CII lauds Mamata Banerjee for ‘industry-driven’ development model

The Confederation of Indian Industry on Wednesday lauded West Bengal Chief Minister Mamata Banerjee for her “industry-driven development model”, which led to “Rs 1,500 crore investment proposals” at the two-day Darjeeling Business Summit here.

The Confederation of Indian Industry on Wednesday lauded West Bengal Chief Minister Mamata Banerjee for her “industry-driven development model”, which led to “Rs 1,500 crore investment proposals” at the two-day Darjeeling Business Summit.

For the people living in the hills, the summit presages the beginning of an era of development, peace and prosperity, said Chairman, CII Eastern Region, in a statement.

“We congratulate Chief Minister Mamata Banerjee for her industry-driven development model. The CII is extremely happy with the investment proposals worth Rs 1,500 crore, announced at the Darjeeling Business Summit,” he said.

He also said that CII would work closely with the state government to make sure the proposals get implemented at the earliest. The CII, which partnered the state government and the GTA to organise the business summit, has already prepared an action plan for development in the hills, the CM said earlier in the day, adding the final plan will be submitted later.

 

শিল্প-কেন্দ্রিক উন্নয়ন মডেলের জন্য মুখ্যমন্ত্রীর প্রশংসা সিআইআইয়ের

মুখ্যমন্ত্রীর শিল্প-কেন্দ্রিক উন্নয়ন মডেলের জন্য তাকে সাধুবাদ দিল বণিকমহল। এই প্রথমপাহাড়ে অনুষ্ঠিত হল হিল বিজনেস সামিট। আর তাতেই প্রাপ্তি ২০০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব। এই সাফল্যের কৃতিত্বও মুখ্যমন্ত্রী দিল সিআইআই।

পাহাড়বাসীর জন্য উন্নয়নের নতুন দিশা খুলে দিল এই বাণিজ্য সম্মেলন। শান্তি ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, মত তাদের।

সিআইআই ইস্টার্ন জোনের চেয়ারম্যান বলেন, “আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাই তাঁর শিল্প-কেন্দ্রিক উন্নয়ন মডেলের জন্য। এই সম্মেলনে২০০০ কোটি টাকা বিনিয়োগ বার্তা এসেছে। সিআইআই খুব খুশী।”

তিনি আরও বলেন, সিআইআই রাজ্য সরকারের সহযোগিতায় কাজ করবে যাতে এই বিনিয়োগ প্রস্তাবগুলি খুব শীঘ্রই বাস্তবায়ন হয়।

এই সম্মেলনের আয়োজন করার জন্য রাজ্য সরকার ও জিটিএকে সাহায্য করার পাশাপাশি পাহাড়ের উন্নয়নের জন্য একটি অ্যাকশন প্ল্যানও তৈরী করেছে সিআইআই।

 

Kolkata best among 4 metros in quality of governance: Survey

Kolkata has ranked second among 23 major Indian cities in an annual survey that evaluates the quality of governance in cities, comfortably beating more fancied rivals like Delhi, Mumbai, Chennai, Bengaluru and Hyderabad.

Kolkata has scored over most of the other major metros in the four parameters, finishing second on empowered and legitimate political representation, third in urban planning & development, sixth in urban capacity and resources and 10th in transparency, accountability & participation.

This is the fifth year that the Janaagraha Centre for Citizenship and Democracy, a Bengaluru-based non-profit organisation, has released its report on Annual Survey of India’s City-Systems (ASICS).

The study has found that Kolkata’s per capita capital expenditure has increased steadily over the last three years and is currently around Rs 1,546. It is among the nine cities, out of the total 23, which has adhered to budget timelines as mandated by law. It is also among the 12 cities where audited financial statements are available online.

The city also performed well on parameters like credit rating, publishing e-newsletters and implementation of the double-entry accounting system. It has introduced a live e-procurement system and details on schemes and services and audited annual financial statements are available on the web.

Kolkata is also the only city that has not witnessed any municipal commissioner churn in the last five years.

 

দেশের সেরা মেট্রো শহর কলকাতা: রিপোর্ট

বেঙ্গালুরুর একটি সংস্থা জনাগ্রহ সেন্টার ফর সিটিজেনশিপ এন্ড ডেমোক্রেসি দ্বারা পরিচালিত একটি সমীক্ষায় আর্বান গভর্ন্যান্সের নিরিখে দেশের দ্বিতীয় সেরা শহর হিসেবে উঠে এল কলকাতার নাম। দেশের বাকি মেট্রো শহরগুলিকে – দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদ – পেছনে ফেলে দিয়েছে কল্লোলিনী কলকাতা।

বেশিরভাগ মাপকাঠিতেই অন্যান্য শহরের তুলনায় এগিয়ে কলকাতা। “ক্ষমতায়ন এবং বৈধ রাজনৈতিক প্রতিনিধিত্ব” মাপকাঠিতে দ্বিতীয় স্থানে আমাদের গর্বের শহর। নগর পরিকল্পনা ও উন্নয়ন এর নিরিখে তৃতীয়, এবং আর্বান ক্যাপাসিটির নিরিখে ষষ্ঠ হয়েছে তিলোত্তমা।

