Across Bengal, estimated loss due to floods across stands at Rs 14,000 Cr: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee has said that the estimated loss due to the recent flood in 11 districts in Bengal stands at Rs 14,000 crore. The State Government has sent a report to that effect to the Centre, containing the estimated loss across the state.

According to an official at the state secretariat, Nabanna, over the last four years, the state has spent Rs 1,500 crore to give compensation and to fight the situation after any natural calamity. Unfortunately, despite the state administration writing to the Central Government several times, the Centre has not released any grant to support the State Government during times of such need.

With respect to the recent flood, the official said that while compensation packages were being announced for other states, not even a representative was sent to Bengal by the Centre to take stock of the situation.

However, the State Government had responded without any delay; it started providing all necessary support to the flood-affected farmers. The Chief Minister herself went to the heavily inundated areas across the state and took stock of the situation.

The official said that seeds worth around Rs 10 crore have already been distributed. Sowing of seeds in most of the flood-affected areas in south Bengal is complete and it is going on in North Bengal in full swing.

The official assured that despite the flood, there is nothing to panic with regard to the production of food crops. The target of rice cultivation of around 161 lakh tonne is most likely to be reached.

It may be mentioned that the flood in both north and south Bengal took place due to heavy rainfall from August 12 to 15 and from July 21 to 26. According to government sources, the flood in 11 districts had affected agriculture on around 10.67 lakh acres. Around three lakh houses were completely damaged, around 55,000 were heavily damaged and more than 52,000 were partly affected.

Source: Millennium Post

বন্যায় ক্ষতি ১৪ হাজার কোটি, কেন্দ্রকে চিঠি পাঠাল রাজ্য

রাজ্যে সাম্প্রতিক বন্যায় ১৪ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই মর্মে রাজ্যের পক্ষ থেকে ইতিমধ্যে কেন্দ্রকে চিঠি পাঠানো হয়েছে। বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ’কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, চলতি বছরে প্রথমে দক্ষিণবঙ্গ এবং তারপরে উত্তরবঙ্গ ভয়াবহ বন্যার কবলে পড়ে। কৃষিক্ষেত্র ছাড়াও রাস্তা-ঘাট, ব্যক্তিগত সম্পত্তি সবই প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪ হাজার কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়। যার মধ্যে কৃষিক্ষেত্রেই প্রায় সাত হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

গত ৪ বছরে রাজ্যের প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিপূরণ বাবদ প্রায় দেড় হাজার কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার।

প্রসঙ্গত, চলতি বছরে বন্যার কবলে পশ্চিমবঙ্গ ছাড়াও গুজরাত, অসম, বিহার পড়েছে। সেক্ষেত্রে কেন্দ্র ইতিমধ্যে গুজরাতকে ও বিহারকে ৫০০ কোটি টাকা এবং অসমকে দু’হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে। এবার পশ্চিমবঙ্গও বন্যার ক্ষতিপূরণ চেয়ে কেন্দ্রকে চিঠি পাঠাল

 

Source: Bartaman, Aajkal

Bengal govt to give small traders free software for filing GST returns

Bengal government will provide free software to small traders for filing goods and services tax (GST) returns, state Finance Minister Dr Amit Mitra said on August 30.

“We are in touch with the NIC (National Informatics Centre) and work is on to develop the software,” Dr Mitra said while addressing a seminar on GST.

Bengal would be one of the few states to provide free GST software under the new tax regime in the country.

Addressing the seminar on phone, Chief Minister Mamata Banerjee said that the State was never against GST but opposed the hurried implementation of the new system.She assured that the State would continue to fight for the right of small enterprises.

 

জি এস টি-র জন্য ব্যবসায়ীদের বিনামূল্যে সফটওয়্যার পরিষেবা দেবে রাজ্য

জি এস টি নিতে সমস্যায় পড়েছেন রাজ্যের ব্যবসায়ীরা। সেই সমস্যা কাটাতে একটি সফটওয়্যার তৈরি করছে রাজ্য সরকার। তৈরি হয়ে গেলে ব্যবসায়ীদের বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে, একথা জানান, অর্থমন্ত্রী অমিত মিত্র।

এই অনুষ্ঠানে টেলিফোনে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য জিএসটির বিরোধী নয়। কিন্তু যে ভাবে তাড়াহুড়োয় নতুন কর ব্যবস্থা ব্যবসায়ীদের উপর চাপিয়ে দেওয়া হল, তা ঠিক হয়নি। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য রাজ্য সব সময় লড়াই চালিয়ে যাবে।

এদিন শিল্পমন্ত্রী বলেন, পরিকাঠামো ছাড়াই গোটা প্রক্রিয়া চালু করে দিলে কি হয় তা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। ব্যবসায়ীদের সমস্যার কথা মাথায় রেখেই জিএসটি সংক্রান্ত হিসেব রাখতে এই সফটওয়্যার আনা হচ্ছে। ন্যাশনাল ইনফরমেতিক্স সেন্টার এই সফটওয়্যার তৈরির কাজ করছে।

Source: Bartaman

Purulia, Jhargram districts, along with Bankura, to become major alphonso hubs

Purulia and Jhargram districts will become major hubs for alphonso mangoes in the near future. Already in Bankura district 2,500 alphonso saplings have been planted. The fruits from some of these trees were brought to the mango festival held at Kolkata’s City Centre I recently, where they turned out to be a huge hit.

The State Paschimanchal Unnayan Affairs Department will spend Rs 32 lakh to grow this variety of mango. This will also help the local people to become self reliant, as the work will be done by members of Self-Help Groups (SHGs) under the Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) scheme. The department, along with the district administration, will train the SHG members for three years about the maintenance of the gardens.

