Bengal CM trains gun on Centre over Aadhaar linking

Chief Minister Mamata Banerjee once again attacked the Centre for making linking of Aadhaar compulsory without guaranteeing that the fundamental rights of a person will not get infringed. Banerjee raised the issue while addressing the inaugural programme of the 69th anniversary of Universal Declaration of Human Rights on Friday. Raising the question on why a newborn baby, whose retina hasn’t developed properly, needs to get Aadhaar card, Banerjee said: “Is it not injustice to a baby?”

She further said: “One can link his or her Aadhaar card with their bank accounts, provided it is assured that money will not get automatically deducted from the account.” She raised a question mark on the credential of Aadhaar cards, stating “thousands of Aadhaar cards are being found under one name so where is its credential? It will badly affect the pensioners as well.”

“I was astonished to find that a letter has been sent to the state Labour department stating that certain grants will be stopped if one doesn’t possess Aadhaar card,” she said, adding that “this is nothing but muscle-flexing.” She also urged the judiciary to give justice to common people in this connection.

She said: “An incident had taken place at Garden Reach in which a youth, Sk Azad had died in police lock-up. I had received a call from his wife, who was pregnant. So I went to her house and fought for her rights. I held a dharna for 21 days and the then Prime Minister had assured me that the Human Rights Commission will be set up here.”

Rajasthan murder: TMYC organizes candle vigil

Trinamool Youth Congress, led by TMYC President and MP Abhishek Banerjee, organised a candle light vigil today evening, to protest against the heinous murder of a Bengali labourer in Rajasthan. The candle march was held from Hazra More to Gandhi statue at Mayo Road.

The TMYC President lashed out at the BJP and said, “We strongly condemn the dastardly and heinous crime in Rajasthan. It is shocking and sent chills down my spine. It is not just a murder of an individual, it is the MURDER of whole HUMANITY . No amount of outrage is enough, as a Human, Indian and a Hindu I hang my head in shame!”

The Bengal Chief Minister has announced an aid of Rs 3 Lakh and will give a job to an eligible member of the family of the deceased labourer. The State Government has also promised to bear the cost of the education of the three children of the deceased.

 

রাজস্থানে বাঙালি শ্রমিক হত্যা, প্রতিবাদে পথে তৃণমূল যুব কংগ্রেস

আজ কলকাতার রাজপথে একটি মোমবাতি মিছিল করলেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজস্থানে এক বাঙালি শ্রমিকের নৃশংস হত্যার প্রতিবাদে এই মিছিল শুরু হয় হাজরা মোড়ে এবং শেষ হয় মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে।

তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এই ঘটনায় দুষেছেন বিজেপিকে। তিনি বলেন, এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক, নৃশংস, অমানবিক এবং দানবিক। তিনি বলেন মানুষ হিসেবে তিনি লজ্জিত বোধ করছেন।

ইতিমধ্যেই রাজ্য সরকার নিহতের পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী নিহতের পরিবারকে তিন লক্ষ টাকা ও পরিবারের এক সদস্যকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ওঁর তিন মেয়ের পড়াশোনার খরচও বহন করবে রাজ্য সরকার।

Bengal Govt stands by the family Afrajul Khan, the labourer killed in Rajasthan

Bengal Chief Minister Mamata Banerjee, in a tweet today, said that the State Government will provide Rs 3 lakh to the family of Afrajul Khan, the labourer from Malda district, who was killed in Rajasthan.

The CM also tweeted that an eligible person from the family will receive a job. “Other help from the government will also be provided,” she added.

The CM also said that she is sending a team of Ministers and MPs to visit the family.

Here is the tweet of the Chief Minister:

Very sad incident happened in Rajasthan. Afrajul Khan of Malda of our state was brutally killed. His family is totally helpless. As a small help to the bereaved family, our government has decided to provide Rs 3 lakh to the family and also one job to the eligible person of the victim’s family. Other help from the government will also be provided. I am sending our team of Ministers and MPs to visit the family.

