Bengal Govt to lay underground cables for TV & internet

Following the instruction of Chief Minister Mamata Banerjee, the State Government has decided to lay underground cables for the transmission of television and internet services across the 126 municipalities and six municipal corporations.

The project would be overseen by the State Government’s Urban Development and Municipal Affairs Department. The cables would be laid by the process of microtunnelling.

Soon, the department would hold meetings with multi-system operators (MSO), cable operators and telecom firms, for whom the cables would be laid, to explain to them the government’s stand as well as listen to their suggestions. It has been decided, as of now, that a certain amount of money would have to be paid by them in lieu of the work to be done by the government.

The initiative is under the newly-introduced scheme, Green City Mission, which aims at developing sustainable and eco-friendly ‘Green and Clean Cities’ and planned development of all the municipal cities and towns of Bengal.

 

রাজ্য জুড়ে টিভি-ইন্টারনেটের কেবল নেওয়া হবে ভূগর্ভ দিয়ে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার রাজ্য জুড়ে টিভি চ্যানেল এবং ইন্টারনেট পরিষেবার কেবল মাটির নীচ দিয়ে নিয়ে যাওয়া হবে।

রাজ্যের ১২৬টি পুরসভা এবং ছ’টি পুরনিগম এলাকাতেই এই ব্যবস্থা করা হবে। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী এই কেবল মাটির তলা দিয়ে করার নির্দেশ দিয়েছেন। গ্রিন সিটি প্রকল্পের আওতায় সমস্ত পুরসভায় এই কাজ করা হবে।

মাইক্রো টানেলিং ব্যবস্থার মাধ্যমে এই প্রকল্প করা হবে। ফুটপাথের তলা দিয়ে এই মাইক্রো টানেলগুলি বসানো হবে। তার মধ্যে দিয়ে কেবলগুলি নিয়ে যাওয়া হবে।

খুব শীঘ্রই এবিষয়ে পুরসভাগুলি, এমএসও এবং কেবল অপারেটরগুলি সঙ্গে বৈঠক করা হবে। এই কাজ করার জন্য কেবল অপারেটর, টেলিকম সংস্থা বা এমএসও’দের পুরসভাকে একটা টাকা দিতে হবে। পাশাপাশি তাদের এবিষয়ে কি কি দাবি আছে তাও শোনা যাবে।

Source: Bartaman

Major fish hub coming up in Tapandighi (Dakshin Dinajpur)

A major fishery project is coming up at Tapandighi in Dakshin Dinajpur district, at an investment of Rs 54 crore. It would cover an area of 108.52 acres, 85 acres of which would comprise of water bodies. The project is being undertaken by the Bengal Government’s Fisheries Department.

The project would be a fish hub, and would thus enable several activities under one roof – cultivating fish, selling to wholesalers, long-term storage in modern cold storages, processing and packaging of fish, making arrangements for transporting to various markets, etc. Fish sellers from other places would be able to sell their catch to wholesalers too, for which a building called Action House would be constructed.

The State Fisheries Development Corporation, which is under the Fisheries Department, is the agency overseeing the hands-on work. Being a project at such a large scale, it is expected to take three years for completion.

Besides the fishery project, there would also be an eco-park and a biodiversity park. These would attract tourists and would form a source of income for the hub. Infrastructure would be constructed for the boarding of 25 to 30 tourists at one go.

This project would establish the primacy of fish cultivators and sellers of Bengal in the fish trade in northern Bengal and north-eastern India. It would also ensure the employment of about 1,000 people.

তপনদিঘিতে ৫৪ কোটি টাকা ব্যয়ে বড় মৎস্য প্রকল্প গড়ছে রাজ্য

দক্ষিণ দিনাজপুরের তপনদিঘিতে প্রায় ৫৪ কোটি টাকা ব্যয়ে এবার বড়সড় মৎস্য প্রকল্প গড়তে চলেছে রাজ্য সরকার। জেলা পরিষদ এবং মৎস্য দপ্তর (রাজ্য মৎস্য উন্নয়ন নিগম) যৌথভাবে এই প্রকল্প রূপায়িত করতে চলেছে।

মৎস্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাছ উৎপাদন, নিলাম করা, মজুত করা, তা বিক্রির জন্য বিভিন্ন বাজারে পৌঁছে দেওয়া ইত্যাদিকে একই ছাতার তলায় আনতে তপনদিঘিতে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। রাজ্যে আর কোথাও এমন প্রকল্প নেই।

মৎস্য দপ্তর সূত্রের দাবি, তপনদিঘিতে একটি ‘ফিশ-হাব’ তৈরীর পরিকল্পনা পুরোপুরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত। কীভাবে তা বাস্তবায়িত করা যায়, সেবিষয়ে পরিকল্পনা রূপায়ণের দায়িত্ব দেওয়া হয়েছিল মৎস্য দপ্তরকে। সেই মতো কাজ করছে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম (এসএফডিসি)। ইতিমধ্যেই তারা ডিপিআর তৈরী করে ফেলেছে।

দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ১০৮.৫২ একর জায়গা জুড়ে এই প্রকল্পটি তৈরি করা হচ্ছে। যার মধ্যে ৮৫ একর জলাশয়। সেখানে মাছ চাষ ছাড়াও দিঘির একপাশে কলকাতার আদলে একটি ইকো পার্ক ও জীব-বৈচিত্র্য পার্ক তৈরী করা হবে। সেইসঙ্গে যেহেতু এই এলাকায় প্রচুর পাখি আসে, তাই তাদের কথা মাথায় রেখে কয়েকটি বার্ড ওয়াচ টাওয়ারও তৈরি করা হচ্ছে।

পাশাপাশি একটি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র ও আলোচনা কেন্দ্রও তৈরি করা হবে। এছাড়াও ফুড কোর্ট এমনকী পর্যটকদের থাকার জন্য পরিকাঠামোও এখানে তৈরি করা হচ্ছে। দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ফিশ-হাবের পাশাপাশি পর্যটক টানতে সৌন্দর্যায়নের কথা মাথায় রেখেই একাংশে কৃত্রিমভাবে প্রকৃতিতে ফুটিয়ে তোলা হবে। সেখানে একলপ্তে ২৫- ৩০ জন পর্যটক যাতে থাকতে পারেন, সেই পরিকাঠামো তৈরি করা হচ্ছে।

এই প্রসঙ্গে রাজ্যের মৎস্যমন্ত্রী বলেছেন, শুধু বাজার ধরাই নয়, ছোট-বড় মাছ চাষের মাধ্যমে মৎস্যজীবীদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করাই সরকারের লক্ষ্য। একারণে সেখানে মৎস্যজীবীদের আলাদা প্রশিক্ষণ ও কর্মশালা করারও ব্যবস্থা করা হবে।

Image is representative

Bengal Panchayat Dept presents success of Ushar Mukti Scheme through coffee table book

The success of the Ushar Mukti Scheme, being implemented by the Bengal Government’s Panchayats and Rural Development Department, in transforming fallow land to cultivable land, has been showcased through a coffee table book, titled Transforming Land and Lives.

The scheme is being implemented through the Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) Scheme in Jhargram, Purulia, Bankura, Birbhum, Paschim Medinipur and Purba Bardhaman districts, covering 55 blocks, 472 gram panchayats and more than 2,000 watershed areas. The total area under the project will be around 14 lakh hectares.

The book is being done by the department. The book will have 110 pictures, of which 15 will be full-page pictures. The success stories will have an English and a Bengali version on each page. The 70 to 80-page book will be accompanied by an eight to 12-page ‘brief folder’, which will be added to the book jacket.

Two examples of success stories are the large mixed-fruit orchards which have been planted at Keshavpur village in Dunishol gram panchayat and at Duttakeshavpur village in Punishol gram panchayat, both in Bankura district’s Onda block.

 

অনাবাদী জমিকে ফসলি করার উপাখ্যান নিয়েই মলাটবন্দি হচ্ছে ‘ঊষার মুক্তি’

এ রাজ্যে অনাবাদী, রুক্ষ জমিতে ফসল ফলানো ১০০ দিনের প্রকল্পের অন্যতম কর্মসূচি। ‘ঊষার মুক্তি’ নামে এই কর্মসূচির সাফল্যকে মলাটে মুড়ে বইয়ের আকারে প্রকাশ করছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। বইয়ের নাম দেওয়া হয়েছে ‘কফি টেবিল বুক’।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় আপাতত পাইলট প্রজেক্ট হিসেবে বাঁকুড়ার ওন্দা ব্লকের অভাবনীয় সাফল্যকে ঘিরেই আবর্তিত হবে পঞ্চায়েত দপ্তরের এই প্রয়াস। এরপর জঙ্গলমহলের রুক্ষ অনাবাদী পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বীরভূমের বিভিন্ন ব্লকে অনাবাদী জমি কীভাবে ফসলি হয়ে উঠেছে, তার বিবরণও সাধারণ মানুষের সামনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

অনাবাদী, রুক্ষ জমিতে কীভাবে ফসল ফলানো হয়েছে, ইংরেজি ও বাংলায় লেখা সেরকম ২০টি প্রতিবেদন দিয়েই তৈরি হচ্ছে বইটি। এই বইয়ে রাখা হচ্ছে ১১০টি ছবি, যার মধ্যে ১৫টি থাকছে পাতাজুড়ে। বইয়ের প্রতি পাতায় থাকছে একটি ইংরেজি ও একটি বাংলায় লেখা সাফল্যের ‘গল্প’। ৭০ থেকে ৮০ পাতার এই বইয়ের সঙ্গে থাকছে ৮ থেকে ১২ পাতার একটি ‘ব্রিফ ফোল্ডার’ও। কফি টেবিল বুকের জন্য তৈরি সুদৃশ্য জ্যাকেটের সঙ্গেই থাকবে এই ব্রিফ ফোল্ডারটি।

Source: Bartaman

Bengal’s Khadya Sathi scheme earns high praise from the Centre

The Centre has appreciated the fact that the Bengal Government provides fortified atta, or dough (by adding vitamins) to its populace at no extra cost to them, under the Khadya Sathi Scheme.

This was recently stated by the Union Health Minister at a recent meeting with the health minister and the health secretaries of the states and union territories in New Delhi.

