KMC’s post-immersion cleaning efforts earn praise from environmentalists

Like last year, this year too, the Kolkata Municipal Corporation (KMC) did a commendable job of removing the idols from the Hooghly after the Kali Puja immersions. For this work, KMC has earned high praise from environmentalists.

With almost three-and-a-half-thousand immersions taking place, the water would have got polluted if these were not removed. Along with the frames, there are the colours used to paint idols and flowers which lead to pollution too.

At the major ghats where immersions were allowed, KMC had cranes, barges, payloaders and trucks stationed which worked through the nights to remove the idols floating on the river. Immersions had taken place for three days at 17 ghats along the Hooghly.

 

বিসর্জনের পর দূষণ রুখতে দ্রুত প্রতিমার কাঠামো সরালো কলকাতা পুরসভা

 

কালীপুজোর বিসর্জন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সাঙ্গ করে গঙ্গার ঘাটগুলিকে পুরনো অবস্থায় ফিরিয়ে দিয়ে পরিবেশের প্রতি দায়বদ্ধতা ফের প্রমাণ করল কলকাতা পুরসভা। দুর্গাপুজোর পর কালীপুজোতেও সমান দক্ষতার সঙ্গে গঙ্গার দূষণ রুখে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও পরিবেশ দপ্তরের প্রশংসাও পেলেন পুরকর্তারা।

শুক্রবার থেকে গঙ্গার ১৭টি ঘাটে প্রায় ৩৫০০ প্রতিমা বিসর্জন হয়েছে। শুধু সুষ্ঠুভাবে ভাসান প্রক্রিয়া সম্পন্ন করাই নয়, পাশাপাশি গঙ্গার দূষণ রোধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে পুরসভার জঞ্জাল বিভাগের প্রায় শ’তিনেক কর্মী।

বিসর্জনের পর প্রতিটি ঘাট থেকে প্রতিমার কাঠামো, ফুল, বেলপাতা সরিয়ে ফেলা হয়েছে দ্রুততার সঙ্গে। এছাড়া বিসর্জনের পর প্রতিটি ঘাটকে ধুয়ে পরিষ্কার করার জন্য প্রশংসা পেয়েছেন পরিবেশবিদদের। পুরসভার পাশাপাশি গঙ্গা দূষণ রোধে তৎপর ছিল বন্দর কর্তৃপক্ষও।

ক্রেন, ভাসমান বার্জ, পে লোডার, ট্রাক, ছোট ক্রেন রাখা ছিল প্রতি ঘাটে। বিসর্জন খতিয়ে দেখতে পুর আধিকারিকেরা ছিলেন প্রতিটি ঘাটে। তাছাড়া ভাসানের ওপর ছিল পুলিশের করা নজরদারি। শব্দবাজি, ডিজে মিউজিকের ওপর ছিল নিষেধাজ্ঞা। মহিলাদের নিরাপত্তায় দেওয়া হয়েছিল বিশেষ জোর।

 

Source: Sangbad Pratidin
Picture courtesy: ProKerala

Bengal Govt to operate small aircraft to improve regional connectivity

The State Transport Department, in collaboration with private airlines operators, has decided to operate small aircraft to increase regional connectivity.

The aircraft will be operated from Kolkata to Andal, Cooch Behar, Bagdogra, Malda and other small airports. Each aircraft will have seating capacity of 10 to 25 people. Among the airports, Bagdogra, Balurghat and Cooch Behar have been renovated by the government for operating small aircraft.

The State Government has also decided to spend Rs 300 crore for infrastructure development of Kazi Nazrul Islam Airport in Andal near Durgapur including better sewerage and drainage system, transport system as well as for providing better services to air passengers.

আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে সরকার চালাবে ছোট বিমান

 

রাজ্য পরিবহণ দপ্তর সিদ্ধান্ত নিয়েছে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে বেসরকারি বিমান সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে সরকার চালাবে ছোট বিমান।

এই বিমান চলবে কলকাতা থেকে অন্ডাল, কোচবিহার, বাগডোগরা, বালুরঘাট, মালদা ও অন্যান্য ছোট বিমানবন্দরে। প্রতিটি বিমানে থাকবে ১০ থেকে ২৫ জনের বসার জায়গা। এই কারণে, বাগডোগরা, বালুরঘাট, কোচবিহার বিমানবন্দরগুলির সংস্কার করা হয়েছে।

রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে দুর্গাপুরের নিকটস্থ অন্ডাল বিমানবন্দরের পরিকাঠামোগত উন্নয়নের জন্য ৩০০ কোটি টাকা ব্যয় করবে।
Source: The Statesman

Monitoring bodies for the distribution of essential food grains across all districts in Bengal to be set up

The Bengal Food and Supplies department will set up district-level monitoring committees in all the districts of Bengal to monitor the distribution of essential food grains across the state. The committee will also ensure that the people are getting quality food grains.

Bengal Chief Minister’s brainchild ‘Khadya Sathi’ has brought a revolution across the state as 8.34 crore people from Bengal have already been covered under this scheme. Around 91 percent of the state’s total population is getting rice and wheat at a subsidised rate of Rs 2 per kg.

Earlier, the department had a capacity of storing 62,000 metric tonne food grains but many more godowns have come up with a total capacity of holding more than 6 lakh metric tonne of food grains. The department has a target of setting up godowns with a total capacity of 14 lakh metric tonnes.

The state government has also increased the allotment of funds for procuring more food grains.

 

খাদ্যশস্য বণ্টনের ওপর নজরদারি করতে প্রতি জেলায় গড়া হবে মনিটারিং কমিটি

খাদ্যশস্য বণ্টনের ওপর নজরদারি করতে প্রতি জেলায় রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তর গড়বে মনিটারিং কমিটি। খাদ্য ও সরবরাহ মন্ত্রী বলেন, প্রতিটি জেলার সদরে একটি করে মনিটারিং কমিটি গড়া হবে। এই কমিটি নজর রাখবে রেশন ব্যাবস্থার ওপর। বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

খাদ্যশস্যের গুনমানের ওপরেও নজর রাখবে এই কমিটি। রেশন দোকান ও অন্যান্য যেসব কেন্দ্রগুলিতে খাদ্যশস্য বণ্টন করা হয়, সেগুলি পরিদর্শন করবে এই কমিটি।

মুখ্যমন্ত্রীর সাধের ‘খাদ্য সাথী’ প্রকল্পের দৌলতে রাজ্যে বিরাট পরিবর্তন এসেছে। ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় ৮.৩৪ কোটি মানুষ এসেছে। এই প্রকল্পের সুবিধা পাচ্ছে প্রায় রাজ্যের ৯১শতাংশ মানুষ। উপকৃত হয়েছে সিঙ্গুর, পাহাড় ও জঙ্গলমহলের জনসাধারণ। এই প্রকল্পের আওতায় মানুষ ২ টাকা কেজি দরে চাল পায়।

প্রসঙ্গত, উত্তরবঙ্গের টোটো উপজাতিকে সম্পূর্ণ বিনামুল্যে চাল, ডাল ও অন্যান্য খাদ্যশস্য দেওয়া হয়।

Bengal Govt introduces scheme to empower women through a green movement

The Panchayat Department of the Bengal government has brought about a scheme for creating employment as well as empowering women through a green movement, through the planting and taking care of trees. Women would be given preference under the scheme.

The scheme is aimed at poor villagers. One has to plant 100 trees and if the person manages to save 90 per cent of the trees within six months, Rs 900 would be given as reward by the department. Similarly, if the person manages to plant 200 trees and save 90 per cent, Rs 1,800 would be given as a reward. The payment would be per month, and would continue for three to five years.

The land to plant the trees as well as the saplings would be provided by the State government.

After the trees grow big, 75 per cent of their ownership would remain with the planters, which means that they would get part of the earnings from selling fruits and wood from the trees

Through this programme, the Panchayat Department plans to bring sustenance for 80,000 poor families of the state. The programme would be funded under the provisions of the MGNREGA Scheme.

The scheme was initiated in Howrah and Bardhaman two months back on a pilot basis, and has tasted success. About 55,000 trees have been planted till now. Through this scheme, the State Government has introduced a new concept – that of ‘briksha patta’, which translates to tree patta.
 

