Bengal Govt’s ‘Jal Dhoro Jal Bhoro’ scheme presented in Germany seminar

Trinamool Congress MP Dr Kakoli Ghosh Dastidar presented the Bengal Government’s project ‘Jal Dhoro Jal Bhoro’ (preserve water reserve water) in a recent seminar at Germany. The project – a brainchild of Chief Minister Mamata Banerjee – has already gained much appreciation nationally.

During her speech at the seminar, Ghosh Dastidar described how Bengal Government’s achievement in conserving nature and proper reservation of water. The international seminar which was taken place at the German Parliament was based on global warming and water. Dr Ghosh Dastidar explained Jal dhoro Jal bhoro in front of the parliamentarians and the dignified guests who were also invited there.

The Trinamool MP earlier had described the State-made project in a parliamentary session at Delhi, which received much appreciation among the MPs. Dr Ghosh Dastidar, who is the Member of Standing Committee of Ministry of Home Affairs,  had flown to Germany and gave her speech on November 6, at the international seminar on global warming and water in Germany.

The initiative of Jal Dharo Jal Bharo was taken up under the initiative of Mamata Banerjee in 2011, soon after she became the Chief Minister of the State. She declared the project in Writers Buildings – under which a slew of activities were listed.

The project includes restructuring the shore of water bodies – around 50,000 ponds for micro irrigation purpose. In less than four years 1,20,000 ponds have been dug in the State.

The rain water harvesting project is now also providing livelihood through fisheries developed in these ponds. The target for 2014-2015, of over 57,000 hectares of land under minor irrigation sector has been achieved. The target for 2015-2016 was 62,000 hectares. The work is going on. “This will give significant boost to agricultural productivity in the State”, the Chief Minister had said about this project.

 

সরকারের “জল ধরো জল ভরো” প্রকল্প এবার জার্মানি সেমিনারে উপস্থাপিত হল

মাননীয়া মুখ্যমন্ত্রীর পরিকল্পিত “জল ধরো জল ভরো” প্রকল্প যা ইতিমধ্যেই সারা দেশে খুব প্রশংসা পেয়েছে, সেই প্রকল্পটি এবার মাননীয়া সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের মাধ্যমে জার্মানিতে অনুষ্ঠিত এক সভায় বিশ্বের সামনে উন্মোচিত হল।

৬ই নভেম্বর জার্মান পার্লামেন্টে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখতে গিয়ে মাননীয়া সাংসদ বর্ণনা করেন কিভাবে রাজ্য সরকার প্রকৃতির খেয়াল রাখে ও সঙ্গে সঙ্গে জলের সংরক্ষন করেন।

এই সভার বিষয় ছিল গ্লোবাল ওয়ার্মিং ও জল। ওখানে উপস্থিত সকল জনতার সামনে মাননীয়া সাংসদ রাজ্যের “জল ধরো জল ভরো” প্রকল্পের বর্ণনা দেন। এর আগে তিনি সংসদে এই প্রকল্পের কথা বর্ণনা করেন ও ভূয়সী প্রসংশিত হন।

২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরই রাইটার্স বিল্ডিংয়ে তিনি এই প্রকল্পের কথা ঘোষণা করেন ও সঙ্গে প্রয়োজনীয় একগুচ্ছ কাজের কথা নথিভুক্ত করা হয়। এই কাজের মধ্যে ছিল ৫০০০০ পুকুরের পুনর্নির্মাণ করা (সেচের কাজের জন্য) মাত্র চার বছরে আরো নতুন ১২০,০০০ পুকুর খনন করা হয়েছে।

বৃষ্টির জল ধরে তা দিয়ে চাষের কাজের যে পদ্ধতি, তার ফলে মাছ চাষও উপকৃত হচ্ছে। ২০১৪-১৫ সালের জন্য স্থির করা লক্ষ্যমাত্রা ৫৭,০০০ হেক্টর জমিকে সেচের কাজের জমির অন্তর্ভুক্ত করার লক্ষ্য ভালোভাবেই সম্পন্ন হয়েছে। ২০১৫-১৬ সালের স্থির করা ৬২,০০০ হেক্টর জমিকে এই আওতায় আনার কাজ জোরকদমে চলছে।

মুখ্যমন্ত্রীর কথায়, “এই উদ্যোগ রাজ্যের ফসল উত্পাদনের ক্ষেত্রে এক নতুন মেকাট্রা এনে দেবে।”

 

Bengal Govt introduces arsenic-resistant paddy

West Bengal Government’s rice research centre has come up with a new variety of rice called Muktoshri that can be grown in arsenic prone areas.

There are 81 arsenic affected blocks in the state. Thus the new variety of rice will be of great help for a large section of farmers. The cultivation of the new variety the rice would take 125 to 130 days.

