Dos and don’ts during floods

The Bengal Government has issued a set of rules for people who have been affected by spate of floods across the state. Listed below are the rules:

Dos:

Take shelter on elevated land, safe from the water.

Keep batter-run radios at hand to get information on flood-related issues, conveyed regularly by the State Government.

In case of warning of adverse circumstances, keep aside dry food, water and fuel.

Wrap medicines, water-purifying tablets, torch, safety matches, hurricane lamps and important documents in plastic wrapping and keep handy.

Don’ts:

Don’t eat stale food.

Don’t drink water from wells and ponds without boiling.

Don’t pay heed to, or spread, rumours.

Don’t use any electrical equipment.

Don’t keep doors and windows open.

 

বন্যায় কি করণীয় ও কি করণীয় নয় নির্দেশিকা

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কিছু নির্দেশিকা চালু করেছে রাজ্য সরকার।

কি করবেনঃ

সুরক্ষিত উঁচু জায়গায় আশ্রয় নিন।
ব্যাটারিচালিত রেডিও ব্যবহার করুন।
দুর্যোগবার্তা শুনলে শুকনো খাবার, জল ও জ্বালানির আয়োজন করে নিরাপদ জায়গায় সরিয়ে রাখুন।
ওষুধপত্র, জল পরিশোধনকারী ট্যাবলেট, টর্চ, দেশলাই, হ্যারিকেন, মূল্যবান কাগজপত্র প্লাস্টিকে মুড়ে হাতের কাছে রাখুন।

কি করবেন নাঃ

বাসি খাবার খাবেন না।
কুয়ো বা পুকুরের জল না ফুটিয়ে খাবেন না।
গুজবে কান দেবেন না ও গুজব ছড়াবেন না।
কোন বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করবেন না।
জানালা দরজা খোলা রাখবেন না।

Bengal CM directs steps for proper distribution of relief materials

directed all ministers during the Cabinet meeting at Nabanna on Wednesday to take necessary steps in ensuring proper distribution of relief materials among flood-affected people in their respective areas.

It is learnt that the Chief Minister has asked them to be with the people in their respective areas as they are facing huge problems due to the man-made floods. The CM went to North Bengal on Monday and took a stock of the situation.

It may be mentioned that the state government had been providing relief materials including tarpaulin, dry food and clothes to flood-affected people. The state government has also ensured proper distribution of paddy seeds among farmers who incurred huge losses as crops were damaged due to the floods in 11 districts.

It is learnt that total “money value loss” in the agriculture sector in the state due to the floods amounted to around Rs 6,500 crore. In North Bengal, till now, the money value loss stands at around Rs 3,812 crore. In North and South Bengal, the area of agricultural land that has been affected due to floods was around 4.36 lakh hectare and 4.23 lakh hectare respectively.

The state Transport department has also taken necessary steps to ensure plying of buses from different locations in North Bengal to Kolkata and vice versa.

 

রাজ্যে বন্যায় ক্ষতির পরিমাণ প্রায় ১৪ হাজার কোটি টাকা

সোমবার নবান্নে উত্তর ও দক্ষিণ বঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে মন্ত্রীসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে মন্ত্রীদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। প্রত্যেকে যাতে ত্রাণ পায়, ওষুধপত্র যাতে মজুত থাকে, সেদিকে নজর রাখতে বলেন। কয়েকদিন আগেই উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে বন্যার জলে নেমে দুর্গতদের সঙ্গে কথাও বলেন। এদিন রাজ্য সরকার বন্যায় ক্ষয়ক্ষতির একটি রিপোর্ট পেশ করেন।

বন্যায় দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যের ক্ষয়ক্ষতির হিসাব প্রায় ১৪ হাজার কোটি টাকা। ফসলের ক্ষতির পরিমাণ ৬৫২৮ কোটি ১৫ লক্ষ ২২ হাজার টাকা। কৃষি দপ্তরের হিসাব অনুযায়ী, পাঁচটি বন্যা কবলিত জেলা ছাড়াও অতিবৃষ্টিতে দক্ষিণবঙ্গের আরও ন’টি জেলা মিলিয়ে মোট ২৭১৫ কোটি ৭৪ লক্ষ ৭১ হাজার টাকার ফসলের ক্ষতি হয়েছে। সেখানে এখনও পর্যন্ত জলে ডুবে থাকা উত্তরবঙ্গে ফসলের ক্ষতির পরিমাণ ৩৮২৫ কোটি ১ লক্ষ টাকা। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, বন্যার জল পুরোপুরি নেমে গেলে অন্যান্য ক্ষতির সঙ্গেই ফসলের ক্ষতির পরিমাণও বাড়বে।