The District Magistrates of Purulia and Jhargram will be given 5,000 saplings, which will be grown in four gardens in Purulia and seven gardens in Jhargram.

According to the Paschimanchal Unnayan Affairs minister, agricultural scientists from Maharashtra, which is the original alphonso-growing region, have given strong recommendations in favour of growing alphonso in the districts of Bankura, Purulia and Jhargram.It may be mentioned that the lepers of Bankura who are fully cured have been growing vegetables and fruits under MGNREGA to earn their livelihood.

It may be mentioned that the lepers of Bankura who are fully cured have been growing vegetables and fruits under MGNREGA to earn their livelihood.

 

পুরুলিয়া ও ঝাড়গ্রামের আলফান্সো আম কুড়োচ্ছে প্রশংসা

আলফান্সো আম প্রধানত মহারাষ্ট্রে পাওয়া যায়; এর খ্যাতি জগৎজোড়া। কিন্তু এবার পুরুলিয়া ও ঝাড়গ্রামের আলফান্সো আমও কুড়োচ্ছে প্রশংসা। বাঁকুড়ায় ইতিমধ্যেই ২৫০০ আলফান্সো আমের চারা বসানো হয়েছে। কয়েক সপ্তাহ আগে এক আম উৎসবে পুরুলিয়া ও ঝাড়গ্রামের আলফান্সো আম নজর কাড়ে।

পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর এই আমের ফলনের জন্য ৩২ লক্ষ টাকা ব্যয় করবে। ওই দুই জেলায় ১১টি বাগান করা হয়েছে। ড্রিপ পদ্ধতিতে জল সেচ করার সমস্ত আয়োজন সেখানে করা হয়েছে। দপ্তরের উচ্চাধিকারিকরা চারা আনতে ওই বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন। এই উদ্যোগের ফলে ওই অঞ্চলের লোকজন স্বনির্ভরও হতে পারবে।

পুরুলিয়া ও ঝাড়গ্রামের জেলাশাসকদের ৫,০০০ করে চারা গাছ তুলে দেওয়া হবে। এই চারাগুলি পুরুলিয়ার ৪টি বাগান ও ঝাড়গ্রামের ৭টি বাগানে রোপণ করা হবে। ১০০ দিনের কাজের মধ্যে এই চারগুলির দেখাশোনা করবে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠী। জেলা প্রসাশনের সহযোগিতায় পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর তিন বছর ব্যাপী স্বনির্ভর গোষ্ঠীদের প্রশিক্ষণ দেবে এই বাগান গুলির পরিচর্যার ক্ষেত্রে।

এই প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যেরা আত্মনির্ভর হয়ে উঠেছে। ওই দপ্তরের উচ্চাধিকারিকরা বলেন, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় আলফান্সো আমের ফলনের বিপুল সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত বাঁকুড়া জেলার কুষ্ঠরোগীরা যারা সম্পূর্ণ ভাবে সেরে উঠেছেন, তারা ১০০ দিনের কাজের অন্তর্গত সবজি ও ফলের চাষ করছেন জীবিকা নির্বাহের জন্য।

Source: Millennium Post

Khadi fashion show on September 2 at Madhusadan Mancha

The State Khadi and Village Industries Board (KVIB), under the inspiration of Chief Minister Mamata Banerjee, is organising a fashion show on September 2 at 5 PM at Madhusadan Mancha, Kolkata.

The show is being choreographed by Niloy Sengupta. Well-know models would walk the ramp wearing garments made of muslin, garments which would combine tradition and modernity. Several popular singers would present songs.

Several popular personalities from different fields long with State Cabinet minister would be present at the show.

 

ঐতিহ্য ও সৌন্দর্যের প্রতিভূ খাদির এক অনন্য ফ্যাশান শো

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের ব্যবস্থাপনায় আগামী ২রা সেপ্টেম্বর ২০১৭, বিকেল ৫’টায় ঢাকুরিয়ার মধুসূদন মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে বিশিষ্ট নৃত্য পরিচালক শ্রী নিলয় সেনগুপ্তর পরিচালনায় এক বিশেষ ফ্যাশান শো।

এই অনুষ্ঠানে উপস্থাপিত হবে আধুনিক ও ঐতিহ্যসমৃদ্ধ মসলিন বস্ত্রসম্ভার। এই ফ্যাশান শো-তে র‍্যাম্পে হাঁটবেন স্বনামধন্য মডেলগণ, এর সঙ্গে জনপ্রিয় গায়ক গায়িকাগণ পরিবেশন করবেন সঙ্গীত।

এই মহতী অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও প্রযুক্তি এবং বৈদ্যুতিন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীর উপস্থিতিতে উদ্বোধন করবেন আইন ও স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী।

Source: Aajkal

State Govt facilitating delivery of ‘Ashwin Package’ for Bengalis residing overseas

Only a few weeks are left for Durga Puja. So orders for articles used during Durga Puja are coming thick and fast to exporters and vendors in Bengal.

The Bengali Association of Yorkshire in England has placed orders with the State Government for 8,000 of the red lotuses of Bankura. The government-run West Bengal Agro Industries Corporation Ltd. (WBAIC) is coordinating with the lotus growers in Bankura district.

Quite a few associations in London have conveyed to the State Government the need for other essential articles too – dhan (paddy leaves), durba (a type of grass), baelpata (leaves of wood apple trees), kola-bou (a stem of a banana plant decked up as a woman), etc. WBAIC is facilitating all requirements for these overseas Durga Puja committees.