গাছ বাঁচালে হাতে টাকা দেবে সরকার

 

গাছ বাঁচালেই এবার মিলবে নগদ ইনাম। এর জন্য অন্তত ১০০টি গাছ লালনপালনের দায়িত্ব নিতে হবে। তার মধ্যে অন্তত ৯০ শতাংশ গাছ বাঁচাতে পারলে মাসের শেষে মিলবে ৯০০টাকা। গাছগুলি বড় হওয়ার পর ৭৫ শতাংশ মালিকানা থাকবে পরিচর্যাকারীর এবং ফল বা কাঠ বিক্রির ভাগও পাবেন। সেই গাছ লাগানোর জন্য জমি ও চারাগাছের জোগান দেবে রাজ্য সরকার। সবুজ রক্ষায় এমনই এক অভিনব প্রকল্প হাতে নিয়েছে রাজ্য পঞ্চায়েত দপ্তর। এর নাম দেওয়া হয়েছে ‘বৃক্ষ পাট্টা’।

সারা রাজ্যে মোট ৮০ হাজার দরিদ্র পরিবারকে এই প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্পের আওতায় তাঁরা গাছ বাঁচানোর কাজে নিযুক্ত হবেন। গাছ পরিচর্যার বিনিময়ে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত পরিবার পিছু মাসে ৯০০টাকা পারিশ্রমিক পাবেন। এই কাজে মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে।

এর ফলে যেমন গ্রামীণ মহিলালা স্বনির্ভর হতে পারবে, তেমন গ্রামের সবুজও রক্ষা করবে তারা। গাছের বয়স যখন ৬ মাস হবে, তখন সেটিকে পুর্নাঙ্গ বলে ধরা হবে। তারপর থেকে মাসে ৯০০ টাকা করে দেবে সরকার। কেউ চাইলে ২০০ টি গাছের দায়িত্বও নিতে পারেন। সেক্ষেত্রে ১৮০০ টাকা পাওয়া যাবে।

এবছর পরীক্ষামূলক ভাবে দুই জেলার কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃক্ষরোপণ শুরু হয়েছে। জেলাগুলি হল হাওড়া এবং বর্ধমান। এখনও পর্যন্ত ৫৫ হাজার গাছ লাগানো হয়েছে।

Source: Ei Samay

Bengal Govt to train medical students in martial arts

In a first-of-its-kind intuitive, the Bengal Government has decided to provide training in the 2,000-year-old martial art of taekwondo to medical students studying in the government medical colleges.

Earlier, certain all-India institutions did provide martial arts training to its students, but this is the first time that a State Government would be providing the training.

Not just medical students, any health worker, nurse or official posted in these medical colleges can attend the taekwondo classes. There are 13 medical colleges in Bengal.

Martial arts not only teaches self-defence but along with it, self-confidence, stress management, showing respect to others, communication, etc., and it is these other aspects that are being looked into as equally important lessons for the students.

These aspects are essential for becoming a well-rounded person, and service to people being the essential motto of doctors, these are of equal importance along with professional skill.

রাজ্যের সব মেডিকেল কলেজে মার্শাল আর্ট শেখানোর সিদ্ধান্ত

 

দেশের মধ্যে প্রথম রাজ্য হিসাবে বাংলার সমস্ত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে দু’হাজার বছরের পুরানো মার্শাল আর্ট তাইকোন্ডো শেখানোর সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দপ্তর।

এর আগে ভারতের সেরা স্বাস্থ্য প্রতিষ্ঠান অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস) ছাড়াও আইআইটি কানপুর, আইএসআই কলকাতা, আইআইটি রুরকি সহ দেশের একাধিক শীর্ষ মেধা প্রতিষ্ঠানে তাইকোন্ডো শেখানো শুরু হলেও, দেশের কোনও রাজ্য সরকার সুর্নির্দিষ্টভাবে নিজের কোনও দপ্তরের অধীনস্থ সব প্রতিষ্ঠানে এটি শেখানোর সিদ্ধান্ত নেয়নি। যা প্রথম নিল বাংলা। শুধু চিকিৎসক বা হবু ডাক্তাররাই নন, চাইলে রাজ্যের ১৩টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের যে কোনও স্বাস্থ্যকর্মী, নার্স, প্রশাসনিক কর্তা- সকলেই শিখতে পারবেন এই মার্শাল আর্ট।

