Jangalmahal Utsab begins, Mamata Banerjee showers projects in Birbhum district

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated Jangalmahal Utsab at a public meeting in Birbhum. The week-long festival will continue till January 10.

The festival this time will have 42 stalls, and five pavilions for various State Government departments to showcase their achievements. At the Karigari Hub, around 100 to 150 artisans will be exhibiting their products.

480 cultural groups in 24 blocks of Jangalmahal will be given dhamsa madol during the festival. Cultural performances will also be held.

Highlights of Chief Minister’s speech:

Benefits have been distributed to about 30,000 people today from this stage. 90% people in Bengal have received some form of direct benefit.

We have flagged off 40 Nischay Jaans today to ferry pregnant women and infants to hospitals.

New university, four ITIs have started operating in Birbhum. Three new polytechnics have been set up, and three new ITIs and one new polytechnic college will be set up.

We have waived off khajna tax on agricultural land. This is a great step for the welfare of farmers.

Several areas were affected by floods. We are giving compensation worth Rs 1200 crore to 3 lakh farmers.

Biswa Bangla Haat has come up at Santiniketan. A Biswa Bangla University will be set up in Bolpur.

A new coal mine is coming up at Deucha Pachami. This will create new employment opportunities.

A new road connecting north and south Bengal will come up at a cost of Rs 3000 crore.

We will inaugurate a new bridge over Ajay river tomorrow. It will reduce journey time by 30 minutes.

Industrial estates, IT parks and an industrial growth centre have been set up in Birbhum.

We have set up Tarapith Development Board. We are focussing on the development of Bakreshwar, Patharchapuri, Kankalitala.

45 lakh girls have received Kanyashree scholarship. They are the pride of the world. We have extended the scheme to universities also.

57 lakh SC/ST students received Sikshashree scholarship. Over 1 crore students received minority scholarships. 70 lakh cycles have been distributed.

We will distribute ‘Banglar Bari’ to 5 lakh families on January 29.

Centre takes away Rs 40,000 crore to pay off the instalments for debt incurred by the Left. Still we are working for the people.

Centre does not do us any favour by giving us funds. They take away our revenues and then give fractions of it.

The Central Government does not work for the poor, Dalits, Adivasis, backward classes, women or youth.

They are planning to bring FRDI Bill which will allow banks to take away your savings. They are hiking fuel prices, reducing interest rates.

They (ruling party at Centre) only deliver speeches. They cannot counter us politically so they are indulging in canards.

We have always protested against anti-people policies. We have been vocal against linking Aadhaar with bank account or mobile.

 

শুরু হল জঙ্গলমহল উৎসব, বীরভূমের জন্য একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আজ ঝাড়গ্রামে বার্ষিক জঙ্গলমহল উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। সপ্তাহব্যাপী এই উৎসব চলবে আগামী ১০ই জানুয়ারি পর্যন্ত। কুমুদকুমারি ইন্সটিটিউশানের মাঠে এই উৎসবের আয়োজন করছে পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তর।

এবার এই মেলায় ৪২টি স্টল থাকবে। বিভিন্ন সরকারি দপ্তর তাদের সাফল্য তুলে ধরবেন নানা স্টলে। থাকবে হস্তশিল্পের সম্ভারও। প্রতিদিন এই উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে স্বনামধন্য শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পীরাও এই সব অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ

আজকের এই সভা থেকে প্রায় ৩০ হাজার মানুষের কাছে সরকারী পরিষেবা পৌঁছে দেওয়া হল। সমগ্র বাংলায় ৯০ শতাংশ মানুষ এখন সরকারী পরিষেবা পায়।

এই জেলার গর্ভবতী মা ও সদ্যোজাত শিশুদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রায় ৪০ টি নিশ্চয় যান দেওয়া হল

বীরভূমে নতুন বিশ্ববিদ্যালয়, ৪ টি আইটিআই, ৩ টি পলিটেকনিক কলেজ তৈরি করা হয়েছে। এছাড়া আরও ৩টি নতুন আইটিআই ও ১ টি পলিটেকনিক কলেজ তৈরি করা হবে।

