Bengal Govt launches e-Vahan service for online registration of vehicles

Bengal Government launches ‘e-Vahan’ service for online payment of taxes and registration of vehicles for the Kolkata Metropolitan Area (KMA) on Thursday. The service will be extended to the rest of the State by March 31, Transport Minister said.

The objective behind taking this step is to bring more transparency to the entire process of tax collection and, secondly, to create a smart system so that people can pay taxes online without having to visiting the motor vehicles office – where they often face inconvenience.

To make payments through the e-vahan service, a citizen needs to go to the e-vahan website and register themselves by filling up all necessary details.

 

গাড়ি বাইকের অনলাইন রেজিস্ট্রেশনের জন্য রাজ্য সরকার চালু করল ই-বাহন পরিষেবা

নতুন বাইক কিংবা গাড়ি কেনার পর অনলাইনে রেজিস্ট্রেশন ও করদানের জন্য রাজ্য সরকার চালু করল ই-বাহন পরিষেবা। প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র কলকাতা পুরসভা অঞ্চলে এই পরিষেবা শুরু করা হলেও আগামি ৩১সে মার্চের মধ্যে এই পরিষেবা সারা রাজ্যে পাওয়া যাবে, এমনটাই জানালেন পরিবহণ মন্ত্রী।

এই পরিষেবার ফলে পুরসভার কর আদায়ের ক্ষেত্রে আরও বেশি স্বচ্ছতা আসবে এবং মানুষের হয়রানিও অনেকটাই কমবে।

এই পরিষেবার মাধ্যমে গ্রাহককে ই-বাহন এর ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করলেই এই পরিষেবা পেতে পারবেন।

 

 

Be alert against those spreading communal tension through rumour mongering: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today cautioned people against people who indulge in rumour mongering to incite communal violence.

She was speaking at the inauguration of a two day-long conference of the Panchayat and Rural Development Department today at Netaji Indoor stadium.

Panchayats that had performed well were rewarded by the Chief Minister at the conference. She announced hikes in honoriums for the three tier panchayat workers. She said that they will be included in the Swasthya Sathi scheme.

In her speech, the Chief Minister said that trust, efficiency, innovation and transparency are the keys to effective governance. She asked the audience to keep working for the people and take the State to new heights of progress.

She praised Coochbehar and Hooghly for performing well in 100 Days’ Work, Nadia in cleanliness mission, Murshidabad in Anandadhara scheme. She also praised the Hooghly district for returning land to Singur farmers in record time in cultivable condition.

The Chief Minister highlighted the plight of the handicraft workers due to demonetisation. She also said that had the government not inherited a huge debt legacy much more work could have been done.

 

গুজবে কান দেবেন না, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করুনঃ মমতা বন্দ্যোপাধ্যায়

কিছু মানুষ গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়াতে চাইছেন, গুজবে কান  দেবেন না, দু’দিন ব্যাপী পঞ্চায়েত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এইভাবেই সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
আজকের এই সম্মেলনে যে সকল পঞ্চায়েত ভাল কাজ করেছে, তাদের পুরস্কৃত করা হয়। গ্রাম সভা, পঁচায়েত সমিতি এবং জেলা পরিষদের সদস্যদের  ভাতাবৃদ্ধির কথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি তাদের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনার কথা বলেন তিনি।
তিনি বলেন, বিশ্বাস, কর্মদক্ষতা, উদ্ভাবনী চিন্তা এবং স্বচ্ছতা এগুলোই সরকারের সুশাসনের চাবিকাঠি। তিনি উপস্থিত সকলকে আবেদন করেন মানুষের জন্য কাজ করতে ও বাংলাকে প্রগতির শিখরে নিয়ে যেতে।
মুখ্যমন্ত্রী ১০০ দিনের কাজ প্রকল্পে কুচবিহার ও হুগলী জেলার প্রশংসা করেন। নদিয়া জেলা প্রশংসিত হয় নির্মল জেলা ঘোষিত হওয়ার জন্য। মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলার প্রশংসা করেন আনন্দধারা প্রকল্পের কাজ ভাল ভাবে করার জন্য।
হুগলী জেলা পরিষদ যেভাবে অল্পসময়ের মধ্যেই সিঙ্গুরের চাষিদের জমি চাষযোগ্য করে ফিরিয়ে দেয় তারও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।
নোটবাতিলের ফলে হস্তশিল্পীদের কষ্টের কথাও তিনি উল্লেখ করেন বক্তব্যে। তিনি আরও বলেন, বিগত সরকারের ঋণের বোঝা বইতে না হলে তাঁর সরকার বাংলার উন্নয়নের জন্য আরও অনেক কাজ করতে পারত।