Some other new variety of rice has also been prepared by the Chinsurah and Bankura rice research centres. It includes Gosaba I and Chinsurah Nona-II varieties for the soil with high level of salinity. Most importantly, Satabdi variety has been replaced with Ajit, which is also used for short-term cultivation and it takes around 115 days.

For the first time, a new variety of jute seed has been prepared by the Jute Research Centre of the State Government at Krishnanagar and it has been named as Goranga. The new variety will result in a yield of 23 quintal per hectre, which is 10 per cent more than the yield of the current variety.

The agro-scientists from the soil testing laboratories, rice research centres and jute research centres of the State Government attended the programme on planning for the forthcoming rabi crop. The State Agriculture Minister, attended the inaugural session of the programme.

 

আর্সেনিক মুক্ত ধানের ফলন করবে রাজ্য সরকার

আর্সেনিক কবলিত অঞ্চলেও এবার ধানের ফলন হবে। এমনটাই জানাল রাজ্য চাল গবেষণা কেন্দ্র। এই চালটির নাম রাখা হয়েছে ‘মুক্তশ্রী’।

এই রাজ্যে ৮১টি আর্সেনিক কবলিত অঞ্চল আছে, তাই এই নতুন ধরণের চাষের ফলে অন্যের কৃষক উপকৃত হবেন। এই চালটি উত্পাদন করতে ১২৫ থেকে ১৩০ দিন সময় লাগবে।

চুঁচুড়া ও বাঁকুড়া চাল গবেষণা কেন্দ্র আরও কয়েক ধরণের চাল তৈরী করেছে। এর মধ্যে গোসাবা ১ ও চুঁচুড়া নোনা ২ শ্রেণীর চালও আছে যেগুলি খুব নোনা জমিতে উত্পন্ন হয়ে থাকে। মাত্র ১১৫ দিনে উত্পন্ন হওয়া ‘অজিত’, ‘শতাব্দী’ কে সরিয়ে তার জায়গা নিয়েছে।

এই প্রথমবার কৃষ্ণনগরের রাজ্য পাট গবেষণা কেন্দ্র ‘গোরাঙ্গ’ নামের এক নতুন ধরণের পাট বীজ তৈরী করেছে। এই নতুন ধরণের পাট প্রতি হেক্টর জমিতে ২৩ কুইন্টাল করে উত্পাদন করা সম্ভব যা আগের তুলনায় ১০ শতাংশ বেশি।

আগামী রবি শস্যের পরিকল্পনার ওপর অনুষ্ঠিত সভায় রাজ্যের ভূমি গবেষণা কেন্দ্র, চাল গবেষণা কেন্দ্র ও পাট গবেষণা কেন্দ্রের কৃষি বিজ্ঞানীরা সকলেই উপস্থিত ছিলেন। রাজ্যের কৃষি মন্ত্রী এই সভাটির উদ্বোধন করেন।

 

Physical possession given for 846 acres of Singur land, rest unclaimed: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee on Wednesday announced that names of the officers who were involved in the task of reconverting the 997 acres of the Singur land to cultivable condition and distribute it to its actual owners will be displayed on a board.

For the first time ever in the State’s history, names of officers will remain displayed on a board for their invaluable work to complete a task much ahead of the set deadline.

A booklet will also be published containing detailed information about the officers, their department and contribution for returning the land to farmers by following the Supreme Court’s order word by word.

The Bengal Chief Minister went to Singur on Wednesday to check the present situation as she had set November 8 as the deadline for completion of the land handing over process.

The Apex court had given 12 weeks time to the state government to return the land to its owners. But the officers have worked day and night without taking any leaves to complete the task before two weeks.

The Chief Minister said that this was not an easy task as there were thick concrete floors which had to be removed. Subsequently, the land also had to be converted to cultivable condition before handing it over to the farmers. It was challenging to carry out the work of conversion as well as documentation at the same time. But the officers tackled the situation skilfully.

“They didn’t take leave during Durga Puja and other festivals to complete the work on time. Thus, they will be getting leaves after the entire process of handing over the land is over,” she announced adding that Singur would become a place of interest for people from abroad and students would visit the place for research work.

The Bengal Chief Minister had earlier appreciated the work of all the departments involved in returning the land to farmers and the departments include agriculture, department, urban development and municipal affairs, public works, public health engineering, panchayat and rural development department. She had also appreciated the Hooghly district administration and police who had worked under the leadership of the District Magistrate and superintendent of police. During Wednesday’s visit, she further said that no one had turned up to claim 71 acre of land and around 846 acre of land have been distributed among its owners.

“There were some people who had taken cheques posing as owners of the plots during the Left Front regime,” she said adding that if there are any actual land owners they would get back their plots. It may be mentioned that she had said earlier in Singur on September 14 that steps would be taken against such people. She further said that steps would be taken to refill the channels which are passing through the land in Singur under the state government’s Jal Dharo Jal Bharo scheme.

