Saugata Roy speaks in Lok Sabha on the issue of killing of Indians in USA

FULL TRANSCRIPT

Madam, thank you very much for allowing me. I had given an Adjournment Motion on the killing of Indians in the United States by those indulging in hate crimes. Madam, the Indian techie Srinivas Kuchibotla was shot dead and his friend Alok Madasani seriously injured in Kansas on February 22 by an American shouting anti-immigrant slogans. Another Indian, Harnish Patel, a convenience store owner was killed in South Carolina. Again, on March 4, one Deep Rai was injured in Kent, Washington.

Madam, this is the result of a persistent hate campaign against Indians which is taking place in the United States, especially after the new Government came to power. As Mr Kharge has mentioned, Indian technical professionals there are giving a big service to the US economy, rather they are providing them brain power. But a hate campaign against Indians is being carried out.

Madam, we are very concerned. Our Chief Minister, Mamata Banerjee in a Twitter message, has expressed concern and has asked the Government of India to take steps. She has also written to them a letter on this issue. But the Central Government, especially our very voluble, vocal and articulate Prime Minister is keeping a strange silence on the issue.

I can understand that External Affairs Minister is not well but the Prime Minister is his own foreign minister; he goes everywhere. The Foreign Secretary went to America and talked about H-1B visas and the restrictions on them. Immediately after he came back US imposed a fresh restrictions on H-1B visas in America for getting priority. Now what is happening? Aren’t the interests of the Indians working in the United States to be protected by the Government of India? Aren’t we going to take a proper step so that this hate campaign stops?

With all the vehemence, we condemn the hate campaign carried out by certain misguided sections of American society. We do hope that there will be protest in America as there are protests in India. We do hope our government will show the gumption and guts to stand up to the hate crimes  in the US so that no more attacks take place on Indians and Indians working there on H1B visa are not deprived of their right of working in the United States.

Thank you, Madam.

 

Bengal CM slams Left Front regime for lack of development works

Bengal Chief Minister Mamata Banerjee during the Assembly session on Wednesday lashed out at CPI(M) for not doing anything in past 34 years. In reply to the question in the Assembly, the Chief Minister said that her government has increased allowances of 14,000 people.

Various social schemes have been started for the Self Help Groups, school students and various others. She slammed the erstwhile Left Front government for not doing any development works during their regime. She also blamed the previous government for the loan burden of crores of rupees. The state government has decided to increase the allowances of the MLAs by Rs 5,000 for which a Bill will be passed in the Assembly on Thursday.

The Bengal Chief Minister once again reiterated that the previous Left Front government failed to do any development works which would benefit the people and improve the economic condition of the people in the villages. Instead of this, they left a huge debt burden on the present government. Fighting all odds, the Mamata Banerjee government has successfully implemented various schemes for the benefit of the people in the state.

Chief Minister Mamata Banerjee also extended good wishes to the women on the occasion of International Women’s Day. She said that her government has provided 50 per cent reservation for women at all levels of the three-tier panchayat system in the state. In College Service Commission, 38 per cent seats have been reserved for women.

After coming to power, the present government has introduced various schemes to improve the socio-economic condition of women in various sectors. The school students have been brought under Kanyashree scheme.

 

৩৪ বছর কোনও উন্নয়ন না হওয়ায় বামেদের বিঁধলেন মুখ্যমন্ত্রী

বিধানসভার অধিবেশন চলাকালীন বুধবার সিপিএমকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন ৩৪ বছরে তারা কোন কাজ করেনি। এদিন তিনি বলেন, তাঁর আমলে ১৪ হাজার মানুষের ভাতা বৃদ্ধি হয়েছে।

স্বনির্ভর গোষ্ঠী, ছাত্রছাত্রী ও অন্যান্যদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প চালু করা হয়েছে। বিধায়কদের ভাতা ৫০০০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, বুধবার এই সংক্রান্ত বিল পাশ হয় বিধানসভায়।

গ্রামের মানুষের আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নয়নের জন্য পূর্বতন বাম সরকার ৩৪ বছর ধরে কোন উন্নয়ন করেনি। তার পরিবর্তে আমাদের ওপর বিপুল ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে। এত কিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকার সাধারণ মানুষের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প চালু করছে এবং সেগুলি সফলভাবে বাস্তবায়িতও করছে।