কৃষিদপ্তর সূত্রে সোমবার জানানো হয়, উত্তরবঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত ৮০০ কোটি টাকা। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং শিলিগুড়ি মহকুমায় প্রাথমিক সমীক্ষার পর কৃষিজমি ও ফসলের যে ক্ষতির হিসাব পাওয়া গিয়েছে, তার পরিমাণ হল ৩৮২৫ কোটি ১ লক্ষ টাকা। ৪ লক্ষ ৭৩ হাজার ৮৬২ হেক্টর জমিতে ধানচাষের ক্ষতি হয়েছে। ২৬ হাজার ৮৮২ হেক্টর জমির সবজি নষ্ট হয়ে গিয়েছে। পাট নষ্ট হয়েছে ৪৭৫৯ হেক্টর জমির। সব মিলিয়ে ৫ লক্ষ ৬ হাজার ১৬৮ হেক্টর জমির চাষ নষ্ট হয়ে গিয়েছে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুই দিনাজপুর, মালদহ এবং কোচবিহার জেলায়।

এই সব রিপোর্টের উপর ভিত্তি করেই দিল্লিতে রিপোর্ট পাঠানো হবে। শুধুমাত্র কৃষিদপ্তরের ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়াবে দক্ষিণ ও উত্তরবঙ্গ মিলিয়ে কমপক্ষে ৭ হাজার কোটি টাকা।

 

Bengal Govt to provide ration in flood-affected areas even without cards

The Maa, Mati, Manush Government led by Mamata Banerjee yet again stands by the people at an hour of crisis. The State Food and Supplies Department has decided to distribute ration at flood-affected areas even without cards, the minister has said. Dealers who do not follow this decision will be penalised.

The State Government is also taking initiatives to open temporary ration shops in the flood-affected areas. Consumers unable to produce their cards are being allowed to collect ration by registering their names in the books.

The Food and Supplies Department will also ensure seamless supply of rice and wheat to the relief camps.

 

কার্ড না আনলেও মিলবে রেশন, বন্যাদুর্গতদের পাশে খাদ্য দপ্তর

বন্যার জন্য কোনও রেশন গ্রাহক কার্ড আনতে না পারলেও তাঁকে খাদ্যশস্য দিতে বলা হয়েছে। এই সব সিদ্ধান্ত রেশন ডিলাররা না মানলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী।

এর পাশাপাশি বন্যা কবলিত এলাকায় অস্থায়ী রেশন দোকান খোলার জন্য নির্দেশ দিল খাদ্য দপ্তর। দুর্গত মানুষজন রেশন কার্ড দেখাতে না পারলেও খাতায় রেজিস্ট্রি করে তাঁদের চাল-গম দিচ্ছে খাদ্য দপ্তর।

ত্রাণ শিবিরে চাল-গম জোগান অব্যাহত রাখতে বদ্ধপরিকর খাদ্য দপ্তর।

খাদ্যমন্ত্রী জানিয়েছেন, দুর্গত এলাকার মানুষজন যাতে খাদ্যের সংকটে না পড়ে, তার জন্য অস্থায়ী রেশন দোকান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। বন্যায় জল জমায় অনেক জায়গাতেই রেশন দোকান বন্ধ হয়ে গিয়েছে। এতে বন্যাদুর্গতদের দুর্ভোগ আরও বেড়েছে। এই পরিস্থিতিতে কোনও রাস্তার উপর বা উঁচু জায়গায় অস্থায়ী শিবির খুলে রেশন দোকান চালাতে বলা হয়েছে।

Bengal CM Mamata Banerjee launches Kolkata host city logo for FIFA U-17 World Cup India 2017

The Under 17 Football World Cup is staring on October 8. The final match is scheduled for October 28. Kolkata is one of the venues of this mega event; the World Cup Final will be held in the City of Joy.

The organisers of the Football World Cup today called on the Chief Minister at Nabanna. Addressing the press after the meeting, the Chief Minister sought cooperation from all quarters to make this event a huge success.

“This is a big event, an important event. We all must cooperate to make it a success. We have got an opportunity to project Kolkata in front of the world and we must do so with earnest effort.”
She thanked the organisers for selecting Kolkata as one of venues. “We are deeply honoured,” she said.

“Over 500 TV channels, radio channels and other media will be present here. Representatives from different countries will be here. It is our duty and responsibility to make them feel at home. Rabindranath Tagore had writer, “Esho esho, amar ghore esho, amar ghore” (you are most welcome to my home),” the CM said.

She announced that the government has decided that the President of the (U-17 Football World Cup) Board will be the ‘State Guest’.