 

ইতিহাস সৃষ্টি হয়েছে, সারা বিশ্বের গন্তব্য হবে সিঙ্গুর: মমতা

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে, যেসব অফিসাররা সিঙ্গুরের ৯৯৭ একর জমি চাষযোগ্য করে মালিকদের বিতরণ করার কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাদের নাম প্রদর্শিত হবে একটি বোর্ডে।

রাজ্য ইতিহাসে এই প্রথমবারের জন্য, কর্মকর্তাদের নাম একটি বোর্ডে প্রদর্শিত থাকবে নির্দিষ্ট সময়সীমার আগে তাদের কাজ সম্পন্ন করার জন্য।

তিনি জানান, “৯৯৭ একর জমির মধ্যে ৮৪৩ একর জমির জরিপের কাজ শেষ৷ সুপ্রিম কোর্টের রায় মেনে নির্ধারিত সময়ের আগেই জমি চাষযোগ্য করে তোলা হয়েছে৷ এ সবই সিডি করে আদালতে জমা দেবে রাজ্য৷

বুধবার জগদ্ধাত্রী পুজো উপলক্ষে চন্দননগরে গিয়েছিলেন মমতা৷ সেই ফাঁকে ঘুরে গেলেন সিঙ্গুরও৷ আদালতের রায়ের পর আগেও দু’দফা এসেছিলেন৷ গত মাসে চাষের কাজও শুরু করান৷ এদিন শেষ পর্বের কাজ পরিদর্শন করেন৷

গোটা বিষয়টির দায়িত্ব মূলত শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাতে দিয়েছিলেন মমতা৷ তাঁর ও রাজ্য সরকারের টিমের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী৷ তিনি ঘোষণা করেন, “জমি চাষযোগ্য করার জন্য সিঙ্গুরে যাঁরা যাঁরা কাজ করেছেন, অফিসার থেকে কর্মী, সবাইকে সিঙ্গাপুর, হংকং, ব্যাংককের মতো বিদেশে যাওয়ার জন্য বাড়তি একটি এলটিসি দেবে রাজ্য৷ দরিদ্র কনস্টেবল ও সিভিক পু্লিশকে দশ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে৷ এছাড়া যে শহিদ মিনারটি তৈরি হবে সেখানে একটি পুস্তিকা থাকবে৷ আন্দোলনের নেতৃত্ব ছাড়াও চাষযোগ্য করার কাজ যাঁরা করলেন তাঁদের সবার নাম সেই পুস্তিকায় লেখা থাকবে৷”

মুখ্যমন্ত্রী আরও জানান, “যাঁরা মনুমেন্ট দেখতে আসবেন তাঁরা স্টল থেকে পুস্তিকা, সিঙ্গুর আন্দোলন সম্পর্কিত বই, ছবি, অডিও, ভিডিও সিডি কিনতে পারবেন৷”

এদিন সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, “এই জমি চাষযোগ্য করতে পুজোর ছুটির সময়ও যাঁরা কাজ করেছিলেন, তাঁদের বাড়তি ছুটি দিয়ে দেওয়া হবে”।

Against Black Money but deeply concerned about small traders and common people: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today lashed out at the Centre for the decision to end the use of Rs 500 and Rs 1000 notes from midnight tonight.

She took to Twitter to register her protest and demanded this draconian decision be withdrawn:

“While I’m strongly against black money, corruption, deeply concerned about common people, small traders. How they will buy essentials tomorrow?

This is a financial chaos and disaster let loose on the common people of India… The PM could not get back the promised black money from abroad from the rich so a drama to divert his failure…

I want to know from PM how my poorest brothers sisters,who’ve recd their week’s hard earned wage in one 500 re note will buy ata,chal, tomorrow?

Heartless and ill- conceived blow on the common people and the middle class in the fake name of anti-corruption

Rs 100 notes not available in banks. Without availability in market how will people, small farmers, all employees, labourers purchase essentials?

WITHDRAW THIS DRACONIAN DECISION”

 

আমি কালো টাকার বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষ ও ক্ষুদ্র  ব্যবসায়ীদের নিয়েও চিন্তিতঃ মমতা বন্দ্যোপাধ্যায়

৫০০ ও ১০০০ টাকা নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করায় উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।

তাঁর বক্তব্য, “আমি প্রবলভাবে কালো টাকার দুর্নীতির বিরুদ্ধে তেমনই একই সঙ্গে আমি সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়েও চিন্তিত। কিন্তু যেভাবে এটা করতে গিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে মনে হচ্ছে তুঘলকি শাসন চলছে।

এটি একটি অর্থনৈতিক বিশৃঙ্খলা। সাধারণ মানুষের ওপর চরম বিপর্যয়।এই সিদ্ধান্তের ফলে দেশ অচল হয়ে পড়বে।