আন্তর্জাতিক নারী দিবসে মুখ্যমন্ত্রী সকল নারীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, তাঁর সরকার রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সব স্তরে নারীদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণ রেখেছেন। কলেজ সার্ভিস কমিশনে নারীদের জন্য ৩৮ শতাংশ স্থান সংরক্ষিত করা হয়েছে।

ক্ষমতায় আসার পর, বর্তমান সরকার নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে। স্কুল ছাত্রীদের কন্যাশ্রী প্রকল্পের আওতায় আনা হয়েছে।

 

Trinamool MPs stage dharna in Parliament on the issue of killings of Indians in US

Trinamool Congress MPs from both the Houses today staged a dharna near the statue of Mahatma Gandhi inside Parliament complex on the issue of killings of India in America.

The MPs held placards which said: “The world is one. All citizens are our brothers and sisters. We must take care of them” and “All Indians are our brothers and sisters, stop attacking them in USA”.

Speaking on this issue in the Lok Sabha, Saugata Roy said: “This is the result of a persistent hate campaign against Indians which is taking place in the United States, especially after the new Government came to power.”

He asked why “the Central Government, especially our very voluble, vocal and articulate Prime Minister is keeping a strange silence on the issue.”

Click here for the full transcript of his speech

Earlier, Trinamool Chairperson Mamata Banerjee had tweeted on the issue and had also written a letter to the Union Minister for External Affairs, urging the Centre to take up the issue at the highest level in US.

 

আমেরিকায় ভারতীয়দের উপরে হামলার ঘটনা নিয়ে সংসদ চত্বরে ধর্ণা তৃণমূলের

আমেরিকায় ভারতীয়দের উপরে হামলার ঘটনা নিয়ে আজ তৃণমূল কংগ্রেসের সাংসদরা সংসদ চত্বরে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে ধর্ণা করেন।

সাংসদদের হাতে থাকা প্ল্যাকার্ড এর কিছু স্লোগানঃ “বিশ্বের সব মানুষই সমান।  সব দেশের মানুষই আমাদের ভাই-বোন। আমাদের কর্তব্য তাদের রক্ষা করা” এবং “প্রবাসী ভারতীয় ভাই-বোনেদের নিগ্রহ বন্ধ করতে হবে।”

এই বিষয়ে লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ সৌগত রায় বলেন, “বিশেষ করে নতুন সরকার ক্ষমতায় আসার পর আমেরিকা যুক্তরাষ্ট্রে ভারতীয়দের বিরুদ্ধে ক্রমবর্ধমান বর্ণবিদ্বেষী আক্রমণের ফলাফল এটি”।

“কেন্দ্রীয় সরকার, আমাদের বাকপটু, স্পষ্টভাষী প্রধানমন্ত্রী কেন এই বিষয়ে চুপ করে আছেন?” এই প্রশ্নও তুলেছেন তিনি।

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে টুইট করেছেন এবং বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে চিঠি লিখেছেন প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে। তিনি কেন্দ্রীয় বিদেশমন্ত্রীকে অনুরোধ করেছেন যেন এই ঘটনাগুলি উচ্চপর্যায়ে আলোচনা করা হয়।

 

 

 

Bengal Govt to set up exclusive shopping mall for products made by self-help groups

The Bengal Government has decided to develop a shopping mall off the Eastern Metropolitan Bypass exclusively to let Self Help Group members from the districts get a permanent place to sell their produce round the year.

The State Self Help Group minister, said in the Assembly on Tuesday that a shopping mall with all sorts of modern facilities will be constructed. Members of Self Help Groups will be allowed to display their produce alternatively for a month in the shops.

The Minister said that a 15 cottah land has been bought from the Kolkata Improvement Trust at a cost of Rs 10 crore to set up the mall. Hooghly River Bridge Commissioners (HRBC) has been urged to carry out a study to prepare a plan to set up the shopping mall. T

here will also be a stall of Biswa Bangla in the shopping mall. The initiative will provide a permanent place to members of the Self Help Groups to sell and market their produce round the year. Usually, they get the opportunity to display and sell their produce in fairs.

At present, there are over 50 lakh Self Help Groups in the state. Members of all the groups will be getting opportunity to set up their stalls in the malls alternatively. Though the plan of the proposed mall is yet to be ready, according to the minister, it will be decorated with lights is such a way so that people gets attracted and start visiting the place.