 

আমরা FIFA-র কাছে কৃতজ্ঞ যে তারা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজন করার সুযোগ দিয়েছেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতা শুরু হচ্ছে ৮ই অক্টোবর। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮শে অক্টোবর। এই ফাইনাল অনুষ্ঠিত হবে আমাদের গর্বের শহর কলকাতায়।

আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন ফিফার প্রতিনিধিরা। তাদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, এই বিশাল সুযোগকে ভালো করে কাজে লাগাতে সকল স্তরের সহযোগিতা চাই।

“এটা একটা বড় ব্যাপার, এটা একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট। আমরা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে যেন সহযোগিতা করি, যে সুযোগটা আমরা পেয়েছি, সেই সুযোগটাকে আমরা যেন কাজে লাগাতে পারি।”

কলকাতাকে এই সুযোগ দেওয়ার জন্য তিনি ফিফা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান, “আমরা FIFA-র কাছে কৃতজ্ঞ যে তারা এটা অরাগানাইস করার সুযোগ দিয়েছে। Really we are honoured, we are deeply honoured।”

“২১১টা দেশ আসছে এবং প্রায় ৫০০র ওপর টিভি চ্যানেলস এবং নানারকম রেডিও চ্যানেল থেকে শুরু করে সব মিডিয়া পুজোর আগে থেকেই তারা আসতে শুরু করবেন অনেকেই। অনেক দেশ আসছে, এবং চিলি, মেক্সিকো, ইউকে সহ সকলেই আসছেন। সুতরাং আমাদের দায়িত্ব আমাদের অতিথিরা যারা আসবেন, তাদের, ‘এসো আমার ঘরে এসো আমার ঘরে’ এই স্লোগানের সঙ্গে খাপ খাইয়ে তাদের সুন্দর করে আতিথেয়তা করতে হবে” মুখ্যমন্ত্রী বলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ফিফার চেয়ারম্যান ও বোর্ড প্রেসিডেন্টকে ‘স্টেট গেস্ট’ করা হবে।

 

 

Film on how Govt schemes, including Kanyashree, help girl child to achieve her dreams

After wowing the world at the United Nations Public Service Awards in The Hague last June, the Kanyashree Scheme is now entering the world of celluloid. Not just Kanyashree but Yuvashree, Sabuj Sathi and others are also garnering the attention of everyone – schemes behind most of whose ideations lay the vision of Chief Minister Mamata Banerjee, a vision which has made the governance of Bengal the cynosure of all eyes in India. Film-maker Suman Mukhopadhyay is going to make a film on the scheme.

According to the film-maker, the raw material for good Bengali films is taken from real-life events, and there is no bigger reality now than the successful running of such schemes.

Already plays have been staged with the ideas for the stories taken from various the various schemes and their huge positive impacts. Now comes the turn of films. According to the director, the story of the film revolves around a girl named Ichha (meaning ‘wish’) and how the schemes of the government helped her to stand up for herself and become someone of worth to society.

Ichha is the daughter of poor parents living in a village. Despite the tough conditions of her life, she dreams of becoming a doctor. Kanyashree helps her to complete school, where she gets to eat through the Mi-Day Meal Scheme. Her good performances in class result in her getting a bicycle through the Sabuj Sathi Scheme, to travel to school and back. Her father gets work under the 100 Days’ Work Scheme, and the money he gets helps to run the family.

After successfully completing school, she comes to Kolkata to complete higher education and at this stage too, another scheme comes to her help – Yuvashree, through which she gets scholarship. She completes her higher education successfully too, and through the help of her school teacher and a youth leader, she sees the flowering of her dreams. In this way, it would be shown in the film how, at every stage of life, government schemes help Ichha to overcome the adversities of life and achieve success.

 

“কন্যাশ্রী” সিনেমা এবার নেদারল্যান্ডসে

নেদারল্যান্ডসের হেগ শহরে সাড়া বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জনের পর এবার বাংলার সেলুলয়েডের দুনিয়ায় পা রাখতে চলেছে মা মাটি মানুষের সাধের “কন্যাশ্রী”। ইতিমধ্যেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম বাংলায় জায়গা করে নিয়েছে কন্যাশ্রী থেকে যুবশ্রী। তাই বর্তমান সরকারের একাধিক উদ্যোগকে কেন্দ্র করে এবার ছবি তৈরিতে মাঠে নামলেন পরিচালক সুমন মুখোপাধ্যায়। এই ছবির বিষয়ে তিনি জানান, ‘বাংলা ছবিতে মূল রসদ সংগ্রহ করা হয় বাস্তবিক ঘটনার প্রেক্ষাপট থেকেই। বর্তমানে কন্যাশ্রী’র মত সফল বাস্তব সত্য আর কথাও নেই।

ইতিমধ্যেই সরকার কেন্দ্রিক বিভিন্ন উদ্যোগ কে নিয়ে রঙ্গমঞ্চে একাধিক নাটক মঞ্চস্থ হয়েছে। তাই এবার কন্যাশ্রীকে সরাসরি সেলুলয়েডের পর্দায় তুলে ধরারই চেষ্টা করছি। বছর দুই আগে থেকেই কন্যাশ্রী বিষয়ের ওপর চলচিত্র বানানোর পরিকল্পনা ছিল। এবার সেই চিন্তাই রুপায়নের পথে’।