প্রধানমন্ত্রী তাঁর দেওয়া প্রতিশ্রুতি মতো বিদেশ থেকে কালো টাকা আনতে ব্যর্থ হয়েছে। যেসব সাধারণ মানুষ ৫০০ টাকার নোটে মজুরি পেয়েছেন তারা কি করবেন এই প্রশ্নও করেছেন মুখ্যমন্ত্রী। দুর্নীতি রোধে এ এক হৃদয়হীন ও হঠকারী আঘাত এল সাধারণ মানুষের ওপর।

এই হঠকারী সিদ্ধান্ত বাতিল করা হোক।

Bengal to bring new law for road safety: Mamata Banerjee at Nabanna

The State Government is taking up a number of measures to step up road safety, Chief Minister Mamata Banerjee announced today at Nabanna. She said that a committee is being formed to execute the new measures to enforce road safety. She said that new laws with respect to rash driving and related matters will be tabled in the Assembly soon.

A new law will be framed by the police and another by transport department for road safety, the Chief Minister announced. She said that like green corridors, clean corridors will also be formed for emergency situations. RTOs will also be modernised.

The Chief Minister cautioned that driving license of offenders may be cancelled if traffic rules are violated more than three times. The Government will install CCTVs and watch towers at blind spots for road safety, she said.

Drinking and driving, using mobile phones while driving cannot be allowed, the Chief Minister warned.

The Chief Minister pointed out that at many places construction materials are kept on the road. This cannot be allowed, she said. She added that more parkomats will be set up so that cars are not parked on roads unnecessarily.

Everyone must follow the traffic rules. Safe drive, save life campaign should be followed, the Chief Minister appealed.

 

পথ নিরাপত্তার জন্য নতুন আইন আনছে রাজ্য সরকারঃ মুখ্যমন্ত্রী

পথ নিরাপত্তা বৃদ্ধি করতে আজ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এজন্য একটি আলাদা কমিটি গঠন করা হচ্ছে। খুব শীঘ্রই নতুন আইন প্রণয়ন করা হবে।

মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, পুলিশ ও পরিবহণ দপ্তর দুটি পৃথক নতুন আইন তৈরি করবে। আপতকালিন পরিস্থিতির জন্য গ্রিন করিডরের মত ক্লিন করিডর গঠন করা হবে। সব আরটিও গুলোকে ঢেলে সাজানো হবে।

তিনি বলেন, ট্রাফিক নিয়ম তিনবার না মানলে ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হবে। এছাড়া, পথ নিরাপত্তার জন্য সব রাস্তায় ওয়াচ টাওয়ার ও সিসি টিভি বসানো হবে।

মুখ্যমন্ত্রীর সতর্কবার্তা, মত্ত অবস্থায় গাড়ি চালানো যাবে না এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না।

তিনি আরও বলেন, অনেক জায়গায় রাস্তায় ইমারতী সামগ্রী ফেলে রাখা হয়, এটা বরদাস্ত করা হবে না। গাড়ি পার্কিং এর জন্য পারকোম্যাট তৈরি করা হবে যাতে কেউ রাস্তায় অযথা গাড়ি না রাখে।

প্রত্যেককে ট্রাফিক নিয়ম মেনে চলার পাশাপাশি সেফ ড্রাইভ, সেভ লাইফ অনুসরণ করার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

Bengal CM gives away Biswa Bangla Sharad Samman 2016

Like past years, the Bengal Government honoured today the Best Durga Pujas with Biswa Bangla Sharad Samman 2016. Bengal Chief Minister Mamata Banerjee gave away the prizes to the Puja Committees at a programme in Nazrul Manch.

Dubai Bong Connection and Hong Kong Bengali Association along with Bangladesh Society for Puja and Culture in Sydney got Biswa Banga Sharad Samman 2016 for organising the best Durga puja overseas. This year, Durga pujas organised in foreign countries were included in the list of awardees.

This is the fourth year of the awards. Durga Puja committees participating from other states and foreign countries were also honoured.

Altogether 173 community puja committees coming from the district got prizes under three categories- best puja, best pandal and best idol.

Noted vocalist Pandit Ajay Chakraborty, Dwijen Mukhopadhyay and actress Madhabi Mukhopadhyay were on the dais. State Ministers, dignitaries, the Director General of Police and the Kolkata Commissioner of Police were also present in the function. Jit Ganguly sang a song penned by Mamata Banerjee.