For enriching the atta with vitamins, the State Government undertakes an additional expenditure of Rs 1.5 per kg. Yet it provides this enriched atta to the people at the same Rs 2 per kg, the subsidised price for just plain wheat.

Thus, by not charging any additional amount, the State Government provides its citizens an annual subsidy of Rs 65 crore for this vitamin-enriched atta.

It must be mentioned here that the state converts the wheat it gets under the Central Food Security Act into atta at its own cost too.

 

ভর্তুকি দিয়ে রাজ্যে ২ টাকা কেজি আটা, মুখ্যমন্ত্রীকে বাহবা দিল কেন্দ্র

গণবণ্টন ব্যবস্থায় ‘ভিটামিনযুক্ত আটা’ দেওয়ার জন্য রাজ্যবাসীর কাছ থেকে কোনও বাড়তি পয়সা নেয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। উলটে প্রায় ৬৫ কোটি টাকা ভর্তুকি দেয়। জাতীয় খাদ্য সুরক্ষার অধীনে কেন্দ্র দু’টাকা কিলো দরে গম দেয়। কিন্তু সেই গম থেকে আটা তৈরি এবং তার পুষ্টিগুণ বাড়াতে ভিটামিন যুক্ত করার জন্য প্রতি কেজিতে দেড় টাকা অতিরিক্ত খরচ হয়। কিন্তু তা সত্ত্বেও রাজ্য গ্রাহকের কাছ থেকে কোনও বাড়তি পয়সা নেয় না। কেন্দ্রের থেকেও অতিরিক্ত সহায়তা চায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করল কেন্দ্র।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং সচিবদের নিয়ে এক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানালেন, খুবই প্রশংসনীয় উদ্যোগ। অন্য রাজ্যগুলিও যাতে এরকম উদ্যোগ নেয়, তার জন্য বলব।

জাতীয় খাদ্য সুরক্ষা আইন মোতাবেক ২ টাকা কেজি দরে গম এবং ৩ টাকা কেজি দরে চাল দেওয়া হচ্ছে। কিন্তু এরপরেও পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীকে সস্তায় চাল, আটা দিতে ভর্তুকি দেন। প্রতি কিলো চালে এক টাকা করে ভরতুকি দেয় রাজ্য। তাই চালও মেলে দু’ টাকা দরে।

একইসঙ্গে কেন্দ্র গম দিলেও গ্রামীণ এলাকায় তা ভিটামিন যুক্ত আটায় পরিণত করে রাজ্য। একাজে সরকারের ৬৪ কোটি ৭২ লক্ষ টাকা খরচ হয়। অন্ত্যোদয় অন্ন যোজনার গ্রাহকরা এই আটা পান। মমতার সরকারের এই উদ্যোগই দিল্লিতে প্রশংসিত হয়েছে। পাশাপাশি ‘প্রায়োরিটি হাউসহোল্ডে’র ক্ষেত্রে জাতীয় খাদ্য সুরক্ষা যোজনায় সাড়ে তিন টাকা কেজি দরে আটা দেওয়া হয়।

Source: Bartaman

No better alternative to strengthening the rural economy than cooperative societies: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated and presided over a session on ‘Socio-economic Development Under Cooperatives’ at the Netaji Indoor Stadium in Kolkata.

Senior ministers of the government were present at the thought-provoking session.

In the last six years, the State Cooperation Department has achieved numerous successes. A new initiative named ‘Sufala’ has been undertaken. The venture is meant to ensure that farmers get remunerative price on their yields and at the same time produce of good quality is made available to consumers at a reasonable price.

Several cold storages and seed processing units have been constructed, which have proven to be extremely useful to farmers.

 

Salient points of the Chief Minister’s speech

 