 

স্বনির্ভর গোষ্ঠীদের নির্মিত দ্রব্য বিপণনের জন্য শপিং মল তৈরী করবে রাজ্য সরকার

স্বনির্ভর গোষ্ঠীগুলির কর্মীদের জন্য সুখবর নিয়ে এল রাজ্য সরকার। তাদের নির্মিত দ্রব্য সারা বছর বিক্রির জন্য রাজ্য সরকার কলকাতার বাইপাসের ধরে একটি মল নির্মাণ করবে।

বিধানসভায় স্বনির্ভর গোষ্ঠী সংক্রান্ত দপ্তরের মন্ত্রী বলেন, এই মল তৈরির জন্য রাজ্য সরকার ১৫ কাটা জমি কিনেছে বাইপাসের ধারে। এই মল’টিতে অন্যান্য মলের মত সকল সুবিধা পাওয়া যাবে। রাজ্যের সকল স্বনির্ভর গোষ্ঠীর কর্মীরা নিজেদের পসরা নিয়ে বসতে পারবেন এই মলে। হুগলী রিভার ব্রিজ কমিশন এই মল’টির প্ল্যান তৈরি করবে। এই মলে বিশ্ব বাংলার একটি স্টল থাকবে।

এই মুহূর্তে রাজ্যে ৫০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী আছে।

40% investment proposals of Bengal Global Business Summit being implemented: Dr Amit Mitra

Around 40 per cent of the total investment proposals in Bengal Global Business Summits (BGBS) in 2015 and 2016 were being implemented through various projects, state Finance Minister Dr Amit Mitra said in the Assembly on Tuesday. In reply to the questions of the MLAs of the Opposition parties, Dr Mitra on Tuesday told the House that nearly Rs 1.87 lakh crore worth of proposals have been implemented in the state during the two BGBS.

The State Government had received investment proposals of Rs 4.5 lakh crore. In terms of investment Bengal emerged to be the most of accepting destination, Dr Mitra said. The implementation rate of Bengal is 40 per cent while in the state like Gujarat, the implementation rate is 1 per cent. The Finance Minister has proposed planned expenditure of Rs 905 crore and non-planned expenditure of Rs 87.23 crore for the financial year 2017-18.

Dr Mitra also said that state government has already drafted a maritime policy which is going to be finalised soon. A land for setting up a port near Tajpur in West Midnapore has already been identified. The proposed site has a draft of 12 metre plus with tidal support of 3.9 channel length of 18 km which can harbour ships having capacity of Rs 1 lakh Dead Weight Tonnage (DWT). He also said that the state government has also given land of around 2,650 acre land for setting up industrial corridor which has already got approval from the Central government.

The Excise department has invested Rs 700 crore at Haldia. The minister also said that government has decided to simplify procedure for setting up industries in the state. Amongst all the states, West Bengal has been recognized for the introducing online solutions for registrations, payments and returns for VAT, CST, PT, Entertainment Tax, Entry Tax, Single window (Shilpa Sathi) for large industries and MSME Facilitation Centre (MFC) to monitor the progress and expedite clearance.

A Garment Park is being developed on 9.5 acres of land in Budge Budge. The State Government is also setting up a new Industrial Park in Goaltore in West Midnapore over an approximate are of 950 acres of land.

 

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রস্তাবিত বিনিয়োগের ৪০ শতাংশ বাস্তবায়িত হয়েছেঃ ডঃ অমিত মিত্র

২০১৫ এবং ২০১৬ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রস্তাবিত মোট বিনিয়োগের ৪০ শতাংশ বাস্তবায়িত হয়েছে। বিরোধী দলের বিধায়কদের প্রশ্নের উত্তরে মঙ্গলবার অর্থমন্ত্রী অমিত মিত্র জানান, ২০১৫ থেকে ২০১৭-য় এ রাজ্যে যে বিনিয়োগ প্রস্তাব এসেছে তার মধ্যে ১ লক্ষ ৮৭ হাজার কোটি টাকার লগ্নি বাস্তবায়িত হওয়ার পথে।

রাজ্য সরকার ৪.৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পেয়েছে। বিনিয়োগ বাস্তবায়নের নিরিখে পশ্চিমবঙ্গ এগিয়ে আছে। ডঃ মিত্র বলেন গুজরাতে শিল্প সম্মেলনে আসা লগ্নি-প্রস্তাবের মধ্যে ১% বাস্তবায়িত হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে সেই হার প্রায় ৪০%। ২০১৭-১৮ আর্থিক বছরে পরিকল্পনা খাতে ব্যয়ের জন্য ৯০৫ কোটি টাকা এবং ‘নন-প্ল্যান’ খাতে ৮৭.২৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