সমীক্ষায় প্রকাশিত যে গত তিন বছরে কলকাতার মাথাপিছু মূলধন ব্যয় (per capita capital expenditure) অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে এই সংখ্যাটি হল ১৫৪৬ টাকা। আইন অনুযায়ী বাজেট নির্ধারিত সময়সীমা পুঙ্খানুপুঙ্খ ভাবে মানা হয়েছে কলকাতা পুরসভার তরফে। আর্থিক ও অডিটের বিভিন্ন নথিও অনলাইন পাওয়ার ব্যবস্থা আছে কলকাতাতে।

ক্রেডিট রেটিং, ই-নিউজলেটার, ডাবল-এন্ট্রি একাউন্টিং ব্যবস্থার মাপকাঠিগুলোতেও ভালো ফল করেছে কলকাতা। পুরসভার তরফে চালু হয়েছে ই-প্রকিউরমেন্ট ব্যবস্থা।

সম্মিক্ষায় উল্লেখ করা হয়েছে কলকাতা একমাত্র শহর যেখানে গত পাঁচ বছরে পৌর কমিশনার পদ নিয়ে কোনও জটিলতা হয়নি।

 

 

Investment proposals worth Rs 2,000 crore received at Hill Business Summit

Investment proposals worth Rs 2,000 crore were received at Hill Business Summit, Chief Minister Mamata Banerjee announced. Today was the second and last day of the first-ever business summit in the Hills.

Investment proposals have been received in the sectors of food processing, hotel, dairy and aquarium, orchids, tea tourism, agro-industries and steel, the CM said.
Bengal wants to see Darjeeling smiling. Darjeeling has a brand value worldwide, she maintained.

Highlights of the CM’s speech:

  • This is the first business summit in the Hills. We all want to work for the betterment of the people of Darjeeling.
  • There are many opportunities of investment in agriculture, tourism, tea, trade, transport, skill development, horticulture, medicinal plants. There are several areas and sectors where we can work together in a better manner.
  • I am happy that my industry friends have decided to invest more than Rs 2,000 crore in Darjeeling Hills.
  • Investment proposals have been received in the sectors of food processing, hotel, dairy and aquarium, orchids, tea tourism, agro-industries and steel.
  • Many more investment proposals will be coming in the coming days. This is a positive step. Hill economy will be pushed forward.
  • MSME Synergy meeting will be held tomorrow. All proposals will be cleared by single window system.
  • As per a report that has come out today, Bengal is No. 1 in ease of doing business. Bengal means business. Darjeeling also means business.
  • There is a lot of talent in the Hills. It can yield results if nurtured well.
  • If there is peace, there will be prosperity. We have to work unitedly to make the Hills prosper.
  • Today is just the beginning. Let us explore our vision for a particular mission – growth of Darjeeling.
  • Whenever Darjeeling moves forward on the path of development, certain sections try to destabilise the Hills. If we can work together, no power can stop us.
  • I want the young generation of the Hills to get employment. 300 home guards will be recruited in the Hills soon.
  • Bengal wants to see Darjeeling smiling. Darjeeling has a brand value worldwide.

 

দার্জিলিঙের বাণিজ্য সম্মেলনে ২,০০০ কোটি টাকার লগ্নি প্রস্তাব

দার্জিলিঙের বাণিজ্য সম্মেলনে ২,০০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিনে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

খাদ্য প্রক্রিয়াকরণ, হোটেল, দুগ্ধজাত, অ্যাকোরিয়াম, অর্কিড, টি-পর্যটন, কৃষিজ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এই লগ্নির প্রস্তাব আসে।

তিনি আরও বলেন, বাংলার মানুষ চায় পাহাড় হাসুক। সারা বিশ্বে দার্জিলিং সমাদৃত।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ

  • এই প্রথম পাহাড়ে বাণিজ্য সম্মেলন হল। আমরা সবাই দার্জিলিঙের উন্নতির জন্য কাজ করতে চাই।
  • কৃষি, পর্যটন, চা, বাণিজ্য, পরিবহন, দক্ষতা উন্নয়ন, উদ্যান পালন, ঔষধি গাছের ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা আছে। কয়েকটি ক্ষেত্রে আমরা যৌথভাবে আরও অনেক উন্নয়নের কাজ করতে পারি।
  • আমি খুব খুশি যে শিল্পপতিরা এখানে ২,০০০ কোটি টাকা বিনিয়োগে আগ্রহী হয়েছে।
  • খাদ্য প্রক্রিয়াকরণ, হোটেল, ডেয়ারি, অ্যাকোরিয়াম, অর্কিড, চা-পর্যটন, কৃষি ভিত্তিক শিল্পর ক্ষেত্রে এই বিনিয়োগের প্রস্তাব আসে।
  • আগামী দিনে আরও অনেক বিনিয়োগের প্রস্তাব আসবে। আজ একটি শুভ সূচনা হল। এতে পাহাড়ের অর্থনীতির আরও উন্নয়ন হবে।
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সিনার্জি বৈঠক হবে আগামীকাল। এক জানালা পদ্ধতিতে আমরা সব প্রস্তাবিত বিনিয়োগের ছাড়পত্র দেব।
  • আজকে প্রকাশিত ভারত সরকারের এক রিপোর্ট অনুযায়ী, শিল্প গড়ার সুবিধার দিক থেকে বাংলা দেশের সেরা। বাংলা মানেই বাণিজ্য। দার্জিলিং মানেই বাণিজ্য।
  • পাহাড়ের ছেলেমেয়েদের দক্ষতার অভাব নেই, এই দক্ষদের উপযুক্ত সুযোগ করে দিলে তারা ভালো ফল করবেই।
  • শান্তি থাকলেই, উন্নয়ন হবে। পাহাড়ের উন্নতির কথা ভেবে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।
  • এই তো সবে শুরু হল। আমাদের যা লক্ষ্য – পাহাড়ের উন্নয়ন, সেই লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে।
  • যখনই দার্জিলিং সমৃদ্ধির পথে এগিয়ে যায়, এক শ্রেণীর মানুষ বিশৃঙ্খলা তৈরী করার চেষ্টা করে। আমরা একসাথে কাজ করলে কেউ আমাদের রুখতে পারবে না।
  • পাহাড়ের ছেলেমেয়েরা চাকরি চায়। আমরা খুব তাড়াতাড়ি পাহাড়ে ৩০০ হোম গার্ড নিযুক্ত করব।
  • বাংলার মানুষ চায় পাহাড় হাসুক। সারা বিশ্বে দার্জিলিং সমাদৃত।

 

Updated at 11 PM on 14.03.2018

 

Mamata Banerjee remembers Nandigram martyrs

Bengal Chief Minister Mamata Banerjee today paid tributes to the martyrs of Nandigram on Twitter and Facebook.

She wrote, “On this day, 11 years ago, innocent villagers were killed in firing at Nandigram. Heartfelt tribute to all those who lost their lives. We observe 14 March as ‘Krishak Dibas’ and give away ‘Krishak Ratna’ awards on this day.”

In 2007, the earstwhile Left Front Government had wanted to acquire land in Nandigram for a Chemical Hub. The villagers had refused to part with their land. On March 14, 2007, 14 villagers were killed (officially) in Nandigram, several injured.

After coming to power, Mamata Banerjee has been observing this day as Krishak Dibas. The CM also gives away ‘Krishak Ratna’ awards.

 

কৃষক দিবসে শহীদ তর্পণ মুখ্যমন্ত্রীর

আজ ১৪ই মার্চ। ১১ বছর আগে তৎকালীন বাম সরকার কেমিক্যাল হাব তৈরীর জন্য জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয় নন্দীগ্রামের ১ নম্বর ব্লকে। জমি দিতে নারাজ গ্রামবাসীদের ওপর ২০০৭ সালের ১৪ই মার্চ চলে গুলি। সরকারি হিসেব মারা যান ১৪ জন, নিখোঁজ হন বহু মানুষ।

ক্ষমতায় আসার পর প্রতি বছর এই দিনটিকে ‘কৃষক দিবস’ হিসেবে পালন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষক রতন সম্মানও প্রদান করেন।

আজও তিনি ফেসবুক ও টুইটারে শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। তিনি লিখেছেন, “১১ বছর আগে আজ নন্দীগ্রামে গুলি চলেছিল। বাম আমলে বাংলার বিভিন্ন প্রান্তে নিহত সকল শহীদদের জানাই সশ্রদ্ধ প্রণাম ও সালাম। আমাদের সরকার ১৪ই মার্চ দিনটিকে কৃষক দিবস হিসেবে পালন করে। দেওয়া হয় কৃষক রত্ন পুরস্কারও।”

 

 

A to Z of massacres in Bengal during Left rule

For almost 34 years, from the late 1970s to 2011, when the Left Front was in power, there was a cloud of terror hanging over the day-to-day lives of the people of Bengal.

During this period, about 55,000 opposition supporters were killed by the regime.

Sainbari Massacre, 1970

The Sainbari incident occurred on March 17, 1970 in Bardhaman. The attackers threw flaming arrows from all directions into the house. They then rushed into the burning house and speared Moloy Sain and Pranab Sain and set them on fire. Their mother Mriganayani was then forced to eat rice which was mixed with her sons’ blood by the attackers. The elder brother, Nabakumar had acid poured into his eyes while his daughter’s private tutor too was killed. Nabakumar was beheaded a year later.

Marichjhapi Massacre, 1978

In 1978, refugees started to arrive in Bengal in huge numbers. A group of approximately 40,000 refugees settled in Marichjhapi Island in the Sundarbans. On January 24, 1979, the government clamped prohibitory orders under Section 144 of the CrPC around the island. On January 31, the police opened fire on the settlers.

21 July, 1993

On July 21, 1993, Kolkata Police, upon the orders of the Left Front Government, fired on a protest march of Youth Congress workers led by Mamata Banerjee. The main demand of the protest march was that photo voter identity cards be made mandatory to ensure fair elections. The firing resulted in the killing of 13 people and the injuring of many others in the resultant stampede. The Trinamool Congress, on assuming power in 2011, constituted a one-man judicial enquiry commission to investigate the incident.