  • There is no better alternative to strengthening the rural economy than cooperative societies. Almost 18 lakh families are associated with cooperative societies, of whom 2 lakh belong to self-help groups. Among self-help group members, 88 per cent are women.
  • The amount of capital with self-help groups has to be increased from Rs 30,000 crore to Rs 1 lakh crore. For this we have to work very hard. The process has to be transparent, there has to be a discipline. There needs to be regular auditing too.
  • Some crucial steps need to be taken, like computerisation, training, improvement in administration, improvement in internal structures, etc.
  • To find solutions to your problems, a high-level committee under the chief secretary would be formed, which would submit a report in six months.
  • It’s a good thing that the cooperative societies are being equipped with ATMs and mobile banks. These mobile banks, set up on cycle vans, will brings banking services to the doorsteps of those locking access to banks.
  • Some people just give orders to bring about digitisation. But we have made that into a reality. Bengal is number one in India in terms of digitisation.
  • Bengal is number one in e-governance. Though having different viewpoints, the Central Government has had no option but to bestow the award for being the best in e-governance on Bengal.
  • The Bengal Government has given 69 lakh Kisan Credit Cards to farmers in the state, of which 26 lakh have been distributed by the cooperative societies. The cooperative societies have helped the State Government a lot in procuring paddy directly from farmers; they have procured 28 lakh metric tonnes from farmers.
  • A lot more warehouses need to be constructed. There is scope for the cooperative societies to improve much on all aspects of their working.
  • Our government has absolved farmers from paying back their loans. Farmers are our pride. The government provides them all possible help. To the flood-affected farmers, we have gives Rs 1,200 crore. From Rs 91,000 during 2010-11, the average annual income of farmers in Bengal has climbed to Rs 2 lakh.
  • This year, the government has decided to advance loans to the tune of Rs 1,000 crore to the cooperative societies. The societies should be given more opportunities.
  • Sufala Banks have been set up. Earlier, the capacity for storing foodgrains in warehouses was 8 lakh metric tonnes, now it has been increased by another 30,000 metric tonnes. The business of cooperative banks has increased to Rs 1,000 crore annually. In the coming days, it is the cooperative societies of Bengal that will show the way for the rest of the country.
  • During demonetisation, people had to face a lot of trouble. They could neither deposit money nor take loans. We had even appealed to the President about this.
  • The cooperative banks have to be more proactive. Our government will always help them to become the best in the country. All government scholarships are given out through banks. If you improve the standards of your banks, we would be able to distribute scholarship money through cooperative banks too.
  • If cooperative banks are able to give out interests on deposits and loans on time, they can become as powerful as public-sector banks. You should see to it that the people’s money is safe in your hands. The money should not be wasted on purpose. The cooperative banks should be careful to not incur any losses.
  • I appeal to the banks to extend more loans to farmers and to self-help groups, so that they are able to work properly. My firm belief is that, one day, the cooperatives of Bengal will become the model for the whole country.

 

 

গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার জন্য সমবায় সমিতির কোন বিকল্প নেইঃ মুখ্যমন্ত্রী

আজ নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে সমবায় দপ্তরের উদ্যোগে ‘আর্থ-সামাজিক উন্নয়নে সমবায়’ শীর্ষক আলোচনা সভার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত সাড়ে ছয় বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমবায় দপ্তর বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের নজির সৃষ্টি করেছে।

সমবায় দপ্তর যে নতুন উদ্যোগটি নিয়েছে, তার নাম হল ‘সুফলা’। এই উদ্যোগের উদ্দেশ্য হল চাষিরা যাতে তাদের উৎপাদনের সঠিক মূল্য পান, পাশাপাশি ক্রেতারাও যাতে ন্যায্য মুল্যে সঠিক মানের দ্রব্য পান। প্রচুর শীতল ঘর ও বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরী করা হয়েছে, যা চাষিদের জন্য খুব উপযোগী হিসেবে প্রমানিত হয়েছে।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

 

  • গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার জন্য সমবায় সমিতির কোন বিকল্প নেই। প্রায় ১৮ লক্ষ পরিবার এই সমিতির সাথে যুক্ত আছে এর মধ্যে রয়েছে ২ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী।স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের মধ্যে ৮৮% মহিলা।
  • সমবায় সমিতির আমানতের পরিমাণ ৩০ হাজার কোটি টাকা থেকে ১ লক্ষ কোটি টাকা করতে হবে। এটা করার জন্য অনেক পরিশ্রম করতে হবে। শৃঙ্খলার মধ্যে দিয়ে করতে হবে, স্বচ্ছতা বজায় রাখতে হবে, নিয়মিত অডিট করতে হবে।
  • বেশ কিছু পদক্ষেপ নিতে হবে। যেমন – কম্পিউটারাইজেশন, কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া, পরিচালন ব্যবস্থা উন্নয়ন, আভ্যন্তরীণ বিকাশ ইত্যাদি।
  • আপনাদের সব সমস্যা দেখার জন্য মুখ্য সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করা হবে। ৬ মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে এই কমিটি।
  • এ টি এম ও ভ্রাম্যমাণ মোবাইল চালু করা হল, নিঃসন্দেহে এটা খুব ভালো কাজ। যারা ব্যাঙ্কের পরিষেবা পায় না সেখানে এগুলো চালু করুন তাহলে এই মোবাইল ভ্যান গুলো সেখানকার মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে পারবে।
  • কেউ কেউ মুখে বলে ডিজিটাল করো, কিন্তু করতে পারে না। আমরা কাজে করে দেখাই। ডিজিটাইজেশনে আজ ভারতের মধ্যে বাংলা ১ নম্বরে।
  • ই-গভর্ন্যান্সে আজ বাংলা ১ নম্বরে। মতের মিল না হলেও আমাদের কাজের জন্য কেন্দ্রীয় সরকার আমাদের এই পুরস্কার দিতে বাধ্য হয়েছে।
  • সরকার ৬৯ লক্ষ কিশান ক্রেডিট কার্ড দিয়েছে তার মধ্যে ২৬ লক্ষ কিশান ক্রেডিট কার্ড বিতরণ করেছে সমবায় সমিতি। ধান উৎপাদনে সমবায় সমিতিগুলি কৃষকদের থেকে সরাসরি ধান কিনতে সরকারকে অনেক সাহায্য করেছে। কৃষকদের কাছ থেকে এবার ২৮ লক্ষ মেট্রিক টন ধান নিয়েছে এই সমিতিগুলি।
  • আরও বেশি ওয়্যার হাউসিং তৈরি হোক, যাতে গোডাউনের সংখ্যা বাড়ে এবং আগামী দিনে আরও বেশি উৎপাদন ও কাজের মধ্যে দিয়ে আপনারা শ্রেষ্ঠত্বের শিরোপা পেতে পারেন।
  • কৃষিজমির খাজনা আমরা মুকুব করে দিয়েছি। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আমরা ১২০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছি।কৃষকরা আমাদের গর্ব। সরকার কৃষকদের সবরকম সহযোগিতা করছে। ২০১-১১ সালে কৃষকদের আয়ের পরিমাণ ছিল ৯১ হাজার টাকা এখন তা বেড়ে হয়েছে ২ লক্ষ টাকা।
  • এই বছরে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে দেওয়ার জন্য ১০০০ কোটি টাকা ঋণ ধার্য করা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও বেশি করে সুযোগ দেওয়া উচিত।
  • সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনা হবে। তারা বছরে ৫ লক্ষ টাকা করে স্বাস্থ্য বীমা পারবে।
  • ‘সুফলা’ ব্যাঙ্ক তৈরি করা হয়েছে। আগে শস্য সংরক্ষণ ক্ষমতা ছিল ৮ লক্ষ মেট্রিক টন, আরও ৩০০০০ মেট্রিক টন বাড়ানো হয়েছে। ব্যবসা বেড়েছে ১ হাজার কোটি টাকা। আগামী দিনে এই সমবায় ব্যাঙ্কগুলি সারা ভারতবর্ষকে পথ দেখাবে। সমবায় সমিতিগুলো সমাজের গর্ব হোক।
  • নোট বন্দির সময় মানুষ অনেক সমস্যায় পরেছিলেন, টাকা জমা দিতে পারছিলেন না, ঋণ নিতে পারছিলেন না, তখন আমরা রাষ্ট্রপতির কাছে গিয়ে আর্জি জানিয়েছিলাম।
  • সমবায় দপ্তরকে আরও সক্রিয় হয়ে ভালো করে কাজ করতে হবে। তাদের ১ নম্বর স্থানে নিয়ে যাওয়ার জন্য সব রকম সাহায্য করবে সরকার। আমরা সব স্কলারশিপের টাকা ব্যাঙ্কের মাধ্যমে দিই, আপনারা স্বাবলম্বী হলে আমরা আপনাদের মাধ্যমে এই টাকা গুলো দিতে পারব।
  • সময়মতা জনগণের টাকা ফেরত দিলে, সময়মতা ঋণ দিতে পারলে এই সমবায় সমিতিগুলো রাষ্ট্রীয় ব্যাঙ্কের মত শক্তিশালী হবে। মানুষের টাকা যাতে আপনাদের কাছে সুরক্ষিত থাকে তা দেখতে হবে। কেউ যেন এই টাকা তছনছ না করে, লোকসান যাতে না হয় সেদিকে নজর রাখতে হবে।
  • সমবায় সমিতিগুলোর কাছে অনুরোধ কৃষক ও স্বনির্ভর গোষ্ঠীদের আপনারা বেশি করে ঋণ দিন, যাতে তারা ভালো করে কাজ করতে পারে। আমার বিশ্বাস সারা ভারতে একদিন মডেল হবে এই সমবায় সমিতিগুলি।

Fisheries science and veterinary colleges to come up in Jalpaiguri dist

Two specialised educational institutions are coming up in north Bengal – one for teaching fisheries science and the other for teaching veterinary sciences. Both are being set up by the Bengal Government and will be located at Mainaguri in Jalpaiguri district.

With these two, the government is going to fulfil a long-standing demand of the student community. All such institutions are currently located in south Bengal.

Rs 251 crore has already been allotted for the construction of the two colleges, which are going to come up on 151 acres. Courses would start in 2019.

Currently, veterinary and fisheries sciences are taught at West Bengal University of Animal and Fishery Sciences in Belgachia in Kolkata, with an Extension Centre at Lodhashuli in Jhargram district, and at Bidhan Chandra Krishi Viswa Vidyalaya in Mohanpur in Nadia district.

প্রাণী ও মৎস্যবিজ্ঞান কলেজ উত্তরবঙ্গে

 

রাজ্যে প্রাণী ও মৎস্যবিজ্ঞান শিক্ষার প্রতিষ্ঠান আপাতত দু’টি এবং দু’টিই দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে নেই একটিও। সেই ঘাটতি জোড়া কলেজ দিয়ে পূরণ করে দিতে চাইছে রাজ্য সরকার। একই সঙ্গে ভেটেরিনারি বা প্রাণী কলেজ এবং ফিশারিজ সায়েন্স বা মৎস্যবিজ্ঞান কলেজ পাচ্ছে উত্তরবঙ্গ। জলপাইগুড়িতে খুব শীঘ্রই ওই দু’টি কলেজ গড়ে তুলবে রাজ্য।

ওই দু’টি কলেজ তৈরিতে বিশ্ববিদ্যালয়কে আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার। দু’টি প্রকল্পই রূপায়ণ করবেন বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ।