 

 

রাজস্থানে নিহত বাঙালী 1শ্রমিকের পরিবারের পাশে রাজ্য সরকার

মালদা জেলার এক শ্রমিক আফরাজুল খানকে রাজস্থানে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যার ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে হত্যাকারী। এর পরই ওঠে প্রতিবাদের ঝড়।

টুইট করে এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি নিহত আফরাজুলের পরিবারের পাশে থাকার বার্তা দেন।

মুখ্যমন্ত্রী টুইট করে জানান, শোকসন্তপ্ত অসহায় পরিবারের সাহায্যার্থে আমাদের সরকার আফরাজুলের পরিবারকে ৩ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি তার পরিবারের একজন সদস্যকে চাকরিও দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে আমরা সবরকম সাহায্য করব।

আজ রাজ্যের মন্ত্রী ও সাংসদদের এক প্রতিনিধি দলও যাচ্ছে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে।

 

 

 

 

 

Bengal Govt to start karimeen fish cultivation in Haldia

Within eight to nine months, Bengalis in the state would be getting to enjoy a new tasty fish: karimeen. This favourite of Kerala is going to be cultivated in Haldia with the help of the Fisheries Department.

The fishes are going to be cultivated by fisherwomen of Haldia block, in Purba Medinipur district. The Fisheries Department has trained about 50 fisherwomen for one-and-a-half months at one of its farms.

Though cultivated in sweet water in Kerala, this fish can also thrive in brackish water. Hence these fishes would be cultivated in farms in the coastal regions of Haldia block.

 

হলদিয়ায় হচ্ছে কারিমীন মাছের চাষ

আগামী শারদ উৎসবে মৎস্য প্রিয় বাঙ্গালিকে উপহার হিসেবে নতুন মাছের স্বাদ দিতে উদ্যোগী হল রাজ্যের মৎস্য দপ্তর।

কেরলের অতি প্রিয় কারিমীন মাছ আগামী ৮/৯ মাসের মধ্যে আট থেকে আশি বছর বয়সের বাঙালির খাবার পাতে জায়গা করে নিতে চলেছে। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ব্লকের মহিলা মৎস্যজীবীদের হাত ধরে প্রথম বাংলায় আগমন ঘটতে চলেছে এই রাজ্যে।

হলদিয়ার মৎস্য দপ্তরের ফিশারি ফার্মে দেড় মাস ধরে প্রশিক্ষণ দেওয়ার পর ৫০ জন মৎস্যজীবীর হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয় মাছের পোনা।

কেরলের কারিমীন একটি আদিবাসী পর্যায়ের মাছ। যা প্রধানত মহাদেশীয় উপদ্বীপের পূর্ব ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় উপকুল ভাগ বরাবর পাওয়া যায়। এই মাছের বিজ্ঞানসম্মত নাম ইট্রোপ্লাস সুরেটেনসিস, ইংরিজিতে পার্ল স্পট ফিশ; সারা গা জুড়ে সাদা সাদা দাগ থাকে বলে এর নাম মুক্ত গোছা।

কেরলে শুধুমাত্র মিষ্টি জলে চাষ হলেও, এই মাছ ঈষৎ নোনা জলেও চাষ করা যায়। এর ফলে রাজ্যের মৎস্যজীবীরা বাড়তি উপার্জনের সুবিধা পাবে।

 

Source: Khabar 365 Din

The image is representative (source)

Bengal plans GI tag for Kalonunia and Randhunipagal rice

The State Government is planning to apply for a geographical (GI) tag, which is a marker for the geographical uniqueness of a product, for the Kalonunia and Randhunipagal varieties of rice, two of the indigenous varieties of aromatic fine rice from Bengal, according to the State Agriculture Minister. While Kalonunia is grown in the northern region of the state, Randhunipagal is grown in the western region.

Kalonunia is cultivated in the districts of Jalpaiguri, Cooch Behar, Alipurduar and Darjeeling (plains regions of the district). Randhunipagal is cultivated in the districts of Birbhum, Pruba Bardhaman, Paschim Bardhaman, Bankura and Hooghly.