অর্থমন্ত্রী আরও জানান, রাজ্য সরকার ইতিমধ্যেই সামুদ্রিক নীতির খসড়া তৈরী করেছে যা শীঘ্রই চূড়ান্ত হবে। পশ্চিম মেদিনীপুরের তাজপুরে একটি বন্দর স্থাপনের জন্য ইতিমধ্যেই জমি চিহ্নিত করা হয়েছে। শিল্প করিডোর তৈরীর জন্য রাজ্য সরকার প্রায় ২,৬৫০ একর জমি দিয়েছে, কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে অনুমোদনও দিয়ে দিয়েছে।

আবগারি বিভাগ হলদিয়ায় ৭০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। মন্ত্রী আরও বলেন, রাজ্যের শিল্প কারখানা স্থাপনের জন্য পদ্ধতি সহজতর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। VAT, CST, PT ও অন্যান্য ট্যাক্স এর ক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থা চালুর জন্য পশ্চিমবঙ্গ সবজায়গায় সমাদৃত হয়েছে। বৃহৎ,ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সিঙ্গল উইন্ডো সিস্টেম ও শিল্পা সাথীর মাধ্যমে অতি সহজেই শিল্পে লগ্নির ছাড়পত্র হচ্ছে।

বজবজে ৯.৫ একর জমির ওপর একটি বস্ত্র পার্ক তৈরী হচ্ছে। এছাড়া পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে ৯৫০ একর জমির ওপর একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরী করছে রাজ্য সরকার।

Kanyashree: A beacon of hope for girl children

Kanyashree Scheme is a peerless initiative by the West Bengal Government. It is the State’s flagship project for the girl child. More than 37 lakh girls have been brought under this scheme. The scheme was introduced to arrest the drop-out rate in schools and prevent early marriage among girl students.

The scheme is end-to-end IT-enabled and completely transparent, and hence easily accessible to beneficiaries. The popularity of the scheme has grown manifold since its inception due to this ease of access and focus on empowering young girl and building their confidence and self-esteem.

The scheme has garnered recognitions at major international and national forums. The scheme was represented as one of the ‘best practices’ at the Girl Summit 2014, organised by Department for International Development, UK and UNICEF in London in July 2014.

It has also received the Manthan Award 2014 for e-governance in the category of ‘Women and Empowerment’ covering South Asia and Asia Pacific region. At the national level, it won a silver in the National Award for e-Governance 2014-15 under the category of ‘Outstanding Performance in Citizen-Centric Service.’

August 14 is celebrated as Kanyashree Divas throughout the State through grand ceremonies.

 

মেয়েদের উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের যুগান্তকারী প্রকল্প ‘কন্যাশ্রী’

পশ্চিমবঙ্গ সরকারের একটি যুগান্তকারী প্রকল্প হল ‘কন্যাশ্রী’ প্রকল্প। প্রায় ৩৭ লক্ষ মেয়েদের এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এর ফলে কমেছে স্কুলছুটের সংখ্যা, কমানো গেছে অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার প্রবণতাও।

শুধু স্বনির্ভর করাই লক্ষ্য নয়। সবদিক থেকেই পারদর্শী হবে কন্যাশ্রীর কন্যারা। পিছিয়ে থাকবে না খেলাধূলা থেকেও।

কন্যাশ্রীর সাফল্যের জন্য ইউকে এবং ইউনিসেফের আন্তর্জাতিক উন্নয়ন দফতর আয়োজিত ‘গার্ল সামিট’-এ সেরা নির্বাচিত হয়েছে কন্যাশ্রী। মন্থন পুরস্কারও পেয়েছে এই প্রকল্প।

১৪ই আগস্ট রাজ্য সরকার কন্যাশ্রী দিবস হিসেবে পালন করে। প্রতি বছর এই দিনটি পালন করে রাজ্য সরকার।

Women’s empowerment in Bengal: 10 major initiatives in the last five years

In its first five-year term, the Trinamool Congress Government has brought about many major initiatives for women in West Bengal.

As a result, women all over the State have benefitted immensely.

 

Here are ten major initiatives for women:

KANYASHREE SCHEME: Kanyashree is the State’s flagship project for the girl child. More than 30 lakh girls have been enrolled under the scheme, whcih has garnered international as well as national recognitions.