The winners of different categories are –

For Kolkata:

Sherar Shera – Suruchi Sangha, Abosar, Bosepukur Talbagan, Samaj Sebi, 41 Pally, Barisa Club, 66 Pally, Bhawanipur 75 Pally, Ahiritola Sarbojanin, Shreebhoomi, Hindustan Park, Mudiali, Kashi Bose lane Sarbojonin, Santoshpur Avenue South Pally Mangal, Chetla Agrani

Shera Protima – Tridhara, 95 Pally, Behala Natun Dal, Badamtala Ashar Sangha

Shera Mondop – Naktala Udayan, Dumdum Park Tarun dal, AK Block Salt Lake

Shera Bhabna – Dokhhin Kolkata Sarbojonin Durga Puja, Ajeya Sanghati, Ballygunge Cultural, Khidirpur 25 Pally, Falguni Sangha, Rajdanga Naba Uday Sangha, Netaji Colony Lowland Durgotsav Committee

Shera Alok Shojja – Kalighat Milan Sangha, Ekdalia Evergreen, Babubagan Dahkuriya, Shibmandir, Jodhpur Park

Shera Poribesh Bandhab – Ultadanga Pally Shree , Kumartuli Sarbojonin , Sikdar Bagan , Kakurgachi Jubak Brinda , Ultadanga Jubok Brinda , Jubo Maitry , Priyonath Mullick Lane , Alipore Sarbojanin, Batam Club, Purbachal Shakti Sangha

Shera Abishkar – Behala Natun Sangha, Tala Park Prottoy

Shera Theme Song/Shera Aboho – Suruchi Sangha

Shera Shilpi – Behala Friends, 64 Pally Durgotsab Committee, Aalapi

Shera Dhakeshri – Tala Barowari, College Square, 21 Pally

Shera Biswa Bangla Branding – Swadhin Sangha, Haridebpur Vivekananda Park Atheletic Club, Sanghashree, Selimpur Pally, Kolahal Goshthi, Garia Sarbojonin Dugotsab Committee Nabadurga

 

বিশ্ব বাংলা শারদ সম্মান (২০১৬) পুরস্কার প্রদান করলেন মুখ্যমন্ত্রী

প্রতি বছরের ন্যায় এবারেও বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান করল রাজ্য সরকার। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিশ্ব বাংলা শারদ সম্মান ও কলকাতা পুলিশ আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নজরুল মঞ্চে হয়এই অনুষ্ঠান।কলকাতা ছাড়াও দেশের ও বিদেশের নানা পুজোরসেরাগুলিকে সম্মাননা প্রদান করা হল এবছর।

এটি এই পুরস্কার বিতরণের চতুর্থ বর্ষ। শুধু কলকাতাই নয়, জেলা, অন্য রাজ্য ও বিদেশের পুজো কমিটিগুলিকে পুরস্কার দিল রাজ্য সরকার। রাজ্য ও বিদেশ থেকে আসা পুজো কমিটির কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। লন্ডন, হংকং, দুবাই, বাংলাদেশ ও সিডনি থেকে পুজোকর্তারা এসেছিলেন পুরস্কার নিতে। এছাড়া রাজ্য থেকেও পুজো কমিটির কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ১৯টি জেলার ১৭৩টি কমিটি সেরা পুজো, সেরা প্যান্ডেল এবং সেরা প্রতিমার পুরস্কার পেয়েছে।

বিভিন্ন বিভাগে বিজয়ী যারা:

সেরার সেরা – সুরুচি সংঘ, অবসর, বোসপুকুর তালবাগান, সমাজসেবী, ৪১ পল্লী, বড়িশা ক্লাব, ৬৬ পল্লী, ভবানীপুর ৭৫ পল্লী, আহিরীটোলা, শ্রীভূমি,হিন্দুস্তান পার্ক, মুদিয়ালী, কাশীবোস লেন সর্বজনীন দুর্গোৎসব, সন্তোষপুর এভিনিউ সাউথ পল্লীমঙ্গল, চেতলা অগ্রণী

সেরা মণ্ডপ – নাকতলা উদয়ন, দমদম পার্ক তরুণদল, এ.কে.ব্লক, সল্টলেক

সেরা আলোক সজ্জা – কালীঘাট মিলন সংঘ, একডালিয়া এভারগ্রিন, বাবুবাগান ঢাকুরিয়া, শিবমন্দির, যোধপুর পার্ক,

সেরা আবিষ্কার – বেহালা নতুন সংঘ, টালা পার্ক প্রত্যয়

সেরা শিল্পী – বেহালা ফ্রেণ্ডস, ৬৪ পল্লী দুর্গোৎসব কমিটি, আলাপী

সেরা বিশ্ব বাংলা ব্র্যান্ডিং – স্বাধীন সংঘ, হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব, সংঘশ্রী, সেলিমপুর পল্লী, কোলাহলগোষ্ঠী, গড়িয়াসর্বজনীন দুর্গোৎসব কমিটি (নবদুর্গা)