Gobindobhog and Tulapanji have already received the GI status, and the term ‘Bengal Aromatic Rice’ has been included in official documentation registered with the patent office. Kalonunia and Randhunipagal would fall under the same label.

Gobindobhog and Tulapanji are primarily grown in the Damodar River basin and in the districts of north Bengal, respectively.

Getting a GI tag helps a product to be marketed as exclusively from the geographical region it hails from, be it a food product, a beverage, a fruit, a handicraft, a handloom product or any other regionally exclusive entity. The Bengal Government has been actively patenting various products in order to market them internationally too.

The demand would naturally also help in saving these indigenous varieties of rice, which are nutritionally rich, but many of which are facing extinction as a result of the cultivation of only the commercially viable varieties. In fact, the State Government is carrying on research work with 41 such varieties.

Kalonunia, a medium-sized blackish grain, is produced at the rate of 2.2 to 2.4 tonnes per hectare of cultivated paddy, while the small-sized Randhunipagal is produced at the rate of 2.3 to 2.5 tonnes per hectare of cultivated paddy. These are eaten as plain rice or as an alternative to Basmati (in the case of Kalonunia) and as the principal component of payesh, pithe and khichuri bhog for pujas.

According to officials of the State Science and Technology Department, preparation of the documentation to be presented by the state to the patenting authority is almost complete.

 

কালোনুনিয়া ও রাঁধুনিপাগল চালের জন্য জিআই তকমা চাইবে বাংলা

শুরু হয়েছিল গোবিন্দভোগকে দিয়েই। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই-তকমাকে হাতিয়ার করে বাংলার বিভিন্ন সুগন্ধী চালকে সংরক্ষণ করতে এ বার উদ্যোগী হচ্ছে রাজ্য।

এবছর অক্টোবর মাসেই গোবিন্দভোগ ও তুলাইপাঞ্জি চালের জিআই তকমা পেয়েছে রাজ্য। চাল দু’টির এই স্বীকৃতির চিহ্ন বা লোগোতে ‘বেঙ্গল অ্যারোমেটিক রাইস’ বা বাংলার সুগন্ধী চাল পরিচয়টুকুও এখন নথিভুক্ত। আরও কয়েকটি সুগন্ধী চালকে চিহ্নিত করার কাজও জোরকদমে চলছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী।

এ রাজ্যের বিভিন্ন উৎকর্ষ জিআই-নথিভুক্ত করার প্রক্রিয়ায় জড়িত বিজ্ঞান-প্রযুক্তি বিভাগের অধিকর্তাদের দাবি, রাঁধুনিপাগল ও কালো নুনিয়ার মতো আরও দু’টি সুগন্ধী চালের সবিস্তার নথি এখন কার্যত তৈরি। এর ভিত্তিতে দ্রুত জিআই-এর আবেদন করা হবে।

জিআই-তকমার মানে এই চালগুলি শুধু বাংলাতেই উৎপাদিত হয়। রাঁধুনিপাগল, কালোনুনিয়ার মতো ঐতিহ্যশালী চালকে জিআই-এর মাধ্যমে পরিচয় করিয়ে বিশ্ববাজারে মেলে ধরার কথা বলছেন কৃষিমন্ত্রী। উচ্চ ফলনশীল ধানের চাপে কোণঠাসা বহু সাবেক ধানের চালের সঙ্গেই জড়িয়ে সাংস্কৃতিক গরিমাও। মন্ত্রীর দাবি, ৪১টি ধানের বীজ নিয়ে তার বিস্তারের চেষ্টা চলছে রাজ্যে।

 

Source: The Statesman, Anandabazar Patrika

The image is representative (source)

Bengal Khadi Board giving fillip to the rakhi industry

To help the rakhi-making industry carve out a niche for itself, the West Bengal Khadi and Village Industries Board (WBKVIB), has come forward with necessary financial and technical assistance to give it a new lease of life. WBKVIB is under the Bengal Government’s Micro, Small and Medium Enterprises (MSME) and Textiles Department.