Mamata Banerjee reacts to the Union Budget

Bengal Chief Minister Mamata Banerjee today called the Union Budget as “clueless, useless, baseless, missionless and actionless”.

Slamming the Central Government, she tweeted: “A controversial Budget which is clueless, useless, baseless, missionless and actionless. Heartless. No roadmap for the country or the future from a government that has lost all its credibility”

She added, “Tax payers still have restrictions on withdrawals. Remove all restrictions. And where are the figures for demonetisation? Misleading. Full of jugglery of numbers and hollow words which mean nothing.”

 

কেন্দ্রীয় সরকারের বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বাজেটকে “অনর্থক, ভিত্তিহীন, উদ্দেশ্যহীন কর্মহীন ও হৃদয়হীন” বলে আখ্যা দিয়েছেন।

কেন্দ্রীয় সরকারের বাজেটের সমালোচনা করে তিনি টুইট করে জানান, “কেন্দ্রীয় সরকারের এই বিতর্কিত বাজেট আদপে অনর্থক, ভিত্তিহীন, উদ্দেশ্যহীন কর্মহীন ও হৃদয়হীন। দেশের ভবিষ্যতের কোনও পথনির্দেশ দেননি কেন্দ্রীয় সরকার। এই সরকার সব ধরনের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। এই বাজেট বিভ্রান্তিকর।”

তিনি আরও বলেন, “কর প্রদানকারীদের টাকা তোলার ক্ষেত্রে এখনও নিষেধাজ্ঞা বহাল রয়েছে। সব ধরনের নিষেধাজ্ঞা এই মুহূর্তে তুলে নেওয়া হোক। নোটবাতিল সংক্রান্ত কোনও তথ্য কেন বাজেটে নেই? শুধুমাত্র পরিসংখ্যানের ভেলকি ও ফাঁকা আওয়াজ, যার কোনও অর্থ নেই।”

 

 

Trinamool MPs not to attend first two days of Budget Session

Statement by All India Trinamool Congress Parliamentary Party:

Trinamool MPs will not be present in Parliament on the first two days of the Budget Session in protest against demonetisation which was implemented without taking Parliament into confidence, and restrictions on withdrawal limits from bank accounts which are still in force.

In the ensuing session, Trinamool will, among other issues, raise the issue of the illegal arrest of its Lok Sabha leader and another MP which is a clear case of political vendetta by the ruling party at the Centre by misusing CBI and abusing its power.

 

Issued on behalf of AITC Parliamentary Party,

Derek O’Brien,
Kalyan Banerjee,
Sukhendu Sekhar Roy,
Saugata Roy,
Dinesh Trivedi.

 

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পরিষদীয় দলের পক্ষ থেকে বিবৃতিঃ 

সংসদকে না জানিয়ে কেন্দ্রীয় সরকার নোট বাতিলের সিদ্ধান্ত নেয়। ব্যাঙ্ক থেকে টাকা তোলার বিধি নিষেধও এখনোও তোলা হয়নি। এর প্রতিবাদে বাজেট অধিবেশনের প্রথম দু’দিন সংসদে উপস্থিত থাকবে না তৃণমূলের কোনও সাংসদ।
কেন্দ্রীয় সরকার সিবিআইকে নিজেদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ব্যাবহার করছে এবং লোকসভায় তৃণমূলের দলনেতা ও অন্য একজন সাংসদকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে। আসন্ন অধিবেশনে অন্যান্য বিষয়ের পাশাপাশি এই বিষয়গুলিও সংসদে তুলবে তৃণমূল।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পরিষদীয় দলের পক্ষ থেকে
ডেরেক ও’ব্রায়েন,
কল্যাণ বন্দ্যোপাধ্যায়,
সুখেন্দু শেখর রায়,
সৌগত রায়,
দীনেশ ত্রিবেদী।