আমরা কৃষিজমির খাজনা মুকুব করে দিয়েছি। এটা নিঃসন্দেহে একটা বড় পদক্ষেপ।

বন্যায় অনেক জায়গা ক্ষতিগ্রস্ত হয়। ৩ লক্ষ কৃষকদের আমরা প্রায় ১২০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছি।

শান্তিনিকেতনে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে। পাশাপাশি বোলপুরেও একটি বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে।

দেউচা পাচামিতে একটি কয়লা খনি তৈরি হচ্ছে। এর মাধ্যমে অনেক কর্মসংস্থান হবে।

উত্তর ও দক্ষিণ বাংলাকে সংযুক্ত করার জন্য ৩০০০ কোটি টাকা ব্যয়ে একটি নতুন রাস্তা তৈরি করা হচ্ছে ।

আগামীকাল অজয় নদীর ওপর একটি নতুন ব্রিজের উদ্বোধন করা হবে।এর ফলে মানুষের পৌঁছতে ৩০ মিনিট সময় কম লাগবে।

বীরভূমে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, আইটি পার্ক, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার তৈরি করা হচ্ছে।

আমরা তারাপীঠ উন্নয়ন পর্ষদ তৈরি করেছি। বক্রেশ্বর, পাথরপ্রতিমা, কঙ্কালিতলার উন্নয়নের ওপর নজর দেওয়া হচ্ছে ।

৪৫ লক্ষ মেয়েদের কন্যাশ্রী স্কলারশিপ দেওয়া হয়েছে। ওরা বিশ্বের গর্ব।

৫৭ লক্ষ SC/ST ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয়েছে। ১ কোটির বেশি সংখ্যালঘু ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয়েছে। ৭০ লক্ষ সবুজ সাথী সাইকেল দেওয়া হয়েছে।

আগামী ২৯ জানুয়ারি ৫ লক্ষ পরিবারকে ‘বাংলার বাড়ি’ দেওয়া হবে।

বাম সরকারের দেনার জন্য কেন্দ্র আমাদের থেকে ৪০ হাজার কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে। তাও আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের রাজস্ব থেকে টাকা কেটে নিয়ে যায়। আমাদের যা পাওনা, যা অধিকার তা আমাদের দেওয়া হয় না।

গরীব, দলিত, আদিবাসী, সাঁওতাল, পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ কজার জন্য কোন কাজ করে না কেন্দ্রীয় সরকার। কাজ নয় কথা বেশি বলে।

FRDI কেলেঙ্কারি – ব্যাঙ্ক থেকে গরীব মানুষের টাকা যখন খুশি তুলে নেওয়ার পরিকল্পনা করছে। সমস্ত সুদের হার কমিয়ে দিচ্ছে, জ্বালানীর দাম বাড়িয়ে দিচ্ছে।

ওরা (শাসক দল) শুধু বড় বড় কথা বলে। ওরা আমাদের সঙ্গে রাজনৈতিক ভাবে লড়াই করতে পারে না, তাই কুৎসা অপপ্রচার করে বেড়ায় আর টিভি তে বক্তৃতা দিয়ে বেড়ায়।

Irrigation Dept’s mega water supply project – 13 lakh acres over 12 districts

The State Irrigation Department, in the largest project of its kind in two decades, is going to supply water for crops in 13 lakh acres for both rabi and boro cropping seasons. Last year, the number was 10 lakh acres.

The roadmap for the project was prepared at a recent meeting of the Irrigation Minister, senior officials of the department, sabhadhipatis and irrigation karmadhyakshyas at Jalasampad Bhawan in Salt Lake.

Twelve districts will be covered. Of them, Birbhum, Bankura, Hooghly, Purba Bardhaman and Paschim Bardhaman will be supplied more water. The other districts where water will be released are Howrah, Paschim Medinipur, Parba Medinipur, Jhargram, Jalpaiguri and Purulia.

