Latest News

February 8, 2016

Saris to promote West Bengal’s acclaimed Kanyashree Scheme

Saris to promote West Bengal’s acclaimed Kanyashree Scheme

West Bengal Chief Minister Ms Mamata Banerjee’s personal initiative, Kanyashree Scheme, would now appear in sari designs.

The Minister for Micro, Small & Medium Enterprises and Textiles has appointed an award-winning weaver from Fulia in Nadia district to come up with the designs.

Fulia is famous for Jamdani saris and so, naturally, the designs would be created on such saris. The saris will be displayed at Biswa Bangla stalls in Kolkata’s Dakshinapan, in Darjeeling and at the various airports.

The saris will showcase the rigorous crafting and delicate details that Jamdani saris are known for. The design consists of a collage of schoolgirls, Bengali alphabets and verses by Kazi Nazrul Islam woven on them, along with the Kanyashree logo.

Through these saris, not only would the Chief Minister’s pioneering initiative for the welfare of schoolgirls be held up, but also the glory of the exquisite craftsmanship that the hand-woven Jamdani sari is known for.

 

এবার শাড়ির মাধ্যমে কনাশ্রী প্রকল্পের প্রচার

মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত উদ্যোগে এবার ডিজাইনার শাড়ির মাধ্যমে কনাশ্রী প্রকল্পের প্রচার করা হবে।

এই কাজের জন্য নদিয়ার ফুলিয়া থেকে একজন পুরস্কার প্রাপ্ত ডিজাইনারকে নির্ধারণ করেছেন ক্ষুদ্র-মাঝারি কুটির ও বস্ত্রশিল্প উন্নয়ন দপ্তরের মন্ত্রী।

নদিয়ার ফুলিয়া জামদানি শাড়ির জন্য বিখ্যাত; সুতরাং স্বাভাবিক ভাবেই এই ধরনের শাড়ির ওপর ডিজাইন করা হবে। কলকাতার দক্ষিণাপন, দার্জিলিংসহ বিভিন্ন বিমানবন্দরে বিশ্ব বাংলা স্টলে এই শাড়ি প্রদর্শিত হবে।

শাড়ির ডিজাইনের মধ্যে থাকবে স্কুল ছাত্রীদের ছবির কোলাজ, বাংলা বর্ণমালা, কাজী নজরুলের কবিতা এবং কন্যাশ্রী লোগো।

এই ধরনের শাড়ির মাধ্যমে শুধুমাত্র স্কুলছাত্রীদের কল্যাণে মুখ্যমন্ত্রীর পথিকৃত উদ্যোগ বাস্তবায়িত হবে তা নয় তার সাথে সাথে সূক্ষ্ম কাজের জন্য খ্যাত জামদানি শাড়ির গৌরব ও খ্যাতির প্রসার ঘটবে।