সেরা প্রতিমা – ত্রিধারা, ৯৫ পল্লী যোধপুর পার্ক, বেহালা নতুনদল, বাদামতলা আষাঢ় সংঘ

সেরা ভাবনা – দক্ষিণ কলকাতা সর্বজনীন দুর্গাপূজা, অজেয় সংহতি, বালিগঞ্জ কালচারাল, খিদিরপুর ২৫ পল্লী, ফাল্গুনী সংঘ, রাজডাঙা নবউদয় সংঘ, নেতাজী কলোনি লো-ল্যান্ড দুর্গোৎসব কমিটি

সেরা পরিবেশবান্ধব – উল্টোডাঙা পল্লীশ্রী, কুমোরটুলি সর্বজনীন, শিকদারবাগান, কাঁকুড়গাছি যুবকবৃন্দ, যুবমৈত্রী, প্রিয়নাথ মল্লিক লেন, আলিপুরসর্বজনীন, বাটাম ক্লাব, পূর্বাচল শক্তি সংঘ

সেরা থিম সং/ সেরা আবহ – সুরুচি সংঘ

সেরা ঢাকিশ্রী – টালা বারোয়াড়ি, কলেজ স্কোয়ার, ২১ পল্লী

 

Govt to set up panel to decongest, beautify Posta: Mamata Banerjee

Bengal Government will set up a committee to prepare a comprehensive plan for the development of Posta in Burrabazar, Chief Minister Mamata Banerjee announced on Monday. She said this while inaugurating a Jagadhatri Puja function organised by Posta traders on Monday evening.

The committee will include the Kolkata Mayor, Trinamool MP Sudip Bandopadhyay, the commissioner of Kolkata Municipal Corporation (KMC), Kolkata’s Commissioner of Police, local MLA and 10 traders who will be selected by the local trading community. The committee will meet to prepare the master plan and submit a report within three months.

“You sit and discuss the issues and come up with a master plan to carry out comprehensive development of Burrabazar,” she said, adding “there should be proper parking places and amenities for the workers”.

She said lorries are parked in the narrow lanes and by-lanes making it difficult for other vehicles and pedestrians to enter the area. “These problems need to be addressed and only a proper planning can accomplish this,” she pointed out. “It is the place where you do business and so you need to put in efforts to beautify the area,” she added.

“There are many old buildings which have not been repaired for several years. KMC has declared them dangerous and dilapidated and given notices to the owners. But despite that people continue to reside in them, risking their lives. The owners and the tenants should sit together to resolve the matter,” she maintained.

 

পোস্তার উন্নয়নে কমিটি গঠন মুখ্যমন্ত্রীর

সোমবার পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কাজ করজে আমাদের কেউ রুখতে পারবে না। কাজ নিয়ে আমি কারও সঙ্গে আপস করব না। ভিড়ে ঠাসা পোস্তায় জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পোস্তাকে ঢেলে সাজাতে হবে। পোস্তার উন্নয়ন করতে হবে। এদিন তিনি ১০ জনের একটি কমিটি গঠন করার কথা ঘোষণা করেন।

মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ট্রেডার্স অ্যাসোসিয়েশনের কর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা কাদের কমিটিতে রাখবেন, তাদের নাম পাঠান। নগরপাল রাজীব কুমারের কাছে নামের তালিকা জমা দিতে হবে।

মুখ্যমন্ত্রী বলেন, আলোচনার সময় কোনও ঝড়গাঝাটি যেন না হয়। ভিন্ন প্রস্তাব থাকতেই পারে। মাথায় রাখতে হবে পোস্তাকে আমরা আরও ভালো করব। পোস্তায় বড় মার্কেটের প্রয়োজন। আপনারা যদি সহযোগিতা করেন, তা হলেই এ কাজ সম্ভব। সরকার আপনাদের পাশে আছে। আপনারা সবসময় আমাদের সাহায্য করেন। যখন আলুর দাম বাড়ে, তখন আপনাদের সঙ্গে আমরা আলোচনা করি।

তিনি আরও বলেন, তিন মাসের মধ্যে কমিটি করতে হবে। ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কাজ দ্রুত আরম্ভ করুন। সম্প্রতি অঙ্গ প্রতিস্থাপনের সময় যে গ্রিন করিডর তৈরি করা হয়েছিল, সে ব্যাপারে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যদপ্তরের কাজের প্রশংসা করেন। গোটা পোস্তা জুড়ে মোট ৪৫টি সি সি ক্যামেরা বসানো হচ্ছে।

 

 

We celebrate festivals of all religion with equal importance: Mamata Banerjee

Propagating the message of communal harmony, Bengal Chief Minister Mamata Banerjee on Sunday said: “We celebrate festivals of all religion with equal importance and give significance to the feeling of the people.”