For the rabi season, the water will be released in the last week of December and for the boro season, the water will be released in the third week of January. The water will be supplied from DVC, and from check dams on Kansabati, Mayurakshi, Teesta and 28 other small and medium-sized rivers.

সাড়ে ১৩ লক্ষ একর জমিতে জল পৌঁছে দেবে রাজ্য

আগামী রবি ও খরিফ মরশুমে ১২টি জেলার প্রায় সাড়ে ১৩ লক্ষ একর জমিতে সেচের জল পৌঁছে দেবে রাজ্য সরকার। গত দু’দশকের মধ্যে যা রেকর্ড বলে দাবি করেন সেচমন্ত্রী।

সল্টলেকে জলসম্পদ ভবনে সেচ দপ্তরের আধিকারিক ও জেলার সভাধিপতিদের নিয়ে বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছর ১০ লক্ষ একরের কাছাকাছি জমিতে সেচের জল পৌঁছে দেওয়া হয়েছিল।

এবার বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলী, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলায় অতিরিক্ত পরিমাণ জমিতে জল দেওয়া হবে। রবি চাষের জন্য ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ ও বোরো চাষের জন্য জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকে জল ছাড়া হবে। অন্য যে জেলাগুলিতে জল পাঠানো হবে, সেগুলি হল, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি ও পুরুলিয়া।

মন্ত্রী জানান, ডিভিসি, কংসাবতী, ময়ূরাক্ষী, তিস্তা ও ২৮টি ছোট ও মাঝারি জলাধার প্রকল্প (চেক ড্যাম) থেকে জল দেওয়া হবে। এর মধ্যে বর্ধমানে ডিভিসি থেকে, বাঁকুড়ায় ডিভিসি ও কংসাবতী জলাধার প্রকল্প থেকে, হুগলিতে ডিভিসি ও কংসাবতী থেকে, হাওড়ায় ডিভিসি ও নিকাশি খাল থেকে, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে কংসাবতী থেকে, পূর্ব মেদিনীপুরে নিকাশি খালের জোয়ারের কারণে প্রাপ্ত ব্যাকওয়াটার থেকে, বীরভূমে ময়ূরাক্ষী জলাধার প্রকল্প, জলপাইগুড়িতে তিস্তা ব্যারেজ প্রকল্প থেকে এবং পুরুলিয়ায় ২৮টি ছোট ও মাঝারি জলাধার থেকে জল দেওয়া হবে।

Source: Bartaman, Millennium Post

Tourism in Jhargram gets a boost

With winter almost here, the tourist season is also in full swing. In Jhargram, the Jhargram Rajbari is the focal point of tourist attraction. The palace belonged to the Malla kings of Jhargram.

Renovation of the palace is almost complete now. A few cottages are being set up around the palace.

The State Government has plans to set up a tourist circuit based in Jhargram. There are plans to create a park and build an auditorium there. The whole area is being built up to attract more tourists.

From Jhargram, tourists can visit several places like Chalkagarh, the historic Kanak Durga Temple, Jangalmahal Zoological Park, Hatibari, Jhilli Bird Sanctuary, Kankrajhore, Ghaghra, Khandarani Dam, etc.

The 23-hectare zoo is another of the prime attractions. Several animals and birds are house there like fishing cat (state animal of Bengal), various species of monkeys, deer, emu (emus are very popular there), etc. Seeing the tourist potential of the spot, the Trinamool Congress Government had increased the area of the zoological park from 14 to 23 hectares.