Nanoor Massacre, 2000

CPI(M) cadres and local leaders killed 11 landless Muslim labourers in Nanoor just because they were supporters of the opposition party and were resisting encroachment and land grabbing on July 27, 2000. The prime witness was also attacked and injured by CPI(M) goons.

Chhoto Angaria Massacre, 2001

Chhoto Angaria Massacre was the case of burning alive of 11 Trinamool Congress supporters on January 4, 2001 by CPI(M) workers in the village of the same name. Their bodies were dumped outside the village. No bodies have been found yet.

Singur, 2006

The Left Front Government had forcibly acquired land in Singur for the building of a private car factory. Hundreds of farmers protested. One of the protesters, Tapasi Malik, was raped and burnt to death by CPI(M) leaders on the night of December 18, 2006. Another person, Raj Kumar Bhul was killed in Singur when he jumped into a pond after being chased by policemen on September 25, 2006, while participating in the anti-land acquisition movement.

Nandigram Massacre, 2007

March 14 in 2007 was a red-letter day in the history of Bengal – literally a red-letter day as 14 unarmed protestors (protesting against the forcible acquiring of land for a chemical hub by the Left Front Government) were gunned down by hired goons of the then government dressed as police. Several of the injured were women and young children.

Netai Massacre, 2011

On January 7, 2011, just two months before the State Assembly elections, nine people, including four women, were killed by CPI(M) cadres in Netai village in Paschim Medinipur district. In the indiscriminate firing, 22 people were injured too.

After May, 2011, the incidents of political violence have come down starkly in the State. Mamata Banerjee’s slogan in 2011 was ‘Bodla noy bodol chai’ (change not revenge), and she has been successful as Chief Minister in maintaining law and order in the State.

 

বাম আমলে গণহত্যার রক্তাক্ত ইতিহাস

গত শতকের ৭০ দশক থেকে ২০১১ পর্যন্ত পশ্চিমবঙ্গ জুড়ে চলেছিল সন্ত্রাসের বাতাবরন। শাসনকালের ৩৪ বছর ও তার আগে সিপিআইএম তাদের বিরোধীদের নৃশংস ভাবে খুন করেছিল। প্রায় ৫৫০০০ বিরোধী খুন হয়েছে তাদের হাতে।

আসুন ফিরে দেখি সেই রক্তাক্ত ইতিহাসের কিছু অংশ:

সাঁইবাড়ি গণহত্যা, ১৯৭০

বর্ধমানে কংগ্রেসের দূর্গ টিকিয়ে রেখেছিলেন যাঁরা তাঁদের মধ্যে অন্যতম ছিলেন সাঁই পরিবার। ১৭ই মার্চ পরিকল্পিত ভাবে দেড় হাজার সিপিএম সমর্থক চারদিক থেকে ছুটে এসে তীর ধনুক, টাঙ্গি,বল্লম ইত্যাদি নিয়ে সাঁই বাড়ি ঘিরে ফেলে। নারকীয় ভাবে খুন করা হয় প্রণব সাঁই ও মলয় সাঁইকে তার ওপর উপুর করে ফেলা হয়। ছেলেদের রক্তমাখা ভাত মৃগনয়না দেবীর মুখে গুঁজে দেয় সিপিএমের বীরপুঙ্গবরা। তদন্ত কমিশনের সামনে সাক্ষ্য দিয়ে ফেরার পথে সাঁইবাড়ি হত্যাকান্ডের প্রত্যক্ষদর্শী গুলমনী রায়কে প্রকাশ্য দিবালোকে খুন করা হয়। ঠিক গুলমনী রায়ের মতই সাঁইবাড়ির এক ছেলে নবকুমার সাঁইকে রায়নার আহ্লাদিপুরে টাঙ্গি দিয়ে কুপিয়ে খুন করা হয়।

মরিচঝাঁপি গণহত্যা

সুন্দরবনের মরিচঝাঁপিতে পূর্ববঙ্গের বহু রিফিউজি আশ্রয় নিয়েছিল। কিন্তু বামফ্রন্ট সরকার তাদের উৎখাত করার জন্য উঠেপড়ে লাগে। ১৯৭৯ সালের ২৪ জানুয়ারি থেকে শুরু হয় অর্থনৈতিক অবরোধ। ৩০টি লঞ্চ অধিগ্রহণ করে মরিচঝাঁপিকে ঘিরে ফেলে পুলিশ। ৩১ জানুয়ারি ৩৬ জন মরিয়া যুবক পাশের দ্বীপ কুমীরমারি থেকে খাবার গিয়ে পুলিশের গুলিতে মারা যায়। ১৩ মে মরিচঝাঁপিতে নরক ভেঙ্গে পড়ে। গভীর রাত থেকে সেখানে শুরু হয় বর্বর এক নৃশংসতা। টানা তিনদিন চলে আক্রমণ।

