February 2, 2016
West Bengal’s performance among the best in MGNREGA yet again

West Bengal has added another feather in its cap by being among the best in the nation in the category of Conservancy and Project Implementation in MGNREGA. During the financial year 2014-15, North 24 Parganas district has been among the top eight districts in the country in the 100 Days Work Scheme. For its achievement, the district would be bestowed with a National Award.
The mangrove forest projects of the district’s Sandeshkhali-2 and Hingalganj blocks have come in for special praise. Besides, in different areas of the district, roadside greenlining projects (planting trees besides roads) have been implemented wherein only women have been employed. This has made the women self-sufficient as well as significantly increased the number of women workers. This aspect has also garnered a lot of interest.
State Panchayat and Rural Development Minister Subrata Mukherjee said that West Bengal could include the maximum number of villages in projects like Indira Awas Yojna, building of toilets and construction of metalled (‘pucca’) roads during 2014-15.
According to the Minister, West Bengal is the best in the country with respect to work done in the panchayats.
During 2015-16, so far, 2.16 lakh houses have been constructed under Indira Awas Yojna and more than 11 lakh toilets have been built in the State, the Minister said. During the same period, around 47.43 lakh people have been given jobs under the 100 Days Work Scheme
১০০ দিনের কাজে দেশের সেরা পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গের মুকুটে আরও একটি পালক যুক্ত হল। (কনভার্জেন্স অ্যান্ড প্রজেক্ট ইমপ্লিমেনটেশন) ১০০ দিনের কাজ প্রকল্পটি রূপায়ণের জন্য দেশের মধ্যে সেরার পুরস্কার পাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলা। ২০১৪-১৫ সালে ১০০ দিনের কাজের নিরিখেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক মঙ্গলবার নয়াদিল্লিতে এই পুরস্কার তুলে দেবে বলে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানান।
উত্তর ২৪ পরগণা জেলার সন্দেশখালি ২-ব্লক এবং এবং হিঙ্গলগঞ্জে ম্যানগ্রোভ অরণ্যের প্রকল্প অভিনব আকর্ষণ কুড়িয়েছে। এই জেলার বিভিন্ন জায়গায় ‘রোডসাইড গ্রিনলাইন’ (রাস্তার ধারে বৃক্ষ রোপণ) প্রকল্পে মহিলাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে মহিলারা স্বনির্ভর হয়েছেন।
পঞ্চায়েত মন্ত্রী জানান, শৌচালয় নির্মাণ, ইন্দিরা আবাসের বাড়ি তৈরি এবং ২০১৪-১৫ সালে সব চেয়ে বেশি গ্রামকে যুক্ত করে পাকা রাস্তা তৈরির ক্ষেত্রেও পশ্চিমবঙ্গই প্রথম।
পঞ্চায়েত মন্ত্রীর দাবি, পঞ্চায়েতে কাজের বিচারে সেরা পশ্চিমবঙ্গই।
২০১৫-১৬ সালে ইন্দিরা আবাস যোজনায় ২ লক্ষ ১৬ হাজার বাড়ি তৈরি হয়েছে। পাকা শৌচালয় তৈরি হয়েছে ১১ লক্ষ। ২০১৫-১৬ সালে ১০০ দিনের কাজ পেয়েছে ৪৭ লক্ষ ৪৩ হাজার পরিবার।’’