ছবির গল্পের বিষয়বস্তু নিয়ে তিনি বলেন, ‘আমি আজ থেকে ১০ বছর এগিয়ে নিয়ে গিয়ে মানুষের কাছে কন্যাশ্রীর সফতলাকে তুলে ধরছি এই গল্পে। এখানে ইচ্ছা নামে একটি মেয়ের জীবনকে কেন্দ্র করেই এই গল্প আবর্তিত হবে। গল্পে একটি গ্রামের দরিদ্র পরিবারের মেয়ে ইচ্ছা। বাবা-মা ও তার বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্নকে ঘিরেই তার জীবন। ইচ্ছার কন্যাশ্রীর অর্থে স্কুলে পড়া, সেখানকার মিড ডে মিল খেয়ে খিদে মেটানো, স্কুলে ভালো ফল করায় ‘সবুজ সাথী’র পক্ষ থেকে সাইকেল পাওয়া। এছাড়াও সংসারের অচলাবস্থা কাতাতে ইচ্ছার বাবার ১০০ দিনের কাজে যুক্ত হওয়া। এইভাবেই প্রতিটি স্তরেই তুলে ধরা হবে সরকারি প্রকল্পের বিভিন্ন উদ্যোগকে। তারপর আসতে আসতে স্কুলের গণ্ডি পেরিয়ে কলকাতায় উচ্চশিক্ষার জন্য চলে আসা এবং যুবশ্রী’র অনুদানে পড়া শেষ করে কীভাবে শেষ পর্যায়ে গ্রামের শিক্ষক ও যুবনেতার সাহায্যে নিজের স্বপ্নকে প্রতিষ্ঠিত করার মধ্যে দিয়েই এগোবে চিত্রপট।

 

Bengal: Low-weight & anaemic children, women decreased significantly

The number of low-weight and anaemic children under five years and women in Bengal is decreasing rapidly, according to a recent report by the Union Ministry of Women & Child Development. The ministry came to the conclusion after analysing and comparing the National Family Health Surveys of 2005-06 (NFHS-3) and 2015-16 (NFHS-4).

According to the data, the percentage of underweight children under five years of age came down from 38.7 to 31.5; the number of anaemic children also came down – from 61 per cent to 54.2 per cent.

The percentage of underweight women in Bengal between the ages of 15 and 49 years decreased in the ten-year period from 39.1 per cent to 21.3 per cent, while the percentage women suffering from anaemia came down from 63.2 to 62.5 per cent.

When compared to the national averages too, the performance of Bengal is significant.

The report presented data collated from the NFHS-3 and NFHS-4 reports for rural areas regions separately, and in that respect too, Bengal fared quite well.

 

Source: Bartaman

 

 

কম ওজন ও রক্তাপ্লতায় ভোগা শিশু-মহিলার হার কমেছে রাজ্যে, প্রকাশ কেন্দ্রীয় রিপোর্টে

 

কম ওজন ও রক্তাল্পতায় ভোগা মহিলা এবং পাঁচ বছরের কম বয়সি শিশুর হার লক্ষ্যণীয়ভাবে হ্রাস পেয়েছে পশ্চিমবঙ্গে। আজ লোকসভায় নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের পেশ করা একটি রিপোর্টে বিষয়টি স্পষ্ট হয়েছে। ২০০৫-০৬ সালেরন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে (এনএফএইচএস-৩) এবং ২০১৫-১৬ সালের এনএফএইচএস-৪-এর পরিসংখ্যান উল্লেখ করে ওই রিপোর্ট পেশ করা হয়েছে। আর সেই তথ্য অনুযায়ী, ২০০৫-০৬ সালে পশ্চিমবঙ্গে কম ওজনের শিশুর (পাঁচবছরের নীচে) হার ছিল ৩৮.৭ শতাংশ। পরবর্তী দশ বছরের মধ্যেই (এনএফএইচএস-৪) তা কমে দাঁড়িয়েছে ৩১.৫ শতাংশে। একইভাবে রক্তাল্পতায় ভোগা শিশুর সংখ্যাও উল্লিখিত দশ বছরে ৬১ শতাংশ থেকে কমে ৫৪.২ শতাংশহয়েছে।

একই সমস্যায় ভুগতে থাকা রাজ্যের মহিলাদের (১৫ থেকে ৪৯ বছরের মধ্যে) হারও নির্ধারিত সময়সীমায় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ২০০৫-০৬ সালে রাজ্যে কম ওজনের (আন্ডারওয়েট) সমস্যায় ভোগা মহিলার হার ছিল ৩৯.১শতাংশ। দশ বছর পরে তা কমে দাঁড়িয়েছে ২১.৩ শতাংশে। আর রক্তাল্পতায় ভুগতে থাকা মহিলার সংখ্যাও দশ বছরে ৬৩.২ শতাংশ থেকে কমে ৬২.৫ শতাংশ হয়েছে। এদিন পেশ করা রিপোর্টে আলাদাভাবে দেশের গ্রামাঞ্চলের ছবিওতুলে ধরেছে সংশ্লিষ্ট মন্ত্রক। স্বাভাবিকভাবেই গ্রামবাংলাতেও ওই দুই ক্ষেত্রেই আক্রান্তদের হার লক্ষ্যণীয়ভাবে কমেছে।