২১শে জুলাই গণহত্যা

১৯৯৩ সালের ২১শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন মহাকরণ অভিযানের। দাবি ছিল ভোটার কার্ড ছাড়া নির্বাচন নয়। যুব কংগ্রেস কর্মীরা কলকাতার পাঁচটি অঞ্চলে জমায়েত হন। তাঁরা সকলে ব্রেবোর্ণ রোড ধরে এগোতে শুরু করেন মহাকরণের উদ্দেশ্যে। এক বিশাল পুলিশ বাহিনী তাঁদের পথরোধ করে টি বোর্ডের অফিসের কাছে। এই শান্তিপূর্ণ মিছিলের ওপর পুলিশের তরফে শুরু হয় লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোঁড়া। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কেও রেয়াৎ করেনি পুলিশ। কার্জন পার্কের কাছে দৌঁড়াতে শুরু করেন যুব কর্মীরা। এবার পুলিশ গুলি চালানো শুরু করে; মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন কর্মীরা। প্রাণ হারান ১৩ জন সমর্থক ও আহত হন শতাধিক কর্মী।

নানুর গণহত্যা

২০০০ সালের ২৭ জুলাই নানুর ব্লকের সুচপুর গ্রামে ১১ জন তৃণমুল সমর্থক কৃষককে কুপিয়ে খুন করে হার্মাদরা। এমনকি প্রত্যক্ষদর্শীদেরও রেয়াত করা হয়নি।

ছোট আঙ্গারিয়া গণহত্যা

২০০১ সালের ৪ জানুয়ারি মেদিনীপুর জেলার ছোট আঙ্গারিয়া গ্রামে একটি বাড়িতে আগুন লাগিয়ে ১১ জন তৃণমূলকর্মীকে নৃশংসভাবে খুন করে সিপিএম।

রক্তাক্ত সিঙ্গুর

২০০৬ সালের মে মাসে তৎকালীন বামফ্রন্ট সরকার টাটা গোষ্ঠীর ১ লাখি গাড়ির কারখানা ও আনুসাঙ্গিক শিল্প গড়ার জন্য সিঙ্গুরের মোট ১০০০ একর জমি গায়ের জোরে অধিগ্রহণকে কেন্দ্র করে শুরু হয় কৃষক বিক্ষোভ। প্রায় ৩০০০ কৃষক সিঙ্গুরের বিডিও অফিসের সামনে ধর্না দেয় সরকারের এই জমি অধিগ্রহণের বিরোধিতায়।

২৫শে সেপ্টেম্বর বলপূর্বক তৎকালীন সরকার জমি অধিগ্রহণ করে। ৪০০রও বেশী মহিলা, পুরুষ, শিশু নির্মম ভাবে অত্যাচারিত হন। ৭৮ জন প্রতিবাদী – যার মধ্যে ২৭ জন মহিলা ছিলেন – গ্রেফতার হন। তাদের মধ্যে ছিলেন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়। রাত ১:৪০ নাগাদ শান্তিপূর্ণ প্রতিবাদরত মানুষের ওপর নেমে আসে RAF ও পুলিশের নির্মম অত্যাচার। পুলিশের অত্যাচারে আহত রাজকুমার ভুল  ২৮ তারিখ মারা যান।

৩০শে নভেম্বর সিঙ্গুর যাওয়ার পথে আটকে দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। ৪ঠা  ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় অনশন শুরু করেন। ২৬ দিন চলে এই অনশন। ১৮ই ডিসেম্বর ‘সিঙ্গুর কৃষিজমি রক্ষা সমিতির’ অন্যতম প্রতিবাদী তাপসী মালিককে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়।

নন্দীগ্রাম গণহত্যা

সিঙ্গুরের মতই নন্দীগ্রামে জমি আন্দোলন শুরু হয় একটি কেমিক্যাল হাব গড়ার প্রস্তাবকে কেন্দ্র করে।

২০০৭ সালের ১৪ই মার্চ পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের ১ নম্বর ব্লকে নিরপরাধ গ্রামবাসীদের প্রাণ ছিনিয়ে নিয়েছিল সশস্ত্র পুলিশ ও একদল বন্দুকবাহিনী। এছাড়াও আহত হয়েছিল হাজারের উপর নিস্পাপ গ্রামবাসী যাদের মধ্যে অনেকই মহিলা এবং শিশুও ছিল। মিডিয়া ও বাইরে থেকে যাতে কেউ ঢুকতে না পারে, তাই তারা নন্দীগ্রামের ঢোকার সব রাস্তা বন্ধ করে দিয়েছিল।

দোল উৎসবে শ্রী গৌরাঙ্গের নামকীর্তন করতে করতে একদিকে যেমন হিন্দুরা গ্রামের তিন দিকে জড়ো হচ্ছিলো, অন্য দিকে মুসলমান সম্প্রদায় মানুষরাও পবিত্র কোরান পাঠের জন্য জমায়েত হচ্ছিলো। এইভাবেই গ্রামের সমস্ত মানুষজন এক অহিংস শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই ঘটনার প্রতিবাদ করছিল।বিভিন্ন সূত্রের খবর এই হাজারো গ্রামবাসীর জমায়েত কে লক্ষ করেই হঠাৎই শুরু হয়েছিল কাঁদানে গ্যাস ও গুলির বৃষ্টি।