এ ধরনের মার্শাল আর্টে আত্মরক্ষার কৌশল শেখানো হয় ঠিকই, পাশাপাশি আত্মবিশ্বাস, স্ট্রেস ম্যানেজমেন্ট, অপরকে সৌজন্য দেখানো, সম্মান প্রদর্শন, জনসংযোগ ইত্যাদিও শেখানো হয়। এগুলি আজকের দিনে একজন যথার্থ মানুষ ও চিকিৎসক হয়ে ওঠার পক্ষে খুবই জরুরি।
Source: Bartaman

Bengal Govt to set up centres of National Institute of Virology

The Bengal Government is going to set up centres for testing of viruses in collaboration with the National Institute of Virology, Pune.

The decision was taken after it was found that cases of acute encephalitis went down due to effective testing of the blood samples sent to national institutes like National Institute of Virology, Pune, but reports from which places take three to four days to reach hospitals in the state.

With the setting up of the centres here, the State Government will get reports of blood samples of affected persons within 24 hours.

 

ভাইরাস গবেষণা কেন্দ্র তৈরী হবে রাজ্যে

পুনের ন্যাশানাল ইন্সটিটিউট অফ ভাইরোলজি সহযোগিতায় এবার রাজ্যে তৈরী হবে ভাইরাস গবেষণা কেন্দ্র।

মুখ্যমন্ত্রী বলেন, পুনেতে রক্তের নমুনা পরীক্ষা করতে পাঠানোর পর রিপোর্ট হাতে পেতে তিন থেকে চার দিন সময় লেগে যায়। এখানে এরকম একটি কেন্দ্র তৈরি হলে এই রিপোর্ট এক দিনের মধ্যে পাওয়া যাবে।

এই কেন্দ্র তৈরীতে পুনের ন্যাশানাল ইন্সটিটিউট অফ ভাইরোলজি সবরকম প্রযুক্তিগত সহায়তা করবে।

রাজ্য সরকার গত ছ’বছরে প্রচুর উদ্যোগ নিয়েছে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে ঢেলে সাজাতে। এই নবতম উদ্যোগটিও সাধুবাদযোগ্য।
Source: Millennium Post

Bengal Government to provide food packs for malnourished mothers and their kids

In a unique initiative, the state Food and Supplies department has tied up with the Health department to distribute free food grains among mothers and their newborns suffering from malnutrition.

Under this new scheme, the Food Supplies department will distribute various food grains including rice, pulses, wheat and soyabean among mothers and their children on the basis of the list provided by the state 2.

The State Food and Supplies Minister said that a pack weighing around 9 kg of food grains will be supplied for the mothers and their babies suffering from malnutrition every month. They would be able to avail the service for one year since a mother gives birth to a child and suffers from malnutrition. One packet will be distributed among each family in a month and they will be able to avail the benefits for one year.

 

অপুষ্টিতে আক্রান্ত মা ও শিশুদের ফুড প্যাক দেবে রাজ্য সরকার

একটি অভিনব উদ্যোগে রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তর জোট বেঁধেছে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যাতে করে অপুষ্টিতে আক্রান্ত মা ও শিশুদের খাদ্য সরবরাহের পরিকল্পনা করা যায়। এই নতুন প্রকল্পে, খাদ্য সরবরাহ দপ্তর চাল, ডাল, গম, সোয়াবিন বিতরণ করবে মা ও শিশুদের রাজ্য সরকারের তৈরি করা লিস্ট অনুযায়ী।

খাদ্য মন্ত্রী বলেন, ৯ কিলো ওজনের একটি ফুড প্যাক দেওয়া হবে প্রতি মাসে মা ও শিশুদের। ওই পরিবারগুলি এই পরিষেবা পাবে ১ বছর। স্বাস্থ্য দপ্তর খাদ্য ও সরবরাহ দপ্তরকে একটি লিস্ট দেবে যেখানে অপুষ্টিতে আক্রান্ত মা ও শিশুদের নাম নথিভুক্ত থাকবে, যার ওপর ভিত্তি করে এই প্যাকেজ তৈরি করা হবে।