একইসঙ্গে নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কৃষ্ণা রাজ লিখিতভাবে জানিয়েছেন, শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয়, উল্লিখিত দশ বছরে সারা দেশেই কম ওজন এবং রক্তাল্পতায় ভোগা মহিলা ও শিশুর হার কমেছে। সারা দেশে রক্তাল্পতারসমস্যায় ভোগা শিশুর হার ৬৯.৪ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৫৮.৪ শতাংশে। এক্ষেত্রে মহিলাদের হার ৫৫.৩ থেকে কমে হয়েছে ৫৩ শতাংশ। আবার কম ওজনের ক্ষেত্রে শিশুর হার সারা দেশে ৪২.৫ শতাংশ থেকে কমে হয়েছে ৩৫.৭শতাংশ। মহিলার হার ৩৫.৫ শতাংশ থেকে হ্রাসপ্রাপ্ত হয়েছে ২২.৯ শতাংশ। কেন্দ্রীয় মন্ত্রী লিখিতভাবে জানিয়েছেন, সারা দেশেই এই হার আরও কমিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যেই অনেক কর্মসূচি গ্রহণ করেছে সরকার।

News source: Bartaman, Image source: CINI

Drinking water projects worth Rs 241 crore in four districts in Bengal

The Bengal Government is going to start drinking water projects in four districts of the state at a cost of Rs 241 crore.

The projects would be set up in Howrah, in Jangipur in Murshidabad, in Krishnanagar in Nadia district and in Bansberia in Hooghly district. They would involve not only the collecting and purifying of water to make it fit for drinking but also the construction of pipelines to supply to homes.

The project in Howrah would involve purifying 20 million gallons per day (MGD), taken from the Ganga. The project will cost Rs 70 crore.

The Jangipur project is a 28 MGD project, costing Rs 81 crore, the one in Krishnanagar is a 35 MGD project while the Bansberia project is a 23 MGD project, costing Rs 75 crore.

After the completion of the projects, these places will no longer face any issue with the supply of drinking water.

The process of issuing e-tenders would start soon.

 

২৪১ কোটি টাকায় চার জেলায় জলপ্রকল্প

 

চারটি জলপ্রকল্প অনুমোদন করল মুখ্যসচিবের নেতৃত্বাধীন কমিটি। ২৪১ কোটি টাকা খরচ করে ওই জল প্রকল্প তৈরি হবে বলে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, হাওড়া, জঙ্গিপুর, কৃষ্ণনগর এবং বাঁশবেড়িয়ায় ওই জলপ্রকল্পগুলি হবে।

হাওড়ায় ৭০ কোটি টাকা খরচ করে ২০ মিলিয়ন গ্যালন ক্ষমতা সম্পন্ন ওই জলপ্রকল্প তৈরি হবে। গঙ্গা থেকে জল তুলে তা পরিশোধন করে সরবরাহ করা হবে। তাহলে হাওড়ায় আর জলের সমস্যা থাকবে না। জঙ্গিপুরে ৮১ কোটি টাকা খরচ করে ২৮ মিলিয়ন গ্যালন ক্ষমতাসম্পন্ন জলপ্রকল্প হবে। পরিস্রুত পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। কৃষ্ণনগরে আগের একটি জলপ্রকল্প রয়েছে। চাহিদা মেটাতে আরও ৩৫ মিলিয়ন গ্যালন ক্ষমতাসম্পন্ন জলপ্রকল্প করা হবে। এই প্রকল্প হয়ে গেলে কৃষ্ণনগরের আর জলের অভাব হবে না। বাঁশবেড়িয়ায় ৭৫ কোটি টাকা খরচ করে ২৩ মিলিয়ন গ্যালন ক্ষমতাসম্পন্ন জলপ্রকল্প তৈরি করা হবে। এখানে জল উত্তোলনের ক্ষেত্রে কিছু সমস্যা ছিল।

এই চারটি প্রকল্পের পুরো টাকাই খরচ করবে রাজ্য সরকার। এ ধরনের বড় প্রকল্প অনুমোদনের আগে মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি তৈরি করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই কমিটির সামনে ওই চারটি প্রকল্পের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয়। তা দেখে অনুমোদন করে ওই কমিটি। এবার ই-টেন্ডার ডেকে কাজ শুরুর প্রক্রিয়া শুরু হবে।