রাজ্য সরকার ওই দু’টি কলেজ তৈরির জন্য ইতিমধ্যেই প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়কে ২৫১ কোটি টাকা বরাদ্দ করেছে। দু’টি প্রতিষ্ঠানের জন্য জলপাইগুড়ির ময়নাগুড়িতে প্রায় ১৫১ একর জমি দেখা হয়েছে।

ফেব্রুয়ারিতেই নতুন দু’টি কলেজ তৈরির কাজ শুরু হবে। ২০১৯ সালে নতুন দু’টি কলেজের পঠনপাঠন শুরু হয়ে যাবে।

সেই সঙ্গে ঝাড়গ্রামের লোধাশুলিতে ৪০ একর জমিতে প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের এক্সটেনশন সেন্টার গড়ে তোলা হচ্ছে। ঝাড়গ্রামে পশু-প্রজনন কেন্দ্র তৈরি হবে। ‘ব্ল্যাক বেঙ্গল গোট’ ও ঘুংড়ু প্রজাতির শুয়োর চাষ হবে সেখানে।

Bengal Govt speeds up process for setting up regional airports

The State Government has expedited the process of developing airports in Malda, Purulia and Balurghat. The State Public Works Department (PWD) is carrying out the developmental work.

It is learnt that a completely new airport in Malda, on the existing one spread across 114 acres of land, will come up at a projected cost of Rs 13 crore. Among other infrastructural facilities, an administrative building and an all-new air traffic control (ATC) will be set up. The development of the other regional airports will cost a similar amount.

This step has been taken after an expert organisation prepared the detailed project report (DPR) as per the set guidelines of the Airports Authority of India (AAI).

Following Chief Minister Mamata Banerjee’s plans, the Bengal Government is taking concrete steps to ensure inter-district air connectivity across the state. This includes a network of helipads as well, of which 26 have been set up. Recently, a decision was taken to construct a helipad in the newly set up district of Jhargram.

আঞ্চলিক বিমানব্যবস্থাকে উন্নত করছে রাজ্য সরকার

মালদা, পুরুলিয়া ও বালুরঘাটের বিমানবন্দর তৈরীর কাজকে আরও ত্বরান্বিত করছে রাজ্য সরকার। এই বিমানবন্দরগুলি তৈরীর কাজ করছে রাজ্য পূর্ত দপ্তর।

১৩ কোটি টাকা খরচে ১১৪ একর জমির ওপর তৈরি হতে চলেছে মালদা বিমানবন্দর। অন্যান্য পরিকাঠামোগত সুবিধার পাশাপাশি একটি প্রশাসনিক ভবন ও একটি এয়ার ট্রাফিক কন্ট্রোলও তৈরী হবে। এয়ারপোর্ট অথারিটি অফ ইন্ডিয়ার একটি বিশেষজ্ঞ সংস্থা ডিপিআর তৈরী করার পরেই এই কাজ শুরু হয়।

মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকার আঞ্চলিক বিমানব্যবস্থা উন্নত করতে উদ্যোগী হয়েছে। রাজ্যজুড়ে জেলায় জেলায় তৈরী হচ্ছে হেলিপ্যাড; ২৬ টি ইতিমধ্যেই তৈরী হয়ে গেছে। নবনির্মিত জেলা ঝাড়গ্রামেও একটি হেলিপ্যাড তৈরীর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

Source: Millennium Post

infrastructure bengal

Bengal’s SEEDN system to ensure uninterrupted power supply

The Bengal Power Department has decided to introduce state-of-the-art technology system to guarantee uninterrupted supply of power at a steady voltage to each and every part of the state. The system is known as SEEDN (strengthening and extension of electricity distribution network).

The SEEDN system will check power loss during distribution as a result of fluctuating voltage, and benefit around 1.78 crore consumers. Farmers will also be benefitted with the introduction of this modern technology.

The State Government has also started a project of supplying power for irrigation through a dedicated line. There is a huge consumption of power all through the year for draining water for supplying it to crops, which goes up during paddy cultivation.

অবিচ্ছেদ্য বিদ্যুৎ সরবরাহের জন্য রাজ্য সরকার চালু করল SEEDN ব্যবস্থা

 

রাজ্য বিদ্যুৎ পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে রাজ্যের প্রতিটি কোনে একই ভোল্টেজে অবিচ্ছেদ্য ভাবে বিদ্যুৎ সরবরাহ করবে। এই ব্যবস্থার নাম SEEDN (strengthening and extension of electricity distribution network)।

ভোল্টেজ ফ্লাকচুয়েশন বন্ধ করে, সরবরাহের সময় বিদ্যুৎ অপচয় কমাবে এই এসইইডিএন সিস্টেম। ফলে হওয়া বিদ্যুৎ ঘাটতি কমবে এবং এর ফলে উপকৃত হবে ১.৭৮ কোটি গ্রাহক। এই নতুন প্রযুক্তিতে উপকৃত হবেন চাষিরাও।
Source: Millennium Post

Labour Dept for massive campaign to bring in more people under SSY

0The State Labour Department is going to start a massive campaign soon to bring in more people from the unorganised sectors under Samajik Suraksha Yojana (SSY).