Rakhi-making is a well-known cottage industry in Kalna in Purba Bardhaman district. At present, 30,000 people are engaged in the rakhi industry; about 260 women are part of the industry as well.

WBKVIB has helped in the setting up a Common Facility Centre (CFC) at Rs 75 lakh for offering technical know-how to make the industry viable. A result of the help by the government has been, according to the Weavers and Artisans Society secretary, the supplying of 3.9 lakh rakhis to the State Government in 2017.

The board is also providing working capital and online support. The latter has helped the association immensely in promoting its products.

 

রাখি শিল্পীদের পাশে দাঁড়ালো খাদি ও গ্রামোদ্যোগ বোর্ড

রাখি শিল্পকে উজ্জীবিত করতে উদ্যোগী হল West Bengal Khadi and Village Industries Board (WBKVIB)। এই শিল্পের সাথে যুক্ত সমস্ত মানুষকে প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি বা কৌশলগত সহায়তা করবে তারা। WBKVIB রাজ্য সরকারের কুটির, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র শিল্প দপ্তরের অধীনস্থ একটি সংস্থা।

পূর্ব বর্ধমানের কালনা জেলার ৩০,০০০ মানুষ রাখি তৈরীর শিল্পের সাথে যুক্ত। এর মধ্যে মহিলা আছেন ২৬০ জন। এ রাজ্যে কালনার রাখির চাহিদা সবসময় তুঙ্গে থাকে।

WBKVIB ৭৫ লাখ টাকা ব্যয়ে একটি কমন ফেসিলিটি সেন্টার গড়বে। এই সেন্টারে রাখি তৈরীর সমস্ত আধুনিক প্রযুক্তি শেখানো হবে যা শিল্পীদের সহায়তা করবে। উল্লেখ্য, ২০১৭ সালে রাজ্য সরকারকে ৩.৯ লক্ষ রাখি পাঠিয়েছে কালনার শিল্পীরা।

ব্যবসা প্রসার করতে WBKVIB শিল্পীদের আর্থিক সহায়তা যেমন করছে, তেমনই অনলাইনে বিপণন সংক্রান্ত সাহায্যও প্রদান করছে তারা।

 

Source: The Statesman

The image is representative (source)

Sea crabs: The new dish to look out for at SFDC outlets

At the Ahare Bangla food festival being held at New Town Mela Ground, a new item is being served by the State Fisheries Development Corporation (SFDC): sea crabs. Various dishes based on sea crabs are being sold this year.

The food festival, whose third edition is being held this year, is open to everyone from December 8 to 11. Lunch items would be available from 12 PM to 3 PM, snacks from 3 PM to 6 PM and dinner items from 6 PM to 9 PM.

For many years now, fishermen in Digha have been catching these sea crabs. SFDC has known the demand for these crabs for some time now – not just in the state and in other parts of the country like in New Delhi and Mumbai (including in five-star hotels), but also in other countries, from enquiries from Japan and United Arab Emirates (UAE).

Now it is firming up plans to buy these crabs from fishermen in a systematic way and supply them to various places. For export, the countries being planned to be sent to are Japan, South Korea, China, Australia and the Gulf countries, and to Europe.

 

রঙিন কাঁকড়ার বাহারি পদে চমক দিতে চাইছে মৎস্য নিগম

সমুদ্রের রঙিন কাঁকড়ার পদ এবার বাঙালির পাতে তুলে দিতে চাইছে মৎস্য দপ্তর। দপ্তরের অধীনস্থ মৎস্য উন্নয়ন নিগম এই পরিকল্পনা করেছে। রঙিন কাঁকড়াগুলি সমুদ্রে মৎস্যজীবীদের জালে ধরা পড়ে। নিগমের দীঘা প্রকল্পের আধিকারিকদের কথায়, গত ১০ বছর ধরে এই কাঁকড়া মৎস্যজীবীদের জালে অল্প অল্প করে ধরা পড়ছিল। কিন্তু গত দু-তিন বছরে এর পরিমাণ অনেকটাই বেড়েছে।

