Bengalathon 2018 to focus on apps for day-to-day needs

State Information Technology and Electronics (IT&E) Minister on Friday launched Bengalathon 2018, inviting software-based solutions from students, technical professionals and common citizens, particularly for the day-to-day problems of common people.

The minister also announced that Chief Minister Mamata Banerjee will lay the foundation stone for her dream Silicon Valley project in New Town on August 13.

“We are looking for app-based solutions in a number of areas that include financial advisory app for senior citizens and game-based app for sensitisation of common people so that they do not get fleeced by fraudsters who pose as bank representatives, know the bank details and siphon money from accounts. We are also looking for an app to have a toto on call,” said a senior official of the IT&E department.

The details for registration along with other details of Bengalathon has been made available in the website of the state IT department and a Facebook page titled Bengalathon has also been introduced.

“Bengalathon” is a technology based competition to recognise innovative ideas that would culminate into path-breaking viable solutions for any of the industry sectors or citizen services and at the same time, provide a platform for them to showcase the innovative skills/ideas of the state resources at the national and international arena. The best solutions will be awarded.

Talking about the Silicon Valley project, the minister said: “We will put up IT&E infrastructure here in such a way that the entire country will look towards this place for solutions in these areas.”

The IT&E department also organised a day-long knowledge based workshop on ‘Internet of Things’ (IOT) involving the academia and the industry to work out a strategy for the state on how to embrace this modern technology, at Biswa Bangla Convention Centre.

Bengal Govt to lay underground cables for TV & internet

Following the instruction of Chief Minister Mamata Banerjee, the State Government has decided to lay underground cables for the transmission of television and internet services across the 126 municipalities and six municipal corporations.

The project would be overseen by the State Government’s Urban Development and Municipal Affairs Department. The cables would be laid by the process of microtunnelling.

Soon, the department would hold meetings with multi-system operators (MSO), cable operators and telecom firms, for whom the cables would be laid, to explain to them the government’s stand as well as listen to their suggestions. It has been decided, as of now, that a certain amount of money would have to be paid by them in lieu of the work to be done by the government.

The initiative is under the newly-introduced scheme, Green City Mission, which aims at developing sustainable and eco-friendly ‘Green and Clean Cities’ and planned development of all the municipal cities and towns of Bengal.

 

রাজ্য জুড়ে টিভি-ইন্টারনেটের কেবল নেওয়া হবে ভূগর্ভ দিয়ে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার রাজ্য জুড়ে টিভি চ্যানেল এবং ইন্টারনেট পরিষেবার কেবল মাটির নীচ দিয়ে নিয়ে যাওয়া হবে।

রাজ্যের ১২৬টি পুরসভা এবং ছ’টি পুরনিগম এলাকাতেই এই ব্যবস্থা করা হবে। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী এই কেবল মাটির তলা দিয়ে করার নির্দেশ দিয়েছেন। গ্রিন সিটি প্রকল্পের আওতায় সমস্ত পুরসভায় এই কাজ করা হবে।

মাইক্রো টানেলিং ব্যবস্থার মাধ্যমে এই প্রকল্প করা হবে। ফুটপাথের তলা দিয়ে এই মাইক্রো টানেলগুলি বসানো হবে। তার মধ্যে দিয়ে কেবলগুলি নিয়ে যাওয়া হবে।

খুব শীঘ্রই এবিষয়ে পুরসভাগুলি, এমএসও এবং কেবল অপারেটরগুলি সঙ্গে বৈঠক করা হবে। এই কাজ করার জন্য কেবল অপারেটর, টেলিকম সংস্থা বা এমএসও’দের পুরসভাকে একটা টাকা দিতে হবে। পাশাপাশি তাদের এবিষয়ে কি কি দাবি আছে তাও শোনা যাবে।

Source: Bartaman

ITIs in Bengal to have upgraded infrastructure

The state Technical Education department has taken up a major step in upgrading the ITIs. The project has been taken up with support from the World Bank.

A good number of ITIs are being selected for upgradation and the work has already started. It is learnt that in the first phase around 28 ITIs will be upgraded.

The upgradation of the ITIs includes setting up of smart class rooms along with high-speed internet connection which will ensure knowledge sharing through video conferencing.