EDUCATION: For the first time, under the Trinamool Congress administration, a university for women has been set in Diamond Harbour. A state women’s college for minorities is coming up in Ekbalpore, Kolkata. Twenty-one hostels for women have been constructed in various polytechnics across the State. Through the State Government’s Sabuj Sathi Scheme, wherein bicycles are given to school children in rural areas, thousands of girls, too have benefitted. Besides, over 8,000 girl students studying in Class IX in the Sundarbans region have been given bicycles over the last five years. Around 40 Womens’ Corners have been opened in different Government and Government-sponsored libraries to increase access to women readers.

SWABALAMBAN SCHEME: Through the Swabalamban Scheme, training is given on a wide range of livelihood activities, e.g., zari craft, handloom weaving, beautician courses, community health, readymade garment-making, wood carving, etc. Recently, as a part of this scheme, the State Government has launched an acting project for sex workers, meant to make them self-sufficient by giving them acting lessons and making them employable in the entertainment industry.

MUKTIR ALO: Muktir Alo is a comprehensive scheme for the rehabilitation of sex workers. It provides them with opportunities for leading a life with dignity by providing them alternative career opportunities, and also gives protection to victims of sex trafficking.

MATERNITY LEAVE: For the benefit of women, maternity leave for State Government employees has been extended. ‘Maternity and Child Care Leave,’ as it is called, can now be taken for a total period of two years, in stages.

KOLKATA SAFEST CITY FOR WOMEN: Kolkata is one of the safest metros in India for women. According to the latest report of the National Crime Records Bureau (NCRB), Kolkata is the safest city in India in terms of crimes against women. The India Today Best City Awards 2014 awarded Kolkata the award for the best city in the category of crime and safety. Kolkata Police offers martial arts training to schoolgirls, under Project Sukanya, to make them self-reliant when it comes to defending themselves.

POLICE STATIONS RUN BY WOMEN: The West Bengal Government has adopted a ‘zero tolerance’ approach towards crime against women. The Government is setting up police stations run exclusively by women police officers. As of now, the Government has set up 30 Women Police Stations.

ANTI-TRAFFICKING UNITS: The State Government has set up dedicated Anti-Human Trafficking Units and Special Juvenile Police units in each district.

EMPLOYMENT: More than 27,000 self-help groups have been formed over the last five years, which have over 16 lakh women members. Financial assistance to the tune of Rs 200.07 lakh has been sanctioned for development of women’s cooperative societies. The State has also created employment opportunities, including many for women, through skill development in various sectors. The Biswa Bangla initiative by Chief Minister Mamata Banerjee has also opened up a lot of employment opportunities for women. A lot of the handicraft workers in the rural areas are women, who are earning a decent livelihood. Women’s participation in MGNREGS, in which the State has achieved unique milestones, has increased to 41%, which is all-time high in the State.

HOSTELS FOR WORKING WOMEN: To sort out the accommodation issues of working women, hostels have been constructed. A 40-bedded hostel, Ananya, has been at up in Durgapur and another 44-bedded one, named Swayangsiddha, in Salt Lake, Kolkata. Seven more are in different phases of construction all over the State.

 

গত পাঁচ বছরে নারী ক্ষমতায়নে পশ্চিমবঙ্গের সেরা ১০ উদ্যোগ

গত পাঁচ বছরে তৃণমূল পরিচালিত সরকার মেয়েদের জন্য বিভিন্ন রকম উদ্যোগ নিয়েছে। এর ফলে রাজ্য জুড়ে মহিলাদের অনেক উন্নতিসাধন হয়েছে।

মহিলাদের জন্য নেওয়া প্রধান উদ্যোগগুলি হলঃ

‘কন্যাশ্রী’ প্রকল্প – মেয়েদের জন্য রাজ্য সরকারের যুগান্তকারী প্রকল্প ‘কন্যাশ্রী’। প্রায় ৩৭ লক্ষেরও বেশি মেয়েরা রয়েছে এই প্রকল্পের আওতায়। এই প্রকল্পটি জাতীয় ও আন্তর্জাতিক স্তরে যথেষ্ট প্রশংসা পেয়েছে।