अखिल भारतीय तृणमूल कांग्रेस परिषदीय दल के तरफ से बयान:

नोटबंदी के मुद्दे पे संसद को विश्वास में नहीं लेने के कारण और cash withdrawal की सीमा नहीं हटाने के विरोध में , बजट सत्र के पहले दो दिनों में तृणमूल के कोई भी सांसद Parliament में मौजूद नहीं रहेंगे।
आने वाले सत्र में, दूसरे मामलों के साथ, तृणमूल अपने लोक सभा के नेता और दूसरे एक सांसद के अवैध गिरफ़्तारी का मुद्दा उठायेगा। उनकी गिरफ़्तारी राजनैतिक प्रतिशोध का एक नमूना है और जिसे केंद्र के ruling पार्टी ने CBI का ग़लत इस्तेमाल कर और अपनी क्षमता का दुरुपयोग कर सिद्ध किया है।
अखिल भारतीय तृणमूल कांग्रेस परिषदीय दल के तरफ से
डेरेक ओ’ब्रायन,
कल्याण बंद्योपाध्याय,
सुखेंदुशेखर राय,
सौगात राय,
दिनेश त्रिवेदी।

Bengal Govt to launch ‘Gender Budgeting’

Bengal Government is soon going to launch ‘gender budgeting’. Speaking at seminar on condition of women in workplace, Dr Shashi Panja, the Minister for Women and Child Welfare, said that the government would soon launch ‘gender budgeting’.

Through this exercise the government would ascertain how many women are benefiting from various women-centric schemes, the number of female government employees, how much money is being spent on women welfare by various departments, among other things.

The data will help the government chart goals for the future and continue to work for the upliftment of women in society.

 

রাজ্যে চালু হতে চলেছে ‘জেন্ডার বাজেটিং’

রাজ্যে সরকারি চাকরি ও সরকারি প্রকল্প থেকে কত মহিলা উপকৃত হচ্ছেন তা জানতে উদ্যোগী হল রাজ্য সরকার। শনিবার একটি আলোচনাসভায় এই কথা জানান নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা।

তিনি বলেন, রাজ্যের বিভিন্ন দপ্তরে জেন্ডার বাজেটিং এর উদ্যোগ নেওয়া হয়েছে।

কি এই জেন্ডার বাজেটিং? কন্যাশ্রী, বিধবা ভাতা, সবুজ সাথী, স্বনির্ভর যোজনার মত নানা প্রকল্পে কত মহিলা উপকৃত এবং রাজ্যের সরকারি পরিকাঠামোয় কত মহিলা কাজ করছেন, তা জানতেই এই উদ্যোগ। নানা প্রকল্পের লক্ষ্যমাত্রা কতটা পূরণ হয়েছে এবং সেটি পূরণ করতে কি কি প্লানিং দরকার সেটি ঠিক করতে পারবে সরকার।

Unique Sculpture Garden Coming Up At Eco Park In March

A unique sculpture garden which is coming up at Eco Park will be inaugurated in March. The garden will portray through murals and paintings, the history of Bengal from Sri Chaitanya to Satyajit Ray.

There will be 12 murals associated with great movements that had taken place in Bengal from Sri Chaitanya’s time. There will be a mural on the Battle of Plassey. The contribution of Raja Ram Mohan Roy and Bankim Chandra will also be displayed. There will be murals on the Santal and Indigo revolution.

Swami Vivekananda’s call to the youth will also be displayed along with the contribution of Sri Aurobindo, the revolutionary who later became a saint. The contribution of Netaji Subhas Chandra and INA will be displayed. There will be murals on the history of Bengal’s cultural evolution from Lalan Fakir to Kazi Nazrul Islam.

Life of Rabindranath Tagore and setting up of Visva Bharati will also be displayed. There will be a mural of Satyajit Roy and his world of films. Besides the murals, there will be 52 portraits of great personalities coming from different walks of life. There will be portraits of Sri Chaitanya up to Begum Rokeya.