It may be mentioned that in 2011 there were only 80 ITIs in the state where only 17,636 students used to get opportunity to undertake training every year. After the change of guard in the state, the Mamata Banerjee government has set up a total of 235 ITIs where 66,740 students can undertake different training courses.

Similarly, total number of polytechnic colleges has also increased. There were only 65 polytechnic colleges in the state in 2011 and now it has increased to 147 where 37,315 students can get admission in a year. Moreover, there are 289 advanced vocational training centres now in the state.

 

আইটিআইয়ের পরিকাঠামো উন্নয়ন পাখির চোখ রাজ্যের

বিশ্ব ব্যাঙ্কের সহায়তায় বেশ কয়েকটি আইটিআইয়ের পরিকাঠামো উন্নয়ন করবে রাজ্য কারিগরি শিক্ষা দপ্তর। প্রথম দফায় ২৮টি আইটিআইয়ের উন্নয়ন করা হবে।

এই পরিকাঠামো উন্নয়নের মধ্যে রয়েছে স্মার্ট ক্লাসরুম তৈরী ও হাই স্পীড ইন্টারনেট পরিষেবার স্থাপন। এর মাধ্যমে ভিডিও কনফারেন্সের মাধ্যমেও পঠনপাঠন করতে পারবে ছাত্রছাত্রীরা।

প্রসঙ্গত ২০১১ সাল পর্যন্ত সারা রাজ্যে মাত্র ৮০টি আইটিআই ছিল, যেখানে মাত্র ১৭,৬৩৬ জন ছাত্রছাত্রী প্রতি বছর প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেতেন। কিন্তু মাত্র ছ’বছরে রাজ্যে আইটিআইয়ের সংখ্যা বেড়ে হয়েছে ২৩৫টি, যেখানে ৬৬,৭৪০জন ছাত্রছাত্রী প্রশিক্ষণ নিতে পারেন বিভিন্ন কোর্সে।

২০১১ পর্যন্ত মাত্র ৬৫টি পলিটেকনিক কলেজ ছিল রাজ্যে, যা বেড়ে হয়েছে ১৪৭। ৩৭,৩১৫জন ছাত্র প্রতি বছর এখানে পড়ার সুযোগ পায়। এছাড়া এই মুহূর্তে রাজ্যে ২৮৯টি পেশামূলক শিক্ষা কেন্দ্র আছে; রাজ্য সরকার এইরকম কেন্দ্র ব্লকে ব্লকে গড়তে চায়।

State Govt coming up with centre of excellence on cyber security

The Bengal Government will set up a centre of excellence on cyber security in order to successfully confront cyber crimes. The centre will be located either at Sector V in Salt Lake or in New Town.

The Information Technology Department will conduct a week-long workshop where talks will be held with Kolkata Police and some knowledge partners to imbibe the best practices of cyber security in the proposed centre of excellence. The nodal partner for the venture will be Indian Institute of Information Technology, Kalyani.

The cyber security centre will collect, analyse and disseminate information on cyber security incidents, execute emergency measures, co-ordinate response and issue guidelines, advisories and vulnerability notes.

It will act as a monitoring authority for the state, which would look at every single incident and incorporate the information for research and development.

Source: Millennium Post

সাইবার সিকিউরিটির উৎকর্ষ কেন্দ্র গড়বে রাজ্য সরকার

আজকের যুগে এখন হাতের মুঠোয় পৃথিবী। মোবাইল ফোন ও সহজলভ্য ডেটা কানেকশনের ফলে ইন্টারনেট পরিষেবা এখন মানুষের নাগালের মধ্যে। এর সুফল যেমন আছে তেমনই বেড়ে চলেছে সাইবার ক্রাইম। এই অপরাধ দমনের জন্য নিউটাউনে কিংবা সল্টলেক সেক্টর ৫য়ে একটি উৎকর্ষ কেন্দ্র গড়বে রাজ্য সরকার।

