Bengal Govt developing ‘Bhorer Aalo’ tourism hub at Gajoldoba

The Bengal Tourism Department has chalked out an elaborate plan to develop the ‘Bhorer Aalo’ tourism hub at Gajoldoba in North Bengal. The new tourist facilities that the hub entails would possibly be introduced before Durga Puja this year.

As a part of the initiative, visitors can take part in boating along the River Teesta. Another attraction would be hot air balloon rides. People visiting the area can also take a stroll inside the Saraswatipur tea garden. There would also be facilities like a jungle safari by car.

These announcements were made recently by the State Tourism Minister, after he held a high-level meeting to accelerate the process with representatives from 12 Departments.

The Minister also said there are plans to introduce houseboats in Gajoldoba and Mirik. Watching birds while riding on a boat can be a favourite pastime of the tourists. Plans are also afoot to start an elephant safari.

It may be mentioned that around 52 overseas delegates from 30 countries have already visited Bhorer Alo, the dream tourism hotspot being developed by the State Government in Gajoldoba, in January to get a first-hand experience of the unique eco-tourism project.

 

 

গাজলডোবায় সেজে উঠছে ‘ভোরের আলো’ পর্যটন কেন্দ্র

গাজলডোবায় ‘ভোরের আলো’ সেজে উঠছে জোরকদমে। তৈরী হয়েছে ৬টি সরকারি কটেজ। আরও ২০টির কাজ চলছে। কিছুদিনের মধ্যে ওই কটেজগুলিও থাকার জন্য খুলে দেওয়া হবে।

এরই মধ্যে আবার নেওয়া হয়েছে বেশ কিছু পরিকল্পনা। তিস্তা থেকে মংপো পর্যন্ত রাফটিংয়ের কথা ভাবা হচ্ছে। তিস্তা সেচখালে প্যাডেলিং বোট নামানো হবে। তিস্তার কোলে এখন স্থানীয় স্তরে নৌকাবিহারের ব্যবস্থা রয়েছে। সেই নৌকাগুলি পর্যটন দপ্তর সাজিয়ে দেবে। রঙিন ছাউনি দিয়ে আরও আকর্ষণীয় করে তোলা হবে। প্রকল্প এলাকার পাশে দেড় একর জায়গায় করা হবে ১০ শয্যার আপৎকালীন হাসপাতাল।

এ ছাড়া হচ্ছে হেলিপ্যাড। রয়েছে আরও বহু বিনোদনের আয়োজন। যেমন হট এয়ার বেলুন। গাজলডোবা থেকে সরস্বতীপুর চা–বাগান পর্যন্ত জঙ্গলের ভেতর দিয়ে জঙ্গল সাফারি, হাতি সাফারির পথ করবে বন দপ্তর। গাজলডোবায় তিস্তার ওপর হচ্ছে আরেকটি সেতু। ১০০ কোটি টাকায় তৈরী হবে ওই সেতুটি। সেচ দপ্তর এই সেতুটি তৈরী করবে। এপ্রিলেই এই সেতুর কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প হল গাজলডোবার এই পর্যটন হাব। তিনি এর নাম দিয়েছেন ‘ভোরের আলো’। একদিকে বৈকুণ্ঠপুর জঙ্গল, একদিকে তিস্তা সেচখাল, তিস্তায় বিশাল বাঁধ এবং জলাধার। উত্তরে তাকালেই হিমালয়, কাঞ্চনজঙ্ঘা।

স্থায়ী থানা হচ্ছে গাজলডোবায়। প্রকল্প এলাকায় অর্কিড পার্ক করা হবে। দুটি হাউসবোট আনা হবে। একটি রাখা হবে মিরিকের লেকে। গাজলডোবায় ফুড অ্যান্ড ক্রাফ্ট ইনস্টিটিউট খোলা হচ্ছে। ভবিষ্যতে এখানে হোটেল ম্যানেজমেন্টের ধাঁচে কোর্স চালু হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এখানে ভারতের সেরা পর্যটন হাব করতে। তারই রূপায়ণ হচ্ছে।

Source: Millennium Post

Seven more youth hostels coming up by March 2018

The Bengal Government’s Youth Services and Sports Department has set a target of building seven new youth hostels by March 2018. In each of the youth hostels, there will be accommodation for at least 100 people.

Two youth hostels in Jalpaiguri (in Metali) and Bishnupur are ready to become operational. One each is coming up in the Ayodhya Hills and the Jaichandi Hills in Purulia district. The four others are coming up in Cooch Behar, Nabadwip, Malda and Durgapur.

Regarding the ones in the Ayodhya and the Jaichandi Hills, it may be mentioned that the footfalls of visitors in these places have gone up as a result of the steps taken by the Trinamool Congress Government to improve the basic infrastructure of Purulia district. Moreover, the number of youths visiting the place for trekking and adventure sports has also gone up. As a result, the demand for better accommodation has also gone up. Plans are already afoot for enabling locals to open homestays.

