to the Bengal Agricultural Marketing department stating that plots have been identified where outlets of Sufal Bangla can be set up. Plots at Siliguri have also been identified.

After Trinamool Congress Government returned to the power for the second term, the agriculture marketing department had set a target of opening at least five outlets in each district. At present, there are around 30 outlets functional in Kolkata, Howrah, Hooghly and Birbhum.

 

আরও আট জেলায় গড়ে উঠবে ‘সুফল বাংলা’ বিপণন কেন্দ্র

রাজ্যের আরও আট জেলায় তৈরী হবে ‘সুফল বাংলা’ বিপণন কেন্দ্র। রাজ্য কৃষি বিপণন দপ্তরের অনুরোধে আটটি জেলার আধিকারিকরা জমি সংক্রান্ত বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বর্ধমান, নদীয়া, মালদা, কুচবিহার, জলপাইগুড়ি ও বাঁকুড়ার জেলা আধিকারিকরা রাজ্য কৃষি বিপণন দপ্তরকে জানিয়েছেন সুফল বাংলার বিপণন কেন্দ্রের জন্য তারা ইতিমধ্যেই জমি পেয়ে গেছেন। শিলিগুড়িতেও উপযুক্ত জমি রয়েছে।

তৃণমূল কংগ্রেস দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর রাজ্য কৃষি বিপণন দপ্তর প্রতিটি জেলায় অন্তত পাঁচটি করে সুফল বাংলার বিপণন কেন্দ্র খোলার লক্ষ্যমাত্রা স্থির করেছে। কলকাতা, হাওড়া, হুগলি ও বীরভূম জেলাতে এই মুহূর্তে এইরকম ৩০টি কেন্দ্র এই মুহূর্তে চলছে।

Solid waste management project of Bengal’s Hooghly district draws international attention

A solid waste management project of urban bodies in Hooghly district of Bengal has drawn the attention of world’s environment groups. Organic fertilisers of Jibon Jyoti brand, being produced by Uttarpara-Kotrung municipality of Hooghly district, are made from bio-degradable solid waste collected from six municipalities.

The project has now been selected to compete with similar projects of two first world cities — Milan and Auckland — for an international award on best practices in solid waste management.

The initiative in Hooghly is part of the Rs 170-crore Kolkata Solid Waste Management Improvement Project and covers the civic bodies of Uttarpara-Kotrung, Konnagar, Rishra, Serampore, Baidyabati and Champdani. It has been funded by Japan International Cooperation Agency (JICA).

A drive down the 20-km stretch between Uttarpara and Baidyabati along the west bank of the Hooghly river will show the results of the path-breaking initiative. Any resident of the towns down the road will agree that their neighbourhoods were far from being clean even five years ago.

Secretary of the state’s municipal affairs department and chief executive officer of Kolkata Metropolitan Development Authority (KMDA), is to attend the finale of the competition in New Mexico City, with the chairman of Uttarpara-Kotrung municipality. The awards ceremony is scheduled for December 1.

Bengal Govt to promote science among the young generation

The state government has decided to set up planetariums in all the districts in a bid to generate curiosity about science among the young generation.

State Minister for science and technology said, “Our department has taken some major decisions to attract youngsters in science and technology. We have decided to set up planetariums in the districts of our state. We will also set up science cities.”

Under this initiative, his ministry has started a survey in all districts to find out the appropriate place to set up planetariums, where students and non-students could easily reach.

State government has decided to set up a science city in Burdwan where a planetarium exists, as per official sources. Gradually, planetarium or science cities will be set up in all the districts of the state.

The minister added, “We want to provide more and more facilities to encourage development of science.”

 

নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞান চেতনা প্রসারে উদ্যোগী রাজ্য

নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞান চেতনা প্রসারে উদ্যোগী রাজ্য সরকার। রাজ্যের জেলায় জেলায় তারামণ্ডল তৈরী করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী জানিয়েছেন যে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন দিকে নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বিভিন্ন জেলায় তারামণ্ডলের সঙ্গে তৈরী করা হবে বিজ্ঞান নগরীও।
বিজ্ঞানের প্রসারে আরও নানারকম পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সকার, জানান রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের মন্ত্রী।

The image is representative

Bengal ranks fifth in preferred tourist states

Ranking fifth among the states in terms of foreign tourists’ destination, Bengal is climbing up in the tourism sector.

The State has turned out to be a preferred destination among foreign tourists than domestic tourists. Recording a higher percentage of foreign tourists, Bengal has drawn 6.4 per cent of foreign tourists compared to 4.9 per cent of domestic tourists, according to a report published by the Ministry of Tourism.

Of the 2.06 crore foreign tourists that the country has recorded in a year, 14.8 lakh came to Bengal. Among the top five states, Tamil Nadu has drawn the maximum number of 20.1 per cent foreign tourists.

It has ranked eighth among the top 10 states with 7.01 scrore with Indian tourists visiting Bengal out of the total 119.7 crore domestic tourists visiting the 10 states.