 

পর্যটন কেন্দ্র হিসেবে সেজে উঠছে ঝাড়গ্রাম

রাজ্যের নব্যতম জেলা ঝাড়গ্রাম। সেখানে পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি জেলাটিকে সাজিয়ে ফেলা হচ্ছে ভবিষ্যতের এক অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে।

মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ঝাড়গ্রাম রাজবাড়িকে কেন্দ্র করে সার্কিট ট্যুরিজম তৈরি করা হবে। তারই প্রথম পর্যায় হিসেবে রাজ্য পর্যটন উন্নয়ন নিগমের সহায়তায় পর্যটকদের জন্য গড়ে উঠছে বেশ কয়েকটি কটেজ রাজবাড়ি চত্ত্বরে। রঙের প্রলেপ পড়ছে রাজবাড়ির প্রধান প্রবেশদ্বারে, সংস্কার হচ্ছে এই ঐতিহাসিক মল্ল রাজাদের বাড়ি।

এরপর রাজবাড়ি সংলগ্ন এলাকায় তৈরি হবে পার্ক, অডিটোরিয়াম। পুরো এলাকাটিকেই পর্যটনের জন্য সাজিয়ে তোলার পরিকল্পনা আছে। আপাতত কটেজ ছাড়াও রাজবাড়ির ভেতরেও পর্যটকরা থাকতে পারেন। এখান থেকে অনেকেই জঙ্গলমহলের চিল্কিগড়, কনকদুর্গা, জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক, হাতিবাড়ি, ঝিল্লি পাখিরালয়, কাঁকরাঝোড়, ঘাঘরা, খাঁদারাণী বাঁধ ইত্যাদি অঞ্চলে গিয়ে থাকেন।

এদিকে এই শালে-সেগুনে ঘেরা ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে বাড়ছে এমু পাখির সংখ্যা। বাড়ছে চিতল হরিণ, নীল গাই-সহ বিভিন্ন পশু পাখির সংখ্যা। তাই এই পার্কের পশুপাখির এনক্লোজারগুলিকে স্থানান্তরিত করা হচ্ছে। পার্কের ভেতরের রেসিডেন্সিয়াল এলাকা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন এনক্লোজারগুলি।

আগে জঙ্গলমহল জুলজিক্যাল পার্ককে আগে বলা হত ঝাড়গ্রাম ডিয়ার পার্ক। সেই সময় এই পার্কের এলাকা ছিল ১৪ হেক্টর। বর্তমানে এই এলাকা ২৩ হেক্টর। পার্কের রেসিডেন্সিয়াল এলাকা ছাড়া হওয়া পশুপাখিদের মধ্যে ইতিমধ্যে ফিশিং ক্যাট, হনুমান, বাঁদরদের জন্য নতুন জায়গায় নতুন এনক্লোজার তৈরির কাজ চলছে। এখন এমুর সংখ্যা ১০। সেজন্য বড় বড় এনক্লজার তৈরি করে পার্কের নতুন এলাকায় স্থানান্তরিত করা হচ্ছে।

নির্মাণ শেষ হলে পর্যটকরা নতুন গেট দিয়ে ঢুকে খুব সহজেই এই প্রাণীদের কাছ থেকে দেখতে পারবেন। এই ২৩ একরের পার্কটিকে পুরোই ঢেলে সাজানো হচ্ছে।

Usharmukti Scheme to provide relief from drought

The Bengal Government has started a unique scheme to provide adequate water for irrigation and increase the level of underground water in six districts with acute water scarcity.

The scheme, Usharmukti is being implemented by the Panchayats and Rural Development Department in Jhargram, Purulia, Bankura, Birbhum, Paschim Medinipur and Purba Bardhaman districts, covering 55 blocks, 472 gram panchayats and more than 2,000 watershed areas. The total area under the project will be around 14 lakh hectares.

The project has been taken up, as agriculture in these six districts is badly affected every summer due to severe drought. The project will change the agricultural scenario in these six drought-prone districts.

The scheme was first implemented in Bankura district, where several steps have been taken to provide more water for irrigation and improve the health of several rivers.

To make the project a success, the layer of underground water will be raised and the health of several rivers will be improved. A comprehensive watershed management has been taken up to convert barren land into fertile and make single-crop land into multi-crop ones.

The work will be carried out under Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) Scheme.

