Latest News

February 26, 2016

MSME sector: Bengal marches ahead with glory

MSME sector: Bengal marches ahead with glory

West Bengal under the Trinamool Congress Government has come a long way from the dark days of the Left Front. MSME (medium, small and micro enterprises) is one of the sectors which has done particularly well.

There are about 50,850 MSME units in the State, employing about 5,45,000 people. Chief Minister Mamata Banerjee created the Biswa Bangla brand and store chain for promoting products from these units, among others. The brand has been successful in reviving traditional handicfrafts and handloom products, and has made livelihoods possible.

To bring together the units under one roof a series of district-level events called Synergy has been organised. In these events, owners of such units interact and learn from each other. At these events organised under the Synergy umbrella, various ‘clinics,’ ‘help desks’ and ‘special pavilions’ are set up to provide all possible assistance and guidance to entrepreneurs.

A portal, www.myenterprisewb.in has been created for anyone interested in setting up a micro, small or medium-size business in West Bengal. MSME Facilitation Centres (MFC) help to solve technology-related issues. Unique clearance centres have been set up in many districts to enable quick clearance of projects. A portal, www.msmebengalinvest.in, connecting entrepreneurs, investors and professional experts for West Bengal, has been set up by the State government in collaboration with IIM Kolkata. In 2015, the government set up a Rs 200 crore fund to seed MSMEs.

Beginning September 2013, in partnership with UNESCO, the West Bengal government has set up 26 Rural Craft Hubs in nine districts. These artisans’ units are also come under the MSME sector. A ‘Shilpa Tirtha’ has been set up in Belur, on 200 acres of land. Last but not the least, in 2015, a reality show was conceptualised by the West Bengal Government, ‘Egiye Bangla,’ which was a competition where entrepreneurs pitched ideas to get funding from the State government; the show became highly successful.

 

ছোট, মাঝারি ও ক্ষুদ্র শিল্পে এগিয়ে পশ্চিমবঙ্গ

তৃণমূল কংগ্রেস সরকারের আমলে পশ্চিমবঙ্গ সরকার বাম আমলের অন্ধকারাচ্ছন্ন দিন থেকে গত চার বছরে ব্যপক উন্নতির মুখ দেখেছে বাংলার ছোট, মাঝারি ও ক্ষুদ্র শিল্প।

রাজ্যে প্রায় ৫০,৮৫০ টি ইউনিট MSME তৈরি হয়েছে। আর সেখানে কাজ পেয়েছেন ৫,৪৫,০০০ এর বেশি লোক। ছোট, মাঝারি ও ক্ষুদ্র শিল্পের উন্নতির জন্য ২০১৪ সালে পশ্চিমবঙ্গ সরকার এনেছে ‘বিশ্ব বাংলা’। এই ব্র্যান্ড বিশ্বের কাছে তুলে ধরছে বাংলার হস্তশিল্প, তাঁত শিল্প ও সংস্কৃতিকে। কলকাতা ও শান্তিনিকেতন মিলিয়ে রাজ্যে বিশ্ব বাংলার ৫টি ‘বিশ্ব বাংলা’ শোরুম রয়েছে।

বাংলার ছোট, মাঝারি ও ক্ষুদ্র শিল্পপতিদের এক ছাদের তলায় এনে তাদের সমস্যার সমাধানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এনেছে ‘সিনার্জি’। ৩৫ হাজার ৫০০ ছোট, মাঝারি ও ক্ষুদ্র শিল্পপতিদের এক ছাতার তলায় আনতে হাওড়া, মালদা, এবং শিলিগুড়িতে ইভেন্টের আয়োজন করা হয়েছে।

মানুষের সুবিধার্থে সরকার তৈরি করে দিয়েছে একটি ওয়েবসাইট-  www.myenterprisewb.in। টেকনোলজি সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য তৈরি করা হয়েছে টেকনোলজি ফেলসিটেশন সেন্টার।

বেশ কিছু জেলায় বানানো হয়েছে ইউনিক ক্লিয়ারেন্স সেন্টার। ২০১৫ সালে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সহযোগিতার জন্য সরকার ২০০ কোটি টাকার একটি ফান্ড তৈরি করেছে। ২০১৫ সালে আইআইএম কলকাতার সহযোগিতায় তৈরি হয়েছে ইনভেস্ট পোর্টাল www.msmebengalinvest.in

২০১৩ সালের সেপ্টেম্বর মাসের শুরুতে বাংলার ছোট, মাঝারি ও ক্ষুদ্র শিল্পের উন্নতির জন্য ইউনেসকোর সঙ্গে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গ সরকার ৯টি জেলার ২৬টি গ্রামে তৈরি করেছে ‘রুরাল ক্রাফট হাব’। পরবর্তীকালে এই জায়গাগুলিতে পর্যটন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

শিল্পের উন্নতির জন্য বেলুড়ে ২০০ একর জমিতে তৈরি হবে ‘শিল্প তীর্থ’। শিল্পে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে সরকারের একটি নতুন উদ্যোগ হলো রিয়ালিটি শো ‘এগিয়ে বাংলা’।