She visited Doi Ghat and Takta Ghat to greet people on Chhath Puja on Sunday evening. The state Urban Development minister, and the Kolkata Mayor and state Fire minister, accompanied the Chief Minister on the occasion.

Hundreds of people gathered at the bank of river Hooghly to offer Chhath puja. After greeting the people, Banerjee said that the state government had developed and improved the condition of the ghats on the bank of river Hooghly, which were in a dilapidated state for decades.

“We value the traditions. I visit the ghats on the day of Chhath Puja every year and we celebrate all festivals with equal importance. Durga Puja and Kali Puja are over. In December, there will be Christmas and it will also be celebrated in the state with equal pomp and pleasure,” she said, adding that this year Monday has been declared a holiday for state government employees for Chhath Puja.

The Chief Minister urged the people not to hurry unnecessarily and to reach the river bank peacefully to offer their puja. She said that the administration and the police were working to help the people.

 

আমরা সব ধর্মের উৎসব সমান মর্যাদার সঙ্গে পালন করিঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আবারও সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমরা সকল জাতি ধর্মের মানুষকে সমান মর্যাদা দিই, সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের উত্সব আমরা সমান উদ্দীপনার সঙ্গে পালন করি।”

তিনি দহি ঘাট ও তক্তা ঘাটে গিয়ে ছট পুজোর উপলক্ষে উপস্থিত জনতাকে শুভেচ্ছা বার্তা জানান।  সেখানে উপস্থিত ছিলেন রাজ্য নগরোন্নয়ন মন্ত্রী, কলকাতার মেয়র ও দমকল মন্ত্রী।

ছট পুজোর উদ্দেশ্যে হুগলী নদীর ধারে প্রচুর মানুষের জমায়েত হয়েছিল। উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানানোর পর মুখ্যমন্ত্রী বলেন, হুগলী নদীর দুই পাড় দশকের পর দশক ধরে জীর্ণ অবস্থায় পড়ে ছিল, রাজ্য সরকার পুরো ঘাটের সংস্কার করেন ও উন্নয়ন করেন।

“আমরা ঐতিহ্যের মর্যাদা দিই। আমি প্রতি বছর ছট পুজোর সময় ঘাটে আসি পুজো দেখতে, আমরা সকল ধর্মের সকল উত্সব সমান মর্যাদার সঙ্গে পালন করি। দুর্গা পুজো ও কালী পুজো শেষ হয়ে গেছে। ডিসেম্বর মাসে খ্রিষ্টমাস, সেটাও সমান মর্যাদার সঙ্গে পালন করা হবে।” তিনি আরো জানান, ছট পুজো উপলক্ষে সোমবার ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।

তিনি আরও বলেন, “অযথা কেউ পুজো নিবেদনের উদ্দেশ্যে গঙ্গার ঘাটে যাওয়ার জন্য তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে সকলে নিজের পুজো নিবেদন করুন, রাজ্য প্রশাসন ও পুলিশ তাদের সাহায্য করতে ওখানে উপস্থিত আছে।”

 

Mamata celebrates Mother Teresa’s sainthood with the poorest-of-the-poor

“Our soil is for unity, we stand for unity,” chief minister Mamata Banerjee said on Friday. She couldn’t have found a more opportune moment, nor a better place for airing the message of peace. It was the Bengal government’s celebration of thanksgiving for St Teresa of Kolkata, in association with the Missionaries of Charity. The venue was Shanti Dan, destitutes home set up by Mother Teresa, where the chief minister wished to celebrate the canonization of “St Teresa of Calcutta” with the poorest of the poor.

She reiterated that in times of political and religious intolerance as this, complete communal harmony prevailed in Bengal. “This (our state) is like a joint family, somebody may be Sikh, or Muslim, or Christian or a Hindu. (For everyone), humanity comes first. “Javed (Khan) is a Muslim, Derek a Christian…they are all here to attend this function.”

“It’s my privilege to be at Shanti Dan today. We went to Vatican and there Mother became saint Mother. Now, she’s St Teresa, but she’s Mother for all.” The audience, who included destitutes, specially-abled men, women and children, cheered on.

During her speech, the chief minister recalled her meeting with Saint Teresa, during a communal unrest, at Loreto Sealdah. “I was moving on the road, and Mother was the only other person, who was also moving, alone, keeping a watchful eye that night. I am lucky to have met her, get her blessings.”