Source: Millennium Post

পশ্চিমাঞ্চলে খরা থেকে স্বস্তি দিতে সরকারের ঊষরমুক্তি প্রকল্প

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে খরা রুখতে রাজ্য সরকার ‘ঊষরমুক্তি’ নামে এক অভিনব প্রকল্প শুরু করেছে। রাজ্যের এই ৬টি জেলায় জলকষ্ট সবথেকে বেশী প্রকট। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে এই জেলাগুলিতে সেচের জন্য পর্যাপ্ত জল সরবরাহ করা হবে; বাড়ানো হবে ভূগর্ভস্থ জলের পরিমাণও।

ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরের ৫৫টি ব্লক, ৪৭২টি গ্রাম পঞ্চায়েত, ২০০০টি ওয়াটারশেড অঞ্চলে এই প্রকল্পের কাজ করছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। সব মিলিয়ে এই অঞ্চলের আয়তন ১৪ লক্ষ হেক্টর। প্রতি বছর এই অঞ্চলে গ্রীষ্মকালে খরার জন্য কৃষির প্রচণ্ড ক্ষতি হয়। আশা করা যায়, এই প্রকল্প পাল্টে দেবে ওই অঞ্চলের কৃষির চিত্র।

এই প্রকল্প প্রথম শুরু হয় বীরভূম জেলায়। সেচে পরিকাঠামো উন্নত করা থেকে শুরু করে অঞ্চলের নদীগুলোর সংস্কারও করা হয়েছে। এই সমস্ত কাজ করা হচ্ছে ১০০ দিনের কাজের আওতায়।

এই ওয়াটারশেড ব্যাবস্থার মাধ্যমে চাষের অযোগ্য জমিকে চাষের যোগ্য করে তোলা হবে এবং এক ফসলি জমিকে বহু ফসলি জমিতে রুপান্তরিত করা হবে।

Bengal Govt to overhaul bus connectivity in Jangalmahal

The State Transport Department has decided to overhaul the bus connectivity in Jangalmahal. This is the latest of the many services that Chief Minister Mamata Banerjee has brought to the region, as a result of which the people of the region are in a much better state than during the Left Front years. She even created the district of Jhargram to better target developmental work.

Jhargram, Silda, Belpahari, Nayagram, Binpur, Jamboni, Jhalda, Baghmundi and Balarampur will be part of the new service structure. The first six places are in Jhargram district while the other three are in Purulia district. The Transport Department will spend Rs 12 crore to overhaul the structure.

New bus routes will be opened from Esplanade to Jamboni, Silda, Belpahari, Baghmundi, Jhalda and Balarampur.

A new bus terminus will come up near Jhargram town, and new bus services will be introduced between it and various places in the Jangalmahal region, and also Kolkata. A night shelter will also come up at this bus stand. After being made the district headquarters of Jhargram district, the place has become a very busy one. New bus terminuses will come up in Silda, Belpahari and Nayagram.

Besides for benefitting the regional populace, these new services are also aimed at enabling more tourist activities. In recent years, the State Government has been developing the region into a major tourist hub. The mostly forested Jangalmahal has a lot of tourist potential, and an effective transport system is a must for tourism to flourish. The government has constructed many guest houses and bungalows, and has modernised many of the guest houses belonging to the Forest Department. Home stay tourism is another area that the State Government has been laying a lot of stress on.

Source: The Statesman

জঙ্গলমহলে পরিবহন ব্যবস্থা ঢেলে সাজাবে রাজ্য

জঙ্গলমহলে যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহন দপ্তর। এই অঞ্চলের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার ইতিমধ্যেই নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে এই অঞ্চলের মানুষ বাম আমলের তুলনায় এখন অনেক ভালো আছেন। ঝাড়গ্রামকে পৃথক জেলা ঘোষণা করা হয়েছে উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে।