Stressing on the various initiatives that are being taken for promoting Bengal as a prospective destination for tourism in the domestic market, the State Tourism Minister said that roadshows are being conducted regularly in other states.

It is a sustained effort and it will take some more time to get the outcome, the State Tourism Minister said adding that the law and order situation in the state is an added advantage for tourism. Along with promoting Bengal tourism through the website and social networking sites, a series of advertisements featuring brand ambassador Shah Rukh Khan will be released during the Bengal Global Business Summit in January 2017, he said.

The Tourism Department has also prepared pamphlets on 20 prominent tourist spots along with detailed information on accommodation, booking and other essentials. The list of places to visit include the Himalayan delights of Darjeeling, the verdant Dooars, the historic midland of Murshidabad and Malda, colonial structures of Kolkata, mangrove forests of Sundarbans, tribal hinterland of ‘Jangalmahal’.

 

পর্যটনে বাংলা এখন পঞ্চম স্থানে

পর্যটনে রাজ্য এখন দেশের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে। ভারতীয় পর্যটকদের থেকেও বিদেশী পর্যটকদের কাছে বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে আমাদের রাজ্য। পর্যটন মন্ত্রক থেকে পেশ করা এক রিপোর্ট অনুযায়ী বাংলায় বিদেশী পর্যটক আসেন ৬.৪ শতাংশ আর ভারতীয় পর্যটক আসেন ৪.৯ শতাংশ।

এই তালিকার শীর্ষে আছে তামিলনাড়ু যেখানে ২০.১ শতাংশ বিদেশী পর্যটক যায়।

ভারতীয় পর্যটকদের হিসেবে বিচার করলে বাংলার স্থান অষ্টম। ভারতীয় পর্যটকদের এখানে আসার জন্য আরো উত্সাহিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজ্যের পর্যটন মন্ত্রী জানান পর্যটকদের আরও উত্সাহিত করতে বিভিন্ন রাজ্যে রোড-শো করা হচ্ছে।

তিনি আরও জানান, পর্যটনের উন্নতির জন্য রাজ্যের শান্তি শৃঙ্খলা একটি অন্যতম কারণ। ওয়েবসাইট ও সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে বিজ্ঞাপনের পাশাপাশি ২০১৭ সালের জানুয়ারী মাসে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সময় বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খানের ফটো সম্বলিত আরো অনেক বিজ্ঞাপনও প্রকাশ করা হবে।

পর্যটন দফতরের বাছাই করা ২০টি জনপ্রিয় পর্যটন কেন্দ্রের ওপর যাবতীয় সব তথ্য দিয়ে প্যামফ্লেটও তৈরী করা হয়েছে।

 

HIDCO to set up a habitat for senior citizens in New Town

West Bengal Housing Infrastructure Development Corporation (WBHIDCO) has planned to set up a habitat for senior citizens in New Town. This is for the first time when such a step has been taken by a state government agency.

Bengal Chief Minister Mamata Banerjee has named the project as Snehadiya. The foundation stone would be laid next week. Mackintosh Burn has been entrusted to construct the building which will come up on 1 acre of land situated opposite Swapno Bhor senior citizen’s park whose name has also been given by the Chief Minister. Altogether 102 rooms will be constructed along with a guest house comprising six rooms.

The time to complete the project is three years. It has been decided that 75 per cent of the price paid on entry will be refunded to the occupant or the heirs in case of a vacancy.  The cost of food and maintenance will be charged on a monthly basis.

This will be for the first time when a hydro therapy unit will be set up for the occupants.

As many elderly people suffer from Arthritis, knee related problems and joint pains, hydro therapy could be of great help as it reduces the pain and helps to regain muscular strength. It also helps to release stress and generates overall well being. Some good gymnasiums in the city have set up hydro therapy units for the members. .

The occupants are automatically eligible to be members of Swapno Bhor and use its library, games as well as take part in cultural activities.

It may be mentioned that Swapno Bhor, the senior citizen’s park is the one of its kind in the state. The two storey building houses a library, cafeteria, games room and an auditorium where cultural programmes and discussions of various topics are frequently held. There is a lush green lawn which is a special attraction and is being used by the morning walkers.

 

নিউটাউনে একটি বৃদ্ধাশ্রম তৈরির সিদ্ধান্ত নিয়েছে হিডকো

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হিডকো নিউটাউনে একটি বৃদ্ধাশ্রম গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রথম কোন রাজ্য সরকার এই প্রকল্প গ্রহণ করলেন। মুখ্যমন্ত্রী এই প্রকল্পটির নাম রেখেছেন ‘স্নেহাদীয়া’।

আগামী সপ্তাহে এই প্রকল্পটির শিলান্যাস হবে। ম্যাকিনটোশ বার্ন কোম্পানি এক একর জমির ওপর এই প্রকল্পটির নির্মাণের দায়িত্ব পেয়েছেন। মুখ্যমন্ত্রীর নামকরণ করা ‘স্বপ্নভোর’ নামক প্রবীণ নাগরিকদের জন্য করা পার্কটির বিপরীতে এটি গড়ে উঠবে। সব মিলিয়ে ১০২টি ঘর থাকবে এই প্রকল্পতে, অতিথিদের জন্য ৬টি ঘর রাখা হয়েছে।