শুধু জলপ্রকল্প তৈরি নয়, বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার পরিকল্পনাও এই প্রকল্পের মধ্যে রয়েছে। সম্প্রতি পানিহাটি পুরসভায় এই ধরনের সমস্যা দেখা দিয়েছে। জলপ্রকল্প তৈরি করেছে কেএমডিএ আর বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল পুরসভার। কিন্তু পুরানো পাইপের সঙ্গে নতুন পাইপের খাপ না খাওয়ায় সমস্যা দেখা দিয়েছে। পুরমন্ত্রী বলেন, সেই শিক্ষা থেকেই জলের প্ল্যান্ট তৈরির সঙ্গে সঙ্গে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজও ওই প্রকল্পের মধ্যে রাখা হয়েছে।

 

Source: Bartaman

Bengal Govt to hold talks on Hills crisis on August 29: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee today held a press conference at the State secretariat, Nabanna, to announce that the president of the central committee of the Gorkha National Liberation Front (GNLF) has written to the Bengal Government, asking for a “high-level intervention to end the present crisis in the Hill areas of Darjeeling” and has “humbly requested for talks to restore peace and normalcy in the Hills”.

The Chief Minister said that the Government, ever eager to bring normalcy to the Darjeeling and the entire Hills region, has “decided to respond positively to the request”, setting August 29 as the date for a meeting at which not only GNLF but “all major political parties will be called”. The meeting will be held at Nabanna from 4 pm. That the Government is attaching importance to the fact that GNLF has extended the hand of friendship to the Government was also borne out when she said, “GNLF is a very old party”.

She said, “Representatives of the development boards will also be called to the meeting”. Mamata Banerjee also extended an open invitation to all “political parties that think on similar lines as the GNLF”, saying they are “welcome to join” as well.

“We are in favour of peace, normalcy and development. We are ready to talk to anyone who is in favour of peace and normalcy. I had myself chaired a meeting with all the chairpersons of the development boards”, said the Chief Minister in the course of the press conference.

Underlining once again the policy of the State Government, the Chief Minister said, “We want development of the Hills. I appeal to my brothers and sisters in the Hills to cooperate with us to restore peace and normalcy there. Working together is essential for the development of the Hills and of the State as a whole”.
 

 

আগামী ২৯ আগস্ট পাহাড় নিয়ে বৈঠক করবে রাজ্য সরকারঃ মমতা বন্দ্যোপাধ্যায়

 

দার্জিলিঙের এ শান্তি ফিরিয়ে আনার জন্য আলোচনার আবেদন জানিয়ে গতকাল GNLF এর কেন্দ্রীয় কমিটি-র সভাপতি মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দেন। সেই চিঠির সদর্থক জবাব দিয়ে আজ নবান্নে একটি সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ

GNLF এর Central Committee-র সভাপতি গতকাল আমাদের একটা চিঠি পাঠিয়েছেন দার্জিলিঙে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য একটি বৈঠক করার জন্য। দার্জিলিঙে শান্তি ফিরিয়ে আনার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠকের অনুরোধ জানিয়েছেন তারা।

আমি ওদের অনুরোধের প্রেক্ষিতে respond করছি। যারা শান্তি ও উন্নয়নের পক্ষে, তাদের সঙ্গে সরকার সব সময় কথা বলতে পারে। কথা বলাটা রাজনৈতিক সৌজন্যতা। আমরাও চাই উন্নয়ন হোক, শান্তি আসুক। এর আগে আমি দার্জিলিঙের উন্নয়ন পর্ষদগুলির চেয়ারম্যানদের নিয়ে একটা বৈঠক করেছিলাম। GNLF অনেক পুরনো দল। ওনারা কথা বলতে চান, এটা একটা শুভ সংকেত, constructive সংকেত।

আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ২৯ তারিখ বিকেল ৪ টেয় নবান্নে একটি বৈঠক করব, যারা শান্তির পক্ষে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে চান তাদের নিয়ে। মেজর পলিটিকাল পার্টির নেতারা সহ সব উন্নয়ন পর্ষদের প্রতিনিধিরা থাকবেন এই বৈঠকে। এই সিদ্ধান্তের সাথে যারা একমত সেইসব পার্টি চাইলে এগিয়ে আসতে পারেন।
আমরা পাহাড়ের উন্নয়ন চাই। আমরা চাই পাহাড়ে স্বাভাবিক অবস্থা ফিরে আসুক। পাহাড়ে শান্তি বজায় রাখার জন্য আমি পাহাড়ের ভাই বোনেদের আবেদন জানাচ্ছি। পাহাড় সহ সমগ্র রাজ্যের উন্নয়নের জন্য আমাদের একসাথে কাজ করা জরুরী।

 

 

Call urgent meeting of GST Council: Bengal FM Dr Amit Mitra to Centre

Bengal Finance Minister Dr Amit Mitra has written to Union finance minister Arun Jaitley urging him to convene an urgent meeting of the GST Council to address the problems being faced by small taxpayers, including access to the IT network which has suffered technical glitches.