এই প্যাকে থাকবে ১কিলো চাল, ২কিলো ডাল (দুরকম), ১কিলো সোয়াবিন, ১কিলো গম। এই প্যাক তৈরিতে সরকারের খরচ হবে ৪৫০টাকা। মন্ত্রী বলেন, আরও একটি নতুন প্রকল্প আসবে সোনাগাছির যৌনকর্মীদের জন্য, এইচআইভি আক্রান্ত, কুষ্ঠ পীড়িতদের জন্য। এদেরও বিনামুল্যে খাদ্য শস্য প্রদান করা হবে। একটি স্পেশ্যাল টিম তৈরি করা হবে যারা এদের বাড়ি বাড়ি গিয়ে ফুড প্যাক বিতরণ করবে।

Fashion connoisseurs pour in accolades for Bengal’s muslin-khadi produce

Muslin-khadi material produced by weavers of Howrah has received widespread accolades from fashion designers and connoisseurs from the country. West Bengal Khadi and Village Industries Board (WBKVIB) has tied up with Udaynarayanpur Pancharul North Harishchandrapur Khadi and Village Development Organisation to unite the weavers.

After coming to power in 2011, Chief Minister Mamata Banerjee took initiatives to revive muslin and those weavers whose financial condition had gone from bad to worse. After the revival of muslin, the weavers were given training.

Accordingly, the weavers of Udaynarayanpur began to carry out experiments with khadi and muslin respectively. It is for the first time in the state when the unique muslin-khadi material is being produced in the state for the first time and probably in the country.

The muslin produced by the weavers has received international appreciation. Apart from sarees, shirts, kurtas, kurtis and bed linen and pillow covers made of muslin are being sold through different outlets of Biswa Bangla. Even costume jewellery made of muslin has received appreciation from the buyers from abroad.

In view of the success of muslin, it is hoped that the mixed material will have a very good market both in the country and abroad, said a senior state government official. Various schemes taken up by the state government have helped over 6,000 weavers in Howrah district to become financially stable. Artisan Welfare Trust has been set up to look after the interests of the weavers.

Under Janashree scheme, children of the weavers studying in Classes IX and X are getting a monthly stipend of Rs 1,200. The family of the weavers who die while working get Rs 3,000. The weavers can also take loans from the trust in times of need. As the financial condition of the weavers has improved manifold, they are working hard to improve the quality of their produce.

 

 

ফ্যাশন প্রেমীরা বাংলার মসলিন-খাদি মিশ্রিত বস্ত্রের প্রশংসায় পঞ্চমুখ

দেশের ফ্যাশন ডিজাইনার ও ফ্যাশন প্রেমীদের প্রশংসা পাচ্ছে হাওড়া জেলার মসলিন-খাদি বস্ত্রের শিল্পীরা।

২০১১ সালে ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নেন মসলিন শিল্প পুনরুজ্জীবিত করার। শিল্পীদের দেওয়া হয় প্রশিক্ষণ। উদয়নারায়নপুরের শিল্পীরা এখন খাদি ও মসলিন নিয়ে বিভিন্ন পরীক্ষামূলক কাজ করছে। সম্ভবত দেশে এই প্রথম খাদি-মসলিন মিশ্রিত বস্ত্র তৈরি হয়েছে।

মসলিন শিল্পীরা পেয়েছে আন্তর্জাতিক প্রশংসা। মসলিনের তৈরি শাড়ি, শার্ট, কুর্তা, কুর্তি, বিছানার চাদর, বালিশের ওয়াড় বিশ্ব বাংলার অনেক দোকানে পাওয়া যায়। এমনকি মসলিনের তৈরি গয়নাও প্রশংসা পেয়েছে বিদেশে।

মসলিনের এই জনপ্রিয়তা দেখে আশা করা যায় মসলিন-খাদি মিশ্রিত বস্ত্রও জনপ্রিয়তা অর্জন করবে বিশ্বজুড়ে।

হাওড়ার ৬০০০ শিল্পীদের আর্থিকভাবে সহায়তা করতে রাজ্য সরকার চালু করেছে একাধিক প্রকল্প। আর্টিসান ওয়েলফেয়ার ট্রাস্ট তৈরি করা হয়েছে শিল্পীদের সাহায্যার্থে।

