Latest News

February 29, 2016

Trinamool reacts to General Budget 2016, calls it a hopeless Budget

February 29, 2016, 2.30 pm

This is a hopeless Budget: Trinamool reaction

When something is good, Trinamool Congress is always positive in its outlook and constructive in its criticism. But when something is not upto the mark and not pro industry, not pro farmer, not pro youth, not pro downtrodden and not pro people, we are compelled to be critical.

This Budget is not constructive, nor is it creative. It is stereotype and routine. We are left with no option, but to call it a hopeless budget : no hope for industry, no hope for the farmers, no hope for the poor, no hope for the middle class, no hope even for the Sensex.

Let us now raise some specific examples:

1. NREGA: FM has said that the figure is up from Rs.34000 crores of last year to Rs.38000 crores of this year for the entire nation. But if you look at the figure of 2009-2010, that is, Rs.39000 crores so in effect the 2016 outlay is actually lower than the 2009-2010 outlay.

2. We believe in total transparency. Why has the FM not mentioned the details of the changes in the FDI policy in his Budget Speech? It is shrouded in an annexure and opens up 100% FDI in many sectors. Why can’t the Government be transparent?

3. Lots of good prose in the budget, but where are the jobs? Where are the solutions? How will industry benefit? How will agriculture benefit? There are millions of hungry, young, unemployed youth yearning for jobs. Job creation has not been outlined.

4. The FM made an attempt to emphasize on social sector schemes. But the reality is different. Almost 40 social sector schemes have been stopped and States have been burdened for funding new schemes. One example is the Pradhan Mantri Gram Sevak Yojana. Instead of the Centre now funding 100%, the Centre will only fund 60% and the States have to bear 40%. So in Bengal where 3000 crores was spent, the State would now have a burden of 1200 crores. Is this cooperative federalism?

5. There were some mild noises made about the health sector. But even here if you look closely States like Bengal have already implemented many of these measures like big discounts on medicine and cheaper healthcare for the under-privileged. On the point of dialysis becoming cheaper, yes the machines will become cheaper but what about the cost of treatment and medicines which is always a burden?

6(a). Power

While it is good that on the national level, rural electrification will be completed by 100% by 2018, Bengal has already achieved this in early 2016 itself.

6(b). SC/ST

We ask : Rs.500 crores is all that you could allot for SC/ST?

6(c). LPG for BPL families

Rs.2000 crores you say will cover 5 crore families. In reality, this is an exaggerated figure.

6(d). Farmers

In Bengal, about 80000 farmers have doubled their income in two years. That is the benchmark this Government should have followed.

6(e). No major tax reforms to benefit the middle class.

 

Lots of big words. No real big solutions.

 

Issued on behalf of All India Trinamool Congress

Sudip Bandyopadyay                 Derek O’Brien
Leader, AITC                                Leader, AITC
Lok Sabha                                    Rajya Sabha

 

Bengali Translation of above Statement 

 

দিশাহীন বাজেট: তৃণমূলের প্রতিক্রিয়া

যখন ভালো কিছু হয়, তৃণমূল কংগ্রেসের দৃষ্টিভঙ্গি সবসময় ইতিবাচক হয় ও তারা গঠনমূলক সমালোচনায় সামিল হয়। মানুষ বিরোধী কোন কাজ হলে তৃণমূল তার সমালোচনা করতে বাধ্য হয়।

বাজেট গঠনমূলক নয়, সৃজনশীল নয়। দিশাহীন বাজেট। শিল্প, কৃষি, গরিব, মধ্যবিত্ত— কারও জন্য কোনও আশার কথা নেই এই বাজেটে। অনেক বড় বড় কথা আছে, কিন্তু, কোনও প্রকৃত সমাধান সূত্র নেই।