‘আহারে বাংলা’ উৎসবে প্রথম সাধারণ বাঙালির জন্য এই কাঁকড়ার পদ আনা হচ্ছে। পরে খোলাবাজারেও বিক্রি করা হবে। সমুদ্রে বেড়াতে যাওয়া পর্যটকদের কাছে এই রঙিন কাঁকড়ার চাহিদা ভালো।

শুধু ‘আহারে বাংলা’ নয়, পরবর্তীতে কলকাতার খোলাবাজারেও এই কাঁকড়া বিক্রি করতে চাইছে নিগম। সেই সঙ্গে কাঁকড়া বিভিন্ন পদ নিগমের রেস্তরাঁতে খাওয়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশ-বিদেশের বাজারে এই কাঁকড়া বিক্রি করে কীভাবে মুনাফা করা যায়, সেই পরিকল্পনাও করা হচ্ছে।

বিদেশে রঙিন কাঁকড়ার সবথেকে বেশি চাহিদা জাপান, কোরিয়া, চীন, অস্ট্রেলিয়া এবং ইউরোপে। আরব দুনিয়াতেও ধীরে ধীরে এই কাঁকড়ার চাহিদা বাড়ছে। এছাড়াও কলকাতা সহ দিল্লি, মুম্বইয়ের বড় বড় পাঁচতারা-সাততারা হোটেলে রঙিন কাঁকড়ার চাহিদা প্রচুর।

Source: Bartaman

The image is representative (source)

We will announce a new IT Policy at BGBS 2018: Bengal CM at Infocom

Bengal Chief Minister Mamata Banerjee today attended the inaugural ceremony of Infocom 2017. She announced that the new IT Policy of the State will be unveiled at Bengal Global Business Summit, 2018.

The CM highlighted the role played by Bengal in driving the digital transformation in India. She spoke at length about e-governance initiatives of the State. Mamata Banerjee invited industrialists to invest in Bengal.

 

Highlights of Mamata Banerjee’s speech:

  • Bengal is the flag-bearer of digital transformation in India. This transformation began six years ago. Bengal has shown the way to the rest of the country, and for that has won the first prize from the Central Government.
  • E-governance and e-taxation have been started. Bengal was the first state to integrate online customisation in work related to customs, for which we have received awards. Bengal is doing a lot of work but silently, and leading the country in various aspects.
  • The previous government was not interested in implementing IT processes. On the other hand, we have been stressing on that from day one. Many companies are opening up facilities in the state; they are doing good work.
  • We have set up a IIIT in Kalyani. Other IT parks have been set up in Siliguri, Rajarhat and Sonarpur.
  • We will announce a new IT Policy at Bengal Global Business Summit, 2018, which will be held on 16-17 January, 2018.
  • Bengal is now a global destination. There is ideal condition to set up industry. Come, invest in Bengal; we will provide all necessary help. Bengal is a digital platform.
  • Bengal is the destination for investment in the future. Economically, geographically, politically – in all aspects – Bengal is stable.
  • We are proud of our youths. They are very talented. The youth are our driving force. Bengal’s talent is famous worldwide.
  • We have doubled our revenue income in six years. 80 lakh mandays were lost due to bandhs in the past; now the number is zero. We do not support bandhs.
  • Bengal is ahead of the national average in terms of GDP growth, agricultural growth, industrial growth. We have created 81 lakh employment in six years.
  • Our actions speak louder than words. We believe in doing rather than making empty promises.