তথ্যপ্রযুক্তি দপ্তর একটি সপ্তাহ ব্যাপী কর্মশালা করযে যেখানে কলকাতা পুলিশ সহ সাইবার ক্রাইম দুনিয়ার বিশেষজ্ঞরা একত্রে এই উৎকর্ষ কেন্দ্রের ‘বেস্ট প্রাক্টিসেস’ সম্বন্ধে চিন্তাভাবনা করতে পারে। এই কেন্দ্রের নোডাল পার্টনার হিসেবে বাছা হয়েছে কল্যাণীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজিকে।

এই কেন্দ্রে সাইবার ক্রাইম সম্বন্ধিত ঘটনার তথ্যাদি সংগ্রহ ও বিশ্লেষণ করা হবে। কোনো কোনো ক্ষেত্রে জরুরি ব্যবস্থা নিতে হলে সেটিও এখান থেকে করা হবে। সাইবার ক্রাইম সম্বন্ধে গাইডলাইনও তৈরী করবে এই কেন্দ্র। সাইবার ক্রাইম সম্বন্ধে গবেষণার কাজও হবে এখানে।

Bengal Education Minister expresses concerns over Blue Whale game

Bengal Education minister Partha Chatterjee expressed concerns over the allegations of a number of students getting victimised by the Blue Whale game across the state.

On the sidelines of an event to organise Public Library Day by the Department of Mass Education & Library Sciences, Chatterjee said: “The Blue Whale game should be stopped immediately. We have asked the schools to ensure that students do not carry mobile phones to schools and the authorities should be on alert.”

s many as 25 government schools in the city have been identified where UNICEF will conduct workshops regarding use of “safe Internet” by school children. Simultaneously, a workshop will be conducted in a few private schools as well.

Among the government schools, Hindu School, Jodhpur Park School, Binodini Girls are few of the schools that have been selected where such workshops will be conducted. Students of nearby schools will also be asked to attend.

The association of ICSE schools in Bengal will hold a sensitisation workshop on online gaming and Internet addiction, covering around 200 schools.

 

ব্লু হোয়েল নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

রাজ্যে ক্রমশ বাড়ছে ব্লু হোয়েল গেমের দাপট। তাই এই মারণ কেলার হাতছানিতে রাস টানতে কড়া অবস্থান নিল শিক্ষা দপ্তর।

শিক্ষামন্ত্রী জানালেন স্কুল চলাকালীন শিক্ষক এবং পড়ুয়ারা মোবাইল ব্যবহার করতে পারবেন না। এদিকে শহরের ৩০টি স্কুলের পড়ুয়াদের ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল নিয়ে সচেতন করতে কর্মশালা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্লু হোয়েল নিয়ে উদ্বিগ্ন শিক্ষামন্ত্রী বলেন, “ব্লু হোয়েলের মতো খেলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। অনেকে এই খেলায় অংশ নিয়ে মারা গেছে। এই খেলা আটকাতেই হবে। এটা কি কোনও খেলা হল?‌”পড়ুয়াদের ব্লু হোয়েলের হাত থেকে রক্ষা করতে বই পড়ার অভ্যেস বাড়ানোর দিকেও জোর দেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘‌আমাদের কাছে অভিযোগ এসেছে ক্লাস চলাকালীন পড়ানো থামিয়ে শিক্ষক–শিক্ষিকারা মোবাইলে কথা বলছেন। সেই সুযোগে পড়ুয়ারা মোবাইলে গেম খেলছে। এটা চলতে পারে না। আমরা চাই স্কুলে পড়াশোনার সময়টুকুতে যেন পড়াশোনাই হয়। স্কুল চলাকালীন শিক্ষক–পড়ুয়া সবাইকেই মোবাইল বন্ধ রাখতে হবে। তবে এটা কোনও বিজ্ঞপ্তি দিয়ে হবে না। স্কুলগুলিকেও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে।’‌

ইন্টারনেটের ব্যবহার নিয়ে কর্মশালায় ২৫টি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও ৫টি বেসরকারি স্কুল অংশ নেবে। রাজ্যের আইসিএসই বোর্ডের অধীনস্থ স্কুলগুলিও ইন্টারনেটের ব্যবহার এবং ব্লু হোয়েল নিয়ে পড়ুয়াদের সচেতন করতে কর্মশালা করতে চলেছে। সিবিএসই স্কুলগুলিও এ ব্যাপারে নজরদারি বাড়াতে বলেছে। ‌

Source: Bartaman