 

ইকো পার্কে চালু হবে ভাস্কর্য উদ্যান

মার্চ মাসে ইকো পার্কে যাত্রা শুরু হবে এক অনন্য ভাস্কর্য উদ্যানের। নানা ছবির মাধ্যমে এই উদ্যানে তুলে ধরা হবে বাংলার ইতিহাস।

শ্রী চৈতন্য মহাপ্রভুর সময় থেকে শুরু করে বাংলায় নানা পর্যায়ের ইতিহাস সংক্রান্ত ১২টি ছবি থাকবে এখানে। পলাশীর যুদ্ধ, রাজা রামমোহন রায়, বঙ্কিম চন্দ্রের অবদান তুলে ধরা হবে। সাঁওতাল বিদ্রোহ থেকে শুরু করে নীল বিদ্রোহের ইতিহাসও থাকবে এখানে।

স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ বাহিনীর সাথেও স্থান পাবে লালন ফকির ও নজরুলের কথাও। রবীন্দ্রনাথের জীবনীও বিষয় হবে এখানকার একটি ছবির। সত্যজিৎ রায়ের সিনেমা নিয়েও থাকবে ছবি।

এছাড়াও ৫২জন মনীষীর প্রতিকৃতি থাকবে এই উদ্যানে।

Workers throng Shramik Mela 2017

Over 10,000 workers attended the Shramik Mela 2017 that made them aware of the facilities and schemes they are entitled to avail. An initiative by the state labour department, the Shramik Mela has been a yearly feature of the Mamata Banerjee government, creating awareness among workers.

The programme informs participants of the different labour schemes and benefits that they are entitled to avail. It also allows them to interact with industry owners and government authorities. About 30 stalls were set up in the mela this year. Issues related to labour laws and schemes, including minimum labour wages, were discussed at the mela.

The state labour department has been working to provide ‘Samajik Mukti’ card to about 1.5 crore workers of the unorganised sector in Bengal.

Six new books by Mamata Banerjee at 41st International Kolkata Book Fair

Bengal Chief Minister Mamata Banerjee’s relentless fight against demonetisation has become the theme for one of her books released at the 2017 Kolkata International Book Fair. Note-Kotha details her fight against this anti-people decision of the Central Government. This is one of the six books that Mamata Banerjee has written, that have been released at the book fair this year.

Another major release is Singur Joyee, her book on the successful fight for farmers’ rights in Singur, a fight that has become a milestone in the crusade for land rights worldwide, and of course a landmark in the Mamata Banerjee’s illustrious career in public life.

Manusher Joy 2016 is based on Mamata Banerjee’s successful campaign for the 2016 Assembly election, which resulted in the Trinamool Congress Government winning the mandate for a second successful five-year term.

The other three books written by the Chief Minister that released at the 2017 Book Fair are Byaktityo, a book of poems, Namanjoli Dwitiyo, the second part of her book of names, and Khushbu.

The Chief Minister has expressed her happiness at being able to have written six books, despite her busy schedule. With these six, Mamata Banerjee has completed 69 books.

 

বইমেলায় মুখ্যমন্ত্রীর ৬ বই

বইমেলায় পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লেখা ৬টি বই। নোট বাতিল নিয়ে তাঁর লেখা বই ‌‘‌নোট কথা’‌। নোট বাতিলের ফলে দেশ জুড়ে যে ভোগান্তি হয়েছে তারই প্রতিবাদে এই বইটি।

নোট বাতিল কাণ্ডের আগে সিঙ্গুর নিয়ে সুপ্রিম কোর্ট রায় দেয়। কৃষকদের জমি ফিরিয়ে দিতে বলে। বৃত্ত সম্পূর্ণ হয় মমতা ব্যানার্জির ১০ বছরের আন্দোলনের। জমি আন্দোলনের ইতিহাস ও গতিপ্রকৃতির কথা রয়েছে মুখ্যমন্ত্রীর ‘‌সিঙ্গুর জয়ী’‌ বইটিতে।

