February 11, 2016
KMC launches app for climate and disaster alerts

India’s first-ever Integrated Climate Cell at Kolkata Municipal Corporation has launched a mobile app for citizens that will give them alerts during natural disasters.
This first-of-its-kind app in the country is intended to give information to citizens on various eco-friendly measures and alerts during disasters as part of preparedness planning. The climate change cell has a rooftop solar feasibility calculator, another first-of-its-kind in the country. The initiative is expected to help people take steps at individual and collective levels to make a difference to the city.
The set-up of the climate change cell is being supported by UK under a two-year UK-Kolkata Municipal Corporation Programme, worth £1 million, of technical assistance on a low-carbon and climate-resilient Kolkata.
After the launch, member and mayor-in-council. KMC, Debashis Kumar, said, “We are the first city to launch the app. It will go a long way in creating awareness among people by letting them know the pollution levels and be alert.”
Besides this, KMC has taken several steps to improve the environment of the megacity, like constructing green medians along the city’s roads, planting lush green bushes along the footpaths of several streets and others.
আবহাওয়া ও প্রাকৃতিক বিপর্যয় সতর্কতা মূলক অ্যাপ কলকাতা পুরসভার
কলকাতা পুরসভার অধীনস্ত ভারতের ইন্টিগ্রেটেড ক্ল্যাইমেট সেল একটি অ্যাপ চালু করছে যার মাধ্যমে প্রাকৃতিক বিপর্যয়ের সময় সাধারণ মানুষকে সতর্ক করা হবে।
ভারতে প্রথম এই ধরনের অ্যাপ শুরু হবে। এর মাধ্যমে সাধারণ মানুষকে সতর্ক করার সঙ্গে সঙ্গে পরিবেশ বান্ধবও করে তোলা হবে। এই উদ্যোগ মানুষকে ব্যক্তিগত ভাবে ও সমষ্টিগত পর্যায়ে পদক্ষেপ নিতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। এই ক্ল্যাইমেট সেলের ছাদে রয়েছে একটি সোলার ক্যালকুলেটর যা ভারতবর্ষে এই প্রথম। এই উদ্যোগ মানুষকে ব্যক্তিগত ও যৌথভাবে সাহায্য করবে।
এই ক্ল্যাইমেট সেলের মূল্য প্রায় ১ মিলিয়ন পাউণ্ড।
কলকাতা পুরসভার সদস্য ও মেয়র-ইন-কাউন্সিল দেবাশিস কুমারের মতে, আমরাই প্রথম এই অ্যাপ চালু করছি। এটি মানুষকে পরিবেশ দূষণের মাত্রা জানানোর মাধ্যমে আবহাওয়া সম্বন্ধে আরও সচেতন করবে।
এর পাশাপাশি সৌন্দর্যায়নের জন্য KMC আরও কিছু পদক্ষেপ নিয়েছে। রাস্তার মাঝখানে ডিভাইডার তৈরি করে সেখানে বৃক্ষ রোপণ ও ফুটপাথের চারপাশে গাছ লাগিয়েও রাস্তাগুলিকে আরও সুন্দর করে তোলা হচ্ছে।