After England, now the Bengali associations of USA too are showing a lot of interest in asking the Bengal Government to fulfil their requirements.

Naturally, all this is also leading to farmers and cultivators feeling happy, and what better gift than this during the Puja season.

 

লন্ডনে মিলবে কলাবউ, ধান-দূর্বা’র ‘আশ্বিন প্যাকেজ’

পুজো শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এর মধ্যেই ইয়র্কশায়ার বাঙালি অ্যাসসিয়েশন আট হাজারটি বাঁকুড়ার লাল পদ্মের অর্ডার পাঠিয়েছে রাজ্যের কাছে। রাজ্যের কৃষি শিল্পোন্নয়ন নিগমের কর্তারা বাঁকুড়ার জলপদ্মের চাষিদের সঙ্গে যোগাযোগ করেছে।

লন্ডনের বেশ কিছু ক্লাব আগে থেকেই রাজ্যের কাছে জানিয়েছিল, শুধু পদ্মফুলই নয়, পুজোর অন্যান্য সরঞ্জাম হিসেবে ধান, দূর্বা, বেলপাতা, কলা-বউ এরও চাহিদা আছে তাদের। এবার সব চাহিদা পূরণ করতে এগিয়ে এসেছে রাজ্য কৃষি শিল্পোন্নয়ন নিগম তাদের ‘আশ্বিন প্যাকেজ’ নিয়ে।

লাল পদ্ম, ধান, দূর্বা, কলা বউ নিয়ে আশ্বিন প্যাকেজে থাকছে পুজোর প্রয়োজনীয় নানান ধরনের উপকরণ।

লন্ডনের দুর্গাপুজো কমিটিগুলোর বিপুল চাহিদার ফলে লাভের মুখ দেখছে বাংলার চাষিরা। এরফলেই আরও উৎফুল্ল হয়েছে কৃষি ও শিল্পোন্নয়ন নিগম। আশ্বিন প্যাকেজের কথা জানতে পারছে আমেরিকার কিছু পুজো উদ্যোক্তারা। ‘লন্ডনের পরে এবার আমেরিকা যাবে বাংলার কলা বউ’ গৌরবের সঙ্গে বললেন রাজ্যের এক শীর্ষ আধিকারিক।

Source: Khabar 365 Din

 

Abhishek Banerjee demands filling of vacancies of judges in High Court

Trinamool Congress MP Abhishek Banerjee has urged the Centre and the Union Ministry of Law and Justice to take initiatives to appoint an adequate number of judges in Calcutta High Court. Banerjee is all set to raise the issue in the next session of Parliament.

Out of the sanctioned strength of 72 judges, there are only 34 functional judges. Therefore, there are 38 vacancies, or approximately 53 per cent. Taking into account retirements and routine transfers, this percentage would rise to 66 in the next six months.

Abhishek Banerjee said, “Such colossal vacancies will lead to a substantial increase in the burden of judicial and administrative work to be discharged by the existing judges, despite higher disposal rates compared to other High Courts”.

He further stated that Calcutta High Court has faced the brazen apathy and indifference of the political executive with respect to the filling up of vacancies.

Firstly, he said that the names of seven members of the Bar have been recommended by the collegium of the Supreme Court to the Central Government for elevating them as judges of Calcutta High Court along with recommendations for the elevation of judges of other High Courts a long time back. Yet no action has been taken on those recommendations.

Secondly, while the functional strength of the other High Courts has increased by the day, vacancies of judges of the Calcutta High Court have remained.

However, he further stated, an appointment of seven or some more judges, if at all, would also not bring any substantial change in the functional strength because of the ensuing retirements. He therefore urged that immediate action be taken to appoint a maximum number of judges to prevent the justice delivery system from collapsing.

The MP also observed that by adopting a step-motherly attitude a particular High Court would be rendered ineffective.

Source: Millennium Post

 

হাইকোর্টে বিচারপতির পদ পূর্ণ করতে হবেঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়

হাইকোর্টে অর্ধেকের বেশি বিচারপতির পদ শূন্য। এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগে করলেন তৃণমূল যুবনেতা ও লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদের আসন্ন অধিবেশনে এই বিষয়ে তিনি সরব হবেন বলেও জানিয়েছেন।

কলকাতা হাইকোর্টের বরাদ্দকৃত বিচারপতি পদের সংখ্যা ৭২। অথচ বর্তমানে মাত্র ২৮ জন বিচারপতি রয়েছেন। লিখিত বিবৃতিতে অভিষেক কেন্দ্রের ওই আচরণকে স্বৈরাচারী বলে দাবি করেছেন। তিনি বলেন, হাইকোর্টে বিচারপতির পদ শূন্য পড়ে থাকলে বিচার ব্যবস্থাই বিপন্ন হবে।

অভিষেকের দাবি, রাজ্যের বিচারপ্রার্থীদের হয়রানি সত্ত্বেও কেন্দ্রের সরকার উদাসীন। তিনি বলেন, এই রাজ্যের ক্ষেত্রে কেন্দ্রের সর্বোচ্চ কর্তার নেপথ্যে মদত রয়েছে। রাজ্যকে বেকায়দায় ফেলাই তাদের একমাত্র উদ্দেশ্য।

তাঁর মতে রাজ্যের শূন্যপদে বিচারপতি নিয়োগে এই উপেক্ষা আসলে কেন্দ্রের রাজনৈতিক চাল। নানা ক্ষেত্রে কেন্দ্রের এনডিএ সরকার রাজ্যের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করে চলেছে, হাইকোর্টের বিচারপতি পদ পূরণে অবহেলা তারই অঙ্গ বলে মনে করে তৃণমূল। কেন্দ্রের আইন মন্ত্রীর কাছেও অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন।

 

Haringhata Meat to sell lip-smacking snacks at Durga Puja pandals

Haringhata Meat, run by the Department of Animal Husbandry of the Bengal Government, will set up stalls at Durga Puja pandals to sell healthy snacks. Popular food items like chicken cutlet, kebabs, nuggets, chicken sausage, chicken popcorn etc will be sold at attractive prices.