It may be mentioned that at present, a total of 19 youth hostels of the State Government are functional, while the government has a plan to set up a total of 40. The construction of 21 youth hostels, including in Balurghat, Jayanti and Gajoldoba, has also begun.

With the setting up of the youth hostels, young single travellers will no longer face problems in getting quality accommodation when they visit any part of the state for excursion or activities like trekking and adventure sports.

২০১৮ সালের মার্চ মাসের মধ্যে রাজ্যে আরও নতুন ৭টি যুব হোস্টেল

২০১৮ সালের মার্চ মাসের মধ্যে আরও ৭টি যুব হোস্টেল নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। প্রতিটি হোস্টেলে অন্তত ১০০ জন থাকতে পারবে।

জলপাইগুড়ির মেটেলিতে ও বিষ্ণুপুরের দুটি যুব হাসপাতাল তৈরী হয়ে গেছে। পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে ও জয়চন্ডী পাহাড়ে দুটি হোস্টেল তৈরী হচ্ছে। বাকি ৪টি হোস্টেল তৈরী হবে কোচবিহার, নবদ্বীপ, মালদা ও দুর্গাপুরে।

তৃণমূল সরকার পুরুলিয়া জেলার যে অভূতপূর্ব উন্নয়ন করেছে, তার ফলে এই অঞ্চলে এখন পর্যটকদের সংখ্যা বেড়ে চলেছে। এছাড়া এই অঞ্চলে ট্রেকিং ও অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য কমবয়সী যুবাদের আনাগোনা লেগেই আছে। এর ফলে ওখানে থাকার ভালো জায়গায় চাহিদা বেড়েছে। ওখানে হোম-স্টের ব্যবস্থাও করা হচ্ছে।

এই মুহূর্তে রাজ্যে ১৯টি যুব হোস্টেল আছে। রাজ্য সরকার এই সংখ্যা বাড়িয়ে ৪০ করতে চায়। বাকি ২১টি হোস্টেলের মধ্যে বালুরঘাট, জয়ন্তী, গাজলডোবা যুব হোস্টেলের নির্মাণ কাজ শুরু হয়ে গেছে।

এই যুব হোস্টেলগুলি তৈরী হলে, যেসকল পর্যটক একা ওইসব অঞ্চলে যাবে, তাদের ভালো থাকার জায়গা খুঁজতে অসুবিধায় পড়তে হবে না।
Source: Millennium Post

Funding for tourism sector goes up to Rs 400 crore in 6 years

As an indication of the importance that Chief Minister Mamata Banerjee and her Trinamool Congress Government places on the tourism sector, public funding in the sector, according to a senior official of Tourism Department, has gone up from Rs 35 crore to Rs 400 crore in the past six years.

Bengal is gifted with all the necessary elements for making it a preferred destination for travellers from around the world.

As a consequence of this increase in funding, Bengal has witnessed a 20 per cent growth in its tourist population. The state has one of the best hotel occupancy rates in India. Kolkata has 3,000 high-end hotel rooms with a phenomenal occupancy rate of 70 per cent. During the Durga Puja this year, Bengal saw about 2,000 foreign visitors.

Currently some major tourism projects are coming up in Gajoldoba in north Bengal and Jharkhali in the Sundarbans. A convention centre is coming up in Digha.

To promote the state’s tourist spots, the State Government regularly takes part in national and international tourism fairs and conventions, like Travel East and others.

Source: Millennium Post

বাংলায় পর্যটন ক্ষেত্রে পাবলিক ফান্ডিং ছ’বছরে বেড়ে হয়েছে ৪০০ কোটি

পর্যটন দপ্তরের এক আধিকারিকের বক্তব্য অনুযায়ী বাংলায় পর্যটন ক্ষেত্রে পাবলিক ফান্ডিং ছ’বছরে বেড়ে হয়েছে ৪০০ কোটি। এর থেকেই বোঝা যায় পর্যটনের বিকাশের প্রতি কতটা দায়বদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার।

পর্যটনের প্রসারের জন্য সবকটি উপাদানই রয়েছে বাংলায়। উত্তরে হিমালয় থেকে শুরু করে দক্ষিণে সাগর, রাঙামাটি থেকে ঐতিহাসিক স্থাপত্য – কি নেই বাংলায়? পাবলিক ফান্ডিং বৃদ্ধির ফলে বাংলায় পর্যটকদের সংখ্যা ২০% বেড়েছে। হোটেল পূর্ণ করণেও দেশে এগিয়ে বাংলা।
দুর্গাপুজো উপলক্ষে এবছর রাজ্যে এসেছিলেন ২০০০ এরও বেশি বিদেশী পর্যটক।

এই মুহূর্তে রাজ্যে দুটি বৃহৎ পর্যটন প্রকল্প চলছে – উত্তরে গাজলডোবা ও দক্ষিণে ঝড়খালিতে। দীঘাতে তৈরী হচ্ছে আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার। পর্যটনের প্রসারের জন্য দেশি-বিদেশী অনেক পর্যটন মেলাতেও অংশগ্রহণ করছে রাজ্য সরকার।