ঝাড়গ্রাম, শিলদা, বেলপাহাড়ি, নয়াগ্রাম, বিনপুর, জাম্বনী, ঝালদা, বাঘমুন্ডি ও বলরামপুর এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবে পরিবহন দপ্তর। প্রথম ছটি জায়গা ঝাড়গ্রামে বাকি তিনটি জায়গা পুরুলিয়াতে। পরিকাঠামো তৈরীতে খরচ হবে ১২কোটি টাকা।
এসপ্ল্যানেড থেকে জাম্বনী, শিলদা, বেলপাহাড়ি, ঝালদা, বাঘমুন্ডি, বলরামপুর অবধি নতুন বাস রুট শুরু হবে।

ঝাড়গ্রাম টাউনের কাছে তৈরী হবে নতুন বাস টার্মিনাস। এই টার্মিনাস থেকে জঙ্গলমহলের বিভিন্ন অঞ্চলে ও কলকাতায় বাস চালু করা হবে। এই টার্মিনাসে একটি নাইট শেল্টারও তৈরী করা হবে। শিলদা, বেলপাহাড়ি, নয়াগ্রামেও নতুন বাস টার্মিনাস তৈরী হবে।

স্থানীয় মানুষদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এই নতুন সার্ভিসের ফলে এই অঞ্চলে পর্যটনেরও প্রসার হবে। গত কয়েক বছরে রাজ্য সরকার এই অঞ্চলটিকে গুরুত্বপূর্ণ পর্যটন হাব হিসেবে তৈরী করছে। ঘন জঙ্গলে ভরা জঙ্গলমহলে পর্যটনের বিপুল সম্ভাবনা আছে। এই নতুন বাস পরিষেবা নিঃসন্দেহে পর্যটন শিল্পকে আরও সাহায্য করবে।

Model farm by MSME Dept to help tribal population in Jhargram

The State Micro, Small and Medium Enterprise (MSME) Department is going to set up a model farm in Jhargram district to help the tribal population there gain financial independence. The over-20-acre farm will produce vetiver, lemongrass and essential oils. A distillation unit will also be established there.

Over 50,000 people are already associated with the aroma industry in this district. This venture will be a blueprint for more such ventures, which will help in employment generation as well as in making many of the tribals self-sufficient. The State Government will actively encourage and provide financial and technical help for setting up the farms.

Chief Minister Mamata Banerjee has done a lot since she came to power in 2011 to help the tribal population of the Jangalmahal region get back on their feet. She also made Jhargram into a separate district in order to bring about focussed developmental activities.

 

আদিবাসীদের উন্নয়নে ঝাড়গ্রামে তৈরী হবে মডেল ফার্ম

রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দপ্তর নবনির্মিত ঝাড়গ্রাম জেলায় তৈরী করতে চলেছে একটি মডেল ফার্ম। এই ফার্মটি তৈরি করা হবে আদিবাসীদের আর্থিকভাবে আরও স্বচ্ছল করে তোলার লক্ষ্যে। ২০ একর জমির ওপর গড়ে উঠবে এই ফার্ম। এখানে উৎপাদন করা হবে ভেটিভার, লেমনগ্রাস ও অন্যান্য তেল। পরিশোধন ব্যবস্থাও থাকবে এখানে।

এই অঞ্চলের প্রায় ৫০,০০০ মানুষ সুগন্ধি শিল্পের সঙ্গে জড়িত। এই মডেল ফার্মের উদ্যোগের ফলে এলাকায় কর্মসংস্থান বাড়ার সঙ্গে সঙ্গে আদিবাসীরা আর্থিক ভাবেও স্বনির্ভর হবেন। এই ফার্ম তৈরীতে রাজ্য সরকার আর্থিক ও প্রযুক্তিগত সবরকম সাহায্য করবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে শাসনভার গ্রহণ করার পর থেকেই আদিবাসীদের উন্নয়নের লক্ষ্যে অনেক পদক্ষেপ নিয়েছেন। ঝাড়গ্রামকে পৃথক জেলার স্বীকৃতিও দিয়েছেন তিনি।

 

Source: Millennium Post