Ready-made food items have already become a rage at ‘Haringhata Meat’ outlets in the city. Apart from raw meat, snacks like chicken cutlet or kebabs are popular among people at these outlets. This is the first time that ‘Haringhata Meat’ has decided to set up stalls at Durga Pujo pandals.

Durga Puja pandals receive a footfall of lakhs of people. It is expected that the stalls of ‘Haringhata Meat’ will receive an overwhelming response from the people.

 

কাবাব, কাটলেট, চিকেন পপকর্নের পসরা সাজিয়ে মণ্ডপে মণ্ডপে হরিণঘাটা মিট

শারদোৎসবে একশো শতাংশ স্বাস্থ্যসম্মত খাবারের স্টল নিয়ে হাজির হচ্ছে পশ্চিমবঙ্গ প্রাণিসম্পদ উন্নয়ন নিগমের ‘হরিণঘাটা মিট’। এইসব স্টলে বাজারচলতি দামের চেয়ে কমেই মিলবে হাতে গরম চিকেন কাটলেট, বাহারি কাবাব, মুচমুচে নাগেটস, চিকেন সসেজ কিংবা চিকেন পপকর্ন।

হরিণঘাটা মিটের যেসব আউটলেট রয়েছে, সেখানে কাঁচা মাংসের পাশাপাশি চিকেন কাটলেট, চিকেন কাবাবসহ একাধিক রেডিমেড খাবারের আইটেম রয়েছে।

কলকাতার বিগ বাজেটের পুজোমণ্ডপে ‘হরিণঘাটা মিট’ এর নিজস্ব স্টল নজর কাড়বে। এভাবে বিগ বাজেটের একাধিক পুজোমণ্ডপে স্টল দেওয়ার সিদ্ধান্ত এই প্রথম।এবার পুজোয় নামীদামি একাধিক মণ্ডপের পাশে সুস্বাদু খাবারের গন্ধে ভিড় বাড়বে খাদ্যরসিকদেরও।

পশ্চিমবঙ্গ প্রাণিসম্পদ উন্নয়ন নিগমের পক্ষ থেকে পুজোমণ্ডপে স্টল চালানো হবে। পুজোর প্যান্ডেলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। সেখানে স্টল থাকলে সহজেই মানুষের কাছে পৌঁছানো যাবে।

Source: Bartaman

The Singur Struggle – A timeline

On August 31, 2016, the Supreme Court of India, in a historic judgment declared that the land acquisition made by the erstwhile Left Front Government in Singur was illegal and asked the present Government led by Mamata Banerjee to return the lands to its owners. This was the end of the 10 year struggle started by Didi against illegal land acquisition.

Year 2006

May 2006: The then West Bengal Government decided to acquire 997 acres (initially 1013 acres were asked for) for the Tata Motors small car factory in Singur of Hooghly district. Almost 6,000 families, including many agricultural workers and marginal peasants were to lose their land and livelihoods.

There was no compensation for the landless agricultural workers, unrecorded bargadars and other rural households who were indirectly dependent for their livelihood on land and agricultural activities. Almost all the land owners had also expressed their unwillingness to give their land from the inception of the project, but these appeals have fallen on deaf ears.

17 July: Work on acquisition of land for the Nano factory for producing small cars at Singur began. Farmers led by the Trinamool Congress’ MLA from Singur, Rabindranath Bhattacharjee, lodged protests saying that the state government was trying to remove them from land they owned.

25 September: Singur Land was forcefully acquired. The events  showed that the Left Front Government would go to any extent to evict the people and hand over the land to the company officials, more than four hundred people including several women and children were brutally assaulted and about 78 activists were arrested which includes 27 women and MP Mamata Bannerjee.

At around 1:40 am in the night the RAF and the police attacked a few thousand men-women-children who had been protesting peacefully all day. Few hundred persons were injured. About 5000 people including about 2000 women workers had peacefully demonstrated at the Block Development Office at Singur against the distribution of cheques to the peasants under the banner of “Singur Krishi Jami Raksha Committee”. Rajkumar Bhul, who was attacked by police, died on September 28.

The struggle of the people nevertheless continued in a democratic and peaceful fashion the next few months. Marches, rallies, public hearings got organised in Singur and Kolkata.

1 October: On the day of Bijoya Dashami, night vigil is observed in the affected mouzas of Singur. All the villagers in all the villages of Singur area switched off the lights in their houses in the evening as a symbol of protest.

30 November: Assault on Ms. Mamata Banerjee who was barred by police from proceeding to Singur. The government prohibited all assemblies in the Singur area, displaying its Fascist face.

2 December: Farmers of Khaserbheri, Bera Beri and Gopalnagar gathered to resist the fencing of the proposed project land. Severe police force was used against them, several people injured and more than 60 people were arrested.

4 December: The Singur agitation intensified with Mamata Banerjee starting a hunger-strike at Esplanade in central Kolkata after the state government had rejected her demand for stopping fencing work at Singur and withdrawal of police forces from the area. It lasted 26 days.