এই প্রকল্পটি শেষ করতে সময়সীমা ধার্য করা হয়েছে তিন বছর। এখানে যারা থাকবেন, সেই সকল আবাসিকরা যখন তাদের ঘর খালি করে দেবেন, তখন তাদের জমা দেওয়া অর্থের ৭৫ শতাংশ ফেরত পাবেন। তাদের খাওয়া ও বাড়িটির রক্ষণাবেক্ষনের খরচ প্রতি মাসে নেওয়া হবে। এখানে আবাসিকদের জন্য হাইড্রো থেরাপির বন্দোবস্ত থাকবে, এই সুবিধাটিও একেবারে নতুন।

অনেক প্রবীণ নাগরিকরাই বাত ও অন্যান্য নানারকম ব্যাথার স্বীকার হয়ে থাকেন, হাইড্রো থেরাপির মাধ্যমে সেইসব রোগের অনেকটাই উপশম হবে বলে আশা করা যায়। এখানকার আবাসিকরা সরাসরিভাবে স্বপ্নভোর পার্কটির সদস্যপদ লাভ করবেন ও সেখাকার লাইব্রেরি ব্যবহার করতে পারবেন ও ওখানকার সাংস্কৃতিক ও অন্যান্য অনুষ্ঠানেও অংশগ্রহণ করতে পারবেন।

প্রসঙ্গত বলা যেতে পারে, স্বপ্নভোর পার্কটি একেবারে অনন্য। এখানে একটি দ্বিতল বাড়িতে লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, গেমস রুম ও প্রেক্ষাগৃহ বর্তমান। এই প্রেক্ষাগৃহে প্রায়ই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা আয়োজিত হয়ে থাকে। এখানে বাড়িটির বাইরে চারপাশে একটি সবুজ চত্বর আছে, যেটি এখানকার মুখ্য আকর্ষণ, এখানে প্রাতঃভ্রমণকারী প্রতিদিন ভ্রমণ করতে আসেন।

 

Smart cards to facilitate passengers using Bengal State Transport

In a bid to make traveling in buses convenient, the State Transport Corporation will soon introduce smart card facilities on the lines of Metro Railway. This will be very useful for passengers. Firstly, it will be for the AC buses and then for non-AC ones.

Electronic ticketing through smart cards will provide cashless convenience to passengers with prepaid recharge options. Passengers need to swipe the smart card through Electronic Ticket Machines (ETMs) at the time of boarding buses.

Primarily, bus conductors will have hand-held ETMs which they will use to validate the card. Later on we will try to install validators at the front and rear doors of buses for passengers to swipe the cards

A passenger would be able to verify his smart card holding it close to the ETMs and its validity period, permitted origin and destinations for travel would be automatically displayed on the LCD of the machine, he said adding that ETMs would also have route details.

As these cards are open ended passes, passengers can travel in any bus up to any distance on any day till value is available in it.

 

যাত্রীদের সুবিধার জন্য স্মার্ট কার্ড চালু করছে পরিবহন দপ্তর

যাত্রীদের জন্য বাসযাত্রাকে আরো সুবিধাজনক করে তোলার লক্ষ্যে উদ্যোগী হল রাজ্য পরিবহন দপ্তর। শীঘ্রই মেট্রো রেলের মত স্মার্ট কার্ড নিয়ে আসতে চলেছে পরিবহন দপ্তরটি। প্রাথমিক পর্যায়ে বাতানুকূল বাস ও পরবর্তীতে সব বাসের জন্য এই সুবিধা পাওয়া যাবে।

ইলেক্ট্ক্স টিকিটিং পদ্ধতির এই স্মার্ট কার্ডগুলি ব্যবহার করলে যাত্রীদের আর কোনো টাকা পয়সা সঙ্গে নিয়ে ঘুরতে হবে না, তারা প্রিপেড পদ্ধতিতে স্মার্ট কার্ডে টাকা ভরে রাখতে পারবে। বাসে ওঠার সময় এই কার্ডটি ইটিএম মেশিনে প্রবেশ করালেই হবে।

প্রাথমিকভাবে বাস কন্ডাক্টররা ইটিএম মেশিন নিয়ে যাত্রীদের কাছে যাবে, পরবর্তীকালে বাসের দুটি দরজাতেই এই মেশিন বসানো হবে।

এই কার্ডগুলিকে ইটিএম মেশিনের মধ্যে প্রবেশ করালেই ওই কার্ড ও তার গন্তব্য সম্বন্ধে যাবতীয় তথ্য পাওয়া যাবে।  এই কার্ডগুলি ব্যবহার করে যেকোনো দিন যেকোনো রুটের বাসে যেকোনো গন্তব্যে যাওয়া যাবে যতক্ষন কার্ডটিতে টাকা বাকি থাকবে।