যেসকল শিল্পীদের সন্তান অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠ্যরত তাদের সরকারের তরফে দেওয়া হয় মাসিক ১২০০ টাকা। এই প্রকল্পের নাম জনশ্রী। প্রয়াত শিল্পীদের পরিবারদের দেওয়া হয় ৩০০০ টাকা। শিল্পীরা নিজেদের প্রয়োজনে ওই ট্রাস্ট থেকে ঋণ নিতে পারেন।

যেহেতু আগের তুলনায় শিল্পীদের অর্থনৈতিক উন্নতি হয়েছে, তারা আরও ভালো মানের কাজ করতে চেষ্টা করছেন।

 

Jorasanko Thakurbari to get its light-and-sound show

Soon, Jorasanko Thakurbari, home to a campus of Rabindra Bharati University as well, would get its own light-and-sound show, the work for which is almost complete. The Bengal Tourism Department is overseeing setting up of the equipment for the state-of-the-art 3D shows. The shows would commence this winter.

According to the vice-chancellor of Rabindra Bharati University, the shows would take place all through the year, except during the rainy season. Rs 1.4 crore has been spent for setting up the infrastructure.

Similar shows used to take place years back but the present set-up is a complete change in terms of the whole get-up.

The new shows would be 3D shows. They would present the life and times of Rabindranath Tagore and scenes from the heydays of the Thakurbari, whose members during the 19th century were an integral part of the Bengal Renaissance, through a series of life-like images composed of light and laser beams, accompanied by songs composed by Rabindranath Tagore.

Bits of songs sung by Ramkumar Chattopadhyay, Ustad Rashid Khan, Lopamudra Mitra, etc. would be used. The narration would be voiced by Soumitra Chattopadhyay, Bratati Bandyopadhyay, etc. Even Tagore’s own voice would be used in places.

The façade of Thakurbari would be used as the screen for the light-and-sound show. Still images to be used for the shows have been collected from the Rabindra Bharati University archives.

Some of the greatest writers, poets, artists and philosophers of not just Bengal, but India, and in some cases, the world, were members of the Thakur or Tagore family of Jorasanko.

At a time, 80 to 100 people would be able to view a show. Two shows per day would take place, starting from 7 pm. Initially, all the shows would be in Bengali. Later on, English and Hindi shows would be introduced. Tickets have to be bought for the show, separate from the one bought for the museum at Jorasanko Thakurbari.

Source: Bartaman

 

জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে চালু হচ্ছে থ্রিডি লাইট অ্যান্ড সাউন্ড শো

কবিগুরু রবীন্দ্রনাথের বেড়ে ওঠা কিংবা ঠাকুরবাড়ির অবদান। নতুন আঙ্গিকে গোটা বিষয়টিকে তুলে ধরছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। শীঘ্রই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে বিশেষ প্রদর্শনী শুরু হতে চলেছে। যার কাজ এখন শেষ পর্যায়ে। আধ ঘণ্টার এই প্রদর্শনীতে আলাদা মাত্রা যোগ করবে কবিগুরুর গান। এক যুগের বেশি সময় পর এই প্রদর্শনী শুরু হচ্ছে এই ক্যাম্পাসে। পর্যটন দপ্তরের সহায়তায় এই কাজ করা হচ্ছে। আসন্ন শীতকালেই এই শো চালু হয়ে যাবে।

পুরানো প্রযুক্তিকে ফেলে দিয়ে একেবারে নতুন রূপে আসছে এই লাইট অ্যান্ড সাউন্ড। থ্রি ডি প্রযুক্তি তো থাকবেই। ঠাকুরবাড়ির ভবনটিকেই স্ক্রিন হিসাবে ব্যবহার করা হবে। তার উপরই আলো এবং লেজারের মাধ্যমে এই প্রদর্শনী হবে। এর জন্য বিশ্ববিদ্যালয়ের আর্কাইভ থেকে স্থির চিত্র ব্যবহার করা হয়েছে। ৮০-১০০ জন মানুষ এই শো একেকবার করে দেখতে পারবেন।