18 December: At about 6 AM, the body of a young activist of the Singur Krishi Jami Raksha Samity, Tapasi Malik was found burning in the fenced area. The girl was reportedly raped and murdered by miscreants who were present within the guarded area.

2008

October 3: The Nano Project is moved out of Bengal.

2011

March 28: Mamata Banerjee announced that she will do everything to return 400 acres of land in Singur to the unwilling farmers before Assembly Election.

20 May: Trinamool-led Government takes oath with Ms. Mamata Banerjee as Chief Minister

14 June: AITMC-led government passes the historic Singur Land Rehabilitation and Development Bill passed in Assembly

2016

August 31: Supreme Court of India terms the land acquisition in Singur illegal and unconstitutional.

 

আজ ঐতিহাসিক সিঙ্গুর রায়ের বর্ষপূর্তি

আজ ৩১শে আগস্ট। ঠিক এই দিনে গত বছর সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ ১০ বছরের আন্দোলনকে মান্যতা দিয়ে রায় দেন সিঙ্গুরে জমি অধিগ্রহণ ছিল অবৈধ।

২০০৬

মে মাসে তৎকালীন বামফ্রন্ট সরকার টাটা গোষ্ঠীর ১ লাখি গাড়ির কারখানা ও আনুসাঙ্গিক শিল্প গড়ার জন্য সিঙ্গুরের মোট ১০০০ একর জমি অধিগ্রহনের সিদ্ধান্ত নেয়। গায়ের জোরে সরকারের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে শুরু হয় কৃষক বিক্ষোভ। শিল্প ও বাণিজ্যমন্ত্রীকে কালো পতাকা দেখান তারা। প্রায় ৩০০০ কৃষক সিঙ্গুরের বিডিও অফিসের সামনে ধর্না দেয় সরকারের এই জমি অধিগ্রহণের বিরোধিতায়।

১৭ই জুলাই তৃণমূল কংগ্রেসের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য’র নেতৃত্বে কৃষকরা প্রতিবাদ জানান।

সব প্রতিবাদ উপেক্ষা করে ২৫শে সেপ্টেম্বর বলপূর্বক তৎকালীন সরকার জমি অধিগ্রহণ করে। ৪০০রও বেশী মহিলা, পুরুষ, শিশু নির্মম ভাবে অত্যাচারিত হন। ৭৮ জন প্রতিবাদী – যার মধ্যে ২৭ জন মহিলা ছিলেন – গ্রেফতার হন। তাদের মধ্যে ছিলেন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়।

রাত :৪০ নাগাদ শান্তিপূর্ণ প্রতিবাদরত মানুষের ওপর নেমে আসে RAF ও পুলিশের নির্মম অত্যাচার। পুলিশের অত্যাচারে আহত রাজকুমার ভুল  ২৮ তারিখ মারা যান। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে চলে বিক্ষোভ।

সেই বছরই বিজয়া দশমীর (১লা অক্টোবর) রাতে নিজেদের বাড়িতে সব আলো বন্ধ রেখে প্রতীকী প্রতিবাদ করেন।

এর পর ৩০শে নভেম্বর সিঙ্গুর যাওয়ার পথে আটকে দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। ৪ঠা  ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় অনশন শুরু করেন। ২৬ দিন চলে এই অনশন।

১৮ই ডিসেম্বর ‘সিঙ্গুর কৃষিজমি রক্ষা সমিতির’ অন্যতম প্রতিবাদী তাপসী মালিককে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়। প্রতিবাদে উত্তাল হয় সারা বাংলা।

২০০৮

অক্টোবর কারখানা বন্ধ করার সিদ্ধান্ত নেয় গোষ্ঠী।

২০১১

২৮শে মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন বিধানসভা নির্বাচনে জয়লাভ করলে অনিচ্ছুক চাষিদের ৪০০ একর জমি ফেরত দেবে তার সরকার।

২০শে মে রাজ্যে ঘটল পালাবদল। ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এল তৃণমূল কংগ্রেস।

১৪ই জুন রাজ্য সরকার ঐতিহাসিক ‘সিঙ্গুর জমি পুনর্বাসন ও উন্নয়ন বিল’ পাস করে বিধানসভায়।

২০১৬

৩১শে আগস্ট: বাম আমলের জমি অধিগ্রহণকে অসাংবিধানিক আখ্যা দেয় সুপ্রিম কোর্ট।

এর মাঝে সিঙ্গুরের উন্নয়নের জন্যও নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ:

  • ২০১৪ সালে সিঙ্গুরে তাপসী মালিক কৃষক বাজারের উদ্বোধন করা হয়,
  • সুফল বাংলার ১টি আউটলেট খোলা হয়,
  • একটি নতুন সরকারি ডিগ্রি কলেজ সিঙ্গুরে স্থাপন করা হয়েছে,
  • জুলপিয়া নদীর উপর একটি সেতু নির্মাণ করা হয়েছে,
  • স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং আই সি ডি এস সেন্টার পুনর্গঠন করা হয়েছে,
  • জল সরবরাহ প্রকল্প গ্রহণ এবং উন্নীতকরণ করা হয়েছে।

 

 

Mamata Banerjee – The face of land movement in Bengal

Mamata Banerjee has been the face of the land movement in Bengal. It was she who fearlessly fought against the tyranny of the Left Front Government during the Singur and Nandigram movements.

In 2006, the Left-led Govt made acquisition of 997 acres of multi-crop land required for the car factory in Singur. The forcible acquisition which was made under the colonial Land Acquisition Act of 1894, led to protest from all over Bengal, led by Mamata Banerjee. She even went on a hunger strike for 26 days for the sake of farmers’ rights.