শিক্ষা – তৃণমূল সরকারের আমলে এই প্রথম বার রাজ্যে প্রথম মহিলাদের জন্যও একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে। ডায়মন্ড হারবারে তৈরি হয়েছে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়। সারা রাজ্যে সব মিলিয়ে প্রায় ২১ টি মহিলা হোস্টেল তৈরির পরিকাঠামো চলছে। এরমধ্যে ৪টি তৈরি হয়ে গেছে। কলকাতার একবালপুরে মহিলাদের জন্য একটি সরকারী জেনারেল ডিগ্রী কলেজ চালু হয়েছে ও জলপাইগুড়িতে (বানারহাটে) রাজ্যের প্রথম হিন্দী মিডিয়াম জেনারেল ডিগ্রী কলেজ স্থাপিত হয়েছে। এছাড়া সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে মেয়েদের সাইকেল দেওয়া হচ্ছে, এছাড়া আরও অনেক সুবিধা দেওয়া হয়েছে যাতে তারা পড়াশোনা করতে পারে।

স্বাবলম্বন প্রকল্প – রাজ্যের মহিলাদের স্বনির্ভর করতে মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন ‘স্বাবলম্বন প্রকল্প’। এর মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হবে মহিলাদের।

মুক্তির আলো – যৌন কর্মীদের জন্য শুরু হয়েছে প্রকল্প ‘মুক্তির আলো’।

কলকাতা সুরক্ষিত নগর – NCRB-রিপোর্ট অনুযায়ী নারী সুরক্ষার ক্ষেত্রে দেশের মধ্যে কলকাতাই সবচেয়ে সুরক্ষিত নগরী। নারী সুরক্ষার ক্ষেত্রে রাজ্য সরকার কোনরকম অন্যায়কে বরদাস্ত করে না। বিভিন্ন সরকারী বাস স্ট্যান্ডগুলিতে মহিলাদের সুরক্ষার জন্যও CCTV বসানো হয়েছে।

মহিলা পুলিশ স্টেশন –  নারী সুরক্ষার ক্ষেত্রে আরও কিছু পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকার ৬৫টি মহিলা থানা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে ৩০টি পুলিশ স্টেশন তৈরি হয়ে গেছে।এছাড়া বিচার ব্যবস্থায় গতি আনতে মহিলাদের জন্যও ৫১টি ফার্স্ট ট্র্যাক কোর্ট তৈরি করা হয়েছে।

অ্যাণ্টি ট্রাফিকিং ইউনিট – পাচার রুখতে প্রতিটি জেলায় রাজ্য সরকার অ্যাণ্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট এবং স্পেশাল জুভেনহাইল পুলিশ ইউনিট তৈরি করেছে।

স্বনির্ভর গোষ্ঠী – সমাজের দুর্বলতর শ্রেণীর মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিকভাবে স্বনির্ভর করা এবং পারিবারিক আয় বৃদ্ধি ও জীবনযাত্রার মান উন্নত করার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে মহিলাদের। বিশ্ব বাংলা দোকানগুলিতে মহিলাদের তৈরি বিভিন্ন হাতের কাজ বিক্রির ব্যবস্থা করেছে রাজ্য সরকার।

১০০ দিনের কাজ – ১০০ দিনের কাজে অভূতপূর্ব সাফল্য পেয়েছে পশ্চিমবঙ্গ। এই কাজে মহিলাদের অংশগ্রহন ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা অন্যান্য রাজ্যের তুলনায় বেশি।

Trinamool to organise rallies across Bengal on the occasion of International Women’s Day

All India Trinamool Congress will organise rallies in every block of Bengal as well as in other States to mark International Women’s Day.

Every year Trinamool marks International Women’s Day every year with rallies and various activities. Mamata Banerjee has led rallies in the past too, in Kolkata.

It may be mentioned that while the Parliament is yet to enact the Women’s Reservation Bill, Trinamool already has 34% women MPs in Lok Sabha. The Bengal Govt has taken several initiatives for women’s empowerment, including the internationally acclaimed Kanyashree scheme.