Already, 92 lakh people have been made beneficiaries of different schemes under SSY. The department also introduced an online system last October to enable people from any part of the state to apply for schemes under SSY without having to visit the offices of the department.

It may be mentioned that SSY was introduced by converging the social security schemes for construction workers, transport workers, bidi workers and workers in other unorganised sectors. Under the scheme, they get education benefits for their children, support for marriage of two of their daughters, health cards and other benefits.

In this connection, it also needs mention that the Trinamool Congress Government started the Samarthan Scheme last February for unorganised sector workers from Bengal working in other states, left jobless after the promulgation of demonetisation by the Central Government, which has turned out to be a massive fraud committed on the people of the country.

 

সামাজিক সুরক্ষা প্রকল্পে আরও মানুষকে সংযুক্ত করতে প্রচার শ্রম দপ্তরের

 

অসংগঠিত ক্ষেত্রের আরও শ্রমিককে সামাজিক সুরক্ষা প্রকল্পে সংযুক্ত করতে সচেতনতা প্রচার করবে রাজ্য শ্রম দপ্তর।

ইতিমধ্যেই সামাজিক সুরক্ষা প্রকল্পের অন্তর্গত বিভিন্ন প্রকল্পে ৯২ লক্ষ মানুষ উপকৃত। গত বছর অক্টোবর মাসে রাজ্য সরকার এই প্রকল্পে অনলাইন আবেদন করার ব্যাবস্থা চালু করেছে, যার ফলে শ্রম দপ্তরের অফিসে না গিয়েও যে কোনও শ্রমিক এই প্রকল্পে নিজেকে নথিভুক্ত করতে পারেন।

অসংগঠিত ক্ষেত্রে বেশি শ্রমিককে এই প্রকল্পের আওতায় আনাটাই এই প্রচারের মূল লক্ষ্য হবে সেটাই।

প্রসঙ্গত, নির্মাণ শ্রমিক, বিড়ি কর্মী ও অন্যান্য অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য যে সব সামাজিক সুরক্ষা প্রকল্প ছিল, সেগুলিকে একত্রিত করেই এই সামাজিক সুরক্ষা প্রকল্পের সূচনা হয়। এই প্রকল্পে শ্রমিকরা নিজেদের স্বাস্থ্য সুরক্ষা থেকে শুরু করে সন্তানের শিক্ষা, এমনকি মেয়ের বিয়ে দেওয়ার জন্যও সুবিধা পাবেন।

প্রসঙ্গত, যে সব শ্রমিক নোটবন্দির ফলে ভিন রাজ্যে কাজ হারিয়ে বাংলায় ফিরে এসেছে, তাদের জন্য ‘সমর্থন’ প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এই প্রকল্পে ৫০০০০টি পরিবারকে ৫০০০০ টাকা আর্থিক সহায়তা করা হবে নতুন উদ্যোগ শুরু করতে।

Source: Millennium Post

Bengal honours its renowned athletes and sportspersons

Chief Minister Mamata Banerjee today presented awards and felicitated eminent sportspersons and athletes at a function at the Netaji Indoor Stadium. The programme was organised by the Department of Youth Services and Sports under the aegis of its Khelashree scheme. “Awards were conferred to distinguished sports personalities for outstanding contribution in sports at a ceremony at the Indoor Stadium today,” she said.

“Sports is an essential part of life and contributes to maintaining good health. Keeping this in mind, we have given due importance to this activity. In 2011, when we first came to power, the sports department budget was Rs 74 crore. This allocation has now increased almost six times to Rs 477 crore,” she pointed out.

“Football has always been a popular sport in our State. We have organised tournaments in the Jungle Mahal and backward areas of the State like Jhargram, the Terai and Dooars, the Sunderbans. The good players have been given jerseys and Rs 1,500 in financial aid,” she said.

In addition, nearly 15,000 clubs were given financial assistance on the occasion so that they could to develop infrastructure and encourage sports throughout the state. “We want our brothers and sisters to excel in sports and bring more honour for the country and the state in the days ahead,” she told the gathering.

Indicating the stellar athletes and players of yesteryears who were present on the occasion, she said, “Our veterans also have a great role to play in encouraging the younger generations.” She again stressed that “our government is committed to extend all assistance for developing sports infrastructure and sports talent in the state.”

Amidst applause and cheering, the Chief Minister announced, “My Government has decided to extend health insurance benefits under the ‘Swasthya Sathi’ scheme to former players.

Some former and some still playing athletes and sportspersons were conferred with Khel Samman, Banglar Gaurav, Jiban Kriti Samman and Krira Guru awards at the programme.