নেতাই গণহত্যা

২০১১ সালের বিধানসভা নির্বাচনের ঠিক দু’মাস আগেই  ৭ই জানুয়ারী অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলার লালগড়ের নেতাই গ্রামে রথীন দণ্ডপাটের বাড়িতে থাকা সিপিএমের সশস্ত্র ক্যাম্প থেকে গ্রামবাসীদের উপর এলোপাথাড়ি গুলি চালানো হয়। ঘটনায় ৪ মহিলা সহ মোট ৯ জনের মৃত্যু হয়। আহত হন প্রায় ২২ জন।

২০১১-য় পরিবর্তনের পর সেই রক্তাক্ত যুগের অবসান হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের ফিরেছে শান্তি। ‘বদলা নয় বদল চাই’ স্লোগানটিকে বাস্তবায়িত করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ।

 

Nandigram: Looking back at March 14, 2007

March 14, 2007 was a red-letter day in the history of modern Bengal politics – literally a red-letter day as innocent, unarmed villagers (protesting against the forcible acquiring of land for a chemical hub by the Left Front Government) were gunned down by hired goons of the then Government dressed as police.

Several of the injured were women and young children. The media were barred from entering the area. An atmosphere of fear and terror engulfed the region.

Two days later, on March 16, more than a thousand villagers took out a peaceful march. Media personnel – both print and television – managed to enter the villages and talk to the residents. At last, news was coming out in trickles.

Soon the trickle turned to flood. Mamata Banerjee, then the most prominent opposition leader, took up the people’s cause. It was a turning point for Bengal. Singur and Nandigram paved the away for the end of 34-year long Left rule in the State.

Eleven years have passed since then. The martyrs of Nandigram will never be forgotten. As the slogan goes, ‘Aamar naam tomar naam Nandigram’.

 

ফিরে দেখা নন্দীগ্রাম

২০০৭ সালের ১৪ ই মার্চ পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের ১ নম্বর ব্লকে ১৪ জন নিরাপরাধ গ্রামবাসীর প্রাণ ছিনিয়ে নিয়েছিল সশস্ত্র পুলিশ ও একদল বন্দুকবাহিনী। এছাড়াও আহত হয়েছিল হাজারের উপর নিস্পাপ গ্রামবাসী যাদের মধ্যে অনেকই মহিলা এবং শিশুও ছিল। মিডিয়া ও বাইরে থেকে যাতে কেউ ঢুকতে না পারে, তাই তারা নন্দীগ্রামের ঢোকার সব রাস্তা বন্ধ করে দিয়েছিল।

ঠিক দুদিন পরে অর্থাৎ ১৬ই মার্চ হাজারের উপর গ্রামবাসী সারা গ্রামে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার জন্য আবার একত্রিত হয়েছিল। সেইসময় প্রিন্ট মিডিয়া ও অন্যান্য টিভি চ্যানেলগুলি গ্রামে ঢুকে গ্রামবাসীদের কাছ থেকে সেই দিনের ঘটনার বিবরণ নিচ্ছিলো। কিছু তথ্যচিত্র পরিচালক ও সেইদিনের ঘটনাগুলি রেকর্ড করছিল। পরে অনেক সমাজসেবী সংস্থা সেইদিনকার ঘটনার প্রতিবাদ করেছে ,তারা গ্রামে ঘুরে আহত গ্রামবাসীদের আর্থিক সাহায্যও দিয়েছে।

দোল উৎসবে শ্রী গৌরাঙ্গের নামকীর্তন করতে করতে একদিকে যেমন হিন্দুরা গ্রামের তিন দিকে জড়ো হচ্ছিলো, অন্য দিকে মুসলমান সম্প্রদায় মানুষরাও পবিত্র কোরান পাঠের জন্য জমায়েত হচ্ছিলো। এইভাবেই গ্রামের সমস্ত মানুষজন এক অহিংস শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই ঘটনার প্রতিবাদ করছিল।বিভিন্ন সূত্রের খবর এই হাজারো গ্রামবাসীর জমায়েত কে লক্ষ করেই হঠাৎই শুরু হয়েছিল কাঁদানে গ্যাস ও গুলির বৃষ্টি।

নন্দীগ্রামের সেই নারকীয় গুলিচালনার ঘটনার পর আজ এগারোটি বছর কেটে গিয়েছে। নন্দীগ্রামের অমর শহীদদের আমরা ভুলিনি, ভুলবো না।

 

 

Sukhendu Sekhar Roy makes a Point of Order on PNB Scam

FULL TRANSCRIPT

Sir, I have a point of order. I had given a notice of motion under Rule 168, for a discussion on the Punjab National Bank Scam. We want a discussion.

Rule 169 has put certain conditions; fifteen conditions are there under Rule 169. Unless those conditions are complied with, the motion cannot be admitted by the Chair. In my case, I have complied with all the conditions mentioned under Rule 169 and Chair can take a decision in consonance with the rules.

Rules are for observation for both the members and the Chair. Now, if my motion is not admitted, and my legitimate principle of expectation is valid, then the principle of natural justice is denied. Therefore, I appeal to you to consider my motion and it should be discussed in this House threadbare.

