July 22, 2017
21 July 2017
বিজেপি ভারত ছাড়ো
২১ জুলাই যারা গুলি চালিয়েছিল এবার তাদের শাস্তি হবে
এখানে এসেছেন সবাই। সাহিত্যিক। শিল্পী কলাকুশলী, ফিল্ম ইন্ডাস্ট্রি, সমাজের বিশিষ্ট মানুষ, শহিদ পরিবার সকলে এসেছেন। সাঁইবাড়ি, নেতাই, সিঙ্গুর, নন্দীগ্রাম, তেভাগা আন্দোলন, নুরুল ইসলামের মা এসেছেন। সকলে সমবেত হয়েছেন। সকলকে প্রণাম, সালাম, নমস্কার।