 

 

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ঘোষণা হবে বাংলার নুতুন আই টি পলিসিঃ মুখ্যমন্ত্রী

 

আজ ইনফোকম -২০১৭ র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ঘোষণা হবে বাংলার নুতুন আই টি পলিসি (তথ্যপ্রযুক্তি নীতি) ঘোষিত হবে।

এদিন শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

  • ডিজিটাল ট্রান্সফরমেশনের পথিকৃৎ বাংলা। ৬ বছর আগে বাংলায় এই প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাই সকলকে পথ দেখিয়েছে এবং ডিজিটাল ট্রান্সফরমেশনে বাংলা ভারতের মধ্যে প্রথম পুরস্কার পেয়েছে।
  • ই–গভর্ন্যান্স, ই-ট্যাক্সেশন প্রক্রিয়া চালু হয়েছে। আবগারি দপ্তরও আমাদের পুরস্কার দিয়েছে। সারা ভারতবর্ষে বাংলা একমাত্র রাজ্য যারা প্রথম এই প্রক্রিয়া শুরু করে। বাংলা নীরবে কাজ করে যাচ্ছে। বাংলাই দেশকে পথ দেখিয়েছে।
  • আগের সরকার এই বিষয়ে উৎসাহী ছিল না। কিন্তু আমরা আসার পর এই নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছি। বিভিন্ন শিল্প সংস্থা রাজ্যে একের পর এক ভালো কাজ করে যাচ্ছে।
  • আমরা কল্যাণীতে ট্রিপল আই টি চালু করেছি। এছাড়া শিলিগুড়ি, বর্ধমান, রাজারহাট, সোনারপুরে আই টি সেক্টর রয়েছে।
  • আগামী জানুয়ারি মাসের ১৬-১৭ তারিখে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে, আমরা সিদ্ধান্ত নিয়েছি সেখানে আমরা নতুন আই টি পলিসি ঘোষণা করব।
  • বাংলা এখন শিল্পের গন্তব্যস্থল। বাংলায় শিল্পের অনুকূল পরিবেশ রয়েছে। আসুন বাংলায় বিনিয়োগ করুন, আমরা আপনাদের সব রকম সহযোগিতা করব। বাংলা একটি ডিজিটাল প্ল্যাটফর্ম।
  • বাংলাই ভবিষ্যতে বিনিয়োগের ঠিকানা। অর্থনৈতিক, ভৌগোলিক, রাজনৈতিক সব দিক থেকে বাংলা স্টেবল।
  • আমরা আমাদের যুব সপ্রদায়ের জন্য গর্বিত, তারা খুবই মেধাবী এবং তারাই আমাদের শক্তি। বাংলার প্রতিভা সারা বিশ্বে স্বীকৃত।
  • ৬ বছরে আমাদের রাজ্যস্ব দ্বিগুন বৃদ্ধি পেয়েছে। আগে ৮০ লক্ষ শ্রম দিবস নষ্ট হতো এখন সেই সংখ্যা শূন্য । আমরা বনধ সমর্থন করি না।
  • ভারতের তুলনায় বাংলার জি ডি পি গ্রোথ অনেক ভালো, আর্থিক বৃদ্ধি দ্বিগুন হয়েছে। এছাড়া কৃষি, শিল্প সবেতেই বৃদ্ধি বেশ ভালো হয়েছে। এই ৬ বছরে ৮১ লক্ষ কর্মসংস্থান হয়েছে।
  • আমরা অনেক কাজ করছি। আমি কথায় নয়, কাজে বিশ্বাস করি।

Model farm by MSME Dept to help tribal population in Jhargram

The State Micro, Small and Medium Enterprise (MSME) Department is going to set up a model farm in Jhargram district to help the tribal population there gain financial independence. The over-20-acre farm will produce vetiver, lemongrass and essential oils. A distillation unit will also be established there.

Over 50,000 people are already associated with the aroma industry in this district. This venture will be a blueprint for more such ventures, which will help in employment generation as well as in making many of the tribals self-sufficient. The State Government will actively encourage and provide financial and technical help for setting up the farms.

Chief Minister Mamata Banerjee has done a lot since she came to power in 2011 to help the tribal population of the Jangalmahal region get back on their feet. She also made Jhargram into a separate district in order to bring about focussed developmental activities.