In his letter, Dr Mitra also reiterated his demand for a white paper to enable the council to take note of the situation on the ground and suggest guidelines for the future. “You will recall that I had repeatedly pointed out the unpreparedness to roll out GST on July 1, but to no avail,” Dr Mitra said in his letter. The next meeting of the GST Council is on September 9 in Hyderabad.

“You will also recall my repeated request to provide a white paper on the state of preparedness, also containing the shortfalls on different elements of the complex GST system being envisioned, once again to no avail,” he said.

Dr Mitra drew Jaitley’s attention to the technical glitches experienced by the Goods & Services Tax Network — the IT backbone of the ambitious tax reform measure.

The last date for filing of returns and payment of GST has been extended to August 25 amid reports of a technical glitch in GSTN. The network faced heavy rush of returns on Saturday and several traders and businesses said they were unable to access the system. GSTN officials had said they were working to fix the problem but asserted that it was not a problem linked to capacity.

“Apart from access to the GSTN itself, problems were reported regarding payment through banks. The RBI gateway failed at times. Banks refused to receive over-the-counter challans in many places and the troubles of small taxpayers knew no end,” Dr Mitra said in his letter.

He said the system will received more than 1.5 core hits next month around the 20th and this is bound to lead to “major pains” for businesses, particularly small and medium enterprises. “Therefore, I have serious reservations whether the system is prepared for this. We saw the registration module which took over 20-25 days to stabilise and even now features like appeal, restoration of application form etc are not in place,” the West Bengal FM said.

He said the enrolment of GST practitioners, cancellation of applications and amendments have not yet taken place. Dr Mitra said taxpayers who have migrated from the VAT regime with turnover of less than Rs 20 lakh have not been able to cancel their registration and are thus liable to file returns. “The module for carrying over old credit is being activated today as per information available, and the last date for returns is 28th in such cases. I have serious doubts on whether this entire process can be streamlined in such a short span of time. Once again, the problems of today in the implementation of GST, may get exacerbated,” he said.

 

জরুরি ভিত্তিতে জিএসটি কাউন্সিলের বৈঠক ডাকার দাবী জানালেন বাংলার অর্থমন্ত্রী অমিত মিত্র কেন্দ্রকে

জিএসটি লাগু হওয়ার পর থেকে ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং পাশাপাশি তথ্যপ্রযুক্তিগত দিক থেকে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। এই কারণে খুব তাড়াতাড়ি একটি জিএসটি কাউন্সিলের বৈঠক প্রয়োজন। এই মর্মে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিলেন অমিত মিত্র।

এই চিঠিতে রাজ্যের অর্থমন্ত্রী পুনরায় শ্বেতপত্রের দাবি জানান, যাতে এই মুহূর্তে বাজারের কি অবস্থা সেটা বুঝে পরবর্তী নির্দেশিকা জারি করতে পারে। “আমি বার বার বলেছিলাম ১লা জুলাই জিএসটি লাগু করার মত পরিকাঠামো এখনও তৈরি হয় নি।”

“আমি এর আগেও শ্বেতপত্রের দাবি জানিয়েছিলাম জিএসটি পরিকাঠামো কতটা তৈরি তা জানার জন্য। পাশাপাশি এই জটিল জিএসটি ব্যবস্থাতে ব্যবসায়ীরা কি কি অসুবিধার সম্মুখীন হতে পারে। এটাও মানা হয় নি” তিনি বলেন।প্রযুক্তিগত সমস্যা থাকার কারণে জিএসটি’র পেমেন্ট-এর শেষ তারিখ ২৫শে আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছিল। শনিবারে এই রিটার্ন দাখিল করতে খুব সমস্যা হয় ব্যবসায়ীদের।

“জিএসটিএন-এর সমস্যার পাশাপাশি, ব্যাঙ্কের মাধ্যমে রিটার্ন জমা দিতেও সমস্যা হচ্ছে। আরবিআই গেটওয়ে মাঝে মাঝে ফেল করে। ব্যাঙ্কগুলি অনেক জায়গায় কাউন্টারে চালান নিতে অস্বীকার করছে, ছোট ব্যাবসায়ীরা সমস্যায় পড়ছেন” চিঠিতে লেখেন অমিত মিত্র।
তিনি বলেন, এই সিস্টেমে আগামী মাসের ২০ তারিখ দেড় কোটির বেশী মানুষ ঢুকতে চাইবেন, যার ফলে ব্যবসায় এক বিরাট সমস্যা দেখা দেবে, বিশেষ করে মাঝারি ও ছোট ব্যবসায়। “তাই আমার এখনও চিন্তা এই সিস্টেম কি আদৌ তৈরি? আমরা দেখেছি রেজিস্ট্রেশন মডিউল যা স্টেবেল হতে ২০-২৫ দিন সময় লাগে, এখনও পর্যন্ত অ্যাপিল, রিস্টরেশন অফ অ্যাপ্লিকেশন এইসব সঠিক অবস্থায় নেই” রাজ্যের অর্থমন্ত্রী বলেন।