In 2011, Mamata Banerjee became the Chief Minister of Bengal after the people voted in large numbers for a change of guard in the State. Since then, the Government has taken up numerous initiatives for Land reforms.

Here are some of the most important achievement of the Government:

Singur Verdict:

In compliance of the landmark verdict by the Hon’ble Supreme Court of India, possession of land amounting to almost 980 acre (situated within the erstwhile Singur Project Area) has been returned to almost 12,000 families dispossessed due to the project, after making the land suitable for cultivation.

New Land Bill:

Following the footsteps, the Bengal the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement (Amendment) Bill, 2015 was introduced in the Lok Sabha on February 24, 2015.  The Bill replaces the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement (Amendment) Ordinance, 2014.

 Land Policy:

• During 2011-2017, many important policy decisions have been taken for achieving better administration, regulation and management of land:

• In a bold policy initiative, the State Government has decided to waive tax on agricultural land. This will go a long way in not only mitigating hardship faced by the farmers but also boost agricultural output and income in future.

• Land Allotment Policy has been formulated in 2012-13 in order to introduce uniformity, reduce discretion and ensure transparency while dealing with public assets. The policy laid down a transparent process for allotment of land along with the terms for such allotment.

• Land Purchase Policy has been introduced in 2014-15 in order to enable the State Government and its parastatal agencies to purchase land for infrastructure projects through a process of direct negotiations with willing land owners against just compensation and incentive. The scope of this policy has been extended to land purchase for central government departments as well in 2016-17.

The stated policy of the State Government is that there will be no forceful acquisition of land. The purchase policy of the Government is thus consent based and transparent. So far the Standing Committee on Industry, Infrastructure and Employment has cleared direct purchase of about 950 acre of land for various projects of public importance.

• State Land Use Board has developed a Land Bank of available land in respect of all districts of West Bengal with a view to ensuring availability of land for infrastructural development for industries and other developmental works including ­agship projects of the state.

• Amendment to Section 14Y of the West Bengal Land Reforms Act, 1955 has been carried out in 2014 which broadened the scope of the section. Now, entrepreneurs may with prior permission of government, utilize ceiling surplus lands to set up units for various industrial and social infrastructural activities in sectors namely IT, shipbuilding, township, transportation terminal, logistics hub, etc., in addition to existing sectors.

Land Use Map:

Utilising the concept of index-linked land use zoning maps has been introduced in the year 2011-12 for use of investors. Land Use Maps broadly contain parameters like Dry / Barren land, Single Crop land, Double / Multi-crop land, Forest land, Metal roads, National / State Highway, Railway Network, Water bodies, etc.

 ‘Nijo Griha Nijo Bhumi’:

• NGNB (launched in 2011) provides up to 5 decimal land to eligible beneficiary families (all rural landless and homeless agricultural labourers / artisans /fishermen). Almost 2.2 lakh NGNB Pattas have been distributed under this scheme, so far.

• During 2011-2017, more than 3 lakh Pattas (NGNB / Agricultural / Forest Pattas) have been distributed, so far.

 

মমতা বন্দ্যোপাধ্যায় – বাংলার জমি আন্দোলনের কান্ডারি

বাংলার জমি আন্দোলনের কাণ্ডারি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বতন বাম সরকারের শাসনকালে সিঙ্গুর ও নদীগ্রামের কৃষকদের ওপর অত্যাচারের বিরুদ্ধে তিনিই সোচ্চার হয়েছিলেন; রুখে দাঁড়িয়েছিলেন বলপূর্বক জমি অধিগ্রহনের বিরুদ্ধে।

বাংলার জমি আন্দোলনের কাণ্ডারি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বতন বাম সরকারের শাসনকালে সিঙ্গুর ও নদীগ্রামের কৃষকদের ওপর অত্যাচারের বিরুদ্ধে তিনিই সোচ্চার হয়েছিলেন; রুখে দাঁড়িয়েছিলেন বলপূর্বক জমি অধিগ্রহনের বিরুদ্ধে।
২০০৬ সালে বাম সরকার সিঙ্গুরে বহুফসলি জমি বলপূর্বক অধিগ্রহণ করে। এর বিরুদ্ধে আন্দোলনে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়; কৃষকদের স্বার্থ রক্ষার্থে ২৬ দিনের অনশনও করেন তিনি।

বিপুল জনসমর্থন পেয়ে ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গড়ে তৃণমূল কংগ্রেস। সেই থেকে ভূমি সংস্কারের লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।

কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ:-

সিঙ্গুর রায়ঃ

মহামান্য সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নির্দেশ মান্য করে (পূর্বতন সিঙ্গুর প্রকল্প এলাকার মধ্যে থাকা) প্রায় ৯৮০ একর জমি চাষযোগ্য করে প্রায় ১২০০ পরিবার, যারা ওই প্রকল্পের কারণে জমি থেকে উচ্ছেদ হয়েছিল, তাদের জমির অধিকার ফেরত দেওয়া হয়েছে।

জমি নীতি:

২০১১-১৭ সালে জমি বিষয়ে অপেক্ষাকৃত উন্নততর প্রশাসন, নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপন সুচিসচিত করার জন্য অনেক গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছেঃ

রাজ্য সরকার কৃষিজমির কর মকুব করে একটি বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এতে যে শুধুমাত্র কৃষকদের দুঃখ -কষ্ট (যা তারা ভোগ করেছেন ) লাগব হবে তাই নয় ,কৃষিজ উৎপাদনও কৃষকদের ভবিষ্যতের উপার্জনও বৃদ্ধি পাবে।