ফিল্মের বিষয়বস্তু নিয়ে রবীন্দ্রভারতীর উপাচার্য বলেন, মূল আকর্ষণ অবশ্যই রবীন্দ্রনাথ। তার সঙ্গে ঠাকুরবাড়ির অবদান এবং বাংলার নবজাগরণ নিয়েও তথ্য রাখা হয়েছে। বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে কবিগুরুর গানকে আবহ সংগীত হিসাবে ব্যবহার করা হবে। তবে কোনও গানই পুরো থাকবে না। অনেক গানই টুকরো টুকরো করে জোড়া হয়েছে। তথ্যচিত্রের স্ক্রিপ্টের জন্য একাধিক ভয়েস ওভার শিল্পীকে ব্যবহার করা হয়েছে। তার মধ্যে রয়েছেন বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, ব্রততী বন্দ্যোপাধ্যায় প্রমুখ। গানে ব্যবহার করা হয়েছে রামকুমার চট্টোপাধ্যায়, পণ্ডিত রশিদ খান, লোপামুদ্রা মিত্র প্রমুখকে। এমনকী রবীন্দ্রনাথের গলায় গাওয়া গানও সাধারণ মানুষ শুনতে পারবেন।

আপাতত বাংলাতেই এই প্রদর্শনী হবে। সন্ধ্যার পরই দু’টি করে শো প্রতিদিন হবে। তা দেখার জন্য টিকিট কেটে ঢুকতে হবে সাধারণ মানুষকে। আগামীদিনে এই প্রদর্শনী হিন্দি ও ইংরেজিতেও চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন উপাচার্য। জোড়াসাঁকো ক্যাম্পাসে একটি মিউজিয়ামও রয়েছে। তার জন্য টিকিট কেটে ঢুকতে হয়। তবে এই লাইট অ্যান্ড সউন্ডের ক্ষেত্রে সেই টিকিট প্রযোজ্য হবে না। উপাচার্যের কথায়, বর্ষাকাল বাদে সারা বছরই এটি চলবে।

পর্যটন দপ্তর থেকে এই বিশ্ববিদ্যালয়ের জন্য প্রায় আড়াই কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই টাকার একাংশ দিয়েই এই লাইট অ্যান্ড সাউন্ড প্রকল্পটি করছে কর্তৃপক্ষ। বিশ্বের বহু মানুষই রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে জানতে এখানে আসেন। ফলে এমন একটা প্রদর্শনী পর্যটক টানতেও সাহায্য করবে।

Digha to get its own convention centre in 2018

New Digha will soon have a first-of-its-kind convention centre with facilities for organising international conventions, exhibitions and business meet to promote tourism, commerce, trade and industry in the state’s coastal areas. The project work has already begun.

Chief minister Mamata Banerjee had laid the foundation stone of the project in July 11, 2017.

The project has been planned on a 5.5 acre land in New Digha comprising a 1000 sq/mt exhibition centre, a 300 capacity seminar hall, a conference room and a modern auditorium with a seating capacity of 1000 people. It will be a four-storey building with each floor planned to have an area of 1722 sq/mt.

 

২০১৮-য় দিঘায় কনভেনশন সেন্টার

নিউটাউনের পাশাপাশি সৈকত নগরী দিঘাতেও আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার তৈরি করছে রাজ্য সরকার। যা আগামী বছর উদ্বোধন হবে।

বাণিজ্য ও পর্যটনের মেলবন্ধন ঘটিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বণিকমহলকে আরও একটি কনভেনশন সেন্টার উপহার দিতে চান। নিউটাউনের অত্যাধুনিক কনভেনশন সেন্টারের পর এটি হবে আরও একটি চমক। এই সেন্টারটি তৈরি করতে খরচ হচ্ছে আনুমানিক ৩৫০ কোটি টাকা। আনুমানিক ১০০০ জনের বসার জায়গা থাকবে।

কার্যত বাণিজ্যিক সম্মেলনের দরজা খুলে দিতেই পূর্ব মেদিনীপুর জেলার পর্যটননগরীতে এমন প্রাসাদপ্রমাণ বাণিজ্য সেন্টার খোলা হচ্ছে, যা রাজ্যের উন্নয়নের সঙ্গে সঙ্গে লগ্নিকারীদেরও আকর্ষণ করবে।