তিনি বলেন, জিএটি ব্যবহারকারীদের নাম নথিভুক্তকরন, অ্যাপলিকেশনের ক্যান্সেল ও সংশোধন এখনও হয় নি। অমিত মিত্র বলেন, যেসকল ব্যবসায়ীর ব্যবসা বার্ষিক ২০ লক্ষের নিচে ও আগে ভ্যাট ব্যবহার করতেন, তারা অনেকেই এখনও আগের রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে পারেন নি, তাই তারা রিটার্ন জমা দিতে বাধ্য। “প্রাপ্ত খবর অনুযায়ী ক্যারিং ওভার ওল্ড ক্রেডিটের মড্যুল আজ শুরু হয়েছে, ও রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ২৮শে আগস্ট। এই অল্প সময়ের মধ্যে এই প্রক্রিয়া শেষ হবে কি না আমার সন্দেহ আছে। আবারও বলছি, আজ জিএসটি’তে যে সমস্যা ভবিষ্যতে তা আরও বাড়বে” তিনি লেখেন।

জিএসটি কাউন্সিলের আগামী বৈঠক হায়াদ্রাবাদ-এ ৯ই সেপ্টেম্বর।

 

ODF Plus for women engaged in 100 Days’ Work in North 24 Pgs

The North 24 Parganas district administration is making special arrangements to make more women join the 100 Days’ Work Scheme and thus become self-sufficient. From August 19, every woman joining the 100 days’ scheme would be handed ‘hygiene kits’ under the Open Defecation-Free (ODF) Plus programme.

The district administration reasons that, since the views of women in the household are crucial for health and financial issues of the family, they would be better equipped to percolate the benefits and the working of these issues to every member of the family if they are given lessons on them.

North 24 Parganas was declared an ODF district on September 29, 2016. Currently, an ‘ODF Plus’ programme is being implemented across the district.

From August 19, work under MGNREGS, popularly known as 100 Days’ Work Scheme, would be started in all the gram panchayats.

The hygiene kit, among other things, would contain information on health issues and on insect-borne diseases. From August 19, women engaged in 100 Days’ Work would have access to temporary toilets. Usage of proper toilets would help prevent the spread of pollution and diseases. All these are part of the ODF Plus programme.

১০০ দিনের প্রকল্পে গ্রামীণ মহিলাদের কর্মসংস্থানে উদ্যোগ উত্তর ২৪ পরগনায়

১০০ দিনের কাজের প্রকল্পে গ্রামীণ এলাকার মহিলাদের কর্মসংস্থান এবং সু-স্বাস্থ্যের লক্ষ্যে বিশেষ সচেতনতামূলককর্মসূচি নিচ্ছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। আগামী ১৯ আগস্ট জেলাজুড়ে যতজন মহিলা ১০০ দিনের প্রকল্পে কাজকরবেন, তাঁদের প্রত্যেককে একটি করে ‘হাইজিন-কিট’ দেওয়া হবে। প্রশাসনের কর্তাদের দাবি, যেহেতু পরিবারের স্বাস্থ্য ওআর্থিক বিষয়ে মহিলাদের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ, তাই তাঁদের উপরেই এবার বিশেষ নজর দেওয়া হচ্ছে। যাতে তাঁরা বাড়ির শিশুও অন্যান্য সদস্যদের সচেতন করতে পারেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনা জেলাকে ওডিএফ জেলা তথা নির্মল জেলাঘোষণা করা হয়েছে। বর্তমানে জেলাজুড়ে ওডিএফ প্লাস কর্মসূচি চলছে। সেই কর্মসূচিতেই ১০০ দিনের কাজের প্রকল্পেরমাধ্যমে গ্রামীণ মহিলাদের অংশগ্রহণ করানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই জেলার ২২টি ব্লকে ১০০ দিনের কাজের প্রকল্পেপুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় সাত লক্ষ জবকার্ড দেওয়া হয়েছে। তবে এই কর্মসূচিতে কেবলমাত্র মহিলাদেরই নেওয়া হবে।

মহিলাদের কর্মসংস্থান ও স্বাস্থ্য বিধান—এই দু’টি কর্মসূচি একসঙ্গেহাতে নেওয়া হয়েছে। জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে মহিলারা ১০০ দিনের এই প্রকল্পে কাজের জন্য নিজেদেরনাম নথিভুক্ত করবেন। অর্থাৎ নিজের কাজ নিজেই চাইবেন। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘রোজগার দিবস’।

Source: Bartaman