সরকারি সম্পত্তি নিয়ে কাজ করার খেত্রে সাদৃশ বজায় রাখা ,বৈষম্য হ্রাস করা এবং স্বচ্ছতা সুনিশ্চিত করার লক্ষ্যে ২০১২-১৩ সালে জমি বন্টন নীতি প্রণয়ন করা হয়েছে। এই নীতি জমি বন্টনের শর্তাবলি-সহ জমি বন্টনের জন্য একটি স্বচ্ছ প্রক্রিয়ার উদ্ভব ঘটিয়েছে।

রাজ্য সরকার এবং তার অধিনস্থ সংস্থাগুলি যাতে কেবল ক্ষতিপূরণ ও প্রোৎসাহোন মূল্যের বিনিময়ে ইচ্ছুক কৃষকদের সঙ্গে সরাসরি আলাপ আলোচনা করে পরিকাঠামো গড়ার প্রকল্পের জন্য জমি কিনতে পারে, সেদিকে দৃষ্টি রেখে ২০১৪-১৫ সালে জমি ক্রয় নীতি প্রণয়ন করা হয়েছে।

এ ব্যাপারে রাজ্য সরকারের ঘোষিত নীতি হল এই যে, জোর করে কোনও জমি অধিগ্রহণ করা হবে না। সুতরাং সরকারের জমি কেনার নীতি হচ্ছে সম্মতি-ভিত্তিক এবং স্বচ্ছ। বিভিন্ন জনস্বার্থ-কেন্দ্রিক গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য এযাবৎ শিল্প। পরিকাঠামো ওকর্মসংস্থান বিষয়ক স্থায়ী কমিটি প্রায় ৯৫০ একর জমি সরাসরি কেনার অনুমোদন দিয়েছে।

রাজ্যের বিভিন্ন অগ্রণী প্রকল্প-সহ শিল্পের জন্য পরিকাঠামো উন্নয়ন এবং অন্ন্যান্য উনন্নয়নমূলক কাজের জন্য সুনিশ্চিত করতে রাজ্য ভূমি ব্যবহার পর্ষদ পশ্চিমবঙ্গের সমস্ত জেলারক্ষেত্রে জমির একটি জমি ব্যাংক প্রস্তুত করেছে।

২০১৪ সালে পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন, ১৯৯৫ -এর ১৪Y ধারার সংশোধন করা হয়েছে ,যার ফলে উক্ত ধারার কার্যপরিধি অনেক প্রসারিত হয়েছে। বর্তমানে উদ্যোগপতিরাসরকারের অনুমতি নিয়ে সিলিং -বহির্ভুত জমি তাদের স্বাভাবিক ক্ষেত্রের বাইরে বিভিন্ন শিল্প ও সামাজিক পরিকাঠামোগত কাজকর্ম যথা ,তথ্যপ্রযুক্তির ,জাহাজনির্মান ,উপনগরীস্থাপন ,পরিবহন টার্মিনাল ,লজিস্টিক হাব ইত্যাদি কাজে নিয়োজিত করতে পারেন।

২০১১-১২ সালে বিনিয়োগকারীদের ব্যবহারের জন্য সূচক -সংশ্লিষ্ট জমি ব্যবহারের এলাকা বিভাজন মানচিত্রের ধারণাকে কাজে লাগিয়ে জমি ব্যবহার মানচিত্র প্রবর্তিত হয়েছে। শুল্কবা পতিত জমি,একফসলি জমি ,দো -ফসলি /বহু -ফসলি জমি,বনভূমি ,পাকা রাস্তা,জাতীয় /রাজ্য সড়ক ,রেল -সংযোগ ব্যবস্থা ,জলাশয় প্রভৃতি উপাদানগুলিকে জমি ব্যবহারমানচিত্রের অন্তভুক্ত করা হয়েছে।

নিজ গ্রহ নিজ ভূমিঃ

নিজ গ্রহ নিজ ভূমি (NGNB) প্রকল্পে (২০১১ সালে প্রবর্তিত) যোগ্য উপকারভোগী পরিবারকে (সকল গ্রামীণ ভূমিহীন ও গৃহহীন খেতমজুর/কারিগর/মতস্যজীবী শ্রেনিভুক্ত) ৫ ডেসিমেল পর্যন্ত জমি দেওয়ার ব্যবস্থা হয়েছে। এখনো পর্যন্ত এই পরিকল্পের অধীনে প্রায় ২.২ লক্ষ নিজ গ্রহ নিজ ভূমি পাট্টা বিতরণ করা হয়েছে।

২০১১-১৭ সময়কালে ৩ লক্ষেরও বেশী পাট্টা (নিজ গ্রহ নিজ ভূমি/কৃষি/বন পাট্টা) বিতরণ করা হয়েছে।

 

 

Singur Now – A hub of agricultural productivity

A year ago today – on August 31, 2016 – the Supreme Court of India passed the historic judgment t declaring that the land acquisition made by the erstwhile Left Front Government in Singur was illegal and unconstitutional. It asked the present Trinamool Government led by Mamata Banerjee to return the lands to its owners. Thus the 10-year struggle of Mamata Banerjee against illegal land acquisition ended in a victory for the farmers.

Bengal Chief Minister Mamata Banerjee had hailed the Supreme Court’s decision and said she had “tears of joy”. On September 2, 2016, Singur Utsav was observed in every block of the State today to commemorate the Supreme Court decision quashing land acquisition in Singur. Rallies were taken out by Trinamool activists and supporters in various parts of the State. Cultural programmes were held too. ‘Singur Vijay Diwas’ was observed at Vidhan Sabha, too.