 

বাংলাই হবে বিশ্বসেরাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ নেতাজি ইনডোরে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্যের কৃতী ক্রীড়াবিদদের সম্মাননা জ্ঞাপন করা হল।পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে খেলাশ্রী প্রকল্পের আওতায় রাজ্যের খেলাধুলা ও ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের জন্যও আর্থিক অনুদান প্রদান করা হয়।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

খেলাই খেলোয়াড়দের জীবনের গৌরব।চিরকালই বাংলায় ফুটবল খেলা খুব জনপ্রিয়। ২০১১ সালে যখন আমরা ক্ষমতায় আসি তখন ক্রীড়া দপ্তরের বাজেট ছিল ৭৪ কোটি টাকা এখন তা প্রায় ৬ গুণ বেড়ে হয়েছে ৪৭৭ কোটি টাকা করা হয়েছে।

খেলাধুলা মানুষের জীবন গড়ে, প্রাণের উন্মাদনা তৈরি করে। আমরা ক্ষমতায় আসার পর প্রায় ১৫ হাজার ক্লাবকে ৫ লক্ষ টাকা করে দিয়েছি তাদের পরিকাঠামো বৃদ্ধির জন্য।ইতিমধ্যেই আমরা এর জন্য ৬০০ কোটি টাকা ব্যয় করেছি।

ঝাড়গ্রাম, তরাই ডুয়ার্স সুন্দরবনে আমরা প্রতিযোগিতার আয়োজন করি। কৃতি খেলোয়াড়দের আমরা জার্সি সহ ১৫০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়। ক্লাবগুলিকে ২৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়।

এবার কলকাতায় ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হল।ফিফা আমাদের আয়োজনের অনেক প্রশংসা করেছে। এবার ডুরাণ্ড কাপ ও হবে কলকাতায়।

আমরা একটা স্পোর্টস পলিসি তৈরি করব। যে সব খেলোয়াড়রা অবসর নিয়েছেন তাদের স্বাস্থ্য সাথীর আওতায় আনা হবে।

৪৮ হাজার কোটি টাকা আমাদের ঋণ শোধ করতে হয়।

নোটবন্দি ও জি এস টির ফলে যা ইনকাম ছিল তাও বন্ধ হয়ে গেছে। অনেক ব্যবসা বন্ধ হয়ে গেছে।

সাড়ে ৮ কোটি মানুষ ২ টাকা কিলো দরে চাল ও গম পায়।

কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সংখ্যালঘুদের স্কলারশিপ, সবুজ সাথী সহ অনেক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায় বাংলায়।

আমাদের সরকার জন্ম (সবুজশ্রী) থেকে মৃত্যু (সমব্যাথী) পর্যন্ত প্রকল্প চালু করেছে।

এই ৬ বছরে ১৯ টি স্টেডিয়াম, ২২ টি যুব আবাস তৈরি করা হয়েছে। এছাড়া মাল্টি সুপার হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ সব কিছুই তৈরি করা হয়েছে।

বাংলাই হবে বিশ্বসেরা। বিশ্ববাংলাই আমাদের স্বপ্ন।

আমাদের ছাত্র যুবদের ওপর অনেক দায়িত্ব কারণ তারাই সমাজের বক্তব্য। বাংলা যা পারে অন্য কেউ তা পারে না। ইয়ুথ মানে উন্নত চরিত্র গঠন করা, মানসিক ভাবে তৈরি হওয়া, সমাজ ও জাতিকে পথ দেখানো। কোন বিদ্বেষ, ঘৃণা ও উষ্মা নয়।

বাংলা মানে সভ্যতা, বাংলা মানে কৃষ্টি, বাংলা মানে সংস্কৃতি। বাংলার মেধা জগৎ বিখ্যাত।

৬ বছরে আমরা ৮১ লক্ষ চাকরি দিয়েছি, ১০০ দিনের কাজে বাংলা ১ নম্বরে। আগামী দিনে বাংলাই পথ দেখাবে।

গড়ব, লড়ব, জিতব, পথ দেখাব এবং এগিয়ে চলব এটাই আমাদের শপথ, এটাই আমাদের স্লোগান.

২০১৭-১৮ সালের পুরস্কার প্রাপকরাঃ

খেল সম্মান প্রাপকঃ
মনিকা সরেন, স্বপ্না বর্মণ, ভাস্কর মুখার্জি, অরিন্তপ দাশগুপ্ত, ইন্দ্রজিৎ পাল, প্রিয়াঙ্কা রায়, সঙ্গীতা বাস্ফোর, দেবাশিস সেন, অঙ্কুর দাস, শুভঙ্কর প্রামাণিক, রিমো সাহা।

বাংলার গৌরবঃ
আশিস মণ্ডল, অপর্ণা ঘোষ, পলাশ নন্দী, মিঠু মুখার্জি, মিনতি রায়, তনুময় বসু, তরুণ ডে, অভিজিৎ দেবনাথ, রুপালী পাণ্ডে, ইনাম উর রহমান, গৌরী ঘোষ, দিলিপ কুমার সেন, ফ্রান্সিস গোমেজ,।

ক্রীড়া গুরুঃ
সুবাস সরকার

জীবনকৃতি সম্মানঃ
রীতা সেন, অরুণ ঘোষ।

বিশেষ সম্মানঃ
ঝুলন গোস্বামী, সৌরভ কোঠারি, সৌম্যজিৎ ঘোষ, সায়নী দাস, তৃষা দেব, অতনু দাস, অর্পিতা মুখার্জি, মেহুলি ঘোষ, প্রাঞ্জল ব্যানার্জি, রহিম আলি, অভিজিৎ সরকার, জিতেন্দ্র সিং, ৭১ তম সন্তোষ ট্রফি জয়ী বাংলা ফুটবল দল