বেশ কিছু সুনির্দিষ্ট উদাহরণ দেওয়া যাকঃ

অর্থমন্ত্রীর দেওয়া ১০০ দিনের কাজের তথ্য হিসেবে বলেছেন যে গত বছর ৩৪০০০ কোটি টাকা বরাদ্দ ছিল এবং এবছর বরাদ্দ বেড়ে দারিয়েছে ৩৮০০০ কোটি টাকায়। কিন্তু ২০০৯-২০১০ এর তথ্য অনুযায়ী সেই বছর বরাদ্দ ছিল ৩৯০০০ কোটি টাকা। তার মানে ২০১৬-র বরাদ্দ ২০০৯-২০১০-র বরাদ্দ থেকে কম।

আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি। FDI নিয়ে পুরো তথ্য কেন অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বললেন না? অ্যানেক্সচারের ভেতরে দেখা যাবে, অনেক কিছুই ১০০% FDI এর আওতায় চলে এসেছে। সরকার বাজেটে কেন স্বচ্ছতা দেখাতে পারছে না?

শিল্প কিভাবে উপকৃত হবে? কর্মসংস্থান কি করে হবে? তার কোনও দিশা নেই বাজেটে। কোথায় সমাধান সূত্র? কৃষি কিভাবে উপকৃত হবে? লক্ষ লক্ষ বেকার যুবক কর্মসংস্থানের জন্য ব্যকুল হয়ে আছে।  অথচ কর্মসংস্থানের কোনও রূপরেখা নেই।

সামাজিক প্রকল্পের ওপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী। কিন্তু বাস্তবে প্রায় ৪০টি সামাজিক প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার বোঝা পড়েছে রাজ্যগুলির ওপর। তার একটি উদাহরণ হল প্রধান মন্ত্রী গ্রাম সড়ক যোজনা। আগে কেন্দ্রীয় সরকার ১০০% ব্যয় বহন করত যা কমিয়ে দাঁড়িয়েছে ৬০ শতাংশয়। আগে পশ্চিমবঙ্গ সরকারের খরচা হত ৩০০০ কোটি টাকা যা বেড়ে দাঁড়িয়েছে ১২০০০ কোটি টাকায়। এটি কি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উদাহরণ?

স্বাস্থ্য প্রকল্প গুলি নিয়ে বাজেটে বেশ কিছু কথা বলা হয়েছে। একটু কাছ থেকে দেখলে দেখা যাবে যে পশ্চিমবঙ্গ সরকার এই ধরণের অনেক প্রকল্পই কার্যকর করেছে। যেমন – স্বল্প মূল্যের ওষুধ, গরীবদের জন্য স্বল্প পয়সায় চিকিৎসা। ডায়ালিসিস মেশিন সস্তার কথা বলা হয়েছে? কিন্তু চিকিৎসার খরচ কমানো হল না কেন? অশুধের দাম কমানোর কথা হল না কেন?

ইতিমধ্যেই যেখানে বাংলায় ১০০শতাংশ বিদ্যুৎ সরবরাহ সম্পন্ন হয়েছে সেখানে কেন্দ্র ২০১৮ সালের মধ্যে এই কাজ সম্পন্ন করবে।

এস সি/ এস টি দের জন্য কেন মাত্র ৫০০ কোটি টাকা বরাদ্দ?

LPG গ্যাসের ক্ষেত্রে ২০ হাজার কোটি টাকা ৫ কোটি বি পি এল পরিবারের জন্য বরাদ্দ করা হয়েছে। এটা অনেকটা বারিয়ে বলা হয়েছে।

পশ্চিমবাংলার প্রায় ৮০ হাজার কৃষকের আয় গত ২ বছরে দ্বিগুন বৃদ্ধি পেয়েছে। সরকারের এই বেঞ্চমার্ক অনুসরণ করা উচিত।

মধ্যবিত্তর জন্য কোনও বড়সড় কোন কর সংস্কারের পদক্ষেপ নেই এই বাজেটে।

 

অনেক বড় বড় কথা। নেই কোনও প্রকৃত সমাধান সূত্র।

 

Issued on behalf of All India Trinamool Congress

Sudip Bandyopadyay                 Derek O’Brien
Leader, AITC                                Leader, AITC
Lok Sabha                                    Rajya Sabha