এ ছাড়া ‘‌নামাঞ্জলি ২’‌, ‘‌ব্যক্তিত্ব’‌, ‘‌মানুষের জয় ২০১৬’‌ এবং ‘‌‌মহাশ্বেতা দেবী ‌এক জীবনেই স্মৃতিকথা সংগ্রহ’‌। বইগুলি প্রকাশ করেছে দে’‌জ পাবলিশার্স। বইগুলি থাকবে বইমেলায় জাগো বাংলার স্টলে।

‘‌মানুষের জয় ২০১৬’‌ নামটি বলছে তৃণমূলের দ্বিতীয়বার বিধানসভা নির্বাচন জয়ের কথা। বইটি তিনি উৎসর্গ করেছেন সাধারণ মানুষকে।‌

 

 

 

Isolate those who are trying to disturb the peace in Bengal: Mamata Banerjee

Those damaging public property will have to pay compensation from now, Chief Minister Mamata Banerjee announced today.

She was speaking at the Khadya Sathi Dibas function at Red Road, Kolkata. She said a Bill regarding this will soon be placed in the State Assembly.

The CM said: “Some parties are trying to incite violence and riots. Bengal will not tolerate their motives”. She appealed to the people not to “pay heed to the misinformation and rumour-mongering of some political parties.”

She also asked people to “ignore and isolate the destructive elements who are trying to disturb the peace in the State”. She also appealed to the people not to take law into their own hands. “The government is with you,” the Chief Minister added.

 

উদ্ভ্রান্ত, উশৃঙ্খল লোকেদের প্ররোচনায় পা দেবেন নাঃ মমতা বন্দ্যোপাধ্যায় 

যারা সরকারি সম্পত্তি নষ্ট করবে তাদের ক্ষতিপূরণ দিতে হবে, আজ একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

খাদ্যসাথী দিবস উপলক্ষে রেড রোডে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি জানান, খুব শীঘ্রই রাজ্য সরকার এই সংক্রান্ত বিল আনবে।

তিনি বলেন, “কিছু কিছু রাজনৈতিক দল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। বাংলা এসব বরদাস্ত করবে না”। কোনরকম প্ররোচনায় পা না দেওয়ারও আবেদন জানান মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, “যারা বাংলার শান্তি নষ্ট করতে চাইছে তাদের ইগনোর করুন, আইসোলেট করুন। কোন রকম সমস্যায় পড়লে সরকার মানুষের পাশে আছে, কেউ নিজের হাতে আইন তুলে নেবেন  না”।

 

 

Bengal Govt to start environment-friendly CNG bus service in Asansol-Raniganj

Bengal government is committed towards prevention of pollution levels in the State. To achieve this goal, the government is taking several initiatives. The government is going to introduce environment-friendly buses in the State.

The Chief Minister will flag off seven CNG buses today on the sidelines of Khadya Sathi Dibas and Police investiture ceremony. The buses will start plying on the roads for public from 30 January, 2017.

Two private bus manufacturing companies have been given the contract to make 20 CNG buses, out of which 10 are ready. Seven of these will be displayed at Red Road today. The CNG bus service will be initially rolled out in Asansol-Raniganj region.

 

রাজ্যে পরিবেশ-বান্ধব সিএনজি বাস পরিষেবা চালু করছে রাজ্য সরকার

দূষণ রোধের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। সেই মতোই সারা রাজ্য জুড়ে পরিবেশ-বান্ধব বাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

সেই পরিকল্পনা অনুযায়ী আজ রেড রোডে সাতটি সিএনজি বাস উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিবেশ-বান্ধব বাসগুলি রেড রোডের প্রদর্শনীতেই প্রথম বার পথে নামবে। এর পর ৩০ তারিখ থেকে তা রাস্তায় চলবে।

রাজ্য সরকার দু’টি বাস প্রস্তুতকারী সংস্থাকে মোট ২০টি বাস তৈরির জন্য বরাত দিয়েছে। তার মধ্যে ৭টিকে রেড রোডে এ দিন বের করা হবে। এই পরিষেবা প্রথমে রানিগঞ্জ ও আসানসোলের মধ্যে চালু করা হবে ।