রাজ্যজুড়ে পদযাত্রার মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালন করবে তৃণমূল

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা রাজ্যে ব্লকে ব্লকে পদযাত্রার আয়োজন করেছে তৃণমূল। এই বিশেষ দিনে সারা বিশ্বের সকল মা ও বোনেদের শুভেচ্ছা বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সরকারে আসার পর থেকেই এ’রাজ্যে নারী বিকাশের ক্ষেত্রে তাঁর চিন্তাধারা ও কর্মসূচী সারা বিশ্বের নজর কেড়েছে। কন্যাশ্রী প্রকল্প মেয়েদের শিক্ষার প্রসারের ক্ষেত্রে এক বিশাল ভুমিকা পালন করছে। তাঁদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কর্মসংস্থানের বন্দোবস্ত করার পাশাপাশি বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে তিনি মহিলাদের পাশে দাঁড়িয়েছেন। এমনকি এই স্বনির্ভর গোষ্ঠীর তৈরি অনেক জিনিসপত্রের বিপণনের দায়িত্বও নিয়েছেন রাজ্য সরকার।

যদিও সংসদ এখনো ওমেন্স রেজারভেশন বিল পাশ করতে পারেনি, তৃণমূল লোকসভায় ৩৪% মহিলা সাংসদ নিয়ে নজির গড়েছে।

Bengal Govt introduces new syllabus for motor training schools

The new syllabus prepared by the state transport department, in assistance with IIT Kharagpur, for the motor training schools  would be introduced from April this year, state transport minister Suvendu Adhikari said in the Assembly.

The minister told the house that entire procedure of issuance of licenses would be made more stringent to check road accidents. CCTVs will be installed at all the training centres to monitor and record the steps of getting a driving license. The new initiative will also fix the accountability of motor vehicle inspectors. In case of an accident, the transport department will investigate if the driver was issued license according to the norms.

The new modules that would be given to the training schools would in three languages — Bengali, English and Hindi, Adhikari said in the Assembly. He also said that the transport department will also take some steps to stop drunken driving and bike racing which often lead to fatal accidents.

During his speech, the minister also stressed on the importance of producing more efficient drivers. Steps would also be taken to check the overloading of vehicles. He announced that ten more mini buses routes would soon be created in the city.

The minister also said that his department will soon give registrations to the e-rickshaws so that they can be brought under insurance coverage. More than 4,000 e-rickshaws have already been given registration.

দুর্ঘটনা কমাতে চালু হচ্ছে অ্যাপ, বাসে দেওয়া হবে স্মার্ট ফোন: পরিবহণমন্ত্রী

দুর্ঘটনা এড়াতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। এখন থেকে বাড়িতে বসে কেউ ড্রাইভিং লাইসেন্স পাবেন না। রীতিমতো পড়াশোনো করে পরীক্ষায় পাশ করতে হবে। তারপর ট্রেনিংয়ে পাশ করতে হবে। আজ বিধানসভায় একথা বললেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনি আরও বলেন, খড়গপুর IIT-কে দিয়ে সিলেবাস তৈরি করেছে সরকার। হিন্দি, ইংরাজি, বাংলা ভাষায় সেই সিলেবাস। পরে উর্দু ও নেপালি ভাষাতেও করা হবে। ড্রাইভিং ট্রেনিং এর সময় CCTV ফুটেজ সংরক্ষণ করা হবে। বড় দুর্ঘটনা ঘটলে সেই CCTV ফুটেজে ফিটনেসের বিষয়টি খতিয়ে দেখা হবে।

আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ঘোষণা করেন পরিবহনমন্ত্রী:

১৬ মার্চ থেকে পথদিশা অ্যাপ চালু হবে। এই পরিষেবা প্রথমে WBTC-তে চালু হবে। তারপর অন্য পরিবহন নিগমে। প্রত্যেকটি বাসে একটি করে স্মার্টফোন দেওয়া হবে।

একমাসের মধ্যে ১০টি নতুন AC মিনিবাস দুটি রুটে চালু হবে। এয়ারপোর্ট থেকে মধ্য কলকাতা এবং বেহালা থেকে এয়ারপোর্ট।

১০ মার্চ উত্তর ২৪ পরগনার বারাসাতে মেগা মেলা হবে। সেখানে ১০০০টি টোটোর বদলে ১০০০ টি ই-রিকশা দেওয়া হবে। তবে সরকার কোনও ভর্তুকি দিচ্ছে না। টোটোকে কোনও লাইসেন্স দেওয়া যাচ্ছে না। তার ফলে বিমাও করানো যাচ্ছে না।

৬টি চেক পোস্ট তৈরি করা হচ্ছে। ধলপুকুর, ডালখোলা, দাঁতন, করণদিঘি ও  ডানকুনিতে।

গ্রিন সিটিতে আধুনিক মানের ট্রাম চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও ছুটির দিনগুলিতে স্পেশাল ট্রাম পরিষেবা চালুর ভাবনা রয়েছে সরকারের।

infrastructure bengal

Bengal Power Dept to expand reach to other countries

State power department is aiming to develop the state as the power hub of the country and provide surplus power to various neighbouring countries on a large scale, power minister Sobhandeb Chatterjee said in the Assembly on Monday.