 

মাদারের আদর্শে ঐক্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতার সেন্ট টেরেসাকে ধন্যবাদ জানানোর জন্য মাদার টেরেসার তৈরী করা শান্তিদানে রাজ্য সরকার ও মিশনারিজ অফ চ্যারিটির যৌথ উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমরা একটা যৌথ পরিবার৷ এটাই আমাদের বিশ্বাস৷ মানবিকতাই আমাদের ধর্ম৷ সবাইকে ভালোবাসাই আমাদের কাজ৷ মাদার টেরেসা এই সত্য মেনে নিয়েই কাজ করতেন৷ আমাদেরও সেটাই ধর্ম৷”

তাঁর কথায় এই বার্তা সকলকে জানানোর জন্য এর থেকে ভালো সুযোগ ও স্থান তিনি আর পাবেন না। উক্ত সভায় মাদার টেরেসাকে শ্রদ্ধা জানানো হয় ওনার সন্ত উপাধি লাভের জন্য।

মুখ্যমন্ত্রী জানান সারা দেশব্যাপী এই রাজনৈতিক ও ধার্মিক অসহিষ্ণুতার সময়েও আমাদের রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নজিরবিহীন। তিনি বলেন “আমাদের রাজ্য একটি যৌথ পরিবারের মতো, হয়ত কেউ শিখ, কেউ মুসলিম, কেউ খ্রিষ্টান, কেউ হিন্দু। কিন্তু সকলের কাছেই মানবতা সবার আগে। জাভেদ খান একজন মুসলিম, ডেরেক একজন খ্রিষ্টান, কিন্তু দুজনেই সমান আগ্রহ নিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত।”

“এই শান্তিদানে আসতে পেরে আমি গর্বিত। আমি ভাটিক্যানেও গেছিলাম যেখানে মাদার টেরেসাকে ‘সেন্ট’ আখ্যা দেওয়া হয়। তিনি সন্ত হলেও সকলের কাছে তিনি মাদার হয়েই থাকবেন।” এই বক্তব্য শুনে সভায় উপস্থিত সকলে উচ্ছ্বাস প্রকাশ করেন।

কোনো এক দাঙ্গার সময় শিয়ালদহ লরেটো স্কুলে মাদার টেরেসার সঙ্গে করা এক সাক্ষাতের কথা স্মরণ করেন মুখ্যমন্ত্রী। “পরিস্থিতির ওপর নজর রাখতে আমি সারা রাস্তায় ঘুরছিলাম, ওদিকে মাদারও একা রাস্তায় ঘুরছিলেন পরিস্থিতির ওপর নজর রাখতে। ভাগ্যক্রমে ওনার সঙ্গে দেখা হয় এবং আমি ওনার আশীর্বাদ লাভ করি।”

 

Bengal CM slams Opposition for trying to disturb peace in the State

Chief Minister Mamata Banerjee on Thursday held some Opposition paties responsible for spreading communal tension in the state and in one breath said that any attempt to destroy the fabric of communal harmony will be dealt with seriously.

“They are fanning communal tension and trying to disturb the communal harmony in the state. Any attempt to disrupt the environment of communal harmony and peace will be dealt with seriously,” she said. She was addressing a rally at Jamboni in West Midnapore.

She also said that the Centre was reducing its funds allocation in many projects making it almost impossible for the state government to carry on with them. She said because of the lack of planning of CPI(M) government, the state government had to spend a major portion of its earnings to clear the loan burden.

“For three decades, the CPI(M) government did not do anything for the state’s development and took loans. The situation has become so alarming that a major portion of the state’s earning has to be spent to clear the loan”. The Centre should do something in this regard, she maintained adding: “The CPI(M) leaders have no work to do except finding faults with the state government.”

 

বাংলায় দাঙ্গাবাজদের কোনও ক্ষমা নয়:‌‌ মমতা

পশ্চিম মেদিনীপুরের জামবনির এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বৃহস্পতিবার তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে কিছু বিরোধী দল শান্ত বাংলাকে অশান্ত করার জন্য কাজ করে চলেছে, তিনি একই সঙ্গে জানান সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য প্রশাসন সর্বদা প্রস্তুত।

“বিরোধীরা সর্বক্ষণ চেষ্টা করে যাচ্ছে দাঙ্গার পরিবেশ তৈরী করার। বাংলা দাঙ্গাবাজদের বরদাস্ত করবে না।”

সাথে সাথেই তিনি কেন্দ্রকেও বিঁধেছেন। “কেন্দ্র প্রায় সব প্রকল্পের টাকা কমিয়ে দিয়েছে, যার ফলে সেগুলি চালানো প্রায় অসম্ভব হয়ে উঠছে। বিগত বাম আমলের পরিকল্পনার অভাবে আমাদের আয়ের একটা বিশাল অংশ শুধু দেনা মেটাতে দিয়ে দিতে হচ্ছে,” বলেন তিনি।

“তিন দশক ধরে বাম সরকার বাংলার জন্য কোনো কাজ করে নি, শুধু ধার নিয়ে গেছে। তিনি এও বলেন “সিপিআইএম নেতাদের কোনোই কাজ নেই শুধুমাত্র এখনকার সরকারের খুঁত ধরা আর তাই নিয়ে কুত্সা ও অপপ্রচার করা ছাড়া।”