 

আদিবাসীদের উন্নয়নে ঝাড়গ্রামে তৈরী হবে মডেল ফার্ম

রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দপ্তর নবনির্মিত ঝাড়গ্রাম জেলায় তৈরী করতে চলেছে একটি মডেল ফার্ম। এই ফার্মটি তৈরি করা হবে আদিবাসীদের আর্থিকভাবে আরও স্বচ্ছল করে তোলার লক্ষ্যে। ২০ একর জমির ওপর গড়ে উঠবে এই ফার্ম। এখানে উৎপাদন করা হবে ভেটিভার, লেমনগ্রাস ও অন্যান্য তেল। পরিশোধন ব্যবস্থাও থাকবে এখানে।

এই অঞ্চলের প্রায় ৫০,০০০ মানুষ সুগন্ধি শিল্পের সঙ্গে জড়িত। এই মডেল ফার্মের উদ্যোগের ফলে এলাকায় কর্মসংস্থান বাড়ার সঙ্গে সঙ্গে আদিবাসীরা আর্থিক ভাবেও স্বনির্ভর হবেন। এই ফার্ম তৈরীতে রাজ্য সরকার আর্থিক ও প্রযুক্তিগত সবরকম সাহায্য করবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে শাসনভার গ্রহণ করার পর থেকেই আদিবাসীদের উন্নয়নের লক্ষ্যে অনেক পদক্ষেপ নিয়েছেন। ঝাড়গ্রামকে পৃথক জেলার স্বীকৃতিও দিয়েছেন তিনি।

 

Source: Millennium Post

Handicraft artisans witness marked growth under the Trinamool Congress Govt

Chief Minister Mamata Banerjee’s zeal for taking Bengal back to its glory days is bearing fruit. Minister of State for Micro, Small and Medium Enterprises (MSME) Department recently said that the Trinamool Congress Government has brought about a marked growth in the socio-economic condition of handicrafts artisans in the rural reaches of the state by giving them platforms to sell their items. He was speaking at the prize-distribution ceremony of the State Handicrafts Expo in New Town.

As many as 40 handicrafts and handloom fairs are organised by the Trinamool Congress Government at various locations every year. During the previous Left Front Government, only 12 such fairs used to be held.

The minister followed it up with another comparison – from the various fairs, handicraft items worth nearly Rs 40 crore are sold every year, compared to Rs 18 crore during the previous government’s rule. Not just that, many of the handicraft items have found a market abroad, courtesy again, the current State Government.

The government is also bearing the travel expense of the artisans who bring their products from far-off districts and showcase them at the fairs. To ensure that the artisans do not face any difficulties, the MSME Department is also waiving the entry fees for the participants.

 

তৃণমূলের আমলে হস্তশিল্পের প্রসার ঘটেছে

রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা হস্তশিল্পীদের তৈরী সামগ্রী নিয়ে বিগত বাম শাসনে সারা রাজ্যে মেলা হত মাত্র ১২টি। আর ২০১১ সালে রাজ্যে শাসনভার বদলানোর পর তা বেড়ে হয়েছে ৪০টি। সেই আমলে সব মেলা মিলিয়ে সর্বোচ্চ বিক্রি হয়েছিল ১৮ কোটি ৭৪ লক্ষ টাকার। সেখানে গত বছরই ৪০টি মেলায় ৪৫ কোটি টাকার বেশী বিক্রি হয়েছে।

এবার হস্তশিল্প মেলা হচ্ছে নিউটাউনের ইকো পার্কে। সেখানে ১০ ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে। ইতিমধ্যেই ১১ কোটি ৫৪ লক্ষ টাকার জিনিস বিক্রি হয়েছে। এভাবেই রাজ্যের বর্তমান সরকার হস্তশিল্পীদের তৈরী করা নানা সামগ্রী বিপণনের সুযোগ ও সম্ভাবনা বাড়িয়েছে।

এই পরিসংখ্যান দিয়ে রাজ্য সরকারের সাফল্য ব্যাখ্যা করেন ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী। ইকো পার্কে এদিন রাজ্য পর্যায়ে হস্তশিল্প প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ৭৫ জনকে আর্থিক পুরস্কার ও মানপত্র তুলে দেন তিনি।

Source: Millennium Post