He said that the production of power has gone up in the last few years and the state government has already started providing the surplus power to Bangladesh. Now, the power department is planning to supply the power to neighbouring countries including Nepal, Bhutan. The department is also eyeing an increase of power in state in the next few years.

The power minister also claimed that Bengal ranks second after Maharashtra in terms of production of electricity without the assistance of the Centre. Power minister, on Monday, once again told the house that rural electrification work is on the verge of completion. The Minister said that his department is committed to providing quality electricity to the distant villages.

Following the Chief Minister Mamata Banerjee’s order, the power department has taken up all possible steps to ensure that the villages get the same quality of electricity as the city. The minister mentioned in the Assembly that around 14 villages are yet to be covered. The electrification work is almost done at 10 villages. The minister also said that the rural electrification work in the state would be completed by this year.

The Minister also said in the Assembly that the Centre is not allotting more money in this sector as demanded by the state government. He told the house that despite lowering of central assistance to 60 per cent from 90 per cent, the government remained committed to electricity to all.

 

উদ্বৃত্ত বিদ্যুৎ পার্শ্ববর্তী দেশগুলিতে বিক্রি করতে চায় রাজ্য

গ্রামীণ বিদ্যুদয়নে সংযোগ দেওয়ায় ৯৯ শতাংশের বেশি সাফল্য এসেছে রাজ্যের। বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় দপ্তরওয়ারি বাজেট পেশের সময় উল্লেখ করেছেন, এগারোটি জেলায় গ্রামীণ বিদ্যুদয়নের কাজ শেষ হয়েছে। চলতি অর্থবর্ষেই বাকি কাজ শেষ হয়ে যাবে। উদ্বৃত্ত বিদ্যুৎ রাজ্য বাংলাদেশ, ভুটান ও পূর্ব ভারতের রাজ্যেও বিক্রি করতে চায় বলে উল্লেখ করেছেন তিনি।

তিনি তথ্য দিয়ে জানান, ২০১১ সালে সর্বোচ্চ চাহিদা ছিল ৪০৪১ মেগাওয়াট। চলতি বছরের জানুয়ারিতে ৬২৩১ মেগাওয়াট। আগামী দুই-তিন বছরে আড়াই হাজার মেগাওয়াট আরও বিদ্যুৎ উৎপাদন হবে বলে তিনি দাবি করেন। মন্ত্রী সোমবার বাজেট আলোচনায় বলেন, “দীনদয়াল উপাধ্যায় বিদ্যুদয়ন প্রকল্পে কেন্দ্রের ৬০ শতাংশ দেওয়ার কথা। কেন্দ্র বলেছে ২০১৮ সালের মধ্যে গ্রামীণ বিদ্যুদয়নের কাজ শেষ করতে। আমরা বলছি, ২০১৭ সালের মধ্যে শেষ করে দেব। সুন্দরবনের দ্বীপেও বিদ্যুতের কাজ শেষের পথে।”

শহরের মতো গ্রামেও একই ভোল্টেজ থাকবে বলে তিনি দাবি করেন। তাঁর বক্তব্য, ৫৯টি গ্রামে আংশিক বিদ্যুৎ ছিল। তার মধ্যে ৪০টি তে কাজ শেষের পথে। তিনি জানিয়েছেন, রাজ্য সরকার সাগরদিঘিতে প্রথম ‘সুপার ক্রিটিকাল’ তাপবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিয়েছে। এক্ষেত্রে কম কয়লা প্রয়োজন, ধোঁয়াও কম নিঃসৃত হয়।

আগামী অর্থবর্ষে দশটি সাবস্টেশন তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। মন্ত্রী সৌরবিদ্যুতে জোর দেওয়ার কথা জানিয়েছেন। রাজ্য ৫০০ মেগাওয়াট সোলার পার্ক তৈরিতে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কিছু জমি চিহ্নিত করেছে। জমিগুলি এই প্রকল্পের উপযোগী কি না, তা বিচার করা হচ্ছে বলে মন্ত্রী জানান। পাশাপাশি বিদ্যুৎ বণ্টন সংস্থা ইকো পার্কে সোলার ডোমও বানাচ্ছে।