On September 14, Mamata Banerjee handed over land parchas (land deeds) and compensation cheques to farmers in Singur. Around 9,117 land deeds were handed over. Around 800 compensation cheques – to unwilling farmers – were handed over by the Chief Minister and her Cabinet colleagues. “In the first lot 9,117 parchas were given. All land will be returned in cultivable form within eight weeks,” she said during her visit to Singur.

The CM said that the government will be setting up check dams and small tube wells for irrigation in Singur. She added that soil testing is going on and all fertilisers for making the land fertile and cultivable will be provided to farmers.

On October 17, the Bengal CM said that the process of giving physical possession of land in Singur will begin on October 20 and will be completed in 15-20 days.

On October 20, Chief Minister Mamata Banerjee formally re-commenced farming on the plots of land in Singur which were given away to Tata Motors’ Nano project by the Left Front government, by sowing seeds of mustard on those plots.

By November 2016, the land was returned and by January 2017, the 300 or so farmers whose land had not been affected by the steel and concrete structures had already begun producing crops of the golden skin potatoes that farmers in Bengal’s Singur are renowned for. Rabi and Boro crops have also been grown in Singur. The Government also encouraged the use of organic fertilisers in Singur.

About 230 acres of paddy fields sown in early February using new, low-water techniques have produced knee-high crops. Sesame, maize, cucumbers and banana have also been planted. A new power network now runs 63 freshly drilled wells for dry season irrigation and sprinklers and drips are in use. The state government had also provided farmers with high-yielding seeds, fertilizer and Rs 10,000 toward new farm equipment and extra workers to help with labour.

With all these steps taken, Singur will be a model in agriculture and horticulture sectors.

 

সিঙ্গুর ফিরেছে শস্যের ভাণ্ডারে

ঠিক এক বছর আগে অর্থাৎ ৩১শে আগস্ট ২০১৬ তারিখে মহামান্য সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে পূর্বতন বামফ্রন্ট সরকারের সিঙ্গুরের জমি অধিগ্রহণকে ‘অবৈধ ও অসাংবিধানিক’আখ্যা দেন। মহামান্য আদালত বর্তমান তৃণমূল সরকারকে নির্দেশ দেন কৃষকদের জমি ফিরিয়ে দিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ ১০ বছরের অক্লান্ত সংগ্রামের এক মধুর সমাপতন ঘটে।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহামান্য সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানান। তিনি আবেগপ্রবণ হয়ে ঘোষণা করেন রাজ্যের সব ব্লকে সিঙ্গুর উৎসব পালিত হবে। ২রা সেপ্টেম্বর রাজ্যের প্রান্তে প্রান্তে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা মিছিল বার করেন, বিভিন্নি সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। বিধান সভায়ও ‘সিঙ্গুর বিজয় দিবস’ পালন করা হয়।

সেপ্টেম্বরের ১৪ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় চাষিদের হাতে জমির পরচা ও ক্ষতিপূরণের চেক তুলে দেন। প্রায় ৯১১৭টি পরচা তুলে দেওয়া হয়। প্রায় ৮০০ জন অনিচ্ছুক কৃষকদের ক্ষতিপূরণের চেক প্রদান করেন মুখ্যমন্ত্রী ও মন্ত্রীসভার অন্যান্য মন্ত্রীরা। সিঙ্গুরের জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, “প্রথম দফায় ৯১১৭টি পরচা তুলে দেওয়া হয়, আগামী আট সপ্তাহের মধ্যে জমি চাষযোগ্য করে ফেরত দেওয়া হবে। সরকার চেক বাঁধ ও ছোট টিউবওয়েলের ব্যবস্থা করছে সিঙ্গুরে সেচের জন্য।” তিনি আরও বলেন, জমি পরীক্ষার কাজ চলছে এবং এই জমিকে উর্বর ও চাষযোগ্য করে তুলতে যা সার লাগে, সব চাষিদের প্রদান করা হবে।

১৭ই অক্টোবর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জমি হস্তান্তরের প্রক্রিয়া ২০ই অক্টোবর থেকে শুরু করা হবে ও ১৫-২০ দিনের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ হয়ে যাবে। ২০শে অক্টোবর যে জমি বামফ্রন্ট সরকার কেড়ে নিয়েছিল, সেই জমিতে সরিষার বীজ ছড়িয়ে পুনরায় চাষ করা শুরু করেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

নভেম্বর মাসের মধ্যে জমি হস্তান্তরের কাজ শেষ হয়। জমিতে আলু উৎপাদন হয় ২০১৭ সালের জানুয়ারি মাসেই। এই আলুর জন্যই সিঙ্গুর বিখ্যাত সারা বিশ্বে।

২০১৭ সালের ফেব্রুয়ারী মাসে প্রায় ২৩০ একর ধান জমিতে ফলন হয়েছিল। তিল, ভুট্টা, শসা ও কলার চাষও শুরু হয়েছে। রবি ও বোরো শস্যও ফলন হচ্ছে সিঙ্গুরে। জৈব সার ব্যবহার করতেও উৎসাহ দিচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকার বীজ ও সার দিয়েছিল কৃষকদের। এছাড়া, নতুন যন্ত্রপাতি কেনা ও চাষের সহযোগিতা করতে অতিরিক্ত লোকের জন্য ১০,০০০ টাকা করে প্রদান করা হয়েছিল।

রাজ্য সরকারের এই সকল পদক্ষেপের মধ্যে দিয়ে সিঙ্গুর আবারও শস্যের ভাণ্ডারে নিজের জায়গা ফিরে পেয়েছে।