 

Transport Dept budget stresses on both new and existing services

The Transport Minister recently presented his department’s budget for financial year 2018-19 in the Assembly. Stress has been given both on developing new services across land, water as well as air, and on improving the existing services.

The budget of the department for 2018-19 stands at Rs 1,588.81 crore, which is the highest budget for the Transport Department so far.

Three hundred new buses have already been introduced and steps have been taken to introduce more. He further said that 40 electric buses will be introduced in Kolkata soon. Another 10 electric buses in the Rajarhat-New Town area and 20 in Asansol and Durgapur will be introduced too.

In another major development, the State Transport department has also decided not to allow any more civic bodies to operate buses. Buses will be operated only by the transport corporations.

From March, there will be two helicopter services. Following the direction of Chief Minister Mamata Banerjee, steps have been taken to develop the airport at Chharra in Purulia district. Air connectivity from Cooch Behar and Malda will also be initiated soon.

Equal stress has been given to improve the water connectivity in the state. Twenty-seven vessels have already been introduced and 86 more will be engaged soon. Moreover, steps have been taken to replace the semi-mechanised vessels with robust ones, to ensure the safety of passengers.

Steps have been taken to ensure the standard operating procedure (SOP) is maintained at all the jetties. Life jackets similar to the ones used by the Coast Guard will also be introduced.

 

পরিষেবায় জোর পরিবহণ দপ্তরের বাজেটে

বিধানসভায় কয়েকদিন আগেই ২০১৮-১৯ সালের বাজেট পেশ করেন পরিবহণ মন্ত্রী। স্থল, জল ও আকাশপথে নতুন ও পুরনো পরিষেবায় জোর দেন মন্ত্রী।

এবছরে পরিবহণ বাজেট মোট ১৫৮৮.৮১ কোটি টাকা, যা দপ্তরের ইতিহাসে সর্বোচ্চ।

মন্ত্রী বলেন, ইতিমধ্যেই পরিবহণ দপ্তর ৩০০টি নতুন বাস নামিয়েছে, আরও নতুন বাস আনার উদ্যোগও নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ৪০টি ইলেকট্রিক বাস শীঘ্রই কলকাতার রাস্তায় নামবে। রাজারহাট-নিউ টাউন অঞ্চলে ১০টি ও আসানসোল-দুর্গাপুরে ২০টি ইলেকট্রিক বাস শীঘ্রই চালু হবে।

এছাড়াও পরিবহণ দপ্তর সমস্ত সরকারি বাস নিগমকে একত্রিত করে এক ছাতার তলায় নিয়ে এসেছে।

মন্ত্রী জানান মার্চ মাসে চালু হবে দুটি হেলিকপ্টার পরিষেবা। মুখ্যমন্ত্রীর নির্দেশে পুরুলিয়ায় বিমানবন্দর তৈরী হচ্ছে। কোচবিহার ও মালদা থেকে বিমান পরিষেবাও শুরু হবে শীঘ্রই।

বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে জলপথ পরিবহণের ওপরেও। ২৭টি জলযান ইতিমধ্যেই চালু করা হয়েছে এবং আরও ৮৬টি খুব শীঘ্রই পরিষেবা শুরু করবে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে সমস্ত পুরনো সেমি-মেকানাইজড জলযান বদল করে নামানো হয়েছে অত্যাধুনিক ভেসেল।

সমস্ত জেটির জন্য তৈরী করা হয়েছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওর। উপকূলরক্ষীবাহিনী যে লাইফ জ্যাকেট ব্যবহার করে, আগামীদিনে সেরকম জ্যাকেট দেওয়া হবে ভেসেল যাত্রীদেরও, বলেন মন্ত্রী।

 

Source: Millennium Post

Swami Vivekananda Mamata Banerjee

Bengal Govt to celebrate 125th anniversary of Swami Ji’s Chicago Speech as ‘Sampriti Dibas’

The state government will celebrate September 11, the day when Swami Vivekananda had addressed the World’s Parliament of Religions in Chicago in 1893, as Sampriti Divas. It will celebrate the 125th anniversary of Swamiji’s Chicago address in a befitting manner.

Sampriti Week will be observed from September 12 to 19. The decision was taken at the first meeting of the committee set up for the celebration, which was held on Thursday, said state Education minister Partha Chatterjee.

Chief Minister Mamata Banerjee will attend the function which will be organised at Belur Math on September 11. The concluding programme will be held at Netaji Indoor Stadium on September 19.

The state government will provide another Rs 10 crore for the proposed Centre of Excellence, which is coming up near Eco Park in New Town. The state government had earlier provided Rs 10 crore as well.

Swamiji had spoken about harmony and peace at the World’s Parliament of Religions which was a part of Columbian Exposition, a programme organised to celebrate 400 years of Columbus’ discovery of America in 1893. He had spoken about “Universal Religion” and was confident that such a religion will be the religion of the future, when all people irrespective of class, creed, sex and religion will be respected.

 

এবার থেকে স্কুলে পড়ানো হবে স্বামীজির শিকাগো বক্তৃতা

স্কুলে পড়ানো হবে স্বামীজির শিকাগো বক্তৃতা। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রস্তাব মেনে পাঠ্যসূচিতে বদল আনতে চলেছে রাজ্য সরকার। স্বামীজির শিকাগো বক্তৃতার ১২৫ বছর উদযাপন করা হবে। বেলুড়, নেতাজি ইনডোরের পাশাপাশি শিকাগোতেও অনুষ্ঠান হবে। উপস্থিত থাকতে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে।

১৮৮৩ সালে বিশ্ব ধর্ম সম্মেলনে এই ভাবেই বক্তৃতা শুরু করেছিলেন স্বামী বিবেকানন্দ। দু’মিনিট ধরে হাততালি চলে। একদিন রামকৃষ্ণ মিশনের স্কুলগুলিতেই পড়ানো হত স্বামীজির শিকাগো বক্তৃতা। এবার থেকে স্কুলের পাঠ্যসূচিতেও স্বামীজির শিকাগো বক্তৃতা পড়ানো হবে। শিকাগো বক্তৃতার ১২৫ বছর উদযাপনে কমিটি তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার সেই কমিটির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ছিলেন শিক্ষামন্ত্রী ও রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ। সিদ্ধান্ত হয়েছে,

– স্বামীজির শিকাগো বক্তৃতা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তি করা হবে

– রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রস্তাব মেনে সিদ্ধান্ত রাজ্যের

– আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যসূচিতে স্বামীজির শিকাগো বক্তৃতা

রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রস্তাব মেনেই এই সিদ্ধান্ত। স্বামীজির শিকাগো বক্তৃতার ১২৫ বছর উদযাপনে ১১ থেকে ১৯শে সেপ্টেম্বর দেশজুড়ে সম্প্রীতি সপ্তাহ পালিত হবে। বেলুড় ও নেতাজি ইনডোরে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। শিকাগো বক্তৃতার ১২৫ বছর উদযাপন কমিটি শিকাগোতেও অনুষ্ঠান করবে। সেখানে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে।

 

Kolkata Gate to be thrown open before Poila Boisakh

Housing Infrastructure Development Corporation (HIDCO) is going to open the Kolkata Gate at New Town before the Poila Boishakh (Bengali New Year’s Day in April). The date of the inauguration of the gate, the only one of its kind in eastern India, will be finalised shortly.

Hectic work is on to give finishing touches to the huge construction. Special attention has been given to look after the safety and security of the people who will be climbing the viewers’ gallery.

The construction for the structure began on March 6, 2017. The height of the Kolkata Gate is 55 m. Seventy tonnes of steel have been used. The visitors will be taken to the viewers’ gallery by a lift. The viewers’ gallery is around 25 meters above ground level and is covered by glass. A portion of it has been earmarked for a restaurant, where visitors can get tea, coffee and light refreshments.

The tunnel will have photographs on Kolkata’s heritage and culture. The outer part of the tunnel will be illuminated. The Gate, complete with the Biswa Bangla logo, has been constructed to greet those coming to the city from the airport.

The structure will add another feather in Kolkata’s cap. A splendid view awaits those who would visit the viewers’ gallery, giving a clear sight of New Town and its neighbourhood.

 

পয়লা বৈশাখের আগেই উদ্বোধন হবে কলকাতা গেট

পয়লা বৈশাখের আগেই নিউ টাউনে উদ্বোধন হবে কলকাতা গেট। এই গেট নির্মাণের দায়িত্বে আছে হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন (হিডকো)। উদ্বোধনের দিনক্ষণ খুব শীঘ্রই ঠিক করা হবে। এখন শেষমুহুর্তের কাজ জোরকদমে চলছে।

৬ই মার্চ, ২০১৭, কলকাতা গেট নির্মাণের কাজ শুরু হয়। যেসকল দর্শক ওপরের গ্যালারিতে উঠবেন, তাদের নিরাপত্তার বিষয়টা মাথায় রেখেই কাজ হচ্ছে।

কলকাতা গেটের উচ্চতা ৫৫ মিটার। সত্তর টন ইস্পাত ব্যবহার করা হয়েছে। লিফটে করে দর্শকরা ভিউয়ার্স গ্যালারিতে উঠতে পারবেন। এই গ্যালারির উচ্চতা মাটি থেকে ২৫ মিটার। এই পুরো গ্যালারিটি কাঁচ দিয়ে ঢাকা। এখানে একটি রেস্তোরাঁ হবে যেখানে আগত ভ্রমণার্থীরা চা, কফি ও জলখাবার কিনে খেতে পারবেন।

এই টানেলে কলকাতার ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক নানা ছবি থাকবে। টানেলের বাইরের দিকটি আলো দিয়ে সাজানো হবে। এখানে বিশ্ব বাংলার লোগো থাকবে। বিমানবন্দর থেকে কলকাতাগামী যাত্রীদের স্বাগত জানাতেই এই গেটটি নির্মাণ করা হচ্ছে। এই গেট তৈরীতে খরচ পড়েছে আনুমানিক ২৫ কোটি টাকা।

এই গেট নির্মাণের পর কলকাতার মুকুটে আরও একটি পালক যোগ হবে